ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ৪: পর্যায় সারণি (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. একই পর্যায়ভুক্ত মৌল হলো-
i. ম্যাগনেসিয়াম
ii. অ্যালুমিনিয়াম
iii. ক্যালসিয়াম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫২. আবিষ্কৃত মৌলসমূহের মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় কয়টি?
Ο ক) ৯৬
Ο খ) ৯৭
Ο গ) ৯৮
Ο ঘ) ৯৯
সঠিক উত্তর: (গ)
১৫৩. পর্যায় সারণিতে ১৮ গ্রুপের মৌলের সাধারণ অবস্থা?
i. গ্যাসীয়
ii. নিস্ক্রিয়
iii. অষ্টক পূর্ণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৪. কত সালে পর্যায় সারণি আবিষ্কৃত হয়?
Ο ক) ১৮৮৯
Ο খ) ১৮৭৯
Ο গ) ১৮৬৯
Ο ঘ) ১৮৫৯
সঠিক উত্তর: (গ)
১৫৫. কয়টি মৌলকে প্রাথমিক মৌল নামে অভিহিত করা হয়?
Ο ক) ৮৪
Ο খ) ৮৩
Ο গ) ৮২
Ο ঘ) ৮১
সঠিক উত্তর: (ক)
১৫৬. একই পর্যায়ে যতই ডান দিকে যাওয়া যায় ততই-
i. ধাতু ধনাত্মক পায়
ii. তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল
iii. পরমাণুর আকার খুবই বড়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৫৭. মৌলটির গ্রুপ ও পর্যায় সংখ্যা যথাক্রমে কত?
Ο ক) ১৬.৩
Ο খ) ১৪.২
Ο গ) ১৬.২
Ο ঘ) ১৪.৩
সঠিক উত্তর: (গ)
১৫৮. কোনটিকে অভিজাত ধাতু বলা হয়?
Ο ক) সোনা
Ο খ) লোহা
Ο গ) দস্তা
Ο ঘ) অ্যালুমিনিয়াম
সঠিক উত্তর: (ক)
১৫৯. পর্যায় সারণি উদ্ভাবনে কার অবদান সবচেয়ে বেশি?
Ο ক) মেন্ডেল
Ο খ) মেন্ডেলিফ
Ο গ) অ্যাভোগেন্ড্রো
Ο ঘ) নিউটন
সঠিক উত্তর: (খ)
১৬০. মৌলের পরমাণুর ইলকট্রনের শক্তি স্তরই হল-
Ο ক) পর্যায় সংখ্যা
Ο খ) গ্রুপ সংখ্যা
Ο গ) গ্রুপ + পর্যায় সংখ্যা
Ο ঘ) মৌলের অবস্থান নির্দেশক
সঠিক উত্তর: (ক)
১৬১. পর্যায় সারণিতে তৃতীয় পর্যায়ে মৌল আছে?
Ο ক) ১০টি
Ο খ) ১২টি
Ο গ) ৬টি
Ο ঘ) ৮টি
সঠিক উত্তর: (ঘ)
১৬২. হ্যালোজেনের সক্রিয়তার ক্রম হলো-
Ο ক) F2 >Cl2 >Br2 >I2
Ο খ) F2 >Cl2 >I2 > Br2
Ο গ) Cl2 > F2 >B2 >I2
Ο ঘ) F2 > I2 >Br2 >F2
সঠিক উত্তর: (ক)
১৬৩. পর্যায় সারণিতে নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান কোন গ্রুপে?
Ο ক) ১৮
Ο খ) ১৭
Ο গ) ১৬
Ο ঘ) ১৫
সঠিক উত্তর: (ক)
১৬৪. আর্গনের পারমাণবিক সংখ্যা কত?
Ο ক) 16
Ο খ) 18
Ο গ) 36
Ο ঘ) 54
সঠিক উত্তর: (খ)
১৬৫. Ft, Co, Ni পর্যায় সারণির কোন পর্যায়ে অবস্থিত?
Ο ক) ২য়
Ο খ) ৩য়
Ο গ) ৪র্থ
Ο ঘ) ৫ম
সঠিক উত্তর: (গ)
১৬৬. পর্যায় সারণির মৌলসমূহের বেশির ভাগই কত শতাব্দীতে আবিষ্কৃত হয়েছিল?
Ο ক) ষোড়শ
Ο খ) সপ্তদশ
Ο গ) অষ্টাদশ
Ο ঘ) উনবিংশ
সঠিক উত্তর: (গ)
১৬৭. পর্যায় সারণির কোন পর্যায় এখনও অসম্পূর্ণ?
Ο ক) তৃতীয়
Ο খ) চতুর্থ
Ο গ) ষষ্ঠ
Ο ঘ) ৭ম
সঠিক উত্তর: (ঘ)
১৬৮. নিচের কোনটি পর্যায় সারণির ক্ষার ধাতুসমূহের সাথে অবস্থান করে?
Ο ক) ফ্লোরিন
Ο খ) বোরন
Ο গ) হিলিয়াম
Ο ঘ) হাইড্রোজেন
সঠিক উত্তর: (ঘ)
১৬৯. ক্ষার হল সেই সব ক্ষারক যারা-
Ο ক) পানিতে অদ্রবণীয়
Ο খ) পানিতে দ্রবণীয়
Ο গ) পানিতে দ্রবণীয় ও অদ্রবণীয় হতে পারে
Ο ঘ) অক্সিজেনের সাথে বিক্রিয়া করে
সঠিক উত্তর: (খ)
১৭০. পর্যায় সারণির গ্রুপ ২ এর ক্ষেত্রে-
i. যতই নিচের দিকে যাওয়া যায়, ততই উহপাদের ক্রিয়াশীল বৃদ্ধি পায়
ii. যতই নিচের দিকে যাওয়া যায়, মৌলসমূহের আকার যতই বৃদ্ধি পায়
iii. সক্রিয়তা IA গ্রুপ অপেক্ষা বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭১. একই গ্রুপভুক্ত মৌল হলো- i. নাইট্রোজেন ii. অক্সিজেন iii. সালফার নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৭২. এ পর্যন্ত আবিষ্কৃত মৌলগুলোর মধ্যে কতটি প্রকৃতিতে পাওয়া যায়?
Ο ক) ৯৮টি
Ο খ) ১১২টি
Ο গ) ১১৪টি
Ο ঘ) ১১৮টি
সঠিক উত্তর: (ক)
১৭৩. হ্যালেজেন গোত্রের কোন সদস্যটি পানির সাথে সবচেয়ে তীব্রভাবে বিক্রিয়া করে?
Ο ক) ক্লোরিন
Ο খ) ফ্লুরিন
Ο গ) আয়োডিন
Ο ঘ) ব্রোমিন
সঠিক উত্তর: (খ)
১৭৪. ৬ষ্ঠ পর্যায়ে কতটি মৌল আছে?
Ο ক) ৪টি
Ο খ) ১৮টি
Ο গ) ৩২টি
Ο ঘ) ৪৮টি
সঠিক উত্তর: (গ)
১৭৫. নিস্ক্রিয় গ্যাস কয়টি?
Ο ক) ছয়
Ο খ) সাত
Ο গ) আট
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
১৭৬. অ্যালুমিনিয়ামের অবস্থান পর্যায় সারণিতে ৩য় পর্যায়ে, কারণ-
Ο ক) অ্যালুমিনিয়াম পরমাণুতে ইলকট্রনসমূহ তিনটি স্তরে থাকে
Ο খ) অ্যালুমিনিয়াম পরমাণুর সর্বশেষ স্তরে তিনটি ইলেকট্রন আছে
Ο গ) অ্যালুমিনিয়ামের যোজনী ৩
Ο ঘ) অ্যালুমিনিয়ামের পরমাণবিক ভরকে ৩ দ্বারা ভাগ করা যায়
সঠিক উত্তর: (ক)
১৭৭. নিম্নোক্ত কোনটি মুদ্রা ধাতু নয়?
Ο ক) Cu
Ο খ) Ag
Ο গ) Au
Ο ঘ) Zn
সঠিক উত্তর: (ঘ)
১৭৮. হাইড্রোজেন পরমাণুতে কয়টি ইলেকট্রন আছে?
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (ক)
১৭৯. কোন মৌলটি তিনটি ইলেকট্রন ধনাত্বক আয়ন গঠন করে?
Ο ক) Na
Ο খ) Be
Ο গ) Cu
Ο ঘ) Al
সঠিক উত্তর: (ঘ)
১৮০. কোন মৌলের পারমাণবিক সংখ্যা ৩৬ হলে পর্যায় সারণিতে তার অবস্থান-
i. ৫ম পর্যায় সর্ব বামে
ii. ৪র্থ পর্যায়ে শূণ্য শ্রেণিতে
iii. ৪র্থ পর্যায়ে সর্ব ডানে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৮১. একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধিতে মৌলসমূহের-
i. আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়
ii. ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়
iii. তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮২. পর্যায় সারণির বৈশিষ্ট্যসমূহ হচ্ছে-
i. এটিতে ৭টি পর্যায় ও ১৮ টি গ্রুপ বিদ্যমান
ii. ৬ষ্ঠ ও ৭ম পর্যায়ে ৩২ টি করে মৌল রয়েছে
iii. গ্রুপ -৩ থেকে গ্রুপ-১১ ও এর মধ্যবর্তী মৌলসমুহ অবস্থান্তর মৌল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৩. ক্ষারধাতু তাদের সর্ববহিঃস্থ স্তর থেকে e ত্যাগ করে যে যৌগ গঠন করে তার বন্ধন প্রকৃতি কীরূপ?
Ο ক) সমযোজী
Ο খ) সন্নিবেশ
Ο গ) আয়নিক
Ο ঘ) হাইড্রোজেন
সঠিক উত্তর: (গ)
১৮৪. W মৌলটি কী প্রকৃতির ধাতু?
Ο ক) অবস্থান্তর ধাতু
Ο খ) ক্ষার ধাতু
Ο গ) মৃৎক্ষার ধাতু
Ο ঘ) উপধাতু
সঠিক উত্তর: (ক)
১৮৫. ক্ষার ধাতুর-
i. কেলাস গঠন দুর্বল
ii. গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম
iii. সর্বদাই একযোজী ধনাত্মক আয়ন সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৬. আধুনিক পর্যায় সারণিতে মৌলসমূহের অবস্থান নির্ণয় করা হয়-
i. ইলেকট্রন বিন্যাস অনুসারে
ii. পারমাণবিক ভর অনুসারে
iii. পারমাণবিক সংখ্যা অনুসারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮৭. পর্যায় সারণি বিভক্ত রয়েছে কতকগুলো-
i. অনুভূমিক দাবিতে
ii. ত্রিভুজ ক্ষেত্রে
iii. খাড়া স্তম্ভে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮৮. টেলুরিয়ামের পারমাণবিক সংখ্যা ৫২ হলে পর্যায়সারণিতে এর অবস্থান কোথায়?
Ο ক) গ্রুপ ১০
Ο খ) গ্রুপ ১৭
Ο গ) গ্রুপ ১৬
Ο ঘ) গ্রুপ ১৫
সঠিক উত্তর: (গ)
১৮৯. At এর পারমাণবিক সংখ্যা কত?
Ο ক) 52
Ο খ) 85
Ο গ) 84
Ο ঘ) 35
সঠিক উত্তর: (খ)
১৯০. ক্ষার ধাতুর গলনাঙ্ক পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে কী হয়?
Ο ক) কমে
Ο খ) বাড়ে
Ο গ) অপরিবর্তিত থাকে
Ο ঘ) কোনো নিয়ম মেনে চলে না
সঠিক উত্তর: (ক)
১৯১. মুদ্রা ধাতু হলো- i. তামা ii. দস্তা iii. রূপা নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৯২. মৃৎক্ষার ধাতু বলা হয় কোন শ্রেণীর মৌলসমূহকে?
Ο ক) এক
Ο খ) সতেরো
Ο গ) দুই
Ο ঘ) আঠারো
সঠিক উত্তর: (গ)
১৯৩. অ্যাক্টিনাইড বর্গে কৃত্রিম মৌল কতটি?
Ο ক) ১০ টি
Ο খ) ১১ টি
Ο গ) ১২ টি
Ο ঘ) ১৩ টি
সঠিক উত্তর: (খ)
১৯৪. নৃত্য আরম্ভ হলে কে কম্পিত কন্ঠে গীতের ‘মহড়া’ আরম্ভ করল?
Ο ক) বৃদ্ধ
Ο খ) লেখক
Ο গ) বালক
Ο ঘ) যুবতিরা
সঠিক উত্তর: (ক)
১৯৫. সালফারের ইলেকট্রন বিন্যাস ২,৮,৬ হলে পর্যায়সারণিতে এর অবস্থান কোন পর্যায়ে?
Ο ক) ৬ষ্ঠ পর্যায়ে
Ο খ) ৩য় পর্যায়ে
Ο গ) ২য় পর্যায়ে
Ο ঘ) ৪র্থ পর্যায়ে
সঠিক উত্তর: (খ)
১৯৬. কোন অধাতুটির বর্ণ লাল?
Ο ক) আয়োডিন
Ο খ) ব্রোমিন
Ο গ) ক্লোরিন
Ο ঘ) ফ্লোরিন
সঠিক উত্তর: (খ)
১৯৭. সোডিয়ামে পর্যায় সারণিতে অবস্থান কোথায়?
Ο ক) ১ গ্রুপের তৃতীয় পর্যায়ে
Ο খ) ১৭ গ্রুপের তৃতীয় পর্যায়ে
Ο গ) ১৩ গ্রুপের প্রথম পর্যায়ে
Ο ঘ) ১ গ্রুপের প্রথম পর্যায়ে
সঠিক উত্তর: (ক)
১৯৮. পর্যায় সারণির সর্বশেষ মৌলটির সংকেত কী?
Ο ক) Uus
Ο খ) Uuo
Ο গ) Uut
Ο ঘ) Uup
সঠিক উত্তর: (খ)
১৯৯. কোনটি পর্যায়বৃত্ত ধর্ম?
Ο ক) যোজনী
Ο খ) অম্বলত্ব
Ο গ) দ্রবনীয়তা
Ο ঘ) ক্ষারত্ব
সঠিক উত্তর: (ক)
২০০. পর্যায় সারণি প্রতিষ্ঠায় ‘অষ্টক তত্ত্ব’ ধারণাটি কার?
Ο ক) ডোবরিনার
Ο খ) ম্যান্ডেলিফ
Ο গ) মোসলে
Ο ঘ) নিউল্যান্ড
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. একই পর্যায়ভুক্ত মৌল হলো-
i. ম্যাগনেসিয়াম
ii. অ্যালুমিনিয়াম
iii. ক্যালসিয়াম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫২. আবিষ্কৃত মৌলসমূহের মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় কয়টি?
Ο ক) ৯৬
Ο খ) ৯৭
Ο গ) ৯৮
Ο ঘ) ৯৯
সঠিক উত্তর: (গ)
১৫৩. পর্যায় সারণিতে ১৮ গ্রুপের মৌলের সাধারণ অবস্থা?
i. গ্যাসীয়
ii. নিস্ক্রিয়
iii. অষ্টক পূর্ণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৪. কত সালে পর্যায় সারণি আবিষ্কৃত হয়?
Ο ক) ১৮৮৯
Ο খ) ১৮৭৯
Ο গ) ১৮৬৯
Ο ঘ) ১৮৫৯
সঠিক উত্তর: (গ)
১৫৫. কয়টি মৌলকে প্রাথমিক মৌল নামে অভিহিত করা হয়?
Ο ক) ৮৪
Ο খ) ৮৩
Ο গ) ৮২
Ο ঘ) ৮১
সঠিক উত্তর: (ক)
১৫৬. একই পর্যায়ে যতই ডান দিকে যাওয়া যায় ততই-
i. ধাতু ধনাত্মক পায়
ii. তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল
iii. পরমাণুর আকার খুবই বড়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৫৭. মৌলটির গ্রুপ ও পর্যায় সংখ্যা যথাক্রমে কত?
Ο ক) ১৬.৩
Ο খ) ১৪.২
Ο গ) ১৬.২
Ο ঘ) ১৪.৩
সঠিক উত্তর: (গ)
১৫৮. কোনটিকে অভিজাত ধাতু বলা হয়?
Ο ক) সোনা
Ο খ) লোহা
Ο গ) দস্তা
Ο ঘ) অ্যালুমিনিয়াম
সঠিক উত্তর: (ক)
১৫৯. পর্যায় সারণি উদ্ভাবনে কার অবদান সবচেয়ে বেশি?
Ο ক) মেন্ডেল
Ο খ) মেন্ডেলিফ
Ο গ) অ্যাভোগেন্ড্রো
Ο ঘ) নিউটন
সঠিক উত্তর: (খ)
১৬০. মৌলের পরমাণুর ইলকট্রনের শক্তি স্তরই হল-
Ο ক) পর্যায় সংখ্যা
Ο খ) গ্রুপ সংখ্যা
Ο গ) গ্রুপ + পর্যায় সংখ্যা
Ο ঘ) মৌলের অবস্থান নির্দেশক
সঠিক উত্তর: (ক)
১৬১. পর্যায় সারণিতে তৃতীয় পর্যায়ে মৌল আছে?
Ο ক) ১০টি
Ο খ) ১২টি
Ο গ) ৬টি
Ο ঘ) ৮টি
সঠিক উত্তর: (ঘ)
১৬২. হ্যালোজেনের সক্রিয়তার ক্রম হলো-
Ο ক) F2 >Cl2 >Br2 >I2
Ο খ) F2 >Cl2 >I2 > Br2
Ο গ) Cl2 > F2 >B2 >I2
Ο ঘ) F2 > I2 >Br2 >F2
সঠিক উত্তর: (ক)
১৬৩. পর্যায় সারণিতে নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান কোন গ্রুপে?
Ο ক) ১৮
Ο খ) ১৭
Ο গ) ১৬
Ο ঘ) ১৫
সঠিক উত্তর: (ক)
১৬৪. আর্গনের পারমাণবিক সংখ্যা কত?
Ο ক) 16
Ο খ) 18
Ο গ) 36
Ο ঘ) 54
সঠিক উত্তর: (খ)
১৬৫. Ft, Co, Ni পর্যায় সারণির কোন পর্যায়ে অবস্থিত?
Ο ক) ২য়
Ο খ) ৩য়
Ο গ) ৪র্থ
Ο ঘ) ৫ম
সঠিক উত্তর: (গ)
১৬৬. পর্যায় সারণির মৌলসমূহের বেশির ভাগই কত শতাব্দীতে আবিষ্কৃত হয়েছিল?
Ο ক) ষোড়শ
Ο খ) সপ্তদশ
Ο গ) অষ্টাদশ
Ο ঘ) উনবিংশ
সঠিক উত্তর: (গ)
১৬৭. পর্যায় সারণির কোন পর্যায় এখনও অসম্পূর্ণ?
Ο ক) তৃতীয়
Ο খ) চতুর্থ
Ο গ) ষষ্ঠ
Ο ঘ) ৭ম
সঠিক উত্তর: (ঘ)
১৬৮. নিচের কোনটি পর্যায় সারণির ক্ষার ধাতুসমূহের সাথে অবস্থান করে?
Ο ক) ফ্লোরিন
Ο খ) বোরন
Ο গ) হিলিয়াম
Ο ঘ) হাইড্রোজেন
সঠিক উত্তর: (ঘ)
১৬৯. ক্ষার হল সেই সব ক্ষারক যারা-
Ο ক) পানিতে অদ্রবণীয়
Ο খ) পানিতে দ্রবণীয়
Ο গ) পানিতে দ্রবণীয় ও অদ্রবণীয় হতে পারে
Ο ঘ) অক্সিজেনের সাথে বিক্রিয়া করে
সঠিক উত্তর: (খ)
১৭০. পর্যায় সারণির গ্রুপ ২ এর ক্ষেত্রে-
i. যতই নিচের দিকে যাওয়া যায়, ততই উহপাদের ক্রিয়াশীল বৃদ্ধি পায়
ii. যতই নিচের দিকে যাওয়া যায়, মৌলসমূহের আকার যতই বৃদ্ধি পায়
iii. সক্রিয়তা IA গ্রুপ অপেক্ষা বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭১. একই গ্রুপভুক্ত মৌল হলো- i. নাইট্রোজেন ii. অক্সিজেন iii. সালফার নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৭২. এ পর্যন্ত আবিষ্কৃত মৌলগুলোর মধ্যে কতটি প্রকৃতিতে পাওয়া যায়?
Ο ক) ৯৮টি
Ο খ) ১১২টি
Ο গ) ১১৪টি
Ο ঘ) ১১৮টি
সঠিক উত্তর: (ক)
১৭৩. হ্যালেজেন গোত্রের কোন সদস্যটি পানির সাথে সবচেয়ে তীব্রভাবে বিক্রিয়া করে?
Ο ক) ক্লোরিন
Ο খ) ফ্লুরিন
Ο গ) আয়োডিন
Ο ঘ) ব্রোমিন
সঠিক উত্তর: (খ)
১৭৪. ৬ষ্ঠ পর্যায়ে কতটি মৌল আছে?
Ο ক) ৪টি
Ο খ) ১৮টি
Ο গ) ৩২টি
Ο ঘ) ৪৮টি
সঠিক উত্তর: (গ)
১৭৫. নিস্ক্রিয় গ্যাস কয়টি?
Ο ক) ছয়
Ο খ) সাত
Ο গ) আট
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
১৭৬. অ্যালুমিনিয়ামের অবস্থান পর্যায় সারণিতে ৩য় পর্যায়ে, কারণ-
Ο ক) অ্যালুমিনিয়াম পরমাণুতে ইলকট্রনসমূহ তিনটি স্তরে থাকে
Ο খ) অ্যালুমিনিয়াম পরমাণুর সর্বশেষ স্তরে তিনটি ইলেকট্রন আছে
Ο গ) অ্যালুমিনিয়ামের যোজনী ৩
Ο ঘ) অ্যালুমিনিয়ামের পরমাণবিক ভরকে ৩ দ্বারা ভাগ করা যায়
সঠিক উত্তর: (ক)
১৭৭. নিম্নোক্ত কোনটি মুদ্রা ধাতু নয়?
Ο ক) Cu
Ο খ) Ag
Ο গ) Au
Ο ঘ) Zn
সঠিক উত্তর: (ঘ)
১৭৮. হাইড্রোজেন পরমাণুতে কয়টি ইলেকট্রন আছে?
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (ক)
১৭৯. কোন মৌলটি তিনটি ইলেকট্রন ধনাত্বক আয়ন গঠন করে?
Ο ক) Na
Ο খ) Be
Ο গ) Cu
Ο ঘ) Al
সঠিক উত্তর: (ঘ)
১৮০. কোন মৌলের পারমাণবিক সংখ্যা ৩৬ হলে পর্যায় সারণিতে তার অবস্থান-
i. ৫ম পর্যায় সর্ব বামে
ii. ৪র্থ পর্যায়ে শূণ্য শ্রেণিতে
iii. ৪র্থ পর্যায়ে সর্ব ডানে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৮১. একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধিতে মৌলসমূহের-
i. আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়
ii. ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়
iii. তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮২. পর্যায় সারণির বৈশিষ্ট্যসমূহ হচ্ছে-
i. এটিতে ৭টি পর্যায় ও ১৮ টি গ্রুপ বিদ্যমান
ii. ৬ষ্ঠ ও ৭ম পর্যায়ে ৩২ টি করে মৌল রয়েছে
iii. গ্রুপ -৩ থেকে গ্রুপ-১১ ও এর মধ্যবর্তী মৌলসমুহ অবস্থান্তর মৌল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৩. ক্ষারধাতু তাদের সর্ববহিঃস্থ স্তর থেকে e ত্যাগ করে যে যৌগ গঠন করে তার বন্ধন প্রকৃতি কীরূপ?
Ο ক) সমযোজী
Ο খ) সন্নিবেশ
Ο গ) আয়নিক
Ο ঘ) হাইড্রোজেন
সঠিক উত্তর: (গ)
১৮৪. W মৌলটি কী প্রকৃতির ধাতু?
Ο ক) অবস্থান্তর ধাতু
Ο খ) ক্ষার ধাতু
Ο গ) মৃৎক্ষার ধাতু
Ο ঘ) উপধাতু
সঠিক উত্তর: (ক)
১৮৫. ক্ষার ধাতুর-
i. কেলাস গঠন দুর্বল
ii. গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম
iii. সর্বদাই একযোজী ধনাত্মক আয়ন সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৬. আধুনিক পর্যায় সারণিতে মৌলসমূহের অবস্থান নির্ণয় করা হয়-
i. ইলেকট্রন বিন্যাস অনুসারে
ii. পারমাণবিক ভর অনুসারে
iii. পারমাণবিক সংখ্যা অনুসারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮৭. পর্যায় সারণি বিভক্ত রয়েছে কতকগুলো-
i. অনুভূমিক দাবিতে
ii. ত্রিভুজ ক্ষেত্রে
iii. খাড়া স্তম্ভে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮৮. টেলুরিয়ামের পারমাণবিক সংখ্যা ৫২ হলে পর্যায়সারণিতে এর অবস্থান কোথায়?
Ο ক) গ্রুপ ১০
Ο খ) গ্রুপ ১৭
Ο গ) গ্রুপ ১৬
Ο ঘ) গ্রুপ ১৫
সঠিক উত্তর: (গ)
১৮৯. At এর পারমাণবিক সংখ্যা কত?
Ο ক) 52
Ο খ) 85
Ο গ) 84
Ο ঘ) 35
সঠিক উত্তর: (খ)
১৯০. ক্ষার ধাতুর গলনাঙ্ক পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে কী হয়?
Ο ক) কমে
Ο খ) বাড়ে
Ο গ) অপরিবর্তিত থাকে
Ο ঘ) কোনো নিয়ম মেনে চলে না
সঠিক উত্তর: (ক)
১৯১. মুদ্রা ধাতু হলো- i. তামা ii. দস্তা iii. রূপা নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৯২. মৃৎক্ষার ধাতু বলা হয় কোন শ্রেণীর মৌলসমূহকে?
Ο ক) এক
Ο খ) সতেরো
Ο গ) দুই
Ο ঘ) আঠারো
সঠিক উত্তর: (গ)
১৯৩. অ্যাক্টিনাইড বর্গে কৃত্রিম মৌল কতটি?
Ο ক) ১০ টি
Ο খ) ১১ টি
Ο গ) ১২ টি
Ο ঘ) ১৩ টি
সঠিক উত্তর: (খ)
১৯৪. নৃত্য আরম্ভ হলে কে কম্পিত কন্ঠে গীতের ‘মহড়া’ আরম্ভ করল?
Ο ক) বৃদ্ধ
Ο খ) লেখক
Ο গ) বালক
Ο ঘ) যুবতিরা
সঠিক উত্তর: (ক)
১৯৫. সালফারের ইলেকট্রন বিন্যাস ২,৮,৬ হলে পর্যায়সারণিতে এর অবস্থান কোন পর্যায়ে?
Ο ক) ৬ষ্ঠ পর্যায়ে
Ο খ) ৩য় পর্যায়ে
Ο গ) ২য় পর্যায়ে
Ο ঘ) ৪র্থ পর্যায়ে
সঠিক উত্তর: (খ)
১৯৬. কোন অধাতুটির বর্ণ লাল?
Ο ক) আয়োডিন
Ο খ) ব্রোমিন
Ο গ) ক্লোরিন
Ο ঘ) ফ্লোরিন
সঠিক উত্তর: (খ)
১৯৭. সোডিয়ামে পর্যায় সারণিতে অবস্থান কোথায়?
Ο ক) ১ গ্রুপের তৃতীয় পর্যায়ে
Ο খ) ১৭ গ্রুপের তৃতীয় পর্যায়ে
Ο গ) ১৩ গ্রুপের প্রথম পর্যায়ে
Ο ঘ) ১ গ্রুপের প্রথম পর্যায়ে
সঠিক উত্তর: (ক)
১৯৮. পর্যায় সারণির সর্বশেষ মৌলটির সংকেত কী?
Ο ক) Uus
Ο খ) Uuo
Ο গ) Uut
Ο ঘ) Uup
সঠিক উত্তর: (খ)
১৯৯. কোনটি পর্যায়বৃত্ত ধর্ম?
Ο ক) যোজনী
Ο খ) অম্বলত্ব
Ο গ) দ্রবনীয়তা
Ο ঘ) ক্ষারত্ব
সঠিক উত্তর: (ক)
২০০. পর্যায় সারণি প্রতিষ্ঠায় ‘অষ্টক তত্ত্ব’ ধারণাটি কার?
Ο ক) ডোবরিনার
Ο খ) ম্যান্ডেলিফ
Ο গ) মোসলে
Ο ঘ) নিউল্যান্ড
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Chemistry