এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ২: জীব কোষ ও টিস্যু (৭)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ২: জীব কোষ ও টিস্যু (৭) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৩০১. লোয়ী ও সিকেভিজ কত সালে কোষকে সজ্ঞায়িত করেছেন?
Ο ক) ১৮৬৯
Ο খ) ১৮৮৯
Ο গ) ১৯৬৯
Ο ঘ) ১৯৮৯
 সঠিক উত্তর: (গ)

 ৩০২. দুটি স্নায়ুর মিলনস্থলকে কি বলে?
Ο ক) কোষদেহ
Ο খ) ডেনড্রাইট
Ο গ) অ্যাক্সন
Ο ঘ) সিন্যাপস
 সঠিক উত্তর: (ঘ)

 ৩০৩. কোন পদ্ধতিতে জনন মাতৃকোষের বিভাজন ঘটে?
Ο ক) মাইটোসিস
Ο খ) এমাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) মেটাফেজ
 সঠিক উত্তর: (গ)

 ৩০৪. আলোচিত প্রথম যোজক কলার প্রকারভেদের ক্ষেত্রে সঠিক কোনটি?
Ο ক) রক্ত ও লসিকা
Ο খ) রক্ত ও রক্তরস
Ο গ) রক্তসর ও রক্তকণিকা
Ο ঘ) লসিকা ও রক্তকণিকা
 সঠিক উত্তর: (ক)

 ৩০৫. পত্রবৃন্তে পাওয়া যায় কোন টিস্যু?
Ο ক) প্যারেনকাইমা
Ο খ) কোলেনকাইমা
Ο গ) স্ক্লেরেনকাইমা
Ο ঘ) স্ক্লেরাইড
 সঠিক উত্তর: (খ)

 ৩০৬. শ্বসনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন এনজাইম কোথায় সুবিন্যস্ত থাকে?
Ο ক) রাইবোসোমে
Ο খ) অক্সিসোমে
Ο গ) কোয়ান্টোসোমে
Ο ঘ) ক্রোমোসোমে
 সঠিক উত্তর: (খ)

 ৩০৭. স্কোয়ামাস আবরণী টিস্যুর কাজ কি?
Ο ক) ক্ষরণ
Ο খ) রক্ষণ
Ο গ) শোষণ
Ο ঘ) ছাঁকন
 সঠিক উত্তর: (ক)

 ৩০৮. দেহে কোন পদার্থের অভাব হলে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হয়?
Ο ক) হাইড্রোজেন
Ο খ) কার্বন
Ο গ) নাইট্রোজেন
Ο ঘ) অক্সিজেন
 সঠিক উত্তর: (ঘ)

 ৩০৯. নিম্নোক্ত টিস্যুগুলোর প্রধান কাজ খাদ্য প্রস্তুত করা-
i. প্যারেনকাইমা
ii. কোলেনকাইমা
iii. স্ক্লেরেনকাইমা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩১০. জাইলেম টিস্যুর প্রধান কাজ হলো-
i. পানি ও খনিজ লবণ পরিবহণ
ii. খাদ্য সঞ্চয়
iii. উদ্ভিদকে যান্ত্রিক শক্তি ও দৃঢ়তা প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১১. তুমি মানুষের ট্রাকিয়া টিস্যুকে কী হিসেবে চিহ্নিত করবে?
Ο ক) সাধারণ আবরণী টিস্যু
Ο খ) স্ট্রাটিফাইড আবরণী টিস্যু
Ο গ) স্কোয়ামাস আবরণী টিস্যু
Ο ঘ) ডিউডো-স্ট্রাটিফাইড আবরণী টিস্যু
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১২. ফ্লোয়েমের প্যারেনকাইমা কোষগুলো-
i. দৃঢ়তা প্রদান করে
ii. খাদ্য সঞ্চয় করে
iii. খাদ্য পরিবহন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩১৩. সেন্টিওলের কাজ হলো-
i. কোষ বিভাজনকালে এস্টার রে তৈরি
ii. স্পিন্ডল যন্ত্র তৈরি
iii. ফ্লাজেলা সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১৪. মেরুদন্ডী প্রাণীর শ্বাসনালীতে কোন কলা থাকে?
Ο ক) সিলিয়াযুক্ত আবরণী কলা
Ο খ) ফ্লাজেলাযুক্ত আবরণী কলা
Ο গ) ক্ষপদযুক্ত আবরণী কলা
Ο ঘ) রূপান্তরিত আবরণী কলা
 সঠিক উত্তর: (ক)

 ৩১৫. কোন কোষগুলো খাটো চোঙার ন্যায়?
Ο ক) ট্রাকিড
Ο খ) স্ক্লেরাইড
Ο গ) ভেসেল
Ο ঘ) ফাইবার
 সঠিক উত্তর: (গ)

 ৩১৬. নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে লাগানো গোলাকার বস্তুকে কী বলে?
Ο ক) নিউক্লিয়ার রন্ধ্র
Ο খ) ক্রোমাটিন
Ο গ) নিউক্লিওলাস
Ο ঘ) সেন্ট্রোজোম
 সঠিক উত্তর: (গ)

 ৩১৭. পরিপাকতন্তের প্রধান অংশ কয়টি?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
 সঠিক উত্তর: (ক)

 ৩১৮. প্রাণিটিস্যু কয় প্রকার হয়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
 সঠিক উত্তর: (গ)

 ৩১৯. কোন উদ্ভিদে প্রাথমিক পর্যায়ের ভেসেল থাকে?
Ο ক) ঝাউ
Ο খ) দেবদারু
Ο গ) পাইন
Ο ঘ) নেটাম
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২০. কোষের মধ্যে নিউক্লিয়াস ব্যতীত যে জেলী সদৃশ বস্তু রয়েছে তাকে বলে?
Ο ক) প্রোটোপ্লাজমে
Ο খ) সাইটোপ্লাজমে
Ο গ) নিউক্লিওপ্লাজমে
Ο ঘ) অন্তঃপ্লাজমে
 সঠিক উত্তর: (খ)

 ৩২১. সিভকোষ কোন ধরনের কোষ দ্বারা গঠিত?
Ο ক) প্যারেনকাইমা
Ο খ) কোলেনকাইমা
Ο গ) স্ক্লেরেনকাইমা
Ο ঘ) ক্লোরেনকাইমা
 সঠিক উত্তর: (ক)

 ৩২২. প্রকৃত কোষ কয় প্রকার?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
 সঠিক উত্তর: (ক)

 ৩২৩. কোষঝিল্লী প্রধানত কী দ্বারা গঠিত?
Ο ক) লিপিড ও পেকটিন
Ο খ) কাইটিন ও প্র্রোটিন
Ο গ) লিপিড ও প্রোটিন
Ο ঘ) সুবেরিন ও কাইটিন
 সঠিক উত্তর: (গ)

 ৩২৪. ইন্টার ক্যালেটেড ডিস্ক থাকে নিম্নোক্ত পেশিতে
i. ঐচ্ছিক পেশি
ii. অনৈচ্ছিক পেশি
iii. হৃদপেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩২৫. ট্রাকিয়ায় কোন আবরণী টিস্যু পাওয়া যায়?
Ο ক) কিউবয়ডাল আবরণী টিস্যু
Ο খ) কলামনার আবরণী টিস্যু
Ο গ) স্টাটিফাইড আবরণী টিস্যু
Ο ঘ) সিউডো স্টাটিফাইড আবরণী টিস্যু
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২৬. কোন বিজ্ঞানী অর্কিড পাতার কোষে নিউক্লিয়াস আবিষ্কার করেন?
Ο ক) চার্লস ডারউইন
Ο খ) ডেভিড প্রেইন
Ο গ) রবার্ট হুক
Ο ঘ) রবার্ট ব্রাউন
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২৭. ট্রাকিয়ার টিস্যুগুলো কোন ধরনের?
Ο ক) সাধারণ আবরণী টিস্যু
Ο খ) কিউবয়ডাল আবরণী টিস্যু
Ο গ) স্ট্রাটিফাইড আবরণী টিস্যু
Ο ঘ) সিউডো স্ট্রাটিফাইড আবরণী টিস্যু
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২৮. কুপযুক্ত কোষ প্রাচীর বিশিষ্ট কোষ হলো-
i. জাইলেম ফাইবার
ii. ফ্লোয়েম ফাইবার
iii. স্ক্লেরাইড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২৯. নিউরন কোন ধরনের কলা?
Ο ক) রূপান্তরিত আবরণী কলা
Ο খ) তন্তুময় যোজক কলা
Ο গ) কঙ্কাল যোজক কলা
Ο ঘ) পেশি কলা
 সঠিক উত্তর: (ক)

 ৩৩০. বিশেষ ধরনের দৃঢ়, ভঙ্গুর ও অনমনীয় স্কেলিটালন কালেকটিভ টিস্যু কোনটি?
Ο ক) অস্থি
Ο খ) কোমলাস্থি
Ο গ) তরুণাস্থি
Ο ঘ) কাটিলেজ
 সঠিক উত্তর: (ক)

 ৩৩১. ফ্লোয়েম প্যারেনকাইমা কোনটিতে সহায়তা করে?
Ο ক) খাদ্য সঞ্চয় ও খাদ্য পরিবহনে
Ο খ) খাদ্য তৈরিতে
Ο গ) শ্বসনে
Ο ঘ) বাহিরের শক্তি আবরণ সৃষ্টিতে
 সঠিক উত্তর: (ক)

 ৩৩২. মায়োফাইব্রিল কোন কোষে থাকে?
Ο ক) পেশিকোষে
Ο খ) স্নায়ুকোষে
Ο গ) তরুণাস্থি কোষে
Ο ঘ) অস্থি কোষে
 সঠিক উত্তর: (ক)

 ৩৩৩. কলামনার আবরণী টিস্যুর কাজ কী?
Ο ক) ছাঁকন
Ο খ) পরিবহন
Ο গ) রোগ প্রতিরোধ
Ο ঘ) ক্ষরণ ও রক্ষণ
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৩৪. পাতলা কোষপ্রাচীর এবং প্রোটোপ্লাজমযুক্ত কোষকে কী বলে?
Ο ক) ফ্লোয়েম ফাইবার
Ο খ) সঙ্গীকোষ
Ο গ) ফ্লোয়েম প্যারেনকাইমা
Ο ঘ) জাইলেম ফাইবার
 সঠিক উত্তর: (গ)

 ৩৩৫. হাইড্রার এন্ডোভার্মে কোন প্রকার এপিথেলিয়াল টিস্যু পাওয়া যায়?
Ο ক) সিলয়াযুক্ত আবরণী টিস্যু
Ο খ) ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু
Ο গ) ক্ষণপদযুক্ত আবরণী টিস্যু
Ο ঘ) জননকোষের আবরণী টিস্যু
 সঠিক উত্তর: (খ)

 ৩৩৬. জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষকে কী বলে?
Ο ক) জাইলেম ফাইবার
Ο খ) সীভনল
Ο গ) উড প্যারেনকাইমা
Ο ঘ) সঙ্গীকোষ
 সঠিক উত্তর: (গ)

 ৩৩৭. দেহে অক্সিজেনের অভাব হলে কোষকে মেরে ফেলে কোন অঙ্গাণু?
Ο ক) গলজি বস্তু
Ο খ) রাইবোজোম
Ο গ) লাইসোজোম
Ο ঘ) নিউক্লিয়াস
 সঠিক উত্তর: (গ)

 ৩৩৮. দীর্ঘ নলের ন্যায় অঙ্গ গঠন করে কোন কোষ?
Ο ক) ট্রাকিড
Ο খ) ভেসেল
Ο গ) জাইলেম ফাইবার
Ο ঘ) সঙ্গীকোষ
 সঠিক উত্তর: (খ)

 ৩৩৯. একাধিক টিস্যু নির্দিষ্ট কাজ সম্পাদন করলে তাকে কী বলে?
Ο ক) কোষ
Ο খ) অঙ্গ
Ο গ) তন্ত্র
Ο ঘ) দেহ
 সঠিক উত্তর: (খ)

 ৩৪০. জটিল টিস্যুর শারীরবৃত্তীয় গুরুত্ব-
i. খাদ্য পরিবহন করা
ii. পানির সাথে দ্রবীভূত লবণ শোষনে সহায়তা করা
iii. উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৪১. অভ্যন্তরীণ অঙ্গের অন্তর্ভূক্ত- i. নাসিকা ii. বৃক্ক iii. ডিম্বাশয় নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৪২. জীবকোষে নিউক্লিয়াস গুরুত্বপূর্ণ কেন?
Ο ক) সকল জৈবিক কাজ নিয়ন্ত্রণে
Ο খ) জীবাণু হতে রক্ষায়
Ο গ) কোষ বিভাজন নিয়ন্ত্রণে
Ο ঘ) প্রোটিন সংশ্লেষণে
 সঠিক উত্তর: (ক)

 ৩৪৩. আলোচিত টিস্যুটির নাম কী?
Ο ক) যোজক টিস্যু
Ο খ) আবরণী টিস্যু
Ο গ) পেশি টিস্যু
Ο ঘ) স্নায়ু টিস্যু
 সঠিক উত্তর: (খ)

 ৩৪৪. মানুষের অন্ত্রের অন্তঃপ্রাচীরের কোষগুলো-
i. ক্যালসিয়াম জাতীয় পদার্থ দ্বারা তৈরি
ii. দৃঢ় এবং ভঙ্গুর প্রকৃতির হয়
iii. নমনীয় কানেকটিভ টিস্যু দ্বারা তৈরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৪৫. প্রাণির অন্ত্রের অন্তঃপ্রাচীরে পাওয়া যায় কোন টিস্যু?
Ο ক) স্কোয়ামাস আবরণী টিস্যু
Ο খ) কিউবয়ডাল আবরণী টিস্যু
Ο গ) কলামনার আবরণী টিস্যু
Ο ঘ) কঙ্কাল যোজক টিস্যু
 সঠিক উত্তর: (গ)

 ৩৪৬. একটি কোমোজোমের অংশ হলো-
i. স্যাটেলাইট, গোণকুঞ্জন
ii. সেন্ট্রোমিয়ার ও ক্রোমোনেমা
iii. থাইলাকয়েড ও নালিকা তন্তু গুচ্ছ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৪৭. পাতার ক্লোরোফিলযুক্ত প্যারেনকাইমা টিস্যুকে কী বলে?
Ο ক) মেসোফিল
Ο খ) অ্যারেনকাইমা
Ο গ) ক্লোরনকাইমা
Ο ঘ) কোলেনকাইমা
 সঠিক উত্তর: (খ)

 ৩৪৮. আবরণী টিস্যু পরিণত হয়-
i. গ্রন্থি টিস্যুতে
ii. জনন টিস্যুতে
iii. স্নায়ু টিস্যুতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৪৯. দেহকোষের ক্ষেত্রে গ্রহণযোগ্য-
i. বহুকোষী জীবের দেহ গঠনে অংশগ্রহণ করে
ii. পুনঃপুন বিভাজনের মাধ্যমে জীবদেহ গঠন করে
iii. বিভিন্ন তন্ত্র ও অঙ্গ-প্রত্যঙ্গ গঠনে অংশ নেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৫০. অ্যালভিওলাই পাওয়া যায় কোনটিতে?
Ο ক) পরিপাকতন্ত্রে
Ο খ) শ্বসনতন্ত্রে
Ο গ) রেচনতন্ত্রে
Ο ঘ) প্রজননতন্ত্রে
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post