এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ২: জীব কোষ ও টিস্যু (৮)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ২: জীব কোষ ও টিস্যু (৮) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৩৫১. কোন উদ্ভিদে প্রাথমিক ভেসেল থাকে?
Ο ক) পেয়ারা
Ο খ) সাইকাস
Ο গ) পাম
Ο ঘ) নিটাম
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫২. নিচের কোনটি এক ধরনের ক্ষারীয়, ঈষৎ লবণাক্ত, লালবর্ণের তরল কানেকটিভ টিস্যু?
Ο ক) অণচক্রিকা
Ο খ) রক্ত
Ο গ) লসিকা
Ο ঘ) লোহিত কণিকা
 সঠিক উত্তর: (খ)

 ৩৫৩. ফ্লোয়েম প্যারেনকাইমা পাওয়া যায় না কোন উদ্ভিদে?
Ο ক) একবীজপত্রী
Ο খ) দ্বিবীজপত্রী
Ο গ) নগ্নবীজী
Ο ঘ) ফার্ন
 সঠিক উত্তর: (ক)

 ৩৫৪. অন্তঃক্ষরা গ্রন্থিরসকে কী বলে?
Ο ক) এনজাইম
Ο খ) শ্বসন প্রক্রিয়া
Ο গ) সংবহন প্রক্রিয়া
Ο ঘ) বৃদ্ধি নিয়ন্ত্রক পদার্থ
 সঠিক উত্তর: (খ)

 ৩৫৫. শুক্রাণু ও ডিম্বাণু কোন আবরণী টিস্যু থেকে উৎপন্ন হয়?
Ο ক) বিশেষভাবে রূপান্তরিত আবরণী টিস্যু
Ο খ) সিলিয়াযুক্ত আবরণী টিস্যু
Ο গ) ক্ষনপদযুক্ত আবরণী টিস্যু
Ο ঘ) কলামনার আবরণী টিস্যু
 সঠিক উত্তর: (ক)

 ৩৫৬. স্কেলেটাল কানেকটিভ টিস্যুর বৈশিষ্ট্য-
i. অভ্যন্তরীণ কাঠামো গঠন করে
ii. দেহকে নির্দিষ্ট আকৃতি ও দৃঢ়তা দেয়
iii. অঙ্গ সঞ্চালন ও চলনে সহায়তা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫৭. আমাদের দেহের উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণাকারী তন্ত্র-
i. মস্তিষ্ক নিয়ে গঠিত
ii. সুষুস্মা কান্ড নিয়ে গঠিত
iii. করোটিক স্নায়ু নিয়ে গঠিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫৮. ট্রাকিডের কাজ হলো-
i. মূল হতে পানি ও খনিজ লবণ পরিবহন করে
ii. কোষ রস পরিবহন অঙ্গকে দৃঢ়তা দান করে
iii. খখনও খাদ্য সঞ্চয় করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫৯. পরিশোষণ আবরণ কোন আবরণী টিস্যুর কাজ?
Ο ক) স্কোয়ামাস আবরণী টিস্যু
Ο খ) কিউবয়ডাল আবরণী টিস্যু
Ο গ) কলামনার আবরণী টিস্যু
Ο ঘ) স্ট্রাটিফাইড আবরণী টিস্যু
 সঠিক উত্তর: (খ)

 ৩৬০. ‘জামিউল কুরআন’ কাকে বলা হয়?
Ο ক) হাজ্জাজ বিন ইউসুফকে
Ο খ) যায়িদ বিন সাবিত (রা) কে
Ο গ) হযরত আলি (রা) কে
Ο ঘ) হযরত উসমান (রা) কে
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬১. বৃক্ষের বোম্যানস ক্যাপসুল প্রাচীর কোন টিস্যু দ্বারা গঠিত?
Ο ক) স্কোয়ামাস আবরণী টিস্যু
Ο খ) কিউবয়ডাল আবরণী টিস্যু
Ο গ) কলামনার আবরণী টিস্যু
Ο ঘ) যৌগিক আবরণী টিস্যু
 সঠিক উত্তর: (ক)

 ৩৬২. প্রাণিকোষে অনুপস্থিত অঙ্গাণুর ক্ষেত্রে সঠিক কোনটি?
Ο ক) প্লাস্টিড, বড় কোষগহ্বর ও কোষপ্রাচীর
Ο খ) সেন্ট্রোজোম, সেন্ট্রিওল ও মাইটোকন্ড্রিয়া
Ο গ) গলজি বস্তু, কোষঝিল্লী ও সেন্ট্রিওল
Ο ঘ) কোষঝিল্লী, মাইটোকন্ড্রিয়া ও এন্ডোপ্লাজমিক জালিকা
 সঠিক উত্তর: (ক)

 ৩৬৩. নিউরনের সাইটোপ্লাজমে কোনটি থাকে না বলে নিউরন বিভাজিত হয় না?
Ο ক) সক্রিয় রাইবোসোম
Ο খ) মাইটোকন্ড্রিয়া
Ο গ) সক্রিয় সেন্ট্রিওল
Ο ঘ) নিউক্লিয়াস
 সঠিক উত্তর: (গ)

 ৩৬৪. উদ্ভিদ অঙ্গের প্রাচীরে কূপ দেকা যায়?
Ο ক) ফ্লোয়েম প্যারেনকাইমা
Ο খ) সঙ্গীকোষ
Ο গ) ফ্লোয়েম ফাইবার
Ο ঘ) সিভকোষ
 সঠিক উত্তর: (গ)

 ৩৬৫. যৌন প্রজননের সময় শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয়ে কী তৈরি হয়?
Ο ক) জীবদেহ
Ο খ) জাইগোট
Ο গ) কোষদেহ
Ο ঘ) সজীব কোষ
 সঠিক উত্তর: (খ)

 ৩৬৬. মেরুদন্ডী প্রাণিদের রক্তনালি, পৌষ্টিকনালিতে কোনটি থাকে?
Ο ক) অনৈচ্ছিক পেশি
Ο খ) ঐচ্ছিক পেশি
Ο গ) আবরণী কলা
Ο ঘ) যোজক কলা
 সঠিক উত্তর: (ক)

 ৩৬৭. বিভিন্ন প্রকার কোষের সমন্বয়ে গঠিত হয় কোন টিস্যু?
Ο ক) সরল টিস্যু
Ο খ) জটিল টিস্যু
Ο গ) ভাজক টিস্যু
Ο ঘ) স্থায়ী টিস্যু
 সঠিক উত্তর: (খ)

 ৩৬৮. প্লাস্টিড থাকে না কোনটিতে?
Ο ক) উদ্ভিদকোষে
Ο খ) প্রাণিকোষে
Ο গ) জননকোষে
Ο ঘ) দেহকোষে
 সঠিক উত্তর: (খ)

 ৩৬৯. কোষঝিল্লী দ্বারা পানি ও খনিজ পদার্থ নিয়ন্ত্রিত হয় কেন?
Ο ক) অর্ধ বৈষম্য ভেদ্য পর্দা হওয়ায়
Ο খ) ভেদ্য পর্দা হওয়ায়
Ο গ) বৈষম্য ভেদ্য পর্দা হওয়ায়
Ο ঘ) অভেদ্য পর্দা হওয়ায়
 সঠিক উত্তর: (গ)

 ৩৭০. কোষ জিল্লি দ্বারা ঘেরা সমুদয় বস্তুকে কী বলে?
Ο ক) সাইটোপ্লাজম
Ο খ) প্রোটোপ্লাজম
Ο গ) এক্টোপ্লাজম
Ο ঘ) এন্ডোপ্লাজম
 সঠিক উত্তর: (খ)

 ৩৭১. জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে কোনটি?
Ο ক) লাইসোজোম
Ο খ) সেন্ট্রোজোম
Ο গ) রাইবোজোম
Ο ঘ) ক্রোমোজোম
 সঠিক উত্তর: (ক)

 ৩৭২. কলামনার আবরণী টিস্যুর কাজ হলৌ- i. ক্ষরণ ii. রক্ষণ iii. শোষণ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৭৩. বৃক্কের বোম্যানস ক্যাপসুলের প্রাচীর কোন ধরনের টিস্যু?
Ο ক) কিউবয়ডাল আবরণী টিস্যু
Ο খ) কলামনার আবরণী টিস্যু
Ο গ) স্কোয়ামাস আবরণী টিস্যু
Ο ঘ) স্ট্রাটিফাইড আবরণী টিস্যু
 সঠিক উত্তর: (গ)

 ৩৭৪. স্নায়ুতন্ত্রের অন্তর্ভূক্ত- i. মস্তিষ্ক ii. করোটিকা iii. পাকস্থলি নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৭৫. প্যারেনকাইমা টিস্যুর কাজ হলো-
i. দেহ গঠন করা
ii. খাদ্য প্রস্তুত, সঞ্চয় ও পরিবহন করা
iii. দেহকে দৃঢ়তা প্রদান করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৭৬. অনৈচ্ছিক পেশির কাজগুলো নিয়ন্ত্রণ করে নিচের কোনটি?
Ο ক) মস্তিষ্ক
Ο খ) সুষুস্মাকান্ড
Ο গ) কোরোটিক স্নায়ু
Ο ঘ) স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৭৭. অঙ্গ সঞ্চালন ও চলনে সহায়তা করে কোন টিস্যু?
Ο ক) আবরণী টিস্যু
Ο খ) যোজক টিস্যু
Ο গ) স্কেলেটাল কানেকটিভ টিস্যু
Ο ঘ) পেশি টিস্যু
 সঠিক উত্তর: (গ)

 ৩৭৮. মানুষের রেচনতন্ত্র গঠিত হয়-
i. ইলিয়াম ও রেক্টাম নিয়ে
ii. একটি মূত্রথলি ও একটি ইউরেটার নালি নিয়ে
iii. একজোড়া বৃক্ক ও একজোড়া মূত্রনালি নিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৭৯. তুমি কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে স্ক্লেরাইড কোষ শনাক্ত করবে?
Ο ক) গোলাকার, লিগনিনযুক্তি প্রাচীর ও সমান গুরুত্ব দেখে
Ο খ) প্রাচীর স্থূল, শক্ত দৃঢ় ও সুচালো দেখে
Ο গ) প্রান্তদ্বয় সরু ও সুচালো দেখে
Ο ঘ) পুরু কোষপ্রাচীর ও সমান গুরুত্ব দেখে
 সঠিক উত্তর: (ক)

 ৩৮০. কোন টিস্যুর মাতৃকায় বিভিন্ন ধরনের জৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে?
Ο ক) তরল যোজক টিস্যু
Ο খ) আবরণী টিস্যু
Ο গ) কঙ্কাল যোজক টিস্যু
Ο ঘ) রূপান্তরিত আবরণী টিস্যু
 সঠিক উত্তর: (ক)

 ৩৮১. কোনটি জাইলেম কলার উপাদান?
Ο ক) সীভপ্লেট
Ο খ) ভেসেল
Ο গ) সিভনল
Ο ঘ) সঙ্গীকোষ
 সঠিক উত্তর: (খ)

 ৩৮২. সেন্ট্রিওল থাকে না কোন কোষে?
Ο ক) উদ্ভিদকোষে
Ο খ) প্রাণিকোষে
Ο গ) আদিকোষে
Ο ঘ) অণুজীব কোষে
 সঠিক উত্তর: (ক)

 ৩৮৩. মাইটোকন্ড্রিয়ার আবরণী কয়স্তর বিশিষ্ট?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) পাঁচ
 সঠিক উত্তর: (খ)

 ৩৮৪. কোন কোষগুলো প্রাথমিক অবস্থায় প্রোটোপ্লাজমপূর্ণ কিন্তু পরিনত বয়সে মৃত?
Ο ক) ট্রাকিড
Ο খ) ভেসেল
Ο গ) স্ক্লেরাইড
Ο ঘ) ফ্লোয়েম
 সঠিক উত্তর: (খ)

 ৩৮৫. ক্রেবসচক্র কোথায় ঘটে?
Ο ক) মাইটোকন্ড্রিয়ায়
Ο খ) রাইবোসোমে
Ο গ) ক্লোরোপ্লাস্টে
Ο ঘ) সাইটোপ্লজমে
 সঠিক উত্তর: (ক)

 ৩৮৬. আবরণী টিস্যুর ক্ষেত্রে-
i. কোষগুলো ঘন সন্নিবেশিত
ii. এরা দুই ধরনের
iii. গ্রন্থি ও জনন টিস্যু এর অন্তর্গত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩৮৭. উদ্ভিদ ও প্রাণিকোষ উভয় ক্ষেত্রেই নিচের কোনটি পাওয়া যায়?
Ο ক) U. V. X
Ο খ) V. Y. U
Ο গ) W. X. U
Ο ঘ) U. X. Y
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৮৮. রক্তে শতকরা পানির পরিমাণ কত?
Ο ক) প্রায় ৬১-৭১%
Ο খ) প্রায় ৬৫-৭৫%
Ο গ) প্রায় ৮০-৮৫%
Ο ঘ) প্রায় ৯১-৯২%
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৮৯. রূপান্তরিত আবরণী টিস্যু কোনটি?
Ο ক) ক্ষণপদ যুক্ত আবরণী টিস্যু
Ο খ) স্কোয়ামাস আবরণী টিস্যু
Ο গ) কিউবয়ডাল আবরণী টিস্যু
Ο ঘ) কলামনার আবরণী টিস্যু
 সঠিক উত্তর: (ক)

 ৩৯০. অণুবীক্ষণ যন্ত্রের দেহনলের নিচে ঘূর্ণায়মান অংশকে কী বলে?
Ο ক) টানানল
Ο খ) নোসপিস
Ο গ) অবজেকটিভ
Ο ঘ) দর্পণ
 সঠিক উত্তর: (খ)

 ৩৯১. শক্ত, প্রাচীর পুর এবং দুই প্রান্ত সরু কোন কোষের?
Ο ক) প্যারেনকাইমা
Ο খ) কোলেনকাইমা
Ο গ) ফাইবার
Ο ঘ) স্ক্লেরেনকাইমা
 সঠিক উত্তর: (গ)

 ৩৯২. প্রোটোপ্লাজমের বাইরের দ্বিস্তরবিশিষ্ট পর্দাকে কী বলে?
Ο ক) কোষপ্রাচীর
Ο খ) কোষঝিল্লী
Ο গ) নিউক্লিয়ার ঝিল্লী
Ο ঘ) সাইটোপ্লাজমিয় ঝিল্লী
 সঠিক উত্তর: (ক)

 ৩৯৩. নিচের কোনটি জাইলেম টিস্যুর কোষ?
Ο ক) সিভনল
Ο খ) সঙ্গীকোষ
Ο গ) ফ্লোয়েম প্যারেনকাইমা
Ο ঘ) ট্রাকিড
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৯৪. গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে উন্নত কোনটি?
Ο ক) সাইকাস
Ο খ) পাইনাস
Ο গ) নিটাম
Ο ঘ) উপরোক্ত কোনটিই নয়
 সঠিক উত্তর: (গ)

 ৩৯৫. জননতন্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য-
i. পরিণত বয়সে জননতন্ত্র মাধ্যমে প্রাণির প্রজনন করার ক্ষমতা হয়
ii. প্রজাতির ধারা অব্যাহত থাকে
iii. নতুন প্রজন্ম সৃষ্টির লক্ষ্যে গ্যামেট তৈরি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৯৬. কোন টিস্যুর মাতৃকার পরিমাণ তুলনামূলকভাবে বেশি?
Ο ক) আবরণী টিস্যু
Ο খ) যোজক টিস্যু
Ο গ) পেশী টিস্যু
Ο ঘ) স্নায়ু টিস্যু
 সঠিক উত্তর: (খ)

 ৩৯৭. নিউক্লিয়াসের সংগঠনের ভিত্তিতে কোষ কয় ধরনের?
Ο ক) ২ ধরনের
Ο খ) ৩ ধরনের
Ο গ) ৪ ধরনের
Ο ঘ) ৫ ধরনের
 সঠিক উত্তর: (ক)

 ৩৯৮. বৃক্কের সংগ্রাহক নালিকার টিস্যু কোন ধরনের?
Ο ক) স্কোয়ামাস আবরণী টিস্যু
Ο খ) কিউবয়ডাল আবরণী টিস্যু
Ο গ) কলামনার আবরণী টিস্যু
Ο ঘ) স্ট্রাটিফাইড আবরণী টিস্যু
 সঠিক উত্তর: (খ)

 ৩৯৯. ভাজক টিস্যুর ক্ষেত্রে প্রযোজ্য-
i. কোষগুলো বিভাজন ক্ষমতাসম্পন্ন
ii. কোষপ্রাচীর লেসুলোজ নির্মিত ও পাতলা
iii. পরণত কোষে নিউক্লিয়াস থাকে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪০০. গঠনকারী কোষে কোন রজকের উপস্থিতি থাকলে কোলেনকাইমা টিস্যু খাদ্য প্রস্তুত করে?
Ο ক) ক্যারোটিন
Ο খ) জ্যান্থোফিল
Ο গ) ক্লোরোফিল
Ο ঘ) ফাইকোসায়নিন
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post