এস.এস.সি রসায়ন অধ্যায় - ৭: রাসায়নিক বিক্রিয়া (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ৭: রাসায়নিক বিক্রিয়া (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১০১. জ্বালানির দহনে অক্সিজেনের সরবরাহ কম হলে উৎপন্ন হয়-
Ο ক) CO2
Ο খ) CO
Ο গ) C
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (গ)

 ১০২. আয়রনের জারণ সংখ্যা হতে পারে- i. + ২ ii. + ৩ iii. + ৪ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১০৩. কলাগাছ কোন ধর্মী পদার্থ থাকে?
Ο ক) অম্লীয়
Ο খ) ক্ষারীয়
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) লবণ
 সঠিক উত্তর: (খ)

 ১০৪. একটি উভমুখী বিক্রিয়ার শুরুতে-
i. সম্মুখ বিক্রিয়ার বেগ বেশি থাকে
ii. বিপরীত বিক্রিয়ার বেগ কম থাকে
iii. বিক্রিয়কের পরিমাণ কমতে থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৫. বদ্ধ পাত্রে বিক্রিয়ার ভিন্নতার কারণ কী?
Ο ক) CaO এর উপস্থিতি
Ο খ) CaCO3 এর উপস্থিতি
Ο গ) CO2 এর উপস্থিতি
Ο ঘ) বাতাসের উপস্থিতি
 সঠিক উত্তর: (গ)

 ১০৬. CH4 এর দহনে কত মোল অক্সিজেন বিক্রিয়া করলে কার্বন তথা কালি উৎপন্ন হবে?
Ο ক) এক মোল
Ο খ) ১.৫ মোল
Ο গ) দুই মোল
Ο ঘ) ১/২ মোল
 সঠিক উত্তর: (ক)

 ১০৭. বিক্রিয়ায় কোন কোন উৎপাদের কারণে?
Ο ক) শুধু স্বাস্থ্যের ক্ষতি সাধিত হয়
Ο খ) শুধু পরিবেশের ক্ষতি সাধিত হয়
Ο গ) আর্থিক ক্ষতি সাধিত হয়
Ο ঘ) সবকয়টি
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৮. পাকস্থলীতে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হলে কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) নিরপেক্ষ জাতীয় ওষুধ
Ο খ) লবণ জাতীয় ওষুধ
Ο গ) ক্ষারধর্মী ওষুধ
Ο ঘ) অম্লধর্মী ওষুধ
 সঠিক উত্তর: (গ)

 ১০৯. কচু খাওয়ার পর গরা চুলকালে তেঁতুল খেতে হয় কারণ-
Ο ক) কচু এসিড জাতীয় এবং তেঁতুল ক্ষার জাতীয় পদার্থ
Ο খ) কচু ক্ষার জাতীয় এবং তেঁতুল এসিড জাতীয় পদার্থ
Ο গ) কচু ও তেঁতুল উভয়ই এসিড জাতীয় পদার্থ
Ο ঘ) কচু ও তেঁতুল উভয়ই ক্ষার জাতীয় পদার্থ
 সঠিক উত্তর: (খ)

 ১১০. গ্যাসীয় বিক্রিয়ার হার কোনটি দ্বারা প্রভাবিত হয়?
Ο ক) চাপ দ্বারা
Ο খ) তাপমাত্রা দ্বারা
Ο গ) ঘনমাত্রা দ্বারা
Ο ঘ) প্রভাবক দ্বারা
 সঠিক উত্তর: (ক)

 ১১১. খোলা পাত্রে উপরোক্ত বিক্রিয়াটি কীরূপ?
Ο ক) উভমুখী
Ο খ) একমুখী বিক্রিয়া
Ο গ) প্রশমন বিক্রিয়া
Ο ঘ) সংযোজন বিক্রিয়া
 সঠিক উত্তর: (খ)

 ১১২. বিদ্যুৎ উৎপাদন সম্ভব কোন বিক্রিয়া দ্বারা?
Ο ক) সংশ্লেষণ
Ο খ) প্রতিস্থাপন
Ο গ) বিজারণ বিক্রিয়া
Ο ঘ) রিডক্স বিক্রিয়া
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৩. অ্যালুমিনিয়াম তৈরি জিনিসপত্র বেশি স্থায়ী হওয়ার কারণ কী?
Ο ক) বাতাতের জলীয় বাষ্প
Ο খ) অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতি
Ο গ) অ্যালুমিনিয়াম হাইড্রঅক্সাইডের স্তর
Ο ঘ) অ্যালুমিনিয়াম ক্লোরাইডের স্তর
 সঠিক উত্তর: (খ)

 ১১৪. স্টার্চ ও চিনি বিশ্লেষিত হয়ে পরিণত হয়-
Ο ক) গ্লুকোজ ও সুক্রোজে
Ο খ) গ্লুকোজ ও ফ্রুক্টোজ
Ο গ) সুক্রোজ ও ফ্রুক্টোজ
Ο ঘ) কেবল ফ্রুক্টোজে
 সঠিক উত্তর: (খ)

 ১১৫. ভৌত পরিবর্তনের ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) নতুন ধরনের বস্তুর সৃষ্টি হয়
Ο খ) রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয় না
Ο গ) তাপশক্তির শোষণ বা উদগীরণ অবশ্যই ঘটবে
Ο ঘ) বস্তুর ধর্মের পরিবর্তন হয়
 সঠিক উত্তর: (খ)

 ১১৬. লা-শাতেলিয়ের নীতি দ্বারা নিয়ন্ত্রিত হয়-
Ο ক) যে কোন উভমুখী বিক্রিয়ায়
Ο খ) যে কোন বিক্রিয়া
Ο গ) উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থা থাকলে
Ο ঘ) সবকয়টি
 সঠিক উত্তর: (গ)

 ১১৭. চুনের সাথে পানির বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, এর কারণ কী?
Ο ক) রাসায়নিক বিক্রিয়া ঘটে
Ο খ) ভৌত পরিবর্তন ঘটে
Ο গ) গ্যাসীয় পরিবর্তন ঘটে
Ο ঘ) তাপীয় বিক্রিয়া ঘটে
 সঠিক উত্তর: (ক)

 ১১৮. গ্যালভানাইজিং হলো-
Ο ক) Ni এ প্রলেপ
Ο খ) Cr এর প্রলেপ
Ο গ) Zn এর প্রলেপ
Ο ঘ) Fe এর প্রলেপ
 সঠিক উত্তর: (গ)

 ১১৯. বিক্রিয়ার হার বা গতিবেগ নির্ভরশীল-
i. বিক্রিয়ার তাপমাত্রা উপর
ii. বিক্রিয়কের ঘনমাত্রার উপর
iii. বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১২০. NaO2 এ O এর জারণ সংখ্যা কত?
Ο ক) + 1
Ο খ) - 1
Ο গ) - 2
Ο ঘ) - ½
 সঠিক উত্তর: (ঘ)

 ১২১. এন্টাসিড জাতীয় ঔষধ সেবনে কোন ধরনের বিক্রিয়া সম্পন্ন হয়?
Ο ক) প্রশমন
Ο খ) দহন
Ο গ) সংযোজন
Ο ঘ) প্রতিস্থাপন
 সঠিক উত্তর: (ক)

 ১২২. জ্বালানির আংশিক দহনে কোন গ্যাসটি উৎপন্ন হয়?
Ο ক) CO2
Ο খ) CO
Ο গ) SO2
Ο ঘ) CH4
 সঠিক উত্তর: (খ)

 ১২৩. ১.০ মোল ঘনমাত্রায় বিক্রিয়ক বিশিষ্ট হারকে কি বলে?
Ο ক) বেগ
Ο খ) হার
Ο গ) বেগ ধ্রুবক
Ο ঘ) গড় বেগ
 সঠিক উত্তর: (গ)

 ১২৪. মোম জ্বালানোর সময় সাধারণত কী ঘটে?
Ο ক) উভয় পরিবর্তন হয়
Ο খ) ভৌত পরিবর্তন হয়
Ο গ) রাসায়নিক পরিবর্তন হয়
Ο ঘ) কঠিনে পরিণত হয়
 সঠিক উত্তর: (ক)

 ১২৫. কোনো ধাতুর উপর জিংক ধাতুর প্রলেপ দেওয়াকে কী বলা হয়?
Ο ক) টিন প্লেটিং
Ο খ) গ্যালভানাইজিং
Ο গ) ইলেকট্রোপ্লোটিং
Ο ঘ) মরিচা
 সঠিক উত্তর: (খ)

 ১২৬. বর্ষকালে পাকা বাড়ির ছাদ পিচ্ছিল হলে নিচের কোনটি দেওয়া হয়?
Ο ক) মাটি
Ο খ) বালি
Ο গ) চুন
Ο ঘ) ছাই
 সঠিক উত্তর: (খ)

 ১২৭. লোহাকে আর্দ্র বায়ুতে রাখলে ক্ষয় হয়, কারণ-
i. লোহা একটি মধ্যম মানের সক্রিয় ধাতু
ii. এটি বায়ুর অক্সিজেন ও জলীয়বাষ্পের সাথে বিক্রিয়া করে আয়রনের অক্সাইড বা মরিচা উৎপন্ন করে
iii. লোহার অক্সাইড ধাতব আয়রন থেকে পৃথক হয়ে পুনরায় ধাতু পৃষ্ঠকে বায়ুর সংস্পর্শে নিয়ে আসে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৮. ইলেকট্রন মতবাদ অনুযায়ী জারণ হলো-
i. কোনো পদার্থ হতে ইলেকট্রন অপসারণ
ii. কোনো পরমাণু বা আয়নে ইলেকট্রন যুক্তকরণ
iii. কোনো আয়নের ধনাত্মক চার্জ বৃদ্ধিকরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১২৯. কোনটি শর্করা জাতীয় খাদ্য?
Ο ক) ঘি
Ο খ) ভাত
Ο গ) পানি
Ο ঘ) মাংস
 সঠিক উত্তর: (খ)

 ১৩০. যেকোনো বিক্রিয়ায় সাম্যবস্থায় একটি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে কী ঘটে?
Ο ক) সাম্যবস্থায় বামদিকে অগ্রসর হয়
Ο খ) উৎপাদন হ্রাস পায়
Ο গ) উৎপাদন বৃদ্ধি পায়
Ο ঘ) সাম্যবস্থা অপরিবর্তিত থাকে
 সঠিক উত্তর: (গ)

 ১৩১. এক মোল পানি তৈরিতে এক মোল হাইড্রোজেন ও কত মোল অক্সিজেন গ্যাস লাগে?
Ο ক) এক মোল
Ο খ) অর্ধমোল
Ο গ) দুই মোল
Ο ঘ) তিন মোল
 সঠিক উত্তর: (খ)

 ১৩২. লোহার মরিচা পড়া-
i. একটি দ্রুত গতিসম্পন্ন রাসায়নিক বিক্রিয়া
ii. একটি ধীর গতিসম্পন্ন রাসায়নিক বিক্রিয়া
iii. লোহার ক্ষয় করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৩৩. অধঃক্ষেপণ বিক্রিয়ার সাথে সাদৃশ্য আছে কোনটির?
Ο ক) দ্বি-প্রতিস্থাপন
Ο খ) প্রতিস্থাপন
Ο গ) জারণ-বিজারণ
Ο ঘ) সংযোজন
 সঠিক উত্তর: (ক)

 ১৩৪. শ্বসন প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়?
Ο ক) শক্তি
Ο খ) CO2
Ο গ) H2O
Ο ঘ) সবকয়টি
 সঠিক উত্তর: (ক)

 ১৩৫. মানুষের শরীরের সংঘটিত প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) সালোকসংশ্লেষণ
Ο খ) দহন
Ο গ) শ্বসন
Ο ঘ) অভিস্রবণ
 সঠিক উত্তর: (গ)

 ১৩৬. রেডক্স বিক্রিয়ার বিক্রিয়কের জারণ সংখ্যার পরিবর্তনের কারণ কী?
Ο ক) তাপ উৎপাদন
Ο খ) তাপ প্রয়োগ
Ο গ) ইলেকট্রনের আদান প্রদান
Ο ঘ) মৌলের আদান প্রদান
 সঠিক উত্তর: (গ)

 ১৩৭. NaH ও LiAIH4 এ H এর জারণ সংখ্যার মান কত?
Ο ক) -1
Ο খ) +1
Ο গ) -4
Ο ঘ) +2
 সঠিক উত্তর: (ক)

 ১৩৮. নিরপেক্ষ যৌগের মৌল জারণ সংখ্যা হয়-
Ο ক) শূণ্য
Ο খ) ধনাত্মক
Ο গ) ঋণাত্মক
Ο ঘ) +১ অথবা -১
 সঠিক উত্তর: (ক)

 ১৩৯. NaCI এ Na এর জারণ সংখ্যার মান কত?
Ο ক) -1
Ο খ) +2
Ο গ) +1
Ο ঘ) 0
 সঠিক উত্তর: (গ)

 ১৪০. আয়নিক যৌগের সাথে যুক্ত পানিকে বলে-
Ο ক) বাষ্প
Ο খ) হাইড্রেটেড
Ο গ) বিষ
Ο ঘ) প্রভাবক বিবর্ধক
 সঠিক উত্তর: (খ)

 ১৪১. মার্শ গ্যাস কাকে বলে?
Ο ক) CH4
Ο খ) C2H6
Ο গ) CH2=CH2
Ο ঘ) CO
 সঠিক উত্তর: (ক)

 ১৪২. পোকামকড়ের বিষের উপাদান কী?
Ο ক) ক্ষার
Ο খ) এসিড
Ο গ) অ্যালকোহল
Ο ঘ) এস্টার
 সঠিক উত্তর: (খ)

 ১৪৩. মোম জ্বালালে কোন ধরনের পরিবর্তন ঘটে?
Ο ক) ভৌত পরিবর্তন
Ο খ) রাসায়নিক পরিবর্তন
Ο গ) ক ও খ উভয়টি
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (গ)

 ১৪৪. AI ধাতুকে বায়ুর সংস্পর্শে আসতে রোধ করে?
Ο ক) AI2O3
Ο খ) AI এর স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস
Ο গ) AI এর আবরণ
Ο ঘ) AI এর বায়ু বিদ্বেষী ধর্ম
 সঠিক উত্তর: (ক)

 ১৪৫. কোনটি জারণ বিজারণ বিক্রিয়া?
Ο ক) প্রশমন বিক্রিয়া
Ο খ) প্রতিস্থাপন বিক্রিয়া
Ο গ) সমাণুকরণ বিক্রিয়া
Ο ঘ) পলিমারকরণ বিক্রিয়া
 সঠিক উত্তর: (খ)

 ১৪৬. সমাণুকরণ বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর না ঘটার কারণ কোনটি?
Ο ক) এ বিক্রিয়ায় নতুন পদার্থ সৃষ্টি হয় না
Ο খ) এ বিক্রিয়ায় একই অণুর পরমাণুসমূহ পুনর্বিন্যস্ত হয়
Ο গ) এ বিক্রিয়ায় একই যৌগের একাধিক অণু যুক্ত হয়
Ο ঘ) এ বিক্রিয়ায় তাপের শোষণ বা উদগিরণ ঘটে না
 সঠিক উত্তর: (খ)

 ১৪৭. রাসায়নিক বিক্রিয়ায় কোনটি পরিবর্তিত হয়?
Ο ক) পরমাণু সংখ্যা
Ο খ) মোট ভর
Ο গ) বস্তুর ধর্ম
Ο ঘ) ভরের অনুপাত
 সঠিক উত্তর: (গ)

 ১৪৮. লোহার উপর মারিচা পড়া-
Ο ক) ভৌত পরিবর্তন
Ο খ) রাসায়নিক পরিবর্তন
Ο গ) ভৌত ও রাসায়নিক পরিবর্তন
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (খ)

 ১৪৯. রাসায়নিক বিক্রিয়ার ঘটে-
i. এক বা একাধিক পদার্থের পরিবর্তনে, অন্য ধরনের পদার্থের সৃষ্টি হয়
ii. সাধারণত তাপের শোষণ ঘটে
iii. তাপের শোষণ অথবা বিকিরণ অবশ্য ঘটবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৫০. জারণ বিক্রিয়ার বৈশিষ্ট্য-
i. মৌল ইলেকট্রন হারায়
ii. মৌলের যোজ্যতা কমে
iii. ঋণাত্মক যৌগমূলক যুক্ত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post