ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ৮: মানব রেচন (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. মানবদেহের বিষাক্ত পদার্থ নিষ্কাষিত হয় কোন তন্ত্রের মাধ্যমে?
Ο ক) পরিপাকতন্ত্র
Ο খ) শ্বসনতন্ত্র
Ο গ) রেচনতন্ত্র
Ο ঘ) পৌষ্টিকতন্ত্র
সঠিক উত্তর: (গ)
১৫২. বৃক্কের কাজ নিয়ন্ত্রণে ভূমিকা নেই কোনটির?
Ο ক) রেচনতন্ত্র
Ο খ) স্নায়ুতন্ত্র
Ο গ) গ্লোবেরুলাস
Ο ঘ) পেলভিস
সঠিক উত্তর: (খ)
১৫৩. মূত্রের অম্লতা বৃদ্ধির কারণ কী?
Ο ক) ভিটামিন সমৃদ্ধ খাদ্য
Ο খ) স্নেহ জাতীয় খাদ্য
Ο গ) শর্করা জাতীয় খাদ্য
Ο ঘ) আমিষ জাতীয় খাদ্য
সঠিক উত্তর: (ঘ)
১৫৪. বৃক্কের মেডুলার সাধারণত কতটি রেনাল পিরামিড থাকে?
Ο ক) ৪-৮ টি
Ο খ) ৮-১২ টি
Ο গ) ১২-১৬ টি
Ο ঘ) ১৬-২০ টি
সঠিক উত্তর: (খ)
১৫৫. বৃক্কের ক্যাপসুল কোন ধরনের আবরণ দ্বারা বেষ্টিত?
Ο ক) তন্তুময়
Ο খ) আঁইশম
Ο গ) রোমময়
Ο ঘ) পিচ্ছিল
সঠিক উত্তর: (ক)
১৫৬. ডায়ালাইসিস প্রক্রিয়াটি-
i. ব্যয়বহুল
ii. সময় সাপেক্ষ
iii. মূত্র পরিশোধন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫৭. কোন জাতীয় খাদ্যের কারণে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়?
Ο ক) প্রোটিন
Ο খ) লিপিড
Ο গ) ভিটামিন
Ο ঘ) কার্বোহাইড্রেট
সঠিক উত্তর: (ক)
১৫৮. জারণ প্রক্রিয়ায় সৃষ্টি হয় কোনটি?
Ο ক) লবণ
Ο খ) অক্সিজেন
Ο গ) Co2
Ο ঘ) গ্লুকোজ
সঠিক উত্তর: (গ)
১৫৯. মানবদেহে কী পরিমাণ নেফ্রন থাকে?
Ο ক) ১০ লক্ষ
Ο খ) ২০ লক্ষ
Ο গ) ৩০ লক্ষ
Ο ঘ) ৪০ লক্ষ
সঠিক উত্তর: (খ)
১৬০. বৃক্কের আকৃতি কিরূপ?
Ο ক) শিমবিচির মত
Ο খ) মোচার মত
Ο গ) জালকের মত
Ο ঘ) খোসার মত
সঠিক উত্তর: (ক)
১৬১. বোম্যান্স ক্যাপসুল কোনটিকে বেষ্টন করে থাকে?
Ο ক) নেফ্রনক
Ο খ) গ্লোমেরুলাসকে
Ο গ) ইফারেন্ট অ্যার্টারিওলকে
Ο ঘ) পেলভিজকে
সঠিক উত্তর: (খ)
১৬২. কিডনি সংযোজন কত ভাবে করা যায়?
Ο ক) দুইভাগে
Ο খ) তিন ভাগে
Ο গ) চারভাগে
Ο ঘ) পাঁচভাগে
সঠিক উত্তর: (ক)
১৬৩. দেহে পানির পরিমাণ বেড়ে গেলে-
i. রক্তে নাইট্রোজেনের আধিক্য দেখা দেয়
ii. রক্তে পটাসিয়ামের আধিক্য দেখা দেয়
iii. কোষের ক্ষতি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৬৪. বৃক্ক সম্পূর্ণ অকেজো হবার পর বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধিত করার নাম কী?
Ο ক) রেডিওথেরাপি
Ο খ) ডায়ালাইসিস
Ο গ) কেমোথেরাপি
Ο ঘ) ইউটেরোস্কোপিক
সঠিক উত্তর: (খ)
১৬৫. মূত্রের হালকা হলুদ বর্ণের জন্য দায়ী কে?
Ο ক) হিমোগ্লোবিন
Ο খ) ইউরিয়া
Ο গ) ক্রিয়োটিনিন
Ο ঘ) ইউরিক এসিড
সঠিক উত্তর: (গ)
১৬৬. দেহের জন্য ক্ষতিকর ইউরিয়া-
i. রক্তের সাহায্যে যকৃতে যায়
ii. রক্তের সাহায্যে হৃৎপিন্ডে যায়
iii. রক্তে পরিশোধিত হয়ে মুত্র হিসেবে দেহ থেকে বেরিয়ে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৬৭. মূত্রনালি সুস্থ রাখতে হলে-
i. ডায়ারিয়া ও রক্তক্ষরণের দ্রুত চিকিৎসা করতে হবে
ii. নিয়মতান্ত্রিক জীবন যাপন করতে হবে
iii. ব্যথা নিরাময়ে ঔষধ ব্যবহার করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৮. নিচের কোন খাবারটি বেশি খেলে বৃক্কে পাথর হতে পারে?
Ο ক) শাকসবজি
Ο খ) ফল
Ο গ) ডিম
Ο ঘ) মাছ
সঠিক উত্তর: (গ)
১৬৯. শরীরে ঘাম বেশি হলে মূত্রের পরিমাণ কী হয়?
Ο ক) কম
Ο খ) বেশি
Ο গ) হয় না
Ο ঘ) খুব বেশি
সঠিক উত্তর: (ক)
১৭০. বৃক্কের বাইরের দিকের ফিকে অঞ্চলটি কী?
Ο ক) পেলভিস
Ο খ) হিলোম
Ο গ) কর্টেক্স
Ο ঘ) রেনাল করপাসল
সঠিক উত্তর: (গ)
১৭১. Urea কোথায় তৈরি হয়?
Ο ক) বৃক্কে
Ο খ) যকৃতে
Ο গ) দেহকোষে
Ο ঘ) রেনাল ধমনীতে
সঠিক উত্তর: (খ)
১৭২. বৃক্কের এককের নাম কী?
Ο ক) নিউরন
Ο খ) মেডুলা
Ο গ) প্লুরা
Ο ঘ) নেফ্রন
সঠিক উত্তর: (ঘ)
১৭৩. ডায়ালাইসিস টিউবটি-
i. একটি তরলের মধ্যে ডুবানো থাকে
ii. তরলটির গঠন রক্তের প্লাজমার অনুরূপ
iii. তরলটির গঠন লোহিত কণিকার অনুরূপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭৪. একজন স্বাভাবিক মানুষ-
i. প্রতিদিন ১৫০০ মিলিমিটার মূত্র ত্যাগ করে
ii. ইউরিয়া, ইউরিক, এসিড, অ্যামোনিয়া, ক্রিয়াটিনিন যুক্ত মূত্র ত্যাগ করে
iii. ১০০০ মিলি মূত্র ত্যাগ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭৫. মূত্র হল-
i. মানব দেহের মূল রেচন পদার্থ
ii. ইউরোক্রোম নামক রঞ্জক পর্দাথ যুক্ত হলুদ রঙের তরল
iii. ইউরিয়া যুক্ত তরল পদার্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৬. ডায়ালাইসিস মেশিনের সাহায্য কী নিষ্কাশিত হয়?
Ο ক) পটাশিয়াম ঘটিত বর্জ্য পদার্থ
Ο খ) নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ
Ο গ) অজৈব লবণ
Ο ঘ) জৈব লবণ
সঠিক উত্তর: (খ)
১৭৭. বৃক্কের পাথরের চিকিৎসা হলো-
i. বৃক্কের অস্ত্রোপচার
ii. কম পানি গ্রহণ
iii. ঔষধ সেবন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৭৮. কিডনি প্রতিস্থাপনের পদ্ধতি কোনটি?
Ο ক) নিকট আত্মীয়ের কিডনি সংযোজন
Ο খ) প্রতিবেশীর কিডনি সংযোজন
Ο গ) রোগক্রান্ত ব্যক্তির কিডনি সংযোজন
Ο ঘ) সহকর্মীর কিডনি সংযোজন
সঠিক উত্তর: (ক)
১৭৯. বৃক্কের বাইরের দিকের ক্যাপসুল সংলগ্ন অংশকে কী বলে?
Ο ক) মেডুলা
Ο খ) পেলভিস
Ο গ) প্যাপিলা
Ο ঘ) কর্টেক্স
সঠিক উত্তর: (ঘ)
১৮০. মূত্রে পানি ছাড়াও অন্যান্য যে উপাদান থাকে তা হলো-
i. লসিকা রস
ii. ইউরিক এসিড
iii. ক্রিয়েটিনিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৮১. মূত্র উৎপাদন করে কোন অঙ্গটি?
Ο ক) নেফ্রন
Ο খ) পেলভিস
Ο গ) ফুসফুস
Ο ঘ) যকৃত
সঠিক উত্তর: (ক)
১৮২. রেনাল পিরামিড দ্বারা গঠিত পিড়কা সরাসরি কোথায় উন্মুক্ত হয়?
Ο ক) হাইলাসে
Ο খ) কর্টেক্স
Ο গ) মেডুলায়
Ο ঘ) পেলভিসে
সঠিক উত্তর: (ঘ)
১৮৩. বৃক্কের হাইলাসে অবস্থিত গহবরকে কী বলে?
Ο ক) পেলভিস
Ο খ) কর্টেক্স
Ο গ) মেডুলা
Ο ঘ) নেফ্রন
সঠিক উত্তর: (ক)
১৮৪. রেচনের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়-
i. অতিরিক্ত পানি
ii. অতিরিক্ত প্রাণরস
iii. অতিরিক্ত লবণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮৫. বৃক্কের অবতল অংশের ভাঁজকে কী বলে?
Ο ক) মেডুলা
Ο খ) পেলভিস
Ο গ) কর্টেক্স
Ο ঘ) হাইলাস
সঠিক উত্তর: (গ)
১৮৬. বৃক্ক কী বর্ণের হয়?
Ο ক) লালচে
Ο খ) হলদেটে
Ο গ) সবুজাভ
Ο ঘ) নীলাভ
সঠিক উত্তর: (ক)
১৮৭. রেনাল টিউব্যুলে অংশ হলো-
i. গোড়াদেশীয় প্যাঁচানো নালিকা
ii. হেনলি-র লুপ
iii. প্রান্তীয় প্যাঁচানো নালিকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৮৮. দেহের মূল রেচন পদার্থ কী?
Ο ক) মূত্র
Ο খ) বিষাক্ত রক্ত
Ο গ) এসিড
Ο ঘ) মল
সঠিক উত্তর: (ক)
১৮৯. আকস্মিক কিডনি বিকল হওয়ার কারণ নিচের কোনটি?
Ο ক) জটিল নেফ্রাইটিস
Ο খ) ডায়াবেটিস
Ο গ) কিডনিতে পাথর
Ο ঘ) উচ্চ রক্তচাপ
সঠিক উত্তর: (ক)
১৯০. মূত্র ত্যাগের ইচ্ছা জাগে-
i. ইউরেটার থেকে মূত্র এসে মূত্রথলিতে জমা হলে
ii. মূত্রথলি মূত্র দ্বারা পূর্ণ হলে
iii. মূত্রথলি খালি থাকলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯১. নিচের কোনটি মূত্র তৈরি হয়?
Ο ক) ইউরেটর
Ο খ) নেফ্রন
Ο গ) সংগ্রাহী নালিকা
Ο ঘ) পিড়কা
সঠিক উত্তর: (খ)
১৯২. কিডনির সমস্যা ধরা পড়ে-
i. প্রস্রাবে জ্বালাপোড়া বুঝে
ii. ঘন ঘন প্রস্রাব হওয়া দেখে
iii. শরীর ফুলে যাওয়া দেখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৩. মূত্রের মূল উপাদান কী?
Ο ক) নাইট্রোজেন যৌগ
Ο খ) ইউরিয়া
Ο গ) এম্যাইনো যৌগ
Ο ঘ) সালফাইড যৌগ
সঠিক উত্তর: (গ)
১৯৪. বৃক্কের প্রতিটি ইউনিফেরাস নালিকা কতটি প্রধান অংশে বিভক্ত?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)
১৯৫. নেফ্রনে থাকে-
i. কালেকটিং টিউব্যুল
ii. রেনাল টিউব্যুল
iii. রেনাল করপাসল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৯৬. মানব দেহের আমিষ তৈরিতে-
i. শরীরে বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয়
ii. বর্জ্য পদার্থ শরীরে জমা হয়
iii. শারীরিক এসিড প্রয়োজন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯৭. ইউরেটারের প্রশস্ত অংশটি কিরূপ?
Ο ক) লম্বা
Ο খ) চ্যাপ্টা
Ο গ) ফানেল আকৃতির
Ο ঘ) টিউব আকৃতির
সঠিক উত্তর: (গ)
১৯৮. মানবদেহের আমিষ তৈরিতে কী প্রয়োজন?
Ο ক) সালফিউরিক এসিড
Ο খ) অ্যামিনো পদার্থ
Ο গ) অ্যামাইনো এসিড
Ο ঘ) ল্যাকটিক এসিড
সঠিক উত্তর: (গ)
১৯৯. মূত্রের স্বাভাবিক প্রবাহকে বাড়িয়ে দেয়-
i. পানি, লবণাক্ত পানি
ii. চা এবং কফি
iii. আমিষ জাতীয় খাদ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
২০০. কিডনি বিকল হলে কী হয়?
Ο ক) মানুষ মারা যায়
Ο খ) মূত্র ত্যাগে সমস্যা হয়
Ο গ) মূত্র হয় না
Ο ঘ) বৃক্কের কার্যকারিতা বন্ধ হয়ে যায়
সঠিক উত্তর: (খ)
২০১. উচ্চ রক্তচাপের কারণে কোন রোগটি হতে পারে?
Ο ক) যকৃত ক্যান্সার
Ο খ) এইডস
Ο গ) ফুসফুস ক্যান্সার
Ο ঘ) কিডনি বিকল
সঠিক উত্তর: (ঘ)
২০২. বৃক্কের পেলভিস থেকে কতটি ইউরেটার বের হযে মূত্রাশয়ে প্রবেশ করে?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)
২০৩. রক্তের বর্জ্য পদার্থ সরাতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
Ο ক) ইউটেবোস্কোপিক
Ο খ) আল্ট্রসনিক লিথট্রিপসি
Ο গ) বৃক্কে অস্ত্রেপাচার
Ο ঘ) ডায়ালাইসিস
সঠিক উত্তর: (ঘ)
২০৪. বৃক্কের অবস্থান-
i. উদরগহবরকে পিছনে
ii. হৃৎপিন্ডের উপরে
iii. বক্ষপিঞ্জরের নিচে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
২০৫. বৃক্ক নালীকাসমূহ কী?
Ο ক) কৈশিক নালী সমৃদ্ধ
Ο খ) কৈশিক জালিকা সমৃদ্ধ
Ο গ) নালী সমৃদ্ধ
Ο ঘ) লুপ সমৃদ্ধ
সঠিক উত্তর: (খ)
২০৬. মানব দেহের রেচন অঙ্গ কোনটি?
Ο ক) হৃৎপিন্ড
Ο খ) বৃক্ক
Ο গ) মূত্রনালি
Ο ঘ) যকৃত
সঠিক উত্তর: (খ)
২০৭. কিডনি বিকল হলে রক্তের কোন উপদান বৃদ্ধি পায়?
Ο ক) অণুচক্রিকা
Ο খ) লোহিত কণিকা
Ο গ) ক্রিয়েটিনিন
Ο ঘ) শ্বেত কণিকা
সঠিক উত্তর: (গ)
২০৮. বৃক্কের পাথরের চিকিৎসা নির্ভর করে-
i. পাথরের আকারের উপরে
ii. পাথরের অম্লত্বের উপর
iii. পাথরের অবস্থানের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
২০৯. বৃক্কের নেফ্রনে কোন পদার্থটি ছাঁকনির মত কাজ করে?
Ο ক) ফ্লিউবা
Ο খ) গ্লোমেরুলাস
Ο গ) ডায়াফ্রাম
Ο ঘ) প্লুরা
সঠিক উত্তর: (খ)
২১০. রেনাল টিউব্যুলের ক্ষেত্রে-
i. এটি ৩টি অংশে বিভক্ত
ii. দুই বৃক্কে এর সংখ্যা ২০ লক্ষ
iii. এটি বিস্তৃত চওড়া নালি বিশেষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১১. কোন অঙ্গগুলো মানুষের দেহ তেকে রেচন পদার্থ ও অন্যান্য ক্ষতিকর পদার্থ নিষ্কাশনে সাহায্য করে?
Ο ক) ত্বক, মুখগহ্বর, যকৃত
Ο খ) ত্বক, ফুসফুস, যকৃত, বৃক্ক
Ο গ) যকৃত, বৃক্ক, মুখগহ্বর
Ο ঘ) ত্বক, বৃক্ক মুখগহ্বর
সঠিক উত্তর: (খ)
২১২. মূত্র ত্যাগের ইচ্ছা জাগে কখন?
Ο ক) মূত্রথলি পূর্ণ হলে
Ο খ) মূত্রথলি খালি থাকলে
Ο গ) বৃক্কে ব্যাথা পেলে
Ο ঘ) মূত্রনালিতে মূত্র জমা হলে
সঠিক উত্তর: (ক)
২১৩. নিচের কোন খাদ্যটি গ্রহণ করলে সাধারণত ক্ষারীর মূত্র তৈরি হয়?
Ο ক) ফলমূল
Ο খ) মাছ-মাংস
Ο গ) ডিম-দুধ
Ο ঘ) ঘি-পনির
সঠিক উত্তর: (ক)
২১৪. একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন কত মিলিমিটার মূত্র অপসারণ করে?
Ο ক) ১০০০
Ο খ) ১৫০০
Ο গ) ২০০০
Ο ঘ) ২৫০০
সঠিক উত্তর: (খ)
উদ্দীপকটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও: তান্নি পানি ও অন্যান্য খাদ্য গ্রহণে নিয়মনীতি মেনে চলে না। ইদানিং তার মূত্রের পরিমাণ কম হওয়াসহ কোমরের পিছনে ব্যথা হচ্ছে।
২১৫. তান্নির দেহে উক্ত উপাদানটি কম হওয়ার কারণ-
i. ঘাম বেশি হওয়া
ii. ফল কম খাওয়া
iii. লবণাক্ত খাদ্য গ্রহণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১৬. তান্নির শরীরে উক্ত সমস্যার কারণ-
i. শরীরে পানি আসা
ii. মূত্রনালির প্রদাহ
iii. প্রস্রাবে শর্করা যাওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. মানবদেহের বিষাক্ত পদার্থ নিষ্কাষিত হয় কোন তন্ত্রের মাধ্যমে?
Ο ক) পরিপাকতন্ত্র
Ο খ) শ্বসনতন্ত্র
Ο গ) রেচনতন্ত্র
Ο ঘ) পৌষ্টিকতন্ত্র
সঠিক উত্তর: (গ)
১৫২. বৃক্কের কাজ নিয়ন্ত্রণে ভূমিকা নেই কোনটির?
Ο ক) রেচনতন্ত্র
Ο খ) স্নায়ুতন্ত্র
Ο গ) গ্লোবেরুলাস
Ο ঘ) পেলভিস
সঠিক উত্তর: (খ)
১৫৩. মূত্রের অম্লতা বৃদ্ধির কারণ কী?
Ο ক) ভিটামিন সমৃদ্ধ খাদ্য
Ο খ) স্নেহ জাতীয় খাদ্য
Ο গ) শর্করা জাতীয় খাদ্য
Ο ঘ) আমিষ জাতীয় খাদ্য
সঠিক উত্তর: (ঘ)
১৫৪. বৃক্কের মেডুলার সাধারণত কতটি রেনাল পিরামিড থাকে?
Ο ক) ৪-৮ টি
Ο খ) ৮-১২ টি
Ο গ) ১২-১৬ টি
Ο ঘ) ১৬-২০ টি
সঠিক উত্তর: (খ)
১৫৫. বৃক্কের ক্যাপসুল কোন ধরনের আবরণ দ্বারা বেষ্টিত?
Ο ক) তন্তুময়
Ο খ) আঁইশম
Ο গ) রোমময়
Ο ঘ) পিচ্ছিল
সঠিক উত্তর: (ক)
১৫৬. ডায়ালাইসিস প্রক্রিয়াটি-
i. ব্যয়বহুল
ii. সময় সাপেক্ষ
iii. মূত্র পরিশোধন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫৭. কোন জাতীয় খাদ্যের কারণে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়?
Ο ক) প্রোটিন
Ο খ) লিপিড
Ο গ) ভিটামিন
Ο ঘ) কার্বোহাইড্রেট
সঠিক উত্তর: (ক)
১৫৮. জারণ প্রক্রিয়ায় সৃষ্টি হয় কোনটি?
Ο ক) লবণ
Ο খ) অক্সিজেন
Ο গ) Co2
Ο ঘ) গ্লুকোজ
সঠিক উত্তর: (গ)
১৫৯. মানবদেহে কী পরিমাণ নেফ্রন থাকে?
Ο ক) ১০ লক্ষ
Ο খ) ২০ লক্ষ
Ο গ) ৩০ লক্ষ
Ο ঘ) ৪০ লক্ষ
সঠিক উত্তর: (খ)
১৬০. বৃক্কের আকৃতি কিরূপ?
Ο ক) শিমবিচির মত
Ο খ) মোচার মত
Ο গ) জালকের মত
Ο ঘ) খোসার মত
সঠিক উত্তর: (ক)
১৬১. বোম্যান্স ক্যাপসুল কোনটিকে বেষ্টন করে থাকে?
Ο ক) নেফ্রনক
Ο খ) গ্লোমেরুলাসকে
Ο গ) ইফারেন্ট অ্যার্টারিওলকে
Ο ঘ) পেলভিজকে
সঠিক উত্তর: (খ)
১৬২. কিডনি সংযোজন কত ভাবে করা যায়?
Ο ক) দুইভাগে
Ο খ) তিন ভাগে
Ο গ) চারভাগে
Ο ঘ) পাঁচভাগে
সঠিক উত্তর: (ক)
১৬৩. দেহে পানির পরিমাণ বেড়ে গেলে-
i. রক্তে নাইট্রোজেনের আধিক্য দেখা দেয়
ii. রক্তে পটাসিয়ামের আধিক্য দেখা দেয়
iii. কোষের ক্ষতি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৬৪. বৃক্ক সম্পূর্ণ অকেজো হবার পর বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধিত করার নাম কী?
Ο ক) রেডিওথেরাপি
Ο খ) ডায়ালাইসিস
Ο গ) কেমোথেরাপি
Ο ঘ) ইউটেরোস্কোপিক
সঠিক উত্তর: (খ)
১৬৫. মূত্রের হালকা হলুদ বর্ণের জন্য দায়ী কে?
Ο ক) হিমোগ্লোবিন
Ο খ) ইউরিয়া
Ο গ) ক্রিয়োটিনিন
Ο ঘ) ইউরিক এসিড
সঠিক উত্তর: (গ)
১৬৬. দেহের জন্য ক্ষতিকর ইউরিয়া-
i. রক্তের সাহায্যে যকৃতে যায়
ii. রক্তের সাহায্যে হৃৎপিন্ডে যায়
iii. রক্তে পরিশোধিত হয়ে মুত্র হিসেবে দেহ থেকে বেরিয়ে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৬৭. মূত্রনালি সুস্থ রাখতে হলে-
i. ডায়ারিয়া ও রক্তক্ষরণের দ্রুত চিকিৎসা করতে হবে
ii. নিয়মতান্ত্রিক জীবন যাপন করতে হবে
iii. ব্যথা নিরাময়ে ঔষধ ব্যবহার করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৮. নিচের কোন খাবারটি বেশি খেলে বৃক্কে পাথর হতে পারে?
Ο ক) শাকসবজি
Ο খ) ফল
Ο গ) ডিম
Ο ঘ) মাছ
সঠিক উত্তর: (গ)
১৬৯. শরীরে ঘাম বেশি হলে মূত্রের পরিমাণ কী হয়?
Ο ক) কম
Ο খ) বেশি
Ο গ) হয় না
Ο ঘ) খুব বেশি
সঠিক উত্তর: (ক)
১৭০. বৃক্কের বাইরের দিকের ফিকে অঞ্চলটি কী?
Ο ক) পেলভিস
Ο খ) হিলোম
Ο গ) কর্টেক্স
Ο ঘ) রেনাল করপাসল
সঠিক উত্তর: (গ)
১৭১. Urea কোথায় তৈরি হয়?
Ο ক) বৃক্কে
Ο খ) যকৃতে
Ο গ) দেহকোষে
Ο ঘ) রেনাল ধমনীতে
সঠিক উত্তর: (খ)
১৭২. বৃক্কের এককের নাম কী?
Ο ক) নিউরন
Ο খ) মেডুলা
Ο গ) প্লুরা
Ο ঘ) নেফ্রন
সঠিক উত্তর: (ঘ)
১৭৩. ডায়ালাইসিস টিউবটি-
i. একটি তরলের মধ্যে ডুবানো থাকে
ii. তরলটির গঠন রক্তের প্লাজমার অনুরূপ
iii. তরলটির গঠন লোহিত কণিকার অনুরূপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭৪. একজন স্বাভাবিক মানুষ-
i. প্রতিদিন ১৫০০ মিলিমিটার মূত্র ত্যাগ করে
ii. ইউরিয়া, ইউরিক, এসিড, অ্যামোনিয়া, ক্রিয়াটিনিন যুক্ত মূত্র ত্যাগ করে
iii. ১০০০ মিলি মূত্র ত্যাগ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭৫. মূত্র হল-
i. মানব দেহের মূল রেচন পদার্থ
ii. ইউরোক্রোম নামক রঞ্জক পর্দাথ যুক্ত হলুদ রঙের তরল
iii. ইউরিয়া যুক্ত তরল পদার্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৬. ডায়ালাইসিস মেশিনের সাহায্য কী নিষ্কাশিত হয়?
Ο ক) পটাশিয়াম ঘটিত বর্জ্য পদার্থ
Ο খ) নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ
Ο গ) অজৈব লবণ
Ο ঘ) জৈব লবণ
সঠিক উত্তর: (খ)
১৭৭. বৃক্কের পাথরের চিকিৎসা হলো-
i. বৃক্কের অস্ত্রোপচার
ii. কম পানি গ্রহণ
iii. ঔষধ সেবন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৭৮. কিডনি প্রতিস্থাপনের পদ্ধতি কোনটি?
Ο ক) নিকট আত্মীয়ের কিডনি সংযোজন
Ο খ) প্রতিবেশীর কিডনি সংযোজন
Ο গ) রোগক্রান্ত ব্যক্তির কিডনি সংযোজন
Ο ঘ) সহকর্মীর কিডনি সংযোজন
সঠিক উত্তর: (ক)
১৭৯. বৃক্কের বাইরের দিকের ক্যাপসুল সংলগ্ন অংশকে কী বলে?
Ο ক) মেডুলা
Ο খ) পেলভিস
Ο গ) প্যাপিলা
Ο ঘ) কর্টেক্স
সঠিক উত্তর: (ঘ)
১৮০. মূত্রে পানি ছাড়াও অন্যান্য যে উপাদান থাকে তা হলো-
i. লসিকা রস
ii. ইউরিক এসিড
iii. ক্রিয়েটিনিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৮১. মূত্র উৎপাদন করে কোন অঙ্গটি?
Ο ক) নেফ্রন
Ο খ) পেলভিস
Ο গ) ফুসফুস
Ο ঘ) যকৃত
সঠিক উত্তর: (ক)
১৮২. রেনাল পিরামিড দ্বারা গঠিত পিড়কা সরাসরি কোথায় উন্মুক্ত হয়?
Ο ক) হাইলাসে
Ο খ) কর্টেক্স
Ο গ) মেডুলায়
Ο ঘ) পেলভিসে
সঠিক উত্তর: (ঘ)
১৮৩. বৃক্কের হাইলাসে অবস্থিত গহবরকে কী বলে?
Ο ক) পেলভিস
Ο খ) কর্টেক্স
Ο গ) মেডুলা
Ο ঘ) নেফ্রন
সঠিক উত্তর: (ক)
১৮৪. রেচনের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়-
i. অতিরিক্ত পানি
ii. অতিরিক্ত প্রাণরস
iii. অতিরিক্ত লবণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮৫. বৃক্কের অবতল অংশের ভাঁজকে কী বলে?
Ο ক) মেডুলা
Ο খ) পেলভিস
Ο গ) কর্টেক্স
Ο ঘ) হাইলাস
সঠিক উত্তর: (গ)
১৮৬. বৃক্ক কী বর্ণের হয়?
Ο ক) লালচে
Ο খ) হলদেটে
Ο গ) সবুজাভ
Ο ঘ) নীলাভ
সঠিক উত্তর: (ক)
১৮৭. রেনাল টিউব্যুলে অংশ হলো-
i. গোড়াদেশীয় প্যাঁচানো নালিকা
ii. হেনলি-র লুপ
iii. প্রান্তীয় প্যাঁচানো নালিকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৮৮. দেহের মূল রেচন পদার্থ কী?
Ο ক) মূত্র
Ο খ) বিষাক্ত রক্ত
Ο গ) এসিড
Ο ঘ) মল
সঠিক উত্তর: (ক)
১৮৯. আকস্মিক কিডনি বিকল হওয়ার কারণ নিচের কোনটি?
Ο ক) জটিল নেফ্রাইটিস
Ο খ) ডায়াবেটিস
Ο গ) কিডনিতে পাথর
Ο ঘ) উচ্চ রক্তচাপ
সঠিক উত্তর: (ক)
১৯০. মূত্র ত্যাগের ইচ্ছা জাগে-
i. ইউরেটার থেকে মূত্র এসে মূত্রথলিতে জমা হলে
ii. মূত্রথলি মূত্র দ্বারা পূর্ণ হলে
iii. মূত্রথলি খালি থাকলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯১. নিচের কোনটি মূত্র তৈরি হয়?
Ο ক) ইউরেটর
Ο খ) নেফ্রন
Ο গ) সংগ্রাহী নালিকা
Ο ঘ) পিড়কা
সঠিক উত্তর: (খ)
১৯২. কিডনির সমস্যা ধরা পড়ে-
i. প্রস্রাবে জ্বালাপোড়া বুঝে
ii. ঘন ঘন প্রস্রাব হওয়া দেখে
iii. শরীর ফুলে যাওয়া দেখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৩. মূত্রের মূল উপাদান কী?
Ο ক) নাইট্রোজেন যৌগ
Ο খ) ইউরিয়া
Ο গ) এম্যাইনো যৌগ
Ο ঘ) সালফাইড যৌগ
সঠিক উত্তর: (গ)
১৯৪. বৃক্কের প্রতিটি ইউনিফেরাস নালিকা কতটি প্রধান অংশে বিভক্ত?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)
১৯৫. নেফ্রনে থাকে-
i. কালেকটিং টিউব্যুল
ii. রেনাল টিউব্যুল
iii. রেনাল করপাসল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৯৬. মানব দেহের আমিষ তৈরিতে-
i. শরীরে বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয়
ii. বর্জ্য পদার্থ শরীরে জমা হয়
iii. শারীরিক এসিড প্রয়োজন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯৭. ইউরেটারের প্রশস্ত অংশটি কিরূপ?
Ο ক) লম্বা
Ο খ) চ্যাপ্টা
Ο গ) ফানেল আকৃতির
Ο ঘ) টিউব আকৃতির
সঠিক উত্তর: (গ)
১৯৮. মানবদেহের আমিষ তৈরিতে কী প্রয়োজন?
Ο ক) সালফিউরিক এসিড
Ο খ) অ্যামিনো পদার্থ
Ο গ) অ্যামাইনো এসিড
Ο ঘ) ল্যাকটিক এসিড
সঠিক উত্তর: (গ)
১৯৯. মূত্রের স্বাভাবিক প্রবাহকে বাড়িয়ে দেয়-
i. পানি, লবণাক্ত পানি
ii. চা এবং কফি
iii. আমিষ জাতীয় খাদ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
২০০. কিডনি বিকল হলে কী হয়?
Ο ক) মানুষ মারা যায়
Ο খ) মূত্র ত্যাগে সমস্যা হয়
Ο গ) মূত্র হয় না
Ο ঘ) বৃক্কের কার্যকারিতা বন্ধ হয়ে যায়
সঠিক উত্তর: (খ)
২০১. উচ্চ রক্তচাপের কারণে কোন রোগটি হতে পারে?
Ο ক) যকৃত ক্যান্সার
Ο খ) এইডস
Ο গ) ফুসফুস ক্যান্সার
Ο ঘ) কিডনি বিকল
সঠিক উত্তর: (ঘ)
২০২. বৃক্কের পেলভিস থেকে কতটি ইউরেটার বের হযে মূত্রাশয়ে প্রবেশ করে?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)
২০৩. রক্তের বর্জ্য পদার্থ সরাতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
Ο ক) ইউটেবোস্কোপিক
Ο খ) আল্ট্রসনিক লিথট্রিপসি
Ο গ) বৃক্কে অস্ত্রেপাচার
Ο ঘ) ডায়ালাইসিস
সঠিক উত্তর: (ঘ)
২০৪. বৃক্কের অবস্থান-
i. উদরগহবরকে পিছনে
ii. হৃৎপিন্ডের উপরে
iii. বক্ষপিঞ্জরের নিচে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
২০৫. বৃক্ক নালীকাসমূহ কী?
Ο ক) কৈশিক নালী সমৃদ্ধ
Ο খ) কৈশিক জালিকা সমৃদ্ধ
Ο গ) নালী সমৃদ্ধ
Ο ঘ) লুপ সমৃদ্ধ
সঠিক উত্তর: (খ)
২০৬. মানব দেহের রেচন অঙ্গ কোনটি?
Ο ক) হৃৎপিন্ড
Ο খ) বৃক্ক
Ο গ) মূত্রনালি
Ο ঘ) যকৃত
সঠিক উত্তর: (খ)
২০৭. কিডনি বিকল হলে রক্তের কোন উপদান বৃদ্ধি পায়?
Ο ক) অণুচক্রিকা
Ο খ) লোহিত কণিকা
Ο গ) ক্রিয়েটিনিন
Ο ঘ) শ্বেত কণিকা
সঠিক উত্তর: (গ)
২০৮. বৃক্কের পাথরের চিকিৎসা নির্ভর করে-
i. পাথরের আকারের উপরে
ii. পাথরের অম্লত্বের উপর
iii. পাথরের অবস্থানের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
২০৯. বৃক্কের নেফ্রনে কোন পদার্থটি ছাঁকনির মত কাজ করে?
Ο ক) ফ্লিউবা
Ο খ) গ্লোমেরুলাস
Ο গ) ডায়াফ্রাম
Ο ঘ) প্লুরা
সঠিক উত্তর: (খ)
২১০. রেনাল টিউব্যুলের ক্ষেত্রে-
i. এটি ৩টি অংশে বিভক্ত
ii. দুই বৃক্কে এর সংখ্যা ২০ লক্ষ
iii. এটি বিস্তৃত চওড়া নালি বিশেষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
২১১. কোন অঙ্গগুলো মানুষের দেহ তেকে রেচন পদার্থ ও অন্যান্য ক্ষতিকর পদার্থ নিষ্কাশনে সাহায্য করে?
Ο ক) ত্বক, মুখগহ্বর, যকৃত
Ο খ) ত্বক, ফুসফুস, যকৃত, বৃক্ক
Ο গ) যকৃত, বৃক্ক, মুখগহ্বর
Ο ঘ) ত্বক, বৃক্ক মুখগহ্বর
সঠিক উত্তর: (খ)
২১২. মূত্র ত্যাগের ইচ্ছা জাগে কখন?
Ο ক) মূত্রথলি পূর্ণ হলে
Ο খ) মূত্রথলি খালি থাকলে
Ο গ) বৃক্কে ব্যাথা পেলে
Ο ঘ) মূত্রনালিতে মূত্র জমা হলে
সঠিক উত্তর: (ক)
২১৩. নিচের কোন খাদ্যটি গ্রহণ করলে সাধারণত ক্ষারীর মূত্র তৈরি হয়?
Ο ক) ফলমূল
Ο খ) মাছ-মাংস
Ο গ) ডিম-দুধ
Ο ঘ) ঘি-পনির
সঠিক উত্তর: (ক)
২১৪. একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন কত মিলিমিটার মূত্র অপসারণ করে?
Ο ক) ১০০০
Ο খ) ১৫০০
Ο গ) ২০০০
Ο ঘ) ২৫০০
সঠিক উত্তর: (খ)
উদ্দীপকটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও: তান্নি পানি ও অন্যান্য খাদ্য গ্রহণে নিয়মনীতি মেনে চলে না। ইদানিং তার মূত্রের পরিমাণ কম হওয়াসহ কোমরের পিছনে ব্যথা হচ্ছে।
২১৫. তান্নির দেহে উক্ত উপাদানটি কম হওয়ার কারণ-
i. ঘাম বেশি হওয়া
ii. ফল কম খাওয়া
iii. লবণাক্ত খাদ্য গ্রহণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১৬. তান্নির শরীরে উক্ত সমস্যার কারণ-
i. শরীরে পানি আসা
ii. মূত্রনালির প্রদাহ
iii. প্রস্রাবে শর্করা যাওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Biology