এস.এস.সি রসায়ন অধ্যায় - ৮: রসায়ন ও শক্তি (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ৮: রসায়ন ও শক্তি (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১০১. রাসায়নিক বিক্রিয়ায় তাপশক্তির পরিবর্তন মূলত কীসের ওপর নির্ভর করে?
Ο ক) বিক্রিয়কসমূহের মোট শক্তির ওপর
Ο খ) উৎপাদসমূহের মোট শক্তির ওপর
Ο গ) বিক্রিয়কসমূহ ও উৎপাদসমূহ উভয়ের মোট শক্তির ওপর
Ο ঘ) বিক্রিয়কসমূহ ও উৎপাদসমূহের মোট শক্তির পার্থ্যক্যের ওপর
 সঠিক উত্তর: (ঘ)

 ১০২. তড়িৎ বিশ্লেষ্য কোষের ব্যাটারীর ধনাত্মক প্রান্ত যে ধাতব দন্ডের সাথে যুক্ত তা কি হিসাবে কাজ করে?
Ο ক) ক্যাথোড হিসেবে
Ο খ) অ্যানোড হিসেবে
Ο গ) তড়িদদ্বার হিসেবে
Ο ঘ) লবণ সেতু হিসেবে
 সঠিক উত্তর: (খ)

 ১০৩. তড়িৎ বিশ্লেষ্য কোষে ধাতব দন্ড –
i. ইলেকট্রন পরিবাহীর কাজ করে
ii. রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে
iii. তড়িৎদ্বার গঠনে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১০৪. বাংলাদেশের কোথায় গ্যাস পাওয়া গেছে?
Ο ক) হরিপুরে
Ο খ) বড় পুকুরিয়ায়
Ο গ) ধামরাই
Ο ঘ) নড়াইলে
 সঠিক উত্তর: (ক)

 ১০৫. বন্ধন ভাঙার সময় শক্তি ---।
Ο ক) নির্গত হয়
Ο খ) শোষিত হয়
Ο গ) উৎপন্ন হয়
Ο ঘ) নিঃসরণ ঘটে
 সঠিক উত্তর: (খ)

 ১০৬. CO2 গ্যাস –
i. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী
ii. বেশি তাপ ধারণ ক্ষমতার অধিকারী
iii. ওজনে ভারী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৭. কোন মৌলের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয়?
Ο ক) 82-এর বেশি পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌলসমূহ
Ο খ) 83-এর বেশি পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌলসমূহ
Ο গ) 84-এর বেশি পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌলসমূহ
Ο ঘ) 85-এর বেশি পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌলসমূহ
 সঠিক উত্তর: (খ)

 ১০৮. কোন কেষের মাধ্যমে পানিতে আর্সেনিকের পরিমাণ নির্ণয় করা যায়?
Ο ক) তড়িৎ রাসায়নিক কোষ
Ο খ) ভোল্টায়িক কোষ
Ο গ) তড়িৎ বিশ্লেষণ কোষ
Ο ঘ) ড্রাইসেল
 সঠিক উত্তর: (গ)

 ১০৯. তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সত্য?
Ο ক) E1 < E2
Ο খ) E1 > E2
Ο গ) E1 = E2
Ο ঘ) E1 ³ E2
 সঠিক উত্তর: (খ)

 ১১০. রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন –
i. পুরাতন বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় মোট শক্তি ও নতুন বন্ধন গঠিত হওয়ায় নির্গত মোট শক্তির পার্থক্য
ii. বিক্রিয়ক ও উৎপাদের বন্ধন শক্তির উপর নির্ভর করে
iii. তাপ ও চাপের উপর নির্ভর করে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১১. সিংহভাগ শক্তিই উৎপাদন করা হয় –
Ο ক) জ্বালানি পুড়িয়ে
Ο খ) জীবাশ্ম পুড়িয়ে
Ο গ) কাঠ পুড়িয়ে
Ο ঘ) বর্জ্য পুড়িয়ে
 সঠিক উত্তর: (ক)

 ১১২. 2H2O(i) 2H2(g) + O2(g) এই বিক্রিয়ায় –
i. পানির অণুর জারণ হয়
ii. হাইড্রোজেন আয়নের বিজারণ হয়
iii. পানির তড়িৎ বিশ্লেষণ ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৩. সালোকসংশ্লেষণের জন্য নিচের কোনটির উপস্থিতি অপরিহার্য?
Ο ক) ক্লোরোফিল
Ο খ) জেনথাফিল
Ο গ) ক্যারোটিন
Ο ঘ) হিমোগ্লোবিন
 সঠিক উত্তর: (ক)

 ১১৪. হাইড্রোজেন ফুয়েল সেলে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হয়?
Ο ক) অ্যানোড → ক্যাথোড
Ο খ) ক্যাথোড → অ্যানোড
Ο গ) ব্যাটারী → বিদ্যুৎ উৎস
Ο ঘ) বিদ্যুৎ উৎস → ব্যাটারী
 সঠিক উত্তর: (ক)

 ১১৫. হাইড্রোজেন ফুয়েল সেলে –
i. অ্যানোডে হাইড্রোজেন জারিত হয়
ii. ক্যাথোডে অক্সিজেন বিজারিত হয়
iii. ইলেকট্রন অ্যানোড হতে ক্যাথোডে প্রবাহিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৬. পানির তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কী জারিত হয়?
Ο ক) H2O
Ο খ) O2
Ο গ) H+
Ο ঘ) H2
 সঠিক উত্তর: (ক)

 ১১৭. কার্বন ডাইঅক্সাইড –
i. উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে
ii. এর তাপধারণ ক্ষমতা বেশি
iii. গ্রিন হাউজ প্রভাব সৃষ্টির জন্য দায়ী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৮. যে কোষে বিদ্যুৎ শক্তিকে ব্যবহার করে তড়িদদ্বার বিক্রিয়া সংঘটিত করা হয় তাকে কী বলে?
Ο ক) গ্যালভানিক কোষ
Ο খ) মারকারি কোষ
Ο গ) লিথিয়াম কোষ
Ο ঘ) তড়িৎ বিশ্লেষ্য কোষ
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৯. সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণকে কী বলে?
Ο ক) ট্রাইন
Ο খ) মাইন
Ο গ) ব্রাইন
Ο ঘ) কাইন
 সঠিক উত্তর: (গ)

 ১২০. ক্যাথোড তড়িৎদ্বারে –
i. জারণ সম্পন্ন হয়
ii. দ্রবণের ক্যাটায়ন কর্তৃক ধাতব দন্ড থেকে ইলেকট্রন গ্রহণ করে
iii. বিজারণ সম্পন্ন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১২১. স্বল্প বায়ুর উপস্থিতিতে জ্বালানি পুড়ালে CO2 এর সাথে নিচের কোনটি উৎপন্ন হয়?
Ο ক) নাইট্রোজেন
Ο খ) অক্সিজেন
Ο গ) হাইড্রোজেন
Ο ঘ) কার্বন-মনোক্সাইড
 সঠিক উত্তর: (ঘ)

 ১২২. লিথিয়াম ব্যাটারিতে নিচের কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) CoO2
Ο খ) MnO2
Ο গ) Hg2O
Ο ঘ) CuO
 সঠিক উত্তর: (ক)

 ১২৩. বিমান তৈরিতে কোন ধাতু ব্যবহৃত হয়?
Ο ক) তামা
Ο খ) দস্তা
Ο গ) অ্যালুমিনিয়াম
Ο ঘ) ম্যাগনেসিয়াম
 সঠিক উত্তর: (গ)

 ১২৪. বাণিজ্যিকভাবে ক্লোরিন উৎপাদনের জন্য কিসের পানিকে তড়িৎ বিশ্লেষণ করা হয়?
Ο ক) পুকুর
Ο খ) নদী
Ο গ) সমুদ্র
Ο ঘ) ডোবা
 সঠিক উত্তর: (গ)

 ১২৫. দহন হলো কোন পদার্থের অণুকে --- দ্বারা জারিত করা।
Ο ক) অক্সিজেন
Ο খ) হাইড্রোজেন
Ο গ) কার্বন
Ο ঘ) সালফার
 সঠিক উত্তর: (ক)

 ১২৬. জারক পদার্থ হলো - i. Cl2 ii. O2 iii. Br2 নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৭. মারকারি কোষে ব্যবহার করা হয় –
Ο ক) Zn ও MnO2
Ο খ) Zn ও Hg2O
Ο গ) Cu ও Hg2O
Ο ঘ) Hg ও Hg2O
 সঠিক উত্তর: (ক)

 ১২৮. তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আকরিক থেকে নিষ্কাশন করা হয় –
i. সোডিয়াম
ii. অ্যালুমিনিয়াম
iii. তামা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৯. তাপ ইঞ্জিনে নিচের কোনটি সংঘটিত হয়?
Ο ক) তাপ শক্তি → আলোক শক্তি
Ο খ) আলোক শক্তি → রাসায়নিক শক্তি
Ο গ) রাসায়নিক শক্তি → বিদ্যুৎ শক্তি
Ο ঘ) তাপ শক্তি → বিদ্যুৎ শক্তি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩০. তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোথা থেকে বিভিন্ন ধাতু নিষ্কাশন করা হয়?
Ο ক) আকরিক
Ο খ) ভস্ম
Ο গ) সংকর
Ο ঘ) ইস্পাত
 সঠিক উত্তর: (ক)

 ১৩১. গ্লুকোজের পরিমাণ নির্ণয় করতে কত সময় লাগে?
Ο ক) এক মিনিট
Ο খ) দুই মিনিট
Ο গ) তিন মিনিট
Ο ঘ) চার মিনিট
 সঠিক উত্তর: (ক)

 ১৩২. ভিনেগারে যে এসিড থাকে তার সংকেত কোনটি?
Ο ক) HCOOH
Ο খ) CH3COOH
Ο গ) CH3-(CH2)4-COOH
Ο ঘ) CH3-(CH2)6-COOH
 সঠিক উত্তর: (খ)

 ১৩৩. ড্যানিয়েল কোষে অ্যানোড হিসেবে কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) Ag/Ag+
Ο খ) Cu/Cu2+
Ο গ) Zn/Zn2+
Ο ঘ) Sn/Sn2+
 সঠিক উত্তর: (গ)

 ১৩৪. বিদ্যুৎ পরিবহনের কৌশলের উপর ভিত্তি করে পরিবাহী কত প্রকার?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
 সঠিক উত্তর: (খ)

 ১৩৫. নিউক্লিয়ার ফিসন বিক্রিযা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ –
i. এটি একটি শিকল বিক্রিয়া
ii. এ বিক্রিযায় বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়
iii. এ বিক্রিযা যেকোনো ল্যাবরেটরিতে ঘটানো হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৩৬. C-Cl এবং H-Cl বন্ধন শক্তি যথাক্রমে কত কিলোজুল?
Ο ক) 326 ও 414
Ο খ) 362ও 431
Ο গ) 326 ও 414
Ο ঘ) 326 ও 431
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৭. কার্বন ডাইঅক্সাইড কোন প্রক্রিয়ায় বায়ুতে মিশে?
Ο ক) সংশ্লেষণ
Ο খ) ব্যাপন
Ο গ) অভিস্রবণ
Ο ঘ) সালোকসংশ্লেষণ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৮. এক প্রকোষ্ঠবিশিষ্ট তড়িৎ বিশ্লেষ্য কোষ –
i. ধনাত্মক আয়ন ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে
ii. ঋণাত্মক আয়ন অ্যানোডে ইলেকট্রন প্রদান করে
iii. দ্রবণে উপস্থিত আয়নসমূহ তাদের চার্জ অনুসারে তড়িৎদ্বারে আকৃষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৯. হাইড্রোজেন ব্যতীত অন্য সব মৌলের নিউক্লিয়াস কয় ধরনের মৌলিক কণা দ্বারা গঠিত?
Ο ক) 2 ধরনের
Ο খ) 3 ধরনের
Ο গ) 4 ধরনের
Ο ঘ) 5 ধরনের
 সঠিক উত্তর: (ক)

 ১৪০. নিচের কোন সেলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে সরাসরি বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব?
Ο ক) হাইড্রোজেন ফ্লুয়েল সেল
Ο খ) ড্রাইসেল
Ο গ) লেড স্টোরেজ সেল
Ο ঘ) ড্যানিয়েল সেল
 সঠিক উত্তর: (ক)

 ১৪১. CuSO4 + Zn → Cu + Zn2+ + So42- বিক্রিয়াটির ক্ষেত্রে –
i. কপার লবণের বিজারণ হয়েছে
ii. জিঙ্ক পরমাণু দুইটি ইলেকট্রন দান করেছে
iii. জিঙ্কের বিজারণ ঘটেছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৪২. ব্রাজিল সরকার খনিজ জ্বালানির সাথে শতকরা কত ভাগ ইথানলের ব্যবহার বাধ্যতামূলক করেছে?
Ο ক) ২৫ ভাগ
Ο খ) ৩০ ভাগ
Ο গ) ৩৫ ভাগ
Ο ঘ) ৪০ ভাগ
 সঠিক উত্তর: (ক)

 ১৪৩. দুটি হাইড্রোজেন পরমাণুর মধ্যে বন্ধন শক্তি কত?
Ο ক) 431 kJ/mole
Ο খ) 435 kJ/mole
Ο গ) 498 kJ/mole
Ο ঘ) 468 kJ/mole
 সঠিক উত্তর: (খ)

 ১৪৪. বৈদ্যুতিক বর্তনীতে ব্যবহৃত যন্ত্রসমূহকে নির্দিষ্ট কিছু চিহ্নের মাধ্যমে প্রকাশ করাকে কী বলে?
Ο ক) বর্তনী
Ο খ) তড়িৎ বর্তনীর প্রতীক
Ο গ) রোধ
Ο ঘ) তড়িৎ উৎস
 সঠিক উত্তর: (খ)

 ১৪৫. কোন প্রক্রিয়ায় ইথানল উৎপন্ন করা যায়?
Ο ক) সালোকসংশ্লেষণ
Ο খ) গাঁজন
Ο গ) ব্যাপন
Ο ঘ) অভিস্রবণ
 সঠিক উত্তর: (খ)

 ১৪৬. এসিড বৃষ্টি হলো –
Ο ক) SO2 ও জলীয় বাষ্পের মিশ্রণ
Ο খ) CO2 ও জলীয় বাষ্পের মিশ্রণ
Ο গ) CO ও জলীয় বাষ্পের মিশ্রণ
Ο ঘ) NO2 ও জলীয় বাষ্পের মিশ্রণ
 সঠিক উত্তর: (ক)

 ১৪৭. C – Cl এর বন্ধনশক্তি কত>
Ο ক) 244 kJ/mole
Ο খ) 414 kJ/mole
Ο গ) 326 kJ/mole
Ο ঘ) 431 kJ/mole
 সঠিক উত্তর: (খ)

 ১৪৮. ওজোন গ্যাসের সংকেত কোনটি?
Ο ক) O
Ο খ) O2
Ο গ) O3
Ο ঘ) [O]
 সঠিক উত্তর: (গ)

 ১৪৯. ড্রাইসেলের কার্বন দন্ডের মাথায় থাকা টুপিটি কীসের তৈরি?
Ο ক) তামা
Ο খ) প্লাটিনাম
Ο গ) পিতল
Ο ঘ) দস্তা
 সঠিক উত্তর: (গ)

 ১৫০. ড্যানিয়েল কোষে –
i. ক্যাথোডে Cu/Cu2+(aq) ব্যবহৃত হয়
ii. অ্যাথোডে Zn/Zn2+(aq) ব্যবহৃত হয়
iii. কপার আয়নের বিজারণ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post