এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ১৩: জীবের পরিবেশ (৩)

Posted by: | Published: Wednesday, February 22, 2017 | Categories:
ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ১৩: জীবের পরিবেশ (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১০১. জীবের জীবনক্রিয়া পরিচালনার চাবিকাঠি হলো –
i. পারস্পরিক সংযোগ
ii. পারস্পরিক নির্ভরশীলতা
iii. পারস্পরিক সংগ্রাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১০২. বাস্তুতন্ত্রকে নানাভাবে প্রভাবিত করে –
i. সূর্যালোকের পরিমাণ
ii. বৃষ্টিপাতের পরিমাণ
iii. বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১০৩. জ্বালানি শক্তি হিসেবে কাঠের পরিবর্তে কোনটি ব্যবহার করতে হবে?
Ο ক) কয়লা
Ο খ) তেল
Ο গ) গ্যাস
Ο ঘ) সৌরশক্তি
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৪. বেশ কয়েকটি খাদ্য শিকল একত্র হয়ে কী গঠন করে?
Ο ক) খাদ্যের পিরামিড
Ο খ) খাদ্যজাল
Ο গ) শক্তি প্রবাহ
Ο ঘ) বাস্তুতন্ত্র
 সঠিক উত্তর: (খ)

 ১০৫. পুকুরে তৃতীয় স্তরের খাদক কোনটি?
Ο ক) শোল
Ο খ) ব্যাঙ
Ο গ) ছোট মাছ
Ο ঘ) জলজ পতঙ্গ
 সঠিক উত্তর: (ক)

 ১০৬. বিয়োজকরা মৃতদেহ থেকে খাদ্য গ্রহণ করে কীসের মাধ্যমে?
Ο ক) সালোকসংশ্লেষণের
Ο খ) শ্বসনের
Ο গ) শোষণের
Ο ঘ) গাঁজনের
 সঠিক উত্তর: (গ)

 ১০৭. বাস্তুতন্ত্রের জীব উপাদানগুলোর মধ্যে কোনগুলো প্রথমে কাজে নামে?
Ο ক) সবুজ উদ্ভিদ
Ο খ) ব্যাকটেরিয়া
Ο গ) ক্ষুদ্র প্রাণী
Ο ঘ) ছত্রাক
 সঠিক উত্তর: (ক)

 ১০৮. উপকূলীয় অঞ্চলে কী রোধ করতে প্রচুর পরিমাণে বনায়ন করতে হবে?
Ο ক) ভূমিক্ষয়
Ο খ) ভূমিধস
Ο গ) জুমচাষ
Ο ঘ) বৃক্ষ নিধন
 সঠিক উত্তর: (ক)

 ১০৯. যখন খাদ্যশক্তি উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদকদের মধ্যে প্রবাহিত হয়, তখন সেই প্রবাহকে একসাথে কী বলে?
Ο ক) খাদ্য শিকল
Ο খ) খাদ্য জাল
Ο গ) বাস্তুতন্ত্র
Ο ঘ) পরিবেশ
 সঠিক উত্তর: (ক)

 ১১০. জীবজগতের পুষ্টি ও বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার বিভিন্ন উপাদানের উৎস হলো –
i. মাটি
ii. পানি
iii. সূর্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১১১. গাছপালা ও প্রাণীদের মধ্যে বিদ্যমান জৈবিক সম্পর্কগুলিকে কী বলে?
Ο ক) কমেনসেলিজম
Ο খ) মিউচুয়ালিজম
Ο গ) কম্পিটিশন
Ο ঘ) সিমবায়োসিস
 সঠিক উত্তর: (ঘ)

 ১১২. গ্রিন হাউজ প্রভাবে সমুদ্রের সমুদ্রের কোন পরিবর্তন ঘটে?
Ο ক) পানির উচ্চতা বাড়ে
Ο খ) পানির উচ্চতা কমে
Ο গ) পানির উচ্চতা অপরিবর্তিত থাকে
Ο ঘ) পানির রং বদলায়
 সঠিক উত্তর: (ক)

 ১১৩. ধনাত্মক আন্তঃক্রিয়ার ফলে –
i. জীবদ্বয়ের একটি বা উভয়েই ক্ষতিগ্রস্ত হয়
ii. দুটি জীবের একটি অন্যটিকে সহায়তা করে
iii. একে তিনভাগে ভাগ করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১১৪. শক্তি পিরামিডে চূড়ান্ত খাদকের অবস্থান কোথায়?
Ο ক) নিচে
Ο খ) শীর্ষে
Ο গ) মাঝে
Ο ঘ) যেকোনো স্থানে
 সঠিক উত্তর: (খ)

 ১১৫. উদ্ভিদ ও প্রাণীর পচনক্রিয়ায় অংশ নেয় কী?
Ο ক) মশা
Ο খ) ব্যাকটেরিয়াসহ কিছু অণুজীব
Ο গ) কেঁচো
Ο ঘ) কৃমি
 সঠিক উত্তর: (খ)

 ১১৬. পানিতে ভাসমান বা পানির তলায় কাদার মধ্যে বাস করে কোনটি?
Ο ক) বিয়োজক
Ο খ) উৎপাদক
Ο গ) ব্যাঙ
Ο ঘ) ভেটকি
 সঠিক উত্তর: (ক)

 ১১৭. পুকুরের বাস্তুসংস্থানে অজৈব উপাদান –
i. অক্সিজেন
ii. ক্যালসিয়াম
iii. হিউমাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১১৮. বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কী?
Ο ক) সূর্য
Ο খ) উৎপাদক
Ο গ) খাদক
Ο ঘ) বিয়োজক
 সঠিক উত্তর: (ক)

 ১১৯. মিউচুয়ালিজম-এর ক্ষেত্রে –
i. সহযোগীদের উভয়ই একে অন্যের দ্বারা উপকৃত হয়
ii. ফুলের পরাগায়ন ঘটে
iii. হস্টোরিয়া নামক চোষক অঙ্গ থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১২০. সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণের সময় কোন গ্যাস গ্রহণ করে?
Ο ক) কার্বন ডাই-অক্সাইড
Ο খ) অক্সিজেন
Ο গ) হাইড্রোজেন
Ο ঘ) নাইট্রোজেন
 সঠিক উত্তর: (ক)

 ১২১. চেকপিক উপকূলের ক্ষেত্রে –
i. এটি যুক্তরাষ্ট্রে অবস্থিত
ii. এতে ছিল অসংখ্য ঝিনুক
iii. এখনও ঝিনুক অক্ষত আছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১২২. উদ্ভিদ যে খাদ্য তৈরি করে
i. তার কিছু অংশ নিজ প্রয়োজনে ব্যবহার করে
ii. অবশিষ্টাংশ উদ্ভিদ দেহেই জমা রাখে
iii. অধিকাংশ উদ্ভিদ দেহ থেকে বেড়িয়ে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১২৩. জীবজগতের শ্বসনের প্রয়োজনীয় অক্সিজেনের বড় অংশ কোন প্রক্রিয়া থেকে আসে?
Ο ক) প্রস্বেদন
Ο খ) শ্বসন
Ο গ) সালোকসংশ্লেষণ
Ο ঘ) ব্যাপন
 সঠিক উত্তর: (গ)

 ১২৪. সিমবায়োসিস দ্বারা সহঅবস্থানকারী জীবদের মধ্যে যে ক্রিয়া-বিক্রিয়া ঘটে তাকে কী বলে?
Ο ক) সম্যক ক্রিয়া
Ο খ) বাস্তুক্রিয়া
Ο গ) মিথস্ক্রিয়া
Ο ঘ) প্রতিসাম্য ক্রিয়া
 সঠিক উত্তর: (গ)

 ১২৫. মানুষের বসত বাড়িতে ইঁদুর বিনা বাঁধায় বংশবৃদ্ধি করলে বছর শেষে এর সংখ্যা কত হবে?
Ο ক) ৬৮০টি
Ο খ) ৭৮০টি
Ο গ) ৮৮০টি
Ο ঘ) ৯৮০টি
 সঠিক উত্তর: (গ)

 ১২৬. প্রকৃতির জঞ্জাল সাফ করতে ভূমিকা রাখে –
Ο ক) শকুন, চিল, কাক
Ο খ) দোয়েল, বাবুই, ময়না
Ο গ) শালিক, পেঁচা, বাদুর
Ο ঘ) কবুতর, মুরগি
 সঠিক উত্তর: (ক)

 ১২৭. ত্রিকোণাকার ভূমির উপর অবস্থিত যে ত্রিমাত্রিক বস্তুর শীর্ষদেশ সরু তাকে কী বলে?
Ο ক) ত্রিভূজ
Ο খ) স্টোন হেঞ্জ
Ο গ) পিরামিড
Ο ঘ) ব্লক
 সঠিক উত্তর: (গ)

 ১২৮. বর্তমান পৃথিবীর অত্যধিক জনসংখ্যার প্রধান চাহিদা কী?
Ο ক) টাকা, জমি, গাড়ি
Ο খ) অন্ন, বস্ত্র, বাসস্থান
Ο গ) জমি, শাড়ি, বাড়ি
Ο ঘ) মাছ, মাংশ, ডিম
 সঠিক উত্তর: (খ)

 ১২৯. সবুজ উদ্ভিদের উৎপাদিত খাদ্যের কিছু অংশ –
i. মাংসাশীরা ভক্ষণ করে
ii. উদ্ভিদ নিজের প্রয়োজনে ব্যবহার করে
iii. উদ্ভিদ নিজের দেহে জমা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৩০. জীববৈচিত্র্যের অতীব প্রয়োজনীয় আধার হলো –
i. অরণ্য
ii. পাহাড়
iii. গৃহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৩১. প্রজাতিগত কারণে বাঘের সাথে হরিণের ভিন্নতা হয় –
i. স্বভাবে
ii. হিংস্রতায়
iii. সংখ্যা বৃদ্ধির ধরনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩২. গ্রিন হাউজ গ্যাস কোনটি?
Ο ক) O
Ο খ) H
Ο গ) He
Ο ঘ) CO
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৩. বাস্তুতন্ত্রের উৎপাদন প্রক্রিয়া কোনটি?
Ο ক) শ্বসন
Ο খ) সালোকসংশ্লেষণ
Ο গ) প্রস্বেদন
Ο ঘ) ইমবাইবিশন
 সঠিক উত্তর: (খ)

 ১৩৪. নিচের কোনটি মাংসাশী প্রাণী?
Ο ক) গরু
Ο খ) হরিণ
Ο গ) মুরগী
Ο ঘ) ব্যাঙ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৫. মিথস্ক্রিয়ার আন্তঃসম্পর্ক ঘটে পৃথিবীর এমন যে কোন অঞ্চলকে কী বলে?
Ο ক) হটস্পট
Ο খ) অভয়রাণ্য
Ο গ) বাস্তুতন্ত্র
Ο ঘ) গেম রিজার্ভ
 সঠিক উত্তর: (গ)

 ১৩৬. বর্তমানে যুক্তরাষ্ট্রের চেকপিক উপকূলের কতভাগ ঝিনুক বিলুপ্ত হয়ে গেছে?
Ο ক) ৬৯ ভাগ
Ο খ) ৭৯ ভাগ
Ο গ) ৮৯ ভাগ
Ο ঘ) ৯৯ ভাগ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৭. বিজ্ঞানী ওডাম আন্তঃনির্ভরশীলতাকে কয়ভাগে ভাগ করেছেন?
Ο ক) ২ ভাগে
Ο খ) ৩ ভাগে
Ο গ) ৪ ভাগে
Ο ঘ) ৫ ভাগে
 সঠিক উত্তর: (ক)

 ১৩৮. এখন পর্যন্ত প্রায় কী পরিমাণ, জীবাশ্ম প্রজাতির বর্ণনা ও নামকরণ পাওয়া গেছে?
Ο ক) ১০ লক্ষ
Ο খ) ৭ লক্ষ
Ο গ) ৫ লক্ষ
Ο ঘ) ৩ লক্ষ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৯. কাকের বাসায় ডিম পাড়ে কোন পাখি?
Ο ক) কাকাতুয়া
Ο খ) চিল
Ο গ) কোকিল
Ο ঘ) চড়ুই
 সঠিক উত্তর: (গ)

 ১৪০. জীবরে মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে কী বলে?
Ο ক) প্রজাতিগত বৈচিত্র্য
Ο খ) বংশগতীয় বৈচিত্র্য
Ο গ) বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য
Ο ঘ) সবকয়টি
 সঠিক উত্তর: (খ)

 ১৪১. সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোন খাদ্য তৈরি করে?
Ο ক) শর্করা
Ο খ) আমিষ
Ο গ) স্নেহ
Ο ঘ) খনিজ লবণ
 সঠিক উত্তর: (ক)

 ১৪২. জীবের পরিবেশ গঠিত হয় –
i. জড় বস্তু নিয়ে
ii. জীব বস্তু নিয়ে
iii. মহাজাগতিক বস্তু নিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৪৩. উদ্ভিদে নাইট্রোজেন সংবন্ধন করে কোনটি?
Ο ক) Rhizobium ব্যাকটেরিয়া
Ο খ) E. coli ব্যাকটেরিয়া
Ο গ) Entanbocba histolytica ব্যাকটেরিয়া
Ο ঘ) Selmonella ব্যাকটেরিয়া
 সঠিক উত্তর: (ক)

 ১৪৪. প্রতিদিনে যে পরিমাণ গাছ কাটা হয় তার কত অংশ লাগানোর ব্যবস্থা রাখতে হবে?
Ο ক) অর্ধেক
Ο খ) সমান
Ο গ) দ্বিগুণ
Ο ঘ) চারগুণ
 সঠিক উত্তর: (গ)

 ১৪৫. যে উপাদানের পরিবর্তন হলে বাস্তুতন্ত্রের ভারসাম্য ব্যাঘাত ঘটে তা হলো –
i. জৈবিক উপাদান
ii. ভৌত উপাদান
iii. রাসায়নিক উপাদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৬. অসবুজ উদ্ভিদ জীবন ধারনের জন্য নিচের কোনটির উপর নির্ভরশীল?
Ο ক) সবুজ উদ্ভিদ
Ο খ) প্রাণিকূল
Ο গ) বায়ুপ্রবাহ
Ο ঘ) জড় উপাদান
 সঠিক উত্তর: (ক)

 ১৪৭. বাস্তুতন্ত্রে সর্বনিম্ন ট্রফিক লেভেলের প্রতিনিধিত্ব করে কোনটি?
Ο ক) উৎপাদক
Ο খ) তৃণভোজী
Ο গ) মাংসাশী
Ο ঘ) বিয়োজক
 সঠিক উত্তর: (ক)

 ১৪৮. সর্বদা অসম্পূর্ণ থাকে –
i. পরজীবী খাদ্যশৃঙ্খল
ii. মৃতজীবী খাদ্যশৃঙ্খল
iii. শিকারজীবী খাদ্যশৃঙ্খল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৪৯. আবর্জনাভুক প্রাণী কোনটি?
Ο ক) শকুন
Ο খ) হরিণ
Ο গ) গরু
Ο ঘ) বাঘ
 সঠিক উত্তর: (ক)

 ১৫০. সবুজ উদ্ভিদ শর্করা তৈরির সময় কোন গ্যাস ত্যাগ করে?
Ο ক) কার্বন ডাই-অক্সাইড
Ο খ) অক্সিজেন
Ο গ) হাইড্রোজেন
Ο ঘ) নাইট্রোজেন
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।


Previous
Next Post »

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি
ConversionConversion EmoticonEmoticon