এস.এস.সি রসায়ন অধ্যায় - ৪: পর্যায় সারণি (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ৪: পর্যায় সারণি (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১০১. পর্যায় সারণিতে গ্রুপ-২ এর মৌলসমুহের যতই নিচের দিকে যাওয়া যায় য্তই-
i. ইলেকট্রনের একটি নতুন স্তর যুক্ত হয়
ii. আণবিক ব্যসার্ধ বৃদ্ধি পায়
iii. মৌলসমূহের সক্রিয়তা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১০২. ডুবনিয়াম (Db) পারমাণবিক সংখ্যা হলে-
Ο ক) 104
Ο খ) 108
Ο গ) 105
Ο ঘ) 107
 সঠিক উত্তর: (গ)

 ১০৩. সোনার পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয় কত সালে?
Ο ক) 1613
Ο খ) 1887
Ο গ) 1913
Ο ঘ) 1916
 সঠিক উত্তর: (গ)

 ১০৪. পর্যায় সারণির বাম দিকের মৌলগুলো সাধারণত-
Ο ক) অপধাতু
Ο খ) অধাতু
Ο গ) ধাতু
Ο ঘ) মৃৎক্ষার
 সঠিক উত্তর: (গ)

 ১০৫. হ্যালোজেন মৌলগুলোর পর্যায় সারণির কত নং গ্রুপে অবস্থিত?
Ο ক) ১৪
Ο খ) ১৫
Ο গ) ১৬
Ο ঘ) ১৭
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৬. পর্যায় সারণিতে নাইট্রোজেনর অবস্থান কোথায়?
Ο ক) ২য় পর্যায়ের ১৫তম গ্রুপে
Ο খ) ৩য় পর্যায়ের ৫ম গ্রুপে
Ο গ) ৫ম পর্যায়ের ২য় গ্রুপে
Ο ঘ) ৫ম পর্যায়ের ৩য় গ্রুপে
 সঠিক উত্তর: (ক)

 ১০৭. পটাসিয়ামে পারমাণবিক ভর কত?
Ο ক) ১৯
Ο খ) ৩৮
Ο গ) ৩৯
Ο ঘ) ৪০
 সঠিক উত্তর: (গ)

 ১০৮. পর্যায় সারণি প্রতিষ্ঠায় বিজ্ঞানী মেন্ডোলিফের অবদান অনস্বীকার্য। তাঁর নামানুসারে রাখা মৌলটির পারমাণবিক সংখ্যা কত?
Ο ক) ১০০
Ο খ) ১০১
Ο গ) ১০২
Ο ঘ) ১০৩
 সঠিক উত্তর: (খ)

 ১০৯. প্রায় একই ধর্ম বিশিষ্ট মৌল হচ্ছে-
i. সোডিয়াম
ii. পটাসিয়াম
iii. ম্যাগনেসিয়াম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১১০. ক্ষারধাতুসমূহ গলিত অবস্থায়-
Ο ক) বিদ্যুৎ অপরিবাহী
Ο খ) বিদ্যুৎ অর্ধপরিবাহী
Ο গ) বিদ্যু সামান্য পরিবাহী
Ο ঘ) বিদ্যু পরিবাহী
 সঠিক উত্তর: (ঘ)

 ১১১. ‘পালামৌ’ রচনায় যুবতিদের সুরের ঢেউ কোথায় গিয়ে লাগতে লাগল?
Ο ক) সুমুদ্রে
Ο খ) পাহাড়ে
Ο গ) জঙ্গলে
Ο ঘ) অশ্বত্থগাছে
 সঠিক উত্তর: (খ)

 ১১২. অ্যাকটিনাইড বর্গে কয়টি করে মৌল বিদ্যমান?
Ο ক) ১৪ টি
Ο খ) ১৫ টি
Ο গ) ১৮ টি
Ο ঘ) ৩০ টি
 সঠিক উত্তর: (ক)

 ১১৩. পারমাণবিক তত্ত্ব উপস্থাপন করেন?
Ο ক) নীলস বোর
Ο খ) রাদারফোর্ড
Ο গ) মোসলে
Ο ঘ) ডান্টন
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৪. কোনটি নিকৃষ্ট ধাতু?
Ο ক) তামা
Ο খ) দস্তা
Ο গ) সোডিয়াম
Ο ঘ) পটাসিয়াম
 সঠিক উত্তর: (খ)

 ১১৫. কোন মৌলটির পারমাণবিক আকার ছোট?
Ο ক) Na
Ο খ) S
Ο গ) Rb
Ο ঘ) Mg
 সঠিক উত্তর: (খ)

 ১১৬. কোন গ্যাসটি আগুন নিভাতে সাহায্য করে?
Ο ক) H2
Ο খ) N2
Ο গ) O2
Ο ঘ) CO2
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৭. আয়নীকরণ শক্তি বেশি হয়-
Ο ক) মৃৎক্ষার ধাতুর
Ο খ) অধাতুর
Ο গ) মুদ্রাধাতুর
Ο ঘ) হ্যালোজেনের
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৮. কোনটি দ্বারা পর্যায় সারণিতে মৌলের পর্যায় নং নির্ধারণ করা হয়?
Ο ক) সর্ববহিস্থ শক্তিসত্তরের ইলেকট্রন সংখ্যা দ্বারা
Ο খ) মোট ইলেকট্রন সংখ্যা দ্বারা
Ο গ) মৌলের উপস্তরের ইলেকট্রন বিন্যাস দ্বারা
Ο ঘ) মৌলের ইলেকট্রন বিন্যাসের স্তর সংখ্যা দ্বারা
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৯. পর্যায় সারণিতে একটি মৌল একটি মাত্র স্থান দখল করে কেন?
Ο ক) মৌলসমূহের ভর নির্দিষ্ট বলে
Ο খ) প্রতিটি মৌলের পারমাণবিক সংখ্যা নির্দিষ্ট বলে
Ο গ) প্রতিটি মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম নির্দিষ্ট বলে
Ο ঘ) প্রতিটি মৌলের ইলেকট্রন নির্দিষ্ট বলে
 সঠিক উত্তর: (খ)

 ১২০. নিচের কোনটি মুদ্রা ধাতু?
Ο ক) বুবিডিয়াম
Ο খ) সিলভার
Ο গ) আয়রন
Ο ঘ) অ্যালুমিনিয়াম
 সঠিক উত্তর: (খ)

 ১২১. ক্যালসিয়াম মৌলের সাথে কোনটির ধর্মের মিল রয়েছে?
Ο ক) পটাসিয়াম
Ο খ) ম্যাগনেসিয়াম
Ο গ) অ্যালুমিনিয়াম
Ο ঘ) ক্লোরিন
 সঠিক উত্তর: (ক)

 ১২২. ১৭৮৯ সালে কোন বিজ্ঞানী মৌলসমূহকে একটি ক্রমে বিন্যস্ত করেন?
Ο ক) ল্যাভয়সিয়ে
Ο খ) নিউল্যান্ড
Ο গ) লুথার মেয়র
Ο ঘ) ম্যান্ডেলিফ
 সঠিক উত্তর: (ক)

 ১২৩. পরমাণুর সর্ববহিঃস্থ শক্তিস্তরের ইলেকট্রন দ্বারা নির্ণয় করা যায়-
i. গ্রুপ সংখ্যা
ii. পর্যায় সংখ্যা
iii. মৌলের যোজনী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১২৪. পর্যায় সারণির ২ নং গ্রুপের মৌলসমূহ কী ধরনের?
Ο ক) ধাতু
Ο খ) অধাতু
Ο গ) অপধাতু
Ο ঘ) নিষ্ক্রিয় ধাতু
 সঠিক উত্তর: (ক)

 ১২৫. অ্যালুমিনিয়ামের অবস্থান পর্যায় সারণিতে ৩য় পর্যায় এর কারণ কী?
Ο ক) অ্যালুমিনিয়াম পরমাণুতে ইলেকট্রনসমূহ তিনটি স্তরে থাকে
Ο খ) অ্যালুমিনিয়াম পরমাণুর সর্বশেষ স্তরে তিনটি ইলেকট্রন আছে
Ο গ) অ্যালুমিনিয়ামের যোজনী ৩
Ο ঘ) অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভরকে ৩ দ্বারা ভাগ করা যায়
 সঠিক উত্তর: (ক)

 ১২৬. ‘পালামৌ’ রচনায় হাস্য-উপহাস্যের পর কী শুরু হলো?
Ο ক) কান্নাকাটি
Ο খ) মারামারি
Ο গ) খেলাধুলা
Ο ঘ) নাচ
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৭. কোন গ্রুপের মৌলগুলোকে ছুরি দিয়ে কাটা যায়?
Ο ক) ১ নং
Ο খ) ২ নং
Ο গ) ১৭ নং
Ο ঘ) ১৮ নং
 সঠিক উত্তর: (ক)

 ১২৮. কোনটি মৃৎক্ষার ধাতু?
Ο ক) Cu
Ο খ) Zn
Ο গ) Sr
Ο ঘ) Cs
 সঠিক উত্তর: (গ)

 ১২৯. কোন মৌলের পারমাণবিক আকার ছোট?
Ο ক) S
Ο খ) Na
Ο গ) Rb
Ο ঘ) Mg
 সঠিক উত্তর: (ক)

 ১৩০. তেজস্ক্রিয় নিস্ক্রিয় গ্যাস কোনটি?
Ο ক) আর্গন
Ο খ) নিয়ন
Ο গ) জেনন
Ο ঘ) রেডন
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩১. সিজিয়ামের ইলেকট্রন বিন্যাস কোনটি?
Ο ক) 2,8,18,,8,1
Ο খ) 2,8,18,18,8,1
Ο গ) 2,8,32,8,5
Ο ঘ) 2,8,8,32,5
 সঠিক উত্তর: (খ)

 ১৩২. কোনটিকে নিকৃষ্ট ধাতু বলা হয়?
Ο ক) রূপা
Ο খ) লোহা
Ο গ) সোনা
Ο ঘ) তামা
 সঠিক উত্তর: (খ)

 ১৩৩. অষ্টক তত্ত্ব প্রদান করেন?
Ο ক) জন নিউল্যান্ড
Ο খ) ম্যান্ডেলিফ
Ο গ) লুথার মেয়ার
Ο ঘ) মেয়ার
 সঠিক উত্তর: (ক)

 ১৩৪. অধাতু সমূহের গলনাঙ্ক ধাতু অপেক্ষা কীরূপ?
Ο ক) বেশি হয়
Ο খ) কম হয়
Ο গ) প্রায় সমান হয়
Ο ঘ) খুবই নগণ্য হয়
 সঠিক উত্তর: (খ)

 ১৩৫. পটাসিয়ামের অবস্থান পর্যায় সারণির ৪র্থ পর্যায়ে-
i. পটাসিয়াম পরমাণুতে ইলেকট্রনসমূহ চারটি স্তরে থাকে
ii. পটাসিয়ামের যোজনী এক
iii. পটাসিয়াম পরমাণুর সর্বশেষ স্তরে ইলেকট্রন আছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৬. হ্যালোজেন মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের কিরূপ পরিবর্তন ঘটে?
Ο ক) হ্রাস পায়
Ο খ) বৃদ্ধি পায়
Ο গ) একই থাকে
Ο ঘ) অনিয়মিত পরিবর্তন ঘটে
 সঠিক উত্তর: (খ)

 ১৩৭. ক্ষার ধাতুর মধ্যে ধাতব বন্ধন খুবই-
Ο ক) সবল
Ο খ) মাঝারি শক্তির
Ο গ) দুর্বল
Ο ঘ) কম সবল
 সঠিক উত্তর: (গ)

 ১৩৮. হ্যালোজেনসমূহ-
Ο ক) ধাতব মৌল
Ο খ) অপধাতব মৌল
Ο গ) মুদ্রাধাতব মৌল
Ο ঘ) অধাতব মৌল
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৯. Ne মৌলটি পর্যায় সারণিরে শূণ্য গ্রুপে অবস্থিত কারণ-
i. বহিঃস্থ সেল ইলেকট্রন দ্বারা অষ্টকপূর্ণ
ii. ইলেকট্রন বিন্যাস কোনো স্তরে বিভক্ত হয় নি
iii. বহিঃস্থ সেলে ইলেকট্রন সংখ্যা ৮
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৪০. আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা (IUPAC) কতটি মৌলকে স্বীকৃতি দিয়েছে?
Ο ক) ৯৮টি
Ο খ) ১১২টি
Ο গ) ১১৪টি
Ο ঘ) ১১৮টি
 সঠিক উত্তর: (গ)

 ১৪১. Na থেকে Ar পর্যন্ত মৌলগুলোর ইলকট্রন বিন্যাসে কয়টি করে শক্তিস্তরে আছে?
Ο ক) দুইটি
Ο খ) চারটি
Ο গ) তিনটি
Ο ঘ) ছয়টি
 সঠিক উত্তর: (গ)

 ১৪২. A= 1s2 2s2 2p6 3s2 3p6 3d3 4s2 মৌলটি পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত?
Ο ক) Group-2
Ο খ) Group-5
Ο গ) Group-11
Ο ঘ) Group-13
 সঠিক উত্তর: (খ)

 ১৪৩. কোনটি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস?
Ο ক) 2,8
Ο খ) 2,8,1
Ο গ) 2,8,8,1
Ο ঘ) 2,8,8,2
 সঠিক উত্তর: (খ)

 ১৪৪. Kr-এর ইলেকট্রন বিন্যাস কোনটি?
Ο ক) 2,8,18,8
Ο খ) 2,8,8
Ο গ) 2,8
Ο ঘ) 2,8,8,8
 সঠিক উত্তর: (ক)

 ১৪৫. জাকগাড়ি কী?
Ο ক) দ্রুতগামী গাড়ি
Ο খ) চিঠিপত্র বহনকারী গাড়ি
Ο গ) ময়লা ফেলার গাড়ি
Ο ঘ) মালগাড়ি
 সঠিক উত্তর: (খ)

 ১৪৬. হ্যালোজেনসমূহ সাধারণত-
Ο ক) এক পরমাণুক
Ο খ) ত্রি-পরমাণুক
Ο গ) দ্বি-পরমাণুক
Ο ঘ) অ-পরমাণুক
 সঠিক উত্তর: (গ)

 ১৪৭. পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস ও ক্ষার দ্রবণ তৈরি করে?
Ο ক) মৃতক্ষার ধাতু
Ο খ) ক্ষার ধাতু
Ο গ) মুদ্রাধাতু
Ο ঘ) হ্যালোজেনসমূহ
 সঠিক উত্তর: (খ)

 ১৪৮. কোন মৌলে গ্রুপ সংখ্যা সমান হয়?
Ο ক) মৌলের সর্বমোট ইলেকট্রন সংখ্যা
Ο খ) পারমাণবিক সংখ্যার
Ο গ) মৌলের সর্বশেষ স্তরের ইলেকট্রন সংখ্যা
Ο ঘ) ইলেকট্রন বিন্যাসের উপর
 সঠিক উত্তর: (গ)

 ১৪৯. মৃৎক্ষার ধাতুর সাথে হ্যালোজেনের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?
Ο ক) হাইড্রাইড
Ο খ) হ্যালোজেন গ্যাস
Ο গ) ধাতব হ্যালাইড
Ο ঘ) লবণ ও পানি
 সঠিক উত্তর: (গ)

 ১৫০. হ্যালেজেনসমূহের রাসায়নিক ক্রিয়ায়-
i. ফ্লোরিন নিম্ন তাপমাত্রায় এবং অন্ধকারেও বিস্ফোরণ সহকারে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়
ii. ক্লোরিন ও হাইড্রোজেনের বিক্রিয়া একটু উচ্চ তাপমাত্রায় হয়
iii. আয়োডিন ও হাইড্রোজেনের বিক্রিয়া তাপ ও প্রভাবক প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post