এস.এস.সি রসায়ন অধ্যায় - ৭: রাসায়নিক বিক্রিয়া (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ৭: রাসায়নিক বিক্রিয়া (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১৫১. সাম্যাবস্থা নিয়ন্ত্রণের নিয়ামক হচ্ছে-
i. চাপ
ii. তাপমাত্রা
iii. ঘনমাত্রা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫২. টলেন বিকারকের বিক্রিয়া মূলত কী ধরনের হয়?
Ο ক) অধঃক্ষেপণ
Ο খ) জারণ-বিজারণ
Ο গ) দ্বি-জারণ
Ο ঘ) পানিযোজন
 সঠিক উত্তর: (খ)

 ১৫৩. পটাসিয়াম ডাইক্রোমট এ ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত?
Ο ক) + 7
Ο খ) - 4
Ο গ) + 6
Ο ঘ) - 6
 সঠিক উত্তর: (গ)

 ১৫৪. রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য হলো-
i. বিক্রিয়ায় অবশ্যই তাপের উদগিরণ বা শোষণ ঘটে
ii. বিক্রিয়ায় কোনো পরমাণুর সৃষ্টি বা বিলুপ্তি ঘটে না
iii. বিক্রিয়ায় ভরের কোনো পরিবর্তন ঘটে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫৫. কোন দ্রবণে লিটমাস পেপারের বর্ণ অপরিবর্তিত থাকরে দ্রবণটি-
Ο ক) এসিড
Ο খ) ক্ষার
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (গ)

 ১৫৬. বিক্রিয়ার সাম্যবস্থা কোনটি দ্বারা প্রভাবিত হয় না?
Ο ক) চাপ
Ο খ) তাপমাত্রা
Ο গ) বিক্রিয়ার পাত্র
Ο ঘ) ঘনমাত্রা
 সঠিক উত্তর: (গ)

 ১৫৭. কোনটি ইলেকট্রোপ্লেটিং করার শর্ত?
Ο ক) যে জিনিসের উপর ধাতুর প্রলেপ দেয়া হবে তাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা
Ο খ) যে ধাতুর প্রলেপ দিতে হবে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে সে ধাতুর লবণের দ্রবণ ব্যবহার করা যাবে না
Ο গ) যে ধাতুর প্রলেপ দিতে হবে ক্যাথোড সেই ধাতুর তৈরি হতে হবে
Ο ঘ) অ্যানোড যে কোন সক্রিয় ধাতুর দন্ড হতে পারে
 সঠিক উত্তর: (ক)

 ১৫৮. তোমাকে পরীক্ষাগারে চুনাপাথর দিয়ে বলল যে এটি উত্তপ্ত কর। তুমি উত্তপ্ত করতে গিয়ে দেখলে যে, এক ধরনের গ্যাস তৈরি হয়ে যা চুনের পানিকে ঘোলা করে। তুমি নিশ্চিত গ্যাসটি CO2। বিক্রিয়াটি কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া?
Ο ক) সংশ্লেষণ
Ο খ) বিয়োজন
Ο গ) বিয়োজন
Ο ঘ) প্রতিস্থাপন
 সঠিক উত্তর: (খ)

 ১৫৯. যদি বিপরীত বিক্রিয়া সম্ভব না হয় তাহলে কোনটি ঘটবে?
Ο ক) সম্মুখ বিক্রিয়ার গতিবেগ কখনো থামবে না
Ο খ) বিক্রিয়ার উৎপাদন হ্রাস পাবে
Ο গ) কখনো সাম্যাবস্থা অর্জিত হবে না
Ο ঘ) সময়ের সাথে সম্মুখ বিক্রিয়ার বেগের পরিবর্তন হবে না
 সঠিক উত্তর: (গ)

 ১৬০. Tin-plating হলো-
Ο ক) টিনের প্রলেপ
Ο খ) কার্বনের প্রলেপ
Ο গ) কপারের প্রলেপ
Ο ঘ) লেড এর প্রলেপ
 সঠিক উত্তর: (ক)

 ১৬১. শর্করাজাতীয় খাদ্য অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কোন গ্যাসটি উৎপন্ন করে?
Ο ক) SO2
Ο খ) O2
Ο গ) CO2
Ο ঘ) CH4
 সঠিক উত্তর: (গ)

 ১৬২. ঘড়ির চেইনের উপরে ক্রোমিয়ামের প্রলেপ প্রকৃতপক্ষে চেইনটি কোন ধাতুর তৈরি?
Ο ক) লোহা
Ο খ) নিকেল
Ο গ) তামা
Ο ঘ) সিলভার
 সঠিক উত্তর: (ক)

 ১৬৩. অধিকাংশ অধঃক্ষেপণ বিক্রিয়া-
Ο ক) দ্বি-প্রতিস্থাপন
Ο খ) ননরেডক্স
Ο গ) প্রশমন
Ο ঘ) দ্বি-প্রতিস্থাপন এ ননরেডক্স উভয়ই
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৪. জারণ-বিজারণের ফেলে কোনটি সঠিক?
Ο ক) জারণ সংখ্যার পরিবর্তন হয়
Ο খ) ইলেকট্রন আদান-প্রদান হয়
Ο গ) জারণ ও বিজারণ একত্রে সংঘটিত হয়
Ο ঘ) সবকয়টি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৫. মধু কোনধর্মী পদার্থ?
Ο ক) অম্লীয়
Ο খ) ক্ষারীয়
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) প্রশম
 সঠিক উত্তর: (খ)

 ১৬৬. তাপহারী বিক্রিয়ার তাপ শোষিত হওয়ার ফলে কী ঘটে?
Ο ক) বিক্রিয়া দ্রবণ উত্তপ্ত হয়ে উঠে
Ο খ) উভমুখী বিক্রিয়া হয়
Ο গ) আয়তনের পরিবর্তন হয়
Ο ঘ) বিক্রিয়ার দ্রবণ শীতল হতে থাকে
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৭. PCI5 যৌগে P এর জারণমান কত?
Ο ক) +3
Ο খ) +4
Ο গ) +5
Ο ঘ) +2
 সঠিক উত্তর: (গ)

 ১৬৮. রাসায়নিক পরিবর্তনে-
i. বস্তুর অণুর গঠনের পরিবর্তন হয়ে নতুন অণুর সৃষ্টি হয়
ii. বস্তুকে সহজে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় না
iii. তাপ শক্তির পরিবর্তন অবশ্যই ঘটবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৯. কপার সালফেটের পাউডারকে পানিতে দ্রবীভূত করলে চাপ উৎপন্ন হয়, এর কারণ কী?
Ο ক) রাসায়নিক বিক্রিয়া ঘটে
Ο খ) কোনো বিক্রিয়া হয় না
Ο গ) শুধু ভৌত পরিবর্তন ঘটে
Ο ঘ) নতুন পদার্থ সৃষ্টি হয়
 সঠিক উত্তর: (ক)

 ১৭০. বিজারণ বিক্রিয়ায় কি ঘটে?
Ο ক) ইলেকট্রন গ্রহণ হয়
Ο খ) হাইড্রোজেন সংযোজন হয়
Ο গ) ধনাত্মক মৌলের সংযোজন হয়
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭১. যে বিক্রিয়ায় এক বা একাধিক যৌগের অনেকগুলো অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বড় অণু সৃষ্টি করে, তাকে কী বলে?
Ο ক) জারণ-বিজারণ প্রক্রিয়া
Ο খ) সমাণুকরণ
Ο গ) পলিমারকরণ
Ο ঘ) পানি যোজন
 সঠিক উত্তর: (গ)

 ১৭২. ক্ষারীয় দ্রবণে লিটমাস পেপারের বর্ণ-
Ο ক) লাল হয়
Ο খ) নীল হয়
Ο গ) কমলা রং এর হয়
Ο ঘ) হলুদ হয়
 সঠিক উত্তর: (খ)

 ১৭৩. নিচের তথ্যগুলো লক্ষ কর-
i. স্টার্চ ও চিনি বিশ্লেষিত হয়ে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত হয়
ii. জ্বালানির আংশিক দহনের ফলে CO2 উৎপন্ন হয়
iii. এন্টাসিড ক্ষারধর্মী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৭৪. বিক্রিয়ার হার কোনটির উপর নির্ভরশীল নয়?
Ο ক) প্রভাবক
Ο খ) তাপমাত্রা
Ο গ) ঘনমাত্রা
Ο ঘ) পাত্রের আকার
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৫. কোন অক্সাইডকে হাইড্রোজেন গ্যাস দ্বারা বিজারিত করা যাবে?
Ο ক) Na2O
Ο খ) AI2O3
Ο গ) MgO
Ο ঘ) CuO
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৬. একটি বিক্রিয়ায় প্রভাবকের প্রভাব-
Ο ক) সাম্যাবস্থাকে উৎপাদের দিকে সরিয়ে দেবে
Ο খ) কেবল অগ্রগামী বিক্রিয়ার গতি বৃদ্ধি করে
Ο গ) অগ্র বা পশ্চাৎ উভয় দিকের বিক্রিয়ার গতি বৃদ্ধি করতে পারে সমানভাবে
Ο ঘ) পশ্চাৎগামী বিক্রিয়ার গতি বৃদ্ধি করে
 সঠিক উত্তর: (গ)

 ১৭৭. শ্বসন একটি-
Ο ক) দহন ক্রিয়া
Ο খ) প্রশমন ক্রিয়া
Ο গ) পানিযোজন বিক্রিয়া
Ο ঘ) দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া
 সঠিক উত্তর: (ক)

 ১৭৮. সাম্যাবস্থা-
i. উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে স্থাপিত হয়
ii. বন্ধ পাত্রে সৃষ্টি হয়
iii. প্রভাবকের ভূমিকা আছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৭৯. পোকা মাকড়ের বিষে নিচের কোনটি থাকে?
Ο ক) ক্ষার
Ο খ) এসিড
Ο গ) অ্যালকোহল
Ο ঘ) লবণ
 সঠিক উত্তর: (খ)

 ১৮০. বিক্রিয়ার গতির উপর প্রভাব নেই কোনটির?
Ο ক) তাপমাত্রা
Ο খ) বিক্রিয়কের ঘনমাত্রা
Ο গ) প্রভাবক
Ο ঘ) পাত্রের আকার
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮১. একটি লোহার টুকরাকে চুম্বক দ্বারা ঘর্ষণ করলে তা চুম্বকত্ব প্রাপ্ত হয়। এটি কোন ধরনের পরিবর্তন?
Ο ক) ভৌত ও রাসায়নিক পরিবর্তন
Ο খ) রাসায়নিক পরিবর্তন
Ο গ) কোনো পরিবর্তন হয় না
Ο ঘ) ভৌত পরিবর্তন
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮২. তেঁতুলে কোনটি থাকে?
Ο ক) ক্ষার
Ο খ) ক্ষারক
Ο গ) অজৈব এসিড
Ο ঘ) জৈব এসিড
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৩. অ্যালডিহাইড শনাক্তকরণে ব্যবহৃত হয়-
Ο ক) লুকাস বিকারক
Ο খ) টলেন বিকারক
Ο গ) AgNo3 দ্রবণ
Ο ঘ) Br2 দ্রবণ
 সঠিক উত্তর: (খ)

 ১৮৪. নিচের কোনটি বিজারক?
Ο ক) আয়োডিন
Ο খ) পটাসিয়াম ডাইক্রোমেট
Ο গ) অ্যালুমিনিয়াম
Ο ঘ) অক্সিজেন
 সঠিক উত্তর: (গ)

 ১৮৫. কোনটি সাধারণত ইলেকট্রন ত্যাগ করে-
Ο ক) Ca
Ο খ) C
Ο গ) Ne
Ο ঘ) CI
 সঠিক উত্তর: (ক)

 ১৮৬. MgSO4 এ Mg এর জারণ সংখ্যা কত?
Ο ক) +2
Ο খ) -2
Ο গ) +7
Ο ঘ) +4
 সঠিক উত্তর: (ক)

 ১৮৭. লেবুতে কোন এসিড বিদ্যমান থাকে?
Ο ক) এসিটিক এসিড
Ο খ) এসকরবিক এসিড
Ο গ) সাইট্রিক এসিড
Ο ঘ) টারটারিক এসিড
 সঠিক উত্তর: (গ)

 ১৮৮. ইলেকট্রন বিক্রিয়া কোনটি?
Ο ক) Na
Ο খ) Ca
Ο গ) CI
Ο ঘ) Cs
 সঠিক উত্তর: (গ)

 ১৮৯. হাইড্রোজেনের জারণ সংখ্যা -১ হয় এর যৌগে-
i. NaH
ii. NaOH
iii. LiAH4
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৯০. একটি লোহার টুকরাকে চুম্কক দ্বারা ঘর্ষণ করলে চুম্বকত্ব প্রাপ্ত হয়, এটি কোন ধরনের পরিবর্তন?
Ο ক) ভৌত পরিবর্তন
Ο খ) রাসায়নিক পরিবর্তন
Ο গ) উভয়টি
Ο ঘ) চুম্বকীয় পরিবর্তন
 সঠিক উত্তর: (ক)

 ১৯১. জারক ও বিজারকের বৈশিষ্ট্য হলো-
i. যারা ইলেকট্রন দান করে তারা বিজারক ও যারা ইলেকট্রন গ্রহণ করে তারা জারক
ii. জারক ও বিজারক উভয়ই ইলেকট্রন গ্রাহক
iii. জারক ইলেকট্রন গ্রাহক ও বিজারক ইলেকট্রন দাতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৯২. কোন বিক্রিয়ায় সাম্যাবস্থায় ঘনমাত্রা বাড়ালে-
Ο ক) সাম্যাবস্থার কোনো পরির্ব্তন হবে না
Ο খ) গতি সম্মুখ দিকে যাবে
Ο গ) গতি পশ্চাৎ দিকে যাবে
Ο ঘ) সাম্যঙ্কের পরিবর্তন হবে
 সঠিক উত্তর: (খ)

 ১৯৩. এসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয় কোনটিতে?
Ο ক) অধঃক্ষেপণ বিক্রিয়ায়
Ο খ) প্রশমন বিক্রিয়ায়
Ο গ) জারণ বিজারণ বিক্রিয়ায়
Ο ঘ) আর্দ্রবিশ্লেষণ বিক্রিয়ায়
 সঠিক উত্তর: (খ)

 ১৯৪. সাধারণত জারক কোনটি?
Ο ক) কার্বন
Ο খ) সোডিয়াম
Ο গ) ক্লোরিন
Ο ঘ) পটাসিয়াম
 সঠিক উত্তর: (গ)

 ১৯৫. পৃথক পৃথক বিক্রিয়ার জন্য প্রতিকারমূলক ব্যবস্থা-
Ο ক) বিভিন্ন
Ο খ) একই
Ο গ) নাই
Ο ঘ) তিনটি
 সঠিক উত্তর: (ক)

 ১৯৬. মৌমাছির কামড়ের ক্ষত স্থানে চুন বা মধু ব্যবহার করা হয় কারণ-
Ο ক) মৌমাছির শরীর থেকে নিঃসৃত রস এসিড জাতীয় এবং চুন বা মধু ক্ষার জাতীয় পদার্থ
Ο খ) মৌমাছির শরীর থেকে নিঃসৃত রস ক্ষার জাতীয় এবং চুন বা মধু এসিড জাতীয় পদার্থ
Ο গ) মৌমাছির শরীর থেকে নিঃসৃত রস ও চুন বা মধু সবই এসিড জাতীয় পদার্থ
Ο ঘ) মৌমাছির শরীর থেকে নিঃসৃত রস লবণ জাতীয় এবং চুন বা মধু ক্ষার জাতীয় পদার্থ
 সঠিক উত্তর: (ক)

 ১৯৭. শর্করা জাতীয় খাদ্য অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কোন গ্যাসটি উৎপন্ন করে?
Ο ক) CO2
Ο খ) SO2
Ο গ) CO
Ο ঘ) CH4
 সঠিক উত্তর: (ক)

 ১৯৮. মরিচা কী?
Ο ক) এক ধরনের অজৈব যৌগ
Ο খ) সমসত্ত্ব মিশ্রণ
Ο গ) Fe ও O2 এর সবন্বিত যৌগ
Ο ঘ) Fe,O2, H2O এর সৃষ্ট যৌগ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৯. অনুঘটক বিষ-
Ο ক) কোন অনুঘটকের কার্য ধ্বংস করে
Ο খ) প্রাণীর জীবনাশক
Ο গ) ব্যাকটেরিয়াকে ধ্বংস করে
Ο ঘ) একটি বিক্রিয়ার নাম
 সঠিক উত্তর: (ক)

 ২০০. টলেন বিকারক কাকে বলে?
Ο ক) অম্লীয় AgNO3
Ο খ) ক্ষারীয় AgNO3
Ο গ) অম্লীয় AgCI
Ο ঘ) ক্ষারীয় AgCI
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post