এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ৭: গ্যাসীয় বিনিময় (৬)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ৭: গ্যাসীয় বিনিময় (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
২৫১. ফুসফুস ক্যান্সারের কারণ-
i. ধূমপান
ii. বায়ু ও পরিবেশ দূষণ
iii. কঠিন ধাতুর গুঁড়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৫২. শ্বাসনালির অস্ত্রগার কী দ্বারা আবৃত?
Ο ক) পেশি
Ο খ) তরুণাস্থি
Ο গ) ঝিল্লি
Ο ঘ) স্নায়ু
সঠিক উত্তর: (গ)

২৫৩. অক্সিহিমোগ্লোবিনের বৈশিষ্ট্য-
i. এতে অক্সিজেন সহজে বিচ্ছিন্ন হতে পারে
ii. এরা অস্থায়ী যৌগ গঠন করে
iii. খাদ্য জারণ বিক্রিয়ায় অংশ নেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) i ও ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

২৫৪. ব্রংকাইটিস রোগের লক্ষণ হলো-
i. শক্ত খাবার খেতে না পারা
ii. কাশির সাথে কফ বের হওয়া
iii. শ্বাসকষ্ট হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৫৫. নিউমোনিয়া প্রতিকারগুলো-
i. বেশি করে পানি পান করানো
ii. ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীর সুচিকিৎসার ব্যবস্থা করা
iii. তরল ও গরম পুষ্টিকর খাবার খাওয়ানো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৫৬. ফুসফুসে ক্যান্সার রোগের লক্ষণ হলো-
i. হাঁপানী
ii. ঘন ঘন জ্বর আসা
iii. হাড়ে ব্যথা অনুভব করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৫৭. রক্তের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড কোথায় যায়?
Ο ক) মধ্যচ্ছদা
Ο খ) বক্ষগহবরে
Ο গ) ফুসফুস
Ο ঘ) গলবিল
সঠিক উত্তর: (গ)

২৫৮. কোষের ভিতর খাদ্যবস্তু, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কী উৎপন্ন করে?
Ο ক) কার্বন ডাইঅক্সাইড
Ο খ) অক্সিজেন
Ο গ) হাইড্রোজেন
Ο ঘ) পানি
সঠিক উত্তর: (ক)

২৫৯. দেহের ভিতর গ্যাসীয় আদান-প্রদান ফুসফুসে কতবার ঘটে?
Ο ক) একবার
Ο খ) দুইবার
Ο গ) চারবার
Ο ঘ) পাঁচবার
সঠিক উত্তর: (ক)

২৬০. যক্ষ্মারোগ নির্ণয় করা যায়-
i. মূত্রের পরীক্ষা দ্বারা
ii. চামড়ার পরীক্ষা দ্বারা
iii. এক্সরের সাহায্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)

২৬১. এ্যাজমা রোগের প্রতিরোধ ব্যবস্থা-
i. স্বাস্থ্যকর পরিবেশ বাস করা
ii. শ্বাসকষ্ট সৃষ্টিকারী বস্তু পরিহার করা
iii. সর্বদা সাথে ঔষধ রাখা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৬২. নিচের কোন রোগটি একবার হলে বার বরা হওয়ার সম্ভাবনা থাকে?
Ο ক) হাঁপানী
Ο খ) ব্রংকাইটিস
Ο গ) যক্ষ্মা
Ο ঘ) ক্যান্সার
সঠিক উত্তর: (খ)

২৬৩. নাসাপথের পশ্চাৎভাগ থেকে স্বরযন্ত্রের উপরিভাগ পর্যন্ত কোন অংশটি বিস্তৃত?
Ο ক) গলবিল
Ο খ) স্বরযন্ত্র
Ο গ) শ্বাসনালি
Ο ঘ) ব্রংকাস
সঠিক উত্তর: (ক)

২৬৪. নিচের কোন রোগের চিকিৎসায় রেডিয়েশন থেরাপি প্রয়োগ করা যায়?
Ο ক) ফুসফুসের ক্যান্সার
Ο খ) ত্বকের ক্যান্সার
Ο গ) ফুসফুসের ক্যান্সার
Ο ঘ) মস্তিষ্কের ক্যান্সার
সঠিক উত্তর: (ক)

২৬৫. ফুসফুসের কোন অঙ্গগুলোর মধ্যে গ্যাসীয় আদান-প্রদান ঘটে?
Ο ক) বায়ুথলি ও কৈশিকনালি
Ο খ) বায়ুথলি ও ব্রকিংওল
Ο গ) কৈশিকনালি ও ব্রংকাস
Ο ঘ) বায়ুথলি ও পালমোনারি ধমনী
সঠিক উত্তর: (ক)

২৬৬. কোন কারণে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে?
Ο ক) অ্যালভিওলি ও রক্তচাপের পার্থক্যের জন্য
Ο খ) রক্ত কণিকা ও রক্ত রসের পার্থক্যের জন্য
Ο গ) হিমোগ্লোবিনের ঘাটতির জন্য
Ο ঘ) রক্তরস ও লসিকার পার্থক্যের জন্য
সঠিক উত্তর: (ক)

২৬৭. শ্বাস-প্রশ্বাসের অঙ্গগুলো কোনদিকে খোলা থাকে?
Ο ক) হৃৎপিন্ডের দিকে
Ο খ) গলবিলের দিকে
Ο গ) বায়ুথলির দিকে
Ο ঘ) ফুসফুসের দিকে
সঠিক উত্তর: (খ)

২৬৮. মানুষের ডান ফুসফুস কতটি খন্ডে বিভক্ত?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)

২৬৯. তুমি ব্রঙ্ককাইটিস রোগীকে কোন তরল খাবার খেতে দিবে?
Ο ক) গরম দুধ ও স্যুপ
Ο খ) বেলের শরবত ও লাচ্ছি
Ο গ) গ্লুকোজ শরবত ও ডাবের পানি
Ο ঘ) ডাবের পানি এ সফট ড্রিংকস
সঠিক উত্তর: (ক)

২৭০. কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বায়ু সমৃদ্ধ বাতাস নিঃশ্বাসরূপে বাইরে নির্গত হওয়াকে কী বলে?
Ο ক) বহিঃশ্বসন
Ο খ) অন্তঃশ্বসন
Ο গ) শ্বাস
Ο ঘ) প্রশ্বাস
সঠিক উত্তর: (ক)

২৭১. নাসিকার সন্মুখ ও পশ্চাৎভাগ একটি পাতলা পর্দা দ্বারা আাবৃত থাকে। এই পাতলা পর্দাটির কাজ হল-
i. বায়ুতে ভাসমান ধূলিকণা আটকানো
ii. রোগজীবাণু ও আর্বজনা দেহে প্রবেশে বাধা দান করা
iii. খাদ্য গ্রহণে সহায়তা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৭২. রক্ত কৈশিক নালিতে পৌছায় পর অক্সিজেন পৃথক হয়ে প্রথমে কোনটি ভেদ করে?
Ο ক) শ্বেতকণিকার আবরণ
Ο খ) লোহিত কণিকার আবরণ
Ο গ) কৈশিক নালিকার প্রাচীর
Ο ঘ) লসিকানালির প্রাচীর
সঠিক উত্তর: (খ)

২৭৩. যক্ষ্মা রোগ প্রতিরোধের উপায় কী?
Ο ক) বি.সি.জি টিকা
Ο খ) E.C.G টিকা
Ο গ) X-ray করা
Ο ঘ) HBs (Ag) টিকা
সঠিক উত্তর: (ক)

২৭৪. শ্বাসনালির প্রাচীরগাত্র গঠিত হয় কোনটি দিয়ে?
Ο ক) কোষ
Ο খ) পেশি
Ο গ) কলা
Ο ঘ) স্নায়ু
সঠিক উত্তর: (খ)

২৭৫. কোন অঙ্গটি ফুসফুসে গ্রহণ উপযোগী বায়ু প্রবেশ করে?
Ο ক) নাসিকা
Ο খ) গলবিল
Ο গ) শ্বাসনালি
Ο ঘ) নাসিকা ছিদ্র
সঠিক উত্তর: (ক)

২৭৬. কোন অঙ্গের ভূমিকায় আহার্য দ্রব্যাদি স্বরযন্ত্র প্রবেশ না করে সরাসরি খাদ্যনালিতে প্রবেশ করে?
Ο ক) গলবিল
Ο খ) ভোকাল কর্ড
Ο গ) আলাজিহ্বা
Ο ঘ) উপজিহ্বা
সঠিক উত্তর: (ঘ)

২৭৭. মানবদেহের কোন অঙ্গে ক্যানসার হয়?
Ο ক) ফুসফুসে
Ο খ) মস্তিষ্কে
Ο গ) লিভারে
Ο ঘ) দেহের প্রায় সকল অঙ্গে
সঠিক উত্তর: (ঘ)

২৭৮. ফুসফুস ক্যান্সারের রোগ নির্ণয় করা হয়-
i. থুথু বা শ্লেম্মা বিশ্লেষণ করে
ii. বুকের এক্স-রে করে
iii. ত্বক বিশ্লেষণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)

২৭৯. কোষ বিভাজনের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে কীসের সৃষ্টি হয়?
Ο ক) যক্ষ্মা
Ο খ) ক্যান্সার
Ο গ) অর্বুদ
Ο ঘ) টিউমার
সঠিক উত্তর: (গ)

২৮০. মানবদেহে যে প্রক্রিয়া অক্সিজেন গ্রহণ এ কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশিত হয় তাকে কী বলে?
Ο ক) রেচন কার্য
Ο খ) শ্বাসকার্য
Ο গ) সংবহ কার্য
Ο ঘ) পরিপাক কার্য
সঠিক উত্তর: (খ)

২৮১. ফুসফুসের কৈশিক নালিকার গাত্র কীরূপ?
Ο ক) পুরু
Ο খ) পাতলা
Ο গ) মোটা
Ο ঘ) খাট
সঠিক উত্তর: (খ)

২৮২. আলজিহ্বা শ্বসনতন্ত্রের কোন অংশে দেখা যায়?
Ο ক) স্বরযন্ত্র
Ο খ) শ্বাসনালি
Ο গ) গলবিল
Ο ঘ) ব্রংকাস
সঠিক উত্তর: (ঘ)

২৮৩. ফুসফুসের ক্যান্সার প্রতিরোগ করণীয়-
i. ধুমপান এ মদ্যপান পরিহার
ii. চর্বি জাতীয় খাদ্য বেশি খাওয়া
iii. নিয়মিত ব্যায়াম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

২৮৪. মাটি থেকে উদ্ভিদ কোন অঙ্গের মাধ্যমে গ্যাস সংগ্রহ করে?
Ο ক) মূল
Ο খ) মূলত্র
Ο গ) মূলত্রাণ
Ο ঘ) মূলরোম
সঠিক উত্তর: (ক)

২৮৫. শ্বসনতন্ত্রের প্রথম অংশের নাম কী?
Ο ক) নাসিকা
Ο খ) গলনালি
Ο গ) স্বরযন্ত্র
Ο ঘ) শ্বাসনালি
সঠিক উত্তর: (ক)

২৮৬. দেহের ভিতর গ্যাসীয় আদান-প্রদান প্রতিটি কোষে কিভাবে সম্পাদিত হয়?
Ο ক) একসাথে
Ο খ) ভিন্নভাবে
Ο গ) পর্যায়ক্রমে
Ο ঘ) কয়েকটি একসাথে করে
সঠিক উত্তর: (গ)

২৮৭. যক্ষ্মা রোগ নির্ণয় করা হয় কীভাবে?
Ο ক) চামড়ার পরীক্ষা এক্স-রের সাহায্যে
Ο খ) চোখের সাহায্যে
Ο গ) নখের সাহায্যে
Ο ঘ) কাশির সাথে রক্ত দেখে
সঠিক উত্তর: (ক)

২৮৮. নাসিকা মুখগহ্বরের কোন পার্শ্বে অবস্থিত?
Ο ক) উপরে
Ο খ) নিচে
Ο গ) একপাশে
Ο ঘ) দুইপাশে
সঠিক উত্তর: (ক)

২৮৯. হাম ও ব্রংকাইটিস রোগের পর ঠান্ডা লেগে নিচের কোন রোগটি হতে পারে?
Ο ক) হাঁপানী
Ο খ) নিউমোনিয়া
Ο গ) যক্ষ্মা
Ο ঘ) ফুসফুসে ক্যান্সার
সঠিক উত্তর: (খ)

২৯০. নিচের কোনগুলোর শ্বাসনালির প্রাচীর গঠনকারী উপাদানের অন্তগর্ত?
Ο ক) অস্থি ও পেশি
Ο খ) অস্থি ও স্নায়ুকলা
Ο গ) তরণাস্থি ও অ্যালভিওলাস
Ο ঘ) তরুণাস্থি ও পেশি
সঠিক উত্তর: (ঘ)

২৯১. এ্যাজমা বা হাঁপানী হতে পারে-
i. ভাইরাসজনিত কারণে
ii. বায়ুদূষণের ফলে
iii. ধুমপানের ফলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৯২. ব্রংকাইটিস রোগের কারণ হিসেবে গণ্য করা হয়-
i. ধুমপান করা
ii. শুষ্ক পরিবেশ
iii. দূষণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

২৯৩. শ্বসন তন্ত্রের অংশ হয়েও, শ্বসন ভূমিকা নেই নিম্নোক্ত কোন অঙ্গের?
Ο ক) স্বরযন্ত্র
Ο খ) ভোকাল কর্ড
Ο গ) আলজিহ্বা
Ο ঘ) উপজিহ্বা
সঠিক উত্তর: (ক)

২৯৪. ফুসফুসের ক্ষেত্রে বলা যায়-
i. ফুসফুস স্পঞ্জের মতো নরম
ii. ফুসফুস মানুষের প্রধান শ্বসন অঙ্গ
iii. প্লুরা নামক ঝিল্লি থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৯৫. কোথায় অক্সিহিমোগ্লোবিন গঠিত হয়?
Ο ক) রক্তরসে
Ο খ) লোহিত রক্তকণিকায়
Ο গ) শ্বেত রক্তকণিকায়
Ο ঘ) লসিকায়
সঠিক উত্তর: (খ)

২৯৬. ব্রংকাস এর বহুবচন কোনটি?
Ο ক) ব্রংকাস
Ο খ) ব্রংকাই
Ο গ) ব্রংকাইটিস
Ο ঘ) ব্রংকিওল
সঠিক উত্তর: (খ)

২৯৭. ‘যক্ষা’ শব্দের ইংরেজি রূপ কোনটি?
Ο ক) Pneumonia
Ο খ) Asthma
Ο গ) Bronchitis
Ο ঘ) Tuberculosis
সঠিক উত্তর: (ঘ)

২৯৮. দেহকোষে অক্সিজেন কার সাহায্য বিভিন্ন অঙ্গে পৌঁছায়?
Ο ক) হাইড্রোজেন
Ο খ) অক্সিজেন
Ο গ) কার্বন ডাইঅক্সাইড
Ο ঘ) নাইট্রোজেন
সঠিক উত্তর: (খ)

২৯৯. নিউমোনিয়া প্রতিকার কীভাবে করা যায়?
Ο ক) প্রচুর পানি পান করে
Ο খ) আমিষ জাতীয় খাদ্য খেয়ে
Ο গ) পূর্ণ বিশ্রাম করে
Ο ঘ) প্রতিদিন ডাক্তারের নিকট গিয়ে
সঠিক উত্তর: (ক)

৩০০. মধ্যচ্ছদা কাজ করে-
i. বক্ষগহবর সংকোচন ও প্রসারণে
ii. ফুসফুসের ভিতর বায়ুচাপ বাড়াতে
iii. কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post