এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ৮: মানব রেচন (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ৮: মানব রেচন (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৫১. প্রাণিদেহে বিপাকের ফলে-
i. জারণ প্রক্রিয়ায় সৃষ্টি হয় CO2
ii. পানি ও প্রোটিন বিপাকে সৃষ্টি হয় NH2
iii. নতুন কোনো পদার্থের সৃষ্টি বা রুপান্তর ঘটে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

৫২. কিডনি বিকল হলে-
i. মূত্র ত্যাগের সমস্যা দেখা দেয়
ii. রক্তে ক্রিয়োটিনিন বৃদ্ধি পায়
iii. রক্তে নাইট্রোজেনের অভাব দেখা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

৫৩. বৃক্কের নেফ্রণের কোন অংশটি ছাঁকনির মতো কাজ করে?
Ο ক) বোম্যন্স ক্যাপসুল
Ο খ) গ্লোমেরুলাস
Ο গ) রেনাল টিউব্যুল
Ο ঘ) হেনলি-র লুপ
সঠিক উত্তর: (খ)

৫৪. মূত্রের পরিমাণ বৃদ্ধির কারণ হল-
i. খাদ্যে তরল পদার্থের পরিমাণ বৃদ্ধি হলে
ii. শরীরে ঘাম বেশি হলে
iii. লনণাক্ত খাদ্য খেলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

৫৫. প্রতিটি নেফ্রন কতটি অংশে গঠিত?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
সঠিক উত্তর: (খ)

৫৬. বৃক্ক অঙ্গটি মানবদেহের কাজে লাগে-
i. নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ নিষ্কাশনে
ii. দেহের অতিরিক্ত পানি নিষ্কাশনে
iii. দেহের ভারসাম্য রক্ষায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

৫৭. বৃক্ক চিকিৎসায় ব্যয়বহুল প্রক্রিয়া কোনটি?
Ο ক) ডায়ালাইসিস
Ο খ) বৃক্ক প্রতিস্থাপন
Ο গ) ঔষধ সেবন
Ο ঘ) বৃক্ক শোধন
সঠিক উত্তর: (ক)

৫৮. বৈজ্ঞানিক উপায়ে বৃক্ক পরিশোধন করার পদ্ধতিটি কী নামে পরিচিত?
Ο ক) পেরিস্টালসিস
Ο খ) ডায়ালাইসিস
Ο গ) এন্ডোস্কোপি
Ο ঘ) এনজিওপ্লাস্টি
সঠিক উত্তর: (খ)

৫৯. বৃক্কের উপর কার্যকরী হরমোন-
i. রক্তে ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি করে
ii. রক্তে ফসফেটের মাত্রা কমায়
iii. রক্তে ক্যালসিয়াম ও ফসফটের উপর প্রভাব সৃষ্টি করে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

৬০. বৃক্কের ভেতরের অংশ কতটি অঞ্চলে বিভক্ত?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)

৬১. তরি তরকারি গ্রহণে কি তৈরি হয়?
Ο ক) অম্লীয় মূত্র
Ο খ) ক্ষারীয় মূত্র
Ο গ) স্বাভাকি মূত্র
Ο ঘ) ঈষৎ অম্লীয় মূত্র
সঠিক উত্তর: (খ)

৬২. কোমরের পিছনে ব্যথা করে কেন?
Ο ক) বাত হলে
Ο খ) কোমর ভেঙে গেলে
Ο গ) বৃক্কে পাথর হলে
Ο ঘ) ক্যালসিয়ামের অভাবে
সঠিক উত্তর: (গ)

৬৩. বৃক্কের পাথরের চিকিৎসা হলো-
i. বৃক্কের অস্ত্রোপাচার
ii. কম পানি গ্রহণ
iii. ঔষধ সেবন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

৬৪. রক্ত বেশি তরল হয়ে গেলে-
i. রক্তে নাইট্রোজেনের আধিক্য হয়
ii. রক্ত সংবহনে ব্যর্থতা দেখা দেয়
iii. কোষের ক্ষতি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬৫. মেডুলায় অবস্থিত রেনাল পিরামিড-
i. পিড়াকা গঠন করে
ii. পিড়াকা সরাসরি পেলভিসে উন্মুক্ত হয়
iii. গ্লোবারিউলাস গঠন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

৬৬. বৃক্কের হাইলাসের ভিতর থেকে বের হয়-
i. ইউরেটার
ii. রেনাল শিরা
iii. রেনাল ধমনী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

৬৭. কর্টেক্স ও মেডুলা গঠিত-
i. যোজক কলা দিয়ে
ii. রক্তবাহী নালি দিয়ে
iii. ভিন্ন ভিন্ন কলা দিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

৬৮. অজৈব লবণ রেচন করে কে?
Ο ক) থাইরয়েড হরমোন
Ο খ) প্যারা থাইরয়েড হরমোন
Ο গ) থাইমক্সিন হরমোন
Ο ঘ) ইস্ট্রাজেন হরমোন
সঠিক উত্তর: (খ)

৬৯. মানবদেহে বৃক্কের মাথমে রক্ষা পায়-
i. প্রোটিন ও লিপিডের ভারসাম্য
ii. পানির ভারসাম্য
iii. অম্ল ও ক্ষারের ভারসাম্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)

৭০. ব্যোম্যান্স ক্যাপসুলের আকৃতি কীরূপ?
Ο ক) শিমবিচির মত
Ο খ) জালিকাকার
Ο গ) পেয়ালাকার
Ο ঘ) আয়তকার
সঠিক উত্তর: (গ)

৭১. বৃক্কের একক কোনটি?
Ο ক) নিউরন
Ο খ) নেফ্রন
Ο গ) ডেনড্রাইট
Ο ঘ) পেলভিস
সঠিক উত্তর: (খ)

৭২. রক্ত বেশি তরল হয় কখন?
Ο ক) দেহে পানির পরিমাণ বেড়ে গেলে
Ο খ) দেহে রক্ত প্রবাহ বাড়লে
Ο গ) দেহে পানির পরিমাণ কমে গেলে
Ο ঘ) বৃক্কের চাপ বাড়লে
সঠিক উত্তর: (ক)

৭৩. রেচন পদার্থ বলতে মূলত কোনটিকে বুঝায়?
Ο ক) ঘাম
Ο খ) নাইট্রোজেন গঠিত বর্জ্য
Ο গ) লসিকা রস
Ο ঘ) কার্বন গঠিত বর্জ্য
সঠিক উত্তর: (খ)

৭৪. মূত্রথলি সুস্থ রাখার উপায় হলো-
i. ডায়াবেটিকস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা
ii. ডায়ারিয়া ও রক্তক্ষরণের ইত্যাদির দ্রুত চিকিৎসা করা
iii. নিয়মতান্ত্রিক জীবনযাপন করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭৫. গ্লোমেরুলাস কীসের মতো কাজ করে?
Ο ক) ছাঁকনির
Ο খ) ডায়াফ্রামের
Ο গ) পাম্পের
Ο ঘ) রাডারের
সঠিক উত্তর: (ক)

৭৬. আমিষ তৈরিতে ব্যবহৃত হয় কী?
Ο ক) অ্যামাইনো এসিড
Ο খ) হাইড্রোক্লোরিক এসিড
Ο গ) কার্বনিক এসিড
Ο ঘ) সালফিউরিক এসিড
সঠিক উত্তর: (ক)

৭৭. বৃক্কে পাথর হওয়ার কারণ কোনটি?
Ο ক) অতিরিক্ত উদ্ভিজ আমিষ
Ο খ) ভিটামিন জাতীয় খাদ্য
Ο গ) অতিরিক্ত পানি পান
Ο ঘ) অতিরিক্ত প্রাণীজ আমিষ
সঠিক উত্তর: (ঘ)

৭৮. বৃক্কের ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) বাইরের দিক উত্তল ও ভিতরের দিক অবতল
Ο খ) ভিতরের দিক উত্তল ও বাইরের দিক অবতল
Ο গ) ভিতরের দিক সমতল ও বাইরের দিক অবতল
Ο ঘ) বাইরের দিক সমতল ও ভিতরের দিক অবতল
সঠিক উত্তর: (ক)

৭৯. দেহে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে কোন অঙ্গ?
Ο ক) ফুসফুস
Ο খ) বৃক্ক
Ο গ) হৃৎপিন্ড
Ο ঘ) যকৃত
সঠিক উত্তর: (খ)

৮০. কিডনির রোগের লক্ষণ-
i. শরীর ফুসে যাওয়া
ii. প্রসাবে পানি যাওয়া
iii. প্রসাবে জ্বালা পোড়া করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

৮১. উল্লেখিত পদ্ধতিতে ব্যবহৃত যন্ত্রটির-
i. টিউবের প্রাচীর আংশিক বৈষম্যভেদ্য
ii. তরলের গঠন রক্তের প্লাজমার অনুরূপ
iii. মাধ্যমে চিকিৎসা কম খরচে করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

৮২. কিডনি বিকল হলে কোন সমস্যা দেখা দেয়?
Ο ক) চোখে ঝাপসা লাগে
Ο খ) মূত্র ত্যাগের সমস্যা দেখা যায়
Ο গ) হাটতে অসুবিধা হয়
Ο ঘ) কথা বলতে কষ্ট হয়
সঠিক উত্তর: (খ)

৮৩. মূত্রের উপাদানগুলো হল-
i. শতকরা ৯০ ভাগ পানি
ii. ইউরিয়া, ইউরিক এসিড, ক্রিয়াটিনন
iii. বিভিন্ন লবণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮৪. বৃক্কের পাথর হবার কারণ হলো-
i. অতিরিক্ত শারীরিক ওজন
ii. বেশি পানি পান করা
iii. অতিরিক্ত প্রাণিজ আমিষ গ্রহণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

৮৫. বৃক্কে পাথর হওয়ার সম্ভাবনা বেশি কার?
Ο ক) পুরুষের
Ο খ) মহিলাদের
Ο গ) ছোট শিশুদের
Ο ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (ক)

৮৬. কিডনি সংযোজন কয়ভাবে ভাগ করা যায়?
Ο ক) দুইভাগে
Ο খ) তিনভাগে
Ο গ) চারভাগে
Ο ঘ) পাঁচভাগে
সঠিক উত্তর: (ক)

৮৭. বৃক্কের অবস্থান-
i. উদর গহবরের পিছনে
ii. হৃৎপিন্ডের উপরে
iii. বক্ষপিঞ্জরের নিচে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

৮৮. হেনলির লুপ দেখতে কেমন?
Ο ক) ‘X’ অক্ষরের মতো
Ο খ) ‘U’ অক্ষরের মতো
Ο গ) ‘K’ অক্ষরের মতো
Ο ঘ) ‘Z’ অক্ষরের মতো
সঠিক উত্তর: (খ)

৮৯. প্রতিটি রেনাল করপাসল কতটি অংশে বিভক্ত?
Ο ক) তিনটি
Ο খ) দুটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)

৯০. মানবদেহে বৃক্কের কাজ কী?
Ο ক) কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত বহন করা
Ο খ) নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ অপসারণ করা
Ο গ) রক্ত সংবহনে সাহায্য করা
Ο ঘ) অক্সিজেনযুক্ত রক্ত বহন করা
সঠিক উত্তর: (খ)

৯১. বৃক্কের যে তন্তুময় আরণ দ্বরা বেষ্টিত থাকে তাকে কী বলে?
Ο ক) পেলভিস
Ο খ) মেডুলা
Ο গ) ক্যাপসুল
Ο ঘ) হাইলাস
সঠিক উত্তর: (গ)

৯২. পরিস্রাবণ প্রক্রিয়ার ক্ষেত্রে ঘটে-
i. রক্ত রেনাল করপাসল এ পৌঁছানোর পর রক্তের তরল পদার্থ পরিস্রুত হয়ে প্রথমে কৈশিক জালিকার বাইরে অবস্থান করে
ii. রক্তের তরল পদার্থ পরবর্তিতে বোম্যান্স ক্যাপস্যুলের মাধ্যমে মূত্র নালিকায় প্রবেশ করে
iii. রক্ত সরাসরি মূত্র নালিকায় প্রবেশ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

৯৩. মূত্রনালির রোগের কারণ-
i. অস্বাস্থ্যকর জীবন যাপন
ii. কম পানি পান করা
iii. ব্যথা নিরাময়ের ঔষধ পরিহার করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

৯৪. প্রতিটি বৃক্কের বিশেষ ধরনের নালিকাকে কী বলে?
Ο ক) কৈশিক নালিকা
Ο খ) ইউরিনিফেরাস নালিকা
Ο গ) ইউরেটার নালিকা
Ο ঘ) রেনাল নালিকা
সঠিক উত্তর: (খ)

৯৫. মানুষের মূত্রের ক্ষারত্ব বৃদ্ধির অন্যতম কারণ-
i. ফলমূল খাওয়া
ii. শাকসবজি খাওয়া
iii. মাছ ও মাংস খাওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

৯৬. বৃক্কের পাথর যখন মূত্র নালিতে চলে আসে তখন-
i. মূত্র বাধাপ্রাপ্ত হয়
ii. কোমরের পিছনে ব্যথা হয়
iii. পানি কম খেতে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

৯৭. মূত্রনালি সুস্থ রাখার উপায় হলো-
Ο ক) ডায়াবেটিকস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ না করা
Ο খ) ডায়াবেটিকস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা
Ο গ) ধূমপান বেশি করা
Ο ঘ) ব্যথা নিরাময়ের ঔষধ সেবন করা
সঠিক উত্তর: (খ)

৯৮. রেনাল পিরামিডগুলোর অগ্রভাগ প্রসারিত হয়ে কী গঠন করে?
Ο ক) সংগ্রাহী নালিকা
Ο খ) পিড়কা
Ο গ) ক্যাপসুল
Ο ঘ) গ্লোমেরুলাস
সঠিক উত্তর: (খ)

৯৯. রেচন পদার্থ সংগ্রাহক নালিকা থেকে-
i. পেলিভিসে নিক্ষিপ্ত হয়
ii. গবিনী বেয়ে নিচে নেমে মূত্রথলিতে জমা হয়
iii. মূত্র নালীর মাধ্যমে দেহ থেকে অপসারিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১০০. নিচের কোনটি মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর?
Ο ক) অ্যামাইনো এসিড
Ο খ) পটাশিয়াম
Ο গ) ইউরিক এসিড
Ο ঘ) আয়োডিন
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post