ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ৬: মোলের ধারণা ও রাসায়নিক গণনা (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. 49 গ্রাম সালফিউরিক এসিড সমান কত মোল?
Ο ক) 1 মোল
Ο খ) ½ মোল
Ο গ) 2 মোল
Ο ঘ) 2/3 মোল
সঠিক উত্তর: (খ)
১৫২. পটাশিয়াম ডাইক্রোমেট যৌগে Cr এর যোজনী কত?
Ο ক) 2
Ο খ) 6
Ο গ) 4
Ο ঘ) 5
সঠিক উত্তর: (খ)
১৫৩. যৌগের মোট ভরের মধ্যে কোনো নির্দিষ্ট মৌলের শতকরা ভরকে ঐ মৌলের কী বলা হয়?
Ο ক) সংযুতি
Ο খ) শতকরা হার
Ο গ) পারমাণবিক ভর
Ο ঘ) আণবিক ভর
সঠিক উত্তর: (ক)
১৫৪. পারক্লোরিক এসিডে (HCIO4) ক্লোরিনের শতকরা পরিমাণ কত?
Ο ক) 0.005%
Ο খ) 35.3%
Ο গ) 63.68%
Ο ঘ) 17%
সঠিক উত্তর: (খ)
১৫৫. স্থুল সংকেতের ক্ষেত্রে-
i. একাধিক যৌগের একই স্থুল সংকেত হতে পারে
ii. সর্বক্ষেত্রে স্থূল সংকেত আণবিক সংকেতের সমান হয়
iii. স্থুল সংকেত পরমাণুসমূহের আপেক্ষিক অনুপাত বুঝায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৫৬. ২৪ গ্রাম Mg কত গ্রাম O2 এর সাথে বিক্রিয়া করবে?
Ο ক) ১৬ গ্রাম
Ο খ) ১২ গ্রাম
Ο গ) ৩২ গ্রাম
Ο ঘ) ৪২ গ্রাম
সঠিক উত্তর: (ক)
১৫৭. মোলারিটি দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একটি-
Ο ক) আইন
Ο খ) রীতি
Ο গ) একক
Ο ঘ) উপায়
সঠিক উত্তর: (খ)
১৫৮. যৌগ গঠনে দ্বিযোজী হিসেবে ব্যবহৃত হয়-
i. অক্সিজেন
ii. ম্যাগনেসিয়াম
iii. ক্যালসিয়াম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৯. একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়ক অবশিষ্ট থাকে না তা-
Ο ক) বিশেষ বিক্রিয়ক
Ο খ) প্রভাবক
Ο গ) লিমিটিং বিক্রিয়ক
Ο ঘ) বিজারক পদার্থ
সঠিক উত্তর: (গ)
১৬০. 3x1017 টি অক্সিজেন গ্যাসের আয়তন প্রমাণ অবস্থায় কত?
Ο ক) 11.2 লিটার
Ο খ) 16.4 লিটার
Ο গ) 0.023x102 লিটার
Ο ঘ) 1.12x10-5 লিটার
সঠিক উত্তর: (ঘ)
১৬১. প্রমাণ তাপমাত্রা ও চাপের মান কত?
Ο ক) 25০C তাপমাত্রা ও 1 atm চাপ
Ο খ) 15০C তাপমাত্রা 2 atm চাপ
Ο গ) 25০C তাপমাত্রা 2 atm চাপ
Ο ঘ) 11০C 1 তাপমাত্রা ও atm চাপ
সঠিক উত্তর: (ক)
১৬২. প্রমাণ অবস্থায় 22.4 গ্রাম লিটার হাইড্রোজেন গ্যাস=?
Ο ক) 1 গ্রাম
Ο খ) 2 গ্রাম
Ο গ) 4 গ্রাম
Ο ঘ) 22.4 গ্রাম
সঠিক উত্তর: (খ)
১৬৩. 1 গ্রাম CaCO3 তে কয়টি অণু আছে?
Ο ক) 6.02x1023
Ο খ) 6.02x1024
Ο গ) 6.02x1015
Ο ঘ) 6.15x1021
সঠিক উত্তর: (খ)
১৬৪. কার্বনের পারমাণবিক ভর কত?
Ο ক) 9
Ο খ) 12
Ο গ) 14
Ο ঘ) 16
সঠিক উত্তর: (খ)
১৬৫. যৌগের সংযুতি বলতে বুঝায়-
Ο ক) বিদ্যমান পরমাণুর সংখ্যা
Ο খ) বিদ্যমান মৌলসমূহের অনুপাত
Ο গ) বিদ্যমান অণুর সংখ্যা
Ο ঘ) বিদ্যমান মৌলসমূহের আপেক্ষিক ভর
সঠিক উত্তর: (খ)
১৬৬. তাপমাত্রা ও চাপ দ্বারা মোলার আয়তন প্রভাবিত যেসব যৌগের-
i. CaCo3
ii. H2O(g)
iii. CO2
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৬৭. এক মোল সোডিয়াম ক্লোরাইডে কতসংখ্যক অণু থাকবে?
Ο ক) 6.02x10-23টি
Ο খ) 6.023x1023টি
Ο গ) 6.01x1013টি
Ο ঘ) 6.012x1024টি
সঠিক উত্তর: (খ)
১৬৮. সে.মি মোলার মানে-
Ο ক) 0.6 মোলার দ্রবণ
Ο খ) 1 মোলার দ্রবণ
Ο গ) 0.5 মোলার দ্রবণ
Ο ঘ) 1.5 মোলার দ্রবণ
সঠিক উত্তর: (গ)
১৬৯. স্থুল সংকেতে ক্ষেত্রে-
i. বেনজিন ও অ্যাসিটিলিনের স্থুল সংকেত একই
ii. হাইড্রোজেন পার অক্সাইডের স্থূল সংকেত OH
iii. যৌগে মৌলগুলোর শতকরা পরিমাণ থেকে স্থূল সংকেত নির্ণয় করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭০. জীববিজ্ঞান মোল শব্দ দ্বারা কোনটি বুঝানো হয়?
Ο ক) লোমবিশিষ্ট বৃহৎ প্রাণী
Ο খ) লোমবিশিষ্ট্য ক্ষুদ্র প্রাণী
Ο গ) লোমবিহীন বৃহৎ প্রাণী
Ο ঘ) লোহবিহীন ক্ষুদ্র প্রাণী
সঠিক উত্তর: (খ)
১৭১. আণবিক সংকেত নির্ণয়ে প্রয়োজন-
i. মৌলের শতকরা পরিমাণ
ii. মৌলের পারমাণবিক ভর
iii. যৌগের আণবিক ভর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭২. পদার্থের আয়তন নির্ভরশীল-
Ο ক) কেবল চাপের উপর
Ο খ) কেবল তাপমাত্রার উপর
Ο গ) চাপ ও তাপমাত্রা উভয়ের উপরই
Ο ঘ) চাপ, তাপমাত্রা ও ঘনতামাত্রার উপর
সঠিক উত্তর: (গ)
১৭৩. 1 মোল C02 ভর কত গ্রাম?
Ο ক) 16
Ο খ) 18
Ο গ) 22
Ο ঘ) 32
সঠিক উত্তর: (ঘ)
১৭৪. ১২ গ্রাম O2 ও 16 গ্রাম একটি পাত্রে রাখা হল, বিক্রিয়া শেষে পাত্রে থাকবে-
i. 17.25 গ্রাম NO2
ii. 5.25 গ্রাম O2
iii. 10.75 গ্রাম N2
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৭৫. উদ্দীপকের বিক্রিয়ায় অবশিষ্ট থাকে-
Ο ক) 1.44 মৌল H2
Ο খ) 1.44 মৌল CI2
Ο গ) 2.89 মৌল H2
Ο ঘ) 2.89 মৌল CI2
সঠিক উত্তর: (ক)
অনুচ্ছেদটি পড় এবং প্রশ্ন তিনটির উত্তর দাও: পলাশ একটি ২ মোলার NaOH দ্রবণ নিয়ে তার থেকে আধা লিটার একটি বীকারে ঢেলে নেয়। এরপর এতে 87 গ্রাম HCI যোগ করে, বীকারটি সে কিছুক্ষণ নিয়ে রেখে দিলে পাত্রে NaCI উৎপন্ন হয়।
১৭৬. পলাশের পরীক্ষায় উৎপন্ন NaCI এর পরিমাণ কত গ্রাম?
Ο ক) 20 গ্রাম
Ο খ) 80 গ্রাম
Ο গ) 58.5 গ্রাম
Ο ঘ) 27.5 গ্রাম
সঠিক উত্তর: (গ)
১৭৭. বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক কোনটি?
Ο ক) H2O
Ο খ) NaOH
Ο গ) HCI
Ο ঘ) Na
সঠিক উত্তর: (খ)
১৭৮. বিক্রিয়ার শেষে কোনটি কী পরিমাণে অবশিষ্ট থাকে?
Ο ক) 12.5 গ্রাম NaOH
Ο খ) 51.8 গ্রাম HCI
Ο গ) 15.5 গ্রাম HaOH
Ο ঘ) 50.5 গ্রাম HCI
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. 49 গ্রাম সালফিউরিক এসিড সমান কত মোল?
Ο ক) 1 মোল
Ο খ) ½ মোল
Ο গ) 2 মোল
Ο ঘ) 2/3 মোল
সঠিক উত্তর: (খ)
১৫২. পটাশিয়াম ডাইক্রোমেট যৌগে Cr এর যোজনী কত?
Ο ক) 2
Ο খ) 6
Ο গ) 4
Ο ঘ) 5
সঠিক উত্তর: (খ)
১৫৩. যৌগের মোট ভরের মধ্যে কোনো নির্দিষ্ট মৌলের শতকরা ভরকে ঐ মৌলের কী বলা হয়?
Ο ক) সংযুতি
Ο খ) শতকরা হার
Ο গ) পারমাণবিক ভর
Ο ঘ) আণবিক ভর
সঠিক উত্তর: (ক)
১৫৪. পারক্লোরিক এসিডে (HCIO4) ক্লোরিনের শতকরা পরিমাণ কত?
Ο ক) 0.005%
Ο খ) 35.3%
Ο গ) 63.68%
Ο ঘ) 17%
সঠিক উত্তর: (খ)
১৫৫. স্থুল সংকেতের ক্ষেত্রে-
i. একাধিক যৌগের একই স্থুল সংকেত হতে পারে
ii. সর্বক্ষেত্রে স্থূল সংকেত আণবিক সংকেতের সমান হয়
iii. স্থুল সংকেত পরমাণুসমূহের আপেক্ষিক অনুপাত বুঝায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৫৬. ২৪ গ্রাম Mg কত গ্রাম O2 এর সাথে বিক্রিয়া করবে?
Ο ক) ১৬ গ্রাম
Ο খ) ১২ গ্রাম
Ο গ) ৩২ গ্রাম
Ο ঘ) ৪২ গ্রাম
সঠিক উত্তর: (ক)
১৫৭. মোলারিটি দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একটি-
Ο ক) আইন
Ο খ) রীতি
Ο গ) একক
Ο ঘ) উপায়
সঠিক উত্তর: (খ)
১৫৮. যৌগ গঠনে দ্বিযোজী হিসেবে ব্যবহৃত হয়-
i. অক্সিজেন
ii. ম্যাগনেসিয়াম
iii. ক্যালসিয়াম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৯. একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়ক অবশিষ্ট থাকে না তা-
Ο ক) বিশেষ বিক্রিয়ক
Ο খ) প্রভাবক
Ο গ) লিমিটিং বিক্রিয়ক
Ο ঘ) বিজারক পদার্থ
সঠিক উত্তর: (গ)
১৬০. 3x1017 টি অক্সিজেন গ্যাসের আয়তন প্রমাণ অবস্থায় কত?
Ο ক) 11.2 লিটার
Ο খ) 16.4 লিটার
Ο গ) 0.023x102 লিটার
Ο ঘ) 1.12x10-5 লিটার
সঠিক উত্তর: (ঘ)
১৬১. প্রমাণ তাপমাত্রা ও চাপের মান কত?
Ο ক) 25০C তাপমাত্রা ও 1 atm চাপ
Ο খ) 15০C তাপমাত্রা 2 atm চাপ
Ο গ) 25০C তাপমাত্রা 2 atm চাপ
Ο ঘ) 11০C 1 তাপমাত্রা ও atm চাপ
সঠিক উত্তর: (ক)
১৬২. প্রমাণ অবস্থায় 22.4 গ্রাম লিটার হাইড্রোজেন গ্যাস=?
Ο ক) 1 গ্রাম
Ο খ) 2 গ্রাম
Ο গ) 4 গ্রাম
Ο ঘ) 22.4 গ্রাম
সঠিক উত্তর: (খ)
১৬৩. 1 গ্রাম CaCO3 তে কয়টি অণু আছে?
Ο ক) 6.02x1023
Ο খ) 6.02x1024
Ο গ) 6.02x1015
Ο ঘ) 6.15x1021
সঠিক উত্তর: (খ)
১৬৪. কার্বনের পারমাণবিক ভর কত?
Ο ক) 9
Ο খ) 12
Ο গ) 14
Ο ঘ) 16
সঠিক উত্তর: (খ)
১৬৫. যৌগের সংযুতি বলতে বুঝায়-
Ο ক) বিদ্যমান পরমাণুর সংখ্যা
Ο খ) বিদ্যমান মৌলসমূহের অনুপাত
Ο গ) বিদ্যমান অণুর সংখ্যা
Ο ঘ) বিদ্যমান মৌলসমূহের আপেক্ষিক ভর
সঠিক উত্তর: (খ)
১৬৬. তাপমাত্রা ও চাপ দ্বারা মোলার আয়তন প্রভাবিত যেসব যৌগের-
i. CaCo3
ii. H2O(g)
iii. CO2
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৬৭. এক মোল সোডিয়াম ক্লোরাইডে কতসংখ্যক অণু থাকবে?
Ο ক) 6.02x10-23টি
Ο খ) 6.023x1023টি
Ο গ) 6.01x1013টি
Ο ঘ) 6.012x1024টি
সঠিক উত্তর: (খ)
১৬৮. সে.মি মোলার মানে-
Ο ক) 0.6 মোলার দ্রবণ
Ο খ) 1 মোলার দ্রবণ
Ο গ) 0.5 মোলার দ্রবণ
Ο ঘ) 1.5 মোলার দ্রবণ
সঠিক উত্তর: (গ)
১৬৯. স্থুল সংকেতে ক্ষেত্রে-
i. বেনজিন ও অ্যাসিটিলিনের স্থুল সংকেত একই
ii. হাইড্রোজেন পার অক্সাইডের স্থূল সংকেত OH
iii. যৌগে মৌলগুলোর শতকরা পরিমাণ থেকে স্থূল সংকেত নির্ণয় করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭০. জীববিজ্ঞান মোল শব্দ দ্বারা কোনটি বুঝানো হয়?
Ο ক) লোমবিশিষ্ট বৃহৎ প্রাণী
Ο খ) লোমবিশিষ্ট্য ক্ষুদ্র প্রাণী
Ο গ) লোমবিহীন বৃহৎ প্রাণী
Ο ঘ) লোহবিহীন ক্ষুদ্র প্রাণী
সঠিক উত্তর: (খ)
১৭১. আণবিক সংকেত নির্ণয়ে প্রয়োজন-
i. মৌলের শতকরা পরিমাণ
ii. মৌলের পারমাণবিক ভর
iii. যৌগের আণবিক ভর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭২. পদার্থের আয়তন নির্ভরশীল-
Ο ক) কেবল চাপের উপর
Ο খ) কেবল তাপমাত্রার উপর
Ο গ) চাপ ও তাপমাত্রা উভয়ের উপরই
Ο ঘ) চাপ, তাপমাত্রা ও ঘনতামাত্রার উপর
সঠিক উত্তর: (গ)
১৭৩. 1 মোল C02 ভর কত গ্রাম?
Ο ক) 16
Ο খ) 18
Ο গ) 22
Ο ঘ) 32
সঠিক উত্তর: (ঘ)
১৭৪. ১২ গ্রাম O2 ও 16 গ্রাম একটি পাত্রে রাখা হল, বিক্রিয়া শেষে পাত্রে থাকবে-
i. 17.25 গ্রাম NO2
ii. 5.25 গ্রাম O2
iii. 10.75 গ্রাম N2
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৭৫. উদ্দীপকের বিক্রিয়ায় অবশিষ্ট থাকে-
Ο ক) 1.44 মৌল H2
Ο খ) 1.44 মৌল CI2
Ο গ) 2.89 মৌল H2
Ο ঘ) 2.89 মৌল CI2
সঠিক উত্তর: (ক)
অনুচ্ছেদটি পড় এবং প্রশ্ন তিনটির উত্তর দাও: পলাশ একটি ২ মোলার NaOH দ্রবণ নিয়ে তার থেকে আধা লিটার একটি বীকারে ঢেলে নেয়। এরপর এতে 87 গ্রাম HCI যোগ করে, বীকারটি সে কিছুক্ষণ নিয়ে রেখে দিলে পাত্রে NaCI উৎপন্ন হয়।
১৭৬. পলাশের পরীক্ষায় উৎপন্ন NaCI এর পরিমাণ কত গ্রাম?
Ο ক) 20 গ্রাম
Ο খ) 80 গ্রাম
Ο গ) 58.5 গ্রাম
Ο ঘ) 27.5 গ্রাম
সঠিক উত্তর: (গ)
১৭৭. বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক কোনটি?
Ο ক) H2O
Ο খ) NaOH
Ο গ) HCI
Ο ঘ) Na
সঠিক উত্তর: (খ)
১৭৮. বিক্রিয়ার শেষে কোনটি কী পরিমাণে অবশিষ্ট থাকে?
Ο ক) 12.5 গ্রাম NaOH
Ο খ) 51.8 গ্রাম HCI
Ο গ) 15.5 গ্রাম HaOH
Ο ঘ) 50.5 গ্রাম HCI
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Chemistry