এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ৩: কোষ বিভাজন (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ৩: কোষ বিভাজন (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১৫১. প্রতিটি জীবের জীবন শুরু হয় কয়টি কোষ থেকে?
Ο ক) একটি কোষ থেকে
Ο খ) দুটি কোষ থেকে
Ο গ) বহুসংখ্যক কোষ থেকে
Ο ঘ) তিনটি কোষ থেকে
সঠিক উত্তর: (ক)

১৫২. প্রোফেজ মাইটোসিসের কততম পর্যায়?
Ο ক) ১ম
Ο খ) ২য়
Ο গ) ৩য়
Ο ঘ) ৪র্থ
সঠিক উত্তর: (ক)

১৫৩. কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হয়?
Ο ক) মেটাফেজ
Ο খ) অ্যানাফেজ
Ο গ) টেলোফেজ
Ο ঘ) লিপাটোটিন
সঠিক উত্তর: (ক)

১৫৪. মস ও ফার্ণ উদ্ভিদের রেণু মাতৃকোষে কোন বিভাজন ঘটে?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (গ)

১৫৫. টেলোফেজ পর্যায়ে ঘটে –
i. ক্রোমোজোমে পানিযোজন
ii. ক্রোমোজোমগুলো সরু হয়
iii. ক্রোমোজোমগুলো লম্বা আকার নেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৫৬. আন্তর্জাতিক অর্থায়নের জন্যে বিচার-বিশ্লেষণ করা হয়-
i আমদানি খাত
ii প্রাকৃতিক সম্পদ
iii রপ্তানি খাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৫৭. সপুষ্পক উদ্ভিদের পরাগধানীতে কোন বিভাজন ঘটে?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (গ)

১৫৮. বহুকোষী জীব কোন কোষ হতে জীবন শুরু করে?
Ο ক) জাইগোট
Ο খ) নিষেক
Ο গ) হ্যাপ্লয়েড
Ο ঘ) ডিপ্লয়েড
সঠিক উত্তর: (ক)

১৫৯. অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে নিচের কোনটিতে?
Ο ক) ব্যাকটেরিয়ায়
Ο খ) শৈবালের জননকোষে
Ο গ) প্রাণীর জননকোষে
Ο ঘ) উদ্ভিদের পাতায়
সঠিক উত্তর: (ক)

১৬০. কোন ধরনের কোষ বিভাজন জীবে ক্রোমোজোমের সংখ্যার হ্রাস ঘটিয়ে প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখে?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) অনিয়ন্ত্রিত মাইটোসিস
সঠিক উত্তর: (গ)

১৬১. ক্রোমোজোম সংখ্যা সমান থাকে – i. Q-এ ii. R-এ iii. T-এ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৬২. মাইটোসিস সংঘটনে উদ্ভিদ ও প্রাণী কোষে ভিন্নতা হয় কোন ধাপে?
Ο ক) প্রোফেজ
Ο খ) প্রো-মেটাফেজ
Ο গ) মেটাফেজ
Ο ঘ) এনাফেজ
সঠিক উত্তর: (খ)

১৬৩. ঈস্টে কোন ধরনের কোষ বিভাজন দেখা যায়?
Ο ক) মিয়োসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) অ্যামাইটোসিস
Ο ঘ) সাইটোকাইনেসিস
সঠিক উত্তর: (খ)

১৬৪. ক্রোমোজোম সংকুচিত হয়ে মোটা ও খাট হয় মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে?
Ο ক) প্রোফেজ
Ο খ) প্রো-মেটাফেজ
Ο গ) মেটাফেজ
Ο ঘ) এনাফেজ
সঠিক উত্তর: (ক)

১৬৫. প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো কেমন থাকে?
Ο ক) খাটো ও মোটা
Ο খ) মোটা ও চিকন
Ο গ) খাটো ও চিকন
Ο ঘ) খাটো ও পাতলা
সঠিক উত্তর: (ক)

১৬৬. মাইটোসিস প্রক্রিয়া কোন কোষে সংগঠিত হয়?
Ο ক) আদি
Ο খ) প্রকৃত
Ο গ) জনন
Ο ঘ) জনন মাতৃকোষে
সঠিক উত্তর: (খ)

১৬৭. মিয়োসিস পদ্ধতিতে মাতৃনিউক্লিয়াসের বিভাজন কয়বার ঘটে?
Ο ক) একবার
Ο খ) দুইবার
Ο গ) তিনবার
Ο ঘ) চারবার
সঠিক উত্তর: (খ)

১৬৮. ক্ষত স্থান পূরণ হয় কোন বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (গ)

১৬৯. মেটাফেজ ধাপে বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম বাহু কীভাবে অবস্থান করে?
Ο ক) মেরুমুখী
Ο খ) মেরুবিমুখী
Ο গ) সমান্তরালভাবে
Ο ঘ) লম্বভাবে
সঠিক উত্তর: (ক)

১৭০. প্রো-মেটাফেজ ধাপে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকলে স্পিন্ডল যন্ত্রের যে তন্তুর সাথে তা হলো-
i. আকর্ষণ তন্তু
ii. Traction fibre
iii. ক্রোমোজোমাল তন্তু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৭১. ক্যারিওকাইনেসিস বলতে কোনটির বিভাজনকে বুঝায়?
Ο ক) নিউক্লিয়াস
Ο খ) সাইটোপ্লাজম
Ο গ) প্রোটোপ্লাজম
Ο ঘ) এক্টোপ্লাজম
সঠিক উত্তর: (ক)

১৭২. মেটাফেজ ধাপে ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের কোন অঞ্চলে অবস্থান করে?
Ο ক) বিষুবীয় অঞ্চলে
Ο খ) দু’প্রান্তে
Ο গ) এক প্রান্তে
Ο ঘ) নিরক্ষীয় অঞ্চলে
সঠিক উত্তর: (ক)

১৭৩. প্রিতম ব্যাংক আমানতকারীদের নিকট থেকে ক্ষুদ্র তহবিল সংগ্রহ করে মেয়াদি আমানদ সৃষ্টি করে। এক্ষেত্রে আমানতকারীকে প্রিতম ব্যাংক কোনটি প্রদান করে?
Ο ক) শেয়ার
Ο খ) বন্ড
Ο গ) ডিবেঞ্চার
Ο ঘ) সুদ
সঠিক উত্তর: (ঘ)

১৭৪. নিউক্লিয়াস আকারে বড় হয় মাইটোসিসের কোন ধাপে?
Ο ক) প্রোফেজ
Ο খ) প্রো-মেটাফেজ
Ο গ) মেটাফেজ
Ο ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ক)

১৭৫. মাইটোসিসের কোন ধাপে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়?
Ο ক) প্রোফেজ
Ο খ) প্রো-মেটাফেজ
Ο গ) মেটাফেজ
Ο ঘ) এনাফেজ
সঠিক উত্তর: (গ)

১৭৬. নিউক্লিয়াসের বিভাজন কয়টি ধাপে সম্পন্ন হয়?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) পাঁচটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (ঘ)

১৭৭. নিউক্লিয়ার মেমব্রেনের সৃষ্টি হয় কোন ধাপে?
Ο ক) প্রোফেজ
Ο খ) মেটাফেজ
Ο গ) এনাফেজ
Ο ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ঘ)

১৭৮. উন্নত প্রাণীদের শুক্রাশয় ও ডিম্বাশয়ে কোন বিভাজন ঘটে?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মিয়োসিস
Ο গ) মাইটোসিস
Ο ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (খ)

১৭৯. কোষ বিভাজনের কোন ধাপের শেষে বিষুবীয় অঞ্চল বরাবর ধীরে ধীরে একটি কোষপ্রাচীর গঠিত হয়?
Ο ক) প্রোফেজ
Ο খ) মেটাফেজ
Ο গ) টেলোফেজ
Ο ঘ) অ্যানাফেজ
সঠিক উত্তর: (গ)

১৮০. প্রাণী কোষে কয়টি সেন্ট্রিওল হতে অ্যাস্টার তন্তু বিচ্ছুরিত হয়?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)

১৮১. সপুষ্পক উদ্ভিদের ডিম্বকের মধ্যে ঘটে কোন বিভাজন প্রক্রিয়া?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (গ)

১৮২. অ্যানাফেজ পর্যায়ের শেষের দিকে অপত্য ক্রোমোজোমগুলোর দৈর্ঘ্যের কী পরিবর্তন ঘটে?
Ο ক) দৈর্ঘ্য বৃদ্ধি পায়
Ο খ) দৈর্ঘ্য হ্রাস পায়
Ο গ) দৈর্ঘ্য অত্যধিক বৃদ্ধি পায়
Ο ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (ক)

১৮৩. প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে কোন বিভাজনের মাধ্যমে?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (গ)

১৮৪. গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে কোন বিভাজন ঘটে?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মিয়োসিস
Ο গ) মাইটোসিস
Ο ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (খ)

১৮৫. মিয়োসিস কোষ বিভাজন ঘটে –
i. উন্নত প্রাণিদেহে শুক্রাশয়ে ও ডিম্বাশয়ে
ii. মস ও ফার্ন জাতীয় উদ্ভিদের জাইগোটে
iii. সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৮৬. Eukaryotic cell বিভাজন কোন প্রক্রিয়ায় হয়?
Ο ক) মাইটোসিস
Ο খ) সিন্তাপসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) অ্যামাইটোসিস
সঠিক উত্তর: (ক)

১৮৭. অ্যামাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস কীভাবে বিভাজিত হয়?
Ο ক) প্রত্যক্ষভাবে
Ο খ) পরোক্ষভাবে
Ο গ) দুটি পর্যায় অতিক্রম করে
Ο ঘ) জটিল পর্যায় অতিক্রম করে
সঠিক উত্তর: (ক)

১৮৮. জীব দৈর্ঘ্যে ও প্রস্থে বৃদ্ধি পায় কোন বিভাজনের মাধ্যমে?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)

১৮৯. পরিবারের সংগৃহীত তহবিল > প্রয়োজনীয় ব্যয় =?
Ο ক) আয়
Ο খ) সম্পদ
Ο গ) মুনাফা
Ο ঘ) সঞ্চয়
সঠিক উত্তর: (ঘ)

১৯০. প্রোফেজ পর্যায়ে নিউক্লিয়াসের আকার কেমন?
Ο ক) বড়
Ο খ) ছোট
Ο গ) গোলাকার
Ο ঘ) খাট
সঠিক উত্তর: (ক)

১৯১. মাইটোসিস প্রক্রিয়ায় ক্রোমোজোম কতবার বিভক্ত হয়?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
সঠিক উত্তর: (ক)

১৯২. মিয়োসিসের গুরুত্ব হলো –
i. জনুক্রম
ii. অপত্য কোষ সৃষ্টি করা
iii. ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৯৩. ঈস্ট কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ক)

১৯৪. .ক্ষুদ্র ও কুটির শিল্পের অন্তর্ভুক্ত-
i সেলুন
ii বুটিক শপ
iii নিজস্ব তহবিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৯৫. নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যকার আয়তন ও পরিমাণগত ভারসাম্য রক্ষিত হয় কোন বিভাজনের কারণে?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (খ)

১৯৬. বাংলাদেশে বামদানিকৃত পণ্যদ্রব্যগুলো হলো-
i খাদ্যসামগ্রী
ii পেট্রোলিয়াম
iii ঔষদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৯৭. মাতৃকোষের কোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে অর্ধেক হয় কোন বিভাজনের ফলে?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (গ)

১৯৮. জীবদেহে কোষ বিভাজন দেখা যায় প্রধানত –
i. মাইটোসিস
ii. অ্যামাইটোসিস
iii. মিয়োসিস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৯৯. এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো মিলে কী তৈরি হয়?
Ο ক) অপত্য কোষ
Ο খ) জনন কোষ
Ο গ) কোষ প্লেট
Ο ঘ) দেহকোষ
সঠিক উত্তর: (গ)

২০০. অ্যামাইটোসিস প্রক্রিয়ার লম্বা হওয়ার পর নিউক্লিয়াসের –
i. দু’প্রান্ত মোটা হয়
ii. মাঝের অঙশ সরু হয়
iii. আকৃতি মুগুরের মত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post