ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ৭: রাসায়নিক বিক্রিয়া (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. কোনটি একই সাথে জারক ও বিজারক রূপে কাজ করে?
Ο ক) CuSO4
Ο খ) SO2
Ο গ) FeSO4
Ο ঘ) H2
সঠিক উত্তর: (খ)
৫২. প্রকৃতিতে পদার্থ কয়টি অবস্থায় বিরাজ করতে পারে?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)
৫৩. ইলেকট্রন স্থানান্তরের বিক্রিয়াকে বলে-
Ο ক) রিডক্স
Ο খ) প্রশমন
Ο গ) অধঃক্ষেপণ
Ο ঘ) নন-রিডক্স
সঠিক উত্তর: (ক)
৫৪. তড়িৎ প্রলেপনে যে ধাতুর প্রলেপ দিতে হবে তার বৈশিষ্ট্য কীরূপ হতে হয়?
Ο ক) কম সক্রিয় ধাতু
Ο খ) যে কোন সক্রিয় ধাতু
Ο গ) যে ধাতুর উপর প্রলেপ দিতে হবে সে ধাতু ব্যতীত অন্য যে কোন ধাতু
Ο ঘ) যে ধাতুর উজ্জ্বলতা বেশি
সঠিক উত্তর: (ক)
৫৫. কোনটি জারক?
Ο ক) ফ্লোরিন
Ο খ) ব্রোমিন
Ο গ) K2Cr2O7
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
৫৬. জারণ-বিজারণ বিক্রিয়ার-
Ο ক) দুটি অংশ
Ο খ) তিনটি অংশ
Ο গ) একটি অংশ
Ο ঘ) চারটি অংশ
সঠিক উত্তর: (ক)
৫৭. ম্যাগনেসিয়াম ধাতুর দহনে উৎপন্ন হয় কোনটি?
Ο ক) Mg(OH)2
Ο খ) MgCO3
Ο গ) Mg(NO3)2
Ο ঘ) MgO
সঠিক উত্তর: (ঘ)
৫৮. পানি যোজন বিক্রিয়ার ক্ষেত্রে-
i. এ বিক্রিয়ায় পানির সাথে কোনো যৌগের বিক্রিয়া হয়
ii. লবণের আর্দ্র বিশ্লেষণ এ বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ
iii. এ বিক্রিয়া সাধারণত উভমুখী হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৯. কোনটি জারক পদার্থ?
Ο ক) CO
Ο খ) H2S
Ο গ) H2
Ο ঘ) O2
সঠিক উত্তর: (ঘ)
৬০. একটি পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক দুই-ই শূন্যের চেয়ে কম। এটির ভৌত অবস্থা কোনটি?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) গ্যাস
Ο ঘ) কোলয়েড
সঠিক উত্তর: (গ)
৬১. ধাতুসমূহের জারণ সংখ্যা-
Ο ক) ঋনাত্মক হয়
Ο খ) ধনাত্মক হয়
Ο গ) শূণ্য হয়
Ο ঘ) সবসময় +১ হয়
সঠিক উত্তর: (খ)
৬২. H2SO4 + Zn→ZaSO4+H2 এ বিক্রিয়াটি-
Ο ক) প্রশমন
Ο খ) পানিযোজন
Ο গ) প্রতিস্থাপন
Ο ঘ) জারণ-বিজারণ
সঠিক উত্তর: (গ)
৬৩. ভৌত পরিবর্তনের ফলে-
i. অণুর গঠনের পরিবর্তন হয় না
ii. বস্তুর রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয় না
iii. তাপ শক্তির শোষণ বা উদগীরণ হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৪. বাতাসের অক্সিজেনের সাথে কোনো কিছুর বিক্রিয়াকে কী বলে?
Ο ক) সংযোজন
Ο খ) সংশ্লেষণ
Ο গ) বিযোজন
Ο ঘ) দহন
সঠিক উত্তর: (ঘ)
৬৫. বিক্রিয়াটি সাম্যাবস্থায় থাকবে যদি-
Ο ক) সম্মুখ বিক্রিয়ার হার / পশ্চাৎ বিক্রিয়ার হার
Ο খ) সম্মুখ বিক্রিয়ার হার = পশ্চাৎ বিক্রিয়ার হার
Ο গ) পশ্চাৎ বিক্রিয়ার হার > সম্মুখ বিক্রিয়ার হার
Ο ঘ) সম্মুখ বিক্রিয়ার হার > পশ্চাৎ বিক্রিয়ার হার
সঠিক উত্তর: (খ)
৬৬. প্রশমন বিক্রিয়ায় কি উৎপন্ন হয়?
Ο ক) এসিড ও পানি
Ο খ) ক্ষার ও পানি
Ο গ) লবণ, ক্ষার ও পানি
Ο ঘ) লবণ ও পানি
সঠিক উত্তর: (ঘ)
৬৭. তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কী ঘটে?
Ο ক) তাপ উৎপাদী অপসারণ
Ο খ) তাপ প্রয়োগ
Ο গ) যেকোন একটি উৎপাদ অপসারণ
Ο ঘ) চাপ প্রয়োগ
সঠিক উত্তর: (গ)
৬৮. মৌমাছি কামড় দিলে ক্ষতস্থানে কোনটি ব্যবহার করা যেতে পারে?
Ο ক) কলিচুন
Ο খ) ভিনেগার
Ο গ) খাবার লবণ
Ο ঘ) পানি
সঠিক উত্তর: (ক)
৬৯. কোনটি ইলেকট্রোপ্লেটিং এর উদ্দেশ্য-
Ο ক) মরিচা রোধ করা বা ধাতুর ক্ষয় রোধ করা
Ο খ) বিক্রিয়া রোধ করা
Ο গ) নমনীয় করা
Ο ঘ) ঘাতসহতা বৃদ্ধি করা
সঠিক উত্তর: (ক)
৭০. ইথিলিন হতে পলিথিলিন তৈরির বিক্রিয়াটি কী বিক্রিয়া?
Ο ক) সংশ্লেষণ বিক্রিয়া
Ο খ) সংযোজন বিক্রিয়া
Ο গ) দ্বি-বিয়োজক বিক্রিয়া
Ο ঘ) পলিমারকরণ বিক্রিয়া
সঠিক উত্তর: (ঘ)
৭১. নিচের কোন যৌগটি পানিতে অদ্রবণীয়?
Ο ক) NaCI
Ο খ) C6H12O6
Ο গ) BaCI2
Ο ঘ) MgCI1
সঠিক উত্তর: (গ)
৭২. প্রশমন বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?
Ο ক) লবণ ও পানি
Ο খ) লবণ
Ο গ) এসিড ও লবণ
Ο ঘ) লবণ ও ক্ষার
সঠিক উত্তর: (ক)
৭৩. ধাতুসমূহের দহনে উৎপন্ন হয়-
Ο ক) পানি
Ο খ) CO2
Ο গ) ধাতুর অক্সাইড
Ο ঘ) H2O,CO
সঠিক উত্তর: (গ)
৭৪. বর্ষাকাল কলাগাছ মরে যাওয়ার কারণ-
Ο ক) প্রশমন বিক্রিয়া
Ο খ) দহন বিক্রিয়া
Ο গ) বিয়োজন বিক্রিয়া
Ο ঘ) সমাণুকরণ বিক্রিয়া
সঠিক উত্তর: (ক)
৭৫. বর্ণিত বিক্রিয়াটি কোন ধরনের?
Ο ক) প্রশমন বিক্রিয়া
Ο খ) জারণ বিক্রিয়া
Ο গ) অধঃক্ষেপণ বিক্রিয়া
Ο ঘ) প্রতিস্থাপন বিক্রিয়া
সঠিক উত্তর: (ক)
৭৬. বিজারক-
i. ইলেকট্রন প্রদান করে
ii. নিজে জারিত হয়
iii. যৌগে হাইড্রোজেন বা ধনাত্মক অংশ বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৭. গ্যাসীয় বিক্রিয়ায় সাম্যাবস্থা অর্জিত হওয়ার পর কোন ক্ষেত্রে চাপ বাড়ালে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে?
Ο ক) বিক্রিয়ার ফলে গ্যাসের অণু সংখ্যা কমলে
Ο খ) বিক্রিয়ার ফলে গ্যাসের অণু সংখ্যা বাড়লে
Ο গ) বিক্রিয়ার ফলে গ্যাসের অণু সংখ্যা অপরিবর্তিত থাকলে
Ο ঘ) বিক্রিয়ার ফলে গ্যাসের পরমাণু সংখ্যা বাড়লে
সঠিক উত্তর: (ক)
৭৮. মরিচার ধর্ম কোনটি?
Ο ক) আয়রনের মত দৃঢ়
Ο খ) পানিতে দ্রবণীয়
Ο গ) চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না
Ο ঘ) আয়রনের সমাণু
সঠিক উত্তর: (গ)
৭৯. যে দ্রবণের ঘনমাত্রা জানা তাকে কী বলে?
Ο ক) নরমাল দ্রবণ
Ο খ) প্রমাণ দ্রবণ
Ο গ) মোলাল দ্রবণ
Ο ঘ) মোলার ভগ্নাংশ
সঠিক উত্তর: (খ)
৮০. ইলেকট্রোপ্লেটিং করার সময় যে জিনিসের উপর ধাতুর প্রলেপ দিতে হয় তাকে প্রথমে কী করা হয়?
Ο ক) কস্টিক সোডা ও পরে সালফিউরিক অ্যাসিড দ্বারা ধুয়ে ফেলে পৃষ্ঠতল পরিষ্কার করা হয়
Ο খ) ব্যাটারী ধনাত্মক প্রান্তের সাথে সংযুক্ত করা হয়
Ο গ) অ্যানোড হিসেবে ব্যবহার করাতে হয়
Ο ঘ) ঘষে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হয়
সঠিক উত্তর: (ক)
৮১. ম্যাগনেসিয়ামের প্রজ্বলন বিক্রিয়াটি কোন প্রকৃতির?
Ο ক) ধীর গতি সম্পন্ন
Ο খ) দ্রুত গতি সম্পন্ন
Ο গ) মধ্যম গতি সম্পন্ন
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (গ)
৮২. তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) পরিবেশ থেকে তাপ শোষণ করে
Ο খ) পরিবেশে তাপ ছেড়ে দেয়
Ο গ) তাপ গ্রহণ ও করে না আবার ছেড়েও দেয় না
Ο ঘ) যে পরিমাণ গ্রহণ করে, তারচেয়ে বেশি পরিমাণ ছেড়ে দেয়
সঠিক উত্তর: (ক)
৮৩. রাসায়নিক বিক্রিয়ার বেগ সম্পর্কিত বিষয় আলোচনা করা হয় কোন শাখায়?
Ο ক) রসায়ন তাপ গতিবিদ্যা
Ο খ) কোয়ান্টাম মেকানিকস
Ο গ) রাসায়নিক গতিবিদ্যা
Ο ঘ) ভৌত বিজ্ঞান
সঠিক উত্তর: (গ)
৮৪. তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে একটি ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে কী বলে?
Ο ক) ইলেকট্রোপ্লেটেং
Ο খ) টিন প্লেটেং
Ο গ) গ্যালভানাইজিং
Ο ঘ) জিঙ্ক প্লোটিং
সঠিক উত্তর: (ক)
৮৫. কোনটির জারণ অসম্ভব?
Ο ক) CI-
Ο খ) Ho-
Ο গ) SO4-2
Ο ঘ) Fe+2
সঠিক উত্তর: (গ)
৮৬. এন্টাসিড কোন ধর্মী?
Ο ক) অম্লীয়
Ο খ) ক্ষারীয়
Ο গ) প্রশম
Ο ঘ) নিরপেক্ষ
সঠিক উত্তর: (খ)
৮৭. কোন বিক্রিয়ার চাপ বৃদ্ধি করলে উৎপাদন বৃদ্ধি পায়?
Ο ক) উৎপাদকের মোল সংখ্যা বিক্রিয়কের মোল সংখ্যার সমান হলে
Ο খ) উৎপাদনের মোল সংখ্যা বিক্রিয়কের মোল সংখ্যা হতে বেশি হলে
Ο গ) উৎপাদের মোল সংখ্যা বিক্রিয়কের মোল সংখ্যার চেয়ে কম হলে
Ο ঘ) বিক্রিয়ার উপর চাপের কোনো প্রভাব নেই
সঠিক উত্তর: (গ)
৮৮. কোনটি বিজারক পদার্থ?
Ο ক) O2
Ο খ) F2
Ο গ) Mg
Ο ঘ) Br2
সঠিক উত্তর: (গ)
৮৯. পদার্থের পরিবর্তন কত প্রকার?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
সঠিক উত্তর: (খ)
৯০. লোহা কোনটির সংস্পর্শে আসলে বাদামী আস্তরণ দেখা যায়?
Ο ক) অম্ল
Ο খ) ক্ষার
Ο গ) অম্ল ও ক্ষার
Ο ঘ) বাতাস ও জলীয় বাষ্প
সঠিক উত্তর: (ঘ)
৯১. CuSO4 + 5H2O → CuSO45H2O বিক্রিয়াটি-
Ο ক) কেলাস তৈরির বিক্রিয়া
Ο খ) আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া
Ο গ) জারণ-বিজারণ বিক্রিয়া
Ο ঘ) সমাণুকরণ বিক্রিয়া
সঠিক উত্তর: (ক)
৯২. সোডিয়াম থায়োসালফেটের বাণিজ্যিক নাম কী?
Ο ক) সাজিমাটি
Ο খ) নাইটার
Ο গ) হাইপা
Ο ঘ) সন্টপিটার
সঠিক উত্তর: (গ)
৯৩. সাম্যাবস্থায় পৌঁছার পর বিক্রিয়াটির ওপর চাপ প্রয়োগের ফলাফল-
i. চাপ কমালে বিক্রিয়া পিছনের দিকে যাবে
ii. চাপ বাড়ালে বিক্রিয়া সামনের দিকে যাবে
iii. চাপ কমালে উৎপাদন বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)
৯৪. কলাগাছে কোনটি থাকে?
Ο ক) এসিড জাতীয় উপাদান
Ο খ) ক্ষার জাতীয় উপাদান
Ο গ) লবণ জাতীয় উপাদান
Ο ঘ) নিরপেক্ষ উপাদান
সঠিক উত্তর: (খ)
৯৫. টলেন বিকারকে ক্ষারীয় সিলভার নাইট্রেট দ্রবণটি-
i. অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে
ii. সিলভারের অধঃক্ষেপ উৎপন্ন করে
iii. একটি অধঃক্ষেপ বিক্রিয়া সংঘটিত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৬. উভমুখী বিক্রিয়ার উৎপাদের পরিমাণ প্রভাবিত হয়-
i. তাপমাত্রা দ্বারা
ii. চাপ দ্বারা
iii. বিক্রিয়কের ঘনমাত্রা দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৭. NaOH কী?
Ο ক) ক্ষার
Ο খ) শুধু ক্ষারক
Ο গ) এসিড
Ο ঘ) লবণ
সঠিক উত্তর: (ক)
৯৮. কোন দ্রবণ এর pH7 এর চেয়ে বেশি হলে-
Ο ক) দ্রবণটি অম্লীয়
Ο খ) ক্ষারীয়
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) লবণাক্ত
সঠিক উত্তর: (খ)
৯৯. CH3-CH2-OH যৌগটি- i. ইথানল ii. তরল iii. পানিতে দ্রবণীয় নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০০. নিম্বের কোনটি জারক?
Ο ক) সোডিয়াম
Ο খ) পটাসিয়াম
Ο গ) অক্সিজেন
Ο ঘ) রুবেডিয়াম
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. কোনটি একই সাথে জারক ও বিজারক রূপে কাজ করে?
Ο ক) CuSO4
Ο খ) SO2
Ο গ) FeSO4
Ο ঘ) H2
সঠিক উত্তর: (খ)
৫২. প্রকৃতিতে পদার্থ কয়টি অবস্থায় বিরাজ করতে পারে?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)
৫৩. ইলেকট্রন স্থানান্তরের বিক্রিয়াকে বলে-
Ο ক) রিডক্স
Ο খ) প্রশমন
Ο গ) অধঃক্ষেপণ
Ο ঘ) নন-রিডক্স
সঠিক উত্তর: (ক)
৫৪. তড়িৎ প্রলেপনে যে ধাতুর প্রলেপ দিতে হবে তার বৈশিষ্ট্য কীরূপ হতে হয়?
Ο ক) কম সক্রিয় ধাতু
Ο খ) যে কোন সক্রিয় ধাতু
Ο গ) যে ধাতুর উপর প্রলেপ দিতে হবে সে ধাতু ব্যতীত অন্য যে কোন ধাতু
Ο ঘ) যে ধাতুর উজ্জ্বলতা বেশি
সঠিক উত্তর: (ক)
৫৫. কোনটি জারক?
Ο ক) ফ্লোরিন
Ο খ) ব্রোমিন
Ο গ) K2Cr2O7
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
৫৬. জারণ-বিজারণ বিক্রিয়ার-
Ο ক) দুটি অংশ
Ο খ) তিনটি অংশ
Ο গ) একটি অংশ
Ο ঘ) চারটি অংশ
সঠিক উত্তর: (ক)
৫৭. ম্যাগনেসিয়াম ধাতুর দহনে উৎপন্ন হয় কোনটি?
Ο ক) Mg(OH)2
Ο খ) MgCO3
Ο গ) Mg(NO3)2
Ο ঘ) MgO
সঠিক উত্তর: (ঘ)
৫৮. পানি যোজন বিক্রিয়ার ক্ষেত্রে-
i. এ বিক্রিয়ায় পানির সাথে কোনো যৌগের বিক্রিয়া হয়
ii. লবণের আর্দ্র বিশ্লেষণ এ বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ
iii. এ বিক্রিয়া সাধারণত উভমুখী হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৯. কোনটি জারক পদার্থ?
Ο ক) CO
Ο খ) H2S
Ο গ) H2
Ο ঘ) O2
সঠিক উত্তর: (ঘ)
৬০. একটি পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক দুই-ই শূন্যের চেয়ে কম। এটির ভৌত অবস্থা কোনটি?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) গ্যাস
Ο ঘ) কোলয়েড
সঠিক উত্তর: (গ)
৬১. ধাতুসমূহের জারণ সংখ্যা-
Ο ক) ঋনাত্মক হয়
Ο খ) ধনাত্মক হয়
Ο গ) শূণ্য হয়
Ο ঘ) সবসময় +১ হয়
সঠিক উত্তর: (খ)
৬২. H2SO4 + Zn→ZaSO4+H2 এ বিক্রিয়াটি-
Ο ক) প্রশমন
Ο খ) পানিযোজন
Ο গ) প্রতিস্থাপন
Ο ঘ) জারণ-বিজারণ
সঠিক উত্তর: (গ)
৬৩. ভৌত পরিবর্তনের ফলে-
i. অণুর গঠনের পরিবর্তন হয় না
ii. বস্তুর রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয় না
iii. তাপ শক্তির শোষণ বা উদগীরণ হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৪. বাতাসের অক্সিজেনের সাথে কোনো কিছুর বিক্রিয়াকে কী বলে?
Ο ক) সংযোজন
Ο খ) সংশ্লেষণ
Ο গ) বিযোজন
Ο ঘ) দহন
সঠিক উত্তর: (ঘ)
৬৫. বিক্রিয়াটি সাম্যাবস্থায় থাকবে যদি-
Ο ক) সম্মুখ বিক্রিয়ার হার / পশ্চাৎ বিক্রিয়ার হার
Ο খ) সম্মুখ বিক্রিয়ার হার = পশ্চাৎ বিক্রিয়ার হার
Ο গ) পশ্চাৎ বিক্রিয়ার হার > সম্মুখ বিক্রিয়ার হার
Ο ঘ) সম্মুখ বিক্রিয়ার হার > পশ্চাৎ বিক্রিয়ার হার
সঠিক উত্তর: (খ)
৬৬. প্রশমন বিক্রিয়ায় কি উৎপন্ন হয়?
Ο ক) এসিড ও পানি
Ο খ) ক্ষার ও পানি
Ο গ) লবণ, ক্ষার ও পানি
Ο ঘ) লবণ ও পানি
সঠিক উত্তর: (ঘ)
৬৭. তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কী ঘটে?
Ο ক) তাপ উৎপাদী অপসারণ
Ο খ) তাপ প্রয়োগ
Ο গ) যেকোন একটি উৎপাদ অপসারণ
Ο ঘ) চাপ প্রয়োগ
সঠিক উত্তর: (গ)
৬৮. মৌমাছি কামড় দিলে ক্ষতস্থানে কোনটি ব্যবহার করা যেতে পারে?
Ο ক) কলিচুন
Ο খ) ভিনেগার
Ο গ) খাবার লবণ
Ο ঘ) পানি
সঠিক উত্তর: (ক)
৬৯. কোনটি ইলেকট্রোপ্লেটিং এর উদ্দেশ্য-
Ο ক) মরিচা রোধ করা বা ধাতুর ক্ষয় রোধ করা
Ο খ) বিক্রিয়া রোধ করা
Ο গ) নমনীয় করা
Ο ঘ) ঘাতসহতা বৃদ্ধি করা
সঠিক উত্তর: (ক)
৭০. ইথিলিন হতে পলিথিলিন তৈরির বিক্রিয়াটি কী বিক্রিয়া?
Ο ক) সংশ্লেষণ বিক্রিয়া
Ο খ) সংযোজন বিক্রিয়া
Ο গ) দ্বি-বিয়োজক বিক্রিয়া
Ο ঘ) পলিমারকরণ বিক্রিয়া
সঠিক উত্তর: (ঘ)
৭১. নিচের কোন যৌগটি পানিতে অদ্রবণীয়?
Ο ক) NaCI
Ο খ) C6H12O6
Ο গ) BaCI2
Ο ঘ) MgCI1
সঠিক উত্তর: (গ)
৭২. প্রশমন বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?
Ο ক) লবণ ও পানি
Ο খ) লবণ
Ο গ) এসিড ও লবণ
Ο ঘ) লবণ ও ক্ষার
সঠিক উত্তর: (ক)
৭৩. ধাতুসমূহের দহনে উৎপন্ন হয়-
Ο ক) পানি
Ο খ) CO2
Ο গ) ধাতুর অক্সাইড
Ο ঘ) H2O,CO
সঠিক উত্তর: (গ)
৭৪. বর্ষাকাল কলাগাছ মরে যাওয়ার কারণ-
Ο ক) প্রশমন বিক্রিয়া
Ο খ) দহন বিক্রিয়া
Ο গ) বিয়োজন বিক্রিয়া
Ο ঘ) সমাণুকরণ বিক্রিয়া
সঠিক উত্তর: (ক)
৭৫. বর্ণিত বিক্রিয়াটি কোন ধরনের?
Ο ক) প্রশমন বিক্রিয়া
Ο খ) জারণ বিক্রিয়া
Ο গ) অধঃক্ষেপণ বিক্রিয়া
Ο ঘ) প্রতিস্থাপন বিক্রিয়া
সঠিক উত্তর: (ক)
৭৬. বিজারক-
i. ইলেকট্রন প্রদান করে
ii. নিজে জারিত হয়
iii. যৌগে হাইড্রোজেন বা ধনাত্মক অংশ বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৭. গ্যাসীয় বিক্রিয়ায় সাম্যাবস্থা অর্জিত হওয়ার পর কোন ক্ষেত্রে চাপ বাড়ালে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে?
Ο ক) বিক্রিয়ার ফলে গ্যাসের অণু সংখ্যা কমলে
Ο খ) বিক্রিয়ার ফলে গ্যাসের অণু সংখ্যা বাড়লে
Ο গ) বিক্রিয়ার ফলে গ্যাসের অণু সংখ্যা অপরিবর্তিত থাকলে
Ο ঘ) বিক্রিয়ার ফলে গ্যাসের পরমাণু সংখ্যা বাড়লে
সঠিক উত্তর: (ক)
৭৮. মরিচার ধর্ম কোনটি?
Ο ক) আয়রনের মত দৃঢ়
Ο খ) পানিতে দ্রবণীয়
Ο গ) চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না
Ο ঘ) আয়রনের সমাণু
সঠিক উত্তর: (গ)
৭৯. যে দ্রবণের ঘনমাত্রা জানা তাকে কী বলে?
Ο ক) নরমাল দ্রবণ
Ο খ) প্রমাণ দ্রবণ
Ο গ) মোলাল দ্রবণ
Ο ঘ) মোলার ভগ্নাংশ
সঠিক উত্তর: (খ)
৮০. ইলেকট্রোপ্লেটিং করার সময় যে জিনিসের উপর ধাতুর প্রলেপ দিতে হয় তাকে প্রথমে কী করা হয়?
Ο ক) কস্টিক সোডা ও পরে সালফিউরিক অ্যাসিড দ্বারা ধুয়ে ফেলে পৃষ্ঠতল পরিষ্কার করা হয়
Ο খ) ব্যাটারী ধনাত্মক প্রান্তের সাথে সংযুক্ত করা হয়
Ο গ) অ্যানোড হিসেবে ব্যবহার করাতে হয়
Ο ঘ) ঘষে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হয়
সঠিক উত্তর: (ক)
৮১. ম্যাগনেসিয়ামের প্রজ্বলন বিক্রিয়াটি কোন প্রকৃতির?
Ο ক) ধীর গতি সম্পন্ন
Ο খ) দ্রুত গতি সম্পন্ন
Ο গ) মধ্যম গতি সম্পন্ন
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (গ)
৮২. তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) পরিবেশ থেকে তাপ শোষণ করে
Ο খ) পরিবেশে তাপ ছেড়ে দেয়
Ο গ) তাপ গ্রহণ ও করে না আবার ছেড়েও দেয় না
Ο ঘ) যে পরিমাণ গ্রহণ করে, তারচেয়ে বেশি পরিমাণ ছেড়ে দেয়
সঠিক উত্তর: (ক)
৮৩. রাসায়নিক বিক্রিয়ার বেগ সম্পর্কিত বিষয় আলোচনা করা হয় কোন শাখায়?
Ο ক) রসায়ন তাপ গতিবিদ্যা
Ο খ) কোয়ান্টাম মেকানিকস
Ο গ) রাসায়নিক গতিবিদ্যা
Ο ঘ) ভৌত বিজ্ঞান
সঠিক উত্তর: (গ)
৮৪. তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে একটি ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে কী বলে?
Ο ক) ইলেকট্রোপ্লেটেং
Ο খ) টিন প্লেটেং
Ο গ) গ্যালভানাইজিং
Ο ঘ) জিঙ্ক প্লোটিং
সঠিক উত্তর: (ক)
৮৫. কোনটির জারণ অসম্ভব?
Ο ক) CI-
Ο খ) Ho-
Ο গ) SO4-2
Ο ঘ) Fe+2
সঠিক উত্তর: (গ)
৮৬. এন্টাসিড কোন ধর্মী?
Ο ক) অম্লীয়
Ο খ) ক্ষারীয়
Ο গ) প্রশম
Ο ঘ) নিরপেক্ষ
সঠিক উত্তর: (খ)
৮৭. কোন বিক্রিয়ার চাপ বৃদ্ধি করলে উৎপাদন বৃদ্ধি পায়?
Ο ক) উৎপাদকের মোল সংখ্যা বিক্রিয়কের মোল সংখ্যার সমান হলে
Ο খ) উৎপাদনের মোল সংখ্যা বিক্রিয়কের মোল সংখ্যা হতে বেশি হলে
Ο গ) উৎপাদের মোল সংখ্যা বিক্রিয়কের মোল সংখ্যার চেয়ে কম হলে
Ο ঘ) বিক্রিয়ার উপর চাপের কোনো প্রভাব নেই
সঠিক উত্তর: (গ)
৮৮. কোনটি বিজারক পদার্থ?
Ο ক) O2
Ο খ) F2
Ο গ) Mg
Ο ঘ) Br2
সঠিক উত্তর: (গ)
৮৯. পদার্থের পরিবর্তন কত প্রকার?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
সঠিক উত্তর: (খ)
৯০. লোহা কোনটির সংস্পর্শে আসলে বাদামী আস্তরণ দেখা যায়?
Ο ক) অম্ল
Ο খ) ক্ষার
Ο গ) অম্ল ও ক্ষার
Ο ঘ) বাতাস ও জলীয় বাষ্প
সঠিক উত্তর: (ঘ)
৯১. CuSO4 + 5H2O → CuSO45H2O বিক্রিয়াটি-
Ο ক) কেলাস তৈরির বিক্রিয়া
Ο খ) আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া
Ο গ) জারণ-বিজারণ বিক্রিয়া
Ο ঘ) সমাণুকরণ বিক্রিয়া
সঠিক উত্তর: (ক)
৯২. সোডিয়াম থায়োসালফেটের বাণিজ্যিক নাম কী?
Ο ক) সাজিমাটি
Ο খ) নাইটার
Ο গ) হাইপা
Ο ঘ) সন্টপিটার
সঠিক উত্তর: (গ)
৯৩. সাম্যাবস্থায় পৌঁছার পর বিক্রিয়াটির ওপর চাপ প্রয়োগের ফলাফল-
i. চাপ কমালে বিক্রিয়া পিছনের দিকে যাবে
ii. চাপ বাড়ালে বিক্রিয়া সামনের দিকে যাবে
iii. চাপ কমালে উৎপাদন বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)
৯৪. কলাগাছে কোনটি থাকে?
Ο ক) এসিড জাতীয় উপাদান
Ο খ) ক্ষার জাতীয় উপাদান
Ο গ) লবণ জাতীয় উপাদান
Ο ঘ) নিরপেক্ষ উপাদান
সঠিক উত্তর: (খ)
৯৫. টলেন বিকারকে ক্ষারীয় সিলভার নাইট্রেট দ্রবণটি-
i. অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে
ii. সিলভারের অধঃক্ষেপ উৎপন্ন করে
iii. একটি অধঃক্ষেপ বিক্রিয়া সংঘটিত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৬. উভমুখী বিক্রিয়ার উৎপাদের পরিমাণ প্রভাবিত হয়-
i. তাপমাত্রা দ্বারা
ii. চাপ দ্বারা
iii. বিক্রিয়কের ঘনমাত্রা দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৭. NaOH কী?
Ο ক) ক্ষার
Ο খ) শুধু ক্ষারক
Ο গ) এসিড
Ο ঘ) লবণ
সঠিক উত্তর: (ক)
৯৮. কোন দ্রবণ এর pH7 এর চেয়ে বেশি হলে-
Ο ক) দ্রবণটি অম্লীয়
Ο খ) ক্ষারীয়
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) লবণাক্ত
সঠিক উত্তর: (খ)
৯৯. CH3-CH2-OH যৌগটি- i. ইথানল ii. তরল iii. পানিতে দ্রবণীয় নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০০. নিম্বের কোনটি জারক?
Ο ক) সোডিয়াম
Ο খ) পটাসিয়াম
Ο গ) অক্সিজেন
Ο ঘ) রুবেডিয়াম
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Chemistry