এস.এস.সি রসায়ন অধ্যায় - ৮: রসায়ন ও শক্তি (৫)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ৮: রসায়ন ও শক্তি (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
২০১. নিচের বাক্যসমূহ লক্ষ কর:
i. CO2 গ্যাস চুনের পানিকে ঘোলা করে
ii. CO গ্যাস চুনের পানিকে ঘোলা করে
iii. H2SO4 গ্যাস চুনের পানিকে ঘোলা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২০২. জ্বালানির দহনে প্রাপ্ত কোন গ্যাসটি উদ্ভিদের জন্য অপরিহার্য?
Ο ক) CO
Ο খ) CO2
Ο গ) SO2
Ο ঘ) NO
 সঠিক উত্তর: (খ)

 ২০৩. হাইড্রোজেন ফুয়েল সেল কী ধরনের কোষ?
Ο ক) শুষ্ক কোষ
Ο খ) ইলেকট্রোলাইট কোষ
Ο গ) ফিউশন কোষ
Ο ঘ) স্টোরেজ কোষ
 সঠিক উত্তর: (খ)

 ২০৪. লিথিয়াম ব্যাটারিতে কোন অক্সাইড ব্যবহার করা হয়?
Ο ক) MnO2
Ο খ) PbO2
Ο গ) CoO2
Ο ঘ) Hg2O
 সঠিক উত্তর: (গ)

 ২০৫. নিচের কোন গ্যাসটির তাপ ধারণ ক্ষমতা বেশি?
Ο ক) CO
Ο খ) CO2
Ο গ) SO2
Ο ঘ) NO
 সঠিক উত্তর: (খ)

 ২০৬. গ্লুকোজ সেন্সর যন্ত্রে অ্যানোড ও ক্যাথোড কোন প্রযুক্তির মাধ্যমে তৈরি হয়?
Ο ক) স্ক্রিন স্ক্যানিং
Ο খ) স্কিন প্রেসিং
Ο গ) স্ক্রিন প্রিন্টিং
Ο ঘ) স্ক্রিন ম্যাপিং
 সঠিক উত্তর: (গ)

 ২০৭. তেজস্ক্রিয়তার মাধ্যমে ইউরেনিয়াম-238 ভেঙে কিসে পরিণত হয়?
Ο ক) থোরিয়াম-234
Ο খ) থোরিয়াম-235
Ο গ) থোরিয়াম-236
Ο ঘ) থোরিয়াম-237
 সঠিক উত্তর: (ক)

 ২০৮. যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে --- বলে।
Ο ক) তাপোৎপাদী বিক্রিয়া
Ο খ) তাপহারী বিক্রিয়া
Ο গ) তাপশোষণকারী বিক্রিয়া
Ο ঘ) তাপ গ্রাসকারী বিক্রিয়া
 সঠিক উত্তর: (ক)

 ২০৯. ইউরেনিয়াম 235 কে নিউট্রন কণা দ্বারা আঘাত করলে কয়টি বিভিন্ন মৌলের সৃষ্টি হয়?
Ο ক) 15টি
Ο খ) 30টি
Ο গ) 35টি
Ο ঘ) 45টি
 সঠিক উত্তর: (খ)

 ২১০. ΔH ঋণাত্মক হলে আধুনিক রীতি অনুযায়ী বিক্রিয়াটি হবে –
Ο ক) তাপোৎপাদী
Ο খ) তাপহারী
Ο গ) উভমুখী
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (ক)

 ২১১. কোন ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) সংশ্লেষণ
Ο খ) তড়িৎ সংযোজন
Ο গ) তড়িৎ বিশ্লেষণ
Ο ঘ) তড়িৎ বিশুদ্ধিকরণ
 সঠিক উত্তর: (গ)

 ২১২. আইপিএস (IPS) কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে?
Ο ক) বিদ্যুৎ, রাসায়নিক
Ο খ) রাসায়নিক, বিদ্যুৎ
Ο গ) রাসায়নিক, যান্ত্রিক
Ο ঘ) যান্ত্রিক, রাসায়নিক
 সঠিক উত্তর: (খ)

 ২১৩. খনিজ জ্বালানির বিকল্প হিসেবে নিচের কোনটির ব্যবহার পরিবেশের জন্য উপযোগী?
Ο ক) ইথানল
Ο খ) মিশেন
Ο গ) ইথেন
Ο ঘ) কাঠ-খড়ি
 সঠিক উত্তর: (ক)

 ২১৪. কোন দেশে ইথানলকে পেট্রোলিয়ামের সাথে মিশ্রিত করে তাপ ইঞ্জিনে ব্যবহার করা হয়?
Ο ক) ভুটান
Ο খ) পাকিস্তান
Ο গ) ব্রাজিল
Ο ঘ) নেপাল
 সঠিক উত্তর: (গ)

 ২১৫. অ্যানোড তড়িৎদ্বারে –
i. জারণ সম্পন্ন হয়
ii. দ্রবণের অ্যানায়নের ইলেকট্রন ধাতব দন্ডে স্থানান্তরিত হয়
iii. বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২১৬. তড়িৎ বিশ্লেষণ –
i. ধাতুর প্রলেপ দিতে ব্যবহৃত হয়
ii. নতুন রাসায়নিক পদার্থের উৎপাদনে ব্যবহৃত হয়
iii. ধাতু পরিশোধনে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২১৭. কোন কৌশল ব্যবহার করে মানবদেহে গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা যায়?
Ο ক) তড়িৎ সংশ্লেষণ
Ο খ) তড়িৎ সংযোজন
Ο গ) তড়িৎ বিশ্লেষণ
Ο ঘ) তড়িৎ বিয়োজন
 সঠিক উত্তর: (গ)

 ২১৮. সোডিয়াম ক্লোরাইড এ তড়িৎ বিশ্লেষণে উপজাত যৌগ হিসাবে নিচের কোনটি পাওয়া যায়?
Ο ক) সোডিয়াম কার্বনেট
Ο খ) সোডিয়াম নাইট্রেট
Ο গ) সোডিয়াম হাইড্রক্সাইড
Ο ঘ) সোডিয়াম বাইকার্বনেট
 সঠিক উত্তর: (গ)

 ২১৯. সাধারণত বৈদ্যুতিক তার কি দিয়ে তৈরি করা হয়?
Ο ক) তামা
Ο খ) দস্তা
Ο গ) অ্যালুমিনিয়াম
Ο ঘ) ম্যাগনেসিয়াম
 সঠিক উত্তর: (ক)

 ২২০. ফটোক্যামিক্যাল ধোঁয়া নিচের কোনটির বিয়োজন ঘটায়?
Ο ক) O3
Ο খ) O2
Ο গ) CO2
Ο ঘ) H2O
 সঠিক উত্তর: (ক)

 ২২১. নিচের কোনটি নিঃশেষ হবার কোন ভয় নেই?
Ο ক) কাঠ
Ο খ) কয়লা
Ο গ) প্রাকৃতিক গ্যাস
Ο ঘ) ইথানল
 সঠিক উত্তর: (ঘ)

 ২২২. যা পোড়ানোর ফলে স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থ তৈরি হয় না তাকে কী বলে?
Ο ক) বিশুদ্ধ জ্বালানি
Ο খ) অবিশুদ্ধ জ্বালানি
Ο গ) জীবাশ্ম জ্বালানি
Ο ঘ) পরিবেশবান্ধব জ্বালানি
 সঠিক উত্তর: (ক)

 ২২৩. ক্যাথোড তড়িদদ্বারে নিচের কোনটি ঘটে?
Ο ক) জারণ
Ο খ) বিজারণ
Ο গ) দ্রবণের অ্যানায়নের ইলেকট্রন ধাতব দন্ডে স্থানান্তর হয়
Ο ঘ) বিয়োজন
 সঠিক উত্তর: (খ)

 ২২৪. পানি বিশ্লেষণের জন্য অ্যানোড ও ক্যাথোডে কিসের পাত ব্যবহৃত হয়?
Ο ক) আয়রন
Ο খ) প্লাটিনাম
Ο গ) কপার
Ο ঘ) ক্রোমিয়াম
 সঠিক উত্তর: (খ)

 ২২৫. তড়িৎ রাসায়নিক কোষে কয়টি তড়িদদ্বার প্রয়োজন?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
 সঠিক উত্তর: (ক)

 ২২৬. ইথানলকে জৈব জ্বালানি হিসেবে বিবেচিত করা হয় কেন?
Ο ক) এটি জৈব ও অজৈব যৌগের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় বলে
Ο খ) এটি শ্বেতসার জাতীয় শস্য দানা থেকে গাঁজন প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় বলে
Ο গ) এটি জৈব যৌগের সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় বলে
Ο ঘ) এটি জৈব যৌগ থেকে পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় বলে
 সঠিক উত্তর: (খ)

 ২২৭. তড়িৎ রাসায়নিক গ্লুকোজ সেন্সর ব্যবহার করে রক্তের গ্লুকোজের পরিমাণ নির্ণয় করতে কতটুকু সময় লাগে?
Ο ক) এক মিনিট
Ο খ) দুই মিনিট
Ο গ) তিন মিনিট
Ο ঘ) চার মিনিট
 সঠিক উত্তর: (ক)

 ২২৮. পানিতে আর্সেনিকের পরিমাণ নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) ড্রাইসেল
Ο খ) গ্যালভানিক কোষ
Ο গ) লিথিয়াম কোষ
Ο ঘ) তড়িৎ বিশ্লেষ্য কোষ
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৯. পদার্থের তিনটি অবস্থার কারণ কী?
Ο ক) তাপ ও চাপ
Ο খ) আন্তঃআণবিক দূরত্ব
Ο গ) আন্তঃআণবিক শক্তি
Ο ঘ) তাপমাত্রা
 সঠিক উত্তর: (ক)

 ২৩০. ড্রাইসেলে জারিত হয় কোনটি?
Ο ক) C
Ο খ) Zn
Ο গ) MnO2
Ο ঘ) NH4Cl+ZnCl2
 সঠিক উত্তর: (খ)

 ২৩১. রাসায়নিক বিক্রিয়ায় সংঘটিত হয় –
i. তাপের শোষণ
ii. তাপের উদগিরণ
iii. তাপের পরিবর্তন হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৩২. লবণসেতু কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) KCl
Ο খ) NaCl
Ο গ) MgCl2
Ο ঘ) AlCl3
 সঠিক উত্তর: (ক)

 ২৩৩. তেজস্ক্রিয় মৌলকে উচ্চ শক্তিসম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করলে কী ঘটে?
Ο ক) অনেক নতুন নিউক্লিয়াস ও নিউট্রন সৃষ্টি হয়
Ο খ) শুধু দুটি নিউক্লিয়াস সৃষ্টি হয়
Ο গ) শুধু দুটি নিউট্রন সৃষ্টি হয়
Ο ঘ) দুটি নিউক্লিয়াস ও দুটি নিউট্রন সৃষ্টি হয়
 সঠিক উত্তর: (ক)

 ২৩৪. ফুয়েল সেলে সবচেয়ে ভালো জ্বালানি কোনটি?
Ο ক) হাইড্রোজেন গ্যাস
Ο খ) অক্সিজেন গ্যাস
Ο গ) কাঁদুনে গ্যাস
Ο ঘ) কার্বন ডাইঅক্সাইড গ্যাস
 সঠিক উত্তর: (ক)

 ২৩৫. অধিক সক্রিয় ধাতু কোথায় ব্যবহৃত হয়?
Ο ক) অ্যানোডে
Ο খ) ক্যাথোডে
Ο গ) তড়িৎ বিশ্লেষ্য
Ο ঘ) লবণ সেতু
 সঠিক উত্তর: (ক)

 ২৩৬. ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে ও ক্যাথোডে উভয় ক্ষেত্রেই কী ঘটে?
Ο ক) জারণ হয়
Ο খ) বিজারণ হয়
Ο গ) গ্যাসীয় পদার্থ উৎপন্ন হয়
Ο ঘ) একই পদার্থ উৎপন্ন হয়
 সঠিক উত্তর: (গ)

 ২৩৭. O=O বন্ধন শক্তির মান কত?
Ο ক) 498 kJ/mol
Ο খ) 431 kJ/mol
Ο গ) 426 kJ/mol
Ο ঘ) 426 kJ/mol
 সঠিক উত্তর: (ক)

 ২৩৮. তড়িৎ বিশ্লেষণ কোষে নিচের কোন প্রক্রিয়াটি সংঘটিত হয়?
Ο ক) প্রশমন
Ο খ) প্রতিস্থাপন
Ο গ) বিয়োজন
Ο ঘ) জারণ-বিজারণ
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৯. তড়িৎ বিশ্লেষ্য কোষ কোন শক্তি ব্যবহার করে তড়িদদ্বার বিক্রিয়া সংঘটিত করা হয়?
Ο ক) বিদ্যুৎ শক্তি
Ο খ) আলোক শক্তি
Ο গ) রাসায়নিক শক্তি
Ο ঘ) তাপ মক্তি
 সঠিক উত্তর: (ক)

 ২৪০. দুটি যৌগ A ও B পরস্পরের সাথে বিক্রিয়া করে দুটি উৎপাদ C ও D উৎপন্ন করে। বিক্রিয়াকালে মিশ্রণের তাপমাত্রা কমতে দেখা যায়। বিক্রিয়াটি কোন প্রকারের বিক্রিয়া?
Ο ক) তাপোৎপাদী
Ο খ) তাপহারী
Ο গ) সংযোজন
Ο ঘ) সংশ্লেষণ
 সঠিক উত্তর: (খ)

 ২৪১. বায়ুমন্ডলে CO2 এর পরিমাণ এতো বেশি হবার কারণ কী?
Ο ক) CO2 এর তাপ ধারণ ক্ষমতা বেশি
Ο খ) CO2 গ্যাস ওজনে হালকা
Ο গ) নির্বিচারে উদ্ভিদ নিধন
Ο ঘ) CO2 এর রাসায়নিক সক্রিয়তা অত্যাধিক
 সঠিক উত্তর: (গ)

 ২৪২. নিচের কোন মৌলের নিউক্লিয়াস একটিমাত্র মৌলিক কণা দ্বারা গঠিত?
Ο ক) হাইড্রোজেন
Ο খ) অক্সিজেন
Ο গ) নাইট্রোজেন
Ο ঘ) ফসফরাস
 সঠিক উত্তর: (ক)

 ২৪৩. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. অ্যালুমিনিয়াম ধাতু ওজনে হালকা
ii. ক্লোরিন গ্যাস জীবাণুনাশক হিসেবে ব্যবহার হয়
iii. হাইড্রোজেন গ্যাস পরিবেশ বান্ধব জ্বালানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৪. C3H6+502=3X+4H2O; X-গ্যাসটি –
i. এসিড বৃষ্টি সৃষ্টিতে আংশিক দায়ী
ii. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করছে
iii. গ্রিনহাউজ প্রভাবের জন্য দায়ী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৫. বায়ুর সাথে মিশে সূর্যের আলোর উপস্থিতিতে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ফটোকেমিক্যাল ধোঁয়া সৃষ্টি করে –
i. কার্বন মনোক্সাইড
ii. নাইট্রাস অক্সাইড
iii. অব্যবহৃত গ্যাসীয় জ্বালানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৬. আধুনিককালের সবচেয়ে জনপ্রিয় শক্তি কোনটি?
Ο ক) তাপ
Ο খ) বিদ্যুৎ
Ο গ) আলো
Ο ঘ) চৌম্বক
 সঠিক উত্তর: (খ)

 ২৪৭. উদ্ভিদ তার দেহে কোন প্রক্রিয়ায় শক্তি সঞ্চিত করে?
Ο ক) ব্যাপন প্রক্রিয়ায়
Ο খ) অভিস্রবণ
Ο গ) সালোকসংশ্লেষণ
Ο ঘ) শ্বসন
 সঠিক উত্তর: (গ)

 ২৪৮. দ্রবণ কীভাবে বিদ্যুৎ পরিবহন করে?
Ο ক) আয়ন পরিবহনের মাধ্যমে
Ο খ) ইলেকট্রনের পরিবহন দ্বারা
Ο গ) শক্তি শোষণের মাধ্যমে
Ο ঘ) শক্তি স্থানান্তরের মাধ্যমে
 সঠিক উত্তর: (ক)

 ২৪৯. অ্যানোড তড়িদদ্বারে নিচের কোনটি ঘটে?
Ο ক) জারণ
Ο খ) বিজারণ
Ο গ) দ্রবণের ক্যাটায়ন কর্তৃক ধাতব দন্ড থেকে ইলেকট্রন গ্রহণ করে
Ο ঘ) বিয়োজন
 সঠিক উত্তর: (ক)

 ২৫০. পানির তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) Cu
Ο খ) zn
Ο গ) Pt
Ο ঘ) H2SO4
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post