এস.এস.সি রসায়ন অধ্যায় - ৬: মোলের ধারণা ও রাসায়নিক গণনা (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ৬: মোলের ধারণা ও রাসায়নিক গণনা (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১০১. যৌগের আণবিক সংকেত তার স্থূল সংকেতের-
Ο ক) উপগুণিতক
Ο খ) সরল গুণিতক
Ο গ) অযুগ্ন গুণিতক
Ο ঘ) সরল উৎপাদক
 সঠিক উত্তর: (খ)

 ১০২. কোনটি জানা না থাকলে যৌগের সংকেত লেখা যায় না?
Ο ক) পারমাণবিক সংখ্যা
Ο খ) ভরসংখ্যা
Ο গ) যোজনী
Ο ঘ) সংযুক্তি
 সঠিক উত্তর: (গ)

 ১০৩. CaCI2 এর একটি দ্রবণের গাঢ়ত্ব 0.5 moI/L উক্ত দ্রবণের 500 mL এর CI আয়নের মোল সংখ্যা কত?
Ο ক) 0.050
Ο খ) 0.85
Ο গ) 0.75
Ο ঘ) 1.00
 সঠিক উত্তর: (ক)

 ১০৪. 22 গ্রাম CO2(g) এর আয়তন প্রমাণ অবস্থায় কত?
Ο ক) 22.4 লিটার
Ο খ) 22.4 cm3
Ο গ) 11.2 লিটার
Ο ঘ) 22.4 dm3
 সঠিক উত্তর: (গ)

 ১০৫. 2 গ্রাম অ্যামোনিয়া গ্যাসে কতগুলো অণু থাকবে?
Ο ক) 7.09x1022টি
Ο খ) 6.02x1023টি
Ο গ) 5x10-3টি
Ο ঘ) 6.11x1015টি
 সঠিক উত্তর: (ক)

 ১০৬. এক লিটার দ্রবণে ২ মোল দ্রব থাকলে সেটি কী?
Ο ক) 2 মোলার দ্রবণ
Ο খ) 1.2 মোলার দ্রবণ
Ο গ) 0.75 মোলার দ্রবণ
Ο ঘ) 3 মোলার দ্রবণ
 সঠিক উত্তর: (ক)

 ১০৭. অ্যামোনিয়াম মূলক হচ্ছে-
i. একটি একযোজী মূলক
ii. একাটি ধনাত্মক মূলক
iii. ধাতুর ন্যায় আচরণকারী মূলক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৮. রাসায়নিক সমীকরণ সঠিকভাবে লিখতে হলে-
i. বিক্রিয়ক ও উৎপাদন সঠিক আণবিক সংকেত লিখতে হবে
ii. বিক্রিয়কমূহকে বামপাশে এবং উৎপাদসমূহকে ডানপাশে লিখতে হবে
iii. বিক্রিয়ক ও উৎপাদসমূহের মাঝে সমান (=) বা তীর(→) চিন্হ দিতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৯. মোলারিটিকে নিচের কোনটি দ্বারা প্রকাশ করা হয়?
Ο ক) M
Ο খ) N
Ο গ) A
Ο ঘ) L
 সঠিক উত্তর: (ক)

 ১১০. রাসায়নিক সমীকরণে সংক্ষেপে উপাদান উপস্থাপন করার নিয়মাবলি কয়টি?
Ο ক) ৪টি
Ο খ) ৫টি
Ο গ) ৬টি
Ο ঘ) ৪টি
 সঠিক উত্তর: (ক)

 ১১১. ১ মোল অক্সিজেন অণু=কত?
Ο ক) 32 গ্রাম
Ο খ) 16 গ্রাম
Ο গ) 8 গ্রাম
Ο ঘ) 18 গ্রাম
 সঠিক উত্তর: (ক)

 ১১২. যৌগমূলকের ক্ষেত্রে-
i. যৌগমূলক একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত পরমাণুর গ্রুপ
ii. রাসায়নিক বিক্রিয়ায় যৌগমূলক একটি পরমাণুর ন্যায় আচরণ করে
iii. যৌগমূলক বিভিন্ন বিক্রিয়ায় অংশগ্রহণ সময় অপরিবর্তিত থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৩. সমীকরণের কোনদিকে বিক্রিয়ক লেখা হয়?
Ο ক) বাম দিকে
Ο খ) মাঝখানে
Ο গ) ডান দিকে
Ο ঘ) পৃথক করে
 সঠিক উত্তর: (ক)

 ১১৪. CO উৎপন্ন করার জন্য ৪ গ্রাম অক্সিজেন কত গ্রাম কার্বনের সাথে বিক্রিয়া করবে?
Ο ক) 12 গ্রাম
Ο খ) 1.5 গ্রাম
Ο গ) 8 গ্রাম
Ο ঘ) 6 গ্রাম
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৫. যৌগ গঠনের সময় পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে-
i. কপার
ii. ফসফরাস
iii. জিংক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১১৬. কার্বন মনোক্সাইডের আণবিক সংকেত নির্ণয় করতে পারে কীসের সাহায্যে?
Ο ক) পদার্থের যুক্ত কার্বন ও অক্সিজেনের ভর থেকে
Ο খ) কার্বন ও অক্সিজেনের আণবিক সংকেত থেকে
Ο গ) কার্বন ও অক্সিজেনের মোলার আয়তন থেকে
Ο ঘ) কার্বন ও অক্সিজেনের পরমাণুর সংখ্যা থেকে
 সঠিক উত্তর: (ক)

 ১১৭. বিজ্ঞানী অ্যামেডিও অ্যাভোগেড্রো কোন দেশের অধিবাসী ছিলেন?
Ο ক) ইতালি
Ο খ) ফ্রান্স
Ο গ) ইংল্যান্ড
Ο ঘ) জার্মানি
 সঠিক উত্তর: (ক)

 ১১৮. স্থূল সংকেত ও আণবিক সংকেত একই-
i. বেনজিন
ii. প্রোপিন
iii. প্রোপেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১১৯. 0.25 মোল নাইট্রোজেন ডাই-অক্সাইড গ্যাসের আয়তন প্রমাণ অবস্থায় কত?
Ο ক) 22.4 লিটার
Ο খ) 3.56 লিটার
Ο গ) 4.62 লিটার
Ο ঘ) 5.60 লিটার
 সঠিক উত্তর: (ঘ)

 ১২০. 9 গ্রাম পানিতে পানির অণুর সংখ্যা কত?
Ο ক) 3.02x1023
Ο খ) 6.02x1023
Ο গ) 3.02x1011
Ο ঘ) 6.02x1011
 সঠিক উত্তর: (ঘ)

 ১২১. 3x1023 টি CO2 অণুর ভর কত?
Ο ক) 22 গ্রাম
Ο খ) 11 গ্রাম
Ο গ) 12 গ্রাম
Ο ঘ) 44 গ্রাম
 সঠিক উত্তর: (ক)

 ১২২. নিচের তথ্যসমূহ পড়-
i. মোলার আয়তন হলো এক মোল পরিমাণ পদার্থের আয়তন
ii. পদার্থের অবস্থা ভেদে মোলার আয়তন ভিন্ন ভিন্ন হয়
iii. বিভিন্ন গ্যাসীয় পদার্থের মোলার আয়তন সমান হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৩. যোজনী সম্পর্কে নিচের তথ্যসমূহ লক্ষ করো-
i. কার্বন একটি দ্বিযোজী মৌল
ii. অক্সিজেন একটি দ্বিযোজী মৌল
iii. ক্লোরিন একটি একযোজী মৌল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১২৪. বিক্রিয়ার সময় একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়ক অবশিষ্ট থাকে না তাকে কী বলা হয়?
Ο ক) অ্যানালার বিক্রিয়ক
Ο খ) লিমিটিং বিক্রিয়ক
Ο গ) নরমাল বিক্রিয়ক
Ο ঘ) পোলার বিক্রিয়ক
 সঠিক উত্তর: (খ)

 ১২৫. একটি যৌগের স্থূল সংকেত N2O3 যদি এর প্রকৃত আণবিক ভর 76 হয় তাহলে এর সংকেত কোনটি?
Ο ক) N2O3
Ο খ) N4O6
Ο গ) NO
Ο ঘ) N2O2
 সঠিক উত্তর: (ক)

 ১২৬. রাসায়নিক পদার্থ পরিমাপের একক কোনটি?
Ο ক) মোলার
Ο খ) মোল
Ο গ) মোলাল
Ο ঘ) নরমাল
 সঠিক উত্তর: (খ)

 ১২৭. পানিবিহীন কণার সালফেটের বর্ণ কিরূপ?
Ο ক) নীল
Ο খ) সাদা
Ο গ) সবুজ
Ο ঘ) হলুদ
 সঠিক উত্তর: (খ)

 ১২৮. 1 মোল পানির ভর কত?
Ο ক) ১২ গ্রাম
Ο খ) ১৬ গ্রাম
Ο গ) ১৮ গ্রাম
Ο ঘ) ২২ গ্রাম
 সঠিক উত্তর: (গ)

 ১২৯. পানিবিহীন কপার সালফেটের বর্ণ কীরূপ?
Ο ক) বেগুনি
Ο খ) সাদা
Ο গ) ইটের ন্যায় লাল
Ο ঘ) গোলাপী
 সঠিক উত্তর: (খ)

 ১৩০. এক লিটার দ্রবণে HCI এসিডের 6.11x105 টি অণু উপস্থিত থাকলে দ্রবণের মোলসংখ্যা কত?
Ο ক) 1.05x108 মোল
Ο খ) 1.04x10-7 মোল
Ο গ) 1.02x10-8 মোল
Ο ঘ) 1.7x10-9 মোল
 সঠিক উত্তর: (গ)

 ১৩১. 25 গ্রাম H2SO4 100 ml দ্রবণে দ্রবীভূত থাকলে দ্রবণের মোলসংখ্যা কত?
Ο ক) 1 মোল
Ο খ) 2.55 মোল
Ο গ) 3.95 মোল
Ο ঘ) 4.11 মোল
 সঠিক উত্তর: (খ)

 ১৩২. ২৪ গ্রাম Mg কত গ্রাম O2 এর সাথে বিক্রিয়া করবে?
Ο ক) ১৬ গ্রাম
Ο খ) ১২ গ্রাম
Ο গ) ৩২ গ্রাম
Ο ঘ) ৪২ গ্রাম
 সঠিক উত্তর: (গ)

 ১৩৩. H2SO4 এর 24.5 গ্রাম ভরে কয়টি অণু বিদ্যমান?
Ο ক) 12.5x1022
Ο খ) 1.505x1023
Ο গ) 1.15x1023
Ο ঘ) 1.198x1023
 সঠিক উত্তর: (খ)

 ১৩৪. প্রমাণ তাপমাত্রা-
Ο ক) 300 K
Ο খ) 298 K
Ο গ) 295 K
Ο ঘ) 303 K
 সঠিক উত্তর: (খ)

 ১৩৫. কোন যৌগের স্থুল সংকেত C3H8 ও আণবিক ভর 44 হলে আণবিক সংকেত কী হবে?
Ο ক) CH
Ο খ) C3H8
Ο গ) C2H6
Ο ঘ) CH4
 সঠিক উত্তর: (খ)

 ১৩৬. ১ মোল নির্দেশ করছে-
i. ১৮ গ্রাম পানি
ii. ১০৬ গ্রান H2SO4
iii. ১০০ গ্রাম চুনাপাথর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৩৭. নির্দিষ্ট যৌগে নির্দিষ্ট মৌলের শতকরা সংযুক্তি-
Ο ক) সম সময় ১০০ হয়
Ο খ) নির্দিষ্ট হয়
Ο গ) অনির্দিষ্ট হয়
Ο ঘ) নির্ণয় করা যায় না
 সঠিক উত্তর: (খ)

 ১৩৮. ১ গ্রাম ভর নির্দেশ করে-
i. 1.37x1022 টি CO2 অণু
ii. 6.02x1011 টি H2 অণু
iii. 6.02x1021 টি CaCO3 অণু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৩৯. বোরন নাইট্রাইডের সংকেত কোনটি?
Ο ক) BN
Ο খ) BN2
Ο গ) B2N
Ο ঘ) BN3
 সঠিক উত্তর: (ক)

 ১৪০. প্রমাণ অবস্থায় 3 লিটার আয়তনের হাইড্রোজেন গ্যাসে কতগুলো অণু থাকবে?
Ο ক) 3x6.023x1023টি
Ο খ) 8.07x1022টি
Ο গ) 3x1021টি
Ο ঘ) 6.11x10-23টি
 সঠিক উত্তর: (খ)

 ১৪১. সবচেয়ে বিশুদ্ধ রাসায়নিক পদার্থকে কী বলা হয়?
Ο ক) ক্যারামেল
Ο খ) অ্যানালার
Ο গ) স্ফটিক
Ο ঘ) মোলার
 সঠিক উত্তর: (খ)

 ১৪২. প্রমাণ অবস্থায় 0.01 মোল ক্লোরিন গ্যাসের আয়তন কত?
Ο ক) 0.224 লিটার
Ο খ) 22.4 লিটার
Ο গ) 11.2 লিটার
Ο ঘ) 0.0234 লিটার
 সঠিক উত্তর: (ক)

 ১৪৩. CO2 তে কার্বন ও অক্সিজেনের মোল সংখ্যার অনুপাত কত?
Ο ক) 2 : 1
Ο খ) 1 : 1
Ο গ) 2 : 3
Ο ঘ) 4 : 1
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৪. পর্যায় সারণির নিস্ক্রিয় শ্রেণির মৌলসমূহের যোজ্যতা শূন্য ধরা হয় কেন?
Ο ক) সর্ববহিস্থ শক্তিস্তর ইলেকট্রন দ্বারা দ্বিত্ব বা অষ্টক পূর্ণ বলে
Ο খ) সর্ববহিস্থ শক্তিস্তরে বিজোড় ইলেকট্রন নেই বলে
Ο গ) সর্ববহিস্থ শক্তিস্তরে ইলেকট্রন নেই বলে
Ο ঘ) সর্ববহিস্থ শক্তিস্তর ইলেকট্রন দ্বারা অপূর্ণ বলে
 সঠিক উত্তর: (ক)

 ১৪৫. চাপ বৃদ্ধি করলে গ্যাসের আয়তনের পরিবর্তন কী রকম?
Ο ক) হ্রাস পায়
Ο খ) বৃদ্ধি পায়
Ο গ) অপরিবর্তিত থাকে
Ο ঘ) গ্যাসের ধর্মের নির্ভর করে
 সঠিক উত্তর: (ক)

 ১৪৬. CO2 এর ১ মোল বলতে কী বুঝায়?
Ο ক) পদার্থের অণুর সংখ্যাকে গ্রামে প্রকাশ
Ο খ) পদার্থের ভরকে গ্রামে প্রকাশ
Ο গ) পদার্থের যোজনীকে গ্রামে প্রকাশ
Ο ঘ) পদার্থের আণবিক বা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৭. H2O এর একটি অণুর ভর কত গ্রাম?
Ο ক) 5.8x10-23
Ο খ) 3.5x10-23
Ο গ) 2.19x10-23
Ο ঘ) 2.99x10-23
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৮. নীর বর্ণের কপার সালফেটকে উত্তপ্ত করলে তা সাদা বর্ণ ধারণ করে, কারণ-
i. পানি বা বাষ্পীভূত হয়
ii. পানিবিহীন কপার সালফেটের বর্ণ সাদা
iii. পানিযুক্ত কপার সালফেটের বর্ণ সাদা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৪৯. ৭ গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন প্রমাণ অবস্থায় কত?
Ο ক) 5.6 লিটার
Ο খ) 22.4 লিটার
Ο গ) 22.4x102 লিটার
Ο ঘ) 22.4x10-3dm3
 সঠিক উত্তর: (ক)

 ১৫০. কোনটি একযোজী যৌগমূলক?
Ο ক) ক্রোমেট
Ο খ) সিলিকেট
Ο গ) নাইট্রাইট
Ο ঘ) সালফেট
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post