এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ৯: দৃঢ়তা প্রদান ও চলন (৩)

Posted by: | Published: Tuesday, February 21, 2017 | Categories:
ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ৯: দৃঢ়তা প্রদান ও চলন (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১০১. মানুষের চলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
i. তরুণাস্থি
ii. পেশি
iii. অস্থি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)

১০২. অস্থিগুলো সহজে সন্ধিস্থল হতে বিচ্যুত হয় না কেন?
Ο ক) স্থিতিস্থাপক রজ্জুর মতো বন্ধনী থাকায়
Ο খ) সাইনোভিয়াল রস থাকায়
Ο গ) সন্ধিস্থলে তরুণাস্থি থাকায়
Ο ঘ) তরুণাস্থি মাতৃকায় কন্ড্রিন থাকায়
সঠিক উত্তর: (ক)

১০৩. তরুণাস্থির বৈশিষ্ট কোনটি?
Ο ক) শক্ত ও ভঙ্গুর
Ο খ) তরল
Ο গ) নরম ও স্থিতিস্থাপক
Ο ঘ) আঠালো
সঠিক উত্তর: (গ)

১০৪. কয়টি অস্থির সমন্বয়ে মানব কঙ্কাল গঠিত?
Ο ক) ৬০টি
Ο খ) ১০৬টি
Ο গ) ২০৬টি
Ο ঘ) ৮৮টি
সঠিক উত্তর: (গ)

১০৫. তরুণাস্থি হাড়ের কোথায় থাকে?
Ο ক) ভেতরে
Ο খ) প্রান্তে
Ο গ) বাইরে
Ο ঘ) চারপাশে
সঠিক উত্তর: (খ)

১০৬. যে স্থিতিস্থাপক বন্ধনীদ্বারা অস্থিসমূহ পরস্পরের সাথে যু্ক্ত থাকে তাকে কী বলে?
Ο ক) ফিলামেন্ট
Ο খ) লিগামেন্ট
Ο গ) টেনডন
Ο ঘ) পেরিডেন্ডিয়াম
সঠিক উত্তর: (খ)

১০৭. তরুণাস্থি সম্পর্কে বলা যায়-
i. এটি যোজক কলার ভিন্ন রুপ
ii. অপেক্ষা নরম ও স্থিতিস্থাপক
iii. মাতৃকা কন্ড্রিন দ্বারা গঠিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১০৮. কোন রোগটি প্রতিকারে ননীতোলা দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্য গ্রহণ করা হয়?
Ο ক) আর্থ্রইটিস
Ο খ) অস্টিওপোরেসিস
Ο গ) ডায়াবেটিস
Ο ঘ) ক্যান্সার
সঠিক উত্তর: (খ)

১০৯. কনুই বাঁকা করা যায়-
i. ইচ্ছাধীন স্নায়ুর উদ্দীপনা মাধ্যমে
ii. বাইসেপস পেশির সংকোচনের মাধ্যমে
iii. ট্রাইসেপস পেশির শ্লথের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১১০. কঙ্কালতন্ত্র যেসব কাজ করে তা হলো-
i. দেহের কাঠামো গঠন করে
ii. ডালজাতীয় খাদ্য পরিহার
iii. স্বাস্থ্যসম্মত পরিবেশে বসবাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

১১১. কোনটির অভাবে অস্টিওপোরেসিস হয়?
Ο ক) Ca
Ο খ) K
Ο গ) Mg
Ο ঘ) Zn
সঠিক উত্তর: (ক)

১১২. অস্টিওপোরেসিস হবার কারণ হলো-
i. অলস জীবন যাপন করা
ii. কায়িক পরিশ্রম কম করা
iii. চর্বি জাতীয় খাদ্য গ্রহণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

১১৩. নিচের কোন আর্থ্রইটিস এর লক্ষণ?
Ο ক) শ্বাসকষ্ট
Ο খ) গিটফুলে যাওয়া
Ο গ) পেটে পীড়া দেখা দেয়
Ο ঘ) রাতে ঘাম হওয়া
সঠিক উত্তর: (খ)

১১৪. কঙ্কাল গঠিত হয়-
Ο ক) অস্থি ও তরুণাস্থি দ্বারা
Ο খ) নিশ্চল ও সচল অস্থিসন্ধি দ্বারা
Ο গ) হৃৎপিন্ড ও ফুসফুস দ্বারা
Ο ঘ) অন্ত্র ও মস্তিস্ক দ্বারা
সঠিক উত্তর: (ক)

১১৫. লিগামেন্ট গঠিত হয় কোনটির সমন্বয়ে?
i. শ্বেততন্তু
ii. ধূসর তন্তু
iii. পীত তন্তু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

১১৬. রাসায়নিক বস্তু কন্ড্রিন এর ক্ষেত্রে প্রযোজ্য-
i. শক্ত ও ঈষদচ্ছ
ii. নরম ও স্থিতিস্থাপক
iii. বর্ণ হালকা নীল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

১১৭. কোনটি স্কন্ধ চক্র ও শ্রেণিচক্র নড়াচড়ায় সাহায্য করে?
Ο ক) কঙ্কাল
Ο খ) অস্থি
Ο গ) টেনডন
Ο ঘ) লিগমেন্ট
সঠিক উত্তর: (ক)

১১৮. মানব কঙ্কালতন্ত্র-
i. মূলত অন্তঃকঙ্কাল
ii. দুটি প্রধান অংশে বিভক্ত
iii. নখ, চুল, লোম এর অন্তর্গত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১১৯. নিচের অঙ্গের সাথে উপরে অঙ্গগুলোর সংযুক্তি সাধন করে?
Ο ক) পেশি
Ο খ) টেনডন
Ο গ) কঙ্কাল
Ο ঘ) অস্থিবন্ধনী
সঠিক উত্তর: (গ)

১২০. নিচের কোনটি করলে অস্টিওপোরেসিস ভাল হতে পারে?
Ο ক) সুষম খাবার খেলে
Ο খ) আঁশযুক্ত খাবার খেলে
Ο গ) কমলার রস খেলে
Ο ঘ) নিয়মিত ব্যায়াম করলে
সঠিক উত্তর: (গ)

১২১. কোন অংশটি কঙ্কালের বাইরে অবস্থান করে?
Ο ক) নখ
Ο খ) ফুসফুস
Ο গ) পাকস্থলি
Ο ঘ) অন্ত্র
সঠিক উত্তর: (ক)

১২২. অস্টিওপোরেসিস কোনটির অভাবে হয়?
Ο ক) ক্যালসিয়াম
Ο খ) ম্যাগনেসিয়াম
Ο গ) লৌহ
Ο ঘ) ভিটামিন সি
সঠিক উত্তর: (ক)

১২৩. অস্টিওপোরেসিস নির্ণয় করা যায়-
i. অস্থিতে খনিজ পদার্থের ঘনত্ব মাপক যন্ত্রের সাহায্যে
ii. অস্থিতে পানি মাপক যন্ত্রের সাহায্যে
iii. অস্থিতে লৌহের ঘনত্ব মাপক যন্ত্রের সাহায্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

১২৪. কখন মহিলাদের অস্টিওপোরেসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে?
Ο ক) জ্বরে ভুগলে
Ο খ) মেনোপস হওয়ার পর
Ο গ) মেনোপস হওার আগে
Ο ঘ) কায়িক পরিশ্রম করলে
সঠিক উত্তর: (খ)

১২৫. পাতলা কাপড়ের মতো কোমল অথচ দৃঢ় কী?
Ο ক) অস্থি
Ο খ) ফুসফুস
Ο গ) লিগামেন্ট
Ο ঘ) টেনডন
সঠিক উত্তর: (গ)

১২৬. পেরিটেন্ডিয়ামের মধ্যবর্তী স্থানে কোন কোষ পাওয়া যায়?
Ο ক) ইডিওব্লাস্ট
Ο খ) ফাইব্রোব্লাস্ট
Ο গ) অস্টিওব্লাস্ট
Ο ঘ) কন্ড্রিওব্লাস্ট
সঠিক উত্তর: (খ)

১২৭. নিচের কোনটি আর্থ্যইটিসের লক্ষণ?
Ο ক) পেশির শক্তি কমতে থাকে
Ο খ) পিঠের পিছনে ব্যথা হয়
Ο গ) অস্থিসন্ধি নাড়াতে কষ্ট হয়
Ο ঘ) অস্থিতে ব্যথা অনুভব হয়
সঠিক উত্তর: (গ)

১২৮. অস্টিওপোরেসিস প্রতিকারে পঞ্চাশোর্ধ পুরুষ ও মহিলাদের দৈনিক কী পরিমাণ ক্যালসিয়াম গ্রহণ কর উচিত?
Ο ক) ১০০ গ্রাম
Ο খ) ১২০০ গ্রাম
Ο গ) ১২০০ মিলিগ্রাম
Ο ঘ) ১২০ মিলিগ্রাম
সঠিক উত্তর: (গ)

১২৯. কঙ্কালের কাজ কী?
Ο ক) দেহের কাঠামো গঠন করা
Ο খ) রক্ষণাবেক্ষণ না করা
Ο গ) ভারবহন করতে পারে না
Ο ঘ) দেহে রক্ত সঞ্চয় করা
সঠিক উত্তর: (ক)

১৩০. লোহিত রক্তকণিকা কোথা হতে উৎপন্ন হয়?
Ο ক) অস্থি হতে
Ο খ) হৃৎপিন্ড হতে
Ο গ) অস্থিমজ্জা হতে
Ο ঘ) ফুসফুস হতে
সঠিক উত্তর: (গ)

১৩১. যন্ত্রনাদায়ক গিটের উপর স্যাক নেয়া হয় কোন রোগে?
Ο ক) অস্টিওপোরেসিস
Ο খ) আর্থ্রইটিস
Ο গ) বৃক্কে পাথর
Ο ঘ) যক্ষ্মা
সঠিক উত্তর: (খ)

১৩২. পূর্ণসচল অস্থিসন্ধি হলো-
i. বল ও কোটরসন্ধি
ii. মেরুদন্ডের অস্থিসন্ধি
iii. কবজাসন্ধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৩৩. ইলাস্টিক কী দ্বারা গঠিত?
Ο ক) প্রোটিন
Ο খ) লিপিড
Ο গ) ভিটামিন
Ο ঘ) কার্বোহাইড্রেট
সঠিক উত্তর: (ক)

১৩৪. কোন উপাদানটি অস্থি বৃদ্ধিতে সাহায্য করে?
Ο ক) ম্যাগনেসিয়াম
Ο খ) ফসফরাস
Ο গ) ক্যালসিয়াম
Ο ঘ) পটাসিয়াম
সঠিক উত্তর: (গ)

১৩৫. কঙ্কালতন্ত্র সঞ্চয় করে-
i. ক্যালসিয়াম
ii. ক্লোরাইড
iii. ফসফরাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৩৬. কোনটি অপেক্ষাকৃত নরম ও স্থিতিস্থাপক?
Ο ক) তরুণাস্থি
Ο খ) অস্থি
Ο গ) পেশি
Ο ঘ) অস্টিওপোরেসিস
সঠিক উত্তর: (ক)

১৩৭. আর্থ্রাইটিস এর প্রতিকার হলো-
i. হালকা ব্যায়াম করা
ii. স্বাস্থ্যসম্মত পরিবেশে বসবাস করা
iii. সঠিক চিকিৎসা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৩৮. মানবদেহে অস্থি ও পেশির ভূমিকা গরুত্বপূর্ণ কেন?
Ο ক) চলনের জন্য
Ο খ) শক্তি প্রয়োগের জন্য
Ο গ) খনিজ লবণ সঞ্চয়ের জন্য
Ο ঘ) উদ্দীপনা সংবেদনের জন্য
সঠিক উত্তর: (ক)

১৩৯. অস্থির বিচলনে সহায়তাকারী অঙ্গ কোনটি?
Ο ক) তরুণাস্থি
Ο খ) অস্থিসন্ধি
Ο গ) লিগামেন্ট
Ο ঘ) টেনডন
সঠিক উত্তর: (খ)

১৪০. তরুণাস্থি মাতৃকা কোন ধরনের?
Ο ক) শক্ত ও মজবুত
Ο খ) শক্ত ও ভঙ্গুর
Ο গ) নমনীয় ভঙ্গুর
Ο ঘ) স্থিতিস্থাপক ও মজবুত
সঠিক উত্তর: (খ)

১৪১. বাহুর সঞ্চালনে কাজ করে কোনটি?
i. ট্রাইসেপস পেশি
ii. বাইসেপস পেশি
iii. মনোসেপস পেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৪২. গেঁটে বাত প্রতিরোধে কার্যকারী ব্যবস্থা হলো-
Ο ক) ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া
Ο খ) ননীতোলা দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্য গ্রহণ করা
Ο গ) কমলার রস খাওয়া
Ο ঘ) পর্যাপ্ত আলো বাতাস আছে এমন বাসস্থানে বাস করা
সঠিক উত্তর: (ঘ)

১৪৩. ইষৎ সচল অস্থিসন্ধির উদাহরণ কোনটি?
Ο ক) করোটিকা
Ο খ) মেরুদন্ড
Ο গ) কবজা সন্ধি
Ο ঘ) বল ও কোটর সন্ধি
সঠিক উত্তর: (খ)

১৪৪. অস্থির বিচলনে সহায়তা করে কে?
Ο ক) তরুণাস্থি
Ο খ) অস্থিসন্ধি
Ο গ) অস্থি
Ο ঘ) অস্থিতন্ত্র
সঠিক উত্তর: (খ)

১৪৫. অস্থির বৃদ্ধির জন্য প্রয়োজন-
i. ভিটামিন সমৃদ্ধ খাদ্য
ii. আমিষ জাতীয় খাদ্য
iii. ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৪৬. কঙ্কালতন্ত্রের উপাদান হলো- i. পেশিবন্ধনী ii. তরুণাস্থি iii. পেশি নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৪৭. আর্থ্রইটিস রোগটি প্রতিকারে করণীয় হলো-
i. ভারী কাজ থেকে বিরত থাকা
ii. ডালজাতীয় খাদ্য পরিহার
iii. স্বাস্থ্যসম্মত পরিবেশ বসবাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৪৮. কঙ্কালের উপর আচ্ছাদন তৈরি করে কী?
Ο ক) স্নায়ুতন্ত্র
Ο খ) পেশিতন্ত্র
Ο গ) কঙ্কালতন্ত্র
Ο ঘ) পৌষ্টিকতন্ত্র
সঠিক উত্তর: (খ)

১৪৯. হৃৎপিন্ড ও ফুসফুস কোথায় নিরাপদ আশ্রয়ে থাকে?
Ο ক) মেরুরজ্জু
Ο খ) করোটি
Ο গ) বক্ষগহ্বর
Ο ঘ) বাহু
সঠিক উত্তর: (গ)

১৫০. অস্থিসন্ধি হলো-
i. দুই বা ততোধিক অস্থির সংযোগস্থল
ii. বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনে সহায়ক
iii. কবজি সন্ধি পূর্ণ নিশ্চল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।


Previous
Next Post »

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি
ConversionConversion EmoticonEmoticon