ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ২: জীব কোষ ও টিস্যু (৯) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৪০১. জলজ উদ্ভিদের বড় বড় বায়ু কুঠুরীযুক্ত প্যারেনকাইমাকে কী বলে?
Ο ক) কোলেনকাইমা
Ο খ) মেসোফিল
Ο গ) ক্লোরেনকাইমা
Ο ঘ) অ্যারেনকাইমা
সঠিক উত্তর: (ঘ)
৪০২. প্রাণিকোষে পাওয়া যায়-
Ο ক) ক্রোমোপ্লাস্ট
Ο খ) কোষপ্রাচীর
Ο গ) সেন্ট্রিওল
Ο ঘ) কোষগহ্বর
সঠিক উত্তর: (গ)
৪০৩. কোষ রসের পরিবহন অঙ্গকে দৃঢ়তা প্রদান করা কোন কোষের প্রধান কাজ?
Ο ক) ট্রাকিড
Ο খ) সিভ কোষ
Ο গ) জাইালেম প্যারেনকাইমা
Ο ঘ) সঙ্গীকোষ
সঠিক উত্তর: (ক)
৪০৪. খাদ্য পরিপাকে রস নিঃসরণ করে- i. লাল গ্রন্থি ii. বৃক্ক iii. যকৃত নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪০৫. নিচের কোনটি স্কোয়ামাস টিস্যুর অন্তর্গত?
Ο ক) বৃক্ষের সংগ্রাহক নালিকা
Ο খ) বৃক্কের বোম্যানস ক্যাপসুল প্রাচীর
Ο গ) শ্বাসনালির প্রাচীর
Ο ঘ) অন্ত্রপ্রাচীর
সঠিক উত্তর: (খ)
৪০৬. অ্যারেনকাইমা পাওয়া যায় নিম্নোক্ত উদ্ভিদে-
i. কচুরিপানা
ii. শাপলা
iii. মুথাঘাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪০৭. রাইবোজোমের কাজ কী?
Ο ক) আমিষ সংশ্লেষণের স্থান নির্ধারণ করা
Ο খ) কোষ বিভাজনকালে এস্টার-রে গঠন করা
Ο গ) আমিষ সঞ্চয় করা
Ο ঘ) ফ্লাজেলা সৃষ্টিতে সাহায্য করা
সঠিক উত্তর: (ক)
৪০৮. প্রোটোজোয়া পর্বের প্রজাতিগুলো একটি মাত্র কোষ দ্বারা-
i. খাদ্য গ্রহণ করে
ii. দেহের ক্ষতি বৃদ্ধি করে
iii. প্রজনন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪০৯. ট্রাকিডের প্রাচীরের পুরুত্ব হয়-
i. বলয়াকার, সর্পিলাকার
ii. বর্গাকার, তারকাকার
iii. সর্পিলাকার, জালিকাকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪১০. কয়েক ধরনের প্রাচীরের পুরুত্ব পরিলক্ষিত হয় কোন কোষে?
Ο ক) ট্রাকিড
Ο খ) সিভকোষ
Ο গ) জাইালেম প্যারেনকাইমা
Ο ঘ) সঙ্গীকোষ
সঠিক উত্তর: (ক)
৪১১. খাদ্য প্রস্তুত ও দেহকে দৃঢ়তা প্রদান কোন টিস্যুর প্রধান কাজ?
Ο ক) প্যারেনকাইমা
Ο খ) কোলেনকাইমা
Ο গ) স্ক্লেরেনকাইমা
Ο ঘ) স্ক্লেরাইড
সঠিক উত্তর: (খ)
৪১২. যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোনো কিছু পর্যবেক্ষণের সময় দুটি চোখ খোলা রাখতে হয় কেন?
Ο ক) চোখের ক্লান্তি দূর করতে
Ο খ) ভালোভাবে দেখতে
Ο গ) দ্বিনের দৃষ্টি সৃষ্টি করতে
Ο ঘ) অণুবিক্ষণ যন্ত্রের ক্ষতিকর প্রভাব হতে রক্ষা পেতে
সঠিক উত্তর: (ক)
৪১৩. দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোনটি?
Ο ক) শ্বেত কণিকা
Ο খ) লোহিত কণিকা
Ο গ) অনুচক্রিকা
Ο ঘ) লসিকা
সঠিক উত্তর: (ক)
৪১৪. অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?
Ο ক) পিটুইটারি, থাইরয়েড ও অ্যাড্রেনাল গ্রন্থি
Ο খ) সিবেসিয়াস, মিবোমিয়ান ও থাইরয়েড গ্রন্থি
Ο গ) প্যারাথাইরয়েড, লালা ও যকৃৎ গ্রন্থি
Ο ঘ) সেরুমিনাস, পিটুইটারি ও পিনিয়াল
সঠিক উত্তর: (ক)
৪১৫. রক্তকণিকা কত প্রকার?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)
৪১৬. জীবদেহের গঠন ও জীবজ ক্রিয়াকলাপের একক কী?
Ο ক) জাইলেম
Ο খ) কোষ
Ο গ) প্যারেনকাইমা
Ο ঘ) মেসোফিল
সঠিক উত্তর: (খ)
৪১৭. কোষের ভেতরে অর্ধস্বচ্ছ থকথকে জেলি সদৃশ বস্তু কোনটি?
Ο ক) সাইটোপ্লাজম
Ο খ) এন্ডোপ্লাজম
Ο গ) এক্টোপ্লাজম
Ο ঘ) প্রোটোপ্লাজম
সঠিক উত্তর: (ঘ)
৪১৮. জীবিত, সমব্যাসীয়, পাতলা প্রাচীর যুক্ত ও প্রোজোপ্লাজমপূর্ণ কোষ দ্বারা গঠিত টিস্যু কোনটি?
Ο ক) প্যারেনকাইমা
Ο খ) কোলেনকাইমা
Ο গ) স্ক্লেরেনকাইমা
Ο ঘ) অ্যারেনকাইমা
সঠিক উত্তর: (ক)
৪১৯. কেন্দ্রিকা রসের মধ্যে ক্রোমোজোমের সাথে লাগানো গোলাকার বস্তুকে কী বলে?
Ο ক) অক্সিজোম
Ο খ) রাইবোজোম
Ο গ) নিউক্লিওলাস
Ο ঘ) কেন্দ্রিকা
সঠিক উত্তর: (গ)
৪২০. কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য হচ্ছে-
i. এরা বিভিন্ন অঙ্গের সঞ্চালন নিয়ন্ত্রণ করে
ii. এদের সংকোচন প্রাণীর ইচ্ছাধীন, সবসময় হয় না
iii. এরা হৃৎপিন্ডের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪২১. বৃক্কের সংগ্রাহক নালিকার টিস্যুর-
i. কোষগুলোর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা প্রায় সমান
ii. কোষগুলো স্তরীভূত
iii. কাজ হলো পরিশোষন ও আবরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪২২. কোনটি দেহের জলীয় অংশকে দেহের ভিতর সংরক্ষণ করে?
Ο ক) জননতন্ত্র
Ο খ) রেচনতন্ত্র
Ο গ) ত্বকতন্ত্র
Ο ঘ) পরিপাকতন্ত্র
সঠিক উত্তর: (গ)
৪২৩. নিচের কোনটি এক ধরনের ঈষৎ, স্বচ্ছ ও হলুদ বর্ণের তরল পদার্থ?
Ο ক) লোহিত রক্ত কণিকা
Ο খ) রক্ত
Ο গ) অণুচক্রিকা
Ο ঘ) লসিকা
সঠিক উত্তর: (ক)
৪২৪. মেরুদন্ডী প্রাণীদের ত্বকে কোন ধরনের এপিথেলিয়াল টিস্যু বিদ্যমান?
Ο ক) কিউবয়ডাল
Ο খ) কলামনার
Ο গ) স্ট্র্যাটিফাইড
Ο ঘ) স্কোয়ামাস
সঠিক উত্তর: (গ)
৪২৫. কোনটিতে বিভিন্ন এনজাইম একটি পর্দা দ্বারা আলাদা করা থাকে?
Ο ক) সেন্ট্রোসোম
Ο খ) ক্রোমোসোম
Ο গ) নিউক্লিয়াস
Ο ঘ) লাইসোসোম
সঠিক উত্তর: (ঘ)
৪২৬. নিচের কোনটি জীবাণু ধ্বংস করে ও দেহের বিভিন্ন অঙ্গ গঠনে অংশ নেয়?
Ο ক) এরিথ্রোসাইট
Ο খ) লিউকোসাইট
Ο গ) থ্রম্বোসাইট
Ο ঘ) লিম্ফোসাইট
সঠিক উত্তর: (খ)
৪২৭. কোনটি কোষের পানি ও খনিজ চলাচল নিয়ন্ত্রণ করে?
Ο ক) সাইটোপ্লাজম
Ο খ) কোষপ্রাচীর
Ο গ) কোষজিলি
Ο ঘ) প্রোটোপ্লাজম
সঠিক উত্তর: (খ)
৪২৮. জটিল টিস্যুর অপর নাম কী?
Ο ক) প্রাইমারী টিস্যু
Ο খ) সেকেন্ডারী টিস্যু
Ο গ) তরুক্ষীয় টিস্যু
Ο ঘ) পরিবহন টিস্যু
সঠিক উত্তর: (ঘ)
৪২৯. সরিষা ফুল হলুদ রং ধারণ করার কারণ কী?
Ο ক) বিটাজেস্থিন
Ο খ) অ্যান্থোসায়নিন
Ο গ) ফাইকোসায়নিন
Ο ঘ) জ্যান্থোফিল
সঠিক উত্তর: (ঘ)
৪৩০. অবস্থান ও কাজের ভিত্তিতে ফাইবারকে বলা হয়-
i. বাস্ট ফাইবার
ii. সার্ফেস ফাইবার
iii. কাষ্টতন্তু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৩১. মানুষের অন্ত্রের অন্তঃপ্রাচীরের কোষগুলো-
i. সমান, দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা বিশিষ্ট
ii. ক্ষরণ, রক্ষণ ও শোষণের কাজ করে
iii. স্তম্ভের মতন সরু ও লম্বা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৩২. স্ক্লেরেনকাইমা কোষযুক্ত ফ্লোয়েম টিস্যুকে কী বলে?
Ο ক) উড ফাইবার
Ο খ) উড প্যারেনকাইমা
Ο গ) ফ্লোয়েম প্যারেনকাইমা
Ο ঘ) বাস্ট ফাইবার
সঠিক উত্তর: (ঘ)
৪৩৩. উদ্ভিদ অঙ্গকে দৃঢ়তা প্রদান করা প্রধান কাজ কোনটির?
Ο ক) ভেসেল
Ο খ) জাইলেম প্যারেনকাইমা
Ο গ) সিভকোষ
Ο ঘ) সঙ্গীকোষ
সঠিক উত্তর: (ক)
৪৩৪. সিভকোষের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) দীর্ঘ, পুরু প্রাচীরযুক্ত
Ο খ) দীর্ঘ, জীবিত ও পাতলা কোষপ্রাচীরযুক্ত
Ο গ) লম্বা, সরু ও সুচালো
Ο ঘ) প্রোটোপ্লাজমপূর্ণ, পাতলা কোষপ্রাচীরযুক্ত
সঠিক উত্তর: (খ)
৪৩৫. হৃদপেশির কাজ কোন পেশির মতো?
Ο ক) ঐচ্ছিক পেশির
Ο খ) অনৈচ্ছিক পেশির
Ο গ) জোড়াযুক্ত পেশি
Ο ঘ) অমসৃণ পেশি
সঠিক উত্তর: (খ)
৪৩৬. দেহ হতে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ নিষ্কাশন করার পদ্ধিতিকে কী বলে?
Ο ক) রেচন প্রক্রিয়া
Ο খ) শ্বসন প্রক্রিয়া
Ο গ) ফিজিওলজি
Ο ঘ) সাইটোলজি
সঠিক উত্তর: (ক)
৪৩৭. উচ্চতর প্রাণীতে স্নায়ু টিস্যু গুরুত্বপূর্ণ হওয়ার সঠিক কারণ কোনটি?
Ο ক) মস্তিস্কে স্পর্শীয় অনুভূতি প্রকাশ
Ο খ) মস্তিস্কে স্মৃতি সংরক্ষণ
Ο গ) ঐচ্ছিক চলন নিয়ন্ত্রণ
Ο ঘ) অনৈচ্ছিক পেশির সঞ্চালন
সঠিক উত্তর: (খ)
৪৩৮. আমিষ সংশ্লেষণে প্রধান ভূমিকা রয়েছে কোন অঙ্গাণুর?
Ο ক) মাইট্রোকন্ড্রিয়া
Ο খ) প্লাস্টিড
Ο গ) রাইবোজোম
Ο ঘ) এন্ডোপ্লাজমিক
সঠিক উত্তর: (ঘ)
৪৩৯. কোনটিকে কোষের প্রবাহ পথ বলা হয়?
Ο ক) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
Ο খ) গলজি বডি
Ο গ) লাইসোজোম
Ο ঘ) ক্রোমোজোম
সঠিক উত্তর: (ক)
৪৪০. নিচের কোনটিতে ক্যারোটিনয়েড নামক রঞ্জক থাকে?
Ο ক) ক্লোরোপ্লাস্ট
Ο খ) মাইটোকন্ড্রিয়া
Ο গ) লিউকোপ্লাস্ট
Ο ঘ) ক্রোমোপ্লাস্ট
সঠিক উত্তর: (ঘ)
৪৪১. প্রাচীরের গায়ে ছিদ্র থাকে কোন কোন কোষের?
Ο ক) ফাইবার
Ο খ) স্ক্লেরাইড
Ο গ) প্যারেনকাইমা
Ο ঘ) কোলেনকাইমা
সঠিক উত্তর: (ক)
৪৪২. নিচের কোনটি পদার্থবিহীন অঙ্গাণু?
Ο ক) লাইসোজোম
Ο খ) সেন্ট্রিওল
Ο গ) রাইবোজোম
Ο ঘ) গলজি বস্তু
সঠিক উত্তর: (গ)
৪৪৩. তরল যোজক টিস্যুর কাজ হলো-
i. দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্যব্যাদির পরিবহন করা
ii. রোগ প্রতিরোধ ও রক্তজমাট বাধানো
iii. কাঠামো প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৪৪. পাতায় প্রস্তুকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অঞ্চলে পরিবহন করে কোনটি?
Ο ক) পত্ররন্ধ্র
Ο খ) ভাজক টিস্যু
Ο গ) জাইলেম টিস্যু
Ο ঘ) ফ্লোয়েম টিস্যু
সঠিক উত্তর: (ঘ)
৪৪৫. কোনটি লসিকা তন্ত্রের অংশ?
Ο ক) টনসিল
Ο খ) অনূচক্রিকা
Ο গ) শ্বেত রক্তকণিকা
Ο ঘ) লোহিত রক্তকণিকা
সঠিক উত্তর: (ক)
৪৪৬. কোনটি ট্রাকিইডের প্রধান কাজ?
Ο ক) কোষ বিভাজনে সহায়তা করা
Ο খ) খাদ্য সঞ্চয় করা
Ο গ) কোষরসের পরিবহন অঙ্গকে দৃঢ়তা প্রদান করা
Ο ঘ) পানি ও খনিজ শোষণ করা
সঠিক উত্তর: (গ)
৪৪৭. গঠন ও কাজের ভিত্তিতে কানেকটিভ টিস্যু কয় ধরনের?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (খ)
৪৪৮. কোষ বিভাজনকালে ক্রোমাটিন জালিকা মোটা ও খাটো হয়ে আলাদা আলাদা কোন অঙ্গাণুতে পরিণত হয়?
Ο ক) ক্রোমাটিন
Ο খ) নিউক্লিওলাস
Ο গ) মাইটোকন্ড্রিয়া
Ο ঘ) প্লাস্টিড
সঠিক উত্তর: (খ)
৪৪৯. কোনটি সাইটোপ্লাজমের অংশ নয়?
Ο ক) গলজিবস্তু
Ο খ) মাইটোকন্ড্রিয়া
Ο গ) নিউক্লিওলাস
Ο ঘ) কোষগহ্বর
সঠিক উত্তর: (গ)
৪৫০. জীবদেহে এন্ডোপ্লাজমিক জালিকার অনুপস্থিতিতে সৃষ্টি সমস্যা-
i. মাইটোকন্ড্রিয়া ও কোষগহ্বর সৃস্থি ব্যাহত
ii. প্রোটিন, লিপিড ও ATP সংশ্লেষণ ব্যাহত
iii. কোষের দৃঢ়তা প্রদানে ব্যাঘাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৪০১. জলজ উদ্ভিদের বড় বড় বায়ু কুঠুরীযুক্ত প্যারেনকাইমাকে কী বলে?
Ο ক) কোলেনকাইমা
Ο খ) মেসোফিল
Ο গ) ক্লোরেনকাইমা
Ο ঘ) অ্যারেনকাইমা
সঠিক উত্তর: (ঘ)
৪০২. প্রাণিকোষে পাওয়া যায়-
Ο ক) ক্রোমোপ্লাস্ট
Ο খ) কোষপ্রাচীর
Ο গ) সেন্ট্রিওল
Ο ঘ) কোষগহ্বর
সঠিক উত্তর: (গ)
৪০৩. কোষ রসের পরিবহন অঙ্গকে দৃঢ়তা প্রদান করা কোন কোষের প্রধান কাজ?
Ο ক) ট্রাকিড
Ο খ) সিভ কোষ
Ο গ) জাইালেম প্যারেনকাইমা
Ο ঘ) সঙ্গীকোষ
সঠিক উত্তর: (ক)
৪০৪. খাদ্য পরিপাকে রস নিঃসরণ করে- i. লাল গ্রন্থি ii. বৃক্ক iii. যকৃত নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪০৫. নিচের কোনটি স্কোয়ামাস টিস্যুর অন্তর্গত?
Ο ক) বৃক্ষের সংগ্রাহক নালিকা
Ο খ) বৃক্কের বোম্যানস ক্যাপসুল প্রাচীর
Ο গ) শ্বাসনালির প্রাচীর
Ο ঘ) অন্ত্রপ্রাচীর
সঠিক উত্তর: (খ)
৪০৬. অ্যারেনকাইমা পাওয়া যায় নিম্নোক্ত উদ্ভিদে-
i. কচুরিপানা
ii. শাপলা
iii. মুথাঘাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪০৭. রাইবোজোমের কাজ কী?
Ο ক) আমিষ সংশ্লেষণের স্থান নির্ধারণ করা
Ο খ) কোষ বিভাজনকালে এস্টার-রে গঠন করা
Ο গ) আমিষ সঞ্চয় করা
Ο ঘ) ফ্লাজেলা সৃষ্টিতে সাহায্য করা
সঠিক উত্তর: (ক)
৪০৮. প্রোটোজোয়া পর্বের প্রজাতিগুলো একটি মাত্র কোষ দ্বারা-
i. খাদ্য গ্রহণ করে
ii. দেহের ক্ষতি বৃদ্ধি করে
iii. প্রজনন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪০৯. ট্রাকিডের প্রাচীরের পুরুত্ব হয়-
i. বলয়াকার, সর্পিলাকার
ii. বর্গাকার, তারকাকার
iii. সর্পিলাকার, জালিকাকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪১০. কয়েক ধরনের প্রাচীরের পুরুত্ব পরিলক্ষিত হয় কোন কোষে?
Ο ক) ট্রাকিড
Ο খ) সিভকোষ
Ο গ) জাইালেম প্যারেনকাইমা
Ο ঘ) সঙ্গীকোষ
সঠিক উত্তর: (ক)
৪১১. খাদ্য প্রস্তুত ও দেহকে দৃঢ়তা প্রদান কোন টিস্যুর প্রধান কাজ?
Ο ক) প্যারেনকাইমা
Ο খ) কোলেনকাইমা
Ο গ) স্ক্লেরেনকাইমা
Ο ঘ) স্ক্লেরাইড
সঠিক উত্তর: (খ)
৪১২. যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোনো কিছু পর্যবেক্ষণের সময় দুটি চোখ খোলা রাখতে হয় কেন?
Ο ক) চোখের ক্লান্তি দূর করতে
Ο খ) ভালোভাবে দেখতে
Ο গ) দ্বিনের দৃষ্টি সৃষ্টি করতে
Ο ঘ) অণুবিক্ষণ যন্ত্রের ক্ষতিকর প্রভাব হতে রক্ষা পেতে
সঠিক উত্তর: (ক)
৪১৩. দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোনটি?
Ο ক) শ্বেত কণিকা
Ο খ) লোহিত কণিকা
Ο গ) অনুচক্রিকা
Ο ঘ) লসিকা
সঠিক উত্তর: (ক)
৪১৪. অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?
Ο ক) পিটুইটারি, থাইরয়েড ও অ্যাড্রেনাল গ্রন্থি
Ο খ) সিবেসিয়াস, মিবোমিয়ান ও থাইরয়েড গ্রন্থি
Ο গ) প্যারাথাইরয়েড, লালা ও যকৃৎ গ্রন্থি
Ο ঘ) সেরুমিনাস, পিটুইটারি ও পিনিয়াল
সঠিক উত্তর: (ক)
৪১৫. রক্তকণিকা কত প্রকার?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)
৪১৬. জীবদেহের গঠন ও জীবজ ক্রিয়াকলাপের একক কী?
Ο ক) জাইলেম
Ο খ) কোষ
Ο গ) প্যারেনকাইমা
Ο ঘ) মেসোফিল
সঠিক উত্তর: (খ)
৪১৭. কোষের ভেতরে অর্ধস্বচ্ছ থকথকে জেলি সদৃশ বস্তু কোনটি?
Ο ক) সাইটোপ্লাজম
Ο খ) এন্ডোপ্লাজম
Ο গ) এক্টোপ্লাজম
Ο ঘ) প্রোটোপ্লাজম
সঠিক উত্তর: (ঘ)
৪১৮. জীবিত, সমব্যাসীয়, পাতলা প্রাচীর যুক্ত ও প্রোজোপ্লাজমপূর্ণ কোষ দ্বারা গঠিত টিস্যু কোনটি?
Ο ক) প্যারেনকাইমা
Ο খ) কোলেনকাইমা
Ο গ) স্ক্লেরেনকাইমা
Ο ঘ) অ্যারেনকাইমা
সঠিক উত্তর: (ক)
৪১৯. কেন্দ্রিকা রসের মধ্যে ক্রোমোজোমের সাথে লাগানো গোলাকার বস্তুকে কী বলে?
Ο ক) অক্সিজোম
Ο খ) রাইবোজোম
Ο গ) নিউক্লিওলাস
Ο ঘ) কেন্দ্রিকা
সঠিক উত্তর: (গ)
৪২০. কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য হচ্ছে-
i. এরা বিভিন্ন অঙ্গের সঞ্চালন নিয়ন্ত্রণ করে
ii. এদের সংকোচন প্রাণীর ইচ্ছাধীন, সবসময় হয় না
iii. এরা হৃৎপিন্ডের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪২১. বৃক্কের সংগ্রাহক নালিকার টিস্যুর-
i. কোষগুলোর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা প্রায় সমান
ii. কোষগুলো স্তরীভূত
iii. কাজ হলো পরিশোষন ও আবরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪২২. কোনটি দেহের জলীয় অংশকে দেহের ভিতর সংরক্ষণ করে?
Ο ক) জননতন্ত্র
Ο খ) রেচনতন্ত্র
Ο গ) ত্বকতন্ত্র
Ο ঘ) পরিপাকতন্ত্র
সঠিক উত্তর: (গ)
৪২৩. নিচের কোনটি এক ধরনের ঈষৎ, স্বচ্ছ ও হলুদ বর্ণের তরল পদার্থ?
Ο ক) লোহিত রক্ত কণিকা
Ο খ) রক্ত
Ο গ) অণুচক্রিকা
Ο ঘ) লসিকা
সঠিক উত্তর: (ক)
৪২৪. মেরুদন্ডী প্রাণীদের ত্বকে কোন ধরনের এপিথেলিয়াল টিস্যু বিদ্যমান?
Ο ক) কিউবয়ডাল
Ο খ) কলামনার
Ο গ) স্ট্র্যাটিফাইড
Ο ঘ) স্কোয়ামাস
সঠিক উত্তর: (গ)
৪২৫. কোনটিতে বিভিন্ন এনজাইম একটি পর্দা দ্বারা আলাদা করা থাকে?
Ο ক) সেন্ট্রোসোম
Ο খ) ক্রোমোসোম
Ο গ) নিউক্লিয়াস
Ο ঘ) লাইসোসোম
সঠিক উত্তর: (ঘ)
৪২৬. নিচের কোনটি জীবাণু ধ্বংস করে ও দেহের বিভিন্ন অঙ্গ গঠনে অংশ নেয়?
Ο ক) এরিথ্রোসাইট
Ο খ) লিউকোসাইট
Ο গ) থ্রম্বোসাইট
Ο ঘ) লিম্ফোসাইট
সঠিক উত্তর: (খ)
৪২৭. কোনটি কোষের পানি ও খনিজ চলাচল নিয়ন্ত্রণ করে?
Ο ক) সাইটোপ্লাজম
Ο খ) কোষপ্রাচীর
Ο গ) কোষজিলি
Ο ঘ) প্রোটোপ্লাজম
সঠিক উত্তর: (খ)
৪২৮. জটিল টিস্যুর অপর নাম কী?
Ο ক) প্রাইমারী টিস্যু
Ο খ) সেকেন্ডারী টিস্যু
Ο গ) তরুক্ষীয় টিস্যু
Ο ঘ) পরিবহন টিস্যু
সঠিক উত্তর: (ঘ)
৪২৯. সরিষা ফুল হলুদ রং ধারণ করার কারণ কী?
Ο ক) বিটাজেস্থিন
Ο খ) অ্যান্থোসায়নিন
Ο গ) ফাইকোসায়নিন
Ο ঘ) জ্যান্থোফিল
সঠিক উত্তর: (ঘ)
৪৩০. অবস্থান ও কাজের ভিত্তিতে ফাইবারকে বলা হয়-
i. বাস্ট ফাইবার
ii. সার্ফেস ফাইবার
iii. কাষ্টতন্তু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৩১. মানুষের অন্ত্রের অন্তঃপ্রাচীরের কোষগুলো-
i. সমান, দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা বিশিষ্ট
ii. ক্ষরণ, রক্ষণ ও শোষণের কাজ করে
iii. স্তম্ভের মতন সরু ও লম্বা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৩২. স্ক্লেরেনকাইমা কোষযুক্ত ফ্লোয়েম টিস্যুকে কী বলে?
Ο ক) উড ফাইবার
Ο খ) উড প্যারেনকাইমা
Ο গ) ফ্লোয়েম প্যারেনকাইমা
Ο ঘ) বাস্ট ফাইবার
সঠিক উত্তর: (ঘ)
৪৩৩. উদ্ভিদ অঙ্গকে দৃঢ়তা প্রদান করা প্রধান কাজ কোনটির?
Ο ক) ভেসেল
Ο খ) জাইলেম প্যারেনকাইমা
Ο গ) সিভকোষ
Ο ঘ) সঙ্গীকোষ
সঠিক উত্তর: (ক)
৪৩৪. সিভকোষের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) দীর্ঘ, পুরু প্রাচীরযুক্ত
Ο খ) দীর্ঘ, জীবিত ও পাতলা কোষপ্রাচীরযুক্ত
Ο গ) লম্বা, সরু ও সুচালো
Ο ঘ) প্রোটোপ্লাজমপূর্ণ, পাতলা কোষপ্রাচীরযুক্ত
সঠিক উত্তর: (খ)
৪৩৫. হৃদপেশির কাজ কোন পেশির মতো?
Ο ক) ঐচ্ছিক পেশির
Ο খ) অনৈচ্ছিক পেশির
Ο গ) জোড়াযুক্ত পেশি
Ο ঘ) অমসৃণ পেশি
সঠিক উত্তর: (খ)
৪৩৬. দেহ হতে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ নিষ্কাশন করার পদ্ধিতিকে কী বলে?
Ο ক) রেচন প্রক্রিয়া
Ο খ) শ্বসন প্রক্রিয়া
Ο গ) ফিজিওলজি
Ο ঘ) সাইটোলজি
সঠিক উত্তর: (ক)
৪৩৭. উচ্চতর প্রাণীতে স্নায়ু টিস্যু গুরুত্বপূর্ণ হওয়ার সঠিক কারণ কোনটি?
Ο ক) মস্তিস্কে স্পর্শীয় অনুভূতি প্রকাশ
Ο খ) মস্তিস্কে স্মৃতি সংরক্ষণ
Ο গ) ঐচ্ছিক চলন নিয়ন্ত্রণ
Ο ঘ) অনৈচ্ছিক পেশির সঞ্চালন
সঠিক উত্তর: (খ)
৪৩৮. আমিষ সংশ্লেষণে প্রধান ভূমিকা রয়েছে কোন অঙ্গাণুর?
Ο ক) মাইট্রোকন্ড্রিয়া
Ο খ) প্লাস্টিড
Ο গ) রাইবোজোম
Ο ঘ) এন্ডোপ্লাজমিক
সঠিক উত্তর: (ঘ)
৪৩৯. কোনটিকে কোষের প্রবাহ পথ বলা হয়?
Ο ক) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
Ο খ) গলজি বডি
Ο গ) লাইসোজোম
Ο ঘ) ক্রোমোজোম
সঠিক উত্তর: (ক)
৪৪০. নিচের কোনটিতে ক্যারোটিনয়েড নামক রঞ্জক থাকে?
Ο ক) ক্লোরোপ্লাস্ট
Ο খ) মাইটোকন্ড্রিয়া
Ο গ) লিউকোপ্লাস্ট
Ο ঘ) ক্রোমোপ্লাস্ট
সঠিক উত্তর: (ঘ)
৪৪১. প্রাচীরের গায়ে ছিদ্র থাকে কোন কোন কোষের?
Ο ক) ফাইবার
Ο খ) স্ক্লেরাইড
Ο গ) প্যারেনকাইমা
Ο ঘ) কোলেনকাইমা
সঠিক উত্তর: (ক)
৪৪২. নিচের কোনটি পদার্থবিহীন অঙ্গাণু?
Ο ক) লাইসোজোম
Ο খ) সেন্ট্রিওল
Ο গ) রাইবোজোম
Ο ঘ) গলজি বস্তু
সঠিক উত্তর: (গ)
৪৪৩. তরল যোজক টিস্যুর কাজ হলো-
i. দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্যব্যাদির পরিবহন করা
ii. রোগ প্রতিরোধ ও রক্তজমাট বাধানো
iii. কাঠামো প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৪৪. পাতায় প্রস্তুকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অঞ্চলে পরিবহন করে কোনটি?
Ο ক) পত্ররন্ধ্র
Ο খ) ভাজক টিস্যু
Ο গ) জাইলেম টিস্যু
Ο ঘ) ফ্লোয়েম টিস্যু
সঠিক উত্তর: (ঘ)
৪৪৫. কোনটি লসিকা তন্ত্রের অংশ?
Ο ক) টনসিল
Ο খ) অনূচক্রিকা
Ο গ) শ্বেত রক্তকণিকা
Ο ঘ) লোহিত রক্তকণিকা
সঠিক উত্তর: (ক)
৪৪৬. কোনটি ট্রাকিইডের প্রধান কাজ?
Ο ক) কোষ বিভাজনে সহায়তা করা
Ο খ) খাদ্য সঞ্চয় করা
Ο গ) কোষরসের পরিবহন অঙ্গকে দৃঢ়তা প্রদান করা
Ο ঘ) পানি ও খনিজ শোষণ করা
সঠিক উত্তর: (গ)
৪৪৭. গঠন ও কাজের ভিত্তিতে কানেকটিভ টিস্যু কয় ধরনের?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (খ)
৪৪৮. কোষ বিভাজনকালে ক্রোমাটিন জালিকা মোটা ও খাটো হয়ে আলাদা আলাদা কোন অঙ্গাণুতে পরিণত হয়?
Ο ক) ক্রোমাটিন
Ο খ) নিউক্লিওলাস
Ο গ) মাইটোকন্ড্রিয়া
Ο ঘ) প্লাস্টিড
সঠিক উত্তর: (খ)
৪৪৯. কোনটি সাইটোপ্লাজমের অংশ নয়?
Ο ক) গলজিবস্তু
Ο খ) মাইটোকন্ড্রিয়া
Ο গ) নিউক্লিওলাস
Ο ঘ) কোষগহ্বর
সঠিক উত্তর: (গ)
৪৫০. জীবদেহে এন্ডোপ্লাজমিক জালিকার অনুপস্থিতিতে সৃষ্টি সমস্যা-
i. মাইটোকন্ড্রিয়া ও কোষগহ্বর সৃস্থি ব্যাহত
ii. প্রোটিন, লিপিড ও ATP সংশ্লেষণ ব্যাহত
iii. কোষের দৃঢ়তা প্রদানে ব্যাঘাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Biology