এস.এস.সি রসায়ন অধ্যায় - ১০: খনিজ সম্পদ ধাতু-অধাতু (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ১০: খনিজ সম্পদ ধাতু-অধাতু (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১৫১. মুক্ত অবস্থায় পাওয়া যায় – i. সালফার ii. টিন iii. স্বর্ণ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৫২. ভস্মীকরণ করা হয় না নিচের কোন আকরিকের?
Ο ক) বক্সাইট
Ο খ) গন্ধক
Ο গ) দুটোই
Ο ঘ) কোনটাই নয়
 সঠিক উত্তর: (ক)

 ১৫৩. অ্যালুমিনিয়াম ধাতুর স্ট্রিপ পাওয়া যায় –
Ο ক) হাড়িতে
Ο খ) ট্যাবলেটের মোড়কে
Ο গ) গাড়িতে
Ο ঘ) যন্ত্রাংশে
 সঠিক উত্তর: (খ)

 ১৫৪. নিচের কোনটি আকরিক ঘনীকরণ পদ্ধতি নয়?
Ο ক) অভিকর্ষ বল
Ο খ) মহাকর্ষ বল
Ο গ) তেল ফেনা ভাসমান প্রণালি
Ο ঘ) চৌম্বকীয় পদ্ধতি
 সঠিক উত্তর: (খ)

 ১৫৫. পর্বতে বিভিন্ন স্তর থাকার কারণ –
Ο ক) বিভিন্ন উপাদানের উপস্থিতি
Ο খ) পর্বতের উচ্চতা
Ο গ) উপাদানসমূহের ঘনত্বের পার্থক্য
Ο ঘ) পর্বতে জন্মানো উদ্ভিদ
 সঠিক উত্তর: (গ)

 ১৫৬. কপারের সাথে সামান্য পরিমাণ টিন মিশানো হলে কি হবে?
Ο ক) কপারের কাঠিন্য বৃদ্ধি পাবে
Ο খ) ব্রোঞ্জ তৈরি হবে
Ο গ) দুটোই
Ο ঘ) কোনটাই নয়
 সঠিক উত্তর: (গ)

 ১৫৭. সালফিউরিক এসিডের সাথে পানি যোগ করলে –
i. তাপ উৎপাদিত হবে
ii. সালফিউরিক এসিড পানির সাথে বিক্রিয়া করবে
iii. অলিয়াম তৈরি হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৫৮. মৌলিক খনিজ হচ্ছে – i. হীরা ii. গন্ধক iii. ক্যালসিয়াম নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৫৯. স্বর্ণ কোন ধরনের খনিজ?
Ο ক) যৌগিক খনিজ
Ο খ) মৌলিক খনিজ
Ο গ) তরল খনিজ
Ο ঘ) মিশ্র খনিজ
 সঠিক উত্তর: (খ)

 ১৬০. এসিড বৃষ্টির জন্য দায়ী নিচের কোনটি?
Ο ক) সালফার ডাইঅক্সাইড
Ο খ) জলীয়বাষ্প
Ο গ) দুটোই
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (গ)

 ১৬১. সক্রিয় ধাতুর সালফাইড আকরিকের তাপজারণে নিচের কোনটি উৎপন্ন হয়?
Ο ক) ধাতুর অক্সাইড
Ο খ) মুক্ত ধাতু
Ο গ) CO2 গ্যাস
Ο ঘ) SO3
 সঠিক উত্তর: (ক)

 ১৬২. ট্যাবলেটের মোড়কে কোন ধাতুর স্ট্রিপ ব্যবহার করা হয়?
Ο ক) Sn
Ο খ) Al
Ο গ) Mg
Ο ঘ) Zn
 সঠিক উত্তর: (খ)

 ১৬৩. 2PbO+C2Pb+CO2 বিক্রিয়ায় নিচের কোনটি বিজারিত হয় –
Ο ক) কার্বন
Ο খ) Pb
Ο গ) PbO
Ο ঘ) CO2
 সঠিক উত্তর: (গ)

 ১৬৪. যুক্তরাষ্ট্রে ব্যবহৃত কপারের পুনঃপ্রক্রিয়াজাতকৃত অংশ কত?
Ο ক) 79%
Ο খ) 25%
Ο গ) 21.11%
Ο ঘ) 21%
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬৫. কোনটি স্টিলের মরিচা প্রতিরোধ করে?
Ο ক) Cu
Ο খ) Cr
Ο গ) Ca
Ο ঘ) C
 সঠিক উত্তর: (খ)

 ১৬৬. সোডিয়াম ক্লোরাইড এর গলনাঙ্ক –
Ο ক) 1560C
Ο খ) 14700C
Ο গ) 8010C
Ο ঘ) 6000C
 সঠিক উত্তর: (গ)

 ১৬৭. কোন গ্যাসটি ঝাঁঝালো গন্ধযুক্ত?
Ο ক) CO2
Ο খ) SO2
Ο গ) NO2
Ο ঘ) SiO2
 সঠিক উত্তর: (খ)

 ১৬৮. হেমাটাইট কোন ধাতুর আকরিক?
Ο ক) লোহা
Ο খ) অ্যালুমিনিয়াম
Ο গ) টাইটানিয়াম
Ο ঘ) থোরিয়াম
 সঠিক উত্তর: (ক)

 ১৬৯. [CuCO3.Cu(OH)2] এর বর্ণ –
Ο ক) সবুজ
Ο খ) নীল
Ο গ) কালো
Ο ঘ) বর্ণহীন
 সঠিক উত্তর: (ক)

 ১৭০. ডুরালুমিন –
i. তৈরিতে 95% Al ব্যবহৃত হয়
ii. দ্বারা বাই সাইকেলের পার্টস তৈরি হয়
iii. 35% জিংক দ্বারা প্রস্তুত করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৭১. চুনাপাথর ক্ষয়ের ফলে সৃষ্টি হয় –
Ο ক) পাললিক শিলা
Ο খ) বেলেপাথর
Ο গ) দুটোই
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (গ)

 ১৭২. ইস্পাত কী?
Ο ক) লোহা ও ক্রোমিয়ামের সংকর
Ο খ) কপারের সংকর
Ο গ) লোহা, নিকেল ও ক্রোমিয়ামের সংকর
Ο ঘ) লোহা ও কার্বনের সংকর
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৩. চুনাপাথরের সংকেত নিচের কোনটি?
Ο ক) CaO
Ο খ) Ca(NO3)2
Ο গ) CaSO4
Ο ঘ) CaCO3
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৪. গিনি সোনার কোন নমুনাটি সর্বোচ্চ দৃঢ়?
Ο ক) 18 ক্যারেট
Ο খ) 21 ক্যারেট
Ο গ) 22 ক্যারেট
Ο ঘ) 24 ক্যারেট
 সঠিক উত্তর: (খ)

 ১৭৫. ধাতু অপেক্ষা সংকর ধাতু ব্যবহারের উপযোগিতা বেশি, কারণ –
i. সংকর ধাতুর কাঠিন্য বেশি
ii. সংকর ধাতু মরিচারোধী হয়
iii. সংকর ধাতুর স্থায়িত্ব বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৬. H2SO4 ব্যবহৃত হয় –
i. স্টিল উৎপাদনে
ii. ধাতব লবণ উৎপাদনে
iii. ভলকানাইজিং-এ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৭৭. তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় নিষ্কাশন করা হয় –
Ο ক) Cr
Ο খ) Fe
Ο গ) সবগুলো
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭৮. মৃত সামুদ্রিক প্রবালে প্রচুর পরিমাণে থাকে কোনটি?
Ο ক) CaCO3
Ο খ) Al2O3
Ο গ) PbS
Ο ঘ) HgS
 সঠিক উত্তর: (ক)

 ১৭৯. ভূত্বকের প্রধান উপাদান দুটি –
Ο ক) অধাতু
Ο খ) পরিবাহী
Ο গ) তরল
Ο ঘ) অপধাতু
 সঠিক উত্তর: (ক)

 ১৮০. কক্ষ তাপমাত্রায় কোন ধাতুটি পানির সাথে দ্রুত বিক্রিয়া করে?
Ο ক) কপার
Ο খ) অ্যালুমিনিয়াম
Ο গ) লোহা
Ο ঘ) দস্তা
 সঠিক উত্তর: (ক)

 ১৮১. চালকোসাইটের সংকেত কোনটি?
Ο ক) CuFeS2
Ο খ) Cu2S
Ο গ) WO3
Ο ঘ) FeWO4
 সঠিক উত্তর: (খ)

 ১৮২. জিরেকোনিয়ামের আকরিক কোনটি?
Ο ক) রুটাইল
Ο খ) জিরকন
Ο গ) বক্সাইট
Ο ঘ) ম্যাগনেটাইট
 সঠিক উত্তর: (খ)

 ১৮৩. সালফিউরিক এসিড একটি – i. এসিড ii. বিজারক iii. নিরুদক নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৮৪. রসায়ন শিল্পের বিক্রিয়া পাত্র নির্মাণে ব্যবহৃত হয় –
Ο ক) স্টিল
Ο খ) লোহা
Ο গ) মরিচাবিহীন ইস্পাত
Ο ঘ) ব্রোঞ্জ
 সঠিক উত্তর: (গ)

 ১৮৫. তাম্রমল এর বৈশিষ্ট্য নিচের কোনটি?
Ο ক) তরল
Ο খ) হলুদাভ
Ο গ) ক্ষারীয়
Ο ঘ) পানিতে দ্রবণীয়
 সঠিক উত্তর: (গ)

 ১৮৬. প্রকৃতিতে মৌলিক অবস্থায় পাওয়া যায় কোনটি?
Ο ক) বক্সাইট
Ο খ) ম্যাগনেটাইট
Ο গ) সালফার
Ο ঘ) পেট্রোলিয়াম
 সঠিক উত্তর: (গ)

 ১৮৭. বিভিন্ন খনিজ মলের আপেক্ষিক গুরুত্ব –
Ο ক) একই
Ο খ) কাছাকাছি
Ο গ) পরস্পরের সরলগুণিতক
Ο ঘ) ভিন্ন
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮৮. তেল ফেনা ভাসমান পদ্ধতিতে ঘনীকরণ করা হয় –
i. গ্যালেনা আকরিককে
ii. জিংক ব্লেন্ড আকরিককে
iii. হেমাটাইট আকরিককে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৮৯. M2On+nCO2M+nCO2; এখানে n=?
i. ধাতুর যোজ্যতা
ii. CO অণুর সংখ্যা
iii. O পরমাণুর সংখ্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯০. SO3 এর উৎপাদন বৃদ্ধিতে –
i. প্রভাবক ব্যবহৃত হয়
ii. লা শাতেলিয়ার নীতি ব্যবহৃত হয়
iii. উৎপন্ন SO3 কে সরিয়ে নেওয়া হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯১. মানুষ দ্বারা নিষ্কাশিত সর্বপ্রথম ধাতু কোনটি?
Ο ক) লোহা
Ο খ) স্বর্ণ
Ο গ) তামা
Ο ঘ) টিন
 সঠিক উত্তর: (গ)

 ১৯২. সালফার ডাই অক্সাইড – i. সুস্থিত যৌগ ii. বিষাক্ত iii. অম্লধর্মী নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৩. ধাতুমল থেকে গলিত ধাতু আলাদা করাকে বলে –
Ο ক) অপদ্রব্য দূরীকরণ
Ο খ) পৃথকীকরণ
Ο গ) বিগলন
Ο ঘ) জারণ
 সঠিক উত্তর: (গ)

 ১৯৪. নতুন তামার বর্ণ কিরূপ?
Ο ক) লাল
Ο খ) গোলাপি
Ο গ) সাদা
Ο ঘ) হলুদ
 সঠিক উত্তর: (খ)

 ১৯৫. খনিজে ভেজাল হিসেবে থাকে –
Ο ক) সিলিকা
Ο খ) পাথর
Ο গ) কাদামাটি
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৬. ভৌত অবস্থা বিবেচনায় খনিজের প্রকারভেদ হলো –
i. মৌলিক খনিজ
ii. কঠিন খনিজ
iii. তরল খনিজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৯৭. স্টিল ব্যবহৃত হয় –
i. রেলের চাকা ও লাইন তৈরিতে
ii. ইঞ্জিন তৈরিতে
iii. জাহাজ তৈরিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯৮. ইউরোপে ব্যবহৃত অ্যালুমিনিয়ামের কত ভাগ পুনঃপ্রক্রিয়াজাতকৃত?
Ο ক) 5%
Ο খ) 50%
Ο গ) 60%
Ο ঘ) 70%
 সঠিক উত্তর: (গ)

 ১৯৯. সালফার ট্রাই অক্সাইড শোষণে পানি ব্যবহৃত হলে –
i. সালফিউরিক এসিড এর উৎপাদন ব্যয় বেশি হবে
ii. পরিবেশ দূষিত হবে
iii. H2SO4 এর ঘন কুয়াশা সৃষ্টি হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২০০. নিচের কোনটি চৌম্বক ধর্ম বিশিষ্ট আকরিক নয়?
Ο ক) ক্রোমাইট
Ο খ) উলফ্রামাইট
Ο গ) রুটাইল
Ο ঘ) বক্সাইট
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post