এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ৭: গ্যাসীয় বিনিময় (৫)

Web School BD
0
ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ৭: গ্যাসীয় বিনিময় (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
২০১. ফুসফুসে প্রবেশের পর ব্রঙ্কাই যে অসংখ্যা শাখা-প্রশাখায় বিভক্ত হয় তাদের কী বলে?
Ο ক) ব্রঙ্কাস
Ο খ) অ্যালভিওলাই
Ο গ) ফ্যারিংক্স
Ο ঘ) ব্রঙ্কিওল
সঠিক উত্তর: (ঘ)

২০২. অক্সিজেন লোহিত কণিকার হিমোগ্লোবিনের কোন অংশের সাথে হালকা বন্ধনে যুক্ত হয়?
Ο ক) লৌহ
Ο খ) কার্বন
Ο গ) ফসফরাস
Ο ঘ) সালফার
সঠিক উত্তর: (ক)

২০৩. মুখগহ্বরের পশ্চাতে কোন অংশটি দৃষ্টিগোচর হয়?
Ο ক) নাসাপথ
Ο খ) গলবিল
Ο গ) ফুসফুস
Ο ঘ) মধ্যচ্ছদা
সঠিক উত্তর: (খ)

২০৪. কখন সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ থাকে?
Ο ক) সকালে
Ο খ) দুপুরে
Ο গ) বিকালে
Ο ঘ) রাতে
সঠিক উত্তর: (ঘ)

২০৫. ব্রংকাই যে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখার বিভক্ত হয় তাদেরকে কী বলা হয়?
Ο ক) ব্রংকাস
Ο খ) সেন্ট্রিওল
Ο গ) ব্রংকিওল
Ο ঘ) প্লুরা
সঠিক উত্তর: (গ)

২০৬. সুর সৃষ্টিতে ভূমিকা রাখে কোন অঙ্গটি?
Ο ক) নাসাপথ
Ο খ) গলবিল
Ο গ) শ্বাসনালি
Ο ঘ) ভোকালকর্ড
সঠিক উত্তর: (ঘ)

২০৭. লেন্টিসেল কোথায় তৈরি হয়?
Ο ক) পরিণত কান্ডের বাকলে
Ο খ) কচিমমূলের বাকলে
Ο গ) পরিণত মূলের বাকলে
Ο ঘ) কচি কান্ডের বাকল
সঠিক উত্তর: (ক)

২০৮. অ্যালভিওলাস (Alveolus) এর বহুবচনীয় রূপ কোনটি?
Ο ক) Alveolii
Ο খ) Alveoli
Ο গ) Alveolai
Ο ঘ) Alveoaii
সঠিক উত্তর: (খ)

২০৯. চিৎড়ি, গরুর মাংস, ইলিশ মাছ ইত্যাদি খেলে কী রোগ হয়?
Ο ক) এলার্জি
Ο খ) নিউমোনিয়া
Ο গ) ডায়েরিয়া
Ο ঘ) যক্ষ্মা
সঠিক উত্তর: (ক)

২১০. স্বরযন্ত্র ইংরেজি রূপ কোনটি?
Ο ক) Pharynx
Ο খ) Larynx
Ο গ) Trachea
Ο ঘ) Nasal cavity
সঠিক উত্তর: (খ)

২১১. শ্বসন প্রক্রিয়ার ক্ষেত্রে-
i. দিবা-রাত্রি ২৪ ঘন্টা চলে
ii. কার্বন ডাইঅক্সাইড গ্যাসের উৎপাদন চলতে থাকে
iii. অক্সিজেন ও হাইড্রোজেন উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) i ও ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

২১২. যে অঙ্গগুলোর সাহায্য শ্বাসকার্য পরিচালিত হয় সেগুলোকে কী বলে?
Ο ক) রেচনতন্ত্র
Ο খ) শ্বসনতন্ত্র
Ο গ) স্নায়ুতন্ত্র
Ο ঘ) রক্ত সংবহনতন্ত্র
সঠিক উত্তর: (খ)

২১৩. প্রশ্বাস বায়ুকে ফুসফুসের গ্রহণ উপযোগী করে দেয় নিচের কোনটি?
Ο ক) নাসিকা
Ο খ) গলবিল
Ο গ) স্বরযন্ত্র
Ο ঘ) শ্বাসনালি
সঠিক উত্তর: (ক)

২১৪. প্যাপিলোমা ভাইরাসের কোন দুটি জিন ক্যান্সার তৈরির জন্য দায়ী?
Ο ক) ই ৪ ও ই ৫
Ο খ) ই ৬ ও ই ৭
Ο গ) ই ৮ ও ই ৯
Ο ঘ) ই ১০ ও ই ১২
সঠিক উত্তর: (খ)

২১৫. ফুসফুস ক্যান্সার রোগের লক্ষণ-
i. দীর্ঘদিন ধরে খুসখুসে কাশি ও বুকে ব্যথা
ii. ব্রংকাইটিস ও নিউমোনিযা দ্বারা বারবার সংক্রমিক হয়
iii. কাশির সাথে কফ বের হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

২১৬. মাসুষের দেহে শ্বসনে উৎপন্ন তাপ কাজে লাগে-
i. দেহ উষ্ণ রাখতে
ii. প্রয়োজনীয় শক্তি জোগাতে
iii. সকল শারীরবৃত্তীয় কার্য সম্পাদনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২১৭. যক্ষ্মা রোগ হলে-
i. খুসখুসে কাশি হয়
ii. রোগীর ওজন বাড়তে থাকে
iii. বুকে পিঠে ব্যথা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

২১৮. নাসাপথ কী অঙ্গ দ্বারা দুইভাগে বিভক্ত হয়?
Ο ক) পাতলা প্রাচীর
Ο খ) শক্ত প্রাচীর
Ο গ) তরুণাস্থি নির্মিত প্রাচীর
Ο ঘ) অর্ধভেদ্য প্রাচীর
সঠিক উত্তর: (ক)

২১৯. খাদ্যে কোন বিক্রিয়ার মাধ্যমে CO2 তৈরি হয়?
Ο ক) প্রতিস্থাপন
Ο খ) জারণ
Ο গ) বিজারণ
Ο ঘ) সংযোজন
সঠিক উত্তর: (খ)

২২০. কোন অঙ্গটি গলবিলের নিচে ও শ্বাসনালির উপরে অবস্থিত?
Ο ক) ব্রংকাস
Ο খ) নাসাপথ
Ο গ) ফুসফুস
Ο ঘ) স্বরযন্ত্র
সঠিক উত্তর: (ঘ)

২২১. দেহকোষে পরিপাককৃত খাদ্যের সাথে নিচের কোনটির বিক্রিয়া ঘটে?
Ο ক) অক্সিজেনের
Ο খ) নাইট্রোজেনের
Ο গ) হাইড্রোজেনের
Ο ঘ) কার্বন ডাই-অক্সাইডের
সঠিক উত্তর: (ক)

২২২. হাঁপানী রোগের লক্ষণ কোনটি?
Ο ক) ঠোঁট নীল হয়ে যায়
Ο খ) বুকে ব্যথা হয়
Ο গ) জ্বর হয়
Ο ঘ) কাশি হয়
সঠিক উত্তর: (ক)

২২৩. কোন রোগীর কফ বা থুথু মাটিতে পুঁতে ফেলতে হয়?
Ο ক) হাঁপানী রোগীর
Ο খ) যক্ষ্মা রোগীর
Ο গ) নিউমোনিয়া রোগীর
Ο ঘ) ক্যান্সার রোগীর
সঠিক উত্তর: (খ)

২২৪. রোগীর ব্যবহার্য সবকিছু পৃথক রাখা উচিত কোন রোগ হলে?
Ο ক) হাঁপানী
Ο খ) যক্ষ্মা
Ο গ) ব্রংকাইটিস
Ο ঘ) নিউমোনিয়া
সঠিক উত্তর: (খ)

২২৫. উদ্ভিদ মাটিস্থ কোন পদার্থ থেকে গ্যাস সংগ্রহ করে?
Ο ক) মাটিস্থ পানি
Ο খ) মাটিস্থ জৈব পদার্থ
Ο গ) মাটিস্থ গ্যাস
Ο ঘ) মাটিস্থ লবণ
সঠিক উত্তর: (ক)

২২৬. কোন রোগ থেকে রক্ষা পেতে শিশুকে বি.সি.জি টিকা দেওয়া হয়?
Ο ক) হাঁপানী
Ο খ) ব্রংকাইটিস
Ο গ) যক্ষ্মা
Ο ঘ) নিউমোনিয়া
সঠিক উত্তর: (গ)

২২৭. জীবন ধারণের জন্য কোন উপাদানটি অপরিহার্য?
Ο ক) SO2
Ο খ) HCO2
Ο গ) O2
Ο ঘ) N2
সঠিক উত্তর: (গ)

২২৮. স্বরযন্ত্রের নিম্নাংশ থেকে শুরু করে কিছুদূর নিচে গিয়ে দুইভাগে বিভক্ত হয়ে দুইটি বায়ুনলের সৃষ্টি করে একে কী বলে?
Ο ক) নাসিকা
Ο খ) গলবিল
Ο গ) স্বরযন্ত্র
Ο ঘ) শ্বাসনালি
সঠিক উত্তর: (ঘ)

২২৯. গ্যাস বিনিময়ের প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়-
Ο ক) ভৌত প্রক্রিয়ায়
Ο খ) জৈবিক প্রক্রিয়ায়
Ο গ) রাসায়নিক প্রক্রিয়ায়
Ο ঘ) অজৈব প্রক্রিয়ায়
সঠিক উত্তর: (গ)

২৩০. কার্বন ডাই-অক্সাইড প্রধানত কীরূপে পরিবাহিত হয়ে ফুসফুসে আসে?
Ο ক) কার্বহিমোগ্লোবিন
Ο খ) অক্সিহিমোগ্লোবিন
Ο গ) বাইকার্বনেট
Ο ঘ) ক্যালসিয়াম কার্বনেট
সঠিক উত্তর: (গ)

২৩১. হাঁপানী রোগ কখন বেড়ে যেতে পারে?
Ο ক) ঋতুর মাঝামাঝি
Ο খ) ঋতুর যেকোনো সময়ে
Ο গ) ঋতু পরিবর্তনকালে
Ο ঘ) সব ঋতুতে
সঠিক উত্তর: (গ)

২৩২. নাসিকার পশ্চাৎ অংশ কোন পর্যন্ত বিস্তৃত?
Ο ক) গলবিল
Ο খ) স্বরযন্ত্র
Ο গ) শ্বাসনালি
Ο ঘ) নাসিকা ছিদ্র
সঠিক উত্তর: (ক)

২৩৩. নিউমোনিয়া রোগের প্রতিরোধ হলো-
i. আলা-বাতাসপূর্ণ গৃহে বাস করা
ii. ধূমপান পরিহার করা
iii. রোগীকে সহনীয় উষ্ণতায় ও শুষ্ক পরিবেশে রাখা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৩৪. নিচের কোন রোগটি অস্বাভাবিক কোষ বিভাজনের কারণে ঘটে?
Ο ক) ব্রংকাইটিস
Ο খ) যক্ষ্মা
Ο গ) নিউমোনিয়া
Ο ঘ) ক্যান্সার
সঠিক উত্তর: (ঘ)

২৩৫. কোনটি ফুসফুসের রোগ?
Ο ক) মেনিনজাইটিস
Ο খ) নিউমোনিয়া
Ο গ) মৃগি
Ο ঘ) পক্ষাঘাত
সঠিক উত্তর: (খ)

২৩৬. শ্বাস নেওয়ার সময় নিচের কোন রোগে আক্রান্ত রোগীর পাঁজরের মাঝে চামড়া ভিতরের দিকে ঢুকে যায়?
Ο ক) হাঁপানী
Ο খ) ব্রংকাইটিস
Ο গ) নিউমোনিয়া
Ο ঘ) যক্ষ্মা
সঠিক উত্তর: (ক)

২৩৭. নাকের ভিতর অপ্রয়োজনীয় বস্তু প্রবেশ করলে সূক্ষ্মলোমগুলোর কার সাথে বাইরে বের করে দেয়?
Ο ক) ঝিল্লির সাথে
Ο খ) শ্লেম্মার সাথে
Ο গ) পানির সাথে
Ο ঘ) রক্তের সাথে
সঠিক উত্তর: (খ)

২৩৮. মধ্যচ্ছদা প্রসারিত হলে ফুসফুসের বায়ুর চাপের কী পরিবর্তন ঘটে?
Ο ক) চাপ বাড়ে
Ο খ) চাপ কমে
Ο গ) চাপ একই থাকে
Ο ঘ) চাপ বেশি কমে
সঠিক উত্তর: (খ)

২৩৯. শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি?
Ο ক) স্বরযন্ত্র
Ο খ) শ্বাসনালি
Ο গ) বায়ুথলি
Ο ঘ) ফুসফুস
সঠিক উত্তর: (ঘ)

২৪০. নিচের কোনটি উদ্ভিদের বাকলে গ্যাস বিনিময়ের জন্য ব্যবহৃত হয়?
Ο ক) কিউটিকল
Ο খ) লেন্টিসেল
Ο গ) স্টোমাটা
Ο ঘ) মেসোফিল
সঠিক উত্তর: (গ)

২৪১. শ্বসনতন্ত্রের প্রথম অংশ কোনটি?
Ο ক) নাসিকা
Ο খ) শ্বসনালি
Ο গ) স্বরযন্ত্র
Ο ঘ) গলবিল
সঠিক উত্তর: (ক)

২৪২. নিউমোনিয়া লক্ষণের মধ্যে রয়েছে-
i. গলার শিরা ফুলে যাওয়া
ii. কাশি এ শ্বাসকষ্ট হওয়া
iii. দেহের তাপমাত্রা বেড়ে যাওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)

২৪৩. নিচের কোনটি বায়ুবাহিত রোগ?
Ο ক) ব্রংকাইটিস
Ο খ) যক্ষ্মা
Ο গ) টিউমার
Ο ঘ) ফুসফুসের ক্যান্সার
সঠিক উত্তর: (খ)

২৪৪. যক্ষ্মা রোগের কারণ-
i. মাইকোব্যকটেরিয়াম টিউবারকিউলোসিসেনর জন্য এ রোগ হয়
ii. অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করলে এ রোগ হয়
iii. শ্বাসকষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

২৪৫. অজ্ঞতা ও অসাবধানতার কারণে কোন অঙ্গে জটিল রোগ দেখা দেয়?
Ο ক) যকৃৎ
Ο খ) হৃৎপিন্ড
Ο গ) ফুসফুস
Ο ঘ) শ্বাসনালি
সঠিক উত্তর: (গ)

২৪৬. শ্বাসনালি কয় ভাগে বিভক্ত?
Ο ক) দুই ভাগে
Ο খ) তিন ভাগে
Ο গ) চার ভাগে
Ο ঘ) পাঁচ ভাগে
সঠিক উত্তর: (ক)

২৪৭. E6 এবং E৭ জিনদ্বয় কোন রোগ সৃষ্টিতে সহায়তা করে?
Ο ক) যক্ষ্মা
Ο খ) ক্যানসার
Ο গ) হাঁপানি
Ο ঘ) নিউমোনিয়া
সঠিক উত্তর: (খ)

২৪৮. যক্ষ্মা রোগ নির্ণয় করা যায়-
i. চামড়ার পরীক্ষা দ্বারা
ii. এক্সরের সাহায্যে
iii. ত্বকের সাহায্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৪৯. নিচের কোনটি শ্বসনতন্ত্রের অংশ নয়?
Ο ক) শ্বাসনালি
Ο খ) মুখগহ্বর
Ο গ) ফুসফুস
Ο ঘ) বায়ুনালি
সঠিক উত্তর: (খ)

২৫০. মানবদেহে শ্বসন কোন অবস্থান ঘটে?
Ο ক) সচেতন অবস্থায়
Ο খ) অচেতন অবস্থায়
Ο গ) সচল অবস্থায়
Ο ঘ) সচেতন, অচেতন উভয় অব্স্থায়
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Tags:

Post a Comment

0Comments

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Post a Comment (0)