ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ৯: দৃঢ়তা প্রদান ও চলন (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. আঁশযু্ক্ত খাবার উপকারী কোন ক্ষেত্রে?
i. অস্টিওপোরেসিস
ii. এইডস
iii. আর্থ্যইটিস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫২. পেলভিক হার্ডলের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?
Ο ক) ক্ল্যাভিকল, স্ক্যাপুলা ও পিউবিস বিদ্যমান
Ο খ) ইলিয়াম, ইশ্চিয়াম ও পিউবিস বিদ্যমান
Ο গ) ইলিয়াম, ম্যাক্রাম ও পিউবিস বিদ্যমান
Ο ঘ) ইশ্চিয়াম, ক্ল্যাভিকল ও পিউবিস বিদ্যমান
সঠিক উত্তর: (খ)
৫৩. ঘন, শ্বেত তন্তুময় যোজক টিস্যু দ্বারা কোনটি গঠিত?
Ο ক) লিগামেন্ট
Ο খ) কন্ড্রিন
Ο গ) অস্ট্রিন
Ο ঘ) টেনডন
সঠিক উত্তর: (ঘ)
৫৪. অস্থি ভঙ্গুর ও পুরুত্ব কমে যাওয়া কোন রোগের লক্ষণ?
Ο ক) এইডস
Ο খ) ক্যান্সার
Ο গ) হাঁপানি
Ο ঘ) অস্টিওপোরেসিস
সঠিক উত্তর: (ঘ)
৫৫. সারকোলেমা পাওয়া যায়-
i. পেশির সংযোগস্থলে
ii. টেনডনের সংযোগস্থলে
iii. কন্ড্রিন এর সংযোগস্থলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৫৬. টেনডন টিস্যুর বৈশিষ্ট্য হলো-
i. এটি অনুজ্জল শ্বেততন্তু দ্বারা গঠিত
ii. তরাঙ্গিত
iii. শাখা প্রশাখাবিহীন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
৫৭. মাংসপেশির প্রান্তভাগ কিসের ন্যায় শক্ত হয়?
Ο ক) রজ্জুর
Ο খ) রক্তের
Ο গ) টেনডন
Ο ঘ) শ্বেততন্তু
সঠিক উত্তর: (ক)
৫৮. কনুই বাঁকা করতে কোন পেশির সংকোচন ঘটে?
Ο ক) ট্রাইসেপস পেশি
Ο খ) বাইসেপস পেশি
Ο গ) টেট্রাসেপস পেশি
Ο ঘ) পেন্টাসেপস বেশি
সঠিক উত্তর: (খ)
৫৯. অস্থির মাতৃকা কী পদার্থ দিয়ে গঠিত?
Ο ক) জৈব
Ο খ) যৌগ
Ο গ) কঠিন পদার্থ
Ο ঘ) বায়বীয়
সঠিক উত্তর: (ক)
৬০. কোনটি হাড়কে আটকে রাখে?
Ο ক) টেনডন
Ο খ) তরুণাস্থি
Ο গ) লিগামেন্ট
Ο ঘ) কবজি সন্ধি
সঠিক উত্তর: (গ)
৬১. তরুণাস্থি তন্তুময় যোজক কলার আবরণকে কী বলে?
Ο ক) তরুণাস্থি
Ο খ) অস্থিসন্ধি
Ο গ) লিগামেন্ট
Ο ঘ) টেন্ডন
সঠিক উত্তর: (খ)
৬২. হাত, পা চলাচলে সাহায্য করে কোনটি?
Ο ক) কঙ্কালতন্ত্র
Ο খ) রক্ত সংবহনতন্ত্র
Ο গ) পরিপাকতন্ত্র
Ο ঘ) রেচনতন্ত্র
সঠিক উত্তর: (ক)
৬৩. অন্তঃকঙ্কালের অন্তভূক্ত অঙ্গাণুর নাম হলো-
Ο ক) নখ
Ο খ) চুল
Ο গ) পাকস্থলি
Ο ঘ) লোম
সঠিক উত্তর: (গ)
৬৪. তরুণাস্থি বিস্তৃত থাকে-
Ο ক) মাতৃকাতে
Ο খ) পাকস্থলীতে
Ο গ) ফুসফুসে
Ο ঘ) অন্ত্রে
সঠিক উত্তর: (ক)
৬৫. ল্যাকিউনি এর ভেতরে অবস্থিত কোনটি?
Ο ক) কন্ড্রিন
Ο খ) কন্ড্রিওব্লাস্ট
Ο গ) অস্টিওব্লাস্ট
Ο ঘ) টেনডন
সঠিক উত্তর: (খ)
৬৬. অস্থিগুলো কিসের দ্বারা সংলগ্ন থাকায় ইচ্ছামতো অঙ্গ সঞ্চালন ও চলাফেরা করানো সম্ভব হয়?
Ο ক) অনৈচ্ছিক পেশি
Ο খ) কোটর সন্ধি
Ο গ) ঐচ্ছিক মাংস পেশি
Ο ঘ) কবজি সন্ধি
সঠিক উত্তর: (গ)
৬৭. কনুই বাঁকা বা সোজা করতে কোন পেশি ক্রিয়া করে?
Ο ক) ঐচ্ছিক পেশি
Ο খ) অনৈচ্ছিক পেশি
Ο গ) টেনডন
Ο ঘ) লিগামেন্ট
সঠিক উত্তর: (ক)
৬৮. কঙ্কালতন্ত্রের প্রকারভেদ-
i. অন্তঃকঙ্কাল
ii. বহিঃকঙ্কাল
iii. মধ্যকঙ্কাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৯. একটি ঘর তৈরি করতে হলে সর্বপ্রথম কোনটি বানাতে হয়?
Ο ক) কাঠামো
Ο খ) দরজা
Ο গ) জানালা
Ο ঘ) ছাদ
সঠিক উত্তর: (ক)
৭০. অস্থির বৃদ্ধির জন্য প্রচুর প্রয়োজন-
i. ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার
ii. ভিটামিন ‘সি’
iii. ভিটামিন ‘ডি’
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
৭১. অস্থির বৃদ্ধির জন্য কোনটি প্রয়োজন?
Ο ক) ক্যালসিয়াম ও ভিটামিন
Ο খ) ম্যাগনেসিয়াম ও স্নেহ
Ο গ) ফসফরাস ও ভিটামিন
Ο ঘ) নাইট্রোজেন ও আমিষ
সঠিক উত্তর: (ক)
৭২. অস্টিওপোরেসিস রোগের লক্ষণ কী?
Ο ক) অস্থিতে ব্যথা অনুভূত হয়
Ο খ) অস্থিসন্ধিগুলো শক্ত হয়ে যায়
Ο গ) গিট ফুলে যায়
Ο ঘ) অস্থিসন্ধি নাড়াতে কষ্ট হয়
সঠিক উত্তর: (ক)
৭৩. অস্থিগুলো কী মাংসপেশি দ্বারা পরস্পর সংলগ্ন থাকে?
Ο ক) ঐচ্ছিক পেশি
Ο খ) অচ্ছিক পেশি
Ο গ) তরুণাস্থি
Ο ঘ) মাংসপেশি
সঠিক উত্তর: (ক)
৭৪. অস্থিতে শতকরা পানির পরিমাণ কত?
Ο ক) ২০-৩০ ভাগ
Ο খ) ৫০-৬০ ভাগ
Ο গ) ২৫-৩৫ ভাগ
Ο ঘ) ৪০-৫০ ভাগ
সঠিক উত্তর: (ঘ)
৭৫. জীবিত অস্থিকোষে শতকরা কত ভাগ অজৈব যৌগ থাকে?
Ο ক) ৪০ ভাগ
Ο খ) ৬০ ভাগ
Ο গ) ৫০ ভাগ
Ο ঘ) ৩০ ভাগ
সঠিক উত্তর: (খ)
৭৬. অনড় অস্থিসন্ধি কোনটি?
Ο ক) আন্তঃকশেরুকীয় অস্থিসন্ধি
Ο খ) হাতের অস্থিসন্ধি
Ο গ) পায়ের অস্থিসন্ধি
Ο ঘ) বল ও কোটর অস্থিসন্ধি
সঠিক উত্তর: (ক)
৭৭. মানবদেহের কঙ্কালতন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) দুইভাগে
Ο খ) তিনভাগে
Ο গ) চারভাগে
Ο ঘ) পাঁচভাগে
সঠিক উত্তর: (ক)
৭৮. জীবিত তরুণাস্থির বৈশিষ্ট্য হলো-
i. স্বচ্ছ প্রোটোপ্লাজম
ii. গোলাকার নিউক্লিয়াস
iii. ক্যাপসুল বা ল্যাকিউনি বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
৭৯. অস্থিসন্ধির নড়াচড়া করাতে কম শক্তি ব্যয় হওয়ার কারণ-
i. অস্থিসন্ধিতে সাইনোভিয়াল রসের অনুপস্থিতিতে
ii. সাইনোভিয়াল রসের উপস্থিতি
iii. তরুণাস্থির উপস্থিতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
৮০. অস্থির স্বাভাবিক বৃদ্ধি ব্যাহৃত হয়-
i. ভিটামিন ‘বি ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য
ii. ভিটামিন ‘এ’ ও ফসফরাস সমৃদ্ধ খাবারের
iii. ভিটামিন ‘ডি’ ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (গ)
৮১. কোন অস্থিসন্ধির কারণে আমরা দেহকে সামনে পিছনে বাঁকাতে পারি?
Ο ক) করোটিকা অস্থিসন্ধি
Ο খ) মেরুদন্ডী অস্থিসন্ধি
Ο গ) বল ও কোটর সন্ধি
Ο ঘ) কব্জা সন্ধি
সঠিক উত্তর: (খ)
৮২. পেরিটোন্ডিয়াম আঁটিগুলোর মধ্যবর্তী স্থানে কোন কোষ দেখতে পাওয়া যায়?
Ο ক) ফাইব্রোব্লাস্ট
Ο খ) সিউডোব্লাস্ট
Ο গ) অ্যারিওব্লাস্ট
Ο ঘ) লিগামেন্ট
সঠিক উত্তর: (ক)
৮৩. কনুই সোজা করার ক্ষেত্রে-
i. ট্রাইসেপস পেশি সংকুচিত
ii. বাইসেপস পেশি শ্লথ হয়
iii. ট্রাইসেপস পেশি শ্লথ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮৪. অস্থির মাতৃকার প্রকৃতি কেমন?
Ο ক) নরম
Ο খ) শক্ত ও ভঙ্গুর
Ο গ) আঠালো
Ο ঘ) তরল
সঠিক উত্তর: (খ)
৮৫. কঙ্কাল বলতে কী বুঝায়?
Ο ক) বহিঃকঙ্কাল
Ο খ) বক্ষের কঙ্কাল
Ο গ) অন্তঃক্ঙ্কাল
Ο ঘ) মেরুদন্ডের কঙ্কাল
সঠিক উত্তর: (গ)
৮৬. দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে কী বলে?
Ο ক) তরুণাস্থি
Ο খ) কন্ড্রিন
Ο গ) অস্থিসন্ধি
Ο ঘ) লিগনিন
সঠিক উত্তর: (গ)
৮৭. অস্থিকোষগুলো কোথায় ছড়ানো থাকে?
Ο ক) পাকস্থলিতে
Ο খ) অন্ত্রে
Ο গ) ফুসফুসে
Ο ঘ) মাতৃকায়
সঠিক উত্তর: (ঘ)
৮৮. কঙ্কালের সবচেয়ে ছোট অস্থি কোনটি?
Ο ক) রেটিনা
Ο খ) স্টেপস
Ο গ) ফিমার
Ο ঘ) আলনা
সঠিক উত্তর: (খ)
৮৯. কন্ড্রিনের মধ্যবর্তী গহ্বরকে কী বলে?
Ο ক) ল্যাকিউনি
Ο খ) পেরিকন্ড্রিয়াম
Ο গ) অস্টিওব্লাস্ট
Ο ঘ) কন্ড্রিওসাইট
সঠিক উত্তর: (ক)
৯০. বল ও কোটর সন্ধির ক্ষেত্রে প্রযোজ্য তথ্য-
i. এদের সহজে নড়াচড়া করানো যায়
ii. স্কন্ধ সন্ধি এর অন্তর্গত
iii. স্টানোক্যাভেকুলার সন্ধি এর অন্তর্গত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৯১. নিচের কোনটি অস্টিওপোরেসিসের প্রতিকার হিসেবে কাজ করে?
Ο ক) ব্যায়াম
Ο খ) সুষম খাদ্য
Ο গ) ননীতোলা দুধ
Ο ঘ) পর্যাপ্ত আলো বাতাস
সঠিক উত্তর: (গ)
৯২. কোনটি পূর্ণ সচল অস্থি সন্ধির অন্তর্ভুক্ত?
Ο ক) বল ও কোটর সন্ধি
Ο খ) করোটিকা সন্ধি
Ο গ) হাতের কনুইয়ের সন্ধি
Ο ঘ) মেরুদন্ডের সন্ধি
সঠিক উত্তর: (ক)
৯৩. মানব কঙ্কালতন্ত্রের করেটি কী কাজ করে?
Ο ক) সুষম্নাকান্ড ও স্নায়ুমূলকে বেষ্টন করে রাখে
Ο খ) মস্তিষ্ককে অবলম্বন ও দৃঢ়তা দেয়
Ο গ) মস্তিষ্কের গঠন ও দৃঢ়তা প্রদান করে
Ο ঘ) মস্তিষ্কের আবৃত ও সংরক্ষিত রাখে
সঠিক উত্তর: (ঘ)
৯৪. তরুণাস্থির ক্ষেত্রে তথ্য কোনটি?
Ο ক) সাদা নীলাভ ও চকচকে
Ο খ) ধূসর, নীলাভ ও অস্বচ্ছ
Ο গ) সাদা, হলুদাভ ও চকচকে
Ο ঘ) ধূসর, কালচে ও অস্বচ্ছ
সঠিক উত্তর: (ক)
৯৫. টেনডনের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) ঘন ও শ্বেত তন্তুময়
Ο খ) টিস্যু শাখা প্রশাখা যুক্ত
Ο গ) অনুজ্জ্বল শ্বেত তন্তুময়
Ο ঘ) পাতলা শ্বেত তন্তুবিহীন
সঠিক উত্তর: (ক)
৯৬. কোনটি অস্থির বৈশিষ্ট্য?
Ο ক) স্থিতিস্থাপক
Ο খ) নরম
Ο গ) দৃঢ়
Ο ঘ) তন্তুময়
সঠিক উত্তর: (গ)
৯৭. দেহকে নির্দিষ্ট আকৃতি দেয়-
Ο ক) কঙ্কাল
Ο খ) সাইনোভিয়াল সন্ধি
Ο গ) অস্থিসন্ধি
Ο ঘ) কবজি সন্ধি
সঠিক উত্তর: (ক)
৯৮. সাইনোভিয়াল অস্থি সন্ধির কাজ-
i. অস্থিতে অস্থিতে ঘর্ষণ ও তজ্জনিত ক্ষয় হ্রাস করে
ii. দেহের কাঠামো গঠন করে
iii. অস্থিসন্ধির নড়াচড়া করতে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
৯৯. অস্থিসন্ধি কত প্রকার?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)
১০০. অস্টিওপোরেসিস হলে প্রতিদিন কত মিলিগ্রাম Ca খাওয়া উচিত?
Ο ক) ১২০০
Ο খ) ১৪০০
Ο গ) ১৬০০
Ο ঘ) ১৮০০
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. আঁশযু্ক্ত খাবার উপকারী কোন ক্ষেত্রে?
i. অস্টিওপোরেসিস
ii. এইডস
iii. আর্থ্যইটিস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫২. পেলভিক হার্ডলের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?
Ο ক) ক্ল্যাভিকল, স্ক্যাপুলা ও পিউবিস বিদ্যমান
Ο খ) ইলিয়াম, ইশ্চিয়াম ও পিউবিস বিদ্যমান
Ο গ) ইলিয়াম, ম্যাক্রাম ও পিউবিস বিদ্যমান
Ο ঘ) ইশ্চিয়াম, ক্ল্যাভিকল ও পিউবিস বিদ্যমান
সঠিক উত্তর: (খ)
৫৩. ঘন, শ্বেত তন্তুময় যোজক টিস্যু দ্বারা কোনটি গঠিত?
Ο ক) লিগামেন্ট
Ο খ) কন্ড্রিন
Ο গ) অস্ট্রিন
Ο ঘ) টেনডন
সঠিক উত্তর: (ঘ)
৫৪. অস্থি ভঙ্গুর ও পুরুত্ব কমে যাওয়া কোন রোগের লক্ষণ?
Ο ক) এইডস
Ο খ) ক্যান্সার
Ο গ) হাঁপানি
Ο ঘ) অস্টিওপোরেসিস
সঠিক উত্তর: (ঘ)
৫৫. সারকোলেমা পাওয়া যায়-
i. পেশির সংযোগস্থলে
ii. টেনডনের সংযোগস্থলে
iii. কন্ড্রিন এর সংযোগস্থলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৫৬. টেনডন টিস্যুর বৈশিষ্ট্য হলো-
i. এটি অনুজ্জল শ্বেততন্তু দ্বারা গঠিত
ii. তরাঙ্গিত
iii. শাখা প্রশাখাবিহীন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
৫৭. মাংসপেশির প্রান্তভাগ কিসের ন্যায় শক্ত হয়?
Ο ক) রজ্জুর
Ο খ) রক্তের
Ο গ) টেনডন
Ο ঘ) শ্বেততন্তু
সঠিক উত্তর: (ক)
৫৮. কনুই বাঁকা করতে কোন পেশির সংকোচন ঘটে?
Ο ক) ট্রাইসেপস পেশি
Ο খ) বাইসেপস পেশি
Ο গ) টেট্রাসেপস পেশি
Ο ঘ) পেন্টাসেপস বেশি
সঠিক উত্তর: (খ)
৫৯. অস্থির মাতৃকা কী পদার্থ দিয়ে গঠিত?
Ο ক) জৈব
Ο খ) যৌগ
Ο গ) কঠিন পদার্থ
Ο ঘ) বায়বীয়
সঠিক উত্তর: (ক)
৬০. কোনটি হাড়কে আটকে রাখে?
Ο ক) টেনডন
Ο খ) তরুণাস্থি
Ο গ) লিগামেন্ট
Ο ঘ) কবজি সন্ধি
সঠিক উত্তর: (গ)
৬১. তরুণাস্থি তন্তুময় যোজক কলার আবরণকে কী বলে?
Ο ক) তরুণাস্থি
Ο খ) অস্থিসন্ধি
Ο গ) লিগামেন্ট
Ο ঘ) টেন্ডন
সঠিক উত্তর: (খ)
৬২. হাত, পা চলাচলে সাহায্য করে কোনটি?
Ο ক) কঙ্কালতন্ত্র
Ο খ) রক্ত সংবহনতন্ত্র
Ο গ) পরিপাকতন্ত্র
Ο ঘ) রেচনতন্ত্র
সঠিক উত্তর: (ক)
৬৩. অন্তঃকঙ্কালের অন্তভূক্ত অঙ্গাণুর নাম হলো-
Ο ক) নখ
Ο খ) চুল
Ο গ) পাকস্থলি
Ο ঘ) লোম
সঠিক উত্তর: (গ)
৬৪. তরুণাস্থি বিস্তৃত থাকে-
Ο ক) মাতৃকাতে
Ο খ) পাকস্থলীতে
Ο গ) ফুসফুসে
Ο ঘ) অন্ত্রে
সঠিক উত্তর: (ক)
৬৫. ল্যাকিউনি এর ভেতরে অবস্থিত কোনটি?
Ο ক) কন্ড্রিন
Ο খ) কন্ড্রিওব্লাস্ট
Ο গ) অস্টিওব্লাস্ট
Ο ঘ) টেনডন
সঠিক উত্তর: (খ)
৬৬. অস্থিগুলো কিসের দ্বারা সংলগ্ন থাকায় ইচ্ছামতো অঙ্গ সঞ্চালন ও চলাফেরা করানো সম্ভব হয়?
Ο ক) অনৈচ্ছিক পেশি
Ο খ) কোটর সন্ধি
Ο গ) ঐচ্ছিক মাংস পেশি
Ο ঘ) কবজি সন্ধি
সঠিক উত্তর: (গ)
৬৭. কনুই বাঁকা বা সোজা করতে কোন পেশি ক্রিয়া করে?
Ο ক) ঐচ্ছিক পেশি
Ο খ) অনৈচ্ছিক পেশি
Ο গ) টেনডন
Ο ঘ) লিগামেন্ট
সঠিক উত্তর: (ক)
৬৮. কঙ্কালতন্ত্রের প্রকারভেদ-
i. অন্তঃকঙ্কাল
ii. বহিঃকঙ্কাল
iii. মধ্যকঙ্কাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৯. একটি ঘর তৈরি করতে হলে সর্বপ্রথম কোনটি বানাতে হয়?
Ο ক) কাঠামো
Ο খ) দরজা
Ο গ) জানালা
Ο ঘ) ছাদ
সঠিক উত্তর: (ক)
৭০. অস্থির বৃদ্ধির জন্য প্রচুর প্রয়োজন-
i. ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার
ii. ভিটামিন ‘সি’
iii. ভিটামিন ‘ডি’
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
৭১. অস্থির বৃদ্ধির জন্য কোনটি প্রয়োজন?
Ο ক) ক্যালসিয়াম ও ভিটামিন
Ο খ) ম্যাগনেসিয়াম ও স্নেহ
Ο গ) ফসফরাস ও ভিটামিন
Ο ঘ) নাইট্রোজেন ও আমিষ
সঠিক উত্তর: (ক)
৭২. অস্টিওপোরেসিস রোগের লক্ষণ কী?
Ο ক) অস্থিতে ব্যথা অনুভূত হয়
Ο খ) অস্থিসন্ধিগুলো শক্ত হয়ে যায়
Ο গ) গিট ফুলে যায়
Ο ঘ) অস্থিসন্ধি নাড়াতে কষ্ট হয়
সঠিক উত্তর: (ক)
৭৩. অস্থিগুলো কী মাংসপেশি দ্বারা পরস্পর সংলগ্ন থাকে?
Ο ক) ঐচ্ছিক পেশি
Ο খ) অচ্ছিক পেশি
Ο গ) তরুণাস্থি
Ο ঘ) মাংসপেশি
সঠিক উত্তর: (ক)
৭৪. অস্থিতে শতকরা পানির পরিমাণ কত?
Ο ক) ২০-৩০ ভাগ
Ο খ) ৫০-৬০ ভাগ
Ο গ) ২৫-৩৫ ভাগ
Ο ঘ) ৪০-৫০ ভাগ
সঠিক উত্তর: (ঘ)
৭৫. জীবিত অস্থিকোষে শতকরা কত ভাগ অজৈব যৌগ থাকে?
Ο ক) ৪০ ভাগ
Ο খ) ৬০ ভাগ
Ο গ) ৫০ ভাগ
Ο ঘ) ৩০ ভাগ
সঠিক উত্তর: (খ)
৭৬. অনড় অস্থিসন্ধি কোনটি?
Ο ক) আন্তঃকশেরুকীয় অস্থিসন্ধি
Ο খ) হাতের অস্থিসন্ধি
Ο গ) পায়ের অস্থিসন্ধি
Ο ঘ) বল ও কোটর অস্থিসন্ধি
সঠিক উত্তর: (ক)
৭৭. মানবদেহের কঙ্কালতন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) দুইভাগে
Ο খ) তিনভাগে
Ο গ) চারভাগে
Ο ঘ) পাঁচভাগে
সঠিক উত্তর: (ক)
৭৮. জীবিত তরুণাস্থির বৈশিষ্ট্য হলো-
i. স্বচ্ছ প্রোটোপ্লাজম
ii. গোলাকার নিউক্লিয়াস
iii. ক্যাপসুল বা ল্যাকিউনি বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
৭৯. অস্থিসন্ধির নড়াচড়া করাতে কম শক্তি ব্যয় হওয়ার কারণ-
i. অস্থিসন্ধিতে সাইনোভিয়াল রসের অনুপস্থিতিতে
ii. সাইনোভিয়াল রসের উপস্থিতি
iii. তরুণাস্থির উপস্থিতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
৮০. অস্থির স্বাভাবিক বৃদ্ধি ব্যাহৃত হয়-
i. ভিটামিন ‘বি ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য
ii. ভিটামিন ‘এ’ ও ফসফরাস সমৃদ্ধ খাবারের
iii. ভিটামিন ‘ডি’ ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (গ)
৮১. কোন অস্থিসন্ধির কারণে আমরা দেহকে সামনে পিছনে বাঁকাতে পারি?
Ο ক) করোটিকা অস্থিসন্ধি
Ο খ) মেরুদন্ডী অস্থিসন্ধি
Ο গ) বল ও কোটর সন্ধি
Ο ঘ) কব্জা সন্ধি
সঠিক উত্তর: (খ)
৮২. পেরিটোন্ডিয়াম আঁটিগুলোর মধ্যবর্তী স্থানে কোন কোষ দেখতে পাওয়া যায়?
Ο ক) ফাইব্রোব্লাস্ট
Ο খ) সিউডোব্লাস্ট
Ο গ) অ্যারিওব্লাস্ট
Ο ঘ) লিগামেন্ট
সঠিক উত্তর: (ক)
৮৩. কনুই সোজা করার ক্ষেত্রে-
i. ট্রাইসেপস পেশি সংকুচিত
ii. বাইসেপস পেশি শ্লথ হয়
iii. ট্রাইসেপস পেশি শ্লথ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৮৪. অস্থির মাতৃকার প্রকৃতি কেমন?
Ο ক) নরম
Ο খ) শক্ত ও ভঙ্গুর
Ο গ) আঠালো
Ο ঘ) তরল
সঠিক উত্তর: (খ)
৮৫. কঙ্কাল বলতে কী বুঝায়?
Ο ক) বহিঃকঙ্কাল
Ο খ) বক্ষের কঙ্কাল
Ο গ) অন্তঃক্ঙ্কাল
Ο ঘ) মেরুদন্ডের কঙ্কাল
সঠিক উত্তর: (গ)
৮৬. দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে কী বলে?
Ο ক) তরুণাস্থি
Ο খ) কন্ড্রিন
Ο গ) অস্থিসন্ধি
Ο ঘ) লিগনিন
সঠিক উত্তর: (গ)
৮৭. অস্থিকোষগুলো কোথায় ছড়ানো থাকে?
Ο ক) পাকস্থলিতে
Ο খ) অন্ত্রে
Ο গ) ফুসফুসে
Ο ঘ) মাতৃকায়
সঠিক উত্তর: (ঘ)
৮৮. কঙ্কালের সবচেয়ে ছোট অস্থি কোনটি?
Ο ক) রেটিনা
Ο খ) স্টেপস
Ο গ) ফিমার
Ο ঘ) আলনা
সঠিক উত্তর: (খ)
৮৯. কন্ড্রিনের মধ্যবর্তী গহ্বরকে কী বলে?
Ο ক) ল্যাকিউনি
Ο খ) পেরিকন্ড্রিয়াম
Ο গ) অস্টিওব্লাস্ট
Ο ঘ) কন্ড্রিওসাইট
সঠিক উত্তর: (ক)
৯০. বল ও কোটর সন্ধির ক্ষেত্রে প্রযোজ্য তথ্য-
i. এদের সহজে নড়াচড়া করানো যায়
ii. স্কন্ধ সন্ধি এর অন্তর্গত
iii. স্টানোক্যাভেকুলার সন্ধি এর অন্তর্গত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৯১. নিচের কোনটি অস্টিওপোরেসিসের প্রতিকার হিসেবে কাজ করে?
Ο ক) ব্যায়াম
Ο খ) সুষম খাদ্য
Ο গ) ননীতোলা দুধ
Ο ঘ) পর্যাপ্ত আলো বাতাস
সঠিক উত্তর: (গ)
৯২. কোনটি পূর্ণ সচল অস্থি সন্ধির অন্তর্ভুক্ত?
Ο ক) বল ও কোটর সন্ধি
Ο খ) করোটিকা সন্ধি
Ο গ) হাতের কনুইয়ের সন্ধি
Ο ঘ) মেরুদন্ডের সন্ধি
সঠিক উত্তর: (ক)
৯৩. মানব কঙ্কালতন্ত্রের করেটি কী কাজ করে?
Ο ক) সুষম্নাকান্ড ও স্নায়ুমূলকে বেষ্টন করে রাখে
Ο খ) মস্তিষ্ককে অবলম্বন ও দৃঢ়তা দেয়
Ο গ) মস্তিষ্কের গঠন ও দৃঢ়তা প্রদান করে
Ο ঘ) মস্তিষ্কের আবৃত ও সংরক্ষিত রাখে
সঠিক উত্তর: (ঘ)
৯৪. তরুণাস্থির ক্ষেত্রে তথ্য কোনটি?
Ο ক) সাদা নীলাভ ও চকচকে
Ο খ) ধূসর, নীলাভ ও অস্বচ্ছ
Ο গ) সাদা, হলুদাভ ও চকচকে
Ο ঘ) ধূসর, কালচে ও অস্বচ্ছ
সঠিক উত্তর: (ক)
৯৫. টেনডনের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) ঘন ও শ্বেত তন্তুময়
Ο খ) টিস্যু শাখা প্রশাখা যুক্ত
Ο গ) অনুজ্জ্বল শ্বেত তন্তুময়
Ο ঘ) পাতলা শ্বেত তন্তুবিহীন
সঠিক উত্তর: (ক)
৯৬. কোনটি অস্থির বৈশিষ্ট্য?
Ο ক) স্থিতিস্থাপক
Ο খ) নরম
Ο গ) দৃঢ়
Ο ঘ) তন্তুময়
সঠিক উত্তর: (গ)
৯৭. দেহকে নির্দিষ্ট আকৃতি দেয়-
Ο ক) কঙ্কাল
Ο খ) সাইনোভিয়াল সন্ধি
Ο গ) অস্থিসন্ধি
Ο ঘ) কবজি সন্ধি
সঠিক উত্তর: (ক)
৯৮. সাইনোভিয়াল অস্থি সন্ধির কাজ-
i. অস্থিতে অস্থিতে ঘর্ষণ ও তজ্জনিত ক্ষয় হ্রাস করে
ii. দেহের কাঠামো গঠন করে
iii. অস্থিসন্ধির নড়াচড়া করতে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
৯৯. অস্থিসন্ধি কত প্রকার?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)
১০০. অস্টিওপোরেসিস হলে প্রতিদিন কত মিলিগ্রাম Ca খাওয়া উচিত?
Ο ক) ১২০০
Ο খ) ১৪০০
Ο গ) ১৬০০
Ο ঘ) ১৮০০
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Biology