এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ১০: সমন্বয় (৪)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ১০: সমন্বয় (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১৫১. নিচের কোনটিকে গুরুমস্তিষ্ক বলা হয়?
Ο ক) পনস
Ο খ) সেরিব্রাম
Ο গ) মেডুলা
Ο ঘ) সেরিবেলাম
সঠিক উত্তর: (খ)

১৫২. দেহের প্রত্যেক কাজের ও অনুভূমি কেন্দ্রের-
i. বাইরের স্তরের নাম কর্টেক্স
ii. ভিতরের স্তরে স্নায়ুতন্তু থাকে
iii. অবস্থান পশ্চাৎ মস্তিষ্কে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৫৩. অক্সিন হরমোনটি-
i. চার্লস ডারউইন আবিষ্কার করেন
ii. কোল ও স্নিট নামকরণ করেন
iii. চার্লস ডারউইন ভ্রুণমুকুলাবরণীর উপর প্রভাব লক্ষ করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৫৪. কেউ কেউ ফাইটোহরমোনকে কী হিসেবে আখ্যায়িত করেন?
Ο ক) ফ্লোরেজিন
Ο খ) উদ্ভিদ বৃদ্ধিকারক বস্তু
Ο গ) ইথিলিন
Ο ঘ) ভার্নালিন
সঠিক উত্তর: (খ)

১৫৫. মস্তিষ্কের সব থেকে পেছনের অংশ কোনটি?
Ο ক) সেরিব্রাম
Ο খ) মেডুলা অবলংগাটা
Ο গ) পনস
Ο ঘ) সেরিবেলাম
সঠিক উত্তর: (গ)

১৫৬. স্বাধীন ও স্বতন্ত্রভাবে আপন কর্তব্য সম্পাদন করে কোন স্নায়ুতন্ত্র?
Ο ক) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র
Ο খ) স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র
Ο গ) সুষুম্নাকান্ড
Ο ঘ) নিউরন
সঠিক উত্তর: (খ)

১৫৭. সামগ্রিক চলন দেখা যায় কোনটিতে?
Ο ক) Volvox
Ο খ) Spirogyra
Ο গ) Padina
Ο ঘ) Ulva
সঠিক উত্তর: (ক)

১৫৮. উদ্ভিদের যেসকল হরমোন এখনো আলাদা করা যায়নি তাদের কী?
Ο ক) স্টিমুলেটেড হরমোন
Ο খ) আইসোলেটেড হরমোন
Ο গ) নন-আইসোলেটেড হরমোন
Ο ঘ) পস্টুলেটেড হরমোন
সঠিক উত্তর: (ঘ)

১৫৯. ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কয়টি ‘D’ মেনে চলা অত্যাবশ্যক?
Ο ক) দুটি
Ο খ) একটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (খ)

১৬০. মাদকাসক্ত হওয়ার কারণের মধ্যে রয়েছে-
i. নতুন অভিজ্ঞতা অর্জন
ii. সহজ আনন্দ লাভ
iii. পরিবারে মাদকদ্রব্যের ব্যবহার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৬১. নালিবিহীন গ্রন্থিরসকে কী বলে?
Ο ক) এনজাইম
Ο খ) হরমোন
Ο গ) ফেরোমেন
Ο ঘ) উৎসেচক
সঠিক উত্তর: (খ)

১৬২. সেরিব্রামের মাঝখানে খাঁজটি কী?
Ο ক) মেননজেস
Ο খ) গ্রোমটার
Ο গ) নিউরন
Ο ঘ) সেরিব্রাল হেমিস্ফিয়ার
সঠিক উত্তর: (ঘ)

১৬৩. কোন হরমোন ফলের ভাঙতে সাহায্য করে কোনটি?
Ο ক) জিবেরেলিন
Ο খ) সাইটোকাইনিন
Ο গ) অ্যাসিটিলিন
Ο ঘ) অক্সিন
সঠিক উত্তর: (ঘ)

১৬৪. প্যারা থাইরয়েড গ্রন্থির কাজ হলো-
i. শরীরে হরমোনের ভারসাম্য রক্ষা করে
ii. শরীরে ক্যালসিয়াম ও ফসফরসের বিপাক নিয়ন্ত্রণ করে
iii. রক্তের ক্যালসিয়ামের ভারসম্য রক্ষা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৬৫. নালিবিহীন গ্রন্থি রস কী?
Ο ক) হরমোন
Ο খ) এনজাইম
Ο গ) অগ্ন্যাশয় রস
Ο ঘ) পিত্তরস
সঠিক উত্তর: (ক)

১৬৬. অক্সিনের কাজ নয় কোনটি?
Ο ক) কোষের দৈর্ঘ্য বৃদ্ধি
Ο খ) শীর্ষ প্রকটতা
Ο গ) মূল সৃষ্টি
Ο ঘ) কুঁড়ির বৃদ্ধি রহিত করা
সঠিক উত্তর: (ঘ)

১৬৭. সেরিবেলাম ও মেডুলা অবলংগাটার ভেতর সংযোগ স্থাপন করে কে?
Ο ক) অগ্র মস্তিষ্ক
Ο খ) পনস
Ο গ) পশ্চাৎ মস্তিষ্ক
Ο ঘ) সুষুম্না কান্ড
সঠিক উত্তর: (খ)

১৬৮. ডায়াবেটিস রোগীর ঠিকমত চিকিৎসা না করা হলে-
i. রোগীর শ্বসন হার কমে যায়
ii. রোগী বেহুশ হয়ে পড়তে পারে
iii. রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৬৯. মেডুলা অবলংগাটা থেকে কত জোড়া করোটিক স্নায়ু উৎপন্ন হয়?
Ο ক) ৪ জোড়া
Ο খ) ৮ জোড়া
Ο গ) ১২ জোড়া
Ο ঘ) ৩১ জোড়া
সঠিক উত্তর: (খ)

১৭০. প্রত্যেক কাজের জ্ঞান, স্মৃতি ও বাকশক্তি নিয়ন্ত্রণ করে কোনটি?
Ο ক) পনস
Ο খ) মেডুলা অবলংগাটা
Ο গ) মেনিনজেস
Ο ঘ) সেরিব্রাম
সঠিক উত্তর: (ঘ)

১৭১. স্ট্রোকের রোগীর মৃত্যু ঘটে যদি-
i. রক্ত মস্তিষ্কের গহ্বরে প্রবেশ করে
ii. রক্ত মাথার খুলিতে ঢুকে যায়
iii. রোগীর সমস্ত মুখমন্ডল লাল হয়ে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৭২. উদ্দীপনা পরিবেশ থেকে মস্তিষ্কে প্রবাহিত হয় কীভাবে?
Ο ক) জৈব উপায়ে
Ο খ) অজৈব উপায়ে
Ο গ) কণা আকারে
Ο ঘ) তরঙ্গাকারে
সঠিক উত্তর: (ঘ)

১৭৩. নিচের কোনটি হ্রস্বদিবা উদ্ভিদ?
Ο ক) লেটুস
Ο খ) সূর্যমুখী
Ο গ) চন্দ্রমল্লিকা
Ο ঘ) ঝিঙ্গা
সঠিক উত্তর: (গ)

১৭৪. এডরেনাল গ্রন্থি হলো-
i. কিডনির ওপর অবস্থিত
ii. এডরেনালিন হরমোন নিঃসরণকারী
iii. কঠিন মানসিক চাপ পরিত্রাণকারী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৭৫. পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে দেহের ভেতরে প্রবাহিত করে-
Ο ক) রক্ত
Ο খ) রক্তরস
Ο গ) স্নায়ু কলা
Ο ঘ) হরমোন
সঠিক উত্তর: (গ)

১৭৬. হরমোন উদ্ভিদে-
i. পুষ্টি দ্রব্য হিসাবে থাকে
ii. ক্ষুদ্র মাত্রায় উৎপন্ন হয়
iii. দেহের উন্নয়নে ভূমিকা রাখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৭৭. থাইমাস গ্রন্থি হলো-
i. সোডিয়াম বিপাক নিয়ন্ত্রণ
ii. প্যারাথাইরক্সিন হরমোন নিঃসরণ
iii. ক্যালসিয়াম বিপাক নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৭৮. কোষ বিভাজনের সময় কোষের সাইটোকাইনেসিস ঘটায় কোনটি?
Ο ক) অক্সিন
Ο খ) জিবেরেলিন
Ο গ) সাইটোকাইনন
Ο ঘ) অ্যাবসিসিক অ্যাসিড
সঠিক উত্তর: (গ)

১৭৯. সেরিব্রামের কাজ হলো-
i. প্রত্যেক অঙ্গ থেকে স্নায়ু তাড়না গ্রহণ করা
ii. দেহের নড়াচড়া তথা অনুভূতি সৃষ্টি করা
iii. স্মৃতি, ইচ্ছা, জ্ঞান,প্রভৃতি ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৮০. উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে নিচের কোন হরমোন?
Ο ক) অক্সিন
Ο খ) সাইটোকাইনিন
Ο গ) অ্যাবাসিসিক এসিড
Ο ঘ) ফ্লোরিজেন
সঠিক উত্তর: (ঘ)

১৮১. পিটুইটারি গ্রন্থির ক্ষেত্রে-
i. অগ্রমস্তিষ্কের তলদেশে অবস্থিত
ii. প্রধান হরমোন উৎপাদনকারী গ্রন্থি
iii. আকারে সবচেয়ে বড়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৮২. অধিকাংশ জিবেরেলিন উদ্ভিদের কোন অংশে পাওয়া যায়?
Ο ক) উদ্ভিদের মূলে
Ο খ) উদ্ভিদের কান্ডে
Ο গ) উদ্ভিদের কান্ড শীর্ষে
Ο ঘ) উদ্ভিদের বীজে
সঠিক উত্তর: (ঘ)

১৮৩. মৃগী রোগী পানিতে পড়লে ডুবে মারা যায় কেন?
Ο ক) শরীরের তাপমাত্রা কমে যায় বলে
Ο খ) নিজ শক্তিতে উঠতে পারে না বলে
Ο গ) উচ্চ রক্তচাপ বেড়ে যায় বলে
Ο ঘ) শ্বাস-প্রশ্বাসের হার কমে যায় বলে
সঠিক উত্তর: (খ)

১৮৪. ফাইটো অর্থ কী?
Ο ক) আদি
Ο খ) উদ্ভিদ
Ο গ) প্রাণী
Ο ঘ) ছত্রাক
সঠিক উত্তর: (খ)

১৮৫. যে জৈব রাসায়নিক পদার্থের প্রভাব উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রিত হয় তাকে কী বলে?
Ο ক) বৃদ্ধিকারক বস্তু
Ο খ) স্টিমুলেটেড হরমোন
Ο গ) আইসোলেটেড
Ο ঘ) নন-আইসোলেটড হরমোন
সঠিক উত্তর: (ক)

১৮৬. শ্বেত পদার্থ-
i. সেরিব্রামের ভিতরের স্তর
ii. সেরিবেলামের বাইরে স্তর
iii. মেরুরজ্জুর উপর ও নিচে স্নায়ু তাড়না বহন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৮৭. মস্তিষ্কের রক্তক্ষরণকে কী বলা হয়?
Ο ক) প্যারালাইসিস
Ο খ) স্ট্রোক
Ο গ) পারকিনসন
Ο ঘ) এপিলেপসি
সঠিক উত্তর: (খ)

১৮৮. উদ্ভিদের চলনকে কত ভাগে ভাগ করা যায়?
Ο ক) তিন ভাগে
Ο খ) দুই ভাগে
Ο গ) চার ভাগে
Ο ঘ) পাঁচ ভাগে
সঠিক উত্তর: (খ)

১৮৯. কান্ডের আলোর দিকে চলনকে কী বলে?
Ο ক) নেগেটিভ ফটোট্রপিজম
Ο খ) পজিটিভ ফটোট্রাপিজম
Ο গ) নেগেটিভ জিওট্রপিজম
Ο ঘ) পজিটিভ জিওট্রপিজম
সঠিক উত্তর: (খ)

১৯০. সেরিবেলামের বাইরের দিকে কী থাকে?
Ο ক) শ্বেত পদার্থ
Ο খ) কালো পদার্থ
Ο গ) ধূসর পদার্থ
Ο ঘ) লোহিত পদার্থ
সঠিক উত্তর: (গ)

১৯১. নিউরনের কোষদেহ গঠিত হয়-
i. প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস দিয়ে
ii. নিউরনের গোলাকার বা ডিম্বাকার অংশ নিয়ে
iii. দুটি অংশ নিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৯২. মস্তিষ্কের বোঁটা কোনটি?
Ο ক) পনস
Ο খ) নিউরন
Ο গ) সুষুম্না শীর্ষক
Ο ঘ) নেফ্রন
সঠিক উত্তর: (গ)

১৯৩. নিচের কোন আয়োডিনের অন্যতম প্রধান উৎস?
Ο ক) পুকুরের মাছ
Ο খ) সামুদ্রিক মাছ
Ο গ) গরুর মাংস
Ο ঘ) মুরগীর মাংস
সঠিক উত্তর: (খ)

১৯৪. চন্দ্রমল্লিকা কী ধরনের উদ্ভিদ?
Ο ক) ছোট দিনের উদ্ভিদ
Ο খ) বড় দিনের উদ্ভিদ
Ο গ) ছোট রাত্রির উদ্ভিদ
Ο ঘ) নিরপেক্ষ উদ্ভিদ
সঠিক উত্তর: (ক)

১৯৫. ডোপামিন কী?
Ο ক) অগ্ন্যাশয় উৎপন্ন নির্যাস
Ο খ) যকৃতে উৎপন্ন নির্যাস
Ο গ) স্নায়ুকোষে উৎপন্ন নির্যাস
Ο ঘ) থাইমাসে উৎপন্ন নির্যাস
সঠিক উত্তর: (গ)

১৯৬. এডরেনাল গ্রন্থির কাজ-
i. অত্যাবশ্যকীয় বিপাক নিয়ন্ত্রণ
ii. কঠিন মানসিক চাপ থেকে পরিত্রাণ
iii. এ্যাডরেনালিন হরমোন নিঃসরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৯৭. উদ্ভিদের কান্ড ও শাখা-প্রশাখার সমসময় কোন দিকে চলন ঘটে?
Ο ক) আলোর বিপরীত দিকে
Ο খ) আলোর দিকে
Ο গ) মূলের দিকে
Ο ঘ) নিম্নদিকে
সঠিক উত্তর: (খ)

১৯৮. অ্যাডরেনাল গ্রন্থি দেহের-
i. অত্যাবশ্যকীয় বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে
ii. জনন অঙ্গের বৃদ্ধি ঘটায়
iii. কঠিন মানসিক চাপ থেকে পরিত্রাণ ঘটায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)

১৯৯. মানবদেহের পিটুইটারি গ্রন্থি-
i. নালিযুক্ত গ্রন্থি
ii. সোমাটোট্রিপিন হরমোন নিঃসরণকারী
iii. অন্তঃক্ষরা গ্রন্তির অন্তর্গত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)

২০০. ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রধান উপায় হলো কোনটি?
Ο ক) ওষুধ নিয়ন্ত্রণ
Ο খ) মহৌষধস্বরূপ
Ο গ) স্বাভাবিক
Ο ঘ) শৃঙ্গলরূপ
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post