এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ৭: গ্যাসীয় বিনিময় (৭)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ৭: গ্যাসীয় বিনিময় (৭) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৩০১. ফুসফুসে রক্ত কী ছেড়ে দেয়?
Ο ক) অক্সিজেন
Ο খ) কার্বন ডাই-অক্সাইড
Ο গ) হাইড্রোজেন
Ο ঘ) নাইট্রোজেন
সঠিক উত্তর: (খ)

৩০২. Lung-এর বাংলা কয়টি?
Ο ক) শ্বাসনালি
Ο খ) ফুসফুস
Ο গ) ব্রাংকিয়াস
Ο ঘ) গলবিল
সঠিক উত্তর: (খ)

৩০৩. নিচের কোনটি রক্তরসে অক্সিজেনের পরিমাণের উপর নির্ভর করে?
Ο ক) হিমোগ্লোবিন
Ο খ) অক্সিহিমোগ্লোবিন
Ο গ) হিমোগ্লোবিন
Ο ঘ) গ্লোবিউলিন
সঠিক উত্তর: (খ)

৩০৪. শ্বাসক্রিয়ার বেশিষ্ট্য-
i. মূলত এটা বহিঃশ্বসন
ii. স্নায়ুবিক উত্তেজনা দ্বারা শ্বাসকার্য পরিচালিত হয়
iii. এগুলো সমসময় বাতাসে পূর্ণ থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৩০৫. Lung cancer প্রতিরোধ করা যায় কীভাবে?
Ο ক) X-ray করে
Ο খ) ECG টিকা নিয়ে
Ο গ) রেডিয়েশন থেরাপি দিয়ে
Ο ঘ) কোমোথেরাপি দিয়ে
সঠিক উত্তর: (গ)

৩০৬. বায়ুথলিতে ঠিকমতো O2 সরবরাহ হয় না কোন রোগ হলে?
Ο ক) এ্যাজমা
Ο খ) যক্ষ্মা
Ο গ) ব্রংকাইটিস
Ο ঘ) ফুসফুস ক্যান্সার
সঠিক উত্তর: (ক)

৩০৭. যক্ষ্মা রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার উপযু্ক্ত সময় কোনটি?
Ο ক) জীবাণু দ্বারা লোহিত কণিকা পরাস্ত
Ο খ) জীবাণু দ্বারা শ্বেতকণিকা পরাস্ত
Ο গ) জীবাণু দ্বারা অণুচক্রিকা পরাস্ত
Ο ঘ) জীবাণু দ্বারা লসিকা পরাস্ত
সঠিক উত্তর: (খ)

৩০৮. শ্বাসনালির ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?
Ο ক) খাদ্যনালির পেছনে একটি ফাঁপা নল
Ο খ) দুটি বায়ুনলের সৃষ্টি করে
Ο গ) শুধু পেশি দ্বারা গঠিত
Ο ঘ) বহিঃগাত্র ঝিল্লি দ্বার আবৃত
সঠিক উত্তর: (খ)

৩০৯. নিৎশ্বাসের জন্য গৃহিত বায়ু নাসাপথ দিয়ে যাওয়ার সময়-
i. আর্দ্র হয়
ii. শুষ্ক হয়
iii. ঠান্ডা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩১০. উদ্ভিদের গ্যাস বিনিময় প্রধান উপাদান কোনটি?
i. অক্সিজেন
ii. কার্বন ডাইঅক্সাইড
iii. হাইড্রোজেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩১১. নিচের কোনটি শ্বসনতন্ত্রের অংশ?
Ο ক) মস্তিষ্ক
Ο খ) লসিকা
Ο গ) বৃক্ক
Ο ঘ) ট্রাকিয়া
সঠিক উত্তর: (ঘ)

৩১২. সোনিয়ার আক্রান্তকৃত রোগটির সঠিক তথ্য কী?
Ο ক) এটি একটি ছোয়াচে রোগ
Ο খ) রোগীর জ্বর থাকে না
Ο গ) যেকোনো খাবার খাওয়া যাবে
Ο ঘ) এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ
সঠিক উত্তর: (গ)

৩১৩. বায়ুথলিগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অনুক্রোম শাখাপ্রান্ত কিসের মতো অবস্থিত থাকে?
Ο ক) আঙুরের থোকার মতো
Ο খ) মৌচাকের মতো
Ο গ) পিরামিডের মতো
Ο ঘ) স্তুপাকার বস্তুর মতো
সঠিক উত্তর: (ক)

৩১৪. ব্রংকাইটিস রোগের বৈশিষ্ট্য-
i. শ্বাসনালির ভেতরে আবৃত ঝিল্লি থাকে
ii. ব্যাকটেরিয়া সংক্রমণে এ রোগ হয়
iii. ভাইরাসের আক্রমণে এ রোগ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৩১৫. শ্বাসনালি কোথায় দুটি শাখায় বিভক্ত হয়?
Ο ক) স্বরযন্ত্রের নিম্নাংশে
Ο খ) শ্বাসনালির মধ্যাংশে
Ο গ) ফুসফুসের নিকটবর্তী হয়ে
Ο ঘ) ফুসফুসে গিয়ে
সঠিক উত্তর: (গ)

৩১৬. নিচের কোনটির সংক্রমণে যক্ষ্মা হয়?
Ο ক) ভাইরাস
Ο খ) ব্যাকটেরিয়া
Ο গ) ছত্রাক
Ο ঘ) প্রোটোজোয়া
সঠিক উত্তর: (খ)

৩১৭. যক্ষ্মা রোগের জীবাণু নিচের কোনটিকে নষ্ট করে দেয়?
Ο ক) লোহিত রক্তকণিকা
Ο খ) শ্বেত রক্তকণিকা
Ο গ) অনুচক্রিকা
Ο ঘ) লসিকা
সঠিক উত্তর: (খ)

৩১৮. স্নায়ুবিক উত্তেজনার প্রভাবে নিম্নোক্ত কী কী সঙ্কুচিত হয়?
Ο ক) পিঞ্জরাস্থির মাংসপেশি ও মধ্যচ্ছদা
Ο খ) বক্ষপেশির মাংসপেশি ও মধ্যচ্ছদা
Ο গ) ফুসফুস ও মধ্যচ্ছদা
Ο ঘ) শ্বাসবিক কার্যক্রম
সঠিক উত্তর: (ক)

৩১৯. শিশুদের ক্ষেত্রে কী থেকে হাঁপানী হতে পারে?
Ο ক) গরুর মাংস
Ο খ) ধোঁয়া
Ο গ) সর্দিকাশি
Ο ঘ) ফুলের রেণ
সঠিক উত্তর: (গ)

৩২০. ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী-
i. এ্যাসবেস্টাস
ii. কঠিন ধাতুর গুঁড়া
iii. আর্সেনিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩২১. দীর্ঘ দিনের সর্দি, কাশি ও হাঁচি থেকে স্থায়ীভাবে কোন রোগ সৃষ্টি হয়?
Ο ক) অ্যাজমা
Ο খ) যক্ষ্মা
Ο গ) ক্যান্সার
Ο ঘ) নিউমোনিয়া
সঠিক উত্তর: (ক)

৩২২. মানবদেহে অক্সিজেন কার সাহায্যে বিভিন্ন অঙ্গে পৌঁছায়?
Ο ক) লসিকা
Ο খ) প্লাজমা
Ο গ) রক্ত
Ο ঘ) পানি
সঠিক উত্তর: (গ)

৩২৩. হাঁপানি রোগের জন্য প্রযোজ্য কোনটি?
Ο ক) এ রোগ সম্পূর্ণ নিরাময় হয়
Ο খ) সাধারণত জ্বর হয়
Ο গ) কাশির সাথে মাঝে মাঝে সাদা কফ বের হয়
Ο ঘ) রোগী ধীরে ধীরে শ্বাস নেয়
সঠিক উত্তর: (গ)

৩২৪. ক্যানসারের লক্ষণ হলো-
i. দীর্ঘদিন খুসখুসে কাশি ও বুকে ব্যথা
ii. ঘন ঘন ব্রঙ্কাইটিস হওয়া
iii. পেটের পীড়া হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩২৫. নাসাপথের পশ্চাৎপথ বন্ধ করে কে?
Ο ক) স্বরযন্ত্র
Ο খ) ব্রংকাস
Ο গ) আলাজিহ্বা
Ο ঘ) ফুসফুস
সঠিক উত্তর: (গ)

৩২৬. ‘শ্বাসকষ্ট’ কোন রোগের প্রাত্যহিক লক্ষণ?
Ο ক) হাঁপানী
Ο খ) যক্ষ্মা
Ο গ) নিউমোনিয়া
Ο ঘ) ফুসফুসের ক্যান্সার
সঠিক উত্তর: (ক)

৩২৭. অক্সিজেন হলো-
i. জীবনধারণের অপরিহার্য উপাদান
ii. সালোসকংশ্লেষণে উৎপন্ন
iii. উদ্ভিদ কর্তৃক গৃহীত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩২৮. প্রক্রিয়াটি কাজে লাগে-
i. উদ্ভিদের খাদ্য প্রস্তুত
ii. উদ্ভিদের শ্বসনে
iii. প্রাণিকুলের জীবনধারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩২৯. শ্বসন বলতে বোঝায়-
i. অক্সিজেন এর নিষ্কাশন
ii. কার্বন ডাই-অক্সাইড এর নিষ্কাশন
iii. জারিত খাদ্যবস্তুকে ব্যবহারযোগ্য শক্তিতে রুপান্তর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩৩০. উদ্ভিদে বিনিময়কৃত গ্যাসগুলো হলো-
Ο ক) হাইড্রোজেন ও অক্সিজেন
Ο খ) অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড
Ο গ) নাইট্রোজেন, হাইড্রোজেন
Ο ঘ) হাইড্রোজেন ও হিলিয়াম
সঠিক উত্তর: (খ)

৩৩১. আমাদের দেশের পুরুষদের ক্যান্সারে মৃত্যুর প্রধান করাণ কোনটি?
Ο ক) লিভার ক্যান্সার
Ο খ) মস্তিষ্কের ক্যান্সার
Ο গ) ফুসফুসের ক্যান্সার
Ο ঘ) রক্তের ক্যান্সার
সঠিক উত্তর: (গ)

৩৩২. প্রক্রিয়াটির ক্ষেত্রে প্রযোজ্য তথ্য কোনটি?
Ο ক) দিবা-রাত্রি ২৪ ঘন্টা হয়
Ο খ) দিনের বেলা অধিক হয়
Ο গ) অধিক অক্সিজেন প্রয়োজন হয়
Ο ঘ) কচি পাতায় হয়
সঠিক উত্তর: (খ)

৩৩৩. Larynx এর বাংলা রূপ কোনটি?
Ο ক) ব্রংকাস
Ο খ) স্বরযন্ত্র
Ο গ) গলবিল
Ο ঘ) শ্বাসনালি
সঠিক উত্তর: (খ)

৩৩৪. খাদ্য ও পানীয় গলাধঃকরণের সময় আলজিহ্বা কী কাজে লাগে?
Ο ক) স্বরযন্ত্রের মুখ ঢেকে দিতে
Ο খ) নাসাপথের পশ্চাৎপদ বন্ধ করতে
Ο গ) শ্বাস-প্রশ্বাসে গতি ঠিক রাখতে
Ο ঘ) খাদ্যবস্তু গলায় আটকা রোধে
সঠিক উত্তর: (খ)

৩৩৫. শ্বসনের ক্ষেত্রে-
i. এটি দিন-রাত্রি ২৪ ঘন্টা হয়
ii. এতে অক্সিজেন গৃহীত হয়
iii. এর সাথে পাতার স্টোমটা সম্পর্কযুক্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৩৬. উদ্ভিদে লেন্টিসেল পাওয়া যায় কোথায়?
Ο ক) পাতায়
Ο খ) কান্ডের বাকলে
Ο গ) মূলে
Ο ঘ) শীর্ষে
সঠিক উত্তর: (ক)

৩৩৭. গ্যাসীয় বিনিময়ের পর্যায় দুটি কী?
Ο ক) O2 গ্রহণ ও NH ত্যাগ
Ο খ) CO2 গ্রহণ ও O2 ত্যাগ
Ο গ) O2 গ্রহণ ও H2 ত্যাগ
Ο ঘ) O2 গ্রহণ ও CO2 ত্যাগ
সঠিক উত্তর: (ঘ)

৩৩৮. নিউমোনিয়া রোগে প্রতিকার-
i. বেশি করে পানি পান করা
ii. ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা
iii. তরল ও গরম পুষ্টিকর খাবার খাওয়ানো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৩৯. লোহিত কণার সাথে O2কোন যৌগটি গঠন করে?
Ο ক) অক্সি-হিমোগ্লোবিন
Ο খ) অক্সি-গ্লোবিন
Ο গ) কার্বক্সি-হিমোগ্লোবিন
Ο ঘ) হিমোগ্লোবিন যৌগ
সঠিক উত্তর: (ক)

৩৪০. হঠাৎ ঠান্ডা বায়ু শ্বসনতন্ত্রে প্রবেশ করে কোন অঙ্গের ভূমিকায় কিছুটা আর্দ্র ও শুষ্ক হয়?
Ο ক) নাসাপথ
Ο খ) গলবিল
Ο গ) স্বরযন্ত্র
Ο ঘ) ট্রাকিয়া
সঠিক উত্তর: (ক)

৩৪১. নিচের কোন বস্তুটি ফুসফুসে ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী?
Ο ক) আয়রণ
Ο খ) এ্যাসব্স্টোস
Ο গ) জিংক
Ο ঘ) ম্যাগনেশিয়াম
সঠিক উত্তর: (খ)

৩৪২. বুকের ভিতরে সাঁই আওয়াজ কোন রোগের লক্ষণ?
Ο ক) হাঁপানী
Ο খ) যক্ষ্মা
Ο গ) নিউমোনিয়া
Ο ঘ) ব্রংকাইটিস
সঠিক উত্তর: (ক)

৩৪৩. কোনটির সংস্পর্শে হাঁপানীর প্রবণতা বেড়ে যায়?
Ο ক) পশুর লোম
Ο খ) শুকনা পাতা
Ο গ) গাছেল বাকল
Ο ঘ) কাগজ
সঠিক উত্তর: (ক)

৩৪৪. রক্তে প্রবেশের পর অক্সিজেন কোন অবস্থায় থাকে?
Ο ক) মুক্ত অবস্থায় থাকে
Ο খ) যৌগ গঠন না করে
Ο গ) মুক্ত অবস্থায় থাকে না
Ο ঘ) বিক্রিয়ক হিসেবে
সঠিক উত্তর: (গ)

৩৪৫. কোষের ভিতর খাদ্যবস্তু, অক্সিজেনের সাথে কী বিক্রিয়া ঘটায়?
Ο ক) বিজারণ
Ο খ) জারণ
Ο গ) প্রতিস্থাপন
Ο ঘ) সংস্থাপন
সঠিক উত্তর: (খ)

৩৪৬. শ্বাসকার্য কীভাবে পরিচালিত হয়?
Ο ক) পেশি শক্তির মাধ্যমের
Ο খ) রক্ত সঞ্চালনের মাধ্যমে
Ο গ) স্নায়ুবিক উত্তেজনার মাধ্যমে
Ο ঘ) শ্বাসনালির সংকোচন-প্রসারণের মাধ্যমে
সঠিক উত্তর: (গ)

৩৪৭. ব্রংকাইটিস রোগের লক্ষণ-
i. কাশি
ii. জ্বর হয় না
iii. রোগীর শরীর ক্রমান্বয়ে দুর্বল হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩৪৮. কোন প্রকার জীবের শ্বাস নেওয়ার জন্য বিশেষ কোনো অঙ্গ নেই?
Ο ক) উদ্ভিদ
Ο খ) প্রাণী
Ο গ) ছত্রাক
Ο ঘ) ব্যাকটেরিয়া
সঠিক উত্তর: (ক)

৩৪৯. ভোকালকর্ড কী?
Ο ক) শ্বাসনালির দুধারের দুটি পেশি
Ο খ) স্বরযন্ত্রের দুধারের দুটি পেশি
Ο গ) শ্বাসনালির দুপাশের দুটি শাখা
Ο ঘ) গলবিলের দুপাশের দুটি অসম্পূর্ণ তরুণস্থি
সঠিক উত্তর: (খ)

৩৫০. নিউমোনিয়া লক্ষণ-
i. কাশি ও শ্বাসকষ্ট হয়
ii. দেহের তাপমত্রা বৃদ্ধি পায়
iii. মারাত্মক শ্বাসকষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩৫১. শ্বাসযন্ত্রের যত্ন নিতে হলে-
i. নির্মল বায়ু সেবন করতে হবে
ii. ধূমপান ত্যাগ করতে হবে
iii. দৈহিক পরিশ্রম বেশি করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩৫২. ধূমপান কোন রোগের অন্যতম প্রধান কারণ?
Ο ক) ফুসফুস ক্যান্সার
Ο খ) নিউমোনিয়া
Ο গ) যক্ষ্মা
Ο ঘ) ব্রংকাইটিস
সঠিক উত্তর: (ক)

৩৫৩. মানবদেহের কোষে কীভাবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়?
Ο ক) খাদ্যবিজারণ বিক্রিয়ার মাধ্যমে
Ο খ) খাদ্য জারণ বিক্রিয়ার মাধ্যমে
Ο গ) খাদ্য প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে
Ο ঘ) খাদ্য বিয়োজন বিক্রিয়ার মাধ্যমে
সঠিক উত্তর: (খ)

৩৫৪. নাসিকাকে উদ্দীপিত করে কে?
Ο ক) কোষ
Ο খ) কলা
Ο গ) স্নায়ু
Ο ঘ) ফুসফুস
সঠিক উত্তর: (গ)

৩৫৫. কোন ধরনের ক্যান্সারের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি?
Ο ক) লিভারের ক্যান্সার
Ο খ) ত্বকের ক্যান্সার
Ο গ) ফুসফুসের ক্যান্সার
Ο ঘ) মস্তিষ্কের ক্যান্সার
সঠিক উত্তর: (গ)

উদ্দীপকের আলোকে প্রশ্ন দুইটির উত্তর দাও: রহিমের হঠাৎ করে
শ্বাসকষ্ট বেড়ে যায় এবং শ্বাসকষ্টের সময় মাঝে মাঝে দম বন্ধ হয়ে যায়। এ সময় সে জোরে জোরে শ্বাস নেবার চেষ্টা করে। ডাক্তার দেখানোর পর ডাক্তার রোগটি শনাক্ত করেন এবং বলেন এটি কোন ছোঁয়াচে রোগ নয়।

৩৫৬. রহিমের কোন রোগটি হয়েছে?
Ο ক) হাঁপানী
Ο খ) ব্রংকাইটিস
Ο গ) যক্ষ্মা
Ο ঘ) নিউমোনিয়া
সঠিক উত্তর: (ক)

৩৫৭. উদ্দীপকে উল্লিখিত রহিমের এ রোগটির প্রতিকার হলো-
i. আলো-বাতাস পূর্ণ গৃহে বসবাস করা
ii. পূর্ণ বিশ্রামে থাকা
iii. শ্বাসকষ্টের সময় তরল খাদ্য খাওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post