ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ১৩: জীবের পরিবেশ (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. মৃতদেহ থেকে বাস্তুতন্ত্রে যোগ হয় –
i. ইউরিয়া
ii. উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন অঙ্গ
iii. পটাশিয়াম ও লৌহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫২. যুক্তরাষ্ট্রের চেকপিক উপকূলে এক সময় প্রচুর পরিমাণে পাওয়া যেত নিচের কোনটি?
Ο ক) ঝিনুক
Ο খ) কোয়ার্টজ
Ο গ) স্যামন মাছ
Ο ঘ) কোরাল
সঠিক উত্তর: (ক)
১৫৩. তোমার বিদ্যালয়ের পাশের পুকুরের পানি দূষণের ফলে ফাইটোপ্ল্যাঙ্কটন জন্মাতে না পারলে কী কমে যাবে?
Ο ক) বিয়োজক
Ο খ) মাছ
Ο গ) ক্যালসিয়াম
Ο ঘ) তাপমাত্রা
সঠিক উত্তর: (খ)
১৫৪. প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে –
i. মুরগী
ii. গরু
iii. ব্যাঙ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫৫. জীবের উদ্ভবের আগেই পরিবেশ ছিল –
i. অক্সিজেন
ii. জৈব এসিড
iii. কার্বন ডাই অক্সাইড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৫৬. প্রাণিকূল শ্বসনের মাধ্যমে কোন গ্যাস ত্যাগ করে?
Ο ক) O2
Ο খ) H2
Ο গ) CO2
Ο ঘ) N2
সঠিক উত্তর: (গ)
১৫৭. পরিবেশের জীব উপাদান প্রধানত কত প্রকার?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (গ)
১৫৮. খাদ্য শিকলের প্রতিটি ধাপে শতকরা কতভাগ শক্তি কমে যায়?
Ο ক) ৫০-৬০ ভাগ
Ο খ) ৬০-৭০ ভাগ
Ο গ) ৭০-৮০ ভাগ
Ο ঘ) ৮০-৯০ ভাগ
সঠিক উত্তর: (ঘ)
১৫৯. বাস্তুতন্ত্রের সক্রিয় উপাদান হলো –
i. উৎপাদক
ii. সূর্যালোক
iii. বিয়োজক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৬০. জীবন্ত প্রাণীর চেয়ে মৃত প্রাণীর মাংস বা আবর্জনা খেতে পছন্দ করে –
i. বাঘ
ii. শকুন
iii. হায়েনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৬১. সূর্যের আলো ও তাপশক্তি পৃথিবীতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয় কত ভাগ?
Ο ক) ২%
Ο খ) ৩%
Ο গ) ১%
Ο ঘ) ৪%
সঠিক উত্তর: (ক)
১৬২. এক সময় যুক্তরাষ্ট্রের চেকপিক উপকূলে থাকা অসংখ্য ঝিনুক কতদিনে ঐ এলাকার পানি পরিশুদ্ধ করতে পারতো?
Ο ক) ১ দিনে
Ο খ) ২ দিনে
Ο গ) ৩ দিনে
Ο ঘ) ৪ দিনে
সঠিক উত্তর: (গ)
১৬৩. মৃতদেহ থেকে খাদ্য গ্রহণ করে – i. ব্যাকটেরিয়া ii. ছত্রাক iii. শৈবাল নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৪. পুকুরে বিয়োজকের কাজ করে কোনটি?
Ο ক) জুওপ্লাংকটন
Ο খ) ফাইটোপ্লাংকটন
Ο গ) ব্যাকটেরিয়া
Ο ঘ) ছোট মাছ
সঠিক উত্তর: (গ)
১৬৫. আমরা প্রথম শ্রেণির খাদক বলে খাদ্য হিসেবে ব্যবহার করি কোনটি?
Ο ক) উদ্ভিদ
Ο খ) প্রাণী
Ο গ) অণুজীব
Ο ঘ) জড়বস্তু
সঠিক উত্তর: (ক)
১৬৬. একটি জীব কর্তৃক সৃষ্ট জৈব রাসায়নিক পদার্থের কারণে অন্য জীবের বিকাশ বাধাপ্রাপ্ত হলে ঐ সম্পর্ককে কী বলে?
Ο ক) মিউচুয়ালিজম
Ο খ) কমেনসেলিজম
Ο গ) কম্পিটিশন
Ο ঘ) এন্টিবায়োটিস
সঠিক উত্তর: (ঘ)
১৬৭. কোনো এলাকায় ডেঙ্গু বা ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিলে কী নিয়ন্ত্রণ করতে হবে?
Ο ক) মানুষের সংখ্যা
Ο খ) মশার সংখ্যা
Ο গ) ডেঙ্গু বা ম্যালেরিয়ার জীবাণুর সংখ্যা
Ο ঘ) সাপের সংখ্যা
সঠিক উত্তর: (খ)
১৬৮. মৃতদেহের সঞ্চিত রাসায়নিক শক্তি পরিবেশে ফিরে আসে –
i. জড় পদার্থ আকারে
ii. শক্তি আকারে
iii. অনুজীব আকারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৯. গৌণ খাদক হলো – i. মুরগী ii. ব্যাঙ iii. শিয়াল নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৭০. বাস্তুতন্ত্রে নিচের কোনটি উৎপাদক?
Ο ক) সবুজ গাছপালা
Ο খ) মাটি
Ο গ) ব্যাকটেরিয়া
Ο ঘ) সূর্যালোক
সঠিক উত্তর: (ক)
১৭১. পরজীবী খাদ্য শিকলে –
i. পরজীবী উদ্ভিদ ও প্রাণী অন্য পোষক থেকে খাদ্য গ্রহণ করে
ii. এই খাদ্য শিকলে প্রথম ধাপে সবুজ উদ্ভিদ নাও থাকতে পারে
iii. এই খাদ্য শিকলে সব ধরনের খাদক থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭২. মৃতদেহ থেকে যেসব জড়বস্তু বাস্তুতন্ত্রে যোগ হয় তাদেরকে কী বলে?
Ο ক) গ্লুকোজ
Ο খ) হিউমাস
Ο গ) সার
Ο ঘ) ভৌত বস্তু
সঠিক উত্তর: (খ)
১৭৩. পুকুরে বাস্তুসংস্থানে ভেটকি মাছ কী?
Ο ক) বিয়োজক
Ο খ) প্রথম স্তরের খাদক
Ο গ) দ্বিতীয় স্তরের খাদক
Ο ঘ) তৃতীয় স্তরের খাদক
সঠিক উত্তর: (ঘ)
১৭৪. পাখিদের প্রধান খাদ্য কী?
Ο ক) কীটপতঙ্গ
Ο খ) গম
Ο গ) পেয়ারা
Ο ঘ) ঘান
সঠিক উত্তর: (ক)
১৭৫. পুকুরে প্রথম স্তরের খাদকদেরকে ভক্ষণ করে –
i. ছোট মাছ
ii. মশার শূককীট
iii. ব্যাঙ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৭৬. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় –
i. উদ্ভিদ সূর্যালোক, পানি ও কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে খাদ্য তৈরি করে
ii. উদ্ভিদ উপজাত হিসেবে অক্সিজেন নির্গমন করে
iii. উদ্ভিদ তার নিজের স্থান পরিবর্তন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭৭. কোনটি প্রথম শ্রেণির খাদক?
Ο ক) ব্যাঙ
Ο খ) সাপ
Ο গ) গুঁইসাপ
Ο ঘ) ঘাসফড়িং
সঠিক উত্তর: (ঘ)
১৭৮. খাদ্য শক্তির প্রবাহকে একসাথে কী বলে?
Ο ক) খাদ্যজাল
Ο খ) খাদ্য শিকল
Ο গ) শক্তির পিরামিড
Ο ঘ) শক্তির প্রবাহ
সঠিক উত্তর: (খ)
১৭৯. জলভাগের বাস্তুতন্ত্র কাছে থেকে ভালো করে দেখার জন্য সবচেয়ে উপযোগী কোনটি?
Ο ক) পুকুর
Ο খ) নদী
Ο গ) সাগর
Ο ঘ) অ্যাকুরিয়াম
সঠিক উত্তর: (ক)
১৮০. ফাইটোপ্লাংকটনকে কী বলে?
Ο ক) উৎপাদক
Ο খ) খাদক
Ο গ) বিয়োজক
Ο ঘ) পরিবর্তক
সঠিক উত্তর: (ক)
১৮১. কোনটির মাধ্যমে জীবের বংশগতীয় বৈশিষ্ট্য বংশানুক্রমে সঞ্চারিত হয়?
Ο ক) মাইটোকন্ড্রিয়া
Ο খ) নিউক্লিয়াস
Ο গ) জীন
Ο ঘ) রাইবোজোম
সঠিক উত্তর: (গ)
১৮২. রাইজোবিয়াম ব্যাকটেরিয়া ও শিম জাতীয় উদ্ভিদের সম্পর্ক কীরূপ?
Ο ক) মিউচুয়ালিজম
Ο খ) কমেনসেলিজম
Ο গ) কম্পিটিশন
Ο ঘ) এন্টিবায়োটিস
সঠিক উত্তর: (ক)
১৮৩. দ্বিতীয় স্তরের খাদকদের দেহ গড়ে ওঠে কোনটির রাসায়নিক শক্তির প্রভাবে?
Ο ক) উৎপাদক
Ο খ) প্রথম স্তরের খাদক
Ο গ) তৃতীয় স্তরের খাদক
Ο ঘ) বিয়োজক
সঠিক উত্তর: (খ)
১৮৪. সর্বোচ্চ খাদক কোনটি?
Ο ক) গরু
Ο খ) ছাগল
Ο গ) হরিণ
Ο ঘ) বক
সঠিক উত্তর: (ঘ)
১৮৫. সবুজ ও অসবুজ উদ্ভিদ খনিজ লবণ গ্রহণ করে –
i. মাটি থেকে
ii. পানি থেকে
iii. বায়ু থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮৬. কোন বিজ্ঞানী আন্তঃনির্ভরশীল সম্পর্ককে দুভাগে ভাগ করেন?
Ο ক) এরিস্টটল
Ο খ) ওডাম
Ο গ) গ্যালিলিও
Ο ঘ) নিউটন
সঠিক উত্তর: (খ)
১৮৭. গ্রিন হাউস গ্যাসের উদাহরণ হলো – i. CH4 ii. CO2 iii. N2O নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. খাদ্য শিকলের প্রতিটি ধাপে কী পরিমাণ শক্তি কমে?
Ο ক) ৭০%
Ο খ) ৮০%
Ο গ) ৯০%
Ο ঘ) ৫০%
সঠিক উত্তর: (গ)
১৮৯. জীব সক্রিয়ভাবে কোথা থেকে তাদের প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে জীবিকানির্বাহ করে?
Ο ক) মহাশূন্য থেকে
Ο খ) সূর্য থেকে
Ο গ) জড়জগৎ থেকে
Ο ঘ) এক জীব অন্য জীব থেকে
সঠিক উত্তর: (গ)
১৯০. যুক্তরাষ্ট্রের চেকপিক উপকূলে ঝিনুক বিলুপ্ত হওয়ার কারণে –
i. পানি ক্রমশই কর্দমাক্ত হচ্ছে
ii. পানিতে অক্সিজেনের পরিমাণ হ্রাস পাচ্ছে
iii. পানিতে কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ কমছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯১. জীবজগতে বিভিন্ন প্রকার গাছপালা ও প্রাণীদের মধ্যে বিদ্যমান জৈবিক সম্পর্কগুলোকে কী বলে?
Ο ক) Co-relation
Ο খ) Live together
Ο গ) Symbiosis
Ο ঘ) Symbionts
সঠিক উত্তর: (গ)
১৯২. ধনাত্মক আন্তঃক্রিয়া কয়ভাগে বিভক্ত?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (ক)
১৯৩. সকল প্রাণীর বর্জ্য পদার্থ কোথায় মিশে?
Ο ক) বায়ুতে
Ο খ) মাটিতে
Ο গ) পানিতে
Ο ঘ) পরিবেশে
সঠিক উত্তর: (ঘ)
১৯৪. এখন পর্যন্ত প্রায় কত লক্ষ প্রজাতির বর্ণনা ও নামকরণ পাওয়া গেছে?
Ο ক) ১২ লক্ষ
Ο খ) ১৩ লক্ষ
Ο গ) ১৪ লক্ষ
Ο ঘ) ১৫ লক্ষ
সঠিক উত্তর: (ঘ)
১৯৫. বাস্তুতন্ত্রের খাদ্য শিকল কোন প্রক্রিয়ার কার্যকারিতার ওপর প্রতিষ্ঠিত?
Ο ক) শ্বসন
Ο খ) রেচন
Ο গ) সালোকসংশ্লেষণ
Ο ঘ) প্রজনন
সঠিক উত্তর: (গ)
১৯৬. কোন প্রাণী প্রজাতিটি বিলুপ্ত হয়ে গেছে?
Ο ক) বাঘ
Ο খ) হরিণ
Ο গ) পেঙ্গুইন
Ο ঘ) ডাইনোসর
সঠিক উত্তর: (ঘ)
১৯৭. জীববৈচিত্র্যকে কয়ভাগে ভাগ করা যায়?
Ο ক) ৩
Ο খ) ৪
Ο গ) ৫
Ο ঘ) ৬
সঠিক উত্তর: (ক)
১৯৮. উদ্ভিদ ও প্রাণীর বর্জ্য পদার্থ বস্তুতন্ত্রে যোগ হওয়াকে কী বলে?
Ο ক) জৈব উপাদান
Ο খ) অজৈব উপাদান
Ο গ) জীবজ উপাদান
Ο ঘ) ভৌত উপাদান
সঠিক উত্তর: (ক)
১৯৯. বনাঞ্চল ধ্বংস হলে কী হয়?
Ο ক) বৃষ্টিপাতের হার কমে যায়
Ο খ) বৃষ্টিপাতের হার বেড়ে যায়
Ο গ) বৃষ্টিপাতের হার অপরিবর্তিত থাকে
Ο ঘ) বৃষ্টিপাত বন্ধ হয়ে যায়
সঠিক উত্তর: (ক)
২০০. জীবকুল বাস্তুতন্ত্রের সক্রিয় উপাদান কেন?
Ο ক) এরা বিবর্তিত হয়
Ο খ) এরা পরিবেশে বৈচিত্র্য আনে
Ο গ) এরা জড় বস্তু গ্রহণ করে
Ο ঘ) এরা জন্মায় ও বংশবৃদ্ধি করে
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. মৃতদেহ থেকে বাস্তুতন্ত্রে যোগ হয় –
i. ইউরিয়া
ii. উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন অঙ্গ
iii. পটাশিয়াম ও লৌহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫২. যুক্তরাষ্ট্রের চেকপিক উপকূলে এক সময় প্রচুর পরিমাণে পাওয়া যেত নিচের কোনটি?
Ο ক) ঝিনুক
Ο খ) কোয়ার্টজ
Ο গ) স্যামন মাছ
Ο ঘ) কোরাল
সঠিক উত্তর: (ক)
১৫৩. তোমার বিদ্যালয়ের পাশের পুকুরের পানি দূষণের ফলে ফাইটোপ্ল্যাঙ্কটন জন্মাতে না পারলে কী কমে যাবে?
Ο ক) বিয়োজক
Ο খ) মাছ
Ο গ) ক্যালসিয়াম
Ο ঘ) তাপমাত্রা
সঠিক উত্তর: (খ)
১৫৪. প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে –
i. মুরগী
ii. গরু
iii. ব্যাঙ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫৫. জীবের উদ্ভবের আগেই পরিবেশ ছিল –
i. অক্সিজেন
ii. জৈব এসিড
iii. কার্বন ডাই অক্সাইড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৫৬. প্রাণিকূল শ্বসনের মাধ্যমে কোন গ্যাস ত্যাগ করে?
Ο ক) O2
Ο খ) H2
Ο গ) CO2
Ο ঘ) N2
সঠিক উত্তর: (গ)
১৫৭. পরিবেশের জীব উপাদান প্রধানত কত প্রকার?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (গ)
১৫৮. খাদ্য শিকলের প্রতিটি ধাপে শতকরা কতভাগ শক্তি কমে যায়?
Ο ক) ৫০-৬০ ভাগ
Ο খ) ৬০-৭০ ভাগ
Ο গ) ৭০-৮০ ভাগ
Ο ঘ) ৮০-৯০ ভাগ
সঠিক উত্তর: (ঘ)
১৫৯. বাস্তুতন্ত্রের সক্রিয় উপাদান হলো –
i. উৎপাদক
ii. সূর্যালোক
iii. বিয়োজক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৬০. জীবন্ত প্রাণীর চেয়ে মৃত প্রাণীর মাংস বা আবর্জনা খেতে পছন্দ করে –
i. বাঘ
ii. শকুন
iii. হায়েনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৬১. সূর্যের আলো ও তাপশক্তি পৃথিবীতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয় কত ভাগ?
Ο ক) ২%
Ο খ) ৩%
Ο গ) ১%
Ο ঘ) ৪%
সঠিক উত্তর: (ক)
১৬২. এক সময় যুক্তরাষ্ট্রের চেকপিক উপকূলে থাকা অসংখ্য ঝিনুক কতদিনে ঐ এলাকার পানি পরিশুদ্ধ করতে পারতো?
Ο ক) ১ দিনে
Ο খ) ২ দিনে
Ο গ) ৩ দিনে
Ο ঘ) ৪ দিনে
সঠিক উত্তর: (গ)
১৬৩. মৃতদেহ থেকে খাদ্য গ্রহণ করে – i. ব্যাকটেরিয়া ii. ছত্রাক iii. শৈবাল নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৪. পুকুরে বিয়োজকের কাজ করে কোনটি?
Ο ক) জুওপ্লাংকটন
Ο খ) ফাইটোপ্লাংকটন
Ο গ) ব্যাকটেরিয়া
Ο ঘ) ছোট মাছ
সঠিক উত্তর: (গ)
১৬৫. আমরা প্রথম শ্রেণির খাদক বলে খাদ্য হিসেবে ব্যবহার করি কোনটি?
Ο ক) উদ্ভিদ
Ο খ) প্রাণী
Ο গ) অণুজীব
Ο ঘ) জড়বস্তু
সঠিক উত্তর: (ক)
১৬৬. একটি জীব কর্তৃক সৃষ্ট জৈব রাসায়নিক পদার্থের কারণে অন্য জীবের বিকাশ বাধাপ্রাপ্ত হলে ঐ সম্পর্ককে কী বলে?
Ο ক) মিউচুয়ালিজম
Ο খ) কমেনসেলিজম
Ο গ) কম্পিটিশন
Ο ঘ) এন্টিবায়োটিস
সঠিক উত্তর: (ঘ)
১৬৭. কোনো এলাকায় ডেঙ্গু বা ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিলে কী নিয়ন্ত্রণ করতে হবে?
Ο ক) মানুষের সংখ্যা
Ο খ) মশার সংখ্যা
Ο গ) ডেঙ্গু বা ম্যালেরিয়ার জীবাণুর সংখ্যা
Ο ঘ) সাপের সংখ্যা
সঠিক উত্তর: (খ)
১৬৮. মৃতদেহের সঞ্চিত রাসায়নিক শক্তি পরিবেশে ফিরে আসে –
i. জড় পদার্থ আকারে
ii. শক্তি আকারে
iii. অনুজীব আকারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৯. গৌণ খাদক হলো – i. মুরগী ii. ব্যাঙ iii. শিয়াল নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৭০. বাস্তুতন্ত্রে নিচের কোনটি উৎপাদক?
Ο ক) সবুজ গাছপালা
Ο খ) মাটি
Ο গ) ব্যাকটেরিয়া
Ο ঘ) সূর্যালোক
সঠিক উত্তর: (ক)
১৭১. পরজীবী খাদ্য শিকলে –
i. পরজীবী উদ্ভিদ ও প্রাণী অন্য পোষক থেকে খাদ্য গ্রহণ করে
ii. এই খাদ্য শিকলে প্রথম ধাপে সবুজ উদ্ভিদ নাও থাকতে পারে
iii. এই খাদ্য শিকলে সব ধরনের খাদক থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭২. মৃতদেহ থেকে যেসব জড়বস্তু বাস্তুতন্ত্রে যোগ হয় তাদেরকে কী বলে?
Ο ক) গ্লুকোজ
Ο খ) হিউমাস
Ο গ) সার
Ο ঘ) ভৌত বস্তু
সঠিক উত্তর: (খ)
১৭৩. পুকুরে বাস্তুসংস্থানে ভেটকি মাছ কী?
Ο ক) বিয়োজক
Ο খ) প্রথম স্তরের খাদক
Ο গ) দ্বিতীয় স্তরের খাদক
Ο ঘ) তৃতীয় স্তরের খাদক
সঠিক উত্তর: (ঘ)
১৭৪. পাখিদের প্রধান খাদ্য কী?
Ο ক) কীটপতঙ্গ
Ο খ) গম
Ο গ) পেয়ারা
Ο ঘ) ঘান
সঠিক উত্তর: (ক)
১৭৫. পুকুরে প্রথম স্তরের খাদকদেরকে ভক্ষণ করে –
i. ছোট মাছ
ii. মশার শূককীট
iii. ব্যাঙ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৭৬. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় –
i. উদ্ভিদ সূর্যালোক, পানি ও কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে খাদ্য তৈরি করে
ii. উদ্ভিদ উপজাত হিসেবে অক্সিজেন নির্গমন করে
iii. উদ্ভিদ তার নিজের স্থান পরিবর্তন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭৭. কোনটি প্রথম শ্রেণির খাদক?
Ο ক) ব্যাঙ
Ο খ) সাপ
Ο গ) গুঁইসাপ
Ο ঘ) ঘাসফড়িং
সঠিক উত্তর: (ঘ)
১৭৮. খাদ্য শক্তির প্রবাহকে একসাথে কী বলে?
Ο ক) খাদ্যজাল
Ο খ) খাদ্য শিকল
Ο গ) শক্তির পিরামিড
Ο ঘ) শক্তির প্রবাহ
সঠিক উত্তর: (খ)
১৭৯. জলভাগের বাস্তুতন্ত্র কাছে থেকে ভালো করে দেখার জন্য সবচেয়ে উপযোগী কোনটি?
Ο ক) পুকুর
Ο খ) নদী
Ο গ) সাগর
Ο ঘ) অ্যাকুরিয়াম
সঠিক উত্তর: (ক)
১৮০. ফাইটোপ্লাংকটনকে কী বলে?
Ο ক) উৎপাদক
Ο খ) খাদক
Ο গ) বিয়োজক
Ο ঘ) পরিবর্তক
সঠিক উত্তর: (ক)
১৮১. কোনটির মাধ্যমে জীবের বংশগতীয় বৈশিষ্ট্য বংশানুক্রমে সঞ্চারিত হয়?
Ο ক) মাইটোকন্ড্রিয়া
Ο খ) নিউক্লিয়াস
Ο গ) জীন
Ο ঘ) রাইবোজোম
সঠিক উত্তর: (গ)
১৮২. রাইজোবিয়াম ব্যাকটেরিয়া ও শিম জাতীয় উদ্ভিদের সম্পর্ক কীরূপ?
Ο ক) মিউচুয়ালিজম
Ο খ) কমেনসেলিজম
Ο গ) কম্পিটিশন
Ο ঘ) এন্টিবায়োটিস
সঠিক উত্তর: (ক)
১৮৩. দ্বিতীয় স্তরের খাদকদের দেহ গড়ে ওঠে কোনটির রাসায়নিক শক্তির প্রভাবে?
Ο ক) উৎপাদক
Ο খ) প্রথম স্তরের খাদক
Ο গ) তৃতীয় স্তরের খাদক
Ο ঘ) বিয়োজক
সঠিক উত্তর: (খ)
১৮৪. সর্বোচ্চ খাদক কোনটি?
Ο ক) গরু
Ο খ) ছাগল
Ο গ) হরিণ
Ο ঘ) বক
সঠিক উত্তর: (ঘ)
১৮৫. সবুজ ও অসবুজ উদ্ভিদ খনিজ লবণ গ্রহণ করে –
i. মাটি থেকে
ii. পানি থেকে
iii. বায়ু থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮৬. কোন বিজ্ঞানী আন্তঃনির্ভরশীল সম্পর্ককে দুভাগে ভাগ করেন?
Ο ক) এরিস্টটল
Ο খ) ওডাম
Ο গ) গ্যালিলিও
Ο ঘ) নিউটন
সঠিক উত্তর: (খ)
১৮৭. গ্রিন হাউস গ্যাসের উদাহরণ হলো – i. CH4 ii. CO2 iii. N2O নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. খাদ্য শিকলের প্রতিটি ধাপে কী পরিমাণ শক্তি কমে?
Ο ক) ৭০%
Ο খ) ৮০%
Ο গ) ৯০%
Ο ঘ) ৫০%
সঠিক উত্তর: (গ)
১৮৯. জীব সক্রিয়ভাবে কোথা থেকে তাদের প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে জীবিকানির্বাহ করে?
Ο ক) মহাশূন্য থেকে
Ο খ) সূর্য থেকে
Ο গ) জড়জগৎ থেকে
Ο ঘ) এক জীব অন্য জীব থেকে
সঠিক উত্তর: (গ)
১৯০. যুক্তরাষ্ট্রের চেকপিক উপকূলে ঝিনুক বিলুপ্ত হওয়ার কারণে –
i. পানি ক্রমশই কর্দমাক্ত হচ্ছে
ii. পানিতে অক্সিজেনের পরিমাণ হ্রাস পাচ্ছে
iii. পানিতে কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ কমছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯১. জীবজগতে বিভিন্ন প্রকার গাছপালা ও প্রাণীদের মধ্যে বিদ্যমান জৈবিক সম্পর্কগুলোকে কী বলে?
Ο ক) Co-relation
Ο খ) Live together
Ο গ) Symbiosis
Ο ঘ) Symbionts
সঠিক উত্তর: (গ)
১৯২. ধনাত্মক আন্তঃক্রিয়া কয়ভাগে বিভক্ত?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (ক)
১৯৩. সকল প্রাণীর বর্জ্য পদার্থ কোথায় মিশে?
Ο ক) বায়ুতে
Ο খ) মাটিতে
Ο গ) পানিতে
Ο ঘ) পরিবেশে
সঠিক উত্তর: (ঘ)
১৯৪. এখন পর্যন্ত প্রায় কত লক্ষ প্রজাতির বর্ণনা ও নামকরণ পাওয়া গেছে?
Ο ক) ১২ লক্ষ
Ο খ) ১৩ লক্ষ
Ο গ) ১৪ লক্ষ
Ο ঘ) ১৫ লক্ষ
সঠিক উত্তর: (ঘ)
১৯৫. বাস্তুতন্ত্রের খাদ্য শিকল কোন প্রক্রিয়ার কার্যকারিতার ওপর প্রতিষ্ঠিত?
Ο ক) শ্বসন
Ο খ) রেচন
Ο গ) সালোকসংশ্লেষণ
Ο ঘ) প্রজনন
সঠিক উত্তর: (গ)
১৯৬. কোন প্রাণী প্রজাতিটি বিলুপ্ত হয়ে গেছে?
Ο ক) বাঘ
Ο খ) হরিণ
Ο গ) পেঙ্গুইন
Ο ঘ) ডাইনোসর
সঠিক উত্তর: (ঘ)
১৯৭. জীববৈচিত্র্যকে কয়ভাগে ভাগ করা যায়?
Ο ক) ৩
Ο খ) ৪
Ο গ) ৫
Ο ঘ) ৬
সঠিক উত্তর: (ক)
১৯৮. উদ্ভিদ ও প্রাণীর বর্জ্য পদার্থ বস্তুতন্ত্রে যোগ হওয়াকে কী বলে?
Ο ক) জৈব উপাদান
Ο খ) অজৈব উপাদান
Ο গ) জীবজ উপাদান
Ο ঘ) ভৌত উপাদান
সঠিক উত্তর: (ক)
১৯৯. বনাঞ্চল ধ্বংস হলে কী হয়?
Ο ক) বৃষ্টিপাতের হার কমে যায়
Ο খ) বৃষ্টিপাতের হার বেড়ে যায়
Ο গ) বৃষ্টিপাতের হার অপরিবর্তিত থাকে
Ο ঘ) বৃষ্টিপাত বন্ধ হয়ে যায়
সঠিক উত্তর: (ক)
২০০. জীবকুল বাস্তুতন্ত্রের সক্রিয় উপাদান কেন?
Ο ক) এরা বিবর্তিত হয়
Ο খ) এরা পরিবেশে বৈচিত্র্য আনে
Ο গ) এরা জড় বস্তু গ্রহণ করে
Ο ঘ) এরা জন্মায় ও বংশবৃদ্ধি করে
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Biology