ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ৪: পর্যায় সারণি (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২৫১. অধাতুর অবস্থান পর্যায় সারণির-
Ο ক) ডানদিকে
Ο খ) বামদিকে
Ο গ) মাঝে
Ο ঘ) পুরো পর্যায় সারণিতে
সঠিক উত্তর: (ক)
২৫২. আধুনিক পর্যায় সারণিতে কয়টি গ্রুপ রয়েছে?
Ο ক) ৬টি
Ο খ) ৭টি
Ο গ) ১৫টি
Ο ঘ) ১৮টি
সঠিক উত্তর: (ঘ)
২৫৩. একই শ্রেনীর মৌলসমূহের বেশ মিল দেখা যায়, এর কারণ একই শ্রেণীর মৌলসমূহের-
i. পারমাণবিক সংখ্যা একই
ii. যোজনী একই
iii. ইলেকট্রন বিন্যাস একই ধরনের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৫৪. একটি নতুন মৌলকে পর্যায় সারণিতে স্থান দিতে গেলে নির্ণয় করতে হবে-
i. মৌলটির ইলেকট্রন বিন্যাস
ii. মৌলটির গ্রুপ ও পর্যায়
iii. মৌলটির রাসায়নিক ধর্ম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫৫. পর্যায় সারণিতে ক্ষার ধাতু ও হ্যালোজেন সমূহের সক্রিয়তা পরস্পরের কীরূপ?
Ο ক) সমান
Ο খ) অসমান
Ο গ) বিপরীত
Ο ঘ) একই
সঠিক উত্তর: (গ)
২৫৬. পর্যায় সারণির সত্যিকার ভিত্তি কী?
Ο ক) পারমাণবিক ভর
Ο খ) পারমাণবিক সংখ্যা
Ο গ) ইলেকট্রন বিন্যাস
Ο ঘ) পরমাণুর আকার
সঠিক উত্তর: (গ)
২৫৭. ক্লোরিন এর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ক্ষার ধাতু থেকে-
Ο ক) অনেক কম
Ο খ) অনেক বেশি
Ο গ) একই
Ο ঘ) সামান্য কম
সঠিক উত্তর: (ক)
২৫৮. পর্যায় সারণিতে হাইড্রোজেনের অবস্থান কোন গ্রুপে?
Ο ক) ১ম
Ο খ) ২য়
Ο গ) ৭ম
Ο ঘ) ১৮তম
সঠিক উত্তর: (ক)
২৫৯. K এর পারমাণবিক ভর কত?
Ο ক) ৩৮
Ο খ) ৪০
Ο গ) ৩৯.১
Ο ঘ) ৩৯.৫
সঠিক উত্তর: (গ)
২৬০. কোনটি হ্যালোজেন মৌল?
Ο ক) ব্রোমিন
Ο খ) সালফার
Ο গ) ফসফরাস
Ο ঘ) আয়রন
সঠিক উত্তর: (ক)
২৬১. H2O সংকেতটিতে-
i. অক্সিজেনের জারণ সংখ্যা= -২
ii. হাইড্রোজেনের জারণ সংখ্যা=+১
iii. অক্সিজেনের সংখ্যা=৩
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৬২. 14X মৌলটি-
i. উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট
ii. ধাতুর মত আচরণ করে
iii. অধাতুর মত আচরণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬৩. ক্ষারধাতুর প্রথম আয়নীকরণ শক্তি-
Ο ক) বেশি
Ο খ) কম
Ο গ) তুলনামূলক বেশি
Ο ঘ) খুবই বেশি
সঠিক উত্তর: (খ)
২৬৪. একই ধর্মবিশিষ্ট মৌলকে একই শেণিভুক্ত করা হচ্ছে মৌলের ধর্ম বলতে-
i. ভৌত ধর্মকে বুঝায়
ii. ধাতব ধর্মকে বুঝায়
iii. রাসায়নিক ধর্মকে বুঝায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৬৫. পর্যায় সারণির ৩ নং পর্যায়ে মৌলের সংখ্যা কত?
Ο ক) ২
Ο খ) ৮
Ο গ) ১২
Ο ঘ) ১৮
সঠিক উত্তর: (খ)
২৬৬. পর্যায় সারণির সত্যিকার মুল ভিত্তি কী?
Ο ক) পারমাণবিক সংখ্যা
Ο খ) পারমাণবিক ভর
Ο গ) আপেক্ষিক পারমাণবিক ভর
Ο ঘ) ইলেকট্রন বিন্যাস
সঠিক উত্তর: (ঘ)
২৬৭. অক্টেট পূর্ণ থাকে কোন মৌলটির?
Ο ক) আর্গন
Ο খ) ম্যাঙ্গানিজ
Ο গ) সবল হ্যালোজেন
Ο ঘ) আয়রনের
সঠিক উত্তর: (ক)
২৬৮. ফসফরাসের অবস্থান পর্যায় সারণিতে V শ্রেণীতে, কারণ-
i. ফসফরাসের পরমাণুতে ইলেকট্রনমূহ পাঁচটি স্তরে থাকে
ii. ফসফরাসের পারমাণবিক সংখ্যা ১৫ বা ৫ দ্বারা বিভাজ্য
iii. ফসফরাসের পরমাণুতে সর্বশেষ স্তরে ৫টি ইলেকট্রন আছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৬৯. ২০১২ সালে পর্যন্ত সর্বমোট শনাক্তকৃত মৌলের সংখ্যা কত?
Ο ক) ৯৮টি
Ο খ) ১১২টি
Ο গ) ১১৪টি
Ο ঘ) ১১৮টি
সঠিক উত্তর: (ঘ)
২৭০. পর্যায় সারণিতে পটাসিয়ামের কোন পর্যায়ে?
Ο ক) চতুর্থ পর্যায়ে
Ο খ) তৃতীয় পর্যায়ে
Ο গ) দ্বিতীয় পর্যায়ে
Ο ঘ) পঞ্চম পর্যায়ে
সঠিক উত্তর: (ক)
২৭১. পারমাণবিক স্তরের ভিত্তিতে সাজালে জটিলতা দেখা যায় নিম্বোক্ত কোন দুটি মৌলের?
Ο ক) কোবাল্ট, আয়রন
Ο খ) কোবাল্ট, নিকেল
Ο গ) নিকেল, কপার
Ο ঘ) আয়রন, ম্যাসনিজ
সঠিক উত্তর: (খ)
২৭২. মুদ্রা ধাতু পর্যায় সারণির কত নং গ্রুপে অবস্থিত?
Ο ক) ১০
Ο খ) ১১
Ο গ) ১২
Ο ঘ) ১৩
সঠিক উত্তর: (খ)
২৭৩. সর্বমোট আবিষ্কৃত মৌলের মধ্যে IUPAC স্বীকৃত মৌল কতটি?
Ο ক) ৮৪টি
Ο খ) ৯০টি
Ο গ) ১০৯টি
Ο ঘ) ১১৪টি
সঠিক উত্তর: (ঘ)
২৭৪. প্রথমে আবিষ্কৃত মৌলকে কয় শ্রেণিতে ভাগ করা হয়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
২৭৫. কোন গ্রুপের মৌলসমূহ দ্বি-মৌল অণু তৈরী করে?
Ο ক) মৃৎক্ষার
Ο খ) হ্যালোজেন
Ο গ) চালকোজেন
Ο ঘ) অবস্থান্তর মৌলসমূহ
সঠিক উত্তর: (খ)
২৭৬. পর্যায় সারণিতে একটি মৌলের অবস্থান ২য় গ্রুপে হয় যদি তার-
i. পারমাণবিক ভর ২৪ হয়
ii. পারমাণবিক সংখ্যা দুই হয়
iii. সর্বশেষ শক্তি স্তরে দুটি ইলেকট্রন থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৭৭. কোনটি টেলুরিয়ামে ভর?
Ο ক) 127
Ο খ) 127.6
Ο গ) 126
Ο ঘ) 39
সঠিক উত্তর: (খ)
২৭৮. ১৮৬৯ সালে প্রকাশিত পর্যায় সারণটি-
i. উদ্ভাবনে ম্যান্ডেলিফের অবদান রয়েছে
ii. ভর অনুসারে প্রতি ৪টি মৌল করে সজ্জিত
iii. একই ধর্মবিশিষ্ট বিভিন্ন মৌলের সবশ্রেণীভূক্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৭৯. পর্যায় সারণির মৌলগুলোর মাঝে কোন ধর্মটি সবচেয়ে কম বিদ্যমান?
Ο ক) কঠ্নি
Ο খ) তরল
Ο গ) বায়বীয়
Ο ঘ) তেজস্ক্রিয়তা
সঠিক উত্তর: (খ)
২৮০. ক্ষারধাতু সমূহের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) উচ্চ গলনাঙ্কবিশিষ্ট
Ο খ) নিম্নগলনাঙ্ক বিশিষ্ট
Ο গ) গলনাঙ্ক নেই বললেই চলে
Ο ঘ) গলনাঙ্ক সুপ্তাবস্থায় থাকে
সঠিক উত্তর: (খ)
২৮১. কোনটি মুদ্রা ধাতু?
Ο ক) লিথিয়াম
Ο খ) ক্রোমিয়াম
Ο গ) গোল্ড
Ο ঘ) মার্কারী
সঠিক উত্তর: (গ)
২৮২. মোসলে কোন দেশের বিজ্ঞানী?
Ο ক) রুশ বিজ্ঞানী
Ο খ) জার্মান বিজ্ঞানী
Ο গ) সুইডিস বিজ্ঞানী
Ο ঘ) বৃটিশ বিজ্ঞানী
সঠিক উত্তর: (ঘ)
২৮৩. কোন মৌলটির সর্ববহিঃস্থ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা ৪টি?
Ο ক) হিলিয়াম
Ο খ) ক্লোরিন
Ο গ) আর্গন
Ο ঘ) অক্সিজেন
সঠিক উত্তর: (গ)
২৮৪. পর্যায় সারণির বেশিরভাগ মৌলসমূহ কোন শতাব্দীতে আবিষ্কৃত হয়েছিল?
Ο ক) সপ্তদশ
Ο খ) অষ্টদশ
Ο গ) উনিবংশ
Ο ঘ) বিংশ
সঠিক উত্তর: (খ)
২৮৫. কোন পর্যায় সর্বডান থেকে সর্ববামে গেলে মৌলসমূহের গলনাংক ও স্ফুটনাংকের কী ধরনের পরিবর্তন হয়?
Ο ক) প্রথমে বৃদ্ধি পেলেও পরে হ্রাস পায়
Ο খ) প্রথমে হ্রাস পেলেও পরে বৃদ্ধি পায়
Ο গ) হ্রাসই পেতে থাকে
Ο ঘ) অপরিবর্তনীয় থাকে
সঠিক উত্তর: (খ)
২৮৬. একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে-
i. মৌলের পরমাণুর আকার বৃদ্ধি পায়
ii. মৌলের আয়নিকরণ শক্তি হ্রাস পায়
iii. মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৮৭. আয়োডিনের পারমাণবিক ভর কোনটি?
Ο ক) 96
Ο খ) 112
Ο গ) 114
Ο ঘ) 126.9
সঠিক উত্তর: (ঘ)
২৮৮. পর্যায় সারণির ৫ নং পর্যায়ে কতটি মৌল আছে?
Ο ক) ৮টি
Ο খ) ১০টি
Ο গ) ১৮টি
Ο ঘ) ৩২টি
সঠিক উত্তর: (গ)
২৮৯. অবস্থান্তর মৌলগুলো-
i. রঙিন যৌগ গঠন করে
ii. জটিল যৌগ গঠন করে
iii. পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯০. ‘ত্রয়ী সূত্র’-প্রকাশ করেন কোন বিজ্ঞানী?
Ο ক) নিউল্যান্ড
Ο খ) ডোবেরাইনার
Ο গ) মোসলে
Ο ঘ) ম্যান্ডেলিফ
সঠিক উত্তর: (খ)
২৯১. মৌলটি সম্পর্কিত তথ্য-
i. এটি পোড়ালে সাদা দাগ সৃষ্টি করে
ii. ঠান্ডা পানির সাথে বিক্রিয়া করে না
iii. এটি মৌলটির কার্বনেট যৌগ পানিতে অদ্রবণীয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯২. আলোক সজ্জায় ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) হিলিয়াম
Ο খ) নিয়ন
Ο গ) আর্গন
Ο ঘ) ক্রিপটন
সঠিক উত্তর: (খ)
২৯৩. ক্লোরিনের ভৌত অবস্থা কিরূপ?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) গ্যাসীয়
Ο ঘ) কোলয়েড
সঠিক উত্তর: (গ)
২৯৪. ২,৮ ইলেকট্রন বিন্যাসটি কোন মৌলের?
Ο ক) Na
Ο খ) K
Ο গ) AI
Ο ঘ) Mg+2
সঠিক উত্তর: (ঘ)
২৯৫. প্রস্তরময় অর্থ কী?
Ο ক) শক্ত মাটি
Ο খ) এঁটেল মাটি
Ο গ) কাঁটাময়
Ο ঘ) দোআঁশ মাটি
সঠিক উত্তর: (ক)
২৯৬. সিজিয়াম কোন গ্রুপে অবস্থিত?
Ο ক) গ্রুপ-১৪
Ο খ) গ্রুপ-১৩
Ο গ) গ্রুপ-১৬
Ο ঘ) গ্রুপ-১৫
সঠিক উত্তর: (ঘ)
২৯৭. একটি মৌলের ইলেকট্র্র্ন বিন্যাস ২,৮,২ পর্যায় সারণিতে তার অবস্থান কোথায়?
Ο ক) ৪র্থ পর্যায়ের-২ গ্রুপে
Ο খ) ৫শ পর্যায়ের-২ গ্রুপে
Ο গ) ৩য় পর্যায়ের-২ গ্রুপে
Ο ঘ) ৬ষ্ঠ পর্যায়ের-২ গ্রুপে
সঠিক উত্তর: (গ)
২৯৮. স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস কোনটি?
Ο ক) 2,8,8,3
Ο খ) 2,8,9,2
Ο গ) 2,8,10,1
Ο ঘ) 2,8,11
সঠিক উত্তর: (খ)
২৯৯. সক্রিয়তার সঠিক ক্রম কোনটি?
Ο ক) ফ্লোরিন>ক্লোরিন>ব্রোমিন>আয়োডিন
Ο খ) ক্লোরিন>ফ্লোরিন>আয়োডিন>ব্রোমিন
Ο গ) ব্রোমিন>ক্লোরিন>ফ্লোরিন>আয়োডিন
Ο ঘ) ক্লোরিন>ব্রোমিন>আয়োডিন>ফ্লোরিন
সঠিক উত্তর: (ক)
৩০০. মৌলসমূহকে ক্রববর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজানো হলে প্রতি অস্টম মৌলে ভৌত ও রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটে। এটি কোন সূত্র নামে পরিচিত?
Ο ক) হেলিক্স
Ο খ) ত্রয়ী সূত্র
Ο গ) অষ্টক সূত্র
Ο ঘ) পর্যায় সূত্র
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২৫১. অধাতুর অবস্থান পর্যায় সারণির-
Ο ক) ডানদিকে
Ο খ) বামদিকে
Ο গ) মাঝে
Ο ঘ) পুরো পর্যায় সারণিতে
সঠিক উত্তর: (ক)
২৫২. আধুনিক পর্যায় সারণিতে কয়টি গ্রুপ রয়েছে?
Ο ক) ৬টি
Ο খ) ৭টি
Ο গ) ১৫টি
Ο ঘ) ১৮টি
সঠিক উত্তর: (ঘ)
২৫৩. একই শ্রেনীর মৌলসমূহের বেশ মিল দেখা যায়, এর কারণ একই শ্রেণীর মৌলসমূহের-
i. পারমাণবিক সংখ্যা একই
ii. যোজনী একই
iii. ইলেকট্রন বিন্যাস একই ধরনের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৫৪. একটি নতুন মৌলকে পর্যায় সারণিতে স্থান দিতে গেলে নির্ণয় করতে হবে-
i. মৌলটির ইলেকট্রন বিন্যাস
ii. মৌলটির গ্রুপ ও পর্যায়
iii. মৌলটির রাসায়নিক ধর্ম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫৫. পর্যায় সারণিতে ক্ষার ধাতু ও হ্যালোজেন সমূহের সক্রিয়তা পরস্পরের কীরূপ?
Ο ক) সমান
Ο খ) অসমান
Ο গ) বিপরীত
Ο ঘ) একই
সঠিক উত্তর: (গ)
২৫৬. পর্যায় সারণির সত্যিকার ভিত্তি কী?
Ο ক) পারমাণবিক ভর
Ο খ) পারমাণবিক সংখ্যা
Ο গ) ইলেকট্রন বিন্যাস
Ο ঘ) পরমাণুর আকার
সঠিক উত্তর: (গ)
২৫৭. ক্লোরিন এর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ক্ষার ধাতু থেকে-
Ο ক) অনেক কম
Ο খ) অনেক বেশি
Ο গ) একই
Ο ঘ) সামান্য কম
সঠিক উত্তর: (ক)
২৫৮. পর্যায় সারণিতে হাইড্রোজেনের অবস্থান কোন গ্রুপে?
Ο ক) ১ম
Ο খ) ২য়
Ο গ) ৭ম
Ο ঘ) ১৮তম
সঠিক উত্তর: (ক)
২৫৯. K এর পারমাণবিক ভর কত?
Ο ক) ৩৮
Ο খ) ৪০
Ο গ) ৩৯.১
Ο ঘ) ৩৯.৫
সঠিক উত্তর: (গ)
২৬০. কোনটি হ্যালোজেন মৌল?
Ο ক) ব্রোমিন
Ο খ) সালফার
Ο গ) ফসফরাস
Ο ঘ) আয়রন
সঠিক উত্তর: (ক)
২৬১. H2O সংকেতটিতে-
i. অক্সিজেনের জারণ সংখ্যা= -২
ii. হাইড্রোজেনের জারণ সংখ্যা=+১
iii. অক্সিজেনের সংখ্যা=৩
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৬২. 14X মৌলটি-
i. উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট
ii. ধাতুর মত আচরণ করে
iii. অধাতুর মত আচরণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬৩. ক্ষারধাতুর প্রথম আয়নীকরণ শক্তি-
Ο ক) বেশি
Ο খ) কম
Ο গ) তুলনামূলক বেশি
Ο ঘ) খুবই বেশি
সঠিক উত্তর: (খ)
২৬৪. একই ধর্মবিশিষ্ট মৌলকে একই শেণিভুক্ত করা হচ্ছে মৌলের ধর্ম বলতে-
i. ভৌত ধর্মকে বুঝায়
ii. ধাতব ধর্মকে বুঝায়
iii. রাসায়নিক ধর্মকে বুঝায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৬৫. পর্যায় সারণির ৩ নং পর্যায়ে মৌলের সংখ্যা কত?
Ο ক) ২
Ο খ) ৮
Ο গ) ১২
Ο ঘ) ১৮
সঠিক উত্তর: (খ)
২৬৬. পর্যায় সারণির সত্যিকার মুল ভিত্তি কী?
Ο ক) পারমাণবিক সংখ্যা
Ο খ) পারমাণবিক ভর
Ο গ) আপেক্ষিক পারমাণবিক ভর
Ο ঘ) ইলেকট্রন বিন্যাস
সঠিক উত্তর: (ঘ)
২৬৭. অক্টেট পূর্ণ থাকে কোন মৌলটির?
Ο ক) আর্গন
Ο খ) ম্যাঙ্গানিজ
Ο গ) সবল হ্যালোজেন
Ο ঘ) আয়রনের
সঠিক উত্তর: (ক)
২৬৮. ফসফরাসের অবস্থান পর্যায় সারণিতে V শ্রেণীতে, কারণ-
i. ফসফরাসের পরমাণুতে ইলেকট্রনমূহ পাঁচটি স্তরে থাকে
ii. ফসফরাসের পারমাণবিক সংখ্যা ১৫ বা ৫ দ্বারা বিভাজ্য
iii. ফসফরাসের পরমাণুতে সর্বশেষ স্তরে ৫টি ইলেকট্রন আছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৬৯. ২০১২ সালে পর্যন্ত সর্বমোট শনাক্তকৃত মৌলের সংখ্যা কত?
Ο ক) ৯৮টি
Ο খ) ১১২টি
Ο গ) ১১৪টি
Ο ঘ) ১১৮টি
সঠিক উত্তর: (ঘ)
২৭০. পর্যায় সারণিতে পটাসিয়ামের কোন পর্যায়ে?
Ο ক) চতুর্থ পর্যায়ে
Ο খ) তৃতীয় পর্যায়ে
Ο গ) দ্বিতীয় পর্যায়ে
Ο ঘ) পঞ্চম পর্যায়ে
সঠিক উত্তর: (ক)
২৭১. পারমাণবিক স্তরের ভিত্তিতে সাজালে জটিলতা দেখা যায় নিম্বোক্ত কোন দুটি মৌলের?
Ο ক) কোবাল্ট, আয়রন
Ο খ) কোবাল্ট, নিকেল
Ο গ) নিকেল, কপার
Ο ঘ) আয়রন, ম্যাসনিজ
সঠিক উত্তর: (খ)
২৭২. মুদ্রা ধাতু পর্যায় সারণির কত নং গ্রুপে অবস্থিত?
Ο ক) ১০
Ο খ) ১১
Ο গ) ১২
Ο ঘ) ১৩
সঠিক উত্তর: (খ)
২৭৩. সর্বমোট আবিষ্কৃত মৌলের মধ্যে IUPAC স্বীকৃত মৌল কতটি?
Ο ক) ৮৪টি
Ο খ) ৯০টি
Ο গ) ১০৯টি
Ο ঘ) ১১৪টি
সঠিক উত্তর: (ঘ)
২৭৪. প্রথমে আবিষ্কৃত মৌলকে কয় শ্রেণিতে ভাগ করা হয়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
২৭৫. কোন গ্রুপের মৌলসমূহ দ্বি-মৌল অণু তৈরী করে?
Ο ক) মৃৎক্ষার
Ο খ) হ্যালোজেন
Ο গ) চালকোজেন
Ο ঘ) অবস্থান্তর মৌলসমূহ
সঠিক উত্তর: (খ)
২৭৬. পর্যায় সারণিতে একটি মৌলের অবস্থান ২য় গ্রুপে হয় যদি তার-
i. পারমাণবিক ভর ২৪ হয়
ii. পারমাণবিক সংখ্যা দুই হয়
iii. সর্বশেষ শক্তি স্তরে দুটি ইলেকট্রন থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৭৭. কোনটি টেলুরিয়ামে ভর?
Ο ক) 127
Ο খ) 127.6
Ο গ) 126
Ο ঘ) 39
সঠিক উত্তর: (খ)
২৭৮. ১৮৬৯ সালে প্রকাশিত পর্যায় সারণটি-
i. উদ্ভাবনে ম্যান্ডেলিফের অবদান রয়েছে
ii. ভর অনুসারে প্রতি ৪টি মৌল করে সজ্জিত
iii. একই ধর্মবিশিষ্ট বিভিন্ন মৌলের সবশ্রেণীভূক্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৭৯. পর্যায় সারণির মৌলগুলোর মাঝে কোন ধর্মটি সবচেয়ে কম বিদ্যমান?
Ο ক) কঠ্নি
Ο খ) তরল
Ο গ) বায়বীয়
Ο ঘ) তেজস্ক্রিয়তা
সঠিক উত্তর: (খ)
২৮০. ক্ষারধাতু সমূহের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) উচ্চ গলনাঙ্কবিশিষ্ট
Ο খ) নিম্নগলনাঙ্ক বিশিষ্ট
Ο গ) গলনাঙ্ক নেই বললেই চলে
Ο ঘ) গলনাঙ্ক সুপ্তাবস্থায় থাকে
সঠিক উত্তর: (খ)
২৮১. কোনটি মুদ্রা ধাতু?
Ο ক) লিথিয়াম
Ο খ) ক্রোমিয়াম
Ο গ) গোল্ড
Ο ঘ) মার্কারী
সঠিক উত্তর: (গ)
২৮২. মোসলে কোন দেশের বিজ্ঞানী?
Ο ক) রুশ বিজ্ঞানী
Ο খ) জার্মান বিজ্ঞানী
Ο গ) সুইডিস বিজ্ঞানী
Ο ঘ) বৃটিশ বিজ্ঞানী
সঠিক উত্তর: (ঘ)
২৮৩. কোন মৌলটির সর্ববহিঃস্থ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা ৪টি?
Ο ক) হিলিয়াম
Ο খ) ক্লোরিন
Ο গ) আর্গন
Ο ঘ) অক্সিজেন
সঠিক উত্তর: (গ)
২৮৪. পর্যায় সারণির বেশিরভাগ মৌলসমূহ কোন শতাব্দীতে আবিষ্কৃত হয়েছিল?
Ο ক) সপ্তদশ
Ο খ) অষ্টদশ
Ο গ) উনিবংশ
Ο ঘ) বিংশ
সঠিক উত্তর: (খ)
২৮৫. কোন পর্যায় সর্বডান থেকে সর্ববামে গেলে মৌলসমূহের গলনাংক ও স্ফুটনাংকের কী ধরনের পরিবর্তন হয়?
Ο ক) প্রথমে বৃদ্ধি পেলেও পরে হ্রাস পায়
Ο খ) প্রথমে হ্রাস পেলেও পরে বৃদ্ধি পায়
Ο গ) হ্রাসই পেতে থাকে
Ο ঘ) অপরিবর্তনীয় থাকে
সঠিক উত্তর: (খ)
২৮৬. একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে-
i. মৌলের পরমাণুর আকার বৃদ্ধি পায়
ii. মৌলের আয়নিকরণ শক্তি হ্রাস পায়
iii. মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৮৭. আয়োডিনের পারমাণবিক ভর কোনটি?
Ο ক) 96
Ο খ) 112
Ο গ) 114
Ο ঘ) 126.9
সঠিক উত্তর: (ঘ)
২৮৮. পর্যায় সারণির ৫ নং পর্যায়ে কতটি মৌল আছে?
Ο ক) ৮টি
Ο খ) ১০টি
Ο গ) ১৮টি
Ο ঘ) ৩২টি
সঠিক উত্তর: (গ)
২৮৯. অবস্থান্তর মৌলগুলো-
i. রঙিন যৌগ গঠন করে
ii. জটিল যৌগ গঠন করে
iii. পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯০. ‘ত্রয়ী সূত্র’-প্রকাশ করেন কোন বিজ্ঞানী?
Ο ক) নিউল্যান্ড
Ο খ) ডোবেরাইনার
Ο গ) মোসলে
Ο ঘ) ম্যান্ডেলিফ
সঠিক উত্তর: (খ)
২৯১. মৌলটি সম্পর্কিত তথ্য-
i. এটি পোড়ালে সাদা দাগ সৃষ্টি করে
ii. ঠান্ডা পানির সাথে বিক্রিয়া করে না
iii. এটি মৌলটির কার্বনেট যৌগ পানিতে অদ্রবণীয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯২. আলোক সজ্জায় ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) হিলিয়াম
Ο খ) নিয়ন
Ο গ) আর্গন
Ο ঘ) ক্রিপটন
সঠিক উত্তর: (খ)
২৯৩. ক্লোরিনের ভৌত অবস্থা কিরূপ?
Ο ক) কঠিন
Ο খ) তরল
Ο গ) গ্যাসীয়
Ο ঘ) কোলয়েড
সঠিক উত্তর: (গ)
২৯৪. ২,৮ ইলেকট্রন বিন্যাসটি কোন মৌলের?
Ο ক) Na
Ο খ) K
Ο গ) AI
Ο ঘ) Mg+2
সঠিক উত্তর: (ঘ)
২৯৫. প্রস্তরময় অর্থ কী?
Ο ক) শক্ত মাটি
Ο খ) এঁটেল মাটি
Ο গ) কাঁটাময়
Ο ঘ) দোআঁশ মাটি
সঠিক উত্তর: (ক)
২৯৬. সিজিয়াম কোন গ্রুপে অবস্থিত?
Ο ক) গ্রুপ-১৪
Ο খ) গ্রুপ-১৩
Ο গ) গ্রুপ-১৬
Ο ঘ) গ্রুপ-১৫
সঠিক উত্তর: (ঘ)
২৯৭. একটি মৌলের ইলেকট্র্র্ন বিন্যাস ২,৮,২ পর্যায় সারণিতে তার অবস্থান কোথায়?
Ο ক) ৪র্থ পর্যায়ের-২ গ্রুপে
Ο খ) ৫শ পর্যায়ের-২ গ্রুপে
Ο গ) ৩য় পর্যায়ের-২ গ্রুপে
Ο ঘ) ৬ষ্ঠ পর্যায়ের-২ গ্রুপে
সঠিক উত্তর: (গ)
২৯৮. স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস কোনটি?
Ο ক) 2,8,8,3
Ο খ) 2,8,9,2
Ο গ) 2,8,10,1
Ο ঘ) 2,8,11
সঠিক উত্তর: (খ)
২৯৯. সক্রিয়তার সঠিক ক্রম কোনটি?
Ο ক) ফ্লোরিন>ক্লোরিন>ব্রোমিন>আয়োডিন
Ο খ) ক্লোরিন>ফ্লোরিন>আয়োডিন>ব্রোমিন
Ο গ) ব্রোমিন>ক্লোরিন>ফ্লোরিন>আয়োডিন
Ο ঘ) ক্লোরিন>ব্রোমিন>আয়োডিন>ফ্লোরিন
সঠিক উত্তর: (ক)
৩০০. মৌলসমূহকে ক্রববর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজানো হলে প্রতি অস্টম মৌলে ভৌত ও রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটে। এটি কোন সূত্র নামে পরিচিত?
Ο ক) হেলিক্স
Ο খ) ত্রয়ী সূত্র
Ο গ) অষ্টক সূত্র
Ο ঘ) পর্যায় সূত্র
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Chemistry