ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ৮: রসায়ন ও শক্তি (৮) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩৫১. হাইড্রোজেন ফুয়েল সেল –
i. এক ধরনের তড়িৎ বিশ্লেষ্য কোষ
ii. বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়
iii. এ হাইড্রোজেনকে দহন করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৫২. CO, N2O ও অব্যবহৃত মিথেন বায়ুতে মিশে –
i. ফটোকেমিকেল ধোঁয়া সৃষ্টি করে
ii. বিশুদ্ধ জ্বালানিতে পরিণত হয়
iii. ওজোন স্তরের ব্যাপক ক্ষতি সাধন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৫৩. রাসায়নিক শক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তর করে –
i. ড্যানিয়াল কোষ
ii. ড্রাইসেল
iii. লেড স্টোরেজ ব্যাটারি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৫৪. কোন গ্যাস পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি অবস্থান করে?
Ο ক) CO
Ο খ) SO2
Ο গ) NO
Ο ঘ) CO2
সঠিক উত্তর: (ঘ)
৩৫৫. গ্যালভানি কোষে কী ঘটে?
Ο ক) অ্যানোড হতে e- দ্রবণে পরিব্যপ্ত হয়
Ο খ) ক্যাথোড হতে e- দ্রবণে পরিব্যপ্ত হয়
Ο গ) অ্যানোড হতে ধনাত্মক আয়ন দ্রবণে চলে আসে
Ο ঘ) ঋণাত্মক আয়ন ক্যাথোডের দিকে আকৃষ্ট হয়
সঠিক উত্তর: (গ)
৩৫৬. ইলেকট্রোপ্লেটিং প্রক্রিয়াটি কী?
Ο ক) তড়িৎ বিশ্লেষণ
Ο খ) গ্যালভানিক কোষে সংঘটিত বিক্রিয়া
Ο গ) তড়িৎ বিশ্লেষণ কোষের মাধ্যমে তড়িৎ প্রলেপন
Ο ঘ) অ্যানোডের ক্ষয়প্রাপ্ত হওয়া
সঠিক উত্তর: (গ)
৩৫৭. তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ চালনা করলে কোন দরনের আয়ন অ্যানোড কর্তৃক আকৃষ্ট হবে?
Ο ক) ধনাত্মক চার্যযুক্ত
Ο খ) ঋণাত্মক চার্যযুক্ত
Ο গ) চার্য নিরপেক্ষ
Ο ঘ) কোনটি নয়
সঠিক উত্তর: (খ)
৩৫৮. উত্তর আমেরিকার উন্নত দেশসমূহে খনিজ জ্বালানির সাথে কোনটি মেশানো হয়?
Ο ক) ইথাইল অ্যালকোহল
Ο খ) অ্যালকোহল
Ο গ) পেট্রোল
Ο ঘ) অকটেন
সঠিক উত্তর: (ক)
৩৫৯. নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী নয়?
Ο ক) গলিত লবণ
Ο খ) এসিড
Ο গ) ক্ষার
Ο ঘ) গ্রাফাইট
সঠিক উত্তর: (ঘ)
৩৬০. C5H12+O2→5CO2+6H2O; বিক্রিয়াটির জ্বালানি –
i. পেট্রোলিয়াম হিসেবে মজুদ থাকে
ii. উদ্ভিদ ও প্রাণির মৃত্যুর পর মাটিতে মিশে সৃষ্টি হয়
iii. খনিতে পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৬১. তাপ ও আলোক কিভাবে সঞ্চালিত হয়?
Ο ক) অতি বেগুনী তরঙ্গ আকারে
Ο খ) তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে
Ο গ) অণুদের্ঘ্য তরঙ্গ আকারে
Ο ঘ) বিটা তরঙ্গ আকারে
সঠিক উত্তর: (খ)
৩৬২. H-H, Cl-Cl, O=O বন্ধন শক্তি যথাক্রমে কত কিলোজুল?
Ο ক) 244, 498, 435
Ο খ) 498, 435, 244
Ο গ) 435, 244, 498
Ο ঘ) 244, 435, 498
সঠিক উত্তর: (গ)
৩৬৩. কাঠ বা কয়লায় মূলত কোনটি বিদ্যমান থাকে?
Ο ক) সালফার
Ο খ) নাইট্রোজেন
Ο গ) ফসফরাস
Ο ঘ) কার্বন
সঠিক উত্তর: (ঘ)
৩৬৪. বিদ্যুৎ পরিবহনের কৌশলের উপর ভিত্তি করে পরিবাহীকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
৩৬৫. তড়িৎ বিশ্লেষ্য কোষে ধাতব দন্ড কি হিসাবে কাজ করে?
Ο ক) প্রোটন পরিবাহী
Ο খ) নিউট্রন পরিবাহী
Ο গ) ইলেকট্রন পরিবাহী
Ο ঘ) অক্সিজেন পরিবাহী
সঠিক উত্তর: (গ)
৩৬৬. গ্লুকোজ সেন্সর যন্ত্রে গ্লুকোজের পরিমাণ কিসের সাহায্যে প্রকাশ করে?
Ο ক) সংকেতের সাহায্যে
Ο খ) ডিজিটের সাহায্যে
Ο গ) বর্ণের সাহায্যে
Ο ঘ) শব্দের সাহায্যে
সঠিক উত্তর: (খ)
৩৬৭. উদ্ভিদ সালোকসংশ্লেষণ সম্পন্ন করার জন্য কোন গ্যাস শোষণ করে?
Ο ক) CO2
Ο খ) CO
Ο গ) O2
Ο ঘ) SO2
সঠিক উত্তর: (ক)
৩৬৮. ড্রাইসেলের অ্যানোড বিজারিত হওয়ার সময় কয়টি ইলেকট্রন ত্যাগ করে?
Ο ক) 1
Ο খ) 2
Ο গ) 3
Ο ঘ) 4
সঠিক উত্তর: (খ)
৩৬৯. জীবাশ্ম জ্বালানির ব্যবহার কোথায় ঘটেনি?
Ο ক) গ্যাস জেনারেটরে
Ο খ) তাপ বিদ্যুৎ কেন্দ্রে
Ο গ) বাষ্পীয় জেনারেটরে
Ο ঘ) উৎপাদনে
সঠিক উত্তর: (গ)
৩৭০. সাংগু কী?
Ο ক) গ্যাসক্ষেত্র
Ο খ) কয়লাখনি
Ο গ) ঐতিহাসিক স্থান
Ο ঘ) প্রত্নতাত্ত্বিক স্থান
সঠিক উত্তর: (ক)
৩৭১. ইলেকট্রোপ্লেটিং এর সাহায্যে –
i. ধাতুর ক্ষয়রোধ করা হয়
ii. ধাতুর স্থায়িত্ব বৃদ্ধি করা হয়
iii. ধাতুর উজ্জ্বলতা বৃদ্ধি করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৭২. তড়িৎ রাসায়নিক কোষের অংশ কোনটি?
Ο ক) লবণ
Ο খ) তড়িৎ সেতু
Ο গ) লবণ সেতু
Ο ঘ) তড়িৎ বিশ্লেষণ
সঠিক উত্তর: (গ)
৩৭৩. পরিবাহী সাধারণত কয় প্রকার?
Ο ক) ২ প্রকার
Ο খ) ৩ প্রকার
Ο গ) ৪ প্রকার
Ο ঘ) ৫ প্রকার
সঠিক উত্তর: (ক)
৩৭৪. কোনটিকে পেট্রোলিয়ামের সাথে ব্যবহার করে খনিজ জ্বালানির সাশ্রয় করা সম্ভব হবে?
Ο ক) বিউটানল
Ο খ) ইথানল
Ο গ) প্রোপানল
Ο ঘ) বেনজিন
সঠিক উত্তর: (খ)
৩৭৫. নিচের কোনটি জ্বালানির অপচয়ের জন্য দায়ী?
Ο ক) অপ্রয়োজনে চুলা বন্ধ রাখা
Ο খ) হাত পাখার ব্যবহার
Ο গ) বিনোদনের জন্য আলোকসজ্জা করা
Ο ঘ) প্রয়োজনের সময় আলো জ্বালানো
সঠিক উত্তর: (গ)
৩৭৬. নিচের কোনটি ব্যতিক্রম?
Ο ক) পেট্রোলিয়াম পুড়িয়ে স্যালো ইঞ্জিনের চাকা ঘুরানো
Ο খ) কেরোসিন পুড়িয়ে আলো সৃষ্টি
Ο গ) খনিজ জ্বালানি পুড়িয়ে টারবাইন ঘুরানো
Ο ঘ) গোবার ব্যবহার করে বায়োগ্যাস প্রস্তুতি
সঠিক উত্তর: (ঘ)
৩৭৭. কী কারণে শুধুমাত্র জারণ-বিজারণ প্রক্রিয়ায় উৎপন্ন শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায়?
Ο ক) এ বিক্রিয়া তুলনামূলকভাবে দ্রুত সংঘটিত হয়
Ο খ) এ বিক্রিয়াটি একটি তাপোৎপাদী বিক্রিয়া
Ο গ) এ বিক্রিয়াটি একটি তাপহারী বিক্রিয়া
Ο ঘ) এ বিক্রিয়ায় ইলেকট্রনের আদান-প্রদান ঘটে
সঠিক উত্তর: (ঘ)
৩৭৮. নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়?
Ο ক) ধাতু
Ο খ) কাঠ
Ο গ) কার্বন
Ο ঘ) গ্রাফাইট
সঠিক উত্তর: (খ)
৩৭৯. তড়িৎ কুপরিবাহী কোনটি?
Ο ক) গলিত লবণ
Ο খ) লবণের দ্রবণ
Ο গ) শুকনো লবণ
Ο ঘ) তরল দ্রাবকে দ্রবীভূত লবণ
সঠিক উত্তর: (গ)
৩৮০. Ag/Ag+(aq) তড়িৎদ্বার –
i. ইলেকট্রনিক পরিবাহী
ii. অধাতব বিদ্যুৎ পরিবাহী পদার্থ
iii. জারণ বিক্রিয়া নির্দেশ করছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৮১. ড্রাইসেলের বৈশিষ্ট্য হলো –
i. এ সেলে কোনো তরল তড়িৎ বিশ্লেষ্য দ্রব থাকে না
ii. এ সেলে জিংকের তৈরি কৌটা অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়
iii. এ সেলে রাসায়নিক শক্তি বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৮২. ভিনেগারে কী থাকে?
Ο ক) সাইট্রিক এসিড
Ο খ) এসিটিক এসিড
Ο গ) সালফিউরিক এসিড
Ο ঘ) হাইড্রোক্লোরিক এসিড
সঠিক উত্তর: (খ)
৩৮৩. যানবাহন থেকে নির্গত ধোঁয়ায় বিদ্যমান থাকে –
i. কার্বন মনোক্সাইড
ii. নাইট্রাস অক্সাইড
iii. ফসফরাস পেন্টাক্সাইড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৮৪. ইউরেনিয়াম-235 কে উচ্চ শক্তিসম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করলে উৎপন্ন হয় –
i. স্টোনসিয়াম-90
ii. জেনন-143
iii. দুটি নিউট্রন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৮৫. ব্রাইন কোনটি?
Ο ক) NaCl
Ο খ) NaCl(s)
Ο গ) NaCl(aq)
Ο ঘ) NaCl+H2O(g)
সঠিক উত্তর: (গ)
৩৮৬. এক মোল O = O বন্ধন ভাঙতে কত শক্তি শোষিত হয়?
Ο ক) 249 kJ
Ο খ) 244 kJ
Ο গ) 435 kJ
Ο ঘ) 431 kJ
সঠিক উত্তর: (গ)
৩৮৭. C ও H সমৃদ্ধ জৈব যৌগের দহনে কী তৈরি হয়?
Ο ক) CO2, H2
Ο খ) CO, H2O
Ο গ) C6H6, H2O
Ο ঘ) CO2, H2O
সঠিক উত্তর: (ঘ)
৩৮৮. গ্যালভানিক কোষে সংঘটিত হয় –
Ο ক) তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়
Ο খ) রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়
Ο গ) তাপ শক্তি রাসায়নিক মক্তিতে পরিণত হয়
Ο ঘ) আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিনত হয়
সঠিক উত্তর: (খ)
৩৮৯. পানিতে তাপ দিয়ে জলীয় বাষ্পে পরিণত করে আবার ঠান্ডা করলে নিচের কোনটিতে পরিণত করা যায়?
Ο ক) জলীয়
Ο খ) তরল
Ο গ) কঠিন বরফ
Ο ঘ) তরল ও কঠিন
সঠিক উত্তর: (ঘ)
৩৯০. সব রাসায়নিক বিক্রিয়ায় কী ঘটে?
Ο ক) তাপশক্তির শোষণ হয়
Ο খ) তাপশক্তি নির্গত হয়
Ο গ) তাপশক্তি শোষিত বা নির্গত হয়
Ο ঘ) তাপশক্তি অপরিবর্তনীয় থাকে
সঠিক উত্তর: (গ)
৩৯১. বিক্রিয়ার ফলে শক্তির উদ্ভব হবে যদি –
Ο ক) উৎপাদনের শক্তি < বিক্রিয়কের শক্তি
Ο খ) উৎপাদনের শক্তি > বিক্রিয়কের শক্তি
Ο গ) উৎপাদনের শক্তি = বিক্রিয়কের শক্তি
Ο ঘ) উৎপাদন শক্তি º বিক্রিয়কের শক্তি
সঠিক উত্তর: (ক)
৩৯২. গ্যালভানিক কোষে –
i. ধাতব দন্ডকে ঐ ধাতুর তড়িৎ বিশ্লেষ্যর মধ্যে স্থাপন করে তড়িৎদ্বার গঠন করা হয়
ii. সাধারণত অ্যানোড ও ক্যাথোড হিসেবে ভিন্ন ধাতব দন্ড ব্যবহার করা হয়
iii. অ্যানোড ও ক্যাথোড নির্ধারিত ধাতুর সক্রিয়তা দ্বারা গঠিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৯৩. বাণিজ্যিকভাবে লোহার পরিবর্তে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) অ্যালুমিনিয়াম
Ο খ) দস্তা
Ο গ) ইস্পাত
Ο ঘ) ম্যাগনেসিয়াম
সঠিক উত্তর: (গ)
৩৯৪. তড়িৎ বিশ্লেষ্য কোষে –
i. ব্যাটারির ধনাত্মক প্রান্ত অ্যানোডের সাথে যুক্ত থাকে
ii. ধাতব দন্ড শুধু ইলেকট্রন পরিবাহীর কাজ করে
iii. অ্যানোড ও ক্যাথোড হিসেবে ধাতব দন্ড বা গ্রাফাইট দন্ড ব্যবহার করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৯৫. টর্চ জ্বালাতে আমরা নিচের কোনটি ব্যবহার করি?
Ο ক) ড্রাইসেল
Ο খ) তড়িৎ রাসায়নিক কোষ
Ο গ) তড়িৎ বিশ্লেষ্য কোষ
Ο ঘ) ড্যানিয়েল কোষ
সঠিক উত্তর: (ক)
৩৯৬. উত্তর আমেরিকার বিদ্যুতের মোট চাহিদার শতকরা কতভাগ পারমাণবিক চুল্লি থেকে উৎপন্ন করছে?
Ο ক) 20%
Ο খ) 30%
Ο গ) 40%
Ο ঘ) 50%
সঠিক উত্তর: (ক)
৩৯৭. কোন কোষটির কার্য পদ্ধতি ব্যতিক্রম?
Ο ক) ড্যানিয়েল সেল
Ο খ) ড্রাইসেল
Ο গ) লেড স্টোরেজ সেল
Ο ঘ) ইলেকট্রোলাইট সেল
সঠিক উত্তর: (ঘ)
৩৯৮. চুনের রাসায়নিক নাম –
Ο ক) কার্বন ডাইঅক্সাইড
Ο খ) ক্যালসিয়াম কার্বনেট
Ο গ) ক্যালসিয়াম অক্সাইড
Ο ঘ) অক্যালসিয়াম হাইড্রোক্সাইড
সঠিক উত্তর: (গ)
৩৯৯. বিশুদ্ধ পানির বিদ্যুৎ পরিবাহিতা কীভাবে বৃদ্ধি করা যায়?
Ο ক) পানিতে শীতল করে
Ο খ) পানির ঘনত্ব হ্রাস করে
Ο গ) পানিতে সালফিউরিক এসিড যোগ করে
Ο ঘ) পানিতে অদ্রাব্য পদার্থ যোগ করে
সঠিক উত্তর: (গ)
৪০০. রূপার তৈরি অলংকারের উপর সোনার প্রলেপ দিলে –
i. অলংকারে ঔজ্জ্বল্য বৃদ্ধি পায়
ii. অলংকারের গুণাগুণ হ্রাস পায়
iii. অলংকারের স্থায়িত্ব বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪০১. 1 mole মিথেন গ্যাস পোড়ালে কত জুল শক্তি পাওয়া যায়?
Ο ক) 791000 জুল
Ο খ) 891000 জুল
Ο গ) 991000 জুল
Ο ঘ) 981000 জুল
সঠিক উত্তর: (খ)
৪০২. C(s)+O2(g)→CO2(g); ΔH = -394kJ বিক্রিয়ার ক্ষেত্রে –
i. 1 মোল C 1 মোল O2 এর সাথে বিক্রিয়া করে 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে
ii. এ বিক্রিয়ায় 394 কিলোজুল তাপ শোষিত হয়
iii. এটি একটি তাপোৎপাদী বিক্রিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪০৩. 1 মোল H-H বন্ধন ভাঙতে 435 kJ শক্তি শোষিত হয়, 1 মোল O-O বন্ধন ভাঙতে 498 kJ শক্তি শোষিত হয় এবং 1 মোল O-H বন্ধন সৃষ্টি করতে 464 kJ শক্তি নির্গত হলে H2+1/2O2→H2O এই বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) 469 kJ তাপ উৎপন্ন হবে
Ο খ) 469 kJ তাপ শোষিত হবে
Ο গ) 244 kJ তাপ উৎপন্ন হবে
Ο ঘ) 244 kJ তাপ শোষিত হবে
সঠিক উত্তর: (গ)
৪০৪. ড্রাইসেলে নিচের কোন রূপান্তরটি ঘটে?
Ο ক) রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে
Ο খ) বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে
Ο গ) বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে
Ο ঘ) রাসায়নিক শক্তি আলোক শক্তিতে
সঠিক উত্তর: (গ)
৪০৫. জীবাশ্ম জ্বালানির মজুদ আনুমানিক কত সময় পরে ফুরিয়ে যাবে?
Ο ক) ১০০ বছর
Ο খ) ২০০ বছর
Ο গ) ৩০০ বছর
Ο ঘ) ৪০০ বছর
সঠিক উত্তর: (ক)
৪০৬. ড্যানিয়াল কোষে লবণ সেতু ব্যবহার করার উদ্দেশ্য হলো –
i. অ্যানোড ও ক্যাথোড পাত্রের দ্রবণের আয়নের অসমতা দূর করা
ii. অ্যানোড ও ক্যাথোডে ইলেকট্রন প্রবাহ বৃদ্ধি করা
iii. অ্যানোড ও ক্যাথোড পাত্রের দ্রবণের ঘনমাত্রা ঠিক রাখা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪০৭. নিচের কোনটি পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে বেশি ব্যবহৃত হয়?
Ο ক) অক্সিজেন গ্যাস
Ο খ) হাইড্রোজেন গ্যাস
Ο গ) কার্বন ডাইঅক্সাইড
Ο ঘ) নিয়ন গ্যাস
সঠিক উত্তর: (খ)
৪০৮. গ্যালভানিক কোষে কোনটি সংঘটিত হয়?
Ο ক) রাসায়নিক শক্তি আলোক শক্তিতে
Ο খ) রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে
Ο গ) তাপ শক্তি আলোক শক্তিতে
Ο ঘ) তাপ শক্তি বিদ্যুৎ শক্তিতে
সঠিক উত্তর: (খ)
উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও: গ্যালভানিক সেলে অ্যানোড ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন হিসেবে দ্রবণে আসে। অপরদিকে ক্যাথোডে দ্রবণ হতে ধনাত্মক আয়ন ধাতু আকারে জমা হয়। এতে করে অ্যানোডে ও ক্যাথোডে আয়নসমূহের ঘনমাত্রার তারতম্য দেখা দেয়-যা প্রশমিত করার জন্য U আকৃতির লবণ সেতু ব্যবহার করা হয়।
৪০৯. উদ্দীপকের সেলে ক্যাথোড হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) Zn
Ο খ) Pt
Ο গ) Ag
Ο ঘ) Cu
সঠিক উত্তর: (ঘ)
৪১০. উদ্দীপকের U আকৃতির টিউবে নিচের কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) NaCl
Ο খ) KCl
Ο গ) CaCl2
Ο ঘ) AlCl3
সঠিক উত্তর: (খ)
৪১১. উদ্দীপকের ক্ষেত্রে –
i. ক্যাথোডে Cu2+ আয়নের আধিক্য দেখা যায়
ii. ক্যাথোডে ঋণাত্মক আয়নের আধিক্য দেখা যায়
iii. লবণ সেতু হতে বিপরীত আয়ন এসে দ্রবণের আয়নের ঘনমাত্রার অসমতা দূর করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৩৫১. হাইড্রোজেন ফুয়েল সেল –
i. এক ধরনের তড়িৎ বিশ্লেষ্য কোষ
ii. বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়
iii. এ হাইড্রোজেনকে দহন করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৫২. CO, N2O ও অব্যবহৃত মিথেন বায়ুতে মিশে –
i. ফটোকেমিকেল ধোঁয়া সৃষ্টি করে
ii. বিশুদ্ধ জ্বালানিতে পরিণত হয়
iii. ওজোন স্তরের ব্যাপক ক্ষতি সাধন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৫৩. রাসায়নিক শক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তর করে –
i. ড্যানিয়াল কোষ
ii. ড্রাইসেল
iii. লেড স্টোরেজ ব্যাটারি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৫৪. কোন গ্যাস পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি অবস্থান করে?
Ο ক) CO
Ο খ) SO2
Ο গ) NO
Ο ঘ) CO2
সঠিক উত্তর: (ঘ)
৩৫৫. গ্যালভানি কোষে কী ঘটে?
Ο ক) অ্যানোড হতে e- দ্রবণে পরিব্যপ্ত হয়
Ο খ) ক্যাথোড হতে e- দ্রবণে পরিব্যপ্ত হয়
Ο গ) অ্যানোড হতে ধনাত্মক আয়ন দ্রবণে চলে আসে
Ο ঘ) ঋণাত্মক আয়ন ক্যাথোডের দিকে আকৃষ্ট হয়
সঠিক উত্তর: (গ)
৩৫৬. ইলেকট্রোপ্লেটিং প্রক্রিয়াটি কী?
Ο ক) তড়িৎ বিশ্লেষণ
Ο খ) গ্যালভানিক কোষে সংঘটিত বিক্রিয়া
Ο গ) তড়িৎ বিশ্লেষণ কোষের মাধ্যমে তড়িৎ প্রলেপন
Ο ঘ) অ্যানোডের ক্ষয়প্রাপ্ত হওয়া
সঠিক উত্তর: (গ)
৩৫৭. তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ চালনা করলে কোন দরনের আয়ন অ্যানোড কর্তৃক আকৃষ্ট হবে?
Ο ক) ধনাত্মক চার্যযুক্ত
Ο খ) ঋণাত্মক চার্যযুক্ত
Ο গ) চার্য নিরপেক্ষ
Ο ঘ) কোনটি নয়
সঠিক উত্তর: (খ)
৩৫৮. উত্তর আমেরিকার উন্নত দেশসমূহে খনিজ জ্বালানির সাথে কোনটি মেশানো হয়?
Ο ক) ইথাইল অ্যালকোহল
Ο খ) অ্যালকোহল
Ο গ) পেট্রোল
Ο ঘ) অকটেন
সঠিক উত্তর: (ক)
৩৫৯. নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী নয়?
Ο ক) গলিত লবণ
Ο খ) এসিড
Ο গ) ক্ষার
Ο ঘ) গ্রাফাইট
সঠিক উত্তর: (ঘ)
৩৬০. C5H12+O2→5CO2+6H2O; বিক্রিয়াটির জ্বালানি –
i. পেট্রোলিয়াম হিসেবে মজুদ থাকে
ii. উদ্ভিদ ও প্রাণির মৃত্যুর পর মাটিতে মিশে সৃষ্টি হয়
iii. খনিতে পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৬১. তাপ ও আলোক কিভাবে সঞ্চালিত হয়?
Ο ক) অতি বেগুনী তরঙ্গ আকারে
Ο খ) তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে
Ο গ) অণুদের্ঘ্য তরঙ্গ আকারে
Ο ঘ) বিটা তরঙ্গ আকারে
সঠিক উত্তর: (খ)
৩৬২. H-H, Cl-Cl, O=O বন্ধন শক্তি যথাক্রমে কত কিলোজুল?
Ο ক) 244, 498, 435
Ο খ) 498, 435, 244
Ο গ) 435, 244, 498
Ο ঘ) 244, 435, 498
সঠিক উত্তর: (গ)
৩৬৩. কাঠ বা কয়লায় মূলত কোনটি বিদ্যমান থাকে?
Ο ক) সালফার
Ο খ) নাইট্রোজেন
Ο গ) ফসফরাস
Ο ঘ) কার্বন
সঠিক উত্তর: (ঘ)
৩৬৪. বিদ্যুৎ পরিবহনের কৌশলের উপর ভিত্তি করে পরিবাহীকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
৩৬৫. তড়িৎ বিশ্লেষ্য কোষে ধাতব দন্ড কি হিসাবে কাজ করে?
Ο ক) প্রোটন পরিবাহী
Ο খ) নিউট্রন পরিবাহী
Ο গ) ইলেকট্রন পরিবাহী
Ο ঘ) অক্সিজেন পরিবাহী
সঠিক উত্তর: (গ)
৩৬৬. গ্লুকোজ সেন্সর যন্ত্রে গ্লুকোজের পরিমাণ কিসের সাহায্যে প্রকাশ করে?
Ο ক) সংকেতের সাহায্যে
Ο খ) ডিজিটের সাহায্যে
Ο গ) বর্ণের সাহায্যে
Ο ঘ) শব্দের সাহায্যে
সঠিক উত্তর: (খ)
৩৬৭. উদ্ভিদ সালোকসংশ্লেষণ সম্পন্ন করার জন্য কোন গ্যাস শোষণ করে?
Ο ক) CO2
Ο খ) CO
Ο গ) O2
Ο ঘ) SO2
সঠিক উত্তর: (ক)
৩৬৮. ড্রাইসেলের অ্যানোড বিজারিত হওয়ার সময় কয়টি ইলেকট্রন ত্যাগ করে?
Ο ক) 1
Ο খ) 2
Ο গ) 3
Ο ঘ) 4
সঠিক উত্তর: (খ)
৩৬৯. জীবাশ্ম জ্বালানির ব্যবহার কোথায় ঘটেনি?
Ο ক) গ্যাস জেনারেটরে
Ο খ) তাপ বিদ্যুৎ কেন্দ্রে
Ο গ) বাষ্পীয় জেনারেটরে
Ο ঘ) উৎপাদনে
সঠিক উত্তর: (গ)
৩৭০. সাংগু কী?
Ο ক) গ্যাসক্ষেত্র
Ο খ) কয়লাখনি
Ο গ) ঐতিহাসিক স্থান
Ο ঘ) প্রত্নতাত্ত্বিক স্থান
সঠিক উত্তর: (ক)
৩৭১. ইলেকট্রোপ্লেটিং এর সাহায্যে –
i. ধাতুর ক্ষয়রোধ করা হয়
ii. ধাতুর স্থায়িত্ব বৃদ্ধি করা হয়
iii. ধাতুর উজ্জ্বলতা বৃদ্ধি করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৭২. তড়িৎ রাসায়নিক কোষের অংশ কোনটি?
Ο ক) লবণ
Ο খ) তড়িৎ সেতু
Ο গ) লবণ সেতু
Ο ঘ) তড়িৎ বিশ্লেষণ
সঠিক উত্তর: (গ)
৩৭৩. পরিবাহী সাধারণত কয় প্রকার?
Ο ক) ২ প্রকার
Ο খ) ৩ প্রকার
Ο গ) ৪ প্রকার
Ο ঘ) ৫ প্রকার
সঠিক উত্তর: (ক)
৩৭৪. কোনটিকে পেট্রোলিয়ামের সাথে ব্যবহার করে খনিজ জ্বালানির সাশ্রয় করা সম্ভব হবে?
Ο ক) বিউটানল
Ο খ) ইথানল
Ο গ) প্রোপানল
Ο ঘ) বেনজিন
সঠিক উত্তর: (খ)
৩৭৫. নিচের কোনটি জ্বালানির অপচয়ের জন্য দায়ী?
Ο ক) অপ্রয়োজনে চুলা বন্ধ রাখা
Ο খ) হাত পাখার ব্যবহার
Ο গ) বিনোদনের জন্য আলোকসজ্জা করা
Ο ঘ) প্রয়োজনের সময় আলো জ্বালানো
সঠিক উত্তর: (গ)
৩৭৬. নিচের কোনটি ব্যতিক্রম?
Ο ক) পেট্রোলিয়াম পুড়িয়ে স্যালো ইঞ্জিনের চাকা ঘুরানো
Ο খ) কেরোসিন পুড়িয়ে আলো সৃষ্টি
Ο গ) খনিজ জ্বালানি পুড়িয়ে টারবাইন ঘুরানো
Ο ঘ) গোবার ব্যবহার করে বায়োগ্যাস প্রস্তুতি
সঠিক উত্তর: (ঘ)
৩৭৭. কী কারণে শুধুমাত্র জারণ-বিজারণ প্রক্রিয়ায় উৎপন্ন শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায়?
Ο ক) এ বিক্রিয়া তুলনামূলকভাবে দ্রুত সংঘটিত হয়
Ο খ) এ বিক্রিয়াটি একটি তাপোৎপাদী বিক্রিয়া
Ο গ) এ বিক্রিয়াটি একটি তাপহারী বিক্রিয়া
Ο ঘ) এ বিক্রিয়ায় ইলেকট্রনের আদান-প্রদান ঘটে
সঠিক উত্তর: (ঘ)
৩৭৮. নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়?
Ο ক) ধাতু
Ο খ) কাঠ
Ο গ) কার্বন
Ο ঘ) গ্রাফাইট
সঠিক উত্তর: (খ)
৩৭৯. তড়িৎ কুপরিবাহী কোনটি?
Ο ক) গলিত লবণ
Ο খ) লবণের দ্রবণ
Ο গ) শুকনো লবণ
Ο ঘ) তরল দ্রাবকে দ্রবীভূত লবণ
সঠিক উত্তর: (গ)
৩৮০. Ag/Ag+(aq) তড়িৎদ্বার –
i. ইলেকট্রনিক পরিবাহী
ii. অধাতব বিদ্যুৎ পরিবাহী পদার্থ
iii. জারণ বিক্রিয়া নির্দেশ করছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৮১. ড্রাইসেলের বৈশিষ্ট্য হলো –
i. এ সেলে কোনো তরল তড়িৎ বিশ্লেষ্য দ্রব থাকে না
ii. এ সেলে জিংকের তৈরি কৌটা অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়
iii. এ সেলে রাসায়নিক শক্তি বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৮২. ভিনেগারে কী থাকে?
Ο ক) সাইট্রিক এসিড
Ο খ) এসিটিক এসিড
Ο গ) সালফিউরিক এসিড
Ο ঘ) হাইড্রোক্লোরিক এসিড
সঠিক উত্তর: (খ)
৩৮৩. যানবাহন থেকে নির্গত ধোঁয়ায় বিদ্যমান থাকে –
i. কার্বন মনোক্সাইড
ii. নাইট্রাস অক্সাইড
iii. ফসফরাস পেন্টাক্সাইড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৮৪. ইউরেনিয়াম-235 কে উচ্চ শক্তিসম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করলে উৎপন্ন হয় –
i. স্টোনসিয়াম-90
ii. জেনন-143
iii. দুটি নিউট্রন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৮৫. ব্রাইন কোনটি?
Ο ক) NaCl
Ο খ) NaCl(s)
Ο গ) NaCl(aq)
Ο ঘ) NaCl+H2O(g)
সঠিক উত্তর: (গ)
৩৮৬. এক মোল O = O বন্ধন ভাঙতে কত শক্তি শোষিত হয়?
Ο ক) 249 kJ
Ο খ) 244 kJ
Ο গ) 435 kJ
Ο ঘ) 431 kJ
সঠিক উত্তর: (গ)
৩৮৭. C ও H সমৃদ্ধ জৈব যৌগের দহনে কী তৈরি হয়?
Ο ক) CO2, H2
Ο খ) CO, H2O
Ο গ) C6H6, H2O
Ο ঘ) CO2, H2O
সঠিক উত্তর: (ঘ)
৩৮৮. গ্যালভানিক কোষে সংঘটিত হয় –
Ο ক) তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়
Ο খ) রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়
Ο গ) তাপ শক্তি রাসায়নিক মক্তিতে পরিণত হয়
Ο ঘ) আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিনত হয়
সঠিক উত্তর: (খ)
৩৮৯. পানিতে তাপ দিয়ে জলীয় বাষ্পে পরিণত করে আবার ঠান্ডা করলে নিচের কোনটিতে পরিণত করা যায়?
Ο ক) জলীয়
Ο খ) তরল
Ο গ) কঠিন বরফ
Ο ঘ) তরল ও কঠিন
সঠিক উত্তর: (ঘ)
৩৯০. সব রাসায়নিক বিক্রিয়ায় কী ঘটে?
Ο ক) তাপশক্তির শোষণ হয়
Ο খ) তাপশক্তি নির্গত হয়
Ο গ) তাপশক্তি শোষিত বা নির্গত হয়
Ο ঘ) তাপশক্তি অপরিবর্তনীয় থাকে
সঠিক উত্তর: (গ)
৩৯১. বিক্রিয়ার ফলে শক্তির উদ্ভব হবে যদি –
Ο ক) উৎপাদনের শক্তি < বিক্রিয়কের শক্তি
Ο খ) উৎপাদনের শক্তি > বিক্রিয়কের শক্তি
Ο গ) উৎপাদনের শক্তি = বিক্রিয়কের শক্তি
Ο ঘ) উৎপাদন শক্তি º বিক্রিয়কের শক্তি
সঠিক উত্তর: (ক)
৩৯২. গ্যালভানিক কোষে –
i. ধাতব দন্ডকে ঐ ধাতুর তড়িৎ বিশ্লেষ্যর মধ্যে স্থাপন করে তড়িৎদ্বার গঠন করা হয়
ii. সাধারণত অ্যানোড ও ক্যাথোড হিসেবে ভিন্ন ধাতব দন্ড ব্যবহার করা হয়
iii. অ্যানোড ও ক্যাথোড নির্ধারিত ধাতুর সক্রিয়তা দ্বারা গঠিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৯৩. বাণিজ্যিকভাবে লোহার পরিবর্তে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) অ্যালুমিনিয়াম
Ο খ) দস্তা
Ο গ) ইস্পাত
Ο ঘ) ম্যাগনেসিয়াম
সঠিক উত্তর: (গ)
৩৯৪. তড়িৎ বিশ্লেষ্য কোষে –
i. ব্যাটারির ধনাত্মক প্রান্ত অ্যানোডের সাথে যুক্ত থাকে
ii. ধাতব দন্ড শুধু ইলেকট্রন পরিবাহীর কাজ করে
iii. অ্যানোড ও ক্যাথোড হিসেবে ধাতব দন্ড বা গ্রাফাইট দন্ড ব্যবহার করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৯৫. টর্চ জ্বালাতে আমরা নিচের কোনটি ব্যবহার করি?
Ο ক) ড্রাইসেল
Ο খ) তড়িৎ রাসায়নিক কোষ
Ο গ) তড়িৎ বিশ্লেষ্য কোষ
Ο ঘ) ড্যানিয়েল কোষ
সঠিক উত্তর: (ক)
৩৯৬. উত্তর আমেরিকার বিদ্যুতের মোট চাহিদার শতকরা কতভাগ পারমাণবিক চুল্লি থেকে উৎপন্ন করছে?
Ο ক) 20%
Ο খ) 30%
Ο গ) 40%
Ο ঘ) 50%
সঠিক উত্তর: (ক)
৩৯৭. কোন কোষটির কার্য পদ্ধতি ব্যতিক্রম?
Ο ক) ড্যানিয়েল সেল
Ο খ) ড্রাইসেল
Ο গ) লেড স্টোরেজ সেল
Ο ঘ) ইলেকট্রোলাইট সেল
সঠিক উত্তর: (ঘ)
৩৯৮. চুনের রাসায়নিক নাম –
Ο ক) কার্বন ডাইঅক্সাইড
Ο খ) ক্যালসিয়াম কার্বনেট
Ο গ) ক্যালসিয়াম অক্সাইড
Ο ঘ) অক্যালসিয়াম হাইড্রোক্সাইড
সঠিক উত্তর: (গ)
৩৯৯. বিশুদ্ধ পানির বিদ্যুৎ পরিবাহিতা কীভাবে বৃদ্ধি করা যায়?
Ο ক) পানিতে শীতল করে
Ο খ) পানির ঘনত্ব হ্রাস করে
Ο গ) পানিতে সালফিউরিক এসিড যোগ করে
Ο ঘ) পানিতে অদ্রাব্য পদার্থ যোগ করে
সঠিক উত্তর: (গ)
৪০০. রূপার তৈরি অলংকারের উপর সোনার প্রলেপ দিলে –
i. অলংকারে ঔজ্জ্বল্য বৃদ্ধি পায়
ii. অলংকারের গুণাগুণ হ্রাস পায়
iii. অলংকারের স্থায়িত্ব বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪০১. 1 mole মিথেন গ্যাস পোড়ালে কত জুল শক্তি পাওয়া যায়?
Ο ক) 791000 জুল
Ο খ) 891000 জুল
Ο গ) 991000 জুল
Ο ঘ) 981000 জুল
সঠিক উত্তর: (খ)
৪০২. C(s)+O2(g)→CO2(g); ΔH = -394kJ বিক্রিয়ার ক্ষেত্রে –
i. 1 মোল C 1 মোল O2 এর সাথে বিক্রিয়া করে 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে
ii. এ বিক্রিয়ায় 394 কিলোজুল তাপ শোষিত হয়
iii. এটি একটি তাপোৎপাদী বিক্রিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪০৩. 1 মোল H-H বন্ধন ভাঙতে 435 kJ শক্তি শোষিত হয়, 1 মোল O-O বন্ধন ভাঙতে 498 kJ শক্তি শোষিত হয় এবং 1 মোল O-H বন্ধন সৃষ্টি করতে 464 kJ শক্তি নির্গত হলে H2+1/2O2→H2O এই বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) 469 kJ তাপ উৎপন্ন হবে
Ο খ) 469 kJ তাপ শোষিত হবে
Ο গ) 244 kJ তাপ উৎপন্ন হবে
Ο ঘ) 244 kJ তাপ শোষিত হবে
সঠিক উত্তর: (গ)
৪০৪. ড্রাইসেলে নিচের কোন রূপান্তরটি ঘটে?
Ο ক) রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে
Ο খ) বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে
Ο গ) বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে
Ο ঘ) রাসায়নিক শক্তি আলোক শক্তিতে
সঠিক উত্তর: (গ)
৪০৫. জীবাশ্ম জ্বালানির মজুদ আনুমানিক কত সময় পরে ফুরিয়ে যাবে?
Ο ক) ১০০ বছর
Ο খ) ২০০ বছর
Ο গ) ৩০০ বছর
Ο ঘ) ৪০০ বছর
সঠিক উত্তর: (ক)
৪০৬. ড্যানিয়াল কোষে লবণ সেতু ব্যবহার করার উদ্দেশ্য হলো –
i. অ্যানোড ও ক্যাথোড পাত্রের দ্রবণের আয়নের অসমতা দূর করা
ii. অ্যানোড ও ক্যাথোডে ইলেকট্রন প্রবাহ বৃদ্ধি করা
iii. অ্যানোড ও ক্যাথোড পাত্রের দ্রবণের ঘনমাত্রা ঠিক রাখা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪০৭. নিচের কোনটি পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে বেশি ব্যবহৃত হয়?
Ο ক) অক্সিজেন গ্যাস
Ο খ) হাইড্রোজেন গ্যাস
Ο গ) কার্বন ডাইঅক্সাইড
Ο ঘ) নিয়ন গ্যাস
সঠিক উত্তর: (খ)
৪০৮. গ্যালভানিক কোষে কোনটি সংঘটিত হয়?
Ο ক) রাসায়নিক শক্তি আলোক শক্তিতে
Ο খ) রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে
Ο গ) তাপ শক্তি আলোক শক্তিতে
Ο ঘ) তাপ শক্তি বিদ্যুৎ শক্তিতে
সঠিক উত্তর: (খ)
উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও: গ্যালভানিক সেলে অ্যানোড ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন হিসেবে দ্রবণে আসে। অপরদিকে ক্যাথোডে দ্রবণ হতে ধনাত্মক আয়ন ধাতু আকারে জমা হয়। এতে করে অ্যানোডে ও ক্যাথোডে আয়নসমূহের ঘনমাত্রার তারতম্য দেখা দেয়-যা প্রশমিত করার জন্য U আকৃতির লবণ সেতু ব্যবহার করা হয়।
৪০৯. উদ্দীপকের সেলে ক্যাথোড হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) Zn
Ο খ) Pt
Ο গ) Ag
Ο ঘ) Cu
সঠিক উত্তর: (ঘ)
৪১০. উদ্দীপকের U আকৃতির টিউবে নিচের কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) NaCl
Ο খ) KCl
Ο গ) CaCl2
Ο ঘ) AlCl3
সঠিক উত্তর: (খ)
৪১১. উদ্দীপকের ক্ষেত্রে –
i. ক্যাথোডে Cu2+ আয়নের আধিক্য দেখা যায়
ii. ক্যাথোডে ঋণাত্মক আয়নের আধিক্য দেখা যায়
iii. লবণ সেতু হতে বিপরীত আয়ন এসে দ্রবণের আয়নের ঘনমাত্রার অসমতা দূর করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Chemistry