এস.এস.সি রসায়ন অধ্যায় - ১০: খনিজ সম্পদ ধাতু-অধাতু (৫)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি রসায়ন অধ্যায় - ১০: খনিজ সম্পদ ধাতু-অধাতু (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
২০১. লঘুকরণে পানিতে ফোঁটায় ফোঁটায় সালফিউরিক এসিড যোগ করার কারণ সালফিউরিক এসিড –
i. এর হাইড্রেমন তাপ অত্যধিক
ii. একটি দ্বিক্ষারকীয় এসিড
iii. ক্ষয়কারক পদার্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২০২. ভৌত অবস্থা বিবেচনায় খনিজ –
Ο ক) দুই প্রকার
Ο খ) তিন প্রকার
Ο গ) চার প্রকার
Ο ঘ) আট প্রকার
 সঠিক উত্তর: (খ)

 ২০৩. যুক্তরাষ্ট্রে ব্যবহৃত মোট কপারের শতকরা কত ভাগ পুনঃপ্রক্রিয়াজাতকৃত?
Ο ক) 5%
Ο খ) 21%
Ο গ) 35%
Ο ঘ) 60%
 সঠিক উত্তর: (খ)

 ২০৪. 4000Bc অস্ত্র তৈতে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) কপার
Ο খ) ব্রোঞ্জ
Ο গ) স্টিল
Ο ঘ) ব্রাজ
 সঠিক উত্তর: (ক)

 ২০৫. ধাতু নিষ্কাশন মূলত কয় ধাপে করা হয়?
Ο ক) তিন
Ο খ) চার
Ο গ) পাঁচ
Ο ঘ) ছয়
 সঠিক উত্তর: (গ)

 ২০৬. H2S2O7 কে বলে –
i. সালফার ট্রাই অক্সাইড
ii. 98% সালফিউরিক এসিড
iii. পানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৭. প্রকৃতিতে কোনটি মুক্ত অবস্থায় পাওয়া যায়?
Ο ক) Au
Ο খ) Zn
Ο গ) Sn
Ο ঘ) P
 সঠিক উত্তর: (ক)

 ২০৮. 24 ক্যারেট স্বর্ণ থাকে –
i. 100% স্বর্ণ
ii. 87.5% স্বর্ণ
iii. 12.5% তামা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২০৯. 98% H2SO4দ্বারা কোনটিকে শোষণ করলে ধূমায়মান সালফিউরিক এসিড উৎপন্ন হয়?
Ο ক) S
Ο খ) SO2
Ο গ) SO3
Ο ঘ) H2SO3
 সঠিক উত্তর: (গ)

 ২১০. তাম্রমল দূর করার জন্য ব্যবহৃত হয় – i. তেঁতুল ii. কামরাঙ্গা iii. লেবু নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২১১. টাইটানিয়ামের আকরিক কোনটি?
Ο ক) জিরকন
Ο খ) রুটাইল
Ο গ) মেনোজাইট
Ο ঘ) বক্সাইট
 সঠিক উত্তর: (খ)

 ২১২. রাশেদ কার্বন অ্যানোড ব্যবহার করে বিগলিত অ্যালুমিনাকে তড়িৎ বিশ্লেষণ করল। সে পাবে –
i. অক্সিজেন
ii. কার্বন মনোক্সাইড
iii. কার্বন ডাইঅক্সাইড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৩. কোয়ার্টজ কাকে বলা হয়?
Ο ক) NaCl কে
Ο খ) CaCO3 কে
Ο গ) Au কে
Ο ঘ) SiO2 কে
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৪. পিঁয়াজ কাটার সময় চোখে জ্বালা হয়, কারণ –
i. পিঁয়াজের সালফারের প্রোপাইনল যৌগ বিয়োজিত হয়ে SO2 উৎপন্ন করে
ii. উৎপন্ন SO2 চোখের পানির সাথে বিক্রিয়া করে H2SO3 উৎপন্ন করে
iii. উৎপন্ন SO2 চোখের পানির সাথে বিক্রিয়া করে H2SO4 উৎপন্ন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২১৫. ফ্লাক্স ব্যবহার করার কারণ –
Ο ক) ধাতুমল তৈরি করা
Ο খ) ধাতুমল আলাদা করা
Ο গ) গলিত দ্রবণ সৃষ্টি
Ο ঘ) খনিজমল দূরীকরণ
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৬. আকরিক থেকে সাধারনত কত ধরনের পদ্ধতিতে খনিজমল দূর করা হয়?
Ο ক) অসংখ্য
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৬টি
 সঠিক উত্তর: (গ)

 ২১৭. দূর্গাপুর উপজেলা বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
Ο ক) নোয়াখালী
Ο খ) মুন্সিগঞ্জ
Ο গ) হরিপুর
Ο ঘ) নেত্রকোনা
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৮. কম সক্রিয় ধাতু – i. K ii. Pb iii. Sn নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২১৯. হাজার বছরেও ক্ষয় হয় না কোনটি?
Ο ক) Au
Ο খ) Pt
Ο গ) Au ও Pt
Ο ঘ) Cu
 সঠিক উত্তর: (গ)

 ২২০. SO2 ব্যবহৃত হয় –
Ο ক) জীবাণুনাশকরূপে
Ο খ) কীটনাশকরূপে
Ο গ) বিরঞ্জকরূপে
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ঘ)

 ২২১. খনিতে আকরিকের সাথে ভেজাল হিসেবে থাকে –
i. বালি
ii. পাথর
iii. কাদামাটি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২২২. এসিড বৃষ্টির জন্য দায়ী – i. SO2 ii. NO2 iii. H2O নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৩. স্টেইনলেস স্টিলে থাকে নিচের কোনটি?
Ο ক) কপার
Ο খ) টিন
Ο গ) জিঙ্ক
Ο ঘ) কার্বন
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৪. সালফিউরাস এসিডের সংকেত কোনটি?
Ο ক) H2SO3
Ο খ) H2S2O7
Ο গ) H2SO4
Ο ঘ) H2S
 সঠিক উত্তর: (ক)

 ২২৫. গঠনের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক?
Ο ক) খনিজ পদার্থ → কণা → শিলা
Ο খ) কণা → শিলা → খনিজ পদার্থ
Ο গ) শিলা → খনিজ পদার্থ → কণা
Ο ঘ) শিলা → কণা → খনিজ পদার্থ
 সঠিক উত্তর: (ক)

 ২২৬. ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার প্রয়োজন নেই –
i. অতি সক্রিয় ধাতু
ii. মধ্যম সক্রিয় ধাতু
iii. নিষ্ক্রিয় দাতু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২২৭. সংকরগুলোতে Cu আছে – i. পিতল ii. কাঁসা iii. ডুরালুমিন নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৮. সালফার নিষ্কাশন পদ্ধতিকে কি বলে?
Ο ক) ফ্রেশ পদ্ধতি
Ο খ) ফ্লাশ পদ্ধতি
Ο গ) ফ্রাশ পদ্ধতি
Ο ঘ) উচ্চ চাপ পদ্ধতি
 সঠিক উত্তর: (গ)

 ২২৯. ডুরালমিনে কপারের পরিমাণ –
Ο ক) 0.1%
Ο খ) 4%
Ο গ) 65%
Ο ঘ) 8.33%
 সঠিক উত্তর: (খ)

 ২৩০. SO3(s)+H2O(s)= H2SO4(l) বিক্রিয়াটিতে সৃষ্টি হয় –
i. শব্দ
ii. তাপ
iii. আলো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৩১. কক্সবাজার সমুদ্র উপকূল হতে প্রাপ্ত –
i. জিরকোনিয়ামের আকরিক জিরকন
ii. বক্সাইট পাওয়া যায়
iii. মোনাজাইট পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৩২. সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি?
Ο ক) গ্যালিয়াম
Ο খ) গোল্ড
Ο গ) সিলভার
Ο ঘ) লেড
 সঠিক উত্তর: (খ)

 ২৩৩. অনার্দ্র CaCl2 সহ কোন পাত্রে আয়রন রাখলে কি হবে?
Ο ক) CaCl2 আয়নের সাথে বিক্রিয়া করবে
Ο খ) CaCl2 আয়নের উপর আবরণ সৃষ্টি করবে
Ο গ) মরিচা পড়বে
Ο ঘ) CaCl2 পাত্রস্থ জলীয়বাষ্প শোষণ করবে
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৪. মরিচা প্রতিরোধে লোহার উপর –
i. গ্যালভানাইজিং করা হয়
ii. অধিক সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়
iii. Zn ও ‍Sn এর প্রলেপ দেওয়া হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৫. স্টেইনলেস স্টিলে নিকেল ব্যবহারের কারণ নিচের কোনটি?
Ο ক) সৌন্দর্য বৃদ্ধি
Ο খ) মসৃণতা বৃদ্ধি
Ο গ) স্টিলের কাঠিন্য বৃদ্ধি
Ο ঘ) মরিচা প্রতিরোধ
 সঠিক উত্তর: (গ)

 ২৩৬. ভস্মীকরণ করা হয় কোন আকরিকের?
Ο ক) চুনাপাথর
Ο খ) বক্সাইট
Ο গ) হেমাটাইট
Ο ঘ) সবগুলোর
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৭. ধাতু সংকর কী?
Ο ক) ধাতু ও অধাতুর মিশ্রণ
Ο খ) ধাতুর মিশ্রণ
Ο গ) ধাতুর সমসত্ত্ব মিশ্রণ
Ο ঘ) গলিত ধাতু
 সঠিক উত্তর: (গ)

 ২৩৮. অ্যালুমিনার সংকেত কোনটি?
Ο ক) Al2O3
Ο খ) Al2O3.H2O
Ο গ) Al2O3.2H2O
Ο ঘ) Al2O3.3H2O
 সঠিক উত্তর: (ক)

 ২৩৯. স্তরে স্তরে তলানি জমে কোন শিলা গঠিত হয়?
Ο ক) আগ্নেয় শিলা
Ο খ) পাললিক শিলা
Ο গ) কঠিন শিলা
Ο ঘ) রূপান্তরিত শিলা
 সঠিক উত্তর: (খ)

 ২৪০. ওলিয়াম এর সংকেত কোনটি?
Ο ক) H2SO3
Ο খ) H2SO4
Ο গ) H2SO7
Ο ঘ) H2S2O7
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪১. Al এর তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত মিশ্রণের গলনাঙ্ক –
Ο ক) 20500C
Ο খ) 9500C
Ο গ) 14700C
Ο ঘ) 20510C
 সঠিক উত্তর: (খ)

 ২৪২. ভূত্বকে কোন ধাতুর পরিমাণ সবচেয়ে বেশি?
Ο ক) O2
Ο খ) Fe
Ο গ) Na
Ο ঘ) Al
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৩. লিমোনাইট এর সংকেত কোনটি?
Ο ক) Al2.2H2O3
Ο খ) Fe2O3.3H2O
Ο গ) ZnCO3
Ο ঘ) Fe3O4
 সঠিক উত্তর: (খ)

 ২৪৪. ইঞ্জিন তৈরিতে কোন ধাতুর সংকর ব্যবহার করা হয়?
Ο ক) কার্বন
Ο খ) স্টেইনলেস স্টিল
Ο গ) স্টিল
Ο ঘ) আয়রন
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৫. কাসা বা ব্রোঞ্জের সংযুক্তি কোনটি?
Ο ক) Cu 65%, Sn 35%
Ο খ) Cu 65%, Zn 35%
Ο গ) Cu 90%, Sn 10%
Ο ঘ) Cu 99%, Sn 1%
 সঠিক উত্তর: (গ)

 ২৪৬. মৃত সামুদ্রিক প্রবাল থেকে সৃষ্টি হয় –
Ο ক) চুন
Ο খ) কলিচুন
Ο গ) জিপসাম
Ο ঘ) চুনাপাথর
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৭. Al এর আকরিক থেকে Al ধাতু নিষ্কাশনের সময় বিবেচ্য বিষয়সমূহ –
i. বিগলন খরচ
ii. বিক্রিয়ায় উৎপাদনসমূহের পরিবেশ দূষণের বিষয়
iii. বক্সাইট ধাতু একত্রে মুক্ত হবে কি-না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৮. অর্থনৈতিক স্থিতিশীলতা ও শিল্পায়নের মানদন্ড হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে?
Ο ক) H2SO3
Ο খ) H2CO3
Ο গ) HNO3
Ο ঘ) H2SO4
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৯. ক্যালসিয়াম যৌগ নয় নিচের কোনটি?
Ο ক) চুনাপাথর
Ο খ) চুন
Ο গ) মার্বেল পাথর
Ο ঘ) ম্যাগনেটাইট
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫০. চায়না ক্লে কী?
Ο ক) নূড়ি পাথর
Ο খ) সিমেন্ট
Ο গ) মাটি
Ο ঘ) পানি
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post