এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ২: জীব কোষ ও টিস্যু (৬)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ২: জীব কোষ ও টিস্যু (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
২৫১. দেহে রক্ত সাহায্য করে-
i. গ্যাস বিনিময় ও পরিবহনে
ii. খাদ্য পরিবহনে
iii. দেহ গঠনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৫২. মাইটোকন্ড্রিয়নের ভেতরে কী থাকে?
Ο ক) ম্যাট্রিক্স
Ο খ) ভেসিকল
Ο গ) গ্রানা
Ο ঘ) স্ট্রোমা
 সঠিক উত্তর: (ক)

 ২৫৩. ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কী দ্বারা গঠিত?
Ο ক) প্রোটিন ও কাইটিন
Ο খ) লিগনিন ও সুবেরিন
Ο গ) লিপিড ও প্রোটিন
Ο ঘ) কাইটিন ও লিপিড
 সঠিক উত্তর: (গ)

 ২৫৪. উদ্ভিদ টিস্যু কত প্রকার?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
 সঠিক উত্তর: (ক)

 ২৫৫. কোষের কোন অবস্থায় কেন্দ্রিকার মধ্যে ক্রোমাটিন জালিকা থাকে?
Ο ক) বিভাজনকালে
Ο খ) সুপ্তাবস্থায়
Ο গ) বিশ্রামকালে
Ο ঘ) সক্রিয় অবস্থায়
 সঠিক উত্তর: (গ)

 ২৫৬. ক্রোমোজোমে অবস্থানকারী জিনের রাসায়নিক গঠন উপাদান কোনটি?
Ο ক) RNA
Ο খ) DNA
Ο গ) RNA ও DNA
Ο ঘ) DNA ও mRNA
 সঠিক উত্তর: (খ)

 ২৫৭. কোন টিস্যুর কোষপ্রাচীর পাতলা ও সেলুলোজ দ্বারা গঠিত?
Ο ক) প্যারেনকাইমা
Ο খ) কোলেনকাইমা
Ο গ) স্ক্লেরেনকাইমা
Ο ঘ) উপরের সবগুলো
 সঠিক উত্তর: (ক)

 ২৫৮. ফ্লোয়েম প্যারেনকাইমার কাজ কী?
Ο ক) খাদ্য সঞ্চয় ও পরিবহন
Ο খ) খাদ্য সঞ্চয়
Ο গ) খাদ্য তৈরি
Ο ঘ) খাদ্য পরিবহন
 সঠিক উত্তর: (ক)

 ২৫৯. স্কোয়ামাস আবরণী টিস্যু কোথায় দেখা যায়?
Ο ক) বৃক্কের বোম্যানস ক্যাপসুলের প্রাচীরে
Ο খ) বৃক্কের সংগ্রাহক নালিকায়
Ο গ) প্রাণির অন্ত্র প্রাচীরে
Ο ঘ) হাইড্রার এন্ডাডার্মে
 সঠিক উত্তর: (ক)

 ২৬০. অনুচক্রিকার কাজ কী?
Ο ক) এলবুমিন তৈরি করা
Ο খ) রক্ত গড়িয়ে পড়ায়
Ο গ) রক্ত জমাট বাঁধায়
Ο ঘ) রক্তকে বিশুদ্ধ করে
 সঠিক উত্তর: (ক)

 ২৬১. পাতলা প্রাচীর যুক্ত প্যারেনকাইমা কোনটিতে পাওয়া যায়?
Ο ক) প্রাইমারি জাইলেম
Ο খ) সেকেন্ডারি জাইলেম
Ο গ) ট্রাকিড
Ο ঘ) ভেসেল
 সঠিক উত্তর: (ক)

 ২৬২. “বৈষম্যভেদ্য পর্দাবৃত জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম বতীত নিজের প্রতিরূপ তৈরিতে সক্ষম” বলেছেন কে?
Ο ক) লোয়ী
Ο খ) সিকেভিজ
Ο গ) লোয়ী ও সিকেভিজ
Ο ঘ) স্লেইডেন
 সঠিক উত্তর: (গ)

 ২৬৩. বিভিন্ন এনজাইমের পানি বিয়োজন সম্পন্ন হয় কোন অঙ্গাণুতে?
Ο ক) প্লাস্টিড
Ο খ) মাইটোকন্ড্রিয়া
Ο গ) গলজি বস্তু
Ο ঘ) লাইসোজোম
 সঠিক উত্তর: (গ)

 ২৬৪. মেরুদন্ডী প্রাণিদের ত্বকে কোন ধরনের টিস্যু থাকে?
Ο ক) কলামনার আবরণী টিস্যু
Ο খ) সাধারণ আবরণী টিস্যু
Ο গ) সিউডো স্ট্রাটিফাইড আবরণী টিস্যু
Ο ঘ) স্ট্রাটিফাইড আবরণী টিস্যু
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬৫. রঙিন প্লাস্টিড হওয়া সত্ত্বেও সবুজ নয় কোনটি?
Ο ক) ক্লোরোপ্লাস্ট
Ο খ) লিউকোপ্লাস্ট
Ο গ) পিউপিল
Ο ঘ) ক্রোমোপ্লাস্ট
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬৬. মসৃণ পেশি কলা হয় কোনটিকে?
Ο ক) ঐচ্ছিক পেশি
Ο খ) অনৈচ্ছিক পেশি
Ο গ) হৃদপেশি
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (খ)

 ২৬৭. কোষ প্রাচীরে থাকে-
i. সেলুলোজ ও হেমি সেলুলোজ
ii. লিগনিন, পেকটিন ও জিলাটিন
iii. সুবেরিন ও পেকটিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৬৮. দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন করে কোন যোজক কলা?
Ο ক) ফাইব্রাস
Ο খ) নন ফাইব্রাস
Ο গ) স্কেলেটাল
Ο ঘ) তরল
 সঠিক উত্তর: (গ)

 ২৬৯. প্রকৃত কোষে বর্তমান থাকে- i. DNA ও RNA ii. প্রোটিন iii. হিস্টোন নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৭০. স্নায়ু টিস্যু সাহায্য করে-
i. উদ্দীপনা গ্রহণ ও উপযুক্ত প্রতিবেদন সৃষ্টিতে
ii. স্মৃতি সংরক্ষণে
iii. ক্ষরণ ও শোষণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৭১. হৃদপেশি টিস্যুর গঠন বৈশিষ্ট্য-
i. কোষগুলো নলাকৃতি, শাখাণ্বিত, আড়াআড়ি দাগযুক্ত
ii. এদর সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়
iii. এদের কোষগুলো শাখার সাহায্যে পরস্পর যুক্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৭২. কোন টিস্যুর কোষগুলো সজীব এবং প্রোটোপ্লাজমযুক্ত?
Ο ক) স্ক্লেরেনকাইমা
Ο খ) জাইলেম
Ο গ) কোলেনকাইমা
Ο ঘ) ফ্লোয়েম
 সঠিক উত্তর: (গ)

 ২৭৩. কোন যুদ্ধে হযরত উসমান (রা) এক-তৃতীয়াংশ সৈন্যের ব্যয়ভার একাই বহন করেছিলেন?
Ο ক) তাবুক
Ο খ) বদর
Ο গ) খন্দক
Ο ঘ) মুতা
 সঠিক উত্তর: (ক)

 ২৭৪. কোনটি রূপান্তরিত আবরণী টিস্যু?
Ο ক) স্কোয়ামাস আবরণী টিস্যু
Ο খ) কিউবয়ডাল আবরণী টিস্যু
Ο গ) কলামনার আবরণী টিস্যু
Ο ঘ) ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু
 সঠিক উত্তর: (ঘ)

 ২৭৫. আঁইশাকার আবরণী টিস্যুর কাজ কী?
Ο ক) ছাঁকন
Ο খ) পরিবহন
Ο গ) খাদ্য সঞ্চয়
Ο ঘ) পরিশোষণ
 সঠিক উত্তর: (ক)

 ২৭৬. কোষ রসের উপাদান হলো-
i. অজৈব লবণ ও জৈব এসিড
ii. আমিষ, শর্করা ও চর্বি জাতীয় পদার্থ
iii. রঞ্জক পদার্থ ও পানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৭৭. কোলেনকাইমা টিস্যু কোথায় দেখা যায়?
i. পাতার শিরায়
ii. পত্রবৃন্তে
iii. মূলের শীর্ষে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৭৮. স্ক্লেরাইড পাওয়া যায়-
i. নগ্নবীজী ও দ্বিবীপপত্রীর কর্টেক্সে
ii. ফুল ও বীজত্বকে
iii. বহিঃত্বক জাইলেম ও ফ্লোয়েমের সাথে পত্রবৃন্তে গুচ্ছরূপে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৭৯. জটিল টিস্যু প্রয়োজন-
i. খাদ্যের কাঁচামাল পরিবহনে
ii. দেহে খাদ্য পরিপাকে
iii. দৃঢ়তা প্রদানে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৮০. প্রাণিকোষে কোষগহ্বরের আকার কেমন হয়?
Ο ক) ছোট
Ο খ) বড়
Ο গ) খুব ছোট
Ο ঘ) খুব বড়
 সঠিক উত্তর: (ক)

 ২৮১. যোজক টিস্যুর বৈশিষ্ট্য-
i. মাতৃকার পরিমাণ বেশি, কোষের সংখ্যা কম
ii. অঙ্গ সঞ্চালন ও চলনে সহায়তা করে
iii. ভ্রুণ মেসোডার্ম থেকে তৈরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৮২. সেলুলোজ ও পেকটিন নির্মত জড় কোষপ্রাচীর কোন টিস্যুর?
Ο ক) প্যারেনকাইমা
Ο খ) কোলেনকাইমা
Ο গ) স্ক্লেরেনকাইমা
Ο ঘ) স্ক্লেরাইড
 সঠিক উত্তর: (খ)

 ২৮৩. এপিথেলিয়াল টিস্যুর ক্ষেত্রে প্রযোজ্য-
i. বৃক্কের সোম্যানস ক্যাপসুল প্রাচীর
ii. ক্ষরণ, রক্ষণ, শোষণ
iii. কোষগুলো ঘন সন্নিবেশিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮৪. অঙ্গটির বৈশিষ্ট্যি হচ্ছে-
i. ক্লোরোফিল থাকায় এদের সবুজ দেখায়
ii. বিভিন্ন প্রকার রঞ্জক পদার্থ সংশ্লেষণ ও জমা করে
iii. বায়ু থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮৫. আদর্শ নিউরনের কতটি অংশ?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
 সঠিক উত্তর: (খ)

 ২৮৬. স্ক্লেরাইডের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য-
i. নগ্নবীজী উদ্ভিদের কর্টেক্স, ফল ও জীবত্বকে বিদ্যমান
ii. এদের স্টোন সেলও বলা হয়
iii. সাধারণত পরিণত স্ক্লেরাইড কোষ মৃত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮৭. বৃক্ষ বা আরোহী উদ্ভিদে অধিক লম্বা থাকে-
Ο ক) ট্রাকিড
Ο খ) ভেসেল
Ο গ) জাইলেম প্যারেনকাইমা
Ο ঘ) জাইলেম ফাইবার
 সঠিক উত্তর: (খ)

 ২৮৮. কোন কোষের পাশ্বীয় জোড়া কূপ এর মাধ্যমে পানি চলাচল করে?
Ο ক) ট্রাকিড
Ο খ) ভেসেল
Ο গ) জাইলেম ফাইবার
Ο ঘ) জাইলেম প্যারেনকাইমা
 সঠিক উত্তর: (ক)

 ২৮৯. প্রাণিটিস্যু প্রধানত কত প্রকার?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
 সঠিক উত্তর: (গ)

 ২৯০. কোষের সংখ্যা ও বৈশিষ্ট্যের উপর প্রাণি টিস্যু কত প্রকার?
Ο ক) ২ প্রকার
Ο খ) ৩ প্রকার
Ο গ) ৪ প্রকার
Ο ঘ) ৫ প্রকার
 সঠিক উত্তর: (গ)

 ২৯১. প্যারেনকাইমা টিস্যুর কাজ-
i. দেহ গঠন করা
ii. খাদ্য প্রস্তুত করা
iii. খাদ্য সঞ্চয় ও পরিবহন করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯২. কোষের বিশ্রামকালে কেন্দ্রিকায় কুন্ডলী পাকানো সূক্ষ্ম সুতার ন্যায় অংশকে কী বলে?
Ο ক) ক্রোমাটিন
Ο খ) ক্রোমাটিন তন্তু
Ο গ) ক্রোমাটিন জালিকা
Ο ঘ) ক্রোমোজোম
 সঠিক উত্তর: (গ)

 ২৯৩. বিশুদ্ধ পানি-
i. স্বাদহীন, গন্ধহীন ও বর্ণহীন
ii. তড়িৎ বজন করে না
iii. নিরপেক্ষ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯৪. পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পরিবহন করে কোনটি?
Ο ক) সিভনল
Ο খ) সঙ্গী কোষ
Ο গ) ফ্লোয়েম প্যারেনকাইমা
Ο ঘ) ফ্লোয়েম ফাইবার
 সঠিক উত্তর: (ক)

 ২৯৫. প্যানেকাইমা টিস্যুর কোষগুলো হলো-
i. জীবিত ও সমব্যাসীয়
ii. পুরু প্রাচীরযুক্ত
iii. প্রোটোপ্লাজম পূর্ণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৯৬. ঐচ্ছিক পেশির কোষগুলো-
i. একাধিক নিউক্লিয়াসযুক্ত
ii. নলাকার, শাখাবিহীন
iii. ইন্টারক্যালেটেড ডিস্কযুক্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৯৭. হিমোগ্লোবিন কোন ধরনের পদার্থ?
Ο ক) লৌহজাত
Ο খ) অক্সিজেনজাত
Ο গ) পটাশজাত
Ο ঘ) ফসফরাসজাত
 সঠিক উত্তর: (ক)

 ২৯৮. ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে ক্লোরোপ্লাস্ট করলে পাওয়া যাবে-
i. বহিঃ ও অন্তঃস্তর
ii. সেন্টিওল ও গ্রানাম
iii. গ্রানাম ল্যামেলাম ও ম্যাট্রিক্স
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৯৯. নিচের কোন জীবটির কোষে সেন্ট্রিওল থাকে?
Ο ক) ছত্রাক
Ο খ) ঈস্ট
Ο গ) ব্যাকটেরিয়া
Ο ঘ) ভাইরাস
 সঠিক উত্তর: (ক)

 ৩০০. কোষের গঠন ও কার্যগত একক কোনটি?
Ο ক) তন্ত্র
Ο খ) অঙ্গ
Ο গ) কলা
Ο ঘ) কোষ
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post