এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ৭: গ্যাসীয় বিনিময় (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ৭: গ্যাসীয় বিনিময় (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১৫১. অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে কেন?
Ο ক) বায়ুথলি ও রক্তের চাপের পার্থক্যের জন্য
Ο খ) কোষরস ও রক্তের চাপের পার্থক্যের জন্য
Ο গ) কলারস ও রক্তের চাপের পার্থক্যের জন্য
Ο ঘ) রক্তরস ও লসিকার পার্থক্যের জন্য
সঠিক উত্তর: (ক)

১৫২. কোনটি ভাইরাসজনিত রোগ?
Ο ক) এ্যাজমা
Ο খ) নিউমোনিয়া
Ο গ) যক্ষ্মা
Ο ঘ) ব্রংকাইটিস
সঠিক উত্তর: (ক)

১৫৩. খাদ্যবস্তুর জারণকে কী বলে?
Ο ক) সালোকসংশ্লেষণ
Ο খ) শ্বসন
Ο গ) প্রস্বেদন
Ο ঘ) ব্যাপন
সঠিক উত্তর: (খ)

১৫৪. শ্বসনে উৎপন্ন O2 সর্বপ্রথম কোনটি ভেদ করে?
Ο ক) কোষ আবরণ
Ο খ) লোহিত কণার আবরণ
Ο গ) কৈশিকনালির প্রাচীর
Ο ঘ) লসিকা
সঠিক উত্তর: (ক)

১৫৫. Co2 এর প্রধান রূপ কোনটি?
Ο ক) বাইকার্বনেট
Ο খ) বাইসালফাইড
Ο গ) বাইসালফাইট
Ο ঘ) বাইফসফেট
সঠিক উত্তর: (ক)

১৫৬. কোন খাবারে এলার্জি আছে?
Ο ক) চিংড়ি
Ο খ) কাতলা
Ο গ) রুই
Ο ঘ) সিলভার
সঠিক উত্তর: (ক)

১৫৭. বায়ুথলির অপর নাম কী?
Ο ক) স্বরথলি
Ο খ) স্বরযন্ত্র
Ο গ) অ্যালভিওলাস
Ο ঘ) ফুসফুস
সঠিক উত্তর: (গ)

১৫৮. হাঁপানী রোগের লক্ষণ-
i. ঠোঁট নীল হয়
ii. গলার শিরা ফুলে যায়
iii. সাধারণত জ্বর থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৫৯. রোগীকে হাসপাতাল বা স্যানটেরিয়ামে পাঠানো নিরাপদ কোন রোগ হলে?
Ο ক) হাঁপানী
Ο খ) যক্ষ্মা
Ο গ) ব্রংকাইটিস
Ο ঘ) নিউমোনিয়া
সঠিক উত্তর: (খ)

১৬০. Diaphragm-এর বাংলা রূপ কী?
Ο ক) শ্বাসনালি
Ο খ) ফুসফুসি
Ο গ) মধ্যচ্ছদা
Ο ঘ) গলবিল
সঠিক উত্তর: (গ)

১৬১. শ্বসনতন্ত্রের অংশ- i. গলবিল ii. অ্যালভিওলাই iii. ল্যারিংস নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৬২. নাসাপথ পাতলা প্রাচীর দ্বারা কয়ভাগে বিভক্ত হয়?
Ο ক) দুইভাগে
Ο খ) তিনভাগে
Ο গ) চারভাগে
Ο ঘ) পাঁচভাগে
সঠিক উত্তর: (ক)

১৬৩. জীবকোষে কোনটি কোন ধরনের প্রক্রিয়ায় অক্সিজেনের সাহায্য জারিত হয়?
Ο ক)
Ο খ) ব্যাপন
Ο গ) শ্বসন
Ο ঘ) জৈবিক
সঠিক উত্তর: (গ)

১৬৪. ফুসফুস কী নামক পর্দা দ্বারা আবৃত?
Ο ক) মধ্যচ্ছদা
Ο খ) মেসরকিয়াম
Ο গ) পেরিকার্ডিয়াম
Ο ঘ) প্লুরা
সঠিক উত্তর: (ঘ)

১৬৫. Asthma রোগের লক্ষণ হলো-
i. হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়া
ii. সাধারণত জ্বর থাকে না
iii. রোগী দুর্বল হয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৬৬. ফুসফুসে বায়থিলগুলোকে কী বলে?
Ο ক) ব্রংকিওল
Ο খ) অ্যালভিওলাস
Ο গ) প্লাজমা
Ο ঘ) অুনক্রোম
সঠিক উত্তর: (খ)

১৬৭. শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন CO2 এর কিছু অংশ নিম্নোক্ত কোন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়?
Ο ক) প্রস্বেদন
Ο খ) ব্যাপন
Ο গ) অভিস্রবণ
Ο ঘ) সালোকসংশ্লেষণ
সঠিক উত্তর: (ঘ)

১৬৮. রক্ত কৈশিকনালিতে পৌঁছায় পর অক্সিজেন পৃথক হয়ে দ্বিতীয় পর্যায়ে কোনটি ভেদ করে?
Ο ক) শ্বেতকণিকার আবরণ
Ο খ) লোহিত কণিকার আবরণ
Ο গ) কৈশিকনালির প্রাচীর
Ο ঘ) লসিকানালির প্রাচীর
সঠিক উত্তর: (গ)

১৬৯. শ্বসন প্রক্রিয়ায় খাদ্যস্থ মজুদ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
Ο ক) নবায়নযোগ্য শক্তি
Ο খ) অনবায়নযোগ্য শক্তি
Ο গ) স্থিতি শক্তি
Ο ঘ) ব্যবহারযোগ্য শক্তি
সঠিক উত্তর: (ঘ)

১৭০. দেহের প্রায় সকল অঙ্গে কোন রোগটি হয়?
Ο ক) ক্যান্সার
Ο খ) এইডস
Ο গ) যক্ষ্মা
Ο ঘ) ব্রংকাইটিস
সঠিক উত্তর: (ক)

১৭১. Photosynthesis-এর বাংলা রূপ কী?
Ο ক) শ্বসন
Ο খ) সালোকসংশ্লেষণ
Ο গ) অভিস্রবণ
Ο ঘ) ব্যাপন
সঠিক উত্তর: (খ)

১৭২. বায়ুথলি ও কৈশিকনালির গাত্র গ্যাসীয় আদান-প্রদান ঘটে?
Ο ক) পুরু
Ο খ) পাতলা
Ο গ) দ্বিস্তরী
Ο ঘ) ত্রিস্তরী
সঠিক উত্তর: (খ)

১৭৩. ব্রঙ্কাস-এর বহুবচন কোনটি?
Ο ক) Brochy
Ο খ) Bronc
Ο গ) Bron
Ο ঘ) Bronchi
সঠিক উত্তর: (ঘ)

১৭৪. অ্যালার্জিক খাদ্য কোন রোগটি বৃদ্ধি করে?
Ο ক) হাঁপানী
Ο খ) যক্ষ্মা
Ο গ) ব্রংকাইটিস
Ο ঘ) ফুসফুস ক্যান্সার
সঠিক উত্তর: (ক)

১৭৫. পশুর লোম, কৃত্রিম আঁশ কৃত্রিম ইত্যাদি কোন রোগীর বিবর্ধক?
Ο ক) এ্যাজমা
Ο খ) যক্ষ্মা
Ο গ) ব্রংকাইটিস
Ο ঘ) নিউমোনিয়া
সঠিক উত্তর: (ক)

১৭৬. স্বরযন্ত্রের উপরের জিহ্বা আকৃতির ঢাকনাটি হলো-
i. উপজিহ্ববা
ii. শুষ্ক হয়
iii. ঠান্ডা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৭৭. যক্ষ্মা প্রতিরোধে কোন টিকা ব্যবহৃত হয়?
Ο ক) ACG
Ο খ) BCG
Ο গ) DCG
Ο ঘ) ECG
সঠিক উত্তর: (খ)

১৭৮. ফুসফুসের আলভিওলাস কোন ধরনের আবরণী দ্বারা গঠিত?
Ο ক) পুরু
Ο খ) দ্বিস্তরী
Ο গ) পাতলা
Ο ঘ) ত্রিস্তরী
সঠিক উত্তর: (গ)

১৭৯. ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী-
i. ক্যান্সার কোষ সৃষ্টিতে সহায়তা করা
ii. এ ভাইরাস ই৬ এবং ই৭ নামের দুটি জিন তৈরি করে
iii. দুটি প্রোটিন অণুকে স্থানচ্যুত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৮০. Asthma রোগের লক্ষণ হলো-
i. রোগী দুর্বল হয়ে পড়ে
ii. সাধারণত জ্বর থাকে না
iii. হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৮১. এ্যাজমা রোগের কারণ-
i. ঋতু পরিবর্তনের সময় এ রোগ হতে পারে
ii. চিংড়ি, গরুর মাংস ও ইলিশ মাছ খেলে
iii. ধুলাবালি ও ফুলের রেণুর কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৮২. ব্রংকিওল দুইটি অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হওয়াকে কী বলে?
Ο ক) ব্রংকাস
Ο খ) ব্রংকাইটিস
Ο গ) ব্রংকিওল
Ο ঘ) শ্বাসনালি
সঠিক উত্তর: (গ)

১৮৩. ‘কাশির সাথে রক্ত পড়া’ কোন রোগের লক্ষণ?
Ο ক) ব্রংকাইটিস
Ο খ) নিউমোনিয়া
Ο গ) যক্ষ্মা
Ο ঘ) ফুসফুস ক্যান্সার
সঠিক উত্তর: (গ)

১৮৪. ব্রংকাইটিসের লক্ষণ-
i. বুকে ব্যথা ও শ্বাসকষ্ট হয়
ii. শক্ত খাবার খেতে পারে না
iii. কাশির সাতে অনেক সময় কফ বের হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৮৫. মধ্যচ্ছদার কাজ-
i. এটি শ্বাস-প্রশ্বাসে অংশগ্রহণ করে
ii. এ পর্দা শ্বাস-প্রশ্বাসের সময় বক্ষগহ্বরের স্ফীত থাকে
iii. ডান ফুসফুসে বায়ু পরিবহন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৮৬. পরিপাককৃত খাদ্যের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?
Ο ক) শক্তি
Ο খ) তাপ
Ο গ) তাপ ও শক্তি
Ο ঘ) গ্লুকোজ
সঠিক উত্তর: (গ)

১৮৭. বুকের মধ্যে ঘড়ঘড় আগওয়াজ হয় কোন রোগটি হলে?
Ο ক) যক্ষ্মা
Ο খ) হাঁপানী
Ο গ) নিউমোনিয়া
Ο ঘ) ব্রংকাইটিস
সঠিক উত্তর: (গ)

১৮৮. নাসিকাকে সম্মুখ ভাগে কী থাকে?
Ο ক) লোম
Ο খ) শ্লেম্মা
Ο গ) পাতলা পর্দা
Ο ঘ) ঝিল্লি
সঠিক উত্তর: (ক)

১৮৯. ক্যান্সার প্রতিরোধে দরকার-
i. ধূমপান ও মদ্য পান না করা
ii. ধূমপান ও মদ পান করা
iii. নিয়মিত ব্যায়াম করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৯০. নাসিকার ক্ষেত্রে বলা যায়-
i. মুখমন্ডলের সম্মুখভাবে অবস্থিত
ii. ডান ও বাম চোয়ালের মধ্যে অবস্থিত
iii. নাসাপথ নাসা গলবিল পর্যন্ত বিস্তৃত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৯১. এ্যাজমা কীভাবে হয়?
Ο ক) দীর্ঘদিনের সর্দি, কাশি ও হাচিঁ থেকে
Ο খ) দীর্ঘদিনের জ্বর, কাশি ও বমি থেকে
Ο গ) দীর্ঘদিনের সর্দি, মাথা ব্যথা ও চুলকানি থেকে
Ο ঘ) দীর্ঘদিনের বুক ব্যথা, কাশি ও শ্বাসকষ্ট থেকে
সঠিক উত্তর: (ক)

১৯২. ফুসফুসে বিদ্যমান বায়ুথলিকে কী বলে?
Ο ক) অ্যালভিওলাস
Ο খ) ব্রঙ্কিওল
Ο গ) ব্রঙ্কাস
Ο ঘ) মেডুলা
সঠিক উত্তর: (ক)

১৯৩. যক্ষ্মা রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম কী?
Ο ক) Pneumococcus sp
Ο খ) Mycobacteruim tuberculosis
Ο গ) Xamthimonas sp
Ο ঘ) Clostridum titeni
সঠিক উত্তর: (খ)

১৯৪. স্নায়ুবিক উত্তেজানার কারণে সংকুচিত হয়-
i. পিঞ্জরাস্থির মাংসপেশি
ii. বক্ষগহ্বর
iii. মধ্যচ্ছদা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৯৫. যক্ষ্মা রোগের প্রতিকার করা যায়-
i. ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা
ii. রোগীর ব্যবহারের সবকিছু পৃথক রাখা
iii. কফ বা থুথু মাটিতে পুঁতে ফেলতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৯৬. প্রশ্বাস বায়ু ফুসফুসের ভিতরে সহজে প্রবেশ করে কেন?
Ο ক) বক্ষগহবরের ভিতরে ও বাইরে বায়ুর চাপ সৃষ্টির জন্য
Ο খ) বক্ষহহ্বর ও এর বাইরের বায়ুচাপে সমতা আনার জন্য
Ο গ) শ্বসন সম্পন্ন করার জন্য
Ο ঘ) নিঃশ্বাস ত্যাগের জন্য
সঠিক উত্তর: (খ)

১৯৭. স্বরযন্ত্রের উপরে একটি জিহ্বা আকৃতির ঢাকনাকে কী বলে?
Ο ক) আলজিহ্বা
Ο খ) স্বরযন্ত্র
Ο গ) উপজিহ্বা
Ο ঘ) গলবিল
সঠিক উত্তর: (গ)

১৯৮. শ্বাসনালির অন্তঃগাত্র ঝিল্লিতে কী ধরনের কোষ থাকে?
Ο ক) লোমযুক্ত কোষ
Ο খ) লোমবিহীন কোষ
Ο গ) হালকা লালচে কোষ
Ο ঘ) বলয়াকার কোষ
সঠিক উত্তর: (ক)

১৯৯. গলবিলের কাজ-
i. খাদ্য খাদ্যনালিতে প্রবেশ করাতে সাহায্য করে
ii. খাদ্র গ্রহণকালে ট্রাকিয়ার প্রবেশ পথ বন্ধ করে দেয়
iii. শীতল বাতাস ফুসফুসে প্রবেশ করে কোনো ক্ষতি করাতে পারে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

২০০. রক্ত থেকে Co2 প্রথমে ফুসফুসের কোন অঙ্গে প্রবেশ করে?
Ο ক) কৈশিকনালি
Ο খ) বায়ুথলি
Ο গ) অ্যালভিওলাস
Ο ঘ) কৈশিকনালির প্রাচীর
সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post