এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ৩: কোষ বিভাজন (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ৩: কোষ বিভাজন (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১০১. মাইটোসিসের শেষ পর্যায়টিতে –
i. প্রোফেজ এর ঘটনাগুলোর পুনরাবৃত্তি হয়
ii. ক্রোমোজোমগুলোতে পানি যোজন ঘটে
iii. ক্রোমোজোমগুলো সরু ও লম্বা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

১০২. অ্যামাইটোসিস প্রক্রিয়ায় অপত্য কোষের সংখ্যা কত?
Ο ক) তিনটি
Ο খ) দুইটি
Ο গ) পাঁচটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (খ)

১০৩. এককোষী জীব হলো – i. ব্যাকটেরিয়া ii. প্লাসমোডিয়াম iii. মানুষ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১০৪. অ্যাস্টার-রে কোষ বিভাজনের কোন ধাপে বিচ্ছুরিত হয়?
Ο ক) প্রোফেজ
Ο খ) প্রো-মেটাফেজ
Ο গ) মেটাফেজ
Ο ঘ) অ্যানাফেজ
সঠিক উত্তর: (খ)

১০৫. কোষের বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে?
Ο ক) প্রোফেজ
Ο খ) প্রো-মেটাফেজ
Ο গ) টেলোফেজ
Ο ঘ) অ্যানাফেজ
সঠিক উত্তর: (খ)

১০৬. মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলি V. L. J বা I এর মতো আকার ধারণ করে?
Ο ক) মেটাফেজ
Ο খ) এনাফেজ
Ο গ) প্রোফেজ
Ο ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (খ)

১০৭. কোম্পানিসমূহ ডিবেঞ্চারহোল্ডাদের নির্দিষ্ট হারে কী প্রদান করে?
Ο ক) সম্পদ
Ο খ) সুদ
Ο গ) লভ্যাংশ
Ο ঘ) বন্ড
সঠিক উত্তর: (খ)

১০৮. প্রোফেজ পর্যায় পর্যবেক্ষণে কোন যন্ত্র ব্যবহার করা হয়?
Ο ক) সরল অণুবীক্ষণ যন্ত্র
Ο খ) যৌগিক অণুবীক্ষণ যন্ত্র
Ο গ) দূরবীক্ষণ যন্ত্র
Ο ঘ) অণুবীক্ষণ যন্ত্র
সঠিক উত্তর: (খ)

১০৯. ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য হলো-
i. ব্যবসায় প্রসার
ii. অর্থ সয়গ্রহ
iii. অর্থ ব্যবস্থাপনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১১০. হ্রাসমূলক বিভাজন বলা হয় কোনটিকে?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (গ)

১১১. মিয়োসিসের গুরুত্ব কী?
Ο ক) জননকোষ সৃষ্টি
Ο খ) দেহকোষ সৃষ্টি
Ο গ) প্রাণীর দৈহিক বৃদ্ধি
Ο ঘ) উদ্ভিদের বৃদ্ধি
সঠিক উত্তর: (ক)

১১২. মাইটোসিসে নিউক্লিয়াসের বিভাজনের প্রথম ধাপ কোনটি?
Ο ক) প্রোফেজ
Ο খ) অ্যানাফেজ
Ο গ) টেলোফেজ
Ο ঘ) মেটাপেজ
সঠিক উত্তর: (ক)

১১৩. মাইটোসিসের ফলে কোন জীবের দৈহিক বৃদ্ধি ঘটে?
Ο ক) বহুকোষী জীবের
Ο খ) এককোষী জীবের
Ο গ) এককোষী ও বহুকোষী
Ο ঘ) ব্যাকটেরিয়া
সঠিক উত্তর: (ক)

১১৪. এককোষী জীব হলো – i. ব্যাকটেরিয়া ii. অ্যামিবা iii. প্লাজমোডিয়াম নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১১৫. ব্যবসায়ে অর্থ সংগ্রহের ক্ষেত্রে উৎস হিসেবে ব্যবহৃত হয়-
i. স্বীয় মূলধন
ii. ঋণ কৃত অর্থ
iii. আন্তর্জাতিক তহবিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১১৬. অ্যানাফেজ পর্যায়ের শেষের দিকে –
i. অপত্য ক্রোমোজোম মেরু প্রান্তে থাকে
ii. ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে
iii. স্পিন্ডল যন্ত্র প্রায় লুপ্ত হতে থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১১৭. কোষ বিভাজনের কোন পর্যায়ে বিকর্ষণ শুরু হয়?
Ο ক) টেলোফেজ
Ο খ) মেটাপেজ
Ο গ) অ্যানাফেজ
Ο ঘ) প্রো-মেটাফেজ
সঠিক উত্তর: (খ)

১১৮. টিউমার বা ক্যান্সারের কোষগুলো কী রকম?
Ο ক) স্বাভাবিক
Ο খ) অস্বাভাবিক
Ο গ) অতি প্রাকৃতিক
Ο ঘ) সংবেদনশীল
সঠিক উত্তর: (খ)

১১৯. মাইটোসিস বিভাজনের ফলে জীবের –
i. দৈহিক বৃদ্ধি হয়
ii. কোষের নির্দিষ্ট আকার ও আয়তন বজায় থাকে
iii. অস্বাভাবিক কোষ বিভাজন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১২০. জীবকোষের আকৃতি বিভিন্ন ধরনের হয় কেন?
Ο ক) আকারের বিভিন্নতার কারণে
Ο খ) জীবের বিভিন্নতার কারণে
Ο গ) কোষ বিভাজনের বিভিন্নতার কারণে
Ο ঘ) বৈশিষ্ট্যের বিভিন্নতার কারণে
সঠিক উত্তর: (খ)

১২১. দ্বিবিভাজন বলা হয় নিচের কোনটিকে?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) মায়োসিস
সঠিক উত্তর: (ক)

১২২. রূপালী ব্যাংক কোন ধরনের ব্যাংক?
Ο ক) কেন্দ্রীয় ব্যাংক
Ο খ) ইসলামিক ব্যাংক
Ο গ) আন্তর্জাতিক ব্যাংক
Ο ঘ) বাণিজ্যিক ব্যাংক
সঠিক উত্তর: (ঘ)

১২৩. ক্রোমোজোমের ক্রোমাটিডের মধ্যে বিকর্ষণ শুরু হয় মাইটোসিসের কোন ধাপে?
Ο ক) প্রোফেজ
Ο খ) প্রো-মেটাফেজ
Ο গ) মেটাফেজ
Ο ঘ) এনাফেজ
সঠিক উত্তর: (গ)

১২৪. প্রো-মেটাফেজের বৈশিষ্ট্য হলো –
i. সেন্ট্রোমিয়ার ট্রাকশন তন্তুতে যুক্ত হয়
ii. স্পিন্ডল যন্ত্র তৈরি হয়
iii. নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১২৫. অ্যামাইটোসিস বিভাজনের শুরুতে –
i. নিউক্লিয়াস ধীরে ধীরে লম্বা হতে থাকে
ii. নিউক্লিয়াস মুগুরের মতো হতে থাকে
iii. নিউক্লিয়াস ক্রমান্বয়ে সরু হতে থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১২৬. জনন কোষের বিভাজনের ফলে উৎপন্ন হয় –
Ο ক) গ্যামেট
Ο খ) জাইগোট
Ο গ) স্পিন্ডল তন্তু
Ο ঘ) ক্রোমোটিড
সঠিক উত্তর: (ক)

১২৭. দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটে কোন ধাপে?
Ο ক) প্রোফেজ
Ο খ) প্রো-মেটাফেজ
Ο গ) মেটাফেজ
Ο ঘ) এনাফেজ
সঠিক উত্তর: (খ)

১২৮. মাইটোসিসের টেলোফেজ ধাপে কোনটি হয়?
Ο ক) স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি
Ο খ) ক্রোমোজোম পানি শোষণ করে
Ο গ) অ্যাস্টার তন্তু বিচ্ছুরিত হয়
Ο ঘ) ক্রোমোজোমে পানির পরিমাণ কমে
সঠিক উত্তর: (খ)

১২৯. নিয়মিত আয়ের সাথে সঙ্গতি রেখে কোনটি নির্ধারন করা হয়?
Ο ক) কার্যক্ষতা
Ο খ) নিয়মিত ব্যয়
Ο গ) বাৎসরিক খরচ
Ο ঘ) পারিবারিক বাজেট
সঠিক উত্তর: (খ)

১৩০. নিচের কোনটির টিউমার বা ক্যান্সার নির্ণয়ের জন্য বায়োপসি করা হয়?
Ο ক) কোষের রাসায়নিক গঠনের
Ο খ) কোষের বাহ্যিক গঠনের
Ο গ) কোষের ক্রোমোজোমের
Ο ঘ) কোষের মাইটোকন্ড্রিয়ার
সঠিক উত্তর: (খ)

১৩১. জীবদেহের গঠন ও কাজের একক কী?
Ο ক) কোষ
Ο খ) প্লাস্টিড
Ο গ) গলজি বস্তু
Ο ঘ) মাইটোকন্ড্রিয়া
সঠিক উত্তর: (ক)

১৩২. সাবমেন্ট্রাসেন্ট্রিক ক্রোমোজোমের আকার কেমন হয়?
Ο ক) ‘V’
Ο খ) ‘L’
Ο গ) ‘J’
Ο ঘ) ‘I’
সঠিক উত্তর: (খ)

১৩৩. কখন অ্যানাফেজ ধাপের সমাপ্তি ঘটে?
Ο ক) ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালে
Ο খ) ক্রোমোজোমগুলো বিভাজিত হলে
Ο গ) ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা হলে
Ο ঘ) সেন্ট্রোমিয়ার সৃষ্টি হলে
সঠিক উত্তর: (ক)

১৩৪. নিউক্লিয়ার রেটিকুলামকে ঘিরে নিউক্লিয়ার আবরণী গঠিত কোন ধাপে?
Ο ক) প্রোফেজ
Ο খ) মেটাফেজ
Ο গ) এনাফেজ
Ο ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ঘ)

১৩৫. কোনটিকে ইকুয়েশনাল বিভাজন বলে?
Ο ক) মিয়োসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) অ্যামাইটোসিস
Ο ঘ) গ্যামেটোসিস
সঠিক উত্তর: (খ)

১৩৬. কোন কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট অপত্য কোষ মাতৃকোষের অনুরূপ বৈশিষ্ট্যের হয়?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) কোনটি নয়
সঠিক উত্তর: (খ)

১৩৭. নিচের কোনটি অ্যানাফেজ দশার ক্রোমোজোমের সাব-মেটাসেন্ট্রিক আকৃতি?
Ο ক) J
Ο খ) I
Ο গ) L
Ο ঘ) V
সঠিক উত্তর: (গ)

১৩৮. উদ্ভিদ ও প্রাণীর দৈহিক গঠন বৃদ্ধির মূল কারণ কী?
Ο ক) এনজাইম
Ο খ) হরমোন
Ο গ) মাইটোসিস
Ο ঘ) মিয়োসিস
সঠিক উত্তর: (গ)

১৩৯. ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত দুটি ক্রোমটিতে বিভক্ত হয় মাইটোসিসের কোন ধাপে?
Ο ক) প্রোফেজ
Ο খ) প্রো-মেটাফেজ
Ο গ) মেটাফেজ
Ο ঘ) এনাফেজ
সঠিক উত্তর: (ক)

১৪০. টেলোফেজ পর্যায়ের শেষে বিষুবীয় তলে কোন অঙ্গাণুর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ জমা হয়?
Ο ক) প্রোফেজ
Ο খ) মেটাফেজ
Ο গ) এনাফেজ
Ο ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ঘ)

১৪১. একটি প্রাণীর মাতৃজনন কোষের ক্রোমোজোম সংখ্যা ৮ হলে, মিয়োসিস-১ এ অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে?
Ο ক) ৪
Ο খ) ৮
Ο গ) ১২
Ο ঘ) ১৬
সঠিক উত্তর: (ক)

১৪২. মাইটোসিস কোষ বিভাজন ঘটে – i. কান্ড ii. মূলের অগ্রভাগ iii. মুকুল নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৪৩. স্পিন্ডল যন্ত্র কী দ্বারা তৈরি হয়?
Ο ক) তন্তুময় প্রোটিন
Ο খ) গ্লোবিউলার প্রোটিন
Ο গ) ফ্রাইব্রাস প্রোটিন
Ο ঘ) অ্যালবুমিন প্রোটিন
সঠিক উত্তর: (ক)

১৪৪. কোন পর্যায়ে ক্রোমোজোমের আকর্ষণ কমে যায়?
Ο ক) অ্যানাফেজ
Ο খ) মেটাফেজ
Ο গ) টেলোফেজ
Ο ঘ) প্যাকাইটিন
সঠিক উত্তর: (খ)

১৪৫. নিচের কোনটি জনন কোষে ঘটে?
Ο ক) মাইটোসিস কোষ বিভাজন
Ο খ) মিয়োসিস কোষ বিভাজন
Ο গ) নিউক্লিয়াসের বিভাজন
Ο ঘ) সাইটোপ্লাজমের বিভাজন
সঠিক উত্তর: (খ)

১৪৬. মিয়োসিসের জিনের আদান-প্রদান হয় –
i. ক্রোমোজোম অংশ বিনিময়ে
ii. DNA ভাঙা-গড়ার মাধ্যমে
iii. ক্রোমোজোম স্থানান্তরের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৪৭. জাইগোট বারবার বিবাজিত হয়ে কি উৎপন্ন হয়?
Ο ক) শুক্রাণু
Ο খ) ডিম্বাণু
Ο গ) অসংখ্য কোষ
Ο ঘ) অপত্য কোষ
সঠিক উত্তর: (গ)

১৪৮. প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি বিভক্ত হয় কোন ধাপে?
Ο ক) মেটাফেজ
Ο খ) এনাফেজ
Ο গ) প্রোফেজ
Ο ঘ) প্রো-মেটাফেজ
সঠিক উত্তর: (গ)

১৪৯. মাইটোসিসের শেষ পর্যায় কোনটি?
Ο ক) মেটাফেজ
Ο খ) অ্যানাফেজ
Ο গ) টেলোফেজ
Ο ঘ) ইন্টারফেজ
সঠিক উত্তর: (গ)

১৫০. জিনের আদান-প্রদান ঘটে কোন বিভাজনের মাধ্যমে?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post