ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ৯: দৃঢ়তা প্রদান ও চলন (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. তরুণাস্থির বৈশিষ্ট্য-
i. নরম ও স্থিতিস্থাপক
ii. কন্ড্রিন বিদ্যমান
iii. সাদা, বাদামি ও চকচকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫২. কোনটি নিশ্চল অস্থিসন্ধির উদাহরণ?
Ο ক) মেরুদন্ডের অস্থিসন্ধি
Ο খ) হাতের কনুই
Ο গ) করোটিকা অস্থিসন্ধি
Ο ঘ) কোটর সন্ধি
সঠিক উত্তর: (গ)
১৫৩. পেশিতন্ত্রের কাজ হলো-
i. অঙ্গ-প্রত্যক্ষ সঞ্চালন ও চলাফেরায় সহায়তা করা
ii. কঙ্কালতন্ত্রের সাথে যৌথভাবে নির্দিষ্ট আকার গঠন করা
iii. ভবিষ্যতের জন্য খাদ্য সংগ্রহ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) iii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
১৫৪. লিগামেন্ট তন্তুগুলো কী দ্বারা গঠিত?
Ο ক) আমিষ
Ο খ) শর্করা
Ο গ) স্নেহ
Ο ঘ) প্রোটিন
সঠিক উত্তর: (ক)
১৫৫. অস্থিসন্ধি অস্থিতন্ত্রের অংশগুলোকে কী করে?
Ο ক) সংযুক্ত
Ο খ) মুক্ত
Ο গ) আলাদা
Ο ঘ) বাহির
সঠিক উত্তর: (ক)
১৫৬. দেহ কাঠামো গঠনকারী তন্ত্রের নাম হলো-
Ο ক) পরিপাকতন্ত্র
Ο খ) রেচনতন্ত্র
Ο গ) কঙ্কালতন্ত্র
Ο ঘ) পেশি তন্ত্র
সঠিক উত্তর: (গ)
১৫৭. অ্যারিওলার টিস্যুর দৈর্ঘ্য বরাবর টেনডনের মধ্যে কী প্রবেশ করে?
Ο ক) স্টেরয়েড
Ο খ) অস্থি
Ο গ) রক্তনালী
Ο ঘ) পেরিটেন্ডিয়াম
সঠিক উত্তর: (গ)
১৫৮. জটিল সাইনোভিয়াল অস্থিসন্ধিতে কয়টি অস্থির মিলন ঘটে?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) একটি
Ο ঘ) দুইয়ের অধিক
সঠিক উত্তর: (ঘ)
১৫৯. ল্যাকিউনি এর বৈশিষ্ট্য-
i. প্রোটোপ্লাজম খুব স্বচ্ছ থাকে
ii. নিউক্লিয়াসটি গোলাকার
iii. কোষগহ্বর বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬০. কনুই বাঁকা করতে হলে কোনটি সংকুচিত হয়?
Ο ক) রেডিয়াস
Ο খ) আলনা
Ο গ) বাইসেপস
Ο ঘ) ট্রাইসেপস
সঠিক উত্তর: (গ)
১৬১. অস্থিসন্ধির উদাহরণ-
i. নিশ্চল অস্থিসন্ধি
ii. বল ও কোটর সন্ধি
iii. কবজি সন্ধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬২. পেশিতন্ত্র কাজে লাগে-
i. খাদ্য সংরক্ষণে
ii. অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালয়ন ও চলাফেরায়
iii. অঙ্গ বিন্যাস ও ভারসাম্য রক্ষায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৬৩. লিগামেন্টের ক্ষেত্রে প্রযোজ্য-
i. তন্তুগুলো ইলাস্টিক নামক আমিষ দ্বারা তৈরি
ii. হাড়গুলো স্থানচ্যুতি ও বিচ্যুত হতে সাহায্য করে
iii. তন্তুগুলোর মাঝে ফাইব্রোব্লাস্ট কোষ থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৬৪. অস্থি গঠন সাহায্য করে কোনটি?
Ο ক) ক্যালসিয়াম
Ο খ) জিংক
Ο গ) সালফার
Ο ঘ) ম্যাঙ্গানিজ
সঠিক উত্তর: (ক)
১৬৫. অস্টিওপোরিসেস রোগের কারণ-
i. সোডিয়ামের ঘাটতি
ii. ক্যালসিয়ামের ঘাটতি
iii. মহিলাদের মেনোপসহওয়ার পর অস্থির ঘনত্ব ও পুরুত্ব কমা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৬৬. অলস জীবনযাপন করলে কোন রোগটি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে?
Ο ক) এইডস
Ο খ) আর্থ্রাইটিস
Ο গ) অস্টিওপোরেসিস
Ο ঘ) বসন্ত
সঠিক উত্তর: (গ)
১৬৭. তন্তুময় যোজক কলা নির্মিত আবরণী দ্বারা বেষ্টিত তরুণাস্থির নাম কী?
Ο ক) অস্ট্রিন
Ο খ) কন্ড্রিওব্লাস্ট
Ο গ) পেরিকন্ড্রিয়াম
Ο ঘ) টেনডন
সঠিক উত্তর: (গ)
১৬৮. তরুণাস্থি কোষের নিউক্লিয়াসটি দেখতে কেমন?
Ο ক) বৃত্তাকার
Ο খ) গোলাকার
Ο গ) ত্রিভুজাকার
Ο ঘ) বর্গাকার
সঠিক উত্তর: (খ)
১৬৯. অস্থি কোষকে বলা হয়-
Ο ক) অস্টিওব্লাস্ট
Ο খ) কন্ড্রিওব্লাস্ট
Ο গ) কন্ড্রিওসাইট
Ο ঘ) কন্ড্রিন
সঠিক উত্তর: (ক)
১৭০. কিসের সমন্বয়ে লিগামেন্ট গঠিত হয়?
Ο ক) অ্যাক্সন ও টেনডনের সমন্বয়ে
Ο খ) শ্বেততন্তু ও টেনডন সমন্বয়ে
Ο গ) শ্বেততন্তু ও পীততন্তুর সমন্বয়ে
Ο ঘ) টেনডন ও পীততন্তুর সমন্বয়ে
সঠিক উত্তর: (গ)
১৭১. যোজক কলার রুপান্তরিত রূপ কোনটি?
Ο ক) পেশি কলা
Ο খ) অস্থি
Ο গ) রূপান্তরিত কলা
Ο ঘ) আবরণী কলা
সঠিক উত্তর: (খ)
১৭২. জীবিত অবস্থায় তরুণাস্থিগুলোকে বলে-
Ο ক) ক্যাপসুল
Ο খ) কন্ড্রিন
Ο গ) অস্টিওব্লাসট
Ο ঘ) টেনডন
সঠিক উত্তর: (ক)
১৭৩. টেনডনে মধ্যে প্রবেশকারী অঙ্গগুলো হলো-
i. রক্তনালী
ii. লসিকানালী
iii. স্নায়ু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৪. সাইনোভিয়াল অস্থিসন্ধির অংশগুলো হলো-
i. তরুণাস্থি আবৃত অস্থিপ্রান্ত
ii. সাইনোভিয়াল রস
iii. লিগামেন্ট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৫. বহিঃকঙ্কালের অন্তর্ভুক্ত- i. নখ ii. রক্ত iii. চুল নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৭৬. অস্টিওপোরেসিস প্রতিরোধে কোনটি করণীয়?
Ο ক) আঁশযুক্ত খাবার গ্রহণ না করা
Ο খ) নিয়মিত ওষুধ খাওয়া
Ο গ) পর্যাপ্ত আমিষ সমৃদ্ধ খাবার খাওয়া
Ο ঘ) ক্যালসিয়াম ও ভিটামিন ‘ডি’ সমৃদ্ধ খাবার খাওয়া
সঠিক উত্তর: (ঘ)
১৭৭. কন্ড্রিন এর বর্ণ কীরূপ?
Ο ক) গাঢ় নীল
Ο খ) হালকা নীল
Ο গ) গাঢ় হলুদ
Ο ঘ) হালকা লাল
সঠিক উত্তর: (খ)
১৭৮. সরল সাইনোভিয়াল অস্থিসন্ধি গঠনে কয়টি অস্থির বর্হিভাগ মিলিত হয়?
Ο ক) ৪টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (খ)
১৭৯. আর্থ্রইটিস কোন ধরনের রোগ?
Ο ক) বাত রোগ
Ο খ) চর্ম রোগ
Ο গ) অগ্নিমান্দ্য
Ο ঘ) পেটের অসুখ
সঠিক উত্তর: (ক)
১৮০. অস্থিতে কোন খনিজ লবণ সঞ্চিত থাকে?
Ο ক) ম্যাগনেশিয়াম
Ο খ) আয়রন
Ο গ) ক্যালসিয়াম
Ο ঘ) সালফার
সঠিক উত্তর: (গ)
১৮১. কঙ্কালতন্ত্র গঠিত হয়-
i. অস্থি ও তরুণাস্থি নিয়ে
ii. পেশিবন্ধনী ও অস্থিবন্ধনী নিয়ে
iii. হৃৎপিন্ড ও পাকস্থলী নিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮২. কানের পিনায় কন্ড্রিসাইট দ্বারা গঠিত যোজক কলাটির বর্ণ-
i. সাদা
ii. নীলাভ
iii. চকচকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৩. পীত বর্ণের স্থিতিস্থাপক তন্তুর সংখ্যা বেশি কোথায়?
Ο ক) টেন্ডনে
Ο খ) লিগামেন্টে
Ο গ) ট্রাইসেপসে
Ο ঘ) বাইসেপসে
সঠিক উত্তর: (খ)
১৮৪. দেহের কাঠামো ঠিক রাখা কার কাজ?
Ο ক) রক্তের
Ο খ) কঙ্কালের
Ο গ) রেচনের
Ο ঘ) হৃৎপিন্ডের
সঠিক উত্তর: (খ)
১৮৫. অস্থি ও তরুণাস্থির পার্থক্যে করা যায়-
i. অবস্থানের ভিত্তিতে
ii. কাঠিন্যের ভিত্তিতে
iii. স্থিতিস্থাপকতার ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৬. মানব কঙ্কাল গঠনের ক্ষেত্রে বলা যায়-
i. ২০১ খানা অস্থির সমন্বয়
ii. অস্থিসমূহ লম্বা, ছোট চ্যাপ্টা ও অসমান
iii. ২০৬ খানা অস্থির সমন্বয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৮৭. কোন রোগটি সাধারণত বয়স্ক পুরুষ ও মহিলাদের হয়?
Ο ক) যক্ষ্মা
Ο খ) পোলিও
Ο গ) অস্টিওপোরেসিস
Ο ঘ) জন্ডিস
সঠিক উত্তর: (গ)
১৮৮. মানুষের চলনে কোনটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ?
Ο ক) টেনড্রন ও কন্ড্রিন
Ο খ) টেনডন ও লিগামেন্ট
Ο গ) অস্থি ও পেশি
Ο ঘ) কন্ড্রিন ও পেশি
সঠিক উত্তর: (গ)
১৮৯. অস্থিসন্ধির অংশ হলো-
i. তরুণাস্থিতে আবৃত অস্থিপ্রান্ত
ii. সাইনোভিয়াল রস
iii. কন্ড্রিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৯০. অস্থির খনিজ পদার্থের ঘনত্বমাপক যন্ত্রের সাহায্যে কী করা হয়?
Ο ক) চাপ নির্ণয়
Ο খ) রোগ নির্ণয়
Ο গ) গভীরতা নির্ণয়
Ο ঘ) তাপমাত্রা নির্ণয়
সঠিক উত্তর: (খ)
১৯১. অস্টিওপোরেসিস হওয়ার কারণ-
Ο ক) দেহে খনিজ লবণের অভাব
Ο খ) অতিরিক্ত পরিশ্রম
Ο গ) পানি কম পান করা
Ο ঘ) আমিষ জাতীয় খাদ্যভাব
সঠিক উত্তর: (ক)
১৯২. অস্থিগুলো সন্ধিস্থল হতে বিচ্যুত হয় না কেন?
Ο ক) স্থিতিস্থাপক রজ্জুর মতো বন্ধনীর জন্য
Ο খ) অস্থিতিস্থাপক রজ্জুর বন্ধনীর জন্য
Ο গ) লিগামেন্টের জন্য
Ο ঘ) টেনডনের জন্য
সঠিক উত্তর: (ক)
১৯৩. কোন ধরনের কাঠামো ছাড়া দেহের স্থিতিশীল আকার সম্ভব নয়?
Ο ক) তরণাস্থি
Ο খ) সাইনোভিয়াল অস্থি
Ο গ) পাকস্থলী
Ο ঘ) শক্ত অস্থি
সঠিক উত্তর: (ঘ)
১৯৪. অস্থি বৃদ্ধিতে কোন ভিটামিন প্রয়োজন?
Ο ক) ভিটামিন ‘এ’
Ο খ) ভিটামিন ‘সি’
Ο গ) ভিটামিন ‘বি’
Ο ঘ) ভিটামিন ‘ডি’
সঠিক উত্তর: (ঘ)
১৯৫. যোজক কলার ভিন্নরূপ কী?
Ο ক) অস্থি
Ο খ) সাইনোভিয়ান অস্থি
Ο গ) তরুণাস্থি
Ο ঘ) টেনডন
সঠিক উত্তর: (গ)
১৯৬. মানবদেহে তরুণাস্থির অবস্থান-
i. কানের পিনায়
ii. অস্থির সংযোগস্থলে
iii. নাকের অগ্রভাগে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৭. দৃঢ় স্থিতিস্থাপক বন্ধনী দ্বারা অস্থিসমূহ পরস্পরের সাথে সংযু্ক্ত থাকাকে কী বলে?
Ο ক) লিগামেন্ট
Ο খ) টেনডন
Ο গ) আর্থ্রাইটিস
Ο ঘ) অস্টিওপোরেসিস
সঠিক উত্তর: (ক)
১৯৮. কোন অস্থিসন্ধি সহজেই সঞ্চালন করা যায়?
Ο ক) আন্তঃকশেরুকীয় অস্থিসন্ধি
Ο খ) পায়ের অস্থিসন্ধি
Ο গ) করোটিকার অস্থিসন্ধি
Ο ঘ) মেরুদন্ডের অস্থিসন্ধি
সঠিক উত্তর: (খ)
১৯৯. অস্থির গঠন উপাদান কোনটি?
Ο ক) সোডিয়াম ও পানি
Ο খ) ক্যালসিয়াম ও পানি
Ο গ) সালফার ও পানি
Ο ঘ) পটাশিয়াম ও পানি
সঠিক উত্তর: (খ)
২০০. টেনডনের ক্ষেত্রে সঠিক উক্তি হলো-
i. শ্বেত তন্তুময় যোজক টিস্যু দ্বারা গঠিত
ii. টিস্যু শাখা প্রশাখা বিহীন
iii. ঘন, শ্বেত তন্তুময় পেশি টিস্যু দ্বারা গঠিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. তরুণাস্থির বৈশিষ্ট্য-
i. নরম ও স্থিতিস্থাপক
ii. কন্ড্রিন বিদ্যমান
iii. সাদা, বাদামি ও চকচকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫২. কোনটি নিশ্চল অস্থিসন্ধির উদাহরণ?
Ο ক) মেরুদন্ডের অস্থিসন্ধি
Ο খ) হাতের কনুই
Ο গ) করোটিকা অস্থিসন্ধি
Ο ঘ) কোটর সন্ধি
সঠিক উত্তর: (গ)
১৫৩. পেশিতন্ত্রের কাজ হলো-
i. অঙ্গ-প্রত্যক্ষ সঞ্চালন ও চলাফেরায় সহায়তা করা
ii. কঙ্কালতন্ত্রের সাথে যৌথভাবে নির্দিষ্ট আকার গঠন করা
iii. ভবিষ্যতের জন্য খাদ্য সংগ্রহ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) iii
Ο গ) i ও ii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
১৫৪. লিগামেন্ট তন্তুগুলো কী দ্বারা গঠিত?
Ο ক) আমিষ
Ο খ) শর্করা
Ο গ) স্নেহ
Ο ঘ) প্রোটিন
সঠিক উত্তর: (ক)
১৫৫. অস্থিসন্ধি অস্থিতন্ত্রের অংশগুলোকে কী করে?
Ο ক) সংযুক্ত
Ο খ) মুক্ত
Ο গ) আলাদা
Ο ঘ) বাহির
সঠিক উত্তর: (ক)
১৫৬. দেহ কাঠামো গঠনকারী তন্ত্রের নাম হলো-
Ο ক) পরিপাকতন্ত্র
Ο খ) রেচনতন্ত্র
Ο গ) কঙ্কালতন্ত্র
Ο ঘ) পেশি তন্ত্র
সঠিক উত্তর: (গ)
১৫৭. অ্যারিওলার টিস্যুর দৈর্ঘ্য বরাবর টেনডনের মধ্যে কী প্রবেশ করে?
Ο ক) স্টেরয়েড
Ο খ) অস্থি
Ο গ) রক্তনালী
Ο ঘ) পেরিটেন্ডিয়াম
সঠিক উত্তর: (গ)
১৫৮. জটিল সাইনোভিয়াল অস্থিসন্ধিতে কয়টি অস্থির মিলন ঘটে?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) একটি
Ο ঘ) দুইয়ের অধিক
সঠিক উত্তর: (ঘ)
১৫৯. ল্যাকিউনি এর বৈশিষ্ট্য-
i. প্রোটোপ্লাজম খুব স্বচ্ছ থাকে
ii. নিউক্লিয়াসটি গোলাকার
iii. কোষগহ্বর বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬০. কনুই বাঁকা করতে হলে কোনটি সংকুচিত হয়?
Ο ক) রেডিয়াস
Ο খ) আলনা
Ο গ) বাইসেপস
Ο ঘ) ট্রাইসেপস
সঠিক উত্তর: (গ)
১৬১. অস্থিসন্ধির উদাহরণ-
i. নিশ্চল অস্থিসন্ধি
ii. বল ও কোটর সন্ধি
iii. কবজি সন্ধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬২. পেশিতন্ত্র কাজে লাগে-
i. খাদ্য সংরক্ষণে
ii. অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালয়ন ও চলাফেরায়
iii. অঙ্গ বিন্যাস ও ভারসাম্য রক্ষায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৬৩. লিগামেন্টের ক্ষেত্রে প্রযোজ্য-
i. তন্তুগুলো ইলাস্টিক নামক আমিষ দ্বারা তৈরি
ii. হাড়গুলো স্থানচ্যুতি ও বিচ্যুত হতে সাহায্য করে
iii. তন্তুগুলোর মাঝে ফাইব্রোব্লাস্ট কোষ থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৬৪. অস্থি গঠন সাহায্য করে কোনটি?
Ο ক) ক্যালসিয়াম
Ο খ) জিংক
Ο গ) সালফার
Ο ঘ) ম্যাঙ্গানিজ
সঠিক উত্তর: (ক)
১৬৫. অস্টিওপোরিসেস রোগের কারণ-
i. সোডিয়ামের ঘাটতি
ii. ক্যালসিয়ামের ঘাটতি
iii. মহিলাদের মেনোপসহওয়ার পর অস্থির ঘনত্ব ও পুরুত্ব কমা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৬৬. অলস জীবনযাপন করলে কোন রোগটি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে?
Ο ক) এইডস
Ο খ) আর্থ্রাইটিস
Ο গ) অস্টিওপোরেসিস
Ο ঘ) বসন্ত
সঠিক উত্তর: (গ)
১৬৭. তন্তুময় যোজক কলা নির্মিত আবরণী দ্বারা বেষ্টিত তরুণাস্থির নাম কী?
Ο ক) অস্ট্রিন
Ο খ) কন্ড্রিওব্লাস্ট
Ο গ) পেরিকন্ড্রিয়াম
Ο ঘ) টেনডন
সঠিক উত্তর: (গ)
১৬৮. তরুণাস্থি কোষের নিউক্লিয়াসটি দেখতে কেমন?
Ο ক) বৃত্তাকার
Ο খ) গোলাকার
Ο গ) ত্রিভুজাকার
Ο ঘ) বর্গাকার
সঠিক উত্তর: (খ)
১৬৯. অস্থি কোষকে বলা হয়-
Ο ক) অস্টিওব্লাস্ট
Ο খ) কন্ড্রিওব্লাস্ট
Ο গ) কন্ড্রিওসাইট
Ο ঘ) কন্ড্রিন
সঠিক উত্তর: (ক)
১৭০. কিসের সমন্বয়ে লিগামেন্ট গঠিত হয়?
Ο ক) অ্যাক্সন ও টেনডনের সমন্বয়ে
Ο খ) শ্বেততন্তু ও টেনডন সমন্বয়ে
Ο গ) শ্বেততন্তু ও পীততন্তুর সমন্বয়ে
Ο ঘ) টেনডন ও পীততন্তুর সমন্বয়ে
সঠিক উত্তর: (গ)
১৭১. যোজক কলার রুপান্তরিত রূপ কোনটি?
Ο ক) পেশি কলা
Ο খ) অস্থি
Ο গ) রূপান্তরিত কলা
Ο ঘ) আবরণী কলা
সঠিক উত্তর: (খ)
১৭২. জীবিত অবস্থায় তরুণাস্থিগুলোকে বলে-
Ο ক) ক্যাপসুল
Ο খ) কন্ড্রিন
Ο গ) অস্টিওব্লাসট
Ο ঘ) টেনডন
সঠিক উত্তর: (ক)
১৭৩. টেনডনে মধ্যে প্রবেশকারী অঙ্গগুলো হলো-
i. রক্তনালী
ii. লসিকানালী
iii. স্নায়ু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৪. সাইনোভিয়াল অস্থিসন্ধির অংশগুলো হলো-
i. তরুণাস্থি আবৃত অস্থিপ্রান্ত
ii. সাইনোভিয়াল রস
iii. লিগামেন্ট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৫. বহিঃকঙ্কালের অন্তর্ভুক্ত- i. নখ ii. রক্ত iii. চুল নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৭৬. অস্টিওপোরেসিস প্রতিরোধে কোনটি করণীয়?
Ο ক) আঁশযুক্ত খাবার গ্রহণ না করা
Ο খ) নিয়মিত ওষুধ খাওয়া
Ο গ) পর্যাপ্ত আমিষ সমৃদ্ধ খাবার খাওয়া
Ο ঘ) ক্যালসিয়াম ও ভিটামিন ‘ডি’ সমৃদ্ধ খাবার খাওয়া
সঠিক উত্তর: (ঘ)
১৭৭. কন্ড্রিন এর বর্ণ কীরূপ?
Ο ক) গাঢ় নীল
Ο খ) হালকা নীল
Ο গ) গাঢ় হলুদ
Ο ঘ) হালকা লাল
সঠিক উত্তর: (খ)
১৭৮. সরল সাইনোভিয়াল অস্থিসন্ধি গঠনে কয়টি অস্থির বর্হিভাগ মিলিত হয়?
Ο ক) ৪টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (খ)
১৭৯. আর্থ্রইটিস কোন ধরনের রোগ?
Ο ক) বাত রোগ
Ο খ) চর্ম রোগ
Ο গ) অগ্নিমান্দ্য
Ο ঘ) পেটের অসুখ
সঠিক উত্তর: (ক)
১৮০. অস্থিতে কোন খনিজ লবণ সঞ্চিত থাকে?
Ο ক) ম্যাগনেশিয়াম
Ο খ) আয়রন
Ο গ) ক্যালসিয়াম
Ο ঘ) সালফার
সঠিক উত্তর: (গ)
১৮১. কঙ্কালতন্ত্র গঠিত হয়-
i. অস্থি ও তরুণাস্থি নিয়ে
ii. পেশিবন্ধনী ও অস্থিবন্ধনী নিয়ে
iii. হৃৎপিন্ড ও পাকস্থলী নিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮২. কানের পিনায় কন্ড্রিসাইট দ্বারা গঠিত যোজক কলাটির বর্ণ-
i. সাদা
ii. নীলাভ
iii. চকচকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৩. পীত বর্ণের স্থিতিস্থাপক তন্তুর সংখ্যা বেশি কোথায়?
Ο ক) টেন্ডনে
Ο খ) লিগামেন্টে
Ο গ) ট্রাইসেপসে
Ο ঘ) বাইসেপসে
সঠিক উত্তর: (খ)
১৮৪. দেহের কাঠামো ঠিক রাখা কার কাজ?
Ο ক) রক্তের
Ο খ) কঙ্কালের
Ο গ) রেচনের
Ο ঘ) হৃৎপিন্ডের
সঠিক উত্তর: (খ)
১৮৫. অস্থি ও তরুণাস্থির পার্থক্যে করা যায়-
i. অবস্থানের ভিত্তিতে
ii. কাঠিন্যের ভিত্তিতে
iii. স্থিতিস্থাপকতার ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৬. মানব কঙ্কাল গঠনের ক্ষেত্রে বলা যায়-
i. ২০১ খানা অস্থির সমন্বয়
ii. অস্থিসমূহ লম্বা, ছোট চ্যাপ্টা ও অসমান
iii. ২০৬ খানা অস্থির সমন্বয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৮৭. কোন রোগটি সাধারণত বয়স্ক পুরুষ ও মহিলাদের হয়?
Ο ক) যক্ষ্মা
Ο খ) পোলিও
Ο গ) অস্টিওপোরেসিস
Ο ঘ) জন্ডিস
সঠিক উত্তর: (গ)
১৮৮. মানুষের চলনে কোনটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ?
Ο ক) টেনড্রন ও কন্ড্রিন
Ο খ) টেনডন ও লিগামেন্ট
Ο গ) অস্থি ও পেশি
Ο ঘ) কন্ড্রিন ও পেশি
সঠিক উত্তর: (গ)
১৮৯. অস্থিসন্ধির অংশ হলো-
i. তরুণাস্থিতে আবৃত অস্থিপ্রান্ত
ii. সাইনোভিয়াল রস
iii. কন্ড্রিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৯০. অস্থির খনিজ পদার্থের ঘনত্বমাপক যন্ত্রের সাহায্যে কী করা হয়?
Ο ক) চাপ নির্ণয়
Ο খ) রোগ নির্ণয়
Ο গ) গভীরতা নির্ণয়
Ο ঘ) তাপমাত্রা নির্ণয়
সঠিক উত্তর: (খ)
১৯১. অস্টিওপোরেসিস হওয়ার কারণ-
Ο ক) দেহে খনিজ লবণের অভাব
Ο খ) অতিরিক্ত পরিশ্রম
Ο গ) পানি কম পান করা
Ο ঘ) আমিষ জাতীয় খাদ্যভাব
সঠিক উত্তর: (ক)
১৯২. অস্থিগুলো সন্ধিস্থল হতে বিচ্যুত হয় না কেন?
Ο ক) স্থিতিস্থাপক রজ্জুর মতো বন্ধনীর জন্য
Ο খ) অস্থিতিস্থাপক রজ্জুর বন্ধনীর জন্য
Ο গ) লিগামেন্টের জন্য
Ο ঘ) টেনডনের জন্য
সঠিক উত্তর: (ক)
১৯৩. কোন ধরনের কাঠামো ছাড়া দেহের স্থিতিশীল আকার সম্ভব নয়?
Ο ক) তরণাস্থি
Ο খ) সাইনোভিয়াল অস্থি
Ο গ) পাকস্থলী
Ο ঘ) শক্ত অস্থি
সঠিক উত্তর: (ঘ)
১৯৪. অস্থি বৃদ্ধিতে কোন ভিটামিন প্রয়োজন?
Ο ক) ভিটামিন ‘এ’
Ο খ) ভিটামিন ‘সি’
Ο গ) ভিটামিন ‘বি’
Ο ঘ) ভিটামিন ‘ডি’
সঠিক উত্তর: (ঘ)
১৯৫. যোজক কলার ভিন্নরূপ কী?
Ο ক) অস্থি
Ο খ) সাইনোভিয়ান অস্থি
Ο গ) তরুণাস্থি
Ο ঘ) টেনডন
সঠিক উত্তর: (গ)
১৯৬. মানবদেহে তরুণাস্থির অবস্থান-
i. কানের পিনায়
ii. অস্থির সংযোগস্থলে
iii. নাকের অগ্রভাগে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯৭. দৃঢ় স্থিতিস্থাপক বন্ধনী দ্বারা অস্থিসমূহ পরস্পরের সাথে সংযু্ক্ত থাকাকে কী বলে?
Ο ক) লিগামেন্ট
Ο খ) টেনডন
Ο গ) আর্থ্রাইটিস
Ο ঘ) অস্টিওপোরেসিস
সঠিক উত্তর: (ক)
১৯৮. কোন অস্থিসন্ধি সহজেই সঞ্চালন করা যায়?
Ο ক) আন্তঃকশেরুকীয় অস্থিসন্ধি
Ο খ) পায়ের অস্থিসন্ধি
Ο গ) করোটিকার অস্থিসন্ধি
Ο ঘ) মেরুদন্ডের অস্থিসন্ধি
সঠিক উত্তর: (খ)
১৯৯. অস্থির গঠন উপাদান কোনটি?
Ο ক) সোডিয়াম ও পানি
Ο খ) ক্যালসিয়াম ও পানি
Ο গ) সালফার ও পানি
Ο ঘ) পটাশিয়াম ও পানি
সঠিক উত্তর: (খ)
২০০. টেনডনের ক্ষেত্রে সঠিক উক্তি হলো-
i. শ্বেত তন্তুময় যোজক টিস্যু দ্বারা গঠিত
ii. টিস্যু শাখা প্রশাখা বিহীন
iii. ঘন, শ্বেত তন্তুময় পেশি টিস্যু দ্বারা গঠিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Biology