এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ১০: সমন্বয় (৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ১০: সমন্বয় (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১০১. মানুষ মাদকাসক্ত হয়-
i. কৌতূহলবশত ও সহজ আনন্দ লাভের জন্য
ii. পরিবারে এর ব্যবহার ও সহজলভ্যতায়
iii. বেকারত্ব, হতাশা ও অভাবের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১০২. এপিলেপসি রোগের অপর নাম কী?
Ο ক) পক্ষাঘাত
Ο খ) মৃগীরোগ
Ο গ) পারকিনসন
Ο ঘ) প্যারালাইসিস
সঠিক উত্তর: (খ)

১০৩. ক্যাম্বিয়ামের কার্যকারিতা বৃদ্ধিকারী এসিডের নাম কী?
Ο ক) অ্যাকরবিক এসিড
Ο খ) ইন্ডোল অ্যাসেটিক এসিড
Ο গ) কার্বনিক এসিড
Ο ঘ) কার্বক্সিলিক এসিড
সঠিক উত্তর: (খ)

১০৪. ধানের ব্যাকানি রোগের জীবাণু থেকে কোনটি পাওয়া যায়?
Ο ক) অক্সিন
Ο খ) জিবেরেলিন
Ο গ) সাইটোকাইনিন
Ο ঘ) ইথিলিন
সঠিক উত্তর: (খ)

১০৫. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কতটি অংশ নিয়ে গঠিত?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)

১০৬. হরমোন-
i. মস্তিষ্কের অধীনে কাজ করে
ii. সবই উত্তেজক পদার্থ
iii. এক প্রকার রাসায়নিক দ্রব্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

১০৭. মস্তিষ্ক থেকে কত জোড়া স্নায়ু নির্গত হয়?
Ο ক) ১২
Ο খ) ৩১
Ο গ) ৪১
Ο ঘ) ৫২
সঠিক উত্তর: (খ)

১০৮. শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্থ হয় কেন?
Ο ক) থাইরয়েড হরমোনের ঘাটতিতে
Ο খ) হরমোনের ঘাটতিতে
Ο গ) পিটুইটারী হরমোনের ঘাটতিতে
Ο ঘ) থাইমক্সিন হরমোনের ঘাটতিতে
সঠিক উত্তর: (ক)

১০৯. আইলেটস অফ ল্যাংগারহ্যানস কোথায় অবস্থিত?
Ο ক) যকৃতে
Ο খ) অগ্ন্যাশয়ে
Ο গ) পিত্তে
Ο ঘ) জনন অঙ্গে
সঠিক উত্তর: (খ)

১১০. ইথিলিন হরমোনটি-
i. একটি গ্যাসীয় পদার্থ
ii. ফল পাকাতে সাহায্য করে
iii. ফুলের ঝড়ে পড়া ত্বরান্বিত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১১১. অভ্যন্তরীণ পরিবেশের উদ্দীপক-
i. গন্ধ আলো
ii. তাপ, রাসায়নিক বস্তু
iii. রাসায়নিক বস্তু, চাপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)

১১২. কীসের কারণে আকৃষ্ট হয়ে অনিষ্টকারী পোকা ফাদেঁ ও পানিতে ডুবে মারা যায়?
Ο ক) হরমোন
Ο খ) ফেরোমন
Ο গ) অক্সিন
Ο ঘ) ইথিলিন
সঠিক উত্তর: (খ)

১১৩. ডায়াবেটিস রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে-
i. স্থুলকার ব্যক্তিদের
ii. রোগীর সংস্পর্শে থাকলে
iii. বাবা, মা, দাদা, দাদীর এ রোগ থাকলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

১১৪. মধ্য মস্তিষ্কের কাজ-
i. বাকশক্তি নিয়ন্ত্রণ
ii. বিভিন্ন পেশির কাজের সমন্বয়
iii. ভারসাম্য রক্ষা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)

১১৫. স্যাকস কোন দেশের বিজ্ঞানী?
Ο ক) জার্মান
Ο খ) ইংল্যান্ড
Ο গ) স্কটল্যান্ড
Ο ঘ) আয়ারল্যান্ড
সঠিক উত্তর: (ক)

১১৬. আইলেটস অফ ল্যাংগারহ্যানস-
i. শরীরের শর্করা বিপাকে সহায়তা করে
ii. ইনসুলিন হরমোন নিঃসরণ করে
iii. দেহের বিপাকীয় কার্যলাপ নিয়ন্ত্রণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

১১৭. নিচের কোনটি পারকিনসন রোগের চিকিৎসা?
Ο ক) নির্দিষ্ট মাত্রার ঔষধ
Ο খ) ফিজিওথেরাপি
Ο গ) কেমেরাথেরাপি
Ο ঘ) অ্যাকুপাংচার
সঠিক উত্তর: (খ)

১১৮. নিউরনের কোষদেহের সাইটোপ্লাজমে থাকে-
i. গলজিবস্তু
ii. নিসল দানা
iii. লাইসোজোম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১১৯. বক্রচলন হল-
i. কান্ডের আলোকমুখী চলন
ii. মূলের অন্ধকারমুখী চলন
iii. জুস্পোরের চলন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

১২০. প্রস্রাবের সাথে গ্লুকোজ বের হয়ে যাওয়াকে কী বলে?
Ο ক) এপিলেটসি
Ο খ) পারকিনসন
Ο গ) ডায়াবেটিস মেলিটাস
Ο ঘ) গয়টার
সঠিক উত্তর: (গ)

১২১. পাতা, ফুল ও ফলের ঝড়ে পড়া ত্বরান্বিত করে কোন হরমোন?
Ο ক) ইথিলিন
Ο খ) সাইটোকাইনিন
Ο গ) উষ্ণতা
Ο ঘ) কোমলতা
সঠিক উত্তর: (গ)

১২২. উদ্ভিদের দেহে প্রাপ্ত হরমোন কোনটি?
Ο ক) থাইরক্সিন
Ο খ) সাইটোকাইনিন
Ο গ) টেস্টোস্টেরন
Ο ঘ) অ্যাডরেনালিন
সঠিক উত্তর: (খ)

১২৩. নিউরনের সাইটোপ্লাজমের উদ্দীপনা পরিবহন করে কোনটি?
Ο ক) নিলস দানা
Ο খ) অ্যাক্সন
Ο গ) সুষুম্মা কান্ড
Ο ঘ) মেরুমজ্জা
সঠিক উত্তর: (ক)

১২৪. সেকেন্ডারি জাইলেম ও ফ্লোয়েম সৃষ্টি হওয়ার ফলে কী হয়?
Ο ক) কান্ড মোটা হয়
Ο খ) কান্ড চিকন হয়
Ο গ) ফুল ঝরে পড়ে
Ο ঘ) কান্ড লম্বা হয়
সঠিক উত্তর: (ক)

১২৫. পারকিনসন ডিজিজ সাধারণত কখন হয়?
Ο ক) ২০ বছর বয়সের পর
Ο খ) ৫০ বছর বয়সের পর
Ο গ) ৩০ বছর বয়সের পর
Ο ঘ) ৪০ বছর বয়সের পর
সঠিক উত্তর: (খ)

১২৬. হরমোন কোষের কোন কাজটি পরিচালিত করে?
Ο ক) তড়িৎ রাসায়নিক কাজ
Ο খ) প্রাণরাসায়নিক কাজ
Ο গ) জৈবিক কাজ
Ο ঘ) রাসায়নিক কাজ
সঠিক উত্তর: (খ)

১২৭. অক্সিন সর্বপ্রথম কে আবিষ্কার করেন?
Ο ক) মেন্ডেল
Ο খ) চার্লস ডারউইন
Ο গ) কোল
Ο ঘ) হ্যাগেন স্নিট
সঠিক উত্তর: (খ)

১২৮. থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কোনটি?
Ο ক) থাইমক্সিন
Ο খ) থাইরক্সিন
Ο গ) পারাথাইরক্সিন
Ο ঘ) গ্লুকাগন
সঠিক উত্তর: (খ)

১২৯. কর্টেক্স-
i. অসংখ্যা নিউরন দ্বারা গঠিত
ii. মেনিনজেসের ভেতরের অংশ
iii. ধূসর বর্ণের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৩০. উদ্ভিদ জীবনে আবহাওয়া ও জলবায়ুজনিত প্রভাবক গুরুত্বপূর্ণ কেন?
Ο ক) জীবনচক্র সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য
Ο খ) প্রজনন সুষ্ঠূভাবে সম্পন্নের জন্য
Ο গ) ফলের পরিপক্কতার জন্য
Ο ঘ) দৈহিক বৃদ্ধির জন্য
সঠিক উত্তর: (ক)

১৩১. পাতাগুলো আালোর সাথে কত ডিগ্রি কোণে অবস্থান করে?
Ο ক) ৮০ ডিগ্রি
Ο খ) ৭০ ডিগ্রি
Ο গ) ৯০ ডিগ্রি
Ο ঘ) ৬০ ডিগ্রি
সঠিক উত্তর: (গ)

১৩২. মেরুদন্ডের কশেরুকার ভেতরের ছিদ্রপথে কোনটি সুরক্ষিত থাকে?
Ο ক) পনস
Ο খ) সেরিব্রাম
Ο গ) সেরিবেলাম
Ο ঘ) মেরুরজ্জু
সঠিক উত্তর: (ঘ)

১৩৩. ভ্রুণকান্ডের অগ্রাংশ অভিকের্ষের উদ্দীপনা অনুভব করতে পারে। একে কী বলে?
Ο ক) Geoperception
Ο খ) Movement of curvature
Ο গ) Movement of locomotion
Ο ঘ) Vernalization
সঠিক উত্তর: (ক)

১৩৪. বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে কোনটি?
Ο ক) জিবেরেলিন ও অক্সিন
Ο খ) অক্সিন ও সাইটোকাইনিন
Ο গ) সাইটোকাইনিন
Ο ঘ) অ্যাডরেনালিন
সঠিক উত্তর: (খ)

১৩৫. কর্টেক্সের রং কিরূপ?
Ο ক) লাল
Ο খ) ধূসর
Ο গ) হলুদ
Ο ঘ) সাদা
সঠিক উত্তর: (খ)

১৩৬. উদ্ভিদে বিভিন্ন অঙ্গ বিকাশের ক্ষেত্রে আলো ও উষ্ণতার প্রভাব হলো-
i. ভিন্ন ভিন্ন উপাদান উৎপন্ন হয়ে নতুন অঙ্গের সৃষ্টি করে
ii. কোষের উপাদানগুলো উপরে স্থানান্তরিত হয়
iii. কোষের উপাদানগুলো নিচে স্থানান্তরিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৩৭. সুষুম্নাকান্ডের শীর্ষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফতী অংশ করোটির মধ্যে অবস্থান করে তাকে কী বলে?
Ο ক) সুষুম্নাস্নায়ু
Ο খ) সুষুম্নাকান্ড
Ο গ) মস্তিষ্ক
Ο ঘ) করোটি
সঠিক উত্তর: (গ)

১৩৮. প্যারাথাইরয়েড গ্রন্থি কাজ-
i. সোডিয়াম বিপাক নিয়ন্ত্রণ
ii. প্যারাথাইরক্সিন হরমোন নিঃসরণ
iii. ক্যালসিয়াম বিপাক নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৩৯. শরীরে কোন অংশের মাংসপেশীয় কার্যাবলি নষ্ট হওয়াকে কী বলে?
Ο ক) প্যারালাইসিস
Ο খ) স্ট্রোক
Ο গ) বহুমূত্র
Ο ঘ) এপিলেপসি
সঠিক উত্তর: (ক)

১৪০. নিউরিলেমা ও অ্যাক্সনের মধ্যবর্তী অঞ্চলটি কী?
Ο ক) মায়োলিন
Ο খ) পনস
Ο গ) নিউরিলেমা
Ο ঘ) মেনিনজেন
সঠিক উত্তর: (ক)

১৪১. কোনটি দেহের সমন্বয়ে অংশ নেয়?
Ο ক) হরমোন
Ο খ) রক্ত
Ο গ) লসিকা
Ο ঘ) এনজাইম
সঠিক উত্তর: (ক)

১৪২. নিউরনের প্রলম্বিত অংশ কত ধরনের?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)

১৪৩. সামগ্রিক চলন ঘটে-
i. Volvox, Chlamydomonas এ
ii. ছত্রাক ও শৈবালে
iii. ডায়াটম ও গুল্মে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৪৪. কোনটির অভাবে পাতায় মৃত অঞ্চলের সৃষ্টি হয়?
Ο ক) Fe
Ο খ) K
Ο গ) Mn
Ο ঘ) Mg
সঠিক উত্তর: (খ)

১৪৫. কোনটি একজন ডায়াবেটিস আক্রান্ত রোগীর জন্য মহৌষধস্বরূপ?
Ο ক) নিয়ন্ত্রিত খাওয়ার অভ্যাস
Ο খ) ইনসুলিন ইনজেকশন
Ο গ) পরিমিত ঔষধ সেবন
Ο ঘ) সুশৃঙ্খল জীবন ব্যবস্থা
সঠিক উত্তর: (ঘ)

১৪৬. অন্ধকারের দিকে ঘনত্ব বাড়ায়-
Ο ক) জিবেরেলিন
Ο খ) অক্সিন
Ο গ) সাইটোকাইনিন
Ο ঘ) ইথিলিন
সঠিক উত্তর: (খ)

১৪৭. মাদকাসক্তি কুফলের ক্ষেত্রে-
i. মানসিক ক্ষতি
ii. শারীরিক ক্ষতি
iii. সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৪৮. স্নায়ুকলা গঠিত হয়-
i. কিছু সংখ্যক স্নাযু যোজক টিস্যু দ্বারা
ii. স্নায়ুকোষ বা নিউরনের সমন্বয়ে
iii. বিভিন্ন অঙ্গতন্ত্রের সমন্বয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৪৯. ছোটদিনের উদ্ভিদের পুষ্পায়নে দৈনিক গড়ে কত ঘন্টা আলোর প্রয়োজন?
Ο ক) ১০-১২ ঘন্টা
Ο খ) ৯-১০ ঘন্টা
Ο গ) ৮-১২ ঘন্টা
Ο ঘ) ৭-৯ ঘন্টা
সঠিক উত্তর: (গ)

১৫০. জিবেরেলিনের প্রভাবে উদ্ভিদের কোন অংশ দৈর্ঘ্য বৃদ্ধি পায়?
Ο ক) উদ্ভিদের পাতা
Ο খ) উদ্ভিদের পর্বমধ্যগুলো
Ο গ) উদ্ভিদের শাখা
Ο ঘ) উদ্ভিদের মূল
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post