এস.এস.সি রসায়ন অধ্যায় - ৪: পর্যায় সারণি (৫)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ৪: পর্যায় সারণি (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
২০১. কোন মৌলটিকে পর্যায় সারণিতে ক্ষার ধাতুসমূহের সাথে একই গ্রুপে স্থান দেয়া হয়েছে?
Ο ক) B
Ο খ) H
Ο গ) F
Ο ঘ) Be
 সঠিক উত্তর: (খ)

 ২০২. হ্যালোজ অর্থ কী?
Ο ক) ধাতু
Ο খ) অম্ল
Ο গ) লবণ
Ο ঘ) ক্ষারক
 সঠিক উত্তর: (গ)

 ২০৩. পর্যায় সারণির ৬ষ্ঠ পর্যায়ের সর্ববামের মৌলটি-
i. অধাতু
ii. ক্ষার ধাতু
iii. 3.34A পারমাণবিক ব্যাসার্ধ বিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২০৪. কোনটি অভিজাত ধাতু?
Ο ক) সোনা
Ο খ) লোহা
Ο গ) তামা
Ο ঘ) সীসা
 সঠিক উত্তর: (ক)

 ২০৫. ফসফরাসের ইলেকট্রন বিন্যাস কোনটি?
Ο ক) 2,8,2
Ο খ) 2,8,1
Ο গ) 2,8,5
Ο ঘ) 2,8,8
 সঠিক উত্তর: (ক)

 ২০৬. গ্রুপ VIIA এর মৌলসমূহ কোন ধরনের যৌগ গঠন করে?
Ο ক) আয়নিক যৌগ
Ο খ) সমযোজী যৌগ
Ο গ) আয়নিক ও সমযোজী যৌগ
Ο ঘ) সন্নিবেশ সমযোজী যৌগ
 সঠিক উত্তর: (গ)

 ২০৭. পর্যায় সারণিতে ফসফরাসের অবস্থান কোথায়?
Ο ক) ৩য় পর্যায়, ২ শ্রেণিতে
Ο খ) ২য় পর্যায়, ২ শ্রেণিতে
Ο গ) ৩য় পর্যায়, ১৫ শ্রেণিতে
Ο ঘ) ২য় পর্যায়, ১৫ শ্রেণিতে
 সঠিক উত্তর: (গ)

 ২০৮. ল্যান্থানাইড বর্গের মৌলের সংখ্যা কতটি?
Ο ক) ২৮ টি
Ο খ) ১৮ টি
Ο গ) ১৫ টি
Ο ঘ) ১৪ টি
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৯. প্রায় একই ধর্মবিশিষ্ট মৌল হলো-
i. নাইট্রোজেন
ii. সালফার
iii. ফসফরাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২১০. গ্রুপ ১ ধাতুসমূহ একটি করে ইলেকট্রন ত্যাগ করে কী ধরনের আয়ন সৃষ্টি করে?
Ο ক) M++
Ο খ) M+++
Ο গ) M-
Ο ঘ) M+
 সঠিক উত্তর: (ঘ)

 ২১১. ক্ষার ধাতুর ক্ষেত্রে প্রযোজ্য-
i. এদের যোজনী এক
ii. এদের ইলেকট্রন আসক্তি কম
iii. এরা হ্যালোজেনের সাথে আয়নিক বন্ধন গঠন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২১২. পরমাণুর পরিবর্তন হয় কোনটির কারণে?
Ο ক) প্রোটন সংখ্যার পরিবর্তনে
Ο খ) ইলেকট্রন সংখ্যার পরিবর্তনে
Ο গ) নিউটন সংখ্যার পরিবর্তনে
Ο ঘ) প্রোটন + নিউট্রন সংখ্যার পরিবর্তনে
 সঠিক উত্তর: (ক)

 ২১৩. কোনটি উপধাতু?
Ο ক) পারদ
Ο খ) বোরন
Ο গ) জিংক
Ο ঘ) কপার
 সঠিক উত্তর: (খ)

 ২১৪. কোনটি পঞ্চম পর্যায়ের মৌল?
Ο ক) Ag
Ο খ) Br
Ο গ) Pt
Ο ঘ) Cr
 সঠিক উত্তর: (ক)

 ২১৫. বিজ্ঞানী রাদারফোর্ডের নামানুসারে রাখা মৌলটির পারমাণবিক সংখ্যা কত?
Ο ক) ১০১
Ο খ) ১০২
Ο গ) ১০৩
Ο ঘ) ১০৪
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৬. পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে একই গ্রুপের মৌলের আকার কেমন হয়?
Ο ক) কমে
Ο খ) বাড়ে
Ο গ) অপরিবর্তিত থাকে
Ο ঘ) পারমাণবিক সংখ্যার সাথে সম্পৃক্ত নয়
 সঠিক উত্তর: (খ)

 ২১৭. 108 পারমাণবিক সংখ্যার মৌল কোনটি?
Ο ক) Mt
Ο খ) Bh
Ο গ) Jt
Ο ঘ) Hs
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৮. কোন মৌলটির পারমাণবিক ব্যসার্ধ সবচেয়ে বেশি?
Ο ক) Rb
Ο খ) Sr
Ο গ) Ca
Ο ঘ) Cs
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৯. পর্যায় সারণিতে একটি মৌলের অবস্থান তয় গ্রুপে হয় , যদি তার-
i. সর্বশেষ শক্তিস্তরে তিনটি ইলেকট্রন থাকে
ii. তিনটি আইসোটোপ থাকে
iii. পারমাণবিক ভর ২৪ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২২০. মৌলটির পর্যায় সারণিতে অবস্থান-
i. ৪র্থ পর্যায়ে
ii. ২ গ্রুপে
iii. বাম দিকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২২১. পারমাণবিক সংখ্যার আবিষ্কারক কে?
Ο ক) মেন্ডেলিফ
Ο খ) কোসেল
Ο গ) ডান্টন
Ο ঘ) মোসলে
 সঠিক উত্তর: (ঘ)

 ২২২. সিরকাতে কোন উপাদানটি বিদ্যমান?
Ο ক) মিথানয়িক এসিড
Ο খ) ইথানয়িক এসিড
Ο গ) প্রোপানয়িক এসিড
Ο ঘ) হাইড্রোক্লোরিক এসিড
 সঠিক উত্তর: (খ)

 ২২৩. পর্যায় সারণিতে পটাশিয়ামের অবস্থান কোন পর্যায়ে?
Ο ক) চতুর্থ পর্যায়ে
Ο খ) তৃতীয় পর্যায়ে
Ο গ) দ্বিতীয় পর্যায়ে
Ο ঘ) পঞ্চম পর্যায়ে
 সঠিক উত্তর: (ক)

 ২২৪. পর্যায় সারণির বাম থেকে ডানে অক্সাইডসমূহের অম্লত্ব কিরূপ হয়?
Ο ক) বৃদ্ধি পায়
Ο খ) হ্রাস পায়
Ο গ) অপরিবর্তিত থাকে
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ক)

 ২২৫. গ্রুপ-VHA এর মৌলসমূহ ধাতুর সাথে কী ধরনের যৌগ গঠন করে?
Ο ক) আয়নিক যৌগ
Ο খ) সমযোজী যৌগ
Ο গ) নিষ্ক্রিয় যৌগ
Ο ঘ) সন্নিবেশ সমযোজী যৌগ
 সঠিক উত্তর: (ক)

 ২২৬. O2 আয়নের ইলেকট্রন বিন্যাস কোনটি?
Ο ক) 2,2,6
Ο খ) 2,8
Ο গ) 2,4,4
Ο ঘ) 2,8,3
 সঠিক উত্তর: (খ)

 ২২৭. Cd(48) পর্যায় সারণির কোন গ্রুপের মৌল?
Ο ক) দুই
Ο খ) বার
Ο গ) চৌদ্দ
Ο ঘ) চার
 সঠিক উত্তর: (খ)

 ২২৮. As এর পারমাণবিকব সংখ্যা কত?
Ο ক) ৩৩
Ο খ) ১৮
Ο গ) ৩১
Ο ঘ) ৭৯
 সঠিক উত্তর: (ক)

 ২২৯. কোনটির আকার সবচেয়ে বড়?
Ο ক) পটাসিয়াম
Ο খ) রুবিডিয়াম
Ο গ) সিজিয়াম
Ο ঘ) সোডিয়াম
 সঠিক উত্তর: (গ)

 ২৩০. কোন মৌলটি তুলনামূলক বেশি সক্রিয়?
Ο ক) Be
Ο খ) Mg
Ο গ) Ba
Ο ঘ) Al
 সঠিক উত্তর: (গ)

 ২৩১. ভর অনুযায়ী প্রতি অষ্টম মৌলসমূহের মধ্যে ভৌত ও রাসায়নিক ধর্মের মিল খুজেঁ পান সর্বপ্রথম কোন বিজ্ঞানী?
Ο ক) ল্যাভয়সিয়ে
Ο খ) নিউল্যান্ড
Ο গ) ম্যান্ডেলিফ
Ο ঘ) লুথার মেয়র
 সঠিক উত্তর: (খ)

 ২৩২. মেন্ডেলিফ কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
Ο ক) রাশিয়া
Ο খ) হল্যান্ড
Ο গ) ফ্রান্স
Ο ঘ) ইংল্যান্ড
 সঠিক উত্তর: (ক)

 ২৩৩. কোন দুটি গ্রুপের মধ্যে প্রায় একই ধর্মের সাদৃশ্য পরিলক্ষিত হয়?
Ο ক) ১ ও ২
Ο খ) ২ ও ৩
Ο গ) ৪ ও ৫
Ο ঘ) ৬ ও ৭
 সঠিক উত্তর: (ক)

 ২৩৪. পারমাণবিক ব্যাসার্ধের সঠিক অধঃক্রম কোনটি?
Ο ক) Mg>AI>si
Ο খ) P>CI>S
Ο গ) AI>CI>S
Ο ঘ) S>P>Na
 সঠিক উত্তর: (ক)

 ২৩৫. একই গ্রুপের সকল মৌলের-
i. ভৌত ধর্ম একই
ii. রাসায়নিক ধর্ম একই
iii. ভৌত ও রাসায়নিক ধর্ম পরিবর্তিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৩৬. ডোবেরাইনারের ত্রয়ীসূত্র কত সালে প্রকাশিত হয়?
Ο ক) ১৮১৯
Ο খ) ১৮২৯
Ο গ) ১৯২৯
Ο ঘ) ১৯২৯
 সঠিক উত্তর: (খ)

 ২৩৭. এ পর্যন্ত আবিষ্কৃত কতটি মৌলের নামকরণ করা হয়েছে?
Ο ক) ৯৮টি
Ο খ) ১১২টি
Ο গ) ১১৪টি
Ο ঘ) ১১৮টি
 সঠিক উত্তর: (খ)

 ২৩৮. ম্যান্ডেলিফ কত সালে পর্যায় সারণি উদ্ভাবন করেন?
Ο ক) ১৮৬৪ সালে
Ο খ) ১৮৬৯ সালে
Ο গ) ১৮৭৯ সালে
Ο ঘ) ১৮৯০ সালে
 সঠিক উত্তর: (খ)

 ২৩৯. পর্যায় সারণির একই পর্যায় যতই ডান দিকে যাওয়া যায় ততই মৌলসমূহের-
i. পরমাণুর আকার হ্রাস পায়
ii. ধাতব ধর্ম হ্রাস পায়
iii. ধাতব ধর্ম বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৪০. একটি মৌলের ইলেকট্রন বিন্যাস 2,8,18,8,2 হলে পর্যায় সারণিতে মৌলটির অবস্থান কোথায়?
Ο ক) ৪র্থ পর্যায়ের ২ শ্রেণীতে
Ο খ) ৫ম পর্যায়ের ২ শ্রেণীতে
Ο গ) ৩য় পর্যায়ের ১ শ্রেণীতে
Ο ঘ) ৫ম পর্যায়ের ১৬ শ্রেণীতে
 সঠিক উত্তর: (খ)

 ২৪১. আধুনিক পদার্থবিদ্যার অন্যতম পথিকৃৎ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। তাঁ নামানুসারে রাখা মৌলটির পারমাণবিক সংখ্যা কত?
Ο ক) ৯৯
Ο খ) ১০০
Ο গ) ১০১
Ο ঘ) ১০২
 সঠিক উত্তর: (ক)

 ২৪২. কে ত্রয়ীসূত্র আবিষ্কার করেন?
Ο ক) প্রাইস
Ο খ) নিউল্যান্ডস
Ο গ) করটয়
Ο ঘ) ডোবেরাইনার
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৩. পর্যায় সারণিতে ক্লোরিনের অবস্থান কোন গ্রুপে?
Ο ক) গ্রুপ-১
Ο খ) গ্রুপ-১৩
Ο গ) গ্রুপ-১৫
Ο ঘ) গ্রুপ-১৭
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৪. অবস্থান্তর মৌলের-d অরবিটাল ইলেকট্রন দ্বারা-
Ο ক) আংশিক পূর্ণ থাকে
Ο খ) সম্পূর্ণ পূর্ণ থাকে
Ο গ) অর্ধ পূর্ণ থাকে
Ο ঘ) আংশিক ও অর্ধ পূর্ণ থাকে
 সঠিক উত্তর: (ক)

 ২৪৫. অবস্থান্তর মৌলের প্রকৃত কিরূপ?
Ο ক) অপধাতু
Ο খ) যৌগমূলক
Ο গ) অধাতু
Ο ঘ) ধাতু
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৬. পর্যায় সারণির একই গ্রুপের যতই নিচের দিকে যাওয়া যায় পরমাণুর পারমাণবিক ব্যসার্ধের কীরুপ পরিবর্তন হয়?
Ο ক) ব্যাসার্ধ বাড়তে থাকে
Ο খ) ব্যাসার্ধ হ্রাস পেতে থাকে
Ο গ) ব্যাসার্ধ অপরিবর্তিত থাকে
Ο ঘ) ব্যাসার্ধ বাড়তে বাড়তে এক সময় কমতে থাকে
 সঠিক উত্তর: (ক)

 ২৪৭. কোনটি পর্যায় সারণিতে ক্ষার ধাতুর সাথে অবস্থান করে?
Ο ক) অক্সিজেন
Ο খ) নাইট্রোজেন
Ο গ) ক্লোরিন
Ο ঘ) হাইড্রোজেন
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৮. মৌলসমূহের ধর্ম পর্যায় সারণির কোনটির উপর নির্ভর করে?
Ο ক) পর্যায়
Ο খ) গ্রুপ
Ο গ) আকার
Ο ঘ) আয়তন
 সঠিক উত্তর: (খ)

 ২৪৯. পর্যায় সারণিতে জিংক এর অবস্থান কোথায়?
Ο ক) ১ গ্রুপে
Ο খ) ১২ গ্রুপে
Ο গ) ১৩ গ্রুপে
Ο ঘ) ৪ গ্রুপে
 সঠিক উত্তর: (খ)

 ২৫০. পর্যায় সারণির জনক কে?
Ο ক) নিউল্যান্ড
Ο খ) মেন্ডেলিফ
Ο গ) ডোবরিনার
Ο ঘ) প্রাউস
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post