এস.এস.সি রসায়ন অধ্যায় - ১১: খনিজ সম্পদ-জীবাশ্ম (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ১১: খনিজ সম্পদ-জীবাশ্ম (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১০১. জিওলাইটস হলো –
i. একটি প্রভাবক
ii. ঋণাত্মক আধানবিশিষ্ট জৈব যৌগ
iii. অ্যালুমিনিয়াম, সিলিকন ও অক্সি পরমাণুবিশিষ্ট বৃহৎ ল্যাটিস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১০২. নিচের উক্তিগুলো লক্ষ কর –
i. অ্যালকাইনসমূহ ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন
ii. অ্যালকাইনসমূহের ক্ষুদ্রতম সদস্য ইথাইন
iii. অ্যালকিনের ডিহাইড্রোজেনেশনের মাধ্যমে অ্যালকাইন পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৩. অ্যালকিনের সাথে হাইড্রোজেন যুক্ত হলে কী প্রভাবক হিসেবে কাজ করে?
Ο ক) Ni
Ο খ) V2O5
Ο গ) MnO2
Ο ঘ) LiAlH4
 সঠিক উত্তর: (ক)

 ১০৪. অ্যালকিন শ্রেণির ক্ষুদ্রতম ও সরল সদস্য কোনটি?
Ο ক) ইথিন
Ο খ) প্রোপিন
Ο গ) বিউটিন
Ο ঘ) হেক্সিন
 সঠিক উত্তর: (ক)

 ১০৫. গ্লাসিয়াল অ্যাসিটিক এসিডের সংকেত কী?
Ο ক) HCOOH
Ο খ) CH3CHO
Ο গ) CH3COOH
Ο ঘ) CH3
 সঠিক উত্তর: (গ)

 ১০৬. ইথানলে বিষাক্ত মিথানল যোগ করে মেথিলেটেড স্পিরিট তৈরি করা হয় কেন?
Ο ক) পানের যোগ্য এবং শুল্ক মুক্ত করার জন্য
Ο খ) পানের অযোগ্য ও শুল্ক মুক্ত করার জন্য
Ο গ) উৎকৃষ্ট দ্রাবক তৈরি করার জন্য
Ο ঘ) দামে সস্তা বার্নিশের দ্রাবক তৈরির জন্য
 সঠিক উত্তর: (খ)

 ১০৭. অংশ কলামের 271-3400C তাপমাত্রা অহ্চল থেকে পৃথকীকৃত ১ম অংশকে বলে –
Ο ক) লুব্রিকেটিং তেল
Ο খ) জ্বালানি তেল
Ο গ) কেরোসিন
Ο ঘ) ডিজেল তেল
 সঠিক উত্তর: (ক)

 ১০৮. HDPE আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
Ο ক) কার্ল ম্যাক্স
Ο খ) কার্ল জিগলার
Ο গ) ফ্রেডরিথ ভোলার
Ο ঘ) কোব
 সঠিক উত্তর: (খ)

 ১০৯. চিনিকে ঈস্ট এর সাথে গাঁজন ঘটালে ইথাইল অ্যালকোহলের সাথে আর কোন গ্যাস উৎপন্ন হয়?
Ο ক) H2
Ο খ) O2
Ο গ) N2
Ο ঘ) CO2
 সঠিক উত্তর: (ঘ)

 ১১০. অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে কত ভাগে ভাগ করা যায়?
Ο ক) ৩ ভাগে
Ο খ) ২ ভাগে
Ο গ) ৪ ভাগে
Ο ঘ) ৫ ভাগে
 সঠিক উত্তর: (খ)

 ১১১. চাক্রিক হাইড্রোকার্বনের কার্বন শিকলের ক্ষেত্রে –
i. কোনো মুক্ত শিকল থাকে না
ii. π-বন্ধন উপস্থিত থাকতে পারে
iii. সঞ্চারণশীল-π ইলেকট্রন থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১১২. প্রাকৃতিক গ্যাসের বর্ণ কীরূপ?
Ο ক) কালো
Ο খ) পার্পেল
Ο গ) বাদামি
Ο ঘ) বর্ণহীন
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৩. কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন?
Ο ক) মিথেন
Ο খ) ইথিন
Ο গ) প্রোপিন
Ο ঘ) বিউটাইন
 সঠিক উত্তর: (ক)

 ১১৪. উচ্চ ঘনত্বের পলিথিন তৈরিতে ব্যবহৃত তাপ ও চাপ কত?
Ο ক) 2000C ও 2 atm
Ο খ) 600C ও 1 atm
Ο গ) 1000C ও 1 atm
Ο ঘ) 600C ও 2 atm
 সঠিক উত্তর: (খ)

 ১১৫. বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে শতকরা কত ভাগ মিথেন থাকে?
Ο ক) 90 ভাগ
Ο খ) 99.99 ভাগ
Ο গ) 80 ভাগ
Ο ঘ) 100 ভাগ
 সঠিক উত্তর: (খ)

 ১১৬. ভিকস্ –
i. এক ধরনের মলম
ii. রাসায়নিকভাবে খুবই সক্রিয়
iii. তরল ও কঠিন মোমের মিশ্রণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১১৭. টেরিলিন –
i. একটি পলিএস্টার
ii. রাসায়নিক তন্তু যা ঘনীভবন পলিমার করণে সৃষ্ট
iii. একটি পলিমার যার চাহিদা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৮. স্ফুটনাঙ্ক বৃদ্ধি অনুসারে সঠিক ক্রম হলো –
i. C5H126H147H16
ii. C7H166H145H12
iii. C3H84H105H12
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১১৯. হেক্সাডেকেনের স্ফুটনাঙ্ক কত?
Ο ক) 3430C
Ο খ) 690C
Ο গ) 1350C
Ο ঘ) 360C
 সঠিক উত্তর: (গ)

 ১২০. বন্ধনের প্রকৃতি অনুসারে সরল ও শাখায়িত হাইড্রোকার্বন কত প্রকার?
Ο ক) 2
Ο খ) 3
Ο গ) 4
Ο ঘ) 5
 সঠিক উত্তর: (ক)

 ১২১. নিচের কোনটি প্যারাফিন নামে পরিচিত?
Ο ক) অ্যালকিন
Ο খ) অ্যালকাইন
Ο গ) অ্যালকেন
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (গ)

 ১২২. কোনটি তৈরিতে মার্জারিন ব্যবহৃত হয়?
Ο ক) মাখন
Ο খ) মোম
Ο গ) ভিকস
Ο ঘ) প্লাস্টিক
 সঠিক উত্তর: (ক)

 ১২৩. শিকল বিক্রিয়া –
i. মিথেন থেকে CCl4 উৎপাদনের ক্ষেত্রে ঘটে
ii. অ্যালকিনে ঘটে
iii. সহজে নিয়ন্ত্রণ করা যায় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১২৪. ফরমালিনে আয়তন হিসেবে শতকরা কত ভাগ মিথান্যাল থাকে?
Ο ক) 20%
Ο খ) 30%
Ο গ) 40%
Ο ঘ) 50%
 সঠিক উত্তর: (গ)

 ১২৫. জৈব দ্রাবকে কার্বক্সিলিক এসিডসমূহ কী হিসেবে থাকে?
Ο ক) ডাইমার
Ο খ) পলিমার
Ο গ) ট্রাইমার
Ο ঘ) টেট্রামার
 সঠিক উত্তর: (ক)

 ১২৬. প্রভাবকসহ নিম্নচাপ ও তাপে হাইড্রোকার্বনের বিযোজনকে কী বলে?
Ο ক) তাপীয় বিযোজন
Ο খ) তাপীয় সংযোজন
Ο গ) প্রভাবকীয় প্রতিস্থাপন
Ο ঘ) প্রভাবকীয় বিযোজন
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৭. ঘনীভবন পলিমারকরণে কোন অনু মনোমার হিসেবে বিক্রিয়া করে না?
Ο ক) অ্যালডিহাইড
Ο খ) অ্যামিন
Ο গ) অ্যালকোহল
Ο ঘ) অ্যালকেন
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৮. প্লাস্টিক শিট তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) PVC
Ο খ) PVA
Ο গ) টেফলন
Ο ঘ) পলিথিন
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৯. কোনটি হাইড্রোকার্বনের সাধারণ সংকেত?
Ο ক) C2nH2n+1OH
Ο খ) CxHy
Ο গ) CnH2n+1OH
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (খ)

 ১৩০. অ্যালকেনের প্রভাবকীয় বিযোজনে নিচের কোনটি প্রভাবক হিসেবে ব্যবহৃত হয় না?
Ο ক) জিওলাইটস
Ο খ) Al2O3
Ο গ) SiO2
Ο ঘ) নিকেল চূর্ণ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩১. একটি থার্মোসেট প্লাস্টিক –
i. মেলামাইন
ii. ব্যাকেলাইট
iii. ফরমিকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩২. নিচের উদ্ধৃতিগুলো লক্ষ কর:
i. পলিমারকরণে উচ্চ চাপ ও উচ্চ তাপ ব্যবহার করা হয়
ii. পলিমারকরণ বিক্রিয়ায় বিক্রিয়ক অণুকে মনোমার বলে
iii. ইথিলিনের পলিমারকে পলিথিন বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৩. কেরোসিনে জৈব পদার্থের কার্বন শিকলের দৈর্ঘ্য কত?
Ο ক) C5-C6
Ο খ) C5-C7
Ο গ) C5-C12
Ο ঘ) C11-C16
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৪. CH4(g)+3Cl2(g)→CCl4(g)+4HCl(g)
i. বিক্রিয়াটি মৃদু সূর্যালোকের উপস্থিতিতে ঘটে
ii. বিক্রিয়াটি চার ধাপে সম্পন্ন হয়
iii. উৎপন্ন ড্রাইওয়াশ হিসেবে ব্যবহার হতো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৫. কোনটি তন্তুময় সাংশ্লেষিক পলিঅ্যামাইড?
Ο ক) অ্যাডিপিক এসিড
Ο খ) হেক্সামিথিলিন ডাইঅ্যামিন
Ο গ) নাইলন-66
Ο ঘ) টেরেথেলিক এসিড
 সঠিক উত্তর: (গ)

 ১৩৬. অজৈব যৌগ গঠিত হয় নিচের কোন বন্ধনের মাধ্যমে?
Ο ক) সমযোজী বন্ধন
Ο খ) সন্নিবেশ বন্ধন
Ο গ) আয়নিক বন্ধন
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (গ)

 ১৩৭. সম্পৃক্ত হাইড্রোকার্বন –
i. শিকলে একক বন্ধন থাকে
ii. প্যারাফিন নামে পরিচিত
iii. যৌগের সাধারণ সংকেত CnH2n
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৩৮. কীসের উপর ভিত্তি করে হাইড্রোকার্বনসমূহকে দুই প্রধান শ্রেণিতে ভাগ করা হয়েছে?
Ο ক) কার্বন শিকল
Ο খ) বন্ধন প্রকৃতি
Ο গ) সক্রিয়তা
Ο ঘ) কার্যকরী মূলক
 সঠিক উত্তর: (ক)

 ১৩৯. নিচের কোনটি একমাত্র অ্যালকিন যার সুগন্ধ আছে?
Ο ক) C2H4
Ο খ) C3H6
Ο গ) C4H8
Ο ঘ) C5H10
 সঠিক উত্তর: (ক)

 ১৪০. নিচের কোনটি অ্যালকিন?
Ο ক) C3H6
Ο খ) C3H8
Ο গ) C2H6
Ο ঘ) C3H5
 সঠিক উত্তর: (ক)

 ১৪১. মিথেনের ক্লোরিনেশনে উৎপন্ন হয় -
i. কার্বন ডাইঅক্সাইড
ii. ডাইক্লোরোমিথেন
iii. ট্রাইক্লোরো বিউটেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৪২. CH3-CH2-CH=CH-CH3; এ যৌগটির নাম কী?
Ο ক) 2-পেন্টেন
Ο খ) 2-পেন্টিন
Ο গ) 3-পেন্টেন
Ο ঘ) 3-পেন্টিন
 সঠিক উত্তর: (খ)

 ১৪৩. জিওলাইটসে নিচের কোন মৌলটি থাকে না?
Ο ক) সিলিকন
Ο খ) অ্যালুমিনিয়াম
Ο গ) অক্সিজেন
Ο ঘ) আয়োডিন
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৪. তরল সোনা কী?
Ο ক) প্রাকৃতিক গ্যাস
Ο খ) পেট্রোলিয়াম
Ο গ) কয়লা
Ο ঘ) সিলিকা জেল
 সঠিক উত্তর: (খ)

 ১৪৫. অ্যালকিনের অসম্পৃক্ততা কোন পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায়?
Ο ক) ফসফরাস (V) ফ্লোরাইড
Ο খ) পটাসিয়াম ডাইক্রোমেট
Ο গ) কার্বিল অ্যামিন
Ο ঘ) ব্রোমিন দ্রবণ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৬. বাংলাদেশে কোথায় তেল পরিশোধন করা হয়?
Ο ক) চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে
Ο খ) চট্টগ্রামের ওয়েস্টার্ন রিফাইনারিতে
Ο গ) খুলনা ইস্টার্ন রিফাইনারিতে
Ο ঘ) খুলনা ওয়েস্টার্ন রিফাইনারিতে
 সঠিক উত্তর: (ক)

 ১৪৭. কয়লায় রূপান্তরিত হয় নিচের কোনটি?
Ο ক) প্রাণিদেহ
Ο খ) উদ্ভিদদেহ
Ο গ) প্লাস্টিক দ্রব্য
Ο ঘ) জলাভূমির ক্ষুদ্র প্রাণিসত্তা
 সঠিক উত্তর: (খ)

 ১৪৮. বাংলাদেশের কেরু এন্ড কেরু কোম্পানি কোন অ্যালকোহল প্রস্তুত করে?
Ο ক) মিথানল
Ο খ) ইথানল
Ο গ) রেকটিফাইড স্পিরিট
Ο ঘ) প্রোপানল
 সঠিক উত্তর: (খ)

 ১৪৯. Affinis মানে কী?
Ο ক) স্বল্প
Ο খ) আসক্তি
Ο গ) স্বল্প আসক্তির যৌগ
Ο ঘ) বিকর্ষণ
 সঠিক উত্তর: (খ)

 ১৫০. পেট্রোলিয়ামের বর্ণ কীরূপ হয়?
Ο ক) কালো
Ο খ) বর্ণহীন
Ο গ) কালো বাদামি
Ο ঘ) বাদামি
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post