ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ৮: রসায়ন ও শক্তি (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. ড্রাইসেলের ঋণাত্মক প্রান্ত হচ্ছে –
Ο ক) জিঙ্ক পাত্র
Ο খ) কার্বন দন্ড
Ο গ) ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড
Ο ঘ) কপার
সঠিক উত্তর: (ক)
১৫২. রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার সময় কোন ঘটনাটি ঘটে?
Ο ক) কোন বন্ধন ভাঙে না
Ο খ) কোন নতুন বন্ধন গঠিত হয় না
Ο গ) সম্পূর্ণ নতুন বন্ধন গঠন করে
Ο ঘ) বিক্রিয়ক ও উৎপাদের ভরের পরিবর্তন ঘটে
সঠিক উত্তর: (গ)
১৫৩. 6CO2+6H2OC6H12O6+6O2 + তাপশক্তি উপরের বিক্রিয়াটিতে –
i. ক্লোরোফিলের উপস্থিতি অপরিহার্য
ii. উৎপন্ন গ্লুকোজ স্টার্চরূপে উদ্ভিদে সঞ্চিত হয়
iii. উৎপন্ন অক্সিজেন বায়ুতে নির্গত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৪. ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনা ঘটার মূল কারণ কী ছিল?
Ο ক) ভূমিকম্প
Ο খ) অগ্ন্যুৎপাত
Ο গ) ঘূর্ণিঝড়
Ο ঘ) বর্জ্যপাত
সঠিক উত্তর: (ক)
১৫৫. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?
Ο ক) পানি
Ο খ) কার্বন ডাইঅক্সাইড
Ο গ) কার্বন
Ο ঘ) অক্সিজেন
সঠিক উত্তর: (ঘ)
১৫৬. সালফার ও নাইট্রোজেন যুক্ত জ্বালানি –
i. অবিশুদ্ধ
ii. পোড়ালে SO2 ও NO2 সৃষ্টি হয়
iii. পরিবেশের জন্য হুমকিস্বরূপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৭. ইথানল তৈরি করা হয় --- থেকে।
Ο ক) শর্করা জাতীয় শস্য
Ο খ) আমিষ জাতীয় শস্য
Ο গ) স্নেহ জাতীয় শস্য
Ο ঘ) শ্বেতসার জাতীয় শস্য
সঠিক উত্তর: (ঘ)
১৫৮. ঘড়ির চেইনে কোন ধাতুর প্রলেপ দিলে উজ্জ্বল দেখায়?
Ο ক) নিকেলের
Ο খ) সোডিয়ামের
Ο গ) ক্রোমিয়ামের
Ο ঘ) লোহার
সঠিক উত্তর: (গ)
১৫৯. গ্লুকোজ সেন্সর এ অ্যানোড ও ক্যাথোড প্লাস্টিকের উপর ধাতুর আবরণটি কোন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়?
Ο ক) মেইলপ্রিন্টিং
Ο খ) স্ক্রিন প্রিন্টিং
Ο গ) স্ক্যানপ্রিন্টিং
Ο ঘ) স্কেল প্রিন্টিং
সঠিক উত্তর: (খ)
১৬০. পানির তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কী ঘটে?
Ο ক) O2 উৎপন্ন হয়
Ο খ) H2 গ্যাস জমা হয়
Ο গ) H2 গ্যাস উৎপন্ন হয়
Ο ঘ) H2O উৎপন্ন হয়
সঠিক উত্তর: (গ)
১৬১. কোন দ্রবের অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক শক্তি কম হলে কোন অবস্থার সৃষ্টি হবে?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) বায়বীয়
Ο ঘ) মৌলিক
সঠিক উত্তর: (গ)
১৬২. রাসায়নিক বিক্রিয়ায় –
i. তাপ উৎপন্ন হয়
ii. তাপ শোষিত হয়
iii. তাপের পরিবর্তন ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬৩. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. ক্যালসিয়াম অক্সাইডকে চুন বলে
ii. চুন পানিতে দিলে তাপ উৎপন্ন হয়
iii. চুপ পানির সাথে বিক্রিয়া করে Ca(OH)2 উৎপন্ন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬৪. ইউরেনিয়াম-235 কে নিউক্লিয়ার ফিসন বিক্রিয়ার মাধ্যমে কত কিলোজুল তাপ উৎপন্ন করে?
Ο ক) 2.0×103
Ο খ) 2.0×1013
Ο গ) 6.023×1013
Ο ঘ) 6.023×1023
সঠিক উত্তর: (খ)
১৬৫. নিউক্লিয়ার বিক্রিয়ার বৈশিষ্ট্য –
i. পরমাণুর নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে
ii. নতুন মৌল সৃষ্টি হয়
iii. মৌলের প্রোটন সংখ্যা অপরিবর্তিত থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৬. তড়িৎ বিশ্লেষণ একটি শক্তিশালী জারণ ও বিজারণ প্রক্রিয়া। কারণ –
i. শুধু ইলেকট্রন গৃহীত হয়
ii. শুধু ইলেকট্রন বর্জন হয়
iii. ইলেকট্রনের আদান-প্রদান হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৬৭. উদ্ভিদ সালোকসংশ্লেষণ বিক্রিয়ার জন্য কোন গ্যাস শোষণ করে?
Ο ক) হাইড্রোজেন
Ο খ) অক্সিজেন
Ο গ) কার্বন ডাইঅক্সাইড
Ο ঘ) কার্বন মনোক্সাইড
সঠিক উত্তর: (গ)
১৬৮. পানির বায়বীয় অবস্থা কোনটি?
Ο ক) বরফ
Ο খ) পানি
Ο গ) জলীয়বাষ্প
Ο ঘ) বরফ ও জলীয়বাষ্প
সঠিক উত্তর: (গ)
১৬৯. কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোড হিসেবে জিংক দন্ড ব্যবহার করলে –
i. অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে
ii. ক্যাথোড ক্ষয়প্রাপ্ত হবে
iii. দ্রবণে জিংক সালফেট উৎপন্ন হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৭০. লোহা ব্যবহৃত হয় –
i. রেলপথ নির্মাণে
ii. বিমান তৈরিতে
iii. কালকারখানা তৈরিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭১. নিচের বিক্রিয়া দুটি লক্ষ কর – অ্যানোডে বিক্রিয়া: M → m+ + e- ক্যাথোডে বিক্রিয়া: + e- → - এটি কোন ধরনের বিক্রিয়া?
Ο ক) বিয়োজন বিক্রিয়া
Ο খ) সংযোজন বিক্রিয়া
Ο গ) সংশ্লেষণ বিক্রিয়া
Ο ঘ) তড়িদদ্বার বিক্রিয়া
সঠিক উত্তর: (ঘ)
১৭২. ব্রাজিলে খনিজ জ্বালানির সাথে শতকরা কত ভাগ ইথানল মেশানো বাধ্যতামূলক?
Ο ক) 25
Ο খ) 15
Ο গ) 10
Ο ঘ) 5
সঠিক উত্তর: (ক)
১৭৩. কোন পদার্থের অণুসমূহ কোন শক্তির মাধ্যমে কাছাকাছি থেকে একটি নির্দিষ্ট অবস্থার সৃষ্টি করে?
Ο ক) পারস্পরিক শক্তি
Ο খ) মৌলিক শক্তি
Ο গ) আন্তঃআণবিক শক্তি
Ο ঘ) রাসায়নিক শক্তি
সঠিক উত্তর: (গ)
১৭৪. মারকারি কোষে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) Hg2O
Ο খ) HgO
Ο গ) Hg2O2
Ο ঘ) HgO2
সঠিক উত্তর: (ক)
১৭৫. নিচের কোনটি আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর বলে বিবেচনা করা হয় না?
Ο ক) NO2
Ο খ) CO
Ο গ) SO2
Ο ঘ) O2
সঠিক উত্তর: (ঘ)
১৭৬. কিছু জ্বালানি পোড়ালে পরিবেশ দূষিত হয় না। এদেরকে –
i. পোড়ালে CO2, H2O ও তাপ উৎপন্ন হয়
ii. স্বল্প বায়ুতে পোড়ালে CO2 এর সাথে CO উৎপন্ন হয়
iii. স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭৭. ভূগর্ভস্থ জ্বালানি সৃষ্টির রহস্য কী?
Ο ক) ভূমিকম্প
Ο খ) উদ্ভিদ ও প্রাণির মৃতদেহ
Ο গ) আগ্নেয়গিরি
Ο ঘ) ভৌগোলিক পরিবর্তন
সঠিক উত্তর: (খ)
১৭৮. একটি গ্লাসের পানিতে গ্লুকোজ রাখলে গ্লাসটি শীতল অনুভূত হওয়ার কারণ কোনটি?
Ο ক) গ্লুকোজ পানির সাথে বিক্রিয়া করে বলে
Ο খ) গ্লুকোজ পানিতে অদ্রবণীয় বলে
Ο গ) গ্লুকোজ পানিতে দ্রবীভূত হওয়ার সময় তাপ শোষণ করে বলে
Ο ঘ) গ্লুকোজ পানির সাথে বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে বলে
সঠিক উত্তর: (গ)
১৭৯. মোম বাতির দহন –
i. একটি জারণ বিক্রিয়া
ii. একটি রাসায়নিক বিক্রিয়া
iii. ভৌত ও রাসায়নিক উভয় বিক্রিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮০. ক্যাথোডে কোনটি সংঘটিত হয়?
Ο ক) ইলেকট্রন গ্রহণ
Ο খ) ইলেকট্রন প্রদান
Ο গ) প্রোটন গ্রহণ
Ο ঘ) প্রোটন প্রদান
সঠিক উত্তর: (খ)
১৮১. ফুয়েল সেলে নিচের কোনটি জারিত হয়?
Ο ক) হাইড্রোজেন
Ο খ) কার্বন
Ο গ) অক্সিজেন
Ο ঘ) নাইট্রোজেন
সঠিক উত্তর: (ক)
১৮২. C ও C ঘটিত হাইড্রোকার্বন যৌগ –
i. শক্তির চাহিদার সিংহভাগ যোগান দেয়
ii. হতে প্রাপ্ত শক্তি অন্য শক্তিতে রূপান্তর করা ব্যয়বহুল
iii. কখনও শেষ হবার নয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮৩. অধাতু কিন্তু বিদ্যুৎ পরিবাহী কোনটি?
Ο ক) হীরক
Ο খ) গ্রাফাইট
Ο গ) এসিড লবণ
Ο ঘ) ক্ষার দ্রবণ
সঠিক উত্তর: (খ)
১৮৪. ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস তৈরির প্রক্রিয়াকে কি বলে?
Ο ক) ফিউসন
Ο খ) ফিসন
Ο গ) চেইন
Ο ঘ) তেজস্ক্রিয়তা
সঠিক উত্তর: (ক)
১৮৫. চুন ও পানির বিক্রিয়ায় উৎপন্ন হয় –
i. তাপ ইঞ্জিনের টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়
ii. স্যালো ইঞ্জিনের চাকা ঘুরিয়ে গভীর থেকে পানি তোলা যায়
iii. ইঞ্জিনে চালিত যানবাহন চালানো যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৬. আন্তঃআণবিক শক্তির ভিন্নতার কারণে পদার্থ কয় অবস্থায় থাকতে পারে?
Ο ক) 2
Ο খ) 3
Ο গ) 4
Ο ঘ) 5
সঠিক উত্তর: (খ)
১৮৭. কাঠের মূল উপাদান কী?
Ο ক) C
Ο খ) Na
Ο গ) S
Ο ঘ) N
সঠিক উত্তর: (ক)
১৮৮. নিচের কোনটি সত্য?
Ο ক) জারণ-বিজারণ যুগপৎ ঘটে
Ο খ) ক্যাথোডে জারণ ঘটে
Ο গ) অ্যানোডে বিজারণ ঘটে
Ο ঘ) CuSO4/Cu একটি ধাতু/ধাতব আয়ন তড়িৎদ্বার
সঠিক উত্তর: (ক)
১৮৯. উদ্ভিদ নিচের কোনটি শোষণ করতে পারে?
Ο ক) CO2
Ο খ) SO2
Ο গ) NO
Ο ঘ) CO
সঠিক উত্তর: (ক)
১৯০. 2.2107 মোল মিথেন গ্যাসের আয়তন কত?
Ο ক) 2.24L
Ο খ) 44.8×107L
Ο গ) 49.28×107L
Ο ঘ) 56.3×107L
সঠিক উত্তর: (গ)
১৯১. কিসের দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করে ক্লোরিন উৎপন্ন করা হয়?
Ο ক) সোডিয়াম বাইকার্বনেট
Ο খ) সোডিয়াম ক্লোরাইড
Ο গ) সোডিয়াম নাইট্রেন
Ο ঘ) সোডিয়াম হাইড্রক্সাইড
সঠিক উত্তর: (খ)
১৯২. তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়া –
Ο ক) ২ প্রকার
Ο খ) ৩ প্রকার
Ο গ) ৪ প্রকার
Ο ঘ) ৫ প্রকার
সঠিক উত্তর: (ক)
১৯৩. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. ড্রাইসেল গঠনে দস্তা ও MnO2 ব্যবহার করা হয়
ii. মারকারি কোষে Zn ও Hg2O ব্যবহার হয়
iii. লিথিয়াম ব্যাটারিতে CoO2 ব্যবহার করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৪. নিচের তথ্যগুলো লক্ষ করো:
i. 1 mole নাইট্রোজেন গ্যাস 1 mole অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করতে 180.6 kJ তাপ পারিপার্শ্ব হতে শোষিত হয়
ii. 1 g পানির তাপমাত্রা 10 C বাড়াতে প্রয়োজনীয় তাপ শক্তিকে এক ক্যালরি বলা হয়
iii. যদি বিক্রিয়ায় তাপ উৎপাদিত হয়, তবে ঋণাত্মক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৫. গ্যালভানিক কোষে নিচের বিক্রিয়াসমূহ সংঘটিত হয় – অ্যানোড বিক্রিয়া: Zn(s) → Zn2+ + 2e- ক্যাথোড বিক্রিয়া: Cu2+2e- → Cu(s) এখানে ক্যাথোডে কোনটি ঘটে?
Ο ক) জারণ
Ο খ) বিজারণ
Ο গ) সংশ্লেষণ
Ο ঘ) বিয়োজন
সঠিক উত্তর: (ক)
১৯৬. কোনটি বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী?
Ο ক) SO2
Ο খ) NO2
Ο গ) CO
Ο ঘ) CO2
সঠিক উত্তর: (ঘ)
১৯৭. যানবাহন হতে নির্গত ধোঁয়ায় কোনটি থাকে না?
Ο ক) CO
Ο খ) CO2
Ο গ) N2O
Ο ঘ) NO2
সঠিক উত্তর: (ঘ)
১৯৮. তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ চালনা করলে কোন ধরনের আয়ন ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হবে?
Ο ক) ধনাত্মক চার্যযুক্ত
Ο খ) ঋণাত্মক চার্যযুক্ত
Ο গ) চার্য নিরপেক্ষ
Ο ঘ) কোনটি নয়
সঠিক উত্তর: (ক)
১৯৯. ড্রাইসেলে –
i. অ্যানোডে হিসাবে জিংকের তৈরি জার ব্যবহৃত হয়
ii. তড়িৎ বিশ্লেষ্য দ্রব হিসাবে NH4Cl এর ZnCl2 এর মিশ্রণ ব্যবহৃত হয়
iii. 2.5 ভোল্ট তড়িৎ বিভব পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২০০. ড্রাইসেলের সর্ব বাইরে থাকে –
Ο ক) কার্বন দন্ড
Ο খ) একটি স্টার্চ
Ο গ) NH4Cl ও ZnCl2 এর মিশ্রণ
Ο ঘ) ধাতব জিংকের পাত
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. ড্রাইসেলের ঋণাত্মক প্রান্ত হচ্ছে –
Ο ক) জিঙ্ক পাত্র
Ο খ) কার্বন দন্ড
Ο গ) ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড
Ο ঘ) কপার
সঠিক উত্তর: (ক)
১৫২. রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার সময় কোন ঘটনাটি ঘটে?
Ο ক) কোন বন্ধন ভাঙে না
Ο খ) কোন নতুন বন্ধন গঠিত হয় না
Ο গ) সম্পূর্ণ নতুন বন্ধন গঠন করে
Ο ঘ) বিক্রিয়ক ও উৎপাদের ভরের পরিবর্তন ঘটে
সঠিক উত্তর: (গ)
১৫৩. 6CO2+6H2OC6H12O6+6O2 + তাপশক্তি উপরের বিক্রিয়াটিতে –
i. ক্লোরোফিলের উপস্থিতি অপরিহার্য
ii. উৎপন্ন গ্লুকোজ স্টার্চরূপে উদ্ভিদে সঞ্চিত হয়
iii. উৎপন্ন অক্সিজেন বায়ুতে নির্গত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৪. ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনা ঘটার মূল কারণ কী ছিল?
Ο ক) ভূমিকম্প
Ο খ) অগ্ন্যুৎপাত
Ο গ) ঘূর্ণিঝড়
Ο ঘ) বর্জ্যপাত
সঠিক উত্তর: (ক)
১৫৫. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?
Ο ক) পানি
Ο খ) কার্বন ডাইঅক্সাইড
Ο গ) কার্বন
Ο ঘ) অক্সিজেন
সঠিক উত্তর: (ঘ)
১৫৬. সালফার ও নাইট্রোজেন যুক্ত জ্বালানি –
i. অবিশুদ্ধ
ii. পোড়ালে SO2 ও NO2 সৃষ্টি হয়
iii. পরিবেশের জন্য হুমকিস্বরূপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৭. ইথানল তৈরি করা হয় --- থেকে।
Ο ক) শর্করা জাতীয় শস্য
Ο খ) আমিষ জাতীয় শস্য
Ο গ) স্নেহ জাতীয় শস্য
Ο ঘ) শ্বেতসার জাতীয় শস্য
সঠিক উত্তর: (ঘ)
১৫৮. ঘড়ির চেইনে কোন ধাতুর প্রলেপ দিলে উজ্জ্বল দেখায়?
Ο ক) নিকেলের
Ο খ) সোডিয়ামের
Ο গ) ক্রোমিয়ামের
Ο ঘ) লোহার
সঠিক উত্তর: (গ)
১৫৯. গ্লুকোজ সেন্সর এ অ্যানোড ও ক্যাথোড প্লাস্টিকের উপর ধাতুর আবরণটি কোন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়?
Ο ক) মেইলপ্রিন্টিং
Ο খ) স্ক্রিন প্রিন্টিং
Ο গ) স্ক্যানপ্রিন্টিং
Ο ঘ) স্কেল প্রিন্টিং
সঠিক উত্তর: (খ)
১৬০. পানির তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কী ঘটে?
Ο ক) O2 উৎপন্ন হয়
Ο খ) H2 গ্যাস জমা হয়
Ο গ) H2 গ্যাস উৎপন্ন হয়
Ο ঘ) H2O উৎপন্ন হয়
সঠিক উত্তর: (গ)
১৬১. কোন দ্রবের অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক শক্তি কম হলে কোন অবস্থার সৃষ্টি হবে?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) বায়বীয়
Ο ঘ) মৌলিক
সঠিক উত্তর: (গ)
১৬২. রাসায়নিক বিক্রিয়ায় –
i. তাপ উৎপন্ন হয়
ii. তাপ শোষিত হয়
iii. তাপের পরিবর্তন ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬৩. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. ক্যালসিয়াম অক্সাইডকে চুন বলে
ii. চুন পানিতে দিলে তাপ উৎপন্ন হয়
iii. চুপ পানির সাথে বিক্রিয়া করে Ca(OH)2 উৎপন্ন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬৪. ইউরেনিয়াম-235 কে নিউক্লিয়ার ফিসন বিক্রিয়ার মাধ্যমে কত কিলোজুল তাপ উৎপন্ন করে?
Ο ক) 2.0×103
Ο খ) 2.0×1013
Ο গ) 6.023×1013
Ο ঘ) 6.023×1023
সঠিক উত্তর: (খ)
১৬৫. নিউক্লিয়ার বিক্রিয়ার বৈশিষ্ট্য –
i. পরমাণুর নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে
ii. নতুন মৌল সৃষ্টি হয়
iii. মৌলের প্রোটন সংখ্যা অপরিবর্তিত থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৬. তড়িৎ বিশ্লেষণ একটি শক্তিশালী জারণ ও বিজারণ প্রক্রিয়া। কারণ –
i. শুধু ইলেকট্রন গৃহীত হয়
ii. শুধু ইলেকট্রন বর্জন হয়
iii. ইলেকট্রনের আদান-প্রদান হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৬৭. উদ্ভিদ সালোকসংশ্লেষণ বিক্রিয়ার জন্য কোন গ্যাস শোষণ করে?
Ο ক) হাইড্রোজেন
Ο খ) অক্সিজেন
Ο গ) কার্বন ডাইঅক্সাইড
Ο ঘ) কার্বন মনোক্সাইড
সঠিক উত্তর: (গ)
১৬৮. পানির বায়বীয় অবস্থা কোনটি?
Ο ক) বরফ
Ο খ) পানি
Ο গ) জলীয়বাষ্প
Ο ঘ) বরফ ও জলীয়বাষ্প
সঠিক উত্তর: (গ)
১৬৯. কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোড হিসেবে জিংক দন্ড ব্যবহার করলে –
i. অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে
ii. ক্যাথোড ক্ষয়প্রাপ্ত হবে
iii. দ্রবণে জিংক সালফেট উৎপন্ন হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৭০. লোহা ব্যবহৃত হয় –
i. রেলপথ নির্মাণে
ii. বিমান তৈরিতে
iii. কালকারখানা তৈরিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭১. নিচের বিক্রিয়া দুটি লক্ষ কর – অ্যানোডে বিক্রিয়া: M → m+ + e- ক্যাথোডে বিক্রিয়া: + e- → - এটি কোন ধরনের বিক্রিয়া?
Ο ক) বিয়োজন বিক্রিয়া
Ο খ) সংযোজন বিক্রিয়া
Ο গ) সংশ্লেষণ বিক্রিয়া
Ο ঘ) তড়িদদ্বার বিক্রিয়া
সঠিক উত্তর: (ঘ)
১৭২. ব্রাজিলে খনিজ জ্বালানির সাথে শতকরা কত ভাগ ইথানল মেশানো বাধ্যতামূলক?
Ο ক) 25
Ο খ) 15
Ο গ) 10
Ο ঘ) 5
সঠিক উত্তর: (ক)
১৭৩. কোন পদার্থের অণুসমূহ কোন শক্তির মাধ্যমে কাছাকাছি থেকে একটি নির্দিষ্ট অবস্থার সৃষ্টি করে?
Ο ক) পারস্পরিক শক্তি
Ο খ) মৌলিক শক্তি
Ο গ) আন্তঃআণবিক শক্তি
Ο ঘ) রাসায়নিক শক্তি
সঠিক উত্তর: (গ)
১৭৪. মারকারি কোষে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) Hg2O
Ο খ) HgO
Ο গ) Hg2O2
Ο ঘ) HgO2
সঠিক উত্তর: (ক)
১৭৫. নিচের কোনটি আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর বলে বিবেচনা করা হয় না?
Ο ক) NO2
Ο খ) CO
Ο গ) SO2
Ο ঘ) O2
সঠিক উত্তর: (ঘ)
১৭৬. কিছু জ্বালানি পোড়ালে পরিবেশ দূষিত হয় না। এদেরকে –
i. পোড়ালে CO2, H2O ও তাপ উৎপন্ন হয়
ii. স্বল্প বায়ুতে পোড়ালে CO2 এর সাথে CO উৎপন্ন হয়
iii. স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭৭. ভূগর্ভস্থ জ্বালানি সৃষ্টির রহস্য কী?
Ο ক) ভূমিকম্প
Ο খ) উদ্ভিদ ও প্রাণির মৃতদেহ
Ο গ) আগ্নেয়গিরি
Ο ঘ) ভৌগোলিক পরিবর্তন
সঠিক উত্তর: (খ)
১৭৮. একটি গ্লাসের পানিতে গ্লুকোজ রাখলে গ্লাসটি শীতল অনুভূত হওয়ার কারণ কোনটি?
Ο ক) গ্লুকোজ পানির সাথে বিক্রিয়া করে বলে
Ο খ) গ্লুকোজ পানিতে অদ্রবণীয় বলে
Ο গ) গ্লুকোজ পানিতে দ্রবীভূত হওয়ার সময় তাপ শোষণ করে বলে
Ο ঘ) গ্লুকোজ পানির সাথে বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে বলে
সঠিক উত্তর: (গ)
১৭৯. মোম বাতির দহন –
i. একটি জারণ বিক্রিয়া
ii. একটি রাসায়নিক বিক্রিয়া
iii. ভৌত ও রাসায়নিক উভয় বিক্রিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮০. ক্যাথোডে কোনটি সংঘটিত হয়?
Ο ক) ইলেকট্রন গ্রহণ
Ο খ) ইলেকট্রন প্রদান
Ο গ) প্রোটন গ্রহণ
Ο ঘ) প্রোটন প্রদান
সঠিক উত্তর: (খ)
১৮১. ফুয়েল সেলে নিচের কোনটি জারিত হয়?
Ο ক) হাইড্রোজেন
Ο খ) কার্বন
Ο গ) অক্সিজেন
Ο ঘ) নাইট্রোজেন
সঠিক উত্তর: (ক)
১৮২. C ও C ঘটিত হাইড্রোকার্বন যৌগ –
i. শক্তির চাহিদার সিংহভাগ যোগান দেয়
ii. হতে প্রাপ্ত শক্তি অন্য শক্তিতে রূপান্তর করা ব্যয়বহুল
iii. কখনও শেষ হবার নয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮৩. অধাতু কিন্তু বিদ্যুৎ পরিবাহী কোনটি?
Ο ক) হীরক
Ο খ) গ্রাফাইট
Ο গ) এসিড লবণ
Ο ঘ) ক্ষার দ্রবণ
সঠিক উত্তর: (খ)
১৮৪. ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস তৈরির প্রক্রিয়াকে কি বলে?
Ο ক) ফিউসন
Ο খ) ফিসন
Ο গ) চেইন
Ο ঘ) তেজস্ক্রিয়তা
সঠিক উত্তর: (ক)
১৮৫. চুন ও পানির বিক্রিয়ায় উৎপন্ন হয় –
i. তাপ ইঞ্জিনের টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়
ii. স্যালো ইঞ্জিনের চাকা ঘুরিয়ে গভীর থেকে পানি তোলা যায়
iii. ইঞ্জিনে চালিত যানবাহন চালানো যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৬. আন্তঃআণবিক শক্তির ভিন্নতার কারণে পদার্থ কয় অবস্থায় থাকতে পারে?
Ο ক) 2
Ο খ) 3
Ο গ) 4
Ο ঘ) 5
সঠিক উত্তর: (খ)
১৮৭. কাঠের মূল উপাদান কী?
Ο ক) C
Ο খ) Na
Ο গ) S
Ο ঘ) N
সঠিক উত্তর: (ক)
১৮৮. নিচের কোনটি সত্য?
Ο ক) জারণ-বিজারণ যুগপৎ ঘটে
Ο খ) ক্যাথোডে জারণ ঘটে
Ο গ) অ্যানোডে বিজারণ ঘটে
Ο ঘ) CuSO4/Cu একটি ধাতু/ধাতব আয়ন তড়িৎদ্বার
সঠিক উত্তর: (ক)
১৮৯. উদ্ভিদ নিচের কোনটি শোষণ করতে পারে?
Ο ক) CO2
Ο খ) SO2
Ο গ) NO
Ο ঘ) CO
সঠিক উত্তর: (ক)
১৯০. 2.2107 মোল মিথেন গ্যাসের আয়তন কত?
Ο ক) 2.24L
Ο খ) 44.8×107L
Ο গ) 49.28×107L
Ο ঘ) 56.3×107L
সঠিক উত্তর: (গ)
১৯১. কিসের দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করে ক্লোরিন উৎপন্ন করা হয়?
Ο ক) সোডিয়াম বাইকার্বনেট
Ο খ) সোডিয়াম ক্লোরাইড
Ο গ) সোডিয়াম নাইট্রেন
Ο ঘ) সোডিয়াম হাইড্রক্সাইড
সঠিক উত্তর: (খ)
১৯২. তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়া –
Ο ক) ২ প্রকার
Ο খ) ৩ প্রকার
Ο গ) ৪ প্রকার
Ο ঘ) ৫ প্রকার
সঠিক উত্তর: (ক)
১৯৩. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. ড্রাইসেল গঠনে দস্তা ও MnO2 ব্যবহার করা হয়
ii. মারকারি কোষে Zn ও Hg2O ব্যবহার হয়
iii. লিথিয়াম ব্যাটারিতে CoO2 ব্যবহার করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৪. নিচের তথ্যগুলো লক্ষ করো:
i. 1 mole নাইট্রোজেন গ্যাস 1 mole অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করতে 180.6 kJ তাপ পারিপার্শ্ব হতে শোষিত হয়
ii. 1 g পানির তাপমাত্রা 10 C বাড়াতে প্রয়োজনীয় তাপ শক্তিকে এক ক্যালরি বলা হয়
iii. যদি বিক্রিয়ায় তাপ উৎপাদিত হয়, তবে ঋণাত্মক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৫. গ্যালভানিক কোষে নিচের বিক্রিয়াসমূহ সংঘটিত হয় – অ্যানোড বিক্রিয়া: Zn(s) → Zn2+ + 2e- ক্যাথোড বিক্রিয়া: Cu2+2e- → Cu(s) এখানে ক্যাথোডে কোনটি ঘটে?
Ο ক) জারণ
Ο খ) বিজারণ
Ο গ) সংশ্লেষণ
Ο ঘ) বিয়োজন
সঠিক উত্তর: (ক)
১৯৬. কোনটি বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী?
Ο ক) SO2
Ο খ) NO2
Ο গ) CO
Ο ঘ) CO2
সঠিক উত্তর: (ঘ)
১৯৭. যানবাহন হতে নির্গত ধোঁয়ায় কোনটি থাকে না?
Ο ক) CO
Ο খ) CO2
Ο গ) N2O
Ο ঘ) NO2
সঠিক উত্তর: (ঘ)
১৯৮. তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ চালনা করলে কোন ধরনের আয়ন ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হবে?
Ο ক) ধনাত্মক চার্যযুক্ত
Ο খ) ঋণাত্মক চার্যযুক্ত
Ο গ) চার্য নিরপেক্ষ
Ο ঘ) কোনটি নয়
সঠিক উত্তর: (ক)
১৯৯. ড্রাইসেলে –
i. অ্যানোডে হিসাবে জিংকের তৈরি জার ব্যবহৃত হয়
ii. তড়িৎ বিশ্লেষ্য দ্রব হিসাবে NH4Cl এর ZnCl2 এর মিশ্রণ ব্যবহৃত হয়
iii. 2.5 ভোল্ট তড়িৎ বিভব পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২০০. ড্রাইসেলের সর্ব বাইরে থাকে –
Ο ক) কার্বন দন্ড
Ο খ) একটি স্টার্চ
Ο গ) NH4Cl ও ZnCl2 এর মিশ্রণ
Ο ঘ) ধাতব জিংকের পাত
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Chemistry