এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ৩: কোষ বিভাজন (৫)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ৩: কোষ বিভাজন (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
২০১. হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা পর্যবেক্ষণের জন্য উদ্ভিদের কোন অংশ সংগ্রহ করবে?
Ο ক) পরাগধানী
Ο খ) পাতা
Ο গ) মূল
Ο ঘ) ফল
 সঠিক উত্তর: (ক)

 ২০২. সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ‘V’ আকার ধারণ করা ক্রোমোজোমকে কী বলে?
Ο ক) মেটাসেন্ট্রিক
Ο খ) সাব মেটাসেন্ট্রিক
Ο গ) অ্যাক্রোসেন্ট্রিক
Ο ঘ) টেলোসেন্ট্রিক
 সঠিক উত্তর: (ক)

 ২০৩. অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে কেন?
Ο ক) আকর্ষণ বেড়ে যাওয়ায়
Ο খ) বিকর্ষণ বেড়ে যাওয়ায়
Ο গ) সেন্ট্রোমিয়ার ভাগ হওয়ায়
Ο ঘ) ক্রোমাটিড তৈরি হওয়ায়
 সঠিক উত্তর: (খ)

 ২০৪. অ্যানাফেজ মাইটোসিসের কততম পর্যায়?
Ο ক) ৪র্থ
Ο খ) ৩য়
Ο গ) ২য়
Ο ঘ) ১ম
 সঠিক উত্তর: (ক)

 ২০৫. প্রোফেজের বৈশিষ্ট্য হলো –
i. নিউক্লিয়াস আকারে বড় হয়
ii. ক্রোমোজোমের পানি হ্রাস পায়
iii. ক্রোমোজোমে ক্রোমাটিতে ভাগ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৬. বংশপরম্পরায় জীবের ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট থাকে কোন বিভাজনে?
Ο ক) মাইটোসিস
Ο খ) দেহকোষ
Ο গ) অ্যামাইটোসিস
Ο ঘ) মিয়োসিস
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৭. অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের আকার কেমন হয়?
Ο ক) V
Ο খ) L
Ο গ) J
Ο ঘ) I
 সঠিক উত্তর: (গ)

 ২০৮. নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভক্ত হয় কোন কোষ বিভাজন প্রক্রিয়ায়?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (খ)

 ২০৯. কোষ বিভাজন ঘটে কেন?
Ο ক) জীবের বৃদ্ধির উদ্দেশ্যে
Ο খ) প্রজননের উদ্দেশ্যে
Ο গ) জীবের বৃদ্ধি ও প্রজননের উদ্দেশ্যে
Ο ঘ) জীবের অভিযোজনের উদ্দেশ্যে
 সঠিক উত্তর: (গ)

 ২১০. অ্যামাইটোসিসের ঘটে -
i. কোষ প্রাচীরের মধ্য ভাগ ভিতরে ঢুকে যায়
ii. সাইটোপ্লাজম দুই ভাগে বিভক্ত হয়
iii. দুই অপত্য কোষ সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২১১. জীবদেহের ক্ষত স্থান পূরণ করতে কে ভূমিকা রাখে?
Ο ক) মিয়োসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) লিপটোটিন
Ο ঘ) অ্যামাইটোসিস
 সঠিক উত্তর: (খ)

 ২১২. জীবদেহে কোষ বিভাজন কত প্রকার?
Ο ক) এক প্রকার
Ο খ) দুই প্রকার
Ο গ) তিন প্রকার
Ο ঘ) চার প্রকার
 সঠিক উত্তর: (গ)

 ২১৩. নিচের কোন পর্যায়ে প্রোফেজের ঘটনাগুলো বিপরীতভাবে ঘটে?
Ο ক) মেটাফেজ
Ο খ) টেলোফেজ
Ο গ) অ্যানাফেজ
Ο ঘ) প্যাকাইটিন
 সঠিক উত্তর: (খ)

 ২১৪. মাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস কতবার বিভক্ত হয়?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
 সঠিক উত্তর: (ক)

 ২১৫. অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন বিভাজনে?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস-১
Ο ঘ) মিয়োসিস-২
 সঠিক উত্তর: (গ)

 ২১৬. মাইটোসিস প্রক্রিয়াকে কয়টি পর্যায়ে ভাগ করা হয়ে থাকে?
Ο ক) ৩
Ο খ) ৪
Ο গ) ৫
Ο ঘ) ৬
 সঠিক উত্তর: (গ)

 ২১৭. মাইটোসিস কোষ বিভাজনের শেষ পর্যায় কোনটি?
Ο ক) মেটাফেজ
Ο খ) টেলোফেজ
Ο গ) প্রফেজ
Ο ঘ) এনাফেজ
 সঠিক উত্তর: (খ)

 ২১৮. টেলোফেজের ক্ষেত্রে বলা যায় –
i. এটি মাইটোসিসের শেষ পর্যায়
ii. এখানে প্রোফেজের ঘটনাগুলো পর্যায়ক্রমে বিপরীতভাবে ঘটে
iii. নিউক্লিয়াসের পুন:আবির্ভাব ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৯. প্রতিটি জীবের জীবন শুরু হয় কিভাবে?
Ο ক) একটি কোষ দিয়ে
Ο খ) দুইটি কোষ দিয়ে
Ο গ) তিনটি কোষ দিয়ে
Ο ঘ) চারটি কোষ দিয়ে
 সঠিক উত্তর: (ক)

 ২২০. কোষ বিভাজন পর্যবেক্ষণের জন্য স্লাইড তৈরির সময় ব্যবহৃত হয় –
i. কভার স্লিপ
ii. গ্লিসারিন
iii. আলো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২২১. মাইটোসিস বিভাজন কোথায় ঘটে?
Ο ক) জাইগোটে
Ο খ) সাইটোপ্লাজমে
Ο গ) মাইটোকন্ড্রিয়ায়
Ο ঘ) জীবের কোষে
 সঠিক উত্তর: (ঘ)

 ২২২. মিয়োসিস প্রক্রিয়ায় ক্রোমোজোম কতবার বিভক্ত হয়?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) ছয়
 সঠিক উত্তর: (ক)

 ২২৩. নিচের কোন পর্যায়ে তন্তুগুলো অদৃশ্য হয়ে যায়?
Ο ক) মেটাফেজ
Ο খ) অ্যানাফেজ
Ο গ) টেলোফেজ
Ο ঘ) প্যাকাইটিন
 সঠিক উত্তর: (গ)

 ২২৪. জীবজগতের গুণগত স্থিতিশীলতা বজায় থাকে কোন বিভাজনের মাধ্যমে?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) অস্বাভাবিক
 সঠিক উত্তর: (খ)

 ২২৫. অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের V আকৃতির নাম কী?
Ο ক) মেটাসেন্ট্রিক
Ο খ) সাব-মেটাসেন্ট্রিক
Ο গ) অ্যাক্রোসেন্ট্রিক
Ο ঘ) টেলোসেন্ট্রিক
 সঠিক উত্তর: (ক)

 ২২৬. জীবের জনন কোষে কোন বিভাজন ঘটে?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মিয়োসিস
Ο গ) মাইটোসিস
Ο ঘ) দ্বিবিভাজন
 সঠিক উত্তর: (খ)

 ২২৭. মাইটোসিসে কোন প্রক্রিয়ায় প্রকৃত কোষের বিভাজন ঘটে?
Ο ক) সরাসরি
Ο খ) প্রত্যক্ষ প্রক্রিয়ায়
Ο গ) একটি ধারাবাহিক প্রক্রিয়ায়
Ο ঘ) বিশেষ প্রক্রিয়ায়
 সঠিক উত্তর: (গ)

 ২২৮. ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে কোন ধাপে?
Ο ক) প্রোফেজ
Ο খ) মেটাফেজ
Ο গ) টেলোফেজ
Ο ঘ) অ্যানাফেজ
 সঠিক উত্তর: (গ)

 ২২৯. কোন ধরনের জননের জন্য মাইটোসিস অপরিহার্য?
Ο ক) যৌন জনন
Ο খ) অযৌন জনন
Ο গ) যৌন ও অযৌন জনন
Ο ঘ) কোনটি নয়
 সঠিক উত্তর: (খ)

 ২৩০. এককোষী জীব কোন প্রক্রিয়ায় বংশ বৃদ্ধি করে?
Ο ক) মাইটোসিস
Ο খ) মিয়োসিস
Ο গ) মাইটোসিস ও মিয়োসিস
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (ক)

 ২৩১. নিচের কোনটি বহুকোষী জীব?
Ο ক) বটগাছ
Ο খ) ব্যাকটেরিয়া
Ο গ) অ্যামিবা
Ο ঘ) প্লাজমোডিয়াম
 সঠিক উত্তর: (ক)

 ২৩২. যদি জনন কোষগুলোর সংখ্যা দেহ কোষের সমান থেকে যায় তা হলে জাইগোট কোষে জীবটির দেহ কোষের ক্রোমোজোম সংখ্যার কতগুণ হয়ে যাবে?
Ο ক) দুই গুণ
Ο খ) তিন গুণ
Ο গ) চার গুণ
Ο ঘ) আট গুণ
 সঠিক উত্তর: (ক)

 ২৩৩. প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোম কয় ভাগে বিভক্ত হয়?
Ο ক) ২ ভাগে
Ο খ) ৩ ভাগে
Ο গ) ৪ ভাগে
Ο ঘ) ৫ ভাগে
 সঠিক উত্তর: (ক)

 ২৩৪. অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয় মাইটোসিসের কোন ধাপে?
Ο ক) প্রোফেজ
Ο খ) প্রো-মেটাফেজ
Ο গ) মেটাফেজ
Ο ঘ) এনাফেজ
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৫. বাংলাদেশে বাণিজ্য ঘাটতি হওয়ার কারণ কী?
Ο ক) পরিচালনাগত অদক্ষতা
Ο খ) কালিগরি অক্ষমতা
Ο গ) রপ্তানি অপেক্ষা আমদানি বেশি
Ο ঘ) শ্রমশক্তির অভাব
 সঠিক উত্তর: (গ)

 ২৩৬. অ্যানাফেজ ধাপে মেরুমুখী চলনে ক্রোমোজোমের –
i. সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে
ii. বাহুদ্বয় অনুগামী থাকে
iii. উভয়ই অগ্রগামী থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৩৭. হ্যাপ্লয়েড জীবের জাইগোট কোন বিভাজন সংঘটিত হয়?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) দ্বিবিভাজন
 সঠিক উত্তর: (গ)

 ২৩৮. মাইটোসিস কতটি ধারাবাহিক পর্যায়ের মাধ্যমে সম্পন্ন হয়?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) পাঁচটি
Ο ঘ) ছয়টি
 সঠিক উত্তর: (গ)

 ২৩৯. মিয়োসিস পদ্ধতিতে মাতৃকোষে কোনটি ঘটে?
Ο ক) ভ্রূণ গঠণ ও ভ্রূণের বর্ধন
Ο খ) শুক্রাণু, ডিম্বাণু এবং পরাগরেণু উৎপাদন
Ο গ) কোষের সংখ্যা বৃদ্ধি
Ο ঘ) কোষের আকার আয়তন বৃদ্ধি
 সঠিক উত্তর: (খ)

 ২৪০. কোষ বিভাজন হয় না কোন কোষে?
Ο ক) উদ্ভিদকোষে
Ο খ) প্রাণিকোষে
Ο গ) জড়কোষে
Ο ঘ) জননকোষে
 সঠিক উত্তর: (গ)

 ২৪১. অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলোর আকার কেমন?
Ο ক) V, L ও J আকার
Ο খ) V, L ও M আকার
Ο গ) M, N ও L আকার
Ο ঘ) I, L ও N আকার
 সঠিক উত্তর: (ক)

 ২৪২. কোষের স্বাভাবিক আকার, আকৃতি ও আয়তন বজায় রাখতে প্রয়োজন কোন বিভাজন প্রক্রিয়া?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) উপরের সবগুলো
 সঠিক উত্তর: (খ)

 ২৪৩. অ্যানাফেজ পর্যায়ে সেন্ট্রোমিয়ার কত ভাগে বিভক্ত?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
 সঠিক উত্তর: (ক)

 ২৪৪. কোন ধাপে নিউক্লিয়াসের আকার বড় হয়?
Ο ক) প্রোফেজ
Ο খ) মেটাফেজ
Ο গ) এনাফেজ
Ο ঘ) টেলোফেজ
 সঠিক উত্তর: (ক)

 ২৪৫. স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলোকে কী বলে?
Ο ক) স্পিন্ডল তন্তু
Ο খ) স্পিন্ডল ফাইবার
Ο গ) স্পিন্ডল অ্যাপারেটাস
Ο ঘ) স্পিন্ডল তন্ত্র
 সঠিক উত্তর: (ক)

 উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: আদি কোষী জীবে সংগঠিত কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে উক্ত জীব সরাসরি দুটি অপত্য জীবে পরিণত হয়। এক্ষেত্রে কোন জটিল পর্যায় অতিক্রান্ত হয় না।

 ২৪৬. উদ্দীপকের বিভাজন প্রক্রিয়ার নাম কী?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) উপরের কোনটি নয়
 সঠিক উত্তর: (ক)

 ২৪৭. এ বিভাজন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য –
i. নিউক্লিয়াসের বিভাজন ঘটে
ii. সাইটোপ্লাজমের বিভাজন ঘটে
iii. নিউক্লিয়াস সরাসরি দ্বিধাবিভক্ত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post