এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ২: জীব কোষ ও টিস্যু (১০)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ২: জীব কোষ ও টিস্যু (১০) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
৪৫১. দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠনকারী টিস্যুকে কী বলে?
Ο ক) ফাইব্রাস যোজক টিস্যু
Ο খ) স্কেলেটাল যোজক টিস্যু
Ο গ) পেশি টিস্যু
Ο ঘ) স্কোয়ামাস টিস্যু
 সঠিক উত্তর: (খ)

 ৪৫২. পরিপাক এনজাইমগুলো একটি পর্দা দ্বারা আবৃত থাকে কোন অঙ্গাণুতে?
Ο ক) মাইটোকন্ড্রিয়ায়
Ο খ) গলজি বস্তুতে
Ο গ) রাইবোজোমে
Ο ঘ) লাইসোজোমে
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৫৩. কোষপ্রাচীর অসমভাবে পুরু ও কোষগুলো অধিক পুরু কোন টিস্যুর?
Ο ক) প্যারেনকাইমা
Ο খ) কোলেনকাইমা
Ο গ) স্ক্লেরেনকাইমা
Ο ঘ) স্ক্লেরাইড
 সঠিক উত্তর: (খ)

 ৪৫৪. ব্যাকটেরিয়ায় উপস্থিত থাকে নিচের কোনটি?
Ο ক) মাইটোকন্ড্রিয়া
Ο খ) প্লাস্টিড
Ο গ) রাইবোজোম
Ο ঘ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
 সঠিক উত্তর: (গ)

 ৪৫৫. পৌষ্টিক গ্রন্থি হিসেবে কাজ করে-
i. লালাগ্রন্থি
ii. অগ্ন্যাশয়
iii. বৃক্ক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৫৬. রক্তকণিকা কয় ধরণের?
Ο ক) ২ ধরনের
Ο খ) ৩ ধরনের
Ο গ) ৪ ধরনের
Ο ঘ) ৫ ধরনের
 সঠিক উত্তর: (খ)

 ৪৫৭. নিম্নোক্ত উদ্ভিদের প্রাথমিক ও গৌণ জাইলেমে ট্রাকিড পাওয়া যায়-
i. ফার্ন ও নগ্নবীজী
ii. মস ও আবৃতবীজী
iii. নগ্নবীজিী ও আবৃতবীজী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৪৫৮. কচি ও নমনীয় কান্ডকে দৃঢ়তা প্রদান করে কোন টিস্যু?
Ο ক) প্যারেনকাইমা
Ο খ) কোলেনকাইমা
Ο গ) স্ক্লেরেনকাইমা
Ο ঘ) স্ক্লেরাইড
 সঠিক উত্তর: (খ)

 ৪৫৯. জাইলেম টিস্যুতে কত ধরনের কোষ থাকে?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
 সঠিক উত্তর: (গ)

 ৪৬০. অণবীক্ষণ যন্ত্রে ফুটের উঁচু যে অংশের সাথে বাহূটি লাগানো থাকে তাকে কী বলে?
Ο ক) স্টেজ
Ο খ) স্তম্ভ
Ο গ) ড্র টিউব
Ο ঘ) নোসপিস
 সঠিক উত্তর: (খ)

 ৪৬১. প্যারেনকাইমা টিস্যুকোষের বৈশিষ্ট্য হলো-
i. জীবিত, পাতলা প্রাচীরযুক্ত, প্রোটোপ্লাজমপূর্ণ
ii. গৌণ প্রাচীর শক্ত, অত্যন্ত পুরু ও লিগনিনযুক্ত
iii. কোষপ্রাচীর অসমভাবে পুরু ও কোণাগুলো অধিক পুরু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর:

 ৪৬২. হরমোন নিঃসরণকারী গ্রন্থিগুলো হলো-
i. থাইরয়েড
ii. আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস
iii. সপ্রারেনাল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৬৩. উৎসেচক ও কোষে উৎপাদিত দ্রব্যাদি পরিবহন করে কোষের কোন অঙ্গাণু?
Ο ক) গলজি বস্তু
Ο খ) রাইবোজোম
Ο গ) মাইটোকন্ড্রিয়া
Ο ঘ) অন্তঃপ্লাজমীয় জালিকা
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৬৪. দন্ডকলসী উদ্ভিদের কান্ডে কোন টিস্যু দৃঢ়তা প্রদান করে?
Ο ক) প্যারেনকাইমা
Ο খ) কোলেনকাইমা
Ο গ) স্ক্লেরেনকাইমা
Ο ঘ) ক্লোরেনকাইমা
 সঠিক উত্তর: (খ)

 ৪৬৫. ক্রোমোপ্লাস্টে থাকে-
i. ক্যারেটিন ও জ্যান্থোফিল
ii. ক্যারোটিন ও ফাইকোএরিথ্রিন
iii. ক্লোরোফিল ও ফাইকোসায়নিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৬৬. প্যারেনকাইমা টিস্যুতে ক্লোরোফিল থাকলে তাকে কী বলে?
Ο ক) মেসোফিল
Ο খ) অ্যারেনকাইমা
Ο গ) ক্লোরেনকাইমা
Ο ঘ) কোলেনকাইমা
 সঠিক উত্তর: (গ)

 ৪৬৭. শক্ত ও পুরু দেয়ালবিশিষ্ট স্ক্লেরেনকাইমা কোষগুলো-
i. উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে
ii. খাদ্য সঞ্চয় করে
iii. পানি ও খনিজ লবণ পরিবহন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৪৬৮. প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য হলো-
i. কোষসমূহ দৈর্ঘ্য প্রস্থ ও গভীরতায় মোটামুটি একই রকম
ii. কোষপ্রাচীর সমভাবে পুরু
iii. কোষগুলো গোলাকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৬৯. অঙ্গসমূহ নিয়ে আলোচিত বিজ্ঞানকে কী বলে?
Ο ক) Anatomy
Ο খ) Ecology
Ο গ) Embryology
Ο ঘ) Physiology
 সঠিক উত্তর: (ক)

 ৪৭০. রবার্ট হুক কত সালে কোষ আবিস্কার করেন?
Ο ক) ১৯৫৬
Ο খ) ১৯৬৫
Ο গ) ১৬৬৫
Ο ঘ) ১৭৬৫
 সঠিক উত্তর: (গ)

 ৪৭১. কঠিন স্কেলিটাল ক্ষেত্রে তথ্য-
i. কঠিন স্কেলিটাল যোজক টিস্যু
ii. মানুষের কানের পিনায় বিদ্যমান
iii. এদের মাতৃকাকে কনড্রিন বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৪৭২. কোনটি মাতৃকার ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমা হয়ে দৃঢ়তা প্রদান করে?
Ο ক) অস্থি
Ο খ) কোমলাস্থি
Ο গ) তরুণাস্থি
Ο ঘ) কাটিলেজ
 সঠিক উত্তর: (ক)

 ৪৭৩. কোনটি কয়েক সেন্টিমিটার লম্বা হয়?
Ο ক) ট্রাকিড
Ο খ) ভেসেল
Ο গ) ফাইবার
Ο ঘ) প্যারেনকাইমা
 সঠিক উত্তর: (খ)

 ৪৭৪. বংশধারা বহনকারী জিন বহন করে কোন অঙ্গাণু?
Ο ক) ক্রোমোজোম
Ο খ) নিউক্লিওলাস
Ο গ) মাইটোকন্ড্রিয়া
Ο ঘ) প্লাস্টিড
 সঠিক উত্তর: (ক)

 ৪৭৫. উদ্ভিদকোষে প্লোরোপ্লাস্ট প্রয়োজন হয় কেন?
Ο ক) খাদ্য সঞ্চয়ে
Ο খ) রঞ্জক পদার্থ সংশ্লেষণে
Ο গ) শর্করা জাতীয় খাদ্য তৈরিতে
Ο ঘ) ফুলকে রঙিন করতে
 সঠিক উত্তর: (গ)

 ৪৭৬. ফাইবার এর গায়ে যে ছিদ্র থাকে তাকে কী বলে?
Ο ক) পোর
Ο খ) কূপ
Ο গ) পেরিসাইকেল
Ο ঘ) বান্ডল সিথ
 সঠিক উত্তর: (খ)

 ৪৭৭. মাতৃ ও পিতৃ জননকোষ মিলিত হয়ে যে প্রথম কোষ গঠন করে তার নাম কী?
Ο ক) আদিকোষ
Ο খ) জননকোষ
Ο গ) জাইগোট
Ο ঘ) জনন মাতৃকোষ
 সঠিক উত্তর: (গ)

 ৪৭৮. অবস্থান গঠন ও কাজের বিত্তিতে পেশি টিস্যু কয় ধরনের?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
 সঠিক উত্তর: (গ)

 ৪৭৯. কোন টিস্যুতে যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ রয়েছে?
Ο ক) প্যারেনকাইমা
Ο খ) ক্লোরেনকাইমা
Ο গ) স্ক্লেরেনকাইমা
Ο ঘ) কোলেনকাইমা
 সঠিক উত্তর: (গ)

 ৪৮০. স্কেলেটাল যোজক টিস্যুর ক্ষেত্রে প্রযোজ্য-
i. দেহকে নির্দিষ্ট আকৃতি ও দৃঢ়তা দেয়
ii. শুক্রাণু ও ডিম্বাণু কোষ উৎপন্ন করে
iii. দেহের নাজুক ও নরম অঙ্গসমূহকে রক্ষা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৮১. ফ্লোয়েম টিস্যুর সঙ্গীকোষ অনুপস্থিত যেসব উদ্ভিদে হা হলো-
i. ফার্ন ও নগ্নজীজী
ii. ফার্ন ও ব্যক্তবীজী
iii. ফার্ন ও গুপ্তবীজী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৮২. কোনটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা দেয়?
Ο ক) লোহিত কণিকা
Ο খ) শ্বেত কণিকা
Ο গ) অনুচক্রিকা
Ο ঘ) লসিকা
 সঠিক উত্তর: (খ)

 ৪৮৩. আমাদের দেহের রক্তের লাল কোষগুলো-
i. ফুসফুসের অক্সিজেন গ্রহণ করে
ii. শরীরে কার্বন ডাই-অক্সাইড বহন করে
iii. দেহের প্রতিটি কোষে অক্সিজেন পৌছে দেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৪৮৪. মানুষের নাকের ও কানের পিনা কী দিয়ে তৈরি?
Ο ক) অস্থি
Ο খ) নরমঅস্থি
Ο গ) কোসলাস্থি
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (গ)

 ৪৮৫. আদি কোষে কোনটি থাকে?
Ο ক) রাইবোজোম
Ο খ) মাইটোকন্ড্রিয়া
Ο গ) প্লাস্টিড
Ο ঘ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
 সঠিক উত্তর: (ক)

 ৪৮৬. স্টাকিড কোষের কয়েক ধরনের গুরুত্ব হলো-
i. বলয়াকার, সর্পিলাকার
ii. পোপানকার, জালিকাকার
iii. বলয়াকার ও কূপাঙ্কিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৮৭. কোনটির নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে?
Ο ক) আদি কোষের
Ο খ) প্রকৃত কোষের
Ο গ) জনন কোষের
Ο ঘ) দেহ কোষের
 সঠিক উত্তর: (ক)

 ৪৮৮. ফ্লোয়েমে উপস্থিত প্যারেনকাইমা কোষ পাওয়া যায়-
i. দ্বিবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েমে
ii. ফার্ন উদ্ভিদের ফ্লোয়েমে
iii. একবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৮৯. সবুজ রংয়ের প্লাস্টিডকে কী বলে?
Ο ক) ক্লোরোপ্লাস্ট
Ο খ) কো্রমোপ্লাস্ট
Ο গ) নিউকোপ্লাস্ট
Ο ঘ) মাইটোকন্ড্রিয়া
 সঠিক উত্তর: (ক)

 ৪৯০. কোষের পাওয়ার হাউজের ঝিল্লীর স্তর কয়টি?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
 সঠিক উত্তর: (খ)

 ৪৯১. লিউকোপ্লাস্ট কী পেলে ক্লোরোপ্লাস্ট বা ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে?
Ο ক) বাতাস
Ο খ) আলো
Ο গ) পানি
Ο ঘ) রঞ্জক
 সঠিক উত্তর: (খ)

 ৪৯২. মেরুদন্ডী প্রাণিদের শ্বাসনালীর প্রাচীরে কোন প্রকার এপিথেলিয়াল টিস্যু দেখতে পাওয়া যায়?
Ο ক) জার্মিনাল এপিথেলিয়াল টিস্যু
Ο খ) কলামনার এপিথেলিয়াল টিস্যু
Ο গ) সিলিয়াযুক্ত এপিথেলিয়াল টিস্যু
Ο ঘ) ফ্লাজেলাযুক্ত এপিথেলিয়াল টিস্যু
 সঠিক উত্তর: (গ)

 ৪৯৩. টিস্যুটির ক্ষেত্রে প্রযোজ্য-
i. বুকের বোম্যানস ক্যাপসুল প্রাচীর
ii. ক্ষরণ, রক্ষণ, শোষণ
iii. কোষগুলো ঘন সন্নিবেশিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৯৪. নিচের টিস্যুগুলো উদ্ভিদ অঙ্গকে দৃঢ়তা প্রদান করে-
i. কোলেনকাইমা টিস্যু
ii. স্ক্লেরেনকাইমা টিস্যু
iii. জাইলেম টিস্যু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৯৫. কোন পেশির কোষগুলো নলাকার, শাখা বিহীন ও আড়া আড়া জোড়াযুক্ত হয়?
Ο ক) ঐচ্ছিক পেশি
Ο খ) অনৈচ্ছিক পেশি
Ο গ) হৃদপেশি
Ο ঘ) উপরের সবগুলো
 সঠিক উত্তর: (ক)

 ৪৯৬. সরল টিস্যু কত প্রকার?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
 সঠিক উত্তর: (খ)

 ৪৯৭. কিউবয়ডাল (ঘনাকার) আবরণী কলা কোথায় দেখতে পাওয়া যায়?
Ο ক) বৃক্কের বোম্যানস ক্যাপসুলে
Ο খ) মেরুদন্ডী প্রাণির অন্ত্রে
Ο গ) বৃক্কের সংগ্রাহক নালিকায়
Ο ঘ) হাইড্রায় এন্ডোডার্মে
 সঠিক উত্তর: (গ)

 ৪৯৮. নিউক্লিয়াসবিহীন কোষ হলো-
i. সিভ কোষ
ii. লোহিত রক্তকণিকা
iii. শ্বেত রক্তকণিকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 তথ্যটি পড়ে নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান অথবা অন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে অবস্থিত দানাদার কণা, যেখানে প্রোটিন সংশ্লেষণ ঘটে।

 ৪৯৯. কণাটির নাম কী?
Ο ক) রাইবোসোম
Ο খ) গলজিবস্তু
Ο গ) সিস্টারনি
Ο ঘ) লাইসোজোম
 সঠিক উত্তর: (ক)

 ৫০০. কণাটির প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে- i. DNA ii. RNA iii. প্রোটিন নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post