এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ২: জীব কোষ ও টিস্যু (৫)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ২: জীব কোষ ও টিস্যু (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট


http://www.webschoolbd.com
২০১. প্লাস্টিড কয় ধরনের?
Ο ক) দুই ধরনের
Ο খ) তিন ধরনের
Ο গ) চার ধরনের
Ο ঘ) পাঁচ ধরনের
 সঠিক উত্তর: (খ)

 ২০২. প্রাথমিক অবস্থায় প্রাথমিক জাইলেমকে কী বলে?
Ο ক) মেটাজাইলেম
Ο খ) প্রোটোজাইলেম
Ο গ) গৌণ জাইলেম
Ο ঘ) প্রাথমিক জাইলেম
 সঠিক উত্তর: (খ)

 ২০৩. ফ্লোয়েম টিস্যু কয় ধরনের কোষ দিয়ে গঠিত?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
 সঠিক উত্তর: (গ)

 ২০৪. প্রাথমিক জাইলেম কয় প্রকার?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
 সঠিক উত্তর: (ক)

 ২০৫. মাইটোকন্ড্রিয়াকে কোষের ‘পাওয়ার হাউস’ বলা হয় কেন?
Ο ক) শক্তি উৎপন্ন করায়
Ο খ) খাদ্য উৎপন্ন করায়
Ο গ) জৈবিক কার্য নিয়ন্ত্রণ করায়
Ο ঘ) খাদ্য সঞ্চয় করায়
 সঠিক উত্তর: (ক)

 ২০৬. মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কী?
Ο ক) প্রজজনে সাহায্য করা
Ο খ) শ্বসনে সাহায্য করা
Ο গ) খাদ্য সঞ্চয় করা
Ο ঘ) কোষ বিভাজনে সাহায্য করা
 সঠিক উত্তর: (খ)

 ২০৭. স্কোয়ামাস আবরণী টিস্যুর কাজ কী?
Ο ক) আবরণ
Ο খ) ছাকন
Ο গ) আবরণ ও ছাকন
Ο ঘ) ক্ষরণ
 সঠিক উত্তর: (গ)

 ২০৮. লিউকোপ্লাস্ট পাওয়া যায়- i. মূলে ii. ভ্রূণে iii. জননকোষে নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২০৯. কোষ বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত-উক্তিটি কার?
Ο ক) লোয়ী ও সিকেভিজ
Ο খ) ওয়াটসন ও ক্রীক
Ο গ) বেনথাম ও হুকার
Ο ঘ) ডাল্টন ও নিউটন
 সঠিক উত্তর: (ক)

 ২১০. নীলাভ সবুজ শৈবালকে আদি কোষীয় জীব বলা হয় কেন?
Ο ক) সুগঠিত রাইবোজোম অনুপস্থিত থাকায়
Ο খ) সগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত থাকায়
Ο গ) সগঠিত রাইবোজোম উপস্থিত থাকায়
Ο ঘ) সুগঠিত নিউক্লিয়ার ঝিল্লী উপস্থিত থাকায়
 সঠিক উত্তর: (খ)

 ২১১. ফ্লোয়েম টিস্যুর স্ক্লেরেনকাইমা কোষগুলো-
i. গৌন বৃদ্ধির সময় উূৎপত্তি লাভ করে
ii. খাদ্য সঞ্চয় করে
iii. প্রাচীরে কূপ বহন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২১২. নিউক্লিয়াসের আবৃতকারী আবরণীয় নাম হলো-
i. নিউক্লিয়ার আবরণী বা নিউক্লিয়ার মেমব্রেন
ii. কেন্দ্রিকা ঝিল্লি বা কেন্দ্রীয় ঝিল্লি
iii. নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয় ঝিল্লি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২১৩. দেহে অক্সিজেনের অভাব হলে কোষের কোন অঙ্গাণু ক্ষতিগ্রস্ত হয়?
Ο ক) প্লাস্টিড
Ο খ) মাইটোকন্ড্রিয়া
Ο গ) লাইসোজোম
Ο ঘ) রাইবোজোম
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৪. কোনটি বিশেষভাবে রূপান্তরিত আবরণী টিস্যু?
Ο ক) সিলিয়াযুক্ত আবরণী টিস্যু
Ο খ) ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু
Ο গ) ক্ষণপদ যুক্ত আবরণী টিস্যু
Ο ঘ) জনন কোষের আবরণী টিস্যু
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৫. কোন অঙ্গটি পরিপাকতন্ত্রের অন্তর্ভূক্ত?
Ο ক) রেক্টাম
Ο খ) বৃক্ক
Ο গ) মূত্রথলি
Ο ঘ) মূত্রণালি
 সঠিক উত্তর: (ক)

 ২১৬. উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু কোনটি?
Ο ক) মাইটোকন্ড্রিয়া
Ο খ) প্লাস্টিড
Ο গ) গলজি বডি
Ο ঘ) নিউক্লিয়াস
 সঠিক উত্তর: (খ)

 ২১৭. হরোমোন এক স্থান থেকে আরেক স্থানে কীসের মাধ্যমে পরিবাহিত হয়?
Ο ক) রক্ত
Ο খ) স্নায়ু
Ο গ) মেরুদন্ড
Ο ঘ) হাড়
 সঠিক উত্তর: (ক)

 ২১৮. রক্ত কী?
Ο ক) তরল যোজক কলা
Ο খ) স্কেলিটাল যোজক কলা
Ο গ) স্কোয়ামাস যোজক কলা
Ο ঘ) ফাইব্রাস যোজক কলা
 সঠিক উত্তর: (ক)

 ২১৯. স্ক্লেরেনকাইমা কোষগুলি কয় ধরনের?
Ο ক) ১ ধরনের
Ο খ) ২ ধরনের
Ο গ) ৩ ধরনের
Ο ঘ) ৪ ধরনের
 সঠিক উত্তর: (খ)

 ২২০. ইন্টারক্যালাটেড ডিস্ক কোথায় পাওয়া যায়?
Ο ক) ঐচ্ছিক পেশিকোষে
Ο খ) অনৈচ্ছিক পেশিকোষে
Ο গ) হৃদপেশি কোষে
Ο ঘ) স্নায়ু কোষে
 সঠিক উত্তর: (গ)

 ২২১. নিউক্লিয়াসের ক্ষেত্রে প্রযোজ্য-
i. প্রতি কোষে সাধারণ একটি
ii. সাধারণ বৃত্তাকার হয়
iii. কোষ গহবর বড় হলে এটি কিনারার দিকে অবস্থান করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২২২. আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট রূপান্তরিত হতে পারে-
i. ক্রোমোপ্লাস্টে
ii. বর্ণহীন প্লাস্টিডে
iii. ক্লোরোপ্লাস্টে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২২৩. আদি কোষের ক্রোমোজোমে কী থাকে?
Ο ক) rRNA
Ο খ) mRNA
Ο গ) DNA
Ο ঘ) DNA অথবা RNA
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৪. নিউক্লিওলাস কী দ্বারা গঠিত?
Ο ক) DNA ও RNA
Ο খ) RNA ও প্রোটিন
Ο গ) DNA ও লিপিড
Ο ঘ) RNA ও লিপিড
 সঠিক উত্তর: (খ)

 ২২৫. কোন পেশির কোষে একাধিক নিউক্লিয়াস থাকে?
Ο ক) ঐচ্ছিক পেশি
Ο খ) অনৈচ্ছিক পেশি
Ο গ) হৃদপেশি
Ο ঘ) উপরের সবগুলো
 সঠিক উত্তর: (ক)

 ২২৬. স্নায়ুতন্ত্রের অংশ হলো-
i. মস্তিষ্ক
ii. সুষুম্নাকান্ড
iii. করোটিক স্নায়ু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৭. জিন বলতে কী বোঝায়?
Ο ক) প্রোটিন সঞ্চয়কারী
Ο খ) উৎসেচক সরবরাহকারী
Ο গ) শক্তি উৎপাদনকারী
Ο ঘ) বংশধারা বহনকারী
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৮. কেন্দ্রিকাবিহীন, পাতলা প্রাচীরযুক্ত সজীব কোষ কোনটি?
Ο ক) সিভনল
Ο খ) সঙ্গীকোষ
Ο গ) ট্রাকিড
Ο ঘ) ভেসেল
 সঠিক উত্তর: (ক)

 ২২৯. ফুলের রং লাল, হলুদ, গোলাপি হয় কারণ এতে আছে-
i. ক্রোমোপ্লাস্ট
ii. নিউকোপ্লাস্ট
iii. ক্লোরোপ্লাস্ট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৩০. ম্যাট্রিক্সের অবস্থান কোথায়?
Ο ক) প্রোটিন
Ο খ) লিপিড
Ο গ) লাইপোপ্রোটিন
Ο ঘ) পলিমার
 সঠিক উত্তর: (গ)

 ২৩১. মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কোনটি?
Ο ক) শ্বাসকার্যে সাহায্য করা
Ο খ) শ্বসনকার্যে সাহায্য করা
Ο গ) প্রোটিন তৈরি করা
Ο ঘ) সালোকসংশ্লেষণে সাহায্য করা
 সঠিক উত্তর: (খ)

 ২৩২. রাইবোজোম ও লাইসোজোমের পার্থক্য লক্ষ্য করা যায়-
i. আবরণের ভিত্তিতে
ii. গঠনের ভিত্তিতে
iii. অবস্থানের ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৩. উদ্ভিদের বিভিন্ন অংশে রঙের বৈচিত্র দেখা যাওয়ার কারণ হলো-
i. ক্লোরোপ্লাস্ট ও জ্যান্থফিল
ii. ফাইকোএরিথ্রিন ও ফাইকোসায়ানিন
iii. লিউকোপ্লাস্ট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৩৪. দ্বিবীজপত্রী উদ্ভিদের জাইলেমে যে উপাদানটি থাকে?
Ο ক) ট্রাকিড
Ο খ) ভেসেল
Ο গ) জাইলেম প্যারেনকাইমা
Ο ঘ) সিভকোষ
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৫. আলোর বদলে অনুবীক্ষণ যন্ত্রে আর কী ব্যবহার করা যায়?
Ο ক) ইলেকট্রন
Ο খ) নিউট্রন
Ο গ) পজিট্রন
Ο ঘ) প্রোটিন
 সঠিক উত্তর: (ক)

 ২৩৬. জীববিজ্ঞানের কোন শাখায় অঙ্গসমূহ নিয়ে আলোচনা করা হয়?
Ο ক) টিস্যুতত্ত্ব
Ο খ) কোষবিদ্যা
Ο গ) বংশগতিবিদ্যা
Ο ঘ) অঙ্গসংস্থানবিদ্যা
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৭. ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া কোথায় সংঘটিত হয়?
Ο ক) রাইবোজোম
Ο খ) গলজিবস্তুতে
Ο গ) লাইবোসোমে
Ο ঘ) মাইটোকন্ড্রিয়ায়
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৮. কেন্দ্রিকারসে থাকে-
i. নিউক্লিক এসিড
ii. প্রোটিন
iii. এনজাইম ও খনিজ লবণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৯. শ্বসন ক্রিয়ার প্রধান ধাপ কয়টি?
Ο ক) দুটি
Ο খ) ‌তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
 সঠিক উত্তর: (ক)

 ২৪০. যে ভিত্তির উপর অণুবীক্ষণ যন্ত্র দাঁড়িয়ে থাকে তাকে কী বলে?
Ο ক) স্তম্ভ
Ο খ) মঞ্চ
Ο গ) পাদদেশ
Ο ঘ) বাহু
 সঠিক উত্তর: (গ)

 ২৪১. কোষপ্রাচীর কীভাবে পার্শবর্তী কোষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে?
Ο ক) মাইকোঝিল্লী সৃষ্টির মাধ্যমে
Ο খ) প্লাজমোডেজমাটা সৃষ্টির মাধ্যমে
Ο গ) সাইটোডেজমাটা সৃষ্টির মাধ্যমে
Ο ঘ) প্লাজমালেমা সৃষ্টির মাধ্যমে
 সঠিক উত্তর: (খ)

 ২৪২. ক্লোরোপ্লাস্ট কোন বর্ণ কণিকার আধিক্যের জন্য সবুজ হয়?
Ο ক) জান্থোফিল
Ο খ) ক্লোরোফিল
Ο গ) ক্যারোটিন
Ο ঘ) ফাইকোসায়ানিন
 সঠিক উত্তর: (খ)

 ২৪৩. মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড পৃথক করা যায়-
i. রঞ্জক পদার্থের উপস্থিতির ভিত্তিতে
ii. অন্তঃপর্দার ভিত্তিতে
iii. কাজের ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৪. žমেরুদন্ডী প্রাণীদের স্বাসনালিতে কোন টিস্যু বিদ্যমান?
Ο ক) সিলিয়াযুক্ত আবরণী টিস্যু
Ο খ) ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু
Ο গ) ক্ষণপদযুক্ত আবরণী টিস্যু
Ο ঘ) সিলিয়ামুক্ত আবরণী টিস্যু
 সঠিক উত্তর: (ক)

 ২৪৫. নিউক্লিয়ার আবরণীয় সমান কোনটি?
Ο ক) নিউক্লিয়ার প্রাচীর
Ο খ) কেন্দ্রীয় ঝিল্লি
Ο গ) কেন্দ্রের ঝিল্লি
Ο ঘ) কেন্দ্রিকা ঝিল্লি
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৬. গলজি বস্তুর গঠন বৈশিষ্ট্যের ক্ষেত্রে-
i. সিসটার্নি বিদ্যমান
ii. কয়েক প্রকার ভেসিকল বিদ্যমান
iii. ম্যাট্রিক্স বিদ্যমন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৪৭. ক্লোরোপ্লাস্ট ঝিল্লি গঠিত হয়-
Ο ক) লিপিড ও প্রোটিন দিয়ে
Ο খ) নন-হিস্টোন প্রোটিন দিয়ে
Ο গ) DNA ও RNA দিয়ে
Ο ঘ) নিউক্লিওটাইড দিয়ে
 সঠিক উত্তর: (ক)

 ২৪৮. লসিকাতন্ত্রের অংশ কোনটি?
Ο ক) অ্যাপেন্ডির
Ο খ) অন্ত্র
Ο গ) কান
Ο ঘ) টনসিল
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৯. কোষের পাওয়ার হাউজে-
i. গ্লাইকোলাইসিস ঘটে
ii. ক্রিস্টি ও অক্সিজোম থাকে
iii. ক্রেবস চক্র সম্পন্ন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৫০. কোষপ্রাচীর সাহায্য করে-
i. কোষের আকার ও আকৃতি প্রদানে
ii. পানি ও খনিজ চলাচলে
iii. কোষকে রক্ষায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post