এস.এস.সি রসায়ন অধ্যায় - ১০: খনিজ সম্পদ ধাতু-অধাতু (৮)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ১০: খনিজ সম্পদ ধাতু-অধাতু (৮) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৩৫১. SO2 কে জারিত করতে ব্যবহৃত হয় –
Ο ক) Cl2
Ο খ) H2S
Ο গ) HNO3
Ο ঘ) O2
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫২. মাটির বিভিন্ন রং রঙীন এর কারণ কোনটি?
Ο ক) পানির অনুপস্থিতি
Ο খ) রং এর উপস্থিতি
Ο গ) বিভিন্ন খনিজের উপস্থিতি
Ο ঘ) পানির উপস্থিতি
 সঠিক উত্তর: (গ)

 ৩৫৩. ধাতু নিষ্কাশন একটি –
Ο ক) তাপীয় বিক্রিয়া
Ο খ) তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া
Ο গ) আর্দ্রবিশ্লেষণ প্রক্রিয়া
Ο ঘ) বিজারণ প্রক্রিয়া
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫৪. রাবার ভলকানাইজিং-এ ব্যবহৃত হয় –
Ο ক) কার্বন মনোক্সাইড
Ο খ) শুষ্ক বরফ
Ο গ) সালফার
Ο ঘ) কণার পিরাইটস
 সঠিক উত্তর: (গ)

 ৩৫৫. কোন মিশ্রণের গলনাঙ্ক প্রায় 6000C?
Ο ক) 80-82% NaCl ও 20-18% Cacl2
Ο খ) 60-70% NaCl ও 40-30% Cacl2
Ο গ) 40-42% NaCl ও 58-60% Cacl2
Ο ঘ) 40-42% বক্সাইট ও 58-68% ক্রায়োলাইট
 সঠিক উত্তর: (গ)

 ৩৫৬. মৌলিক খনিজ নয় নিচের কোনটি?
Ο ক) হীরা
Ο খ) রৌপ্য
Ο গ) প্লাটিনাম
Ο ঘ) চুনাপাথর
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫৭. মরিচার বর্ণ কোনটি?
Ο ক) গাঢ় নীল
Ο খ) বাদামি হলুদ
Ο গ) হলুদ
Ο ঘ) লালচে বাদামি
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫৮. মরিচার কারণে প্রতি বছর পৃথিবীতে কী পরিমাণ অর্থ ব্যয় হয়?
Ο ক) 100 মিলিয়ন USD
Ο খ) 50 মিলিয়ন USD
Ο গ) 1 মিলিয়ন USD
Ο ঘ) 10 মিলিয়ন USD
 সঠিক উত্তর: (ক)

 ৩৫৯. ফসফরাসের খনিজ কোনটি?
Ο ক) সিলিকা
Ο খ) ফসফেট
Ο গ) হীরা
Ο ঘ) কোনোটিই নয়
 সঠিক উত্তর: (খ)

 ৩৬০. কপারের বর্ণ কোনটি?
Ο ক) বোদামি
Ο খ) সবুজাভ
Ο গ) তামাটে
Ο ঘ) রূপালী
 সঠিক উত্তর: (গ)

 ৩৬১. প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি?
Ο ক) 92
Ο খ) 98
Ο গ) 105
Ο ঘ) 110
 সঠিক উত্তর: (খ)

 ৩৬২. স্ববিজারণ প্রক্রিয়ায় পাওয়া যায় কোন ধাতু?
Ο ক) কোবাল্ট
Ο খ) নিকে
Ο গ) স্বর্ণ
Ο ঘ) কপার
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬৩. শিল্পক্ষেত্রে H2SO4 উৎপাদনে প্রভাবক হিসেবে ব্যবহৃত হয় –
i. প্লাটিনাম চূর্ণ
ii. V2O5
iii. অক্সিজেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৬৪. গ্যালেনা কোন ধাতুর আকরিক?
Ο ক) তামা
Ο খ) দস্তা
Ο গ) রূপা
Ο ঘ) সীসা
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬৫. লোহাতে শতকরা কতভাগ কার্বন থাকলে তাকে স্টিল বলে?
Ο ক) 2.5%
Ο খ) 2.4%
Ο গ) 2%
Ο ঘ) 1%
 সঠিক উত্তর: (ক)

 ৩৬৬. প্রকৃতিতে কোন আকরিকটি বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়?
Ο ক) কপার পিরাইটস
Ο খ) বক্সাইট
Ο গ) রুটাইল
Ο ঘ) ম্যাগনেটাইট
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬৭. ননের কোন ধরনের খজিন?
Ο ক) মৌলিক
Ο খ) গ্যাসীয়
Ο গ) কঠিন
Ο ঘ) তরল
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬৮. আদিম যুগে ধাতু নিষ্কাশনে কোন পদ্ধতি ব্যবহৃত হত?
Ο ক) কয়লা বিজারণ
Ο খ) তড়িৎ বিশ্লেষণ
Ο গ) কোন পদ্ধতি ব্যবহৃত হত না
Ο ঘ) দুটো পদ্ধতিই ব্যবহৃত হত
 সঠিক উত্তর: (ক)

 ৩৬৯. কোন মিশ্রণটি স্টেইনলেস স্টিলের উপাদান?
Ο ক) Fe, Ni, Cr, C
Ο খ) Fe, Zn, Ca, C
Ο গ) Fe, Cr, Na, Sn
Ο ঘ) Fe, Na, Ca, Zn
 সঠিক উত্তর: (ক)

 ৩৭০. ভূত্বকে অক্সিজেন এর কোন যৌগের পরিমাণ সবচেয়ে বেশি?
Ο ক) কার্বন ডাই-অক্সাইড
Ο খ) বক্সাইট
Ο গ) সিলিকা
Ο ঘ) পানি
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৭১. কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণে প্লাটিনাম অ্যানোড ব্যবহার করলে তড়িৎ বিশ্লেষণে কোন পদার্থটি উৎপন্ন হয় না?
Ο ক) কপার ধাতু
Ο খ) অক্সিজেন
Ο গ) কপার সালফেট
Ο ঘ) সালফিউরিক এসিড
 সঠিক উত্তর: (গ)

 ৩৭২. কক্সবাজারের সমুদ্র ‍উপকূলের বালি থেকে মূল্যবান খনিজ আহরণ করা হয় –
i. জিরকন
ii. রুটাইল
iii. মোনাজাইট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৭৩. পিঁয়াজ কাটার সময় কোন অক্সাইডটি তৈরি হয়?
Ο ক) SO2
Ο খ) SO3
Ο গ) NO2
Ο ঘ) CO2
 সঠিক উত্তর: (ক)

 ৩৭৪. সিরামিক কারখানায় নিচের কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) সাবান
Ο খ) সোডিয়াম কার্বনেট
Ο গ) মাটি
Ο ঘ) অ্যালুমিনিয়াম সমৃদ্ধ মাটি
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৭৫. পিঁয়াজ কাটলে চোখে জ্বালা করার কারণ –
i. SO2
ii. SO2 এ H2O বিক্রিয়ায় H2SO3 তৈরি হওয়া
iii. পিঁয়াজে সালফারের প্রোপাইল যৌগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৭৬. পানিযুক্ত Ore কোনটি?
Ο ক) রুটাইল
Ο খ) হেমাটাইট
Ο গ) বক্সাইট
Ο ঘ) মোনাজাইট
 সঠিক উত্তর: (গ)

 ৩৭৭. প্রতি বছর ব্যবহৃত H2SO4 এর পরিমাণ প্রায় –
Ο ক) কয়েক টন
Ο খ) কয়েক বিলিয়ন টন
Ο গ) কয়েক মিলিয়ন টন
Ο ঘ) শূন্য
 সঠিক উত্তর: (গ)

 ৩৭৮. প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় –
i. Au
ii. প্লাটিনাম
iii. রৌপ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৭৯. শিলার গলিত অবস্থাকি বলে –
Ο ক) ম্যাগনাম
Ο খ) ম্যাগনেট
Ο গ) ম্যাগমা
Ο ঘ) ম্যাগনেসিয়াম
 সঠিক উত্তর: (গ)

 ৩৮০. সোডিয়াম ধাতুকে প্রকৃতিতে মৌলিক অবস্থায় না পাওয়ার কারণ কোনটি?
Ο ক) সোডিয়াম খুবই সক্রিয় ধাতু
Ο খ) সোডিয়াম একটি হালকা ধাতু
Ο গ) সোডিয়াম একটি নরম ধাতু
Ο ঘ) সোডিয়ামের যোজ্যতা এক
 সঠিক উত্তর: (ক)

 ৩৮১. ধাতুর সক্রিয়তা সিরিজে অ্যালুমিনিয়াম ধাতুর উপরে অবস্থিত বিগলিত ‘M’ ধাতুর ক্লোরাইডকে তড়িৎ বিশ্লেষণ করলে –
i. অ্যানোডে ‘M’ ধাতু জমা হয়
ii. ক্যাথোডে ‘M’ ধাতু জমা হয়
iii. অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৮২. সার উৎপাদনে ব্যবহৃত H2SO4 এর H2SO4 উৎপাদনের –
Ο ক) 2.5%
Ο খ) 1.5%
Ο গ) 2.0%
Ο ঘ) 19.0%
 সঠিক উত্তর: (গ)

 ৩৮৩. অস্ত্র তৈরিতে স্টিল ব্যবহারের কারণ কোনটি?
Ο ক) ব্যয়বহুল নয়
Ο খ) ঘাতসহ
Ο গ) ভারবহনে সক্ষম
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৮৪. যৌগিক খনিজ নিচের কোনটি?
Ο ক) বক্সাইট
Ο খ) হেমাটাইট
Ο গ) রুটাইল
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৮৫. ভূত্বকে শতকরা হার সবচেয়ে বেশি কোন মৌলটির?
Ο ক) সিলিকন
Ο খ) আয়রন
Ο গ) অক্সিজেন
Ο ঘ) সোডিয়াম
 সঠিক উত্তর: (গ)

 ৩৮৬. ভূত্বকে সিলিকনের শতকর পরিমাণ কত?
Ο ক) 5%
Ο খ) 8%
Ο গ) 27%
Ο ঘ) 46%
 সঠিক উত্তর: (গ)

 ৩৮৭. অস্ত্রোপচারের যন্ত্রপাতি তৈরিতে ব্যবহার করা হয় কোন ধাতু সংকর?
Ο ক) ডুরালুমিন
Ο খ) ব্রাস
Ο গ) আয়রন
Ο ঘ) স্টেইনলেস স্টিল
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৮৮. SO3 কে 98% সালফিউরিক এসিডে শোষণ করে পানি যোগে প্রয়োজনমত লঘু করা হয়, কারণ সালফিউরিক এসিড –
i. জলীয়বাষ্পের সাথে ঘন কুয়াশা সৃষ্টি করে
ii. পানি যোগে প্রচুর তাপ নির্গত করে
iii. একটি নিরুদক পদার্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৮৯. নারিকেল তেলে সুচ রাখা হলে –
Ο ক) সুচ ধারালো হয়
Ο খ) সুচের ভর হ্রাস পায়
Ο গ) সুচের উজ্জ্বলতা নষ্ট হয়
Ο ঘ) সুচ মরিচাবিহীন থাকে
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৯০. কোন ধাতু নিষ্কাশনে বিজারণ প্রয়োজন হয় না?
Ο ক) স্বর্ণ
Ο খ) রূপা
Ο গ) প্লাটিনাম
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৯১. ভূত্বকে আয়রনের পরিমাণ কত?
Ο ক) ৪%
Ο খ) ৫%
Ο গ) ৬%
Ο ঘ) ৭%
 সঠিক উত্তর: (খ)

 ৩৯২. বিশুদ্ধ তামার যন্ত্রপাতি কার্যকর না হওয়ার কারণ কোনটি?
Ο ক) সহজে অন্য রাসায়নিক দ্বারা আক্রান্ত হয়
Ο খ) উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়
Ο গ) নরম
Ο ঘ) ভঙ্গুর
 সঠিক উত্তর: (গ)

 ৩৯৩. কোনটি দ্বারা তাম্রমল দূর করা যায়?
Ο ক) আপেল
Ο খ) পেঁপে
Ο গ) কলা
Ο ঘ) কামরাঙ্গা
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৯৪. কার্বনের খনিজ –
Ο ক) হীরা
Ο খ) গ্রাফাইট
Ο গ) কয়লা
Ο ঘ) গ্রাফিন
 সঠিক উত্তর: (গ)

 ৩৯৫. সালফারের গলনাঙ্ক –
Ο ক) 1100C
Ο খ) 1190C
Ο গ) 1250C
Ο ঘ) 1350C
 সঠিক উত্তর: (খ)

 ৩৯৬. শিলা –
Ο ক) শক্ত কণার মিশ্রণ
Ο খ) আবহাওয়ার সাথে সাথে পরিবর্তিত হয়
Ο গ) বিভিন্ন খনিজ পদার্থ দ্বারা তৈরি
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৯৭. কোন ধাতুকে পেট্রোল বা কেরোসিনের নিচে রাখা হয়?
Ο ক) Na
Ο খ) Ca
Ο গ) Fe
Ο ঘ) Cu
 সঠিক উত্তর: (ক)

 ৩৯৮. দুটি প্লাটিনাম তারকে এসিড মিশ্রিত পানিতে ডুবিয়ে ঋণাত্মক প্রান্তের সাথে কোনটি যুক্ত করলে বিদ্যুৎ প্রবাহ বোঝা যাবে?
Ο ক) অ্যামিটার
Ο খ) ভোল্টমিটার
Ο গ) পটেনসিওমিটার
Ο ঘ) বাল্ব
 সঠিক উত্তর: (ক)

 ৩৯৯. পাতিল তৈরিতে যে ধাতুসংকর ব্যবহৃত হয় তাতে থাকে –
Ο ক) অ্যালুমিনিয়াম
Ο খ) কাঁসা
Ο গ) লোহা
Ο ঘ) জিঙ্ক
 সঠিক উত্তর: (ঘ)

 ৪০০. মৌলিক খনিজ –
Ο ক) বক্সাইট
Ο খ) ম্যাগনেটাইট
Ο গ) পেট্রোলিয়াম
Ο ঘ) হীরা
 সঠিক উত্তর: (ঘ)

 ৪০১. স্বর্ণকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। কারণ এটি –
Ο ক) দামী
Ο খ) নিষ্ক্রিয়
Ο গ) ধাতু
Ο ঘ) অপধাতু
 সঠিক উত্তর: (খ)

 ৪০২. সালফাইড আকরিক ঘনীকরণে কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
Ο ক) অভিকর্ষ বল
Ο খ) মহাকর্ষ বল
Ο গ) তেল ফেনা ভাসমান প্রণালি
Ο ঘ) চৌম্বকীয় পদ্ধতি
 সঠিক উত্তর: (গ)

 ৪০৩. সাদা মাটির পাহাড়ে কি থাকে?
Ο ক) কেওলিন
Ο খ) চুনাপাথর
Ο গ) রকসল্ট
Ο ঘ) সিলিকা
 সঠিক উত্তর: (ক)

 ৪০৪. প্রকৃতিতে প্রাপ্ত মৌলের কত ভাগ ধাতু?
Ο ক) ১/৪
Ο খ) ২/৪
Ο গ) ৩/৪
Ο ঘ) ৩.৫/৪
 সঠিক উত্তর: (গ)

 ৪০৫. বিয়ারিং তৈরিতে ব্যবহার হয় –
Ο ক) কপারের সংকর
Ο খ) লোহার সংকর
Ο গ) অ্যালুমিনিয়াম সংকর
Ο ঘ) টিনের সংকর
 সঠিক উত্তর: (ক)

 ৪০৬. প্রকৃতিতে কোন ধাতুযৌগগুলো বেশি পাওয়া যায়?
Ο ক) মধ্যম সক্রিয়
Ο খ) অধিক সক্রিয়
Ο গ) কম সক্রিয়
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (খ)

 ৪০৭. ক্যালসিয়ামের যৌগ কোনটি?
Ο ক) কোয়ার্টজ
Ο খ) ম্যাগনেটাইট
Ο গ) চুনাপাথর
Ο ঘ) কার্নালাইট
 সঠিক উত্তর: (গ)

 ৪০৮. টেবিলের কোন রেকর্ডটি সাধারণত ধাতুর বৈশিষ্ট্য প্রকাশ করে?
Ο ক)  
গলনাংক
স্ফুটনাংক
ঘনত্ব
1536
2886
7.86
Ο খ)  
গলনাংক
স্ফুটনাংক
ঘনত্ব
-219
183
.002
Ο গ)  
গলনাংক
স্ফুটনাংক
ঘনত্ব
-113
45
0.79
Ο ঘ)  
গলনাংক
স্ফুটনাংক
ঘনত্ব
117
444
1.96

 সঠিক উত্তর: (ক)

 ৪০৯. অভিকর্ষ বলের সহায়তায় পৃথক করা হয় নিচের কোনটি?
Ο ক) ধাতুর আকরিক
Ο খ) বালি
Ο গ) চুনাপাথর
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ঘ)

 উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: “M” একটি মৌল যা স্টিলের কাঠিন্য বৃদ্ধি করে।

 ৪১০. “M” মৌলটির পারমাণবিক সংখ্যা কোনটি?
Ο ক) 26
Ο খ) 27
Ο গ) 28
Ο ঘ) 29
 সঠিক উত্তর: (গ)

 ৪১১. “M” মৌলটির ধাতব সংকর –
Ο ক) ক্রোমওকর
Ο খ) ব্রাস
Ο গ) স্টিল
Ο ঘ) মরিচাবিহীন ইস্পাত
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post