ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ৮: রসায়ন ও শক্তি (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২৫১. তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ সরবরাহকারী হিসাবে কী যুক্ত থাকে?
Ο ক) ব্যাটারি
Ο খ) বৈদ্যুতিক বাল্ব
Ο গ) অ্যানোড
Ο ঘ) ক্যাথোড
সঠিক উত্তর: (ক)
২৫২. জাপানের কোন জায়গায় পারমাণবিক দুর্ঘটনা ঘটে?
Ο ক) নাগাসাকি
Ο খ) টরেন্টো
Ο গ) লরেন্টস
Ο ঘ) ফুকুশিমা
সঠিক উত্তর: (ঘ)
২৫৩. কখন তাপের শোষণ ঘটে?
Ο ক) চুনকে পানিতে মিশালে
Ο খ) নিশাদলকে পানিতে মিশালে
Ο গ) হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা পানি উৎপন্ন করলে
Ο ঘ) নাইট্রোজেন ও হাইড্রোজেন দ্বারা অ্যামোনিয়া প্রযুক্তিতে
সঠিক উত্তর: (খ)
২৫৪. ড্যানিয়েল সেলে কোনটি ঘটে?
Ο ক) ইলেকট্রন জিংক দন্ড থেকে কপার দন্ডের দিকে যায়
Ο খ) ইলেকট্রন কপার দন্ড থেকে জিংক দন্ডের দিকে যায়
Ο গ) Cu অ্যানোডে ইলেকট্রন Cu+2 আয়নে পরিণত হয়
Ο ঘ) Zn+2 ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে
সঠিক উত্তর: (ক)
২৫৫. জৈব জ্বালানি কোনটি?
Ο ক) ইথানল
Ο খ) মিথানল
Ο গ) প্রোপানল
Ο ঘ) বিউটানল
সঠিক উত্তর: (ক)
২৫৬. নিউক্লিয়ার বিক্রিয়ায় –
i. বড় নিউক্লিয়াস ভেঙে ছোট নিউক্লিয়াস তৈরি হয়
ii. ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস তৈরি করে
iii. যৌগ গঠনে সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রনের ভূমিকা রয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৫৭. নিচের কোনটি এসিড বৃষ্টি সৃষ্টি করে?
Ο ক) CO
Ο খ) CO2
Ο গ) SO2
Ο ঘ) O2
সঠিক উত্তর: (গ)
২৫৮. সোডিয়াম বাই কার্বনেট –
i. খাবার সোডা নামে পরিচিত
ii. লেবুর রসের সাথে বিক্রিয়ায় CO2, লবণ ও পানি উৎপন্ন করে
iii. সোডা অ্যাশ নামে পরিচিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৫৯. মানবদেহের রক্তে নিচের কোনটি থাকে?
Ο ক) প্রোটন
Ο খ) নিউট্রন
Ο গ) ইলেকট্রন
Ο ঘ) ক্যাটায়ন
সঠিক উত্তর: (ক)
২৬০. ড্রাইসেলে নিচের কোন অক্সাইড ব্যবহার করা হয়?
Ο ক) MnO2
Ο খ) PbO2
Ο গ) CoO2
Ο ঘ) Hg2O
সঠিক উত্তর: (ক)
২৬১. লেড সঞ্চয়ী কোষ ব্যবহার হয়ে থাকে –
i. মোটরগাড়িতে বিদ্যুৎ স্ফুরণের জন্য
ii. ট্রেনে আলো জ্বালাবার জন্য
iii. জাহাজে আলো জ্বালাবার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬২. ড্রাইসেলের ক্যাথোড কোনটি?
Ο ক) MnO2
Ο খ) C
Ο গ) NH4Cl
Ο ঘ) ZnCl2
সঠিক উত্তর: (খ)
২৬৩. পানির তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কী বিজারিত হয়?
Ο ক) H2O
Ο খ) O2
Ο গ) O2-
Ο ঘ) H+
সঠিক উত্তর: (ঘ)
২৬৪. ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কী ঘটে?
Ο ক) পানি জারিত হয়
Ο খ) পানি বিজারিত হয়
Ο গ) Cl- জারিত হয়
Ο ঘ) Cl- বিজারিত হয়
সঠিক উত্তর: (খ)
২৬৫. ইথানল –
i. একটি তরল রাসায়নিক পদার্থ
ii. ফুয়েল সেলের জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে
iii. একটি জৈব রাসায়নিক যৌগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬৬. তড়িৎ বিশ্লেষ্য কোষ –
i. এক প্রকোষ্ঠবিশিষ্ট হতে পারে
ii. দুই প্রকোষ্ঠবিশিষ্ট হতে পারে
iii. তিন প্রকোষ্ঠবিশিষ্ট হতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৬৭. ভোল্টায়িক কোষে জারণ-বিজারণ বিক্রিয়াটি কীরূপ?
Ο ক) বিদ্যুৎশক্তি দ্বারা প্রভাবিত
Ο খ) স্বতঃস্ফূর্ত
Ο গ) যান্ত্রিক শক্তি দ্বারা প্রভাবিত
Ο ঘ) অসম্ভব
সঠিক উত্তর: (খ)
২৬৮. রাসায়নিক শক্তি → বিদ্যুৎ শক্তি; রূপান্তরটি –
i. সর্বপ্রথম গ্যালভানি ও ভোল্টা আবিষ্কার করেন
ii. জারণ-বিজারণ বিক্রিয়ার মাধ্যমে ঘটে
iii. তড়িৎ বিশ্লেষণ কোষে ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৬৯. নিচের বাক্যগুলো লক্ষ কর:
i. তেজস্ক্রিয়তা হলো নিউক্লিয়ার ফিসল বিক্রিয়া
ii. নিউক্লিয় বিক্রিয়ায় মৌলকে উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন দ্বারা আঘাত করা হয়
iii. নিউক্লিয়ার ফিশান বিক্রিয়া চেইন বিক্রিয়া নয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৭০. আন্তঃআণবিক দূরত্বের সঠিক ক্রম কোনটি?
Ο ক) বরফ<জলীয়বাষ্প<পানি
Ο খ) পানি<বরফ<জলীয়বাষ্প
Ο গ) বরফ=পানি=জলীয়বাষ্প
Ο ঘ) জলীয়বাষ্প>পানি>বরফ
সঠিক উত্তর: (ঘ)
২৭১. গভীর থেকে পানি উত্তোলনের কাজে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) কয়লা
Ο খ) প্রাকৃতিক গ্যাস
Ο গ) পেট্রোলিয়াম
Ο ঘ) হাইড্রোজেন গ্যাস
সঠিক উত্তর: (গ)
২৭২. কোন সেলে বিশ্লেষ্য দ্রব নেই?
Ο ক) তড়িৎ বিশ্লেষ্য কোষ
Ο খ) তড়িৎ রাসায়নিক কোষ
Ο গ) ড্রাইসেল
Ο ঘ) ড্যানিয়েল কোষ
সঠিক উত্তর: (গ)
২৭৩. ড্রাইসেলে অ্যানোড হিসাবে নিচের কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড এর বারী আয়রনযুক্ত কার্বন দন্ড
Ο খ) অ্যামোনিয়াম ক্লোরাইড ও জিংক ক্লোরাইডের মিশ্রণ
Ο গ) ধাতব জিংকের তৈরি ছোট জার
Ο ঘ) স্টার্চ
সঠিক উত্তর: (গ)
২৭৪. তড়িৎ রাসায়নিক কোষে থাকে –
i. তড়িৎদ্বার
ii. লবণ সেতু
iii. তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭৫. কোন গ্যাস ওজনে ভারী?
Ο ক) CO
Ο খ) CO2
Ο গ) SO2
Ο ঘ) NO
সঠিক উত্তর: (খ)
২৭৬. Ultra-Violet ray আসতে বাধা প্রদান করে কোনটি?
Ο ক) আয়নোস্ফিয়ার
Ο খ) ওজোন
Ο গ) CO2
Ο ঘ) O2
সঠিক উত্তর: (খ)
২৭৭. ইথানলের ক্ষেত্রে প্রযোজ্য –
i. এটি একটি অজৈব যৌগ
ii. শ্বেতসার জাতীয় শস্য দানা থেকে গাঁজন প্রক্রিয়ায় এটি তৈরি করা যায়
iii. এটিকে বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার করা সম্ভব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৭৮. হাইড্রোজেন গ্যাস –
i. বায়ু অপেক্ষা ভারী
ii. ফুয়েল সেলের সবচেয়ে ভালো জ্বালানি
iii. পরিবেশ বান্ধব জ্বালানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৭৯. তড়িৎ বিশ্লেষ্য কোষে কোনটি ঘটে?
Ο ক) বিদ্যুৎশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়
Ο খ) বিদ্যুৎশক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়
Ο গ) রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়
Ο ঘ) বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়
সঠিক উত্তর: (ঘ)
২৮০. বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কোন বিক্রিয়া ব্যবহৃত হয়?
Ο ক) ফিসন
Ο খ) ফিউসন
Ο গ) চেইন
Ο ঘ) ভাঙন
সঠিক উত্তর: (ক)
২৮১. মৌলের নিউক্লিয়াসে সর্বনিম্ন মৌলিক কণিকার সংখ্যা কয়টি?
Ο ক) 1
Ο খ) 2
Ο গ) 3
Ο ঘ) 4
সঠিক উত্তর: (ক)
২৮২. লবণ সেতুর কাজ কী?
Ο ক) কোষের দুই অংশে ক্যাটায়ন সরবরাহ করা
Ο খ) সেতুর মধ্য দিয়ে আয়ন চলাচল
Ο গ) তড়িৎ প্রবাহের হার পরিবর্তন করা
Ο ঘ) কোষের দুই প্রান্তে আয়নের আধিক্য কমানো
সঠিক উত্তর: (ঘ)
২৮৩. কাই ঘন করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) স্টার্চ
Ο খ) ইথানল
Ο গ) আয়োডিন
Ο ঘ) ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড
সঠিক উত্তর: (ক)
২৮৪. কোনটি তাপহারী বিক্রিয়া?
Ο ক) N2(g)+O2(g)→ 2NO(g)
Ο খ) CaO(s) + H2O(l)→ Ca(OH)2(s)
Ο গ) C(s) + O2(g)→CO2(g)
Ο ঘ) 2H2(g)+O2(g)→2H2O(l)
সঠিক উত্তর: (ক)
২৮৫. ড্রাইসেলে ব্যবহৃত হয় –
Ο ক) Zn ও MnO2
Ο খ) Zn ও Hg2O
Ο গ) Pb ও PbO2
Ο ঘ) CoO2
সঠিক উত্তর: (ক)
২৮৬. তড়িৎ রাসায়নিক গ্লুকোজ সেন্সরে নিচের কোনটি অনুপস্থিত?
Ο ক) অ্যানোড
Ο খ) ক্যাথোড
Ο গ) তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ
Ο ঘ) আয়ন
সঠিক উত্তর: (গ)
২৮৭. গ্লুকোজ ডিটেক্টর কীভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বের করে?
Ο ক) তড়িৎ বিশ্লেষ্য হিসেবে রক্ত ব্যবহার করে
Ο খ) তড়িৎদ্বার হিসেবে রক্ত ব্যবহার করে
Ο গ) গ্লুকোজের জারণ ঘটিয়ে
Ο ঘ) জারণে উদ্ভূত e- সংখ্যা নির্ণয় করে
সঠিক উত্তর: (ঘ)
২৮৮. মাইক চালানোর কাজে কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) ড্রাইসেল
Ο খ) লেড স্টোরেজ ব্যাটারি
Ο গ) লিথিয়াম ব্যাটারি
Ο ঘ) মারকারি সেল
সঠিক উত্তর: (খ)
২৮৯. ΔH এর মান নির্ভর করে –
i. বিক্রিয়ক ও উৎপাদের ভৌত অবস্থার উপর
ii. তাপমাত্রার উপর
iii. চাপের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯০. নিচের কোনটি স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ?
Ο ক) হাইড্রোজেন
Ο খ) অক্সিজেন
Ο গ) কার্বন ডাইঅক্সাইড
Ο ঘ) কার্বন মনোক্সাইড
সঠিক উত্তর: (ঘ)
২৯১. পানি বিশ্লেষণের জন্য তড়িৎ রাসায়নিক কোষের অ্যানোড ও ক্যাথোডে কোন ধাতু ব্যবহৃত হয়?
Ο ক) সক্রিয় ধাতু
Ο খ) নিষ্ক্রিয় ধাতু
Ο গ) অপধাতু
Ο ঘ) অর্ধ ধাতু
সঠিক উত্তর: (খ)
২৯২. সমু্দ্রের পানির তড়িৎ বিশ্লেষণে দ্রবণে কোনটি পাওয়া যায়?
Ο ক) H2
Ο খ) Cl2
Ο গ) NaOH
Ο ঘ) HCl
সঠিক উত্তর: (গ)
২৯৩. 15 মৌল 0C তাপমাত্রায় দুটি হাইড্রোজেন একত্রিত হয়ে নিচের কোনটি উৎপন্ন করে?
Ο ক) প্রোটিয়াম
Ο খ) ডিউটেরিয়াম
Ο গ) ট্রিটিয়াম
Ο ঘ) হিলিয়াম
সঠিক উত্তর: (ঘ)
২৯৪. ইলেকট্রোপ্লেটিং প্রক্রিয়ায় –
i. যে ধাতুর প্রলেপ দেওয়া হয় সেটি অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়
ii. যে ধাতুর উপর প্রলেপ দেওয়া হয় সেটি অ্যানো হিসেবে ব্যবহার করা হয়
iii. অ্যানো ধাতুর লবণের দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৯৫. যে বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে বলে –
Ο ক) তাপহারী বিক্রিয়া
Ο খ) তাপোৎপাদী বিক্রিয়া
Ο গ) তাপরোধী বিক্রিয়া
Ο ঘ) তাপ রক্ষী বিক্রিয়া
সঠিক উত্তর: (ক)
২৯৬. C-H এবং O-H বন্ধন শক্তি যথাক্রমে কত কিলোজুল?
Ο ক) 414 ও 464
Ο খ) 414 ও 446
Ο গ) 441 ও 464
Ο ঘ) 414 ও 431
সঠিক উত্তর: (ক)
২৯৭. Zn/Zn++(aq) তড়িৎদ্বারে –
i. জারণ বিক্রিয়া সম্পন্ন হয়
ii. ক্যাটায়ন কর্তৃক ধাতব দন্ড থেকে ইলেকট্রন গ্রহণ করে
iii. দ্রবণের অ্যানায়নের ইলেকট্রন ধাতব দন্ডে স্থানান্তরিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৯৮. তেজস্ক্রিয়তার মাধ্যমে পোলেনিয়াম-210(Po) ভেঙে কিসে পরিণত হয়?
Ο ক) সিসা-206 (Pb)
Ο খ) সিসা-207 (Pb)
Ο গ) সিসা-208 (Pb)
Ο ঘ) সিসা-209 (Pb)
সঠিক উত্তর: (ক)
২৯৯. তাপ উৎপাদী বিক্রিযায় বিক্রিয়ক ও উৎপাদের অভ্যন্তরীণ শক্তির সম্পর্ক কোনটি?
Ο ক) বিক্রিয়কসমূহের মোট অভ্যন্তরীণ শক্তি>উৎপাদসমূহের মোট অভ্যন্তরীণ শক্তি
Ο খ) বিক্রিয়কসমূহের মোট অভ্যন্তরীণ শক্তি<উৎপাদসমূহের মোট অভ্যন্তরীণ শক্তি
Ο গ) বিক্রিয়কসমূহের মোট অভ্যন্তরীণ শক্তি³উৎপাদসমূহের মোট অভ্যন্তরীণ শক্তি
Ο ঘ) বিক্রিয়কসমূহের মোট অভ্যন্তরীণ শক্তি=উৎপাদসমূহের মোট অভ্যন্তরীণ শক্তি
সঠিক উত্তর: (ক)
৩০০. আন্তঃআণবিক শক্তির ক্রমানুযায়ী কোনটি সঠিক?
Ο ক) বরফ>জলীয়বাষ্প>পানি
Ο খ) বরফ<পানি<জলীয়বাষ্প
Ο গ) জলীয়বাষ্প<পানি<বরফ
Ο ঘ) পানি<বরফ<জলীয়বাষ্প
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২৫১. তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ সরবরাহকারী হিসাবে কী যুক্ত থাকে?
Ο ক) ব্যাটারি
Ο খ) বৈদ্যুতিক বাল্ব
Ο গ) অ্যানোড
Ο ঘ) ক্যাথোড
সঠিক উত্তর: (ক)
২৫২. জাপানের কোন জায়গায় পারমাণবিক দুর্ঘটনা ঘটে?
Ο ক) নাগাসাকি
Ο খ) টরেন্টো
Ο গ) লরেন্টস
Ο ঘ) ফুকুশিমা
সঠিক উত্তর: (ঘ)
২৫৩. কখন তাপের শোষণ ঘটে?
Ο ক) চুনকে পানিতে মিশালে
Ο খ) নিশাদলকে পানিতে মিশালে
Ο গ) হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা পানি উৎপন্ন করলে
Ο ঘ) নাইট্রোজেন ও হাইড্রোজেন দ্বারা অ্যামোনিয়া প্রযুক্তিতে
সঠিক উত্তর: (খ)
২৫৪. ড্যানিয়েল সেলে কোনটি ঘটে?
Ο ক) ইলেকট্রন জিংক দন্ড থেকে কপার দন্ডের দিকে যায়
Ο খ) ইলেকট্রন কপার দন্ড থেকে জিংক দন্ডের দিকে যায়
Ο গ) Cu অ্যানোডে ইলেকট্রন Cu+2 আয়নে পরিণত হয়
Ο ঘ) Zn+2 ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে
সঠিক উত্তর: (ক)
২৫৫. জৈব জ্বালানি কোনটি?
Ο ক) ইথানল
Ο খ) মিথানল
Ο গ) প্রোপানল
Ο ঘ) বিউটানল
সঠিক উত্তর: (ক)
২৫৬. নিউক্লিয়ার বিক্রিয়ায় –
i. বড় নিউক্লিয়াস ভেঙে ছোট নিউক্লিয়াস তৈরি হয়
ii. ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস তৈরি করে
iii. যৌগ গঠনে সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রনের ভূমিকা রয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৫৭. নিচের কোনটি এসিড বৃষ্টি সৃষ্টি করে?
Ο ক) CO
Ο খ) CO2
Ο গ) SO2
Ο ঘ) O2
সঠিক উত্তর: (গ)
২৫৮. সোডিয়াম বাই কার্বনেট –
i. খাবার সোডা নামে পরিচিত
ii. লেবুর রসের সাথে বিক্রিয়ায় CO2, লবণ ও পানি উৎপন্ন করে
iii. সোডা অ্যাশ নামে পরিচিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৫৯. মানবদেহের রক্তে নিচের কোনটি থাকে?
Ο ক) প্রোটন
Ο খ) নিউট্রন
Ο গ) ইলেকট্রন
Ο ঘ) ক্যাটায়ন
সঠিক উত্তর: (ক)
২৬০. ড্রাইসেলে নিচের কোন অক্সাইড ব্যবহার করা হয়?
Ο ক) MnO2
Ο খ) PbO2
Ο গ) CoO2
Ο ঘ) Hg2O
সঠিক উত্তর: (ক)
২৬১. লেড সঞ্চয়ী কোষ ব্যবহার হয়ে থাকে –
i. মোটরগাড়িতে বিদ্যুৎ স্ফুরণের জন্য
ii. ট্রেনে আলো জ্বালাবার জন্য
iii. জাহাজে আলো জ্বালাবার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬২. ড্রাইসেলের ক্যাথোড কোনটি?
Ο ক) MnO2
Ο খ) C
Ο গ) NH4Cl
Ο ঘ) ZnCl2
সঠিক উত্তর: (খ)
২৬৩. পানির তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কী বিজারিত হয়?
Ο ক) H2O
Ο খ) O2
Ο গ) O2-
Ο ঘ) H+
সঠিক উত্তর: (ঘ)
২৬৪. ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কী ঘটে?
Ο ক) পানি জারিত হয়
Ο খ) পানি বিজারিত হয়
Ο গ) Cl- জারিত হয়
Ο ঘ) Cl- বিজারিত হয়
সঠিক উত্তর: (খ)
২৬৫. ইথানল –
i. একটি তরল রাসায়নিক পদার্থ
ii. ফুয়েল সেলের জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে
iii. একটি জৈব রাসায়নিক যৌগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬৬. তড়িৎ বিশ্লেষ্য কোষ –
i. এক প্রকোষ্ঠবিশিষ্ট হতে পারে
ii. দুই প্রকোষ্ঠবিশিষ্ট হতে পারে
iii. তিন প্রকোষ্ঠবিশিষ্ট হতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৬৭. ভোল্টায়িক কোষে জারণ-বিজারণ বিক্রিয়াটি কীরূপ?
Ο ক) বিদ্যুৎশক্তি দ্বারা প্রভাবিত
Ο খ) স্বতঃস্ফূর্ত
Ο গ) যান্ত্রিক শক্তি দ্বারা প্রভাবিত
Ο ঘ) অসম্ভব
সঠিক উত্তর: (খ)
২৬৮. রাসায়নিক শক্তি → বিদ্যুৎ শক্তি; রূপান্তরটি –
i. সর্বপ্রথম গ্যালভানি ও ভোল্টা আবিষ্কার করেন
ii. জারণ-বিজারণ বিক্রিয়ার মাধ্যমে ঘটে
iii. তড়িৎ বিশ্লেষণ কোষে ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৬৯. নিচের বাক্যগুলো লক্ষ কর:
i. তেজস্ক্রিয়তা হলো নিউক্লিয়ার ফিসল বিক্রিয়া
ii. নিউক্লিয় বিক্রিয়ায় মৌলকে উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন দ্বারা আঘাত করা হয়
iii. নিউক্লিয়ার ফিশান বিক্রিয়া চেইন বিক্রিয়া নয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৭০. আন্তঃআণবিক দূরত্বের সঠিক ক্রম কোনটি?
Ο ক) বরফ<জলীয়বাষ্প<পানি
Ο খ) পানি<বরফ<জলীয়বাষ্প
Ο গ) বরফ=পানি=জলীয়বাষ্প
Ο ঘ) জলীয়বাষ্প>পানি>বরফ
সঠিক উত্তর: (ঘ)
২৭১. গভীর থেকে পানি উত্তোলনের কাজে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) কয়লা
Ο খ) প্রাকৃতিক গ্যাস
Ο গ) পেট্রোলিয়াম
Ο ঘ) হাইড্রোজেন গ্যাস
সঠিক উত্তর: (গ)
২৭২. কোন সেলে বিশ্লেষ্য দ্রব নেই?
Ο ক) তড়িৎ বিশ্লেষ্য কোষ
Ο খ) তড়িৎ রাসায়নিক কোষ
Ο গ) ড্রাইসেল
Ο ঘ) ড্যানিয়েল কোষ
সঠিক উত্তর: (গ)
২৭৩. ড্রাইসেলে অ্যানোড হিসাবে নিচের কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড এর বারী আয়রনযুক্ত কার্বন দন্ড
Ο খ) অ্যামোনিয়াম ক্লোরাইড ও জিংক ক্লোরাইডের মিশ্রণ
Ο গ) ধাতব জিংকের তৈরি ছোট জার
Ο ঘ) স্টার্চ
সঠিক উত্তর: (গ)
২৭৪. তড়িৎ রাসায়নিক কোষে থাকে –
i. তড়িৎদ্বার
ii. লবণ সেতু
iii. তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭৫. কোন গ্যাস ওজনে ভারী?
Ο ক) CO
Ο খ) CO2
Ο গ) SO2
Ο ঘ) NO
সঠিক উত্তর: (খ)
২৭৬. Ultra-Violet ray আসতে বাধা প্রদান করে কোনটি?
Ο ক) আয়নোস্ফিয়ার
Ο খ) ওজোন
Ο গ) CO2
Ο ঘ) O2
সঠিক উত্তর: (খ)
২৭৭. ইথানলের ক্ষেত্রে প্রযোজ্য –
i. এটি একটি অজৈব যৌগ
ii. শ্বেতসার জাতীয় শস্য দানা থেকে গাঁজন প্রক্রিয়ায় এটি তৈরি করা যায়
iii. এটিকে বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার করা সম্ভব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৭৮. হাইড্রোজেন গ্যাস –
i. বায়ু অপেক্ষা ভারী
ii. ফুয়েল সেলের সবচেয়ে ভালো জ্বালানি
iii. পরিবেশ বান্ধব জ্বালানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৭৯. তড়িৎ বিশ্লেষ্য কোষে কোনটি ঘটে?
Ο ক) বিদ্যুৎশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়
Ο খ) বিদ্যুৎশক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়
Ο গ) রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়
Ο ঘ) বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়
সঠিক উত্তর: (ঘ)
২৮০. বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কোন বিক্রিয়া ব্যবহৃত হয়?
Ο ক) ফিসন
Ο খ) ফিউসন
Ο গ) চেইন
Ο ঘ) ভাঙন
সঠিক উত্তর: (ক)
২৮১. মৌলের নিউক্লিয়াসে সর্বনিম্ন মৌলিক কণিকার সংখ্যা কয়টি?
Ο ক) 1
Ο খ) 2
Ο গ) 3
Ο ঘ) 4
সঠিক উত্তর: (ক)
২৮২. লবণ সেতুর কাজ কী?
Ο ক) কোষের দুই অংশে ক্যাটায়ন সরবরাহ করা
Ο খ) সেতুর মধ্য দিয়ে আয়ন চলাচল
Ο গ) তড়িৎ প্রবাহের হার পরিবর্তন করা
Ο ঘ) কোষের দুই প্রান্তে আয়নের আধিক্য কমানো
সঠিক উত্তর: (ঘ)
২৮৩. কাই ঘন করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) স্টার্চ
Ο খ) ইথানল
Ο গ) আয়োডিন
Ο ঘ) ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড
সঠিক উত্তর: (ক)
২৮৪. কোনটি তাপহারী বিক্রিয়া?
Ο ক) N2(g)+O2(g)→ 2NO(g)
Ο খ) CaO(s) + H2O(l)→ Ca(OH)2(s)
Ο গ) C(s) + O2(g)→CO2(g)
Ο ঘ) 2H2(g)+O2(g)→2H2O(l)
সঠিক উত্তর: (ক)
২৮৫. ড্রাইসেলে ব্যবহৃত হয় –
Ο ক) Zn ও MnO2
Ο খ) Zn ও Hg2O
Ο গ) Pb ও PbO2
Ο ঘ) CoO2
সঠিক উত্তর: (ক)
২৮৬. তড়িৎ রাসায়নিক গ্লুকোজ সেন্সরে নিচের কোনটি অনুপস্থিত?
Ο ক) অ্যানোড
Ο খ) ক্যাথোড
Ο গ) তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ
Ο ঘ) আয়ন
সঠিক উত্তর: (গ)
২৮৭. গ্লুকোজ ডিটেক্টর কীভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বের করে?
Ο ক) তড়িৎ বিশ্লেষ্য হিসেবে রক্ত ব্যবহার করে
Ο খ) তড়িৎদ্বার হিসেবে রক্ত ব্যবহার করে
Ο গ) গ্লুকোজের জারণ ঘটিয়ে
Ο ঘ) জারণে উদ্ভূত e- সংখ্যা নির্ণয় করে
সঠিক উত্তর: (ঘ)
২৮৮. মাইক চালানোর কাজে কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) ড্রাইসেল
Ο খ) লেড স্টোরেজ ব্যাটারি
Ο গ) লিথিয়াম ব্যাটারি
Ο ঘ) মারকারি সেল
সঠিক উত্তর: (খ)
২৮৯. ΔH এর মান নির্ভর করে –
i. বিক্রিয়ক ও উৎপাদের ভৌত অবস্থার উপর
ii. তাপমাত্রার উপর
iii. চাপের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯০. নিচের কোনটি স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ?
Ο ক) হাইড্রোজেন
Ο খ) অক্সিজেন
Ο গ) কার্বন ডাইঅক্সাইড
Ο ঘ) কার্বন মনোক্সাইড
সঠিক উত্তর: (ঘ)
২৯১. পানি বিশ্লেষণের জন্য তড়িৎ রাসায়নিক কোষের অ্যানোড ও ক্যাথোডে কোন ধাতু ব্যবহৃত হয়?
Ο ক) সক্রিয় ধাতু
Ο খ) নিষ্ক্রিয় ধাতু
Ο গ) অপধাতু
Ο ঘ) অর্ধ ধাতু
সঠিক উত্তর: (খ)
২৯২. সমু্দ্রের পানির তড়িৎ বিশ্লেষণে দ্রবণে কোনটি পাওয়া যায়?
Ο ক) H2
Ο খ) Cl2
Ο গ) NaOH
Ο ঘ) HCl
সঠিক উত্তর: (গ)
২৯৩. 15 মৌল 0C তাপমাত্রায় দুটি হাইড্রোজেন একত্রিত হয়ে নিচের কোনটি উৎপন্ন করে?
Ο ক) প্রোটিয়াম
Ο খ) ডিউটেরিয়াম
Ο গ) ট্রিটিয়াম
Ο ঘ) হিলিয়াম
সঠিক উত্তর: (ঘ)
২৯৪. ইলেকট্রোপ্লেটিং প্রক্রিয়ায় –
i. যে ধাতুর প্রলেপ দেওয়া হয় সেটি অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়
ii. যে ধাতুর উপর প্রলেপ দেওয়া হয় সেটি অ্যানো হিসেবে ব্যবহার করা হয়
iii. অ্যানো ধাতুর লবণের দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৯৫. যে বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে বলে –
Ο ক) তাপহারী বিক্রিয়া
Ο খ) তাপোৎপাদী বিক্রিয়া
Ο গ) তাপরোধী বিক্রিয়া
Ο ঘ) তাপ রক্ষী বিক্রিয়া
সঠিক উত্তর: (ক)
২৯৬. C-H এবং O-H বন্ধন শক্তি যথাক্রমে কত কিলোজুল?
Ο ক) 414 ও 464
Ο খ) 414 ও 446
Ο গ) 441 ও 464
Ο ঘ) 414 ও 431
সঠিক উত্তর: (ক)
২৯৭. Zn/Zn++(aq) তড়িৎদ্বারে –
i. জারণ বিক্রিয়া সম্পন্ন হয়
ii. ক্যাটায়ন কর্তৃক ধাতব দন্ড থেকে ইলেকট্রন গ্রহণ করে
iii. দ্রবণের অ্যানায়নের ইলেকট্রন ধাতব দন্ডে স্থানান্তরিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৯৮. তেজস্ক্রিয়তার মাধ্যমে পোলেনিয়াম-210(Po) ভেঙে কিসে পরিণত হয়?
Ο ক) সিসা-206 (Pb)
Ο খ) সিসা-207 (Pb)
Ο গ) সিসা-208 (Pb)
Ο ঘ) সিসা-209 (Pb)
সঠিক উত্তর: (ক)
২৯৯. তাপ উৎপাদী বিক্রিযায় বিক্রিয়ক ও উৎপাদের অভ্যন্তরীণ শক্তির সম্পর্ক কোনটি?
Ο ক) বিক্রিয়কসমূহের মোট অভ্যন্তরীণ শক্তি>উৎপাদসমূহের মোট অভ্যন্তরীণ শক্তি
Ο খ) বিক্রিয়কসমূহের মোট অভ্যন্তরীণ শক্তি<উৎপাদসমূহের মোট অভ্যন্তরীণ শক্তি
Ο গ) বিক্রিয়কসমূহের মোট অভ্যন্তরীণ শক্তি³উৎপাদসমূহের মোট অভ্যন্তরীণ শক্তি
Ο ঘ) বিক্রিয়কসমূহের মোট অভ্যন্তরীণ শক্তি=উৎপাদসমূহের মোট অভ্যন্তরীণ শক্তি
সঠিক উত্তর: (ক)
৩০০. আন্তঃআণবিক শক্তির ক্রমানুযায়ী কোনটি সঠিক?
Ο ক) বরফ>জলীয়বাষ্প>পানি
Ο খ) বরফ<পানি<জলীয়বাষ্প
Ο গ) জলীয়বাষ্প<পানি<বরফ
Ο ঘ) পানি<বরফ<জলীয়বাষ্প
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Chemistry