ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ১০: সমন্বয় (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. পশ্চাৎ মস্তিষ্কে গঠিত-
i. সেরিবেলাম দিয়ে
ii. পনস দিয়ে
iii. মেডুলা অবলংগাটা দিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫২. পারকিনসের প্রভাবে মাংসপেশি অকার্যকর হয় কখন?
Ο ক) বয়স কম থাকলে
Ο খ) বয়স বাড়ার সাথে সাথে
Ο গ) নির্দিষ্ট বয়সে
Ο ঘ) খুব অল্প বয়সে
সঠিক উত্তর: (খ)
৫৩. সেরিব্রাম কোন পর্দা দ্বারা আবৃত থাকে?
Ο ক) মেনেনজেস
Ο খ) নিউরন
Ο গ) সেরিব্রাম কর্টেক্স
Ο ঘ) সেরিব্রাল হেমিস্ফিয়ার
সঠিক উত্তর: (ক)
৫৪. হরমোনের প্রভাবে উদ্ভিদের-
i. বৃদ্ধি ও বিকাশ ঘটে
ii. বিভিন্ন অঙ্গ সৃষ্টি হয়
iii. সকল কাজ নিয়ন্ত্রিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৫. করোটিক-সুষুম্নাস্নায়ু কত প্রকার?
Ο ক) তিন
Ο খ) দুই
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)
৫৬. উদ্ভিদের বৃদ্ধি ও পুষ্পায়নে আলোর মতো কিসের প্রভাব রয়েছে?
Ο ক) তাপ ও জলবায়ু
Ο খ) চাপ ও তাপমাত্রা
Ο গ) তাপ ও শৈত্যের
Ο ঘ) তাপমাত্রা ও বৃষ্টিপাত
সঠিক উত্তর: (গ)
৫৭. অক্সিন ব্যবহারের ফলে কী উৎপাদন করা সম্ভব হয়েছে?
Ο ক) পাতা
Ο খ) কান্ড
Ο গ) বীজ
Ο ঘ) বীজহীন ফল
সঠিক উত্তর: (ঘ)
৫৮. উদ্ভিদে আলা-অন্ধকারের ছন্দকে কী বলে?
Ο ক) বায়োলজিক্যাল সিস্টেম
Ο খ) বায়োলজিক্যল ক্লক
Ο গ) বায়োলজিক্যাল হ্যাজার্ড
Ο ঘ) বায়োলজিক্যাল ফিউশন
সঠিক উত্তর: (খ)
৫৯. চার্লস ও ডারউইন হরমোনের অস্তিত্ব প্রমাণ করে কত সালে?
Ο ক) ১৯৮৯ সালে
Ο খ) ১৯৮৩ সালে
Ο গ) ১৮৮৩ সালে
Ο ঘ) ১৮৮৯ সালে
সঠিক উত্তর: (গ)
৬০. হরমোন-এর নামকরণ করেন কোন বিজ্ঞানী?
Ο ক) চার্লস ও ডারউইন
Ο খ) ফ্যারাডে
Ο গ) স্যাকস
Ο ঘ) বেলিস ও স্টারলিং
সঠিক উত্তর: (ঘ)
৬১. ডেনড্রাইট ও অ্যাক্সনে সংযোগস্থলকে কী বলে?
Ο ক) সিন্যাপস
Ο খ) নিউরিলেমা
Ο গ) এপিথেলিয়াম টিস্যু
Ο ঘ) নিউরন
সঠিক উত্তর: (ঘ)
৬২. উদ্ভিদের জৈব রাসায়নিক পদার্থটি কি?
Ο ক) হরমোন
Ο খ) ফাইটো হরমোন
Ο গ) অক্সিন
Ο ঘ) জিবারেলিন
সঠিক উত্তর: (খ)
৬৩. কাদের ডায়াবেটিস হয়?
Ο ক) বয়স্কদের
Ο খ) শিশুদের
Ο গ) যুবক-যুবতীদের
Ο ঘ) ছোট-বড় সবার
সঠিক উত্তর: (ঘ)
৬৪. সেরিবেলামের কাজ হল-
i. পেশির টান নিয়ন্ত্রণ
ii. দেহের ভারসাম্য রক্ষা
iii. বাকশক্তি নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৫. প্রয়োজন অপেক্ষা কম অথবা বেশি পরিমাণ হরমোন নিঃসৃত হলে দেহে নানারকমত কিসের প্রতিক্রিয়া সৃষ্টি হয়?
Ο ক) বাঞ্ছিত
Ο খ) অবাঞ্ছিত
Ο গ) প্রতিবেদন
Ο ঘ) স্বাভাবিক
সঠিক উত্তর: (খ)
৬৬. কোষ বৃদ্ধির জন্য কোন হরমোন ব্যবহৃত হয়?
Ο ক) জিবেরেলিন
Ο খ) সাইটোকাইনিন
Ο গ) ইথিলিন
Ο ঘ) অক্সিন
সঠিক উত্তর: (খ)
৬৭. মেরুরজ্জীয় স্নায়ুর সংখ্যা কত?
Ο ক) ৩২ জোড়া
Ο খ) ৩১ জোড়া
Ο গ) ৩০ জোড়া
Ο ঘ) ২৯ জোড়া
সঠিক উত্তর: (খ)
৬৮. উদ্ভিদদেহে অশনাক্তকৃত হরমোনদের কী বলে?
Ο ক) প্রোস্টেট হরমোন
Ο খ) প্রি-পুস্টুলেটেড হরমোন
Ο গ) পুস্টুলেটেড হরমোন
Ο ঘ) প্রি-প্রোস্টেড হরমোন
সঠিক উত্তর: (গ)
৬৯. চিন্তা, চেতনা, জ্ঞান, স্মৃতি বাকশক্তির নিয়ন্ত্রণ করে কোনটি?
Ο ক) পনস
Ο খ) মেডুলা অবলংগাটা
Ο গ) মেনিনজেস
Ο ঘ) সেরিব্রাম
সঠিক উত্তর: (ঘ)
৭০. নিচের কোনটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র?
Ο ক) মস্তিষ্ক
Ο খ) সুষম্নাকান্ড
Ο গ) সুষুস্নাস্নায়ু
Ο ঘ) সিমপ্যাথেটিক স্নায়ু
সঠিক উত্তর: (গ)
৭১. কোনো কোনো উদ্ভিদের মূলেও কী পাওয়া যায়?
Ο ক) অক্সিন
Ο খ) ফ্লোরিজেন
Ο গ) সাইটোকাইনেসিস
Ο ঘ) অ্যামাইটোসিস
সঠিক উত্তর: (গ)
৭২. ইন্ডোল অ্যাসিটিক এসিডের প্রভাবে-
i. ক্যালাস নামক এক প্রকার অনিয়ন্ত্রিত কোষগুচ্ছের সৃষ্টি হয়
ii. ক্ষতস্থান পূরণ হয়
iii. ফলের মোচন বিলম্বিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭৩. শীতের গম গরমকালে লাগাতে হলে বীজ রোপনের পরে কত উষ্ণতা প্রয়োগ করতে হয়?
Ο ক) ২0 - ৬0 সে.
Ο খ) ২0 - ৫0 সে.
Ο গ) ৩0 - ৫0 সে.
Ο ঘ) ৪0 - ৫0 সে.
সঠিক উত্তর: (খ)
৭৪. উদ্দীপনা বা তাড়না মস্তিষ্কে পৌঁছানোর গতিবেগ কত?
Ο ক) ১০ মি./সে.
Ο খ) ১০০ মি./সে.
Ο গ) ১০ সে.মি./সে.
Ο ঘ) ১০০ সে.মি./সে.
সঠিক উত্তর: (ঘ)
৭৫. উদ্ভিদেহে বিদ্যমান বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থকে কী বলে?
Ο ক) ফটোহরমোন
Ο খ) ফাইটোহরমোন
Ο গ) ফিটোহরমোন
Ο ঘ) ফ্রুক্সোহরমোন
সঠিক উত্তর: (খ)
৭৬. সেরিবেলাম কোথায় অবস্থিত?
Ο ক) পনসের পৃষ্ঠীয় দেশে
Ο খ) মধ্য মস্তিষ্কের অগ্রভাগে
Ο গ) পনসের অঙ্কীয়দেশে
Ο ঘ) অগ্রমস্তিষ্কে
সঠিক উত্তর: (ক)
৭৭. উদ্ভিদের অঙ্কুরিত বীজকে কী প্রদান করা হলে তাদের ফুল ধারনের সময় এগিয়ে আসে?
Ο ক) তাপ
Ο খ) চাপ
Ο গ) শৈত্যে
Ο ঘ) পানি
সঠিক উত্তর: (গ)
৭৮. উদ্ভিদের বিভিন্ন অঙ্গ বিকাশের ক্ষেত্রে লক্ষণীয় প্রভাব আছে-
i. বায়ু চাপের
ii. উষ্ণতার
iii. আলোর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
৭৯. ফলে বিভিন্ন সংশ্লেষণ পদ্ধতির মাধ্যমে ভিন্ন ভিন্ন উপাদান উৎপন্ন হয়ে নতুন কিসের সৃষ্টি হয়?
Ο ক) ফলের
Ο খ) ফুলের
Ο গ) অঙ্গের
Ο ঘ) মূলের
সঠিক উত্তর: (গ)
৮০. মেরু রজ্জুতে কী থাকে?
Ο ক) শ্বেত পদার্থ ও ধূসর পদার্থ
Ο খ) কালো পদার্থ ও লাল পদার্থ
Ο গ) ধূসর পদার্থ
Ο ঘ) কালো পদার্থ
সঠিক উত্তর: (ক)
৮১. ফুট ফোটাতে এবং বীজের সুপ্তাবস্থা কাটাতে কোন হরমোন ব্যবহার করা হয়?
Ο ক) সাইটোকাইনিন
Ο খ) অক্সিন
Ο গ) জিবেরেলিন
Ο ঘ) ইথিলিন
সঠিক উত্তর: (গ)
৮২. সেরিব্রামকে কী বলা হয়?
Ο ক) নিম্ন মস্তিষ্ক
Ο খ) মধ্য মস্তিষ্ক
Ο গ) গুরু মস্তিষ্ক
Ο ঘ) লঘু মস্তিষ্ক
সঠিক উত্তর: (গ)
৮৩. ডায়াবেটিস টাইপ-১ রোগীর ক্ষেত্রে-
i. দেহে ইনসুলিন একেবারে তৈরি হয় না
ii. দেহে ইনসুলিন সামান্য তৈরি হয়
iii. দেহে ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন প্রবেশ করাতে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
৮৪. খাটো উদ্ভিদে জিবেরেলিন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকেও কী হয়?
Ο ক) খাটো
Ο খ) মোটা
Ο গ) অধিক লম্বা
Ο ঘ) সরু
সঠিক উত্তর: (গ)
৮৫. মস্তিষ্কের সবচেয়ে পিছনের অংশটি হলো-
i. পনস
ii. মেডুলা অবলংগাটা
iii. সেরিবেলাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
৮৬. স্ত্রী জনন অঙ্গ থেকে নিঃসৃত হরমোন কী?
Ο ক) ইস্ট্রোজেন
Ο খ) টেস্টোস্টেরন
Ο গ) ইনসুলিন
Ο ঘ) প্রোর্যা কটিন
সঠিক উত্তর: (ক)
৮৭. অক্সিন হরমোনটি কে আবিষ্কার করেন?
Ο ক) চার্লস ডারউইন
Ο খ) বেলিস
Ο গ) স্টারলিং
Ο ঘ) স্যাকস
সঠিক উত্তর: (ক)
৮৮. সামগ্রিক চলন দেখা যায়-
i. Volvok এ
ii. ফার্ন এ
iii. Chlamydomenas এ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
৮৯. আইলেটস অব ল্যাংগারহ্যানস কোষগুচ্ছ কীভাবে দেহকে সুস্থ রাখে?
Ο ক) প্রোটিন বিপাক নিয়ন্ত্রণের মাধ্যমে
Ο খ) শর্করা বিপাক নিয়ন্ত্রণের মাধ্যমে
Ο গ) পিত্তরস ক্ষরণে সহায়তার মাধ্যমে
Ο ঘ) জরুরি বিপাকে সাহায্যের মাধ্যমে
সঠিক উত্তর: (খ)
৯০. দীর্ঘ অন্ধকার দীর্ঘদিবা উদ্ভিদে কী উৎপাদনে ব্যাঘাত ঘটায়?
Ο ক) ফল
Ο খ) পুষ্প
Ο গ) মূল
Ο ঘ) পাতা
সঠিক উত্তর: (খ)
৯১. উদ্ভিদ দেহের বিভিন্ন, শারীরবৃত্তীয় ক্রিয়ার মধ্যে কী পরিলক্ষিত হয়?
Ο ক) উদ্ভিদের খাদ্য সঞ্চয়
Ο খ) সালোকসংশ্লেষণ
Ο গ) সমন্বয়
Ο ঘ) গ্লাইকোলাইসিস
সঠিক উত্তর: (গ)
৯২. নিউরন তন্তুর ভিতর দিয়ে উদ্দীপনা বা তাড়না শেষ পর্যন্ত কোথায় পৌঁছায়?
Ο ক) সুষুম্নাকান্ডে
Ο খ) অ্যাক্সনে
Ο গ) মস্তিষ্কে
Ο ঘ) কোষদেহে
সঠিক উত্তর: (গ)
৯৩. সাইটোকাইনিন হরমোন প্রাপ্তির ক্ষেত্রে সঠিক কোনটি?
Ο ক) ফল, সস্য ও ডাবের পানি
Ο খ) সস্য, সবজি ও আখের রস
Ο গ) রাফেজযুক্ত সবজি, বীট ও আখের রস
Ο ঘ) ভূ-নিম্নস্থ সবজি, সস্য ও তালের রস
সঠিক উত্তর: (ক)
৯৪. দুই কশেরুকার মধ্যবর্তী ছিদ্র দিয়ে কত জোড়া মেরুরজ্জীয় স্নায়ু বের হয়?
Ο ক) ১২ জোড়া
Ο খ) ২১ জোড়া
Ο গ) ২১ জোড়া
Ο ঘ) ৩২ জোড়া
সঠিক উত্তর: (গ)
৯৫. মস্তিষ্কে রক্তক্ষরণকে চলতি কথায় কী বলে?
Ο ক) মৃগী রোগ
Ο খ) পক্ষাঘাত
Ο গ) স্ট্রোক
Ο ঘ) মেনিনজাইটিস
সঠিক উত্তর: (গ)
৯৬. গৌণ বৃদ্ধি অর্থ কোনটি?
Ο ক) লম্বায় বৃদ্ধি
Ο খ) পার্শ্ব বৃদ্ধি
Ο গ) উচ্চতায় বৃদ্ধি
Ο ঘ) অভ্যন্তরীণ বৃদ্ধি
সঠিক উত্তর: (খ)
৯৭. উদ্ভিদের চলন ঘটে-
Ο ক) উদ্দীপকের কারণে
Ο খ) পারস্পরিক ক্রিয়ার কারণে
Ο গ) প্রভাবকের কারণে
Ο ঘ) জলবায়ুগত কারণে
সঠিক উত্তর: (গ)
৯৮. উদ্ভিদে সাইটোকাইনিনের ভূমিকা হল-
i. কোষের বৃদ্ধি সাধন
ii. অঙ্গের বিকাশ সাধন
iii. বার্ধক্য বিলম্বিত করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৯. গোনাড গ্রন্থির ক্ষেত্রে-
i. যৌন আচরণ নিয়ন্ত্রণ করে
ii. পরিণত পুরুষে টেস্টোস্টেরন নিঃসরণ করে
iii. পরিণত স্ত্রীতে ইস্ট্রোজেন নিঃসরণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
১০০. আকারে সবচেয়ে ক্ষুদ্র গ্রন্থিটির নাম কী?
Ο ক) থাইরয়েড
Ο খ) গোনাড
Ο গ) এডরেনাল
Ο ঘ) পিটুইটারী
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. পশ্চাৎ মস্তিষ্কে গঠিত-
i. সেরিবেলাম দিয়ে
ii. পনস দিয়ে
iii. মেডুলা অবলংগাটা দিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫২. পারকিনসের প্রভাবে মাংসপেশি অকার্যকর হয় কখন?
Ο ক) বয়স কম থাকলে
Ο খ) বয়স বাড়ার সাথে সাথে
Ο গ) নির্দিষ্ট বয়সে
Ο ঘ) খুব অল্প বয়সে
সঠিক উত্তর: (খ)
৫৩. সেরিব্রাম কোন পর্দা দ্বারা আবৃত থাকে?
Ο ক) মেনেনজেস
Ο খ) নিউরন
Ο গ) সেরিব্রাম কর্টেক্স
Ο ঘ) সেরিব্রাল হেমিস্ফিয়ার
সঠিক উত্তর: (ক)
৫৪. হরমোনের প্রভাবে উদ্ভিদের-
i. বৃদ্ধি ও বিকাশ ঘটে
ii. বিভিন্ন অঙ্গ সৃষ্টি হয়
iii. সকল কাজ নিয়ন্ত্রিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৫. করোটিক-সুষুম্নাস্নায়ু কত প্রকার?
Ο ক) তিন
Ο খ) দুই
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)
৫৬. উদ্ভিদের বৃদ্ধি ও পুষ্পায়নে আলোর মতো কিসের প্রভাব রয়েছে?
Ο ক) তাপ ও জলবায়ু
Ο খ) চাপ ও তাপমাত্রা
Ο গ) তাপ ও শৈত্যের
Ο ঘ) তাপমাত্রা ও বৃষ্টিপাত
সঠিক উত্তর: (গ)
৫৭. অক্সিন ব্যবহারের ফলে কী উৎপাদন করা সম্ভব হয়েছে?
Ο ক) পাতা
Ο খ) কান্ড
Ο গ) বীজ
Ο ঘ) বীজহীন ফল
সঠিক উত্তর: (ঘ)
৫৮. উদ্ভিদে আলা-অন্ধকারের ছন্দকে কী বলে?
Ο ক) বায়োলজিক্যাল সিস্টেম
Ο খ) বায়োলজিক্যল ক্লক
Ο গ) বায়োলজিক্যাল হ্যাজার্ড
Ο ঘ) বায়োলজিক্যাল ফিউশন
সঠিক উত্তর: (খ)
৫৯. চার্লস ও ডারউইন হরমোনের অস্তিত্ব প্রমাণ করে কত সালে?
Ο ক) ১৯৮৯ সালে
Ο খ) ১৯৮৩ সালে
Ο গ) ১৮৮৩ সালে
Ο ঘ) ১৮৮৯ সালে
সঠিক উত্তর: (গ)
৬০. হরমোন-এর নামকরণ করেন কোন বিজ্ঞানী?
Ο ক) চার্লস ও ডারউইন
Ο খ) ফ্যারাডে
Ο গ) স্যাকস
Ο ঘ) বেলিস ও স্টারলিং
সঠিক উত্তর: (ঘ)
৬১. ডেনড্রাইট ও অ্যাক্সনে সংযোগস্থলকে কী বলে?
Ο ক) সিন্যাপস
Ο খ) নিউরিলেমা
Ο গ) এপিথেলিয়াম টিস্যু
Ο ঘ) নিউরন
সঠিক উত্তর: (ঘ)
৬২. উদ্ভিদের জৈব রাসায়নিক পদার্থটি কি?
Ο ক) হরমোন
Ο খ) ফাইটো হরমোন
Ο গ) অক্সিন
Ο ঘ) জিবারেলিন
সঠিক উত্তর: (খ)
৬৩. কাদের ডায়াবেটিস হয়?
Ο ক) বয়স্কদের
Ο খ) শিশুদের
Ο গ) যুবক-যুবতীদের
Ο ঘ) ছোট-বড় সবার
সঠিক উত্তর: (ঘ)
৬৪. সেরিবেলামের কাজ হল-
i. পেশির টান নিয়ন্ত্রণ
ii. দেহের ভারসাম্য রক্ষা
iii. বাকশক্তি নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৫. প্রয়োজন অপেক্ষা কম অথবা বেশি পরিমাণ হরমোন নিঃসৃত হলে দেহে নানারকমত কিসের প্রতিক্রিয়া সৃষ্টি হয়?
Ο ক) বাঞ্ছিত
Ο খ) অবাঞ্ছিত
Ο গ) প্রতিবেদন
Ο ঘ) স্বাভাবিক
সঠিক উত্তর: (খ)
৬৬. কোষ বৃদ্ধির জন্য কোন হরমোন ব্যবহৃত হয়?
Ο ক) জিবেরেলিন
Ο খ) সাইটোকাইনিন
Ο গ) ইথিলিন
Ο ঘ) অক্সিন
সঠিক উত্তর: (খ)
৬৭. মেরুরজ্জীয় স্নায়ুর সংখ্যা কত?
Ο ক) ৩২ জোড়া
Ο খ) ৩১ জোড়া
Ο গ) ৩০ জোড়া
Ο ঘ) ২৯ জোড়া
সঠিক উত্তর: (খ)
৬৮. উদ্ভিদদেহে অশনাক্তকৃত হরমোনদের কী বলে?
Ο ক) প্রোস্টেট হরমোন
Ο খ) প্রি-পুস্টুলেটেড হরমোন
Ο গ) পুস্টুলেটেড হরমোন
Ο ঘ) প্রি-প্রোস্টেড হরমোন
সঠিক উত্তর: (গ)
৬৯. চিন্তা, চেতনা, জ্ঞান, স্মৃতি বাকশক্তির নিয়ন্ত্রণ করে কোনটি?
Ο ক) পনস
Ο খ) মেডুলা অবলংগাটা
Ο গ) মেনিনজেস
Ο ঘ) সেরিব্রাম
সঠিক উত্তর: (ঘ)
৭০. নিচের কোনটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র?
Ο ক) মস্তিষ্ক
Ο খ) সুষম্নাকান্ড
Ο গ) সুষুস্নাস্নায়ু
Ο ঘ) সিমপ্যাথেটিক স্নায়ু
সঠিক উত্তর: (গ)
৭১. কোনো কোনো উদ্ভিদের মূলেও কী পাওয়া যায়?
Ο ক) অক্সিন
Ο খ) ফ্লোরিজেন
Ο গ) সাইটোকাইনেসিস
Ο ঘ) অ্যামাইটোসিস
সঠিক উত্তর: (গ)
৭২. ইন্ডোল অ্যাসিটিক এসিডের প্রভাবে-
i. ক্যালাস নামক এক প্রকার অনিয়ন্ত্রিত কোষগুচ্ছের সৃষ্টি হয়
ii. ক্ষতস্থান পূরণ হয়
iii. ফলের মোচন বিলম্বিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৭৩. শীতের গম গরমকালে লাগাতে হলে বীজ রোপনের পরে কত উষ্ণতা প্রয়োগ করতে হয়?
Ο ক) ২0 - ৬0 সে.
Ο খ) ২0 - ৫0 সে.
Ο গ) ৩0 - ৫0 সে.
Ο ঘ) ৪0 - ৫0 সে.
সঠিক উত্তর: (খ)
৭৪. উদ্দীপনা বা তাড়না মস্তিষ্কে পৌঁছানোর গতিবেগ কত?
Ο ক) ১০ মি./সে.
Ο খ) ১০০ মি./সে.
Ο গ) ১০ সে.মি./সে.
Ο ঘ) ১০০ সে.মি./সে.
সঠিক উত্তর: (ঘ)
৭৫. উদ্ভিদেহে বিদ্যমান বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থকে কী বলে?
Ο ক) ফটোহরমোন
Ο খ) ফাইটোহরমোন
Ο গ) ফিটোহরমোন
Ο ঘ) ফ্রুক্সোহরমোন
সঠিক উত্তর: (খ)
৭৬. সেরিবেলাম কোথায় অবস্থিত?
Ο ক) পনসের পৃষ্ঠীয় দেশে
Ο খ) মধ্য মস্তিষ্কের অগ্রভাগে
Ο গ) পনসের অঙ্কীয়দেশে
Ο ঘ) অগ্রমস্তিষ্কে
সঠিক উত্তর: (ক)
৭৭. উদ্ভিদের অঙ্কুরিত বীজকে কী প্রদান করা হলে তাদের ফুল ধারনের সময় এগিয়ে আসে?
Ο ক) তাপ
Ο খ) চাপ
Ο গ) শৈত্যে
Ο ঘ) পানি
সঠিক উত্তর: (গ)
৭৮. উদ্ভিদের বিভিন্ন অঙ্গ বিকাশের ক্ষেত্রে লক্ষণীয় প্রভাব আছে-
i. বায়ু চাপের
ii. উষ্ণতার
iii. আলোর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
৭৯. ফলে বিভিন্ন সংশ্লেষণ পদ্ধতির মাধ্যমে ভিন্ন ভিন্ন উপাদান উৎপন্ন হয়ে নতুন কিসের সৃষ্টি হয়?
Ο ক) ফলের
Ο খ) ফুলের
Ο গ) অঙ্গের
Ο ঘ) মূলের
সঠিক উত্তর: (গ)
৮০. মেরু রজ্জুতে কী থাকে?
Ο ক) শ্বেত পদার্থ ও ধূসর পদার্থ
Ο খ) কালো পদার্থ ও লাল পদার্থ
Ο গ) ধূসর পদার্থ
Ο ঘ) কালো পদার্থ
সঠিক উত্তর: (ক)
৮১. ফুট ফোটাতে এবং বীজের সুপ্তাবস্থা কাটাতে কোন হরমোন ব্যবহার করা হয়?
Ο ক) সাইটোকাইনিন
Ο খ) অক্সিন
Ο গ) জিবেরেলিন
Ο ঘ) ইথিলিন
সঠিক উত্তর: (গ)
৮২. সেরিব্রামকে কী বলা হয়?
Ο ক) নিম্ন মস্তিষ্ক
Ο খ) মধ্য মস্তিষ্ক
Ο গ) গুরু মস্তিষ্ক
Ο ঘ) লঘু মস্তিষ্ক
সঠিক উত্তর: (গ)
৮৩. ডায়াবেটিস টাইপ-১ রোগীর ক্ষেত্রে-
i. দেহে ইনসুলিন একেবারে তৈরি হয় না
ii. দেহে ইনসুলিন সামান্য তৈরি হয়
iii. দেহে ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন প্রবেশ করাতে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
৮৪. খাটো উদ্ভিদে জিবেরেলিন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকেও কী হয়?
Ο ক) খাটো
Ο খ) মোটা
Ο গ) অধিক লম্বা
Ο ঘ) সরু
সঠিক উত্তর: (গ)
৮৫. মস্তিষ্কের সবচেয়ে পিছনের অংশটি হলো-
i. পনস
ii. মেডুলা অবলংগাটা
iii. সেরিবেলাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
৮৬. স্ত্রী জনন অঙ্গ থেকে নিঃসৃত হরমোন কী?
Ο ক) ইস্ট্রোজেন
Ο খ) টেস্টোস্টেরন
Ο গ) ইনসুলিন
Ο ঘ) প্রোর্যা কটিন
সঠিক উত্তর: (ক)
৮৭. অক্সিন হরমোনটি কে আবিষ্কার করেন?
Ο ক) চার্লস ডারউইন
Ο খ) বেলিস
Ο গ) স্টারলিং
Ο ঘ) স্যাকস
সঠিক উত্তর: (ক)
৮৮. সামগ্রিক চলন দেখা যায়-
i. Volvok এ
ii. ফার্ন এ
iii. Chlamydomenas এ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
৮৯. আইলেটস অব ল্যাংগারহ্যানস কোষগুচ্ছ কীভাবে দেহকে সুস্থ রাখে?
Ο ক) প্রোটিন বিপাক নিয়ন্ত্রণের মাধ্যমে
Ο খ) শর্করা বিপাক নিয়ন্ত্রণের মাধ্যমে
Ο গ) পিত্তরস ক্ষরণে সহায়তার মাধ্যমে
Ο ঘ) জরুরি বিপাকে সাহায্যের মাধ্যমে
সঠিক উত্তর: (খ)
৯০. দীর্ঘ অন্ধকার দীর্ঘদিবা উদ্ভিদে কী উৎপাদনে ব্যাঘাত ঘটায়?
Ο ক) ফল
Ο খ) পুষ্প
Ο গ) মূল
Ο ঘ) পাতা
সঠিক উত্তর: (খ)
৯১. উদ্ভিদ দেহের বিভিন্ন, শারীরবৃত্তীয় ক্রিয়ার মধ্যে কী পরিলক্ষিত হয়?
Ο ক) উদ্ভিদের খাদ্য সঞ্চয়
Ο খ) সালোকসংশ্লেষণ
Ο গ) সমন্বয়
Ο ঘ) গ্লাইকোলাইসিস
সঠিক উত্তর: (গ)
৯২. নিউরন তন্তুর ভিতর দিয়ে উদ্দীপনা বা তাড়না শেষ পর্যন্ত কোথায় পৌঁছায়?
Ο ক) সুষুম্নাকান্ডে
Ο খ) অ্যাক্সনে
Ο গ) মস্তিষ্কে
Ο ঘ) কোষদেহে
সঠিক উত্তর: (গ)
৯৩. সাইটোকাইনিন হরমোন প্রাপ্তির ক্ষেত্রে সঠিক কোনটি?
Ο ক) ফল, সস্য ও ডাবের পানি
Ο খ) সস্য, সবজি ও আখের রস
Ο গ) রাফেজযুক্ত সবজি, বীট ও আখের রস
Ο ঘ) ভূ-নিম্নস্থ সবজি, সস্য ও তালের রস
সঠিক উত্তর: (ক)
৯৪. দুই কশেরুকার মধ্যবর্তী ছিদ্র দিয়ে কত জোড়া মেরুরজ্জীয় স্নায়ু বের হয়?
Ο ক) ১২ জোড়া
Ο খ) ২১ জোড়া
Ο গ) ২১ জোড়া
Ο ঘ) ৩২ জোড়া
সঠিক উত্তর: (গ)
৯৫. মস্তিষ্কে রক্তক্ষরণকে চলতি কথায় কী বলে?
Ο ক) মৃগী রোগ
Ο খ) পক্ষাঘাত
Ο গ) স্ট্রোক
Ο ঘ) মেনিনজাইটিস
সঠিক উত্তর: (গ)
৯৬. গৌণ বৃদ্ধি অর্থ কোনটি?
Ο ক) লম্বায় বৃদ্ধি
Ο খ) পার্শ্ব বৃদ্ধি
Ο গ) উচ্চতায় বৃদ্ধি
Ο ঘ) অভ্যন্তরীণ বৃদ্ধি
সঠিক উত্তর: (খ)
৯৭. উদ্ভিদের চলন ঘটে-
Ο ক) উদ্দীপকের কারণে
Ο খ) পারস্পরিক ক্রিয়ার কারণে
Ο গ) প্রভাবকের কারণে
Ο ঘ) জলবায়ুগত কারণে
সঠিক উত্তর: (গ)
৯৮. উদ্ভিদে সাইটোকাইনিনের ভূমিকা হল-
i. কোষের বৃদ্ধি সাধন
ii. অঙ্গের বিকাশ সাধন
iii. বার্ধক্য বিলম্বিত করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৯. গোনাড গ্রন্থির ক্ষেত্রে-
i. যৌন আচরণ নিয়ন্ত্রণ করে
ii. পরিণত পুরুষে টেস্টোস্টেরন নিঃসরণ করে
iii. পরিণত স্ত্রীতে ইস্ট্রোজেন নিঃসরণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
১০০. আকারে সবচেয়ে ক্ষুদ্র গ্রন্থিটির নাম কী?
Ο ক) থাইরয়েড
Ο খ) গোনাড
Ο গ) এডরেনাল
Ο ঘ) পিটুইটারী
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Biology