এস.এস.সি রসায়ন অধ্যায় - ৮: রসায়ন ও শক্তি (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ৮: রসায়ন ও শক্তি (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. রান্না করার হাড়ি-পাতিল তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) Mg
Ο খ) Cu
Ο গ) Ni
Ο ঘ) Al
 সঠিক উত্তর: (ঘ)

 ৫২. পানির বিশ্লেষণে নিচের কোনটি জাড়িত হয়?
Ο ক) পানির অণু
Ο খ) হাইড্রোজেন অণু
Ο গ) অক্সিজেন অণু
Ο ঘ) প্লাটিনাম অণু
 সঠিক উত্তর: (ক)

 ৫৩. ড্রাইসেলে কোনটি জারিত বা বিজারিত হবে না?
Ο ক) কার্বন দন্ড
Ο খ) জিংক দন্ড
Ο গ) অ্যামোনিয়াম ক্লোরাইড
Ο ঘ) স্টার্চ
 সঠিক উত্তর: (ক)

 ৫৪. নিচের কোনটি বিশুদ্ধ জ্বালানি হতে সৃষ্টি হয়?
Ο ক) CO
Ο খ) CO2
Ο গ) NO2
Ο ঘ) N2O
 সঠিক উত্তর: (খ)

 ৫৫. কোন ব্যাটারীতে কোবাল্ট অক্সাইড ব্যবহৃত হয়?
Ο ক) ড্রাইসেল
Ο খ) ল্যাটিস সেল
Ο গ) মারকারি সেল
Ο ঘ) লিথিয়াম সেল
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৬. ড্রাইসেলের সংঘটিত বিক্রিয়ায় আদান-প্রদানকৃত e- এর সংখ্যা কত?
Ο ক) 2
Ο খ) 3
Ο গ) 4
Ο ঘ) 5
 সঠিক উত্তর: (ক)

 ৫৭. ড্রাইসেল থেকে কি পরিমাণ তড়িৎ বিভব পাওয়া যায়?
Ο ক) 1.5 ভোল্ট
Ο খ) 2.5 ভোল্ট
Ο গ) 3.5 ভোল্ট
Ο ঘ) 4.5 ভোল্ট
 সঠিক উত্তর: (ক)

 ৫৮. ফটোক্যামিকেল ধোঁয়া –
i. বিষাক্ত
ii. ওজোন স্তরের ক্ষতি করে
iii. এসিড বৃষ্টির জন্য দায়ী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৫৯. রাসায়নিক বিক্রিয়ায় তা পরিবর্তনের পরিমাণকে কোন এককে প্রকাশ করা হয়?
Ο ক) কিলোক্যালরি
Ο খ) ক্যালরি
Ο গ) জুল
Ο ঘ) কিলোজুল
 সঠিক উত্তর: (ঘ)

 ৬০. Cao + H2O (i) → =?
Ο ক) CaCO3
Ο খ) Ca(OH)2
Ο গ) CaHCO3
Ο ঘ) CO2
 সঠিক উত্তর: (খ)

 ৬১. গ্যালভানিক কোষের ক্ষেত্রে কোনটি মিথ্যা?
Ο ক) তড়িদদ্বার বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে
Ο খ) রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়
Ο গ) ড্যানিয়েল কোষ একটি গ্যালভানিক কোষ
Ο ঘ) Cu/Cu+2 ধাতু/ধাতব আয়ন অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়
 সঠিক উত্তর: (ঘ)

 ৬২. কোন অবস্থায় আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম থাকে?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) বাষ্প
Ο ঘ) প্লাজমা
 সঠিক উত্তর: (ক)

 ৬৩. মিথেনের দহনের ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) কার্বন-কার্বন বন্ধন ভেঙ্গে যায়
Ο খ) কার্বন-কার্বন বন্ধন সৃষ্টি হয়
Ο গ) কার্বন-হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়
Ο ঘ) কার্বন-অক্সিজেন বন্ধন সৃষ্টি হয়
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৪. কোন কোন বিজ্ঞানী সর্বপ্রথম রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে সক্ষম হয়েছিলেন?
Ο ক) গ্যালভানি ও ভোল্টা
Ο খ) রাদারফোর্ড ও বোর
Ο গ) ডাল্টন ও মেন্ডেলিফ
Ο ঘ) মোসলে ও নিউটন
 সঠিক উত্তর: (ক)

 ৬৫. Zn+2NH4+(aq) + 2MnO2(s) → Zn2+ (aq) + 2NH3 (aq) + Mn2O3(s) + H2O(i)
i. জিংকের বিজারণ ঘটেছে
ii. MnO2 এর জারণ হয়েছে
iii. অ্যামোনিয়াম আয়ন MnO2 এর জারণে সহায়তা করে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৬৬. ক্যাথোডে কোনটি হয়?
Ο ক) e- গ্রহণ
Ο খ) e- ত্যাগ
Ο গ) H+ গ্রহণ
Ο ঘ) H- ত্যাগ
 সঠিক উত্তর: (ক)

 ৬৭. শুষ্ক কোষের ধনাত্মক প্রান্ত কোনটি?
Ο ক) দস্তার খোল
Ο খ) অ্যামোনিয়াম ক্লোরাইড
Ο গ) ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড
Ο ঘ) কার্বন দন্ড
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৮. ড্যানিয়েল কোষে পাত্রদ্বয়ের মধ্যে সংযোগ স্থাপনের জন্য নিষ্ক্রিয় তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) NaCl
Ο খ) KCl
Ο গ) CuCl2
Ο ঘ) ZnCl2
 সঠিক উত্তর: (খ)

 ৬৯. লবণ সেতুর কাজ কোনটি?
Ο ক) শক্তির সমতা সাধন
Ο খ) ভরের সমতা সাধন
Ο গ) পরমাণুর সমতা সাধন
Ο ঘ) আয়নিক সমতা সাধন
 সঠিক উত্তর: (ঘ)

 ৭০. নিচের কোনটি ইলেকট্রনীয় পরিবাহী?
Ο ক) গলিত লবণ
Ο খ) ক্ষারের দ্রবণ
Ο গ) এসিড দ্রবণ
Ο ঘ) গ্রাফাইট
 সঠিক উত্তর: (ঘ)

 ৭১. উৎপাদসমূহের মোটশক্তি < বিক্রিয়কসমূহের মোটশক্তি হলে, কোনটি ঘটবে?
Ο ক) তাপহারী প্রক্রিয়া
Ο খ) তাপ উৎপাদী প্রক্রিয়া
Ο গ) তাপশক্তি অপরিবর্তনীয় থাকবে
Ο ঘ) তাপশক্তি পরিবর্তিত হবে
 সঠিক উত্তর: (খ)

 ৭২. কোনটি পারমাণবিক চুল্লি নয়?
Ο ক) ব্যাত্যাচুল্লি
Ο খ) লাইটওয়াটার চুল্লি
Ο গ) হেভিওয়াটার চুল্লি
Ο ঘ) ব্রিডার চুল্লি
 সঠিক উত্তর: (ক)

 ৭৩. কাঠ, কয়লা, গ্যাস পুড়ালে পাওয়া যায় –
Ο ক) রাসায়নিক শক্তি
Ο খ) নিউক্লিয়ার শক্তি
Ο গ) তাপশক্তি
Ο ঘ) বৈদ্যুতিক শক্তি
 সঠিক উত্তর: (গ)

 ৭৪. ফুয়েল সেলে –
i. বিদ্যুৎ উৎপন্ন হয়
ii. অ্যানোডে H2 বা অ্যালকোহল অণু জারিত হয়
iii. ক্যাথোডে O2 বিজারিত হয়ে H2O গঠন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৫. গ্যালভানিক কোষে অ্যানোড হিসাবে থাকে –
Ο ক) Cu/Cu+2(aq)
Ο খ) Zn/Zn2+(aq)
Ο গ) Ag/Ag2+(aq)
Ο ঘ) Cl/Cl-(aq)
 সঠিক উত্তর: (ক)

 ৭৬. কোন মৌলের তেজস্ক্রিয়তা বাড়ানোর জন্য কোন কণা দ্বারা আঘাত করা হয়?
Ο ক) প্রোটন
Ο খ) নিউট্রন
Ο গ) ইলেকট্রন
Ο ঘ) আইসোটোপ
 সঠিক উত্তর: (খ)

 ৭৭. H – Cl এর বন্ধনশক্তি কত?
Ο ক) 431 kJ/mole
Ο খ) 414 kJ/mole
Ο গ) 326 kJ/mole
Ο ঘ) 244 kJ/mole
 সঠিক উত্তর: (ক)

 ৭৮. ড্রাইসেলে নিচের কোনটি জারক হিসেবে কাজ করে –
Ο ক) Zn দন্ড
Ο খ) MnO2
Ο গ) কার্বন দন্ড
Ο ঘ) NH4+
 সঠিক উত্তর: (খ)

 ৭৯. দ্বি-ধনাত্মক হিলিয়াম-4 দ্বারা কোন কণাকে বোঝানো হয়?
Ο ক) আলফা
Ο খ) বিটা
Ο গ) গামা
Ο ঘ) ডেলটা
 সঠিক উত্তর: (ক)

 ৮০. কাঠ, কয়লার দহনে নিচের কোন শক্তি দুটি উৎপন্ন করা সম্ভব?
Ο ক) রাসায়নিক ও তাপশক্তি
Ο খ) তাপ ও আলোকশক্তি
Ο গ) রাসায়নিক ও আলোকশক্তি
Ο ঘ) বৈদ্যুতিক ও রাসায়নিক শক্তি
 সঠিক উত্তর: (খ)

 ৮১. কোনটি খনিজ জ্বালানি নয়?
Ο ক) কয়লা
Ο খ) পেট্রোলিয়াম
Ο গ) প্রাকৃতিক গ্যাস
Ο ঘ) মোম
 সঠিক উত্তর: (ঘ)

 ৮২. বিভিন্ন কারখানায় কাঁচামাল হিসেবে নিচের কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) সোডিয়াম ক্লোরাইড
Ο খ) সোডিয়াম বাইকার্বনেট
Ο গ) সোডিয়াম হাইড্রোক্সাইড
Ο ঘ) সোডিয়াম নাইট্রেট
 সঠিক উত্তর: (গ)

 ৮৩. এসিড বৃষ্টির মূল উপাদান কী?
Ο ক) C
Ο খ) S
Ο গ) H
Ο ঘ) O
 সঠিক উত্তর: (খ)

 ৮৪. গ্যালভানিক কোষে –
i. রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়
ii. বিক্রিয়া সংগঠনের জন্য বাহির থেকে শক্তি দরকার হয় না
iii. রাসায়নিক শক্তিকে তাপ শক্তিতে পরিণত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৮৫. কোথায় কয়লা খনি আছে?
Ο ক) তিতাস
Ο খ) হরিপুর
Ο গ) সাঙ্গু
Ο ঘ) বড় পুকুরিয়া
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৬. ব্রাইনের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে প্রধানত কী তৈরি হয়?
Ο ক) Na
Ο খ) Cl2
Ο গ) HCl
Ο ঘ) H2O
 সঠিক উত্তর: (খ)

 ৮৭. ফুয়েল সেলে ক্যাথোডে কী বিজারিত হয়?
Ο ক) H2
Ο খ) C2H6
Ο গ) O2
Ο ঘ) C2H5OH
 সঠিক উত্তর: (গ)

 ৮৮. ‘গ্লুকোজ সেন্সর’ এর ভেতর কোন কোষ থাকে?
Ο ক) তড়িৎ রাসায়নিক কোষ
Ο খ) তড়িৎ বিশ্লেষণ কোষ
Ο গ) গ্যালভানিক কোষ
Ο ঘ) লেড সঞ্চয়ক কোষ
 সঠিক উত্তর: (খ)

 ৮৯. ফুলের সেলের সর্বোৎকৃষ্ট জ্বালানি কোনটি?
Ο ক) H2
Ο খ) O2
Ο গ) N2
Ο ঘ) CH4
 সঠিক উত্তর: (ক)

 ৯০. 2 mole হাইড্রোজেন গ্যাস 1 mole অক্সিজেন গ্যাসের সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে 2 mole পানি উৎপন্ন করে। এ সময় তাপ নির্গত হয় –
Ο ক) 572 kJ
Ο খ) 750 kJ
Ο গ) 880 kJ
Ο ঘ) 972 kJ
 সঠিক উত্তর: (ক)

 ৯১. কোন ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে ΔH ঋণাত্মক?
Ο ক) তাপহারী
Ο খ) তাপোৎপাদী
Ο গ) প্রশমন
Ο ঘ) পানিযোজন
 সঠিক উত্তর: (খ)

 ৯২. ‘ইমিটেশনের স্বর্ণ’ কীসের উদাহরণ?
Ο ক) তড়িৎ বিশ্লেষণ
Ο খ) ইলেকট্রোপ্লেটিং
Ο গ) ভালকেনাইজিং
Ο ঘ) গ্যালভানাইজিং
 সঠিক উত্তর: (খ)

 ৯৩. বিক্রিয়ায় –
i. 1 mole C – H ও 1 mole Cl – Cl বন্ধন ভাঙে
ii. বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি 658 kJ
iii. বন্ধন সৃষ্টিতে প্রয়োজনীয় শক্তি 657 kJ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৯৪. তড়িৎ বিশ্লেষ্য কোষ ব্যবহার করে কিভাবে পরিবেশ রক্ষা করা যায়?
Ο ক) পানি পরিশোধন করে
Ο খ) অক্সিজেন পরিশোধন করে
Ο গ) বর্জ্য পরিশোধন করে
Ο ঘ) কার্বন পরিশোধন করে
 সঠিক উত্তর: (গ)

 ৯৫. তড়িৎ বিশ্লেষণ কৌশল ব্যবহার করা হয় –
i. ধাতুর বিশুদ্ধকরণে
ii. ইলেকট্রোপ্লেটিং-এ
iii. মানবদেহে রক্তে গ্লুকোজের পরিমাণ নির্ণয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৬. নিচের বাক্যগুলো লক্ষ কর:
i. সকল বিক্রিযায় সমপরিমাণ তাপ উৎপন্ন হয়
ii. বিক্রিয়ায় পুরাতন বন্ধন ভাঙে নতুন বন্ধন সৃষ্টি হয়
iii. তাপ ও আলো তড়িৎ চুম্বকীয় রশ্মি আকারে চারদিকে ছড়িয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৭. C ও CH4 –
i. কয়লা ও প্রাকৃতিক গ্যাসের উপাদান
ii. তাপ ইঞ্জিনের জ্বালানি
iii. তাপশক্তি উৎপাদনে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৮. বিমান তৈরিতে অ্যালুমিনিয়াম ধাতু কেন ব্যবহৃত হয়?
Ο ক) ভারী
Ο খ) হালকা
Ο গ) দামী
Ο ঘ) সস্তা
 সঠিক উত্তর: (খ)

 ৯৯. ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে উপজাত যৌগ কোনটি?
Ο ক) Cl2
Ο খ) H2
Ο গ) NaOH
Ο ঘ) H2O
 সঠিক উত্তর: (গ)

 ১০০. অপর্যাপ্ত বায়ুতে জ্বালানি পোড়ালে কী তৈরি হয়?
Ο ক) C
Ο খ) CO
Ο গ) CO2
Ο ঘ) H2O
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post