এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ১৩: জীবের পরিবেশ (৫)

Posted by: | Published: Wednesday, February 22, 2017 | Categories:
ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ১৩: জীবের পরিবেশ (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
২০১. যেসব প্রাণী সরাসরি উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে তাদেরকে কী বলা হয়?
Ο ক) মাংসাশী
Ο খ) স্বভোজী
Ο গ) তৃণভোজী
Ο ঘ) পরজীবী
 সঠিক উত্তর: (খ)

 ২০২. পরিবেশের জীব উপাদানগুলো প্রধানত কয় প্রকার?
Ο ক) এক প্রকার
Ο খ) তিন প্রকার
Ο গ) দুই প্রকার
Ο ঘ) চার প্রকার
 সঠিক উত্তর: (খ)

 ২০৩. মাত্রাতিরিক্ত কীটনাশক ও সার ব্যবহার –
i. মাটির গুণাগুণ বৃদ্ধি করে
ii. উপকারী জীবাণু ও পোকা ধ্বংস করে
iii. জলজ ও মাটির বাস্তুতন্ত্র নষ্ট করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২০৪. জীবের মৃতদে থেকে শুরু হয় কোন খাদ্য শিকল?
Ο ক) পরজীবী খাদ্য শিকল
Ο খ) শিকারজীবী খাদ্য শিকল
Ο গ) মৃতজীবী খাদ্য শিকল
Ο ঘ) পরভোজী খাদ্য শিকল
 সঠিক উত্তর: (গ)

 ২০৫. বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় কত?
Ο ক) ৬০০ কোটি
Ο খ) ৭০০ কোটি
Ο গ) ৮০০ কোটি
Ο ঘ) ৯০০ কোটি
 সঠিক উত্তর: (খ)

 ২০৬. শিকারিরা বনে বাঘ শিকারের ফলে বেড়ে যাবে কোন প্রাণীর সংখ্যা?
Ο ক) শিয়াল
Ο খ) হরিণ
Ο গ) শকুন
Ο ঘ) ঘাসফড়িং
 সঠিক উত্তর: (খ)

 ২০৭. শক্তির ক্রমবর্ধমান ক্ষয় খাদ্য শিকলকে কয়টি ধাপের মধ্যে সীমাবদ্ধ রাখে?
Ο ক) ৪-৫
Ο খ) ৬-৭
Ο গ) ৮-৯
Ο ঘ) ১০-১১
 সঠিক উত্তর: (ক)

 ২০৮. প্রজাতির বৈচিত্র‌্য বলতে বোঝায় –
i. পৃথিবীতে বিরাজমান জীবসমূহের মোট প্রজাতির সংখ্যা
ii. পৃথিবীতে বিরাজমান জীবসমূহের নির্দিষ্ট প্রজাতির সংখ্যা
iii. পৃথক পৃথক বৈশিষ্ট্যযুক্ত মোট প্রজাতির সংখ্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২০৯. জীববৈচিত্র‌্য গড়ে উঠেছে কী দিয়ে?
Ο ক) হাজার হাজার প্রজাতির উদ্ভিদ, পশুপাখি, মানুষ দিয়ে
Ο খ) মিলিয়ন মিলিয়ন প্রজাতির উদ্ভিদ, পশুপাখি, মানুষ দিয়ে
Ο গ) লক্ষ লক্ষ প্রজাতির উদ্ভিদ, পশুপাখি, মানুষ দিয়ে
Ο ঘ) শত শত প্রজাতির উদ্ভিদ, পশুপাখি, মানুষ দিয়ে
 সঠিক উত্তর: (গ)

 ২১০. প্রজাতি হলো –
i. যারা ভিন্ন পূর্ব পুরুষ হতে উদ্ভূত
ii. যাদের দৈহিক ও জনন সংক্রান্ত চারিত্রিক বেশিষ্ট্য পারস্পরিক সাদৃশ্যযুক্ত
iii. যারা একই পূর্ব পুরুষ হতে উদ্ভূত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২১১. খাদ্য জাল হলো -
i. কয়েকটি খাদ্য শিকল একত্র হয়ে তৈরি হয়
ii. স্থলজ ও জলজ উভয় পরিবেশে ঘটে থাকে
iii. শুধুমাত্র একটি নির্দিষ্ট অঞ্চলে ঘটে থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২১২. বায়ুমন্ডলে CO2, CH4, N2O গ্যাসগুলো বেড়ে গেলে –
i. সমুদ্রের উচ্চতা বেড়ে যাবে
ii. আবহাওয়া অপরিবর্তিত থাকবে
iii. বনাঞ্চল ধ্বংস হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২১৩. পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য জীবে কোন ধরনের বৈচিত্র‌্য দেখা যায়?
Ο ক) প্রজাতিগত বৈচিত্র‌্য
Ο খ) বংশগতীয় বৈচিত্র‌্য
Ο গ) বাস্তুতান্ত্রিক বৈচিত্র‌্য
Ο ঘ) অবস্থানগত বৈচিত্র‌্য
 সঠিক উত্তর: (গ)

 ২১৪. মাত্রাতিরিক্ত রাসায়নিক সার কী করে?
Ο ক) আবহাওয়া ও জলবায়ুর প্রভাব ফেলে
Ο খ) গাছের গুণাগুণ বৃদ্ধি করে
Ο গ) অধিক ফসল উৎপাদনে সাহায্য করে
Ο ঘ) মাটির গুণাগুণ নষ্ট করে
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৫. সর্বোচ্চ ট্রফিক লেভেলের উদাহরণ কোনটি?
Ο ক) উৎপাদক
Ο খ) তৃণভোজী খাদক
Ο গ) নিম্নস্তরের মাংসাশী খাদক
Ο ঘ) উচ্চস্তরের মাংসাশী খাদক
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৬. সবুজ উদ্ভিদের উৎপাদিক রাসায়নিক শক্তি প্রথমে নিচের কোনটিতে পৌঁছে?
Ο ক) তৃণভোজী
Ο খ) মাংসাশী
Ο গ) বিয়োজক
Ο ঘ) পুষ্টিভান্ডার
 সঠিক উত্তর: (ক)

 ২১৭. প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ ও প্রাণী এবং উভয় প্রকার জীব ও জড় পদার্থের মধ্যে শক্তির আদান-প্রদানকে কী বলে?
Ο ক) খাদ্যশৃঙ্খল
Ο খ) মিথস্ক্রিয়া
Ο গ) খাদ্যজাল
Ο ঘ) শক্তি প্রবাহ
 সঠিক উত্তর: (খ)

 ২১৮. সবুজ উদ্ভিদের প্রধান খাদ্য কোনটি?
Ο ক) কার্বোহাইড্রেট
Ο খ) প্রোটিন
Ο গ) লিপিড
Ο ঘ) ভিটামিন
 সঠিক উত্তর: (ক)

 ২১৯. শক্তি পিরামিড হলো –
i. খাদ্য শিকলে যুক্ত প্রতিটি পুষ্টি স্তরের শক্তি সঞ্চয় ও স্থানান্তরের বিন্যাস ছক
ii. যা কোনো জীব একটি খাদ্য শিকলের প্রতিটি ট্রফিক লেভেলে ব্যবহার করে
iii. এটি মাটি দ্বারা তৈরি একটি আদর্শ বস্তু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২২০. নগরায়ণের সাথে অবশ্যই কী করতে হবে?
Ο ক) শিল্পায়ন
Ο খ) বৃক্ষায়ন
Ο গ) বায়োগ্যাস প্লান্ট
Ο ঘ) পুষ্পায়ন
 সঠিক উত্তর: (খ)

 ২২১. পরাশ্রয়ী উদ্ভিদ –
i. বায়ু থেকে খাদ্য সংগ্রহ করে
ii. আশ্রয় দাতার বিভিন্ন ক্ষতি সাধন করে
iii. আশ্রয় দাতার কোনো ক্ষতি করে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২২২. একটি পূর্ণবয়স্ক ব্যাঙ একদিনে তার ওজনের কতভাগ পোকামাকড় খেতে পারে?
Ο ক) অর্ধেক
Ο খ) সমান
Ο গ) দ্বিগুণ
Ο ঘ) তিনগুণ
 সঠিক উত্তর: (খ)

 ২২৩. কোনটি তৃতীয় স্তরের খাদক?
Ο ক) ব্যাঙ
Ο খ) শিয়াল
Ο গ) সাপ
Ο ঘ) মুরগি
 সঠিক উত্তর: (গ)

 ২২৪. বাস্তুসংস্থানের কোন উপাদানটি জৈব বস্তু নয়?
Ο ক) ক্যালসিয়াম
Ο খ) গ্লুকোজ
Ο গ) অ্যালকোহল
Ο ঘ) ফ্যাটি এসিড
 সঠিক উত্তর: (ক)

 ২২৫. দ্বিতীয় ট্রফিক লেভেলের প্রতিনিধি হলো –
i. তৃণভোজী খাদক
ii. প্রথম স্তরের খাদক
iii. দ্বিতীয় স্তরের খাদক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২২৬. গ্রিন হাউজ গ্যাসের প্রভাবে কী হয়?
Ο ক) পরিবেশের তাপমাত্রা বেড়ে যায়
Ο খ) পরিবেশের তাপমাত্রা কমে যায়
Ο গ) পরিবেশের তাপমাত্রা অপরিবর্তিত থাকে
Ο ঘ) পরিবেশের তাপমাত্রা অত্যধিক কমে যায়
 সঠিক উত্তর: (ক)

 ২২৭. গৌণ খাদক কোনটি?
Ο ক) হরিণ
Ο খ) শিয়াল
Ο গ) বাঘ
Ο ঘ) ছাগল
 সঠিক উত্তর: (ক)

 ২২৮. বাস্তুতন্ত্রের খাদ্যশৃঙ্খলের অন্তর্ভুক্ত –
i. শিকারজীবী খাদ্যশৃঙ্খল
ii. পরজীবী খাদ্যশৃঙ্খল
iii. মৃতজীবী খাদ্যশৃঙ্খল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৯. সহ-অবস্থান করে একজন উপকৃত হয়; কিন্তু সমযোগী সদস্য উপকৃত না হলেও ক্ষতিগ্রস্ত হয় না কোন ক্ষেত্রে?
Ο ক) মিউচুয়ালিজমে
Ο খ) কমেনসেলিজমে
Ο গ) একমুখী আন্তঃক্রিয়ায়
Ο ঘ) পরজীবী আন্তঃক্রিয়ায়
 সঠিক উত্তর: (খ)

 ২৩০. চেকপিক উপকূল কোথায় অবস্থিত?
Ο ক) যুক্তরাজ্যে
Ο খ) যুক্তরাষ্ট্রে
Ο গ) জার্মানিতে
Ο ঘ) কানাডায়
 সঠিক উত্তর: (খ)

 উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: মিতু একদিন তার বাগানে হাঁটতে গিয়ে লক্ষ করলো সেখানে ফুলের উপর মৌমাছি, প্রজাপতি, পোকামাকড় ঘুরে বেড়াচ্ছিল।

 ২৩১. উদ্দীপকে প্রাণীগুলোর সাথে গাছের সম্পর্কটি কী ধরনের?
Ο ক) মিউচুয়ালিজম
Ο খ) কমেনসেলিজম
Ο গ) কম্পিটিশন
Ο ঘ) এন্টিবায়োসিস
 সঠিক উত্তর: (ক)

 ২৩২. প্রাণিগুলোর সাথে গাছের উক্ত সম্পর্কে –
i. প্রাণিগুলো খাবার পেয়ে উপকৃত হয়
ii. প্রাণিগুলো পরাগায়ন ঘটিয়ে উদ্ভিদের উপকার করে
iii. উদ্ভিদ ও প্রাণী উভয়েই ক্ষতিগ্রস্ত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।


Previous
Next Post »

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি
ConversionConversion EmoticonEmoticon