এস.এস.সি রসায়ন অধ্যায় - ১১: খনিজ সম্পদ-জীবাশ্ম (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ১১: খনিজ সম্পদ-জীবাশ্ম (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. দ্বিবন্ধনের সবচেয়ে ভালো ব্যাখ্যা হলো –
Ο ক) দুইটি σ বন্ধন এবং একটি π বন্ধন
Ο খ) দুটি π বন্ধন এবং একটি σ বন্ধন
Ο গ) একটি σ বন্ধন এবং একটি π বন্ধন
Ο ঘ) তিনটি σ বন্ধন
 সঠিক উত্তর: (গ)

 ৫২. H2C=CH2 যৌগটির দ্বি-বন্ধন –
i. একটি শক্তিশালী সমযোজী বন্ধন
ii. ক্লোরিন দ্বারা সহজে আক্রান্ত হয়
iii. যুত বিক্রিয়ার মাধ্যমে একক বন্ধনে পরিণত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৫৩. CH4+O2→CO2+H2O; বিক্রিয়াটি –
i. একটি তাপহারী বিক্রিয়া
ii. একটি দহন বিক্রিয়া
iii. রান্নার সময় সংঘটিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৫৪. আন্তর্জাতিক পদ্ধতিতে সম্পৃক্ত হাইড্রোকার্বনকে কী বলা হয়?
Ο ক) অ্যালডিহাইড
Ο খ) অ্যালকেন
Ο গ) অ্যালকিন
Ο ঘ) অ্যালকাইন
 সঠিক উত্তর: (খ)

 ৫৫. অ্যালকাইনের সমগোত্রীয় শ্রেণির –
i. প্রথম তিনটি সদস্য (C2-C4) গ্যাসীয়
ii. পরবর্তী সাতটি সদস্য (C5-C11) তরল
iii. প্রথম তিনটি সদস্য (C2-C4) কঠিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৫৬. পেট্রোলিয়ামের ন্যাপথা নামক অংশে কার্বন থাকে –
Ο ক) 7-14টি
Ο খ) 6-14টি
Ο গ) 7-12টি
Ο ঘ) 7-15টি
 সঠিক উত্তর: (ক)

 ৫৭. রাস্তা তৈরিতে ব্যবহৃত হয় –
Ο ক) বিটুমিন
Ο খ) লুব্রিকেটিং তেল
Ο গ) ন্যাপথা
Ο ঘ) প্যারাফিন
 সঠিক উত্তর: (ক)

 ৫৮. R – CH = CH2 + HBr → R – CH2 – CH2 – Br; বিক্রিয়াটিতে –
i. সংযোজন ঘটে
ii. অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়
iii. R = H হলে বিক্রিয়ক হবে ইথিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৯. ইথিন প্রস্তুত করা যায় –
i. পেট্রোলিয়াম হতে প্রাপ্ত উচ্চতর অ্যালকেনকে বিয়োজন করে
ii. ইথানল হতে গাঢ় H2SO4 দ্বারা পানি অপসারণ করে
iii. ইথানলকে Al2O3-এর উপস্থিতিতে উত্তপ্ত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬০. প্লাস্টিককে নন বায়োডিগ্রেডেবল পদার্থ বলা হয় কেন?
Ο ক) সহজে পরিবহনযোগ্য নয় বলে
Ο খ) ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয় না বলে
Ο গ) ওজনে খুব হালকা বলে
Ο ঘ) বিদ্যুৎ অপরিবাহী বলে
 সঠিক উত্তর: (খ)

 ৬১. Petroleum শব্দের অর্থ কী?
Ο ক) শিলা তেল
Ο খ) মধ্যম তেল
Ο গ) লঘু তেল
Ο ঘ) বিটুমিন
 সঠিক উত্তর: (ক)

 ৬২. 15000C তাপে অক্সিজেন যোগে মিথেনের নিয়ন্ত্রিত জারণে ইথাইনের সব উৎপাদ হচ্ছে –
i. কার্বন ডাইঅক্সাইড
ii. কার্বন মনোক্সাইড
iii. হাইড্রোজেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৬৩. জৈব যৌগের অসম্পৃক্ততা কোন পদার্থ দ্বারা নির্ণীত হয়?
Ο ক) Br2
Ο খ) CH3COOH
Ο গ) He
Ο ঘ) H2CO3
 সঠিক উত্তর: (ক)

 ৬৪. অ্যালকিন কেমন পদার্থ?
Ο ক) দাহ্য
Ο খ) অ্যাসক্তিহীন
Ο গ) গ্যাসীয়
Ο ঘ) একক বন্ধন যুক্ত
 সঠিক উত্তর: (ক)

 ৬৫. নিচের কোনটি গ্রিন হাউজ গ্যাস নামে পরিচিত?
Ο ক) CO2
Ο খ) H2S
Ο গ) CO
Ο ঘ) NH3
 সঠিক উত্তর: (ক)

 ৬৬. অ্যালকিনের কোন বন্ধনটি বেশি শক্তিশালী?
Ο ক) প্রথম
Ο খ) দ্বিতীয়
Ο গ) তৃতীয়
Ο ঘ) সবগুলো সমান
 সঠিক উত্তর: (ক)

 ৬৭. CH4 + 2O2 = A + 2H2O + তাপ। A =?
Ο ক) CO
Ο খ) CO2
Ο গ) C
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (খ)

 ৬৮. রাস্তা তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) গ্যাসোলিন
Ο খ) ন্যাপথা
Ο গ) লুব্রিকেটিং তেল
Ο ঘ) বিটুমিন
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৯. কোনটি থার্মোপ্লাস্টিক পলিমার নয়?
Ο ক) বাকেলাইট
Ο খ) পলিথিন
Ο গ) পলিপ্রোপিন
Ο ঘ) PVC
 সঠিক উত্তর: (ক)

 ৭০. পলিইথানলের পানিতে দ্রবণীয়তা কোনটির উপর নির্ভর করে?
Ο ক) কার্বন পরমাণুর সংখ্যা
Ο খ) n এর মান
Ο গ) হাইড্রোজেন পরমাণুর সংখ্যা
Ο ঘ) হাইড্রক্সিল মূলকের সংখ্যা
 সঠিক উত্তর: (খ)

 ৭১. অপরিশোধিত পেট্রোলিয়ামকে কী বলে?
Ο ক) তরল সোনা
Ο খ) বাদামি সোনা
Ο গ) কঠিন সোনা
Ο ঘ) খাঁটি সোনা
 সঠিক উত্তর: (ক)

 ৭২. অ্যারোমেটিক যৌগসমূহ কয় সদস্যের সমতলীয় চক্রীয় যৌগ?
Ο ক) ৫
Ο খ) ৬
Ο গ) ৭
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৩. কেরোসিনের পাতন তাপমাত্রা কত?
Ο ক) 121-1700C
Ο খ) 175-2750C
Ο গ) 240-4000C
Ο ঘ) 270-4000C
 সঠিক উত্তর: (ক)

 ৭৪. ইথানলের সাথে গাঢ় H2SO4 এর বিক্রিয়ার ফলে কী উৎপন্ন হয়?
Ο ক) ইথার
Ο খ) ডাই-ইথাইল সালফেট
Ο গ) মিথিলিন
Ο ঘ) ইথিলিন
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৫. ফরমালডিহাইড ব্যবহৃত হয় –
i. পচন নিবারক ও জীবাণুনাশকরূপে
ii. প্লাস্টিক ও চামড়া শিল্পে
iii. প্রাণিদেহ সংরক্ষণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৬. কোনটি গ্লুকোজের পলিমার?
Ο ক) সেলুলোজ
Ο খ) প্রোপিন
Ο গ) ইনসুলিন
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (ক)

 ৭৭. পানির পাইপ তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) নাইলন
Ο খ) PVC
Ο গ) পলিথিন
Ο ঘ) টেফলন
 সঠিক উত্তর: (খ)

 ৭৮. ইথানলের নিরুদনের মাধ্যমে পাওয়া যায় –
Ο ক) প্রোপিন
Ο খ) মিথেন
Ο গ) ইথিন
Ο ঘ) বিউটিন
 সঠিক উত্তর: (গ)

 ৭৯. প্যারাফিন অর্থ কী?
Ο ক) আসক্তি সম্পন্ন
Ο খ) আসক্তিহীন
Ο গ) নিষ্ক্রিয়
Ο ঘ) সাশ্রীয়
 সঠিক উত্তর: (খ)

 ৮০. পাইরোলিগনিয়াস এসিডে থাকে –
i. 4-10% ইথানয়িক এসিড
ii. 2-6% মিথানল
iii. আলকাতরা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৮১. অ্যালকাইল হ্যালাইড ও সোডিয়াম হাইড্রোঅক্সাইডের বিক্রিয়ায় নিচের কোনটি উৎপন্ন হয়?
Ο ক) অ্যালডিহাইড
Ο খ) জৈব এসিড
Ο গ) অ্যালকোহল
Ο ঘ) অ্যালকিন
 সঠিক উত্তর: (গ)

 ৮২. কোনটি ঘনীভবন পলিমার?
Ο ক) প্যারালডিহাইড
Ο খ) ডেরলিন
Ο গ) ট্রাই অক্সান
Ο ঘ) ফরমিকা
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৩. নিচের কোনটি অ্যালডিহাইড?
Ο ক) CH3CHO
Ο খ) CH3COOH
Ο গ) CH3-OH
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (ক)

 ৮৪. প্লাস্টিকের বৈশিষ্ট্য হলো –
i. দামে সস্তা
ii. রাসায়নিক পদার্থের সাথে বিক্রিয়া করে না
iii. ওজনে হালকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৫. হাইড্রোকার্বনের শ্রেণিবিভাগ কোনটি?
Ο ক) অ্যালিফ্যাটিক ও অ্যারোম্যাটিক
Ο খ) সম্পৃক্ত ও অসম্পৃক্ত
Ο গ) বদ্ধ শিকল ও মুক্ত শিকল
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (ক)

 ৮৬. আমাদের দেশে প্রাকৃতিক গ্যাস পাওয়ার পূর্বে কীভাবে অ্যালকেন প্রস্তুত করা হত?
Ο ক) কেরোসিনকে পাইরোলাইসিস করে
Ο খ) ডিজেল তেলকে পাইরোলাইসিস করে
Ο গ) লুব্রিকেটিং তেলকে পাইরোলাইসিস করে
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (ক)

 ৮৭. ভিনেগারে কত শতাংশ ইথানয়িক এসিড থাকে?
Ο ক) 6-10%
Ο খ) 6-8%
Ο গ) 5-10%
Ο ঘ) 6-12%
 সঠিক উত্তর: (ক)

 ৮৮. জিওলাইটসে কোন মৌলটি থাকে?
Ο ক) আয়রন
Ο খ) সিলিকন
Ο গ) কার্বন
Ο ঘ) নাইট্রোজেন
 সঠিক উত্তর: (খ)

 ৮৯. ডেলরিন কী দিয়ে তৈরি?
Ο ক) মিথান্যাল
Ο খ) ইথান্যাল
Ο গ) প্রোপান্যাল
Ο ঘ) বিউটান্যাল
 সঠিক উত্তর: (ক)

 ৯০. অ্যালকাইন এক অণু হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে নিচের কোনটি উৎপন্ন করে?
Ο ক) অ্যালকেন
Ο খ) অ্যালকিন
Ο গ) অ্যালডিহাইড
Ο ঘ) অ্যালকোহল
 সঠিক উত্তর: (খ)

 ৯১. প্রাকৃতিক গ্যাস কিসের উপর জমা হয়?
Ο ক) কয়লা
Ο খ) তেল
Ο গ) খনিজ লবণ
Ο ঘ) মৃত উদ্ভিদ দেহ
 সঠিক উত্তর: (খ)

 ৯২. অ্যারোমেটিক হাইড্রোকার্বনের অন্য নাম কী?
Ο ক) প্যারাফিন
Ο খ) ক্রেসল
Ο গ) বেনজিন
Ο ঘ) অ্যারিন
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৩. কোন দুটি শব্দের সমন্বয়ে Paraffin শব্দটি গঠিত?
Ο ক) Paraf ও fin
Ο খ) Parum ও affinis
Ο গ) Paraf ও affinity
Ο ঘ) Parum ও affection
 সঠিক উত্তর: (খ)

 ৯৪. জাহাজের জ্বালানি হিসেবে ব্যবহার হয় –
Ο ক) ডিজেল তেল ও জ্বালানি তেল
Ο খ) লুব্রিকেটিং তেল ও জ্বালানি তেল
Ο গ) ডিজেল তেল ও লুব্রিকেটিং তেল
Ο ঘ) মোবিল
 সঠিক উত্তর: (ক)

 ৯৫. কৃত্রিম পলিমার দিয়ে কোনটি তৈরি করা হয় না?
Ο ক) রশি
Ο খ) দাঁতের ব্রাশ
Ο গ) নাইলন
Ο ঘ) উল এর কাপড়
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৬. কয়লার ভৌত অবস্থা কীরূপ?
Ο ক) তরল
Ο খ) কঠিন
Ο গ) ঘন তরল
Ο ঘ) গ্যাস
 সঠিক উত্তর: (খ)

 ৯৭. মিথান্যালের 40% জলীয় দ্রবণকে কী বলে?
Ο ক) হেক্সামিন
Ο খ) ফরমালিন
Ο গ) ইউরোট্রপিন
Ο ঘ) অ্যানিলিন
 সঠিক উত্তর: (খ)

 ৯৮. কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন নয়?
Ο ক) অ্যালকিন
Ο খ) অ্যালকাইন
Ο গ) অ্যালকেন
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (গ)

 ৯৯. অ্যালকোহলসমূহের সাধারণ সংকেত হচ্ছে –
Ο ক) CnH2n+2
Ο খ) -CH2
Ο গ) CnH2n+1OH
Ο ঘ) C4H10
 সঠিক উত্তর: (গ)

 ১০০. কোনটি উপস্থিতির জন্য অ্যালকিন যুত বিক্রিয়া প্রদর্শন করে?
Ο ক) কার্বন-কার্বন একক বন্ধন
Ο খ) কার্বন-কার্বন দ্বিবন্ধন
Ο গ) কার্বন-কার্বন σ-বন্ধন
Ο ঘ) কার্বন-হাইড্রোজেন σ-বন্ধন
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post