এস.এস.সি রসায়ন অধ্যায় - ১০: খনিজ সম্পদ ধাতু-অধাতু (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ১০: খনিজ সম্পদ ধাতু-অধাতু (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১০১. তাম্র যুগ বলা হয় –
Ο ক) 5000Bc থেকে 3000Bc পর্যন্ত সময়কে
Ο খ) 3000Bc থেকে 1000Bc পর্যন্ত সময়কে
Ο গ) 1000Bc থেকে 5000Bc পর্যন্ত সময়কে
Ο ঘ) 10,000Bc থেকে 5000Bc পর্যন্ত সময়কে
 সঠিক উত্তর: (ক)

 ১০২. সালফার পাওয়া যেতে পারে – i. ভূপৃষ্ঠে ii. পিঁয়াজ iii. কয়লা নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১০৩. সিরামিক কারখানায় কোন মাটি ব্যবহার করা হয়?
Ο ক) বক্সাইট
Ο খ) কেওলিন
Ο গ) হেমাটাইট
Ο ঘ) লিমোনাইট
 সঠিক উত্তর: (খ)

 ১০৪. আকরিক থেকে খনিজমল কোন ধাপে দূরীভূত হয়?
Ο ক) বিচূর্ণন
Ο খ) ঘনীকরণ
Ο গ) বিশোধন
Ο ঘ) ধৌতকরণ
 সঠিক উত্তর: (খ)

 ১০৫. কপার পাইরাইটের সংকেত কী?
Ο ক) Cu2FeS
Ο খ) CuFe2S
Ο গ) CuFeS2
Ο ঘ) Cu2FeS2
 সঠিক উত্তর: (গ)

 ১০৬. বিশুদ্ধ সালফিউরিক এসডি -
Ο ক) তৈলাক্ত তরল
Ο খ) পানিতে দ্রবণীয়
Ο গ) দুটোই
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (গ)

 ১০৭. ধাতু নিষ্কাশনের তৃতীয় ধাপ কোনটি?
Ο ক) আকরিক ঘনীকরণ
Ο খ) আকরিক বিচূর্ণন
Ο গ) ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর
Ο ঘ) ধাতু বিশোধন
 সঠিক উত্তর: (গ)

 ১০৮. যে সকল পদার্থকে প্রকৃতিকে মৌলিক পদার্থরূপে পাওয়া যায় তাদেরকে বলে –
Ο ক) খনিজ
Ο খ) কঠিন খনিজ
Ο গ) মৌলিক খনিজ
Ο ঘ) যৌগিক খনিজ
 সঠিক উত্তর: (গ)

 ১০৯. প্রকৃতিজাত আকরিকের বৈশিষ্ট্য হলো –
Ο ক) রাসায়নিক উপাদান অনির্দিষ্ট
Ο খ) রাসায়নিক উপাদান সুনির্দিস্ট
Ο গ) সব সময় আর্দ্রতা থাকে
Ο ঘ) কখনোই আর্দ্রতা থাকে না
 সঠিক উত্তর: (খ)

 ১১০. নিচের কোনটি থেকে ধাতু নিষ্কাশনে বিজারকরূপে হাইড্রোজেন ব্যবহৃত হয়?
Ο ক) টাংস্টেন ট্রাই অক্সাইড
Ο খ) রাদারফোর্ডিয়াম ট্রাই অক্সাইড
Ο গ) থেলিয়াম ট্রাই অক্সাইড
Ο ঘ) আয়রন (III) অক্সাইড
 সঠিক উত্তর: (ক)

 ১১১. ভূত্বকে অক্সিজেনের শতকরা পরিমাণ –
Ο ক) 8%
Ο খ) 27%
Ο গ) 4%
Ο ঘ) 46%
 সঠিক উত্তর: (ঘ)

 ১১২. গলিত লবণের তড়িৎ বিশ্লেষণ দ্বারা কোন ধাতু নিষ্কাশন করা হয়?
Ο ক) জিঙ্ক
Ο খ) তামা
Ο গ) সোডিয়াম
Ο ঘ) লোহা
 সঠিক উত্তর: (গ)

 ১১৩. মরিচা –
i. ভঙ্গুর
ii. বাদামি বর্ণের
iii. আর্দ্র আয়রন (II) অক্সাইড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৪. ভূত্বকে শতকরা হার 3% কোনটির?
Ο ক) Na
Ο খ) K
Ο গ) Mg
Ο ঘ) ক ও খ
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৫. ব্রাসের বা পিতলের সংযুক্তি কোনটি?
Ο ক) Cu 65%, Sn 35%
Ο খ) Cu 65%, Zn 35%
Ο গ) Cu 90%, Sn 10%
Ο ঘ) Cu 90%, Zn 10%
 সঠিক উত্তর: (খ)

 ১১৬. আকরিককে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করার কারণ –
Ο ক) পরিবহনে সুবিধা
Ο খ) বিক্রিয়াতল বৃদ্ধি
Ο গ) ভেজাল দূরীকরণ
Ο ঘ) সৌন্দর্য বর্ধন
 সঠিক উত্তর: (খ)

 ১১৭. অ্যালুমিনিয়ামের খনিজটি –
Ο ক) যৌগিক
Ο খ) কঠিন
Ο গ) পানিযুক্ত
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৮. সোডিয়াম ধাতু নিষ্কাশনে বিগালক হিসেবে ব্যবহৃত হয় –
Ο ক) ক্রায়োলাইড
Ο খ) ফ্লোরোস্পোর
Ο গ) ক্যালসিয়াম ক্লোরাইড
Ο ঘ) ক্যালসিয়াম অক্সাইড
 সঠিক উত্তর: (গ)

 ১১৯. কেওলিন পাওয়া যায় কোন জেলায়?
Ο ক) দিনাজপুর
Ο খ) টাঙ্গাইল
Ο গ) সিলেট
Ο ঘ) নেত্রকোণা
 সঠিক উত্তর: (ঘ)

 ১২০. নিচের কোনটিকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না?
Ο ক) সালফার
Ο খ) প্লাটিনাম
Ο গ) পটাসিয়াম
Ο ঘ) রৌপ্য
 সঠিক উত্তর: (গ)

 ১২১. H2SO4 এর তৃতীয় সর্বোচ্চ ব্যবহার হয় --- তৈরিতে।
Ο ক) ধাতব লবণ
Ο খ) স্টিল
Ο গ) রাসায়নিক দ্রব্য
Ο ঘ) সাবান ও ডিটারজেন্ট
 সঠিক উত্তর: (ঘ)

 ১২২. তেল ফেনা ভাসমান পদ্ধতিতে ঘনীভবন করা হয় না নিচের কোন আকরিক?
Ο ক) ম্যাগনেটাইট
Ο খ) জিঙ্ক ব্লেড
Ο গ) গ্যালেনা
Ο ঘ) চেলকোসাইট
 সঠিক উত্তর: (ক)

 ১২৩. বিগলন প্রক্রিয়ায় প্রাপ্ত কপার শতকরা কত ভাগ বিশুদ্ধ?
Ο ক) 90%
Ο খ) 98%
Ο গ) 99%
Ο ঘ) 100%
 সঠিক উত্তর: (খ)

 ১২৪. খাবার লবণে কোন ধরনের বন্ধন বিদ্যমান?
Ο ক) আয়নিক
Ο খ) সমযোজী
Ο গ) সন্নিবেশ সমযোজী
Ο ঘ) ধাতব বন্ধন
 সঠিক উত্তর: (ক)

 ১২৫. তাপ জারণের জন্য –
i. সালফাইড আকরিকে তাপজারণ করা হয়
ii. খনিজমল উদ্বায়ী অক্সাইড রূপ দূরীভূত হয়
iii. বায়ুর অনুপস্থিতিতে উত্তপ্ত করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১২৬. তরল খনিজ কোনটি?
Ο ক) ব্রোমিন
Ο খ) পানি
Ο গ) ম্যাগমা
Ο ঘ) মার্কারি
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৭. স্টেইনলেস স্টিল কোনটির সংকর?
Ο ক) লোহা, ক্রোমিয়াম, নিকেল
Ο খ) লোহা, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ
Ο গ) লোহা, কার্বন, নিকেল
Ο ঘ) লোহা, নিকেল, ম্যাঙ্গানিজ
 সঠিক উত্তর: (ক)

 ১২৮. সালফার পদার্থটি –
i. কঠিন খনিজসমূহের অন্যতম
ii. প্রকৃতিতে মৌলিক খনিজরূপে পাওয়া যায়
iii. নিরুদক প্রস্তুতিতে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৯. তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া চলাকালীণ এক মোল কপার সঞ্চিত হতে প্রয়োজন –
i. 2 mole ইলেকট্রন
ii. 96500 কুলম্ব আধান
iii. 2F আধান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৩০. প্রাগৈতিহাসিক যুগে কোন ধাতু ব্যবহৃত হত?
Ο ক) লোহা
Ο খ) তামা
Ο গ) দস্তা রূপা
Ο ঘ) দস্তা রূপা
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩১. উড়োজাহাজের বডি তৈরিতে কোন ধাতুর সংকর ব্যবহৃত হয়?
Ο ক) ব্রাস
Ο খ) ব্রোঞ্জ
Ο গ) অ্যালুমিনিয়াম
Ο ঘ) ডুরালমিন
 সঠিক উত্তর: (গ)

 ১৩২. সালফার নিষ্কাশনে ব্যবহৃত জলীয় বাষ্পের তাপমাত্রা –
Ο ক) 1000C
Ο খ) 98.90C
Ο গ) 1800C
Ο ঘ) 2200C
 সঠিক উত্তর: (গ)

 ১৩৩. “X” এ নিকেলের পরিমাণ –
Ο ক) 78%
Ο খ) 74%
Ο গ) 18%
Ο ঘ) 8%
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৪. SO3 প্রস্তুতিতে অত্যানুকূল তাপমাত্রা –
Ο ক) 4500C
Ο খ) 4300C
Ο গ) 4800C
Ο ঘ) 5100C
 সঠিক উত্তর: (ক)

 ১৩৫. গ্যাসীয় খনিজ কোনটি?
Ο ক) LP গ্যাস
Ο খ) টিয়ার গ্যাস
Ο গ) অক্সিজেন
Ο ঘ) প্রাকৃতিক গ্যাস
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৬. বক্সাইটের সংকেত কোনটি?
Ο ক) Al2O3.H2O
Ο খ) Al2O3-2H2O
Ο গ) Al2O3.3H2O
Ο ঘ) Al2O3
 সঠিক উত্তর: (খ)

 ১৩৭. লৌহ নিষ্কাশনের খনিজমল দূরীকরণে ফ্লাক্স হিসেবে কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) Al2O3
Ο খ) SiO2
Ο গ) CaO
Ο ঘ) FeO
 সঠিক উত্তর: (খ)

 ১৩৮. অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ব্যবহৃত হয় –
i. মাত্র 5% জ্বালানি Al পুনঃপ্রক্রিয়াজাত করণে
ii. বক্সাইট
iii. অ্যালুমিনা কিংবা অ্যালুমিনিয়ামের আকরিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৯. লোহায় মরিচা ধরার জন্য প্রয়োজন –
i. পানি
ii. অক্সিজেন
iii. হাইড্রোজেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৪০. 6.0% H2SO4 এসিড ব্যবহৃত হয় কোনটি তৈরীতে?
Ο ক) যার
Ο খ) ধাতব লবণ
Ο গ) কৃত্রিম সুতা
Ο ঘ) ডাই
 সঠিক উত্তর: (গ)

 ১৪১. গরাস তৈরিতে কোন ধাতু সংকর ব্যবহৃত হয়?
Ο ক) কাসা
Ο খ) পিতল
Ο গ) ইস্পাত
Ο ঘ) ডুরালুমিন
 সঠিক উত্তর: (ক)

 ১৪২. লিমোনাইটে আয়রনের সংযুক্তি কত?
Ο ক) 45.67%
Ο খ) 52.27%
Ο গ) 72.28%
Ο ঘ) 33.4%
 সঠিক উত্তর: (খ)

 ১৪৩. সালফার থেকে তৈরি হয় – i. দিয়াশলাই ii. বারুদ iii. হাইপো নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৪. ধাতুর সক্রিয়তা সিরিজ অনুসারে নিষ্ক্রিয় ধাতু কোনটি?
Ο ক) Mn
Ο খ) Ca
Ο গ) Au
Ο ঘ) Cu
 সঠিক উত্তর: (গ)

 ১৪৫. সাধারণ অবস্থায় SO2 –
i. গ্যাসীয় পদার্থ
ii. অক্সিজেন দ্বারা জারিত হয় না
iii. ক্ষারকীয় অক্সাইড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৪৬. লোহার উপর গ্যালভানাইজিং করা হয়, কারণ –
i. এতে মরিচা রোধ হয়
ii. এতে ধাতুর ক্ষয় রোধ হয়
iii. এতে ধাতুর সক্রিয়তা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৪৭. নিচের কোনটি আলোক বিচ্ছুরণ করতে পারে?
Ο ক) সালফার
Ο খ) নাইট্রোজেন
Ο গ) অক্সিজেন
Ο ঘ) ম্যাগনেসিয়াম
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৮. তড়িৎ বিশোধনের পর প্রাপ্ত ধাতু কতটুকু বিশুদ্ধ হয়?
Ο ক) 78%
Ο খ) 99.9%
Ο গ) 99%
Ο ঘ) 98.9%
 সঠিক উত্তর: (খ)

 ১৪৯. পিতল তৈরিতে ব্যবহৃত হয় –
Ο ক) কপার ও জিঙ্ক
Ο খ) কপার ও টিন
Ο গ) জিঙ্ক ও টিন
Ο ঘ) কোনোটিই নয়
 সঠিক উত্তর: (ক)

 ১৫০. বেদ্যুতিক পদ্ধতিতে লোহার উপর জিঙ্ক ও টিনের প্রলেপ দেওয়াকে বলে –
Ο ক) গ্যালভানাইজিং
Ο খ) মরিচা প্রতিরোধকরণ
Ο গ) সক্রিয়করণ
Ο ঘ) ইলেকট্রোপ্লেটিং
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post