এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৯: আলোর প্রতিসরণ (৫)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৯: আলোর প্রতিসরণ (৫) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
২০১. ক্ষীণ দৃষ্টিসম্পন্ন লোকের অসুবিধা কোনটি?
Ο ক) দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় না
Ο খ) কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না
Ο গ) দূরের কিংবা কাছের কোন জিনিসই স্পষ্ট দেখতে পায় না
Ο ঘ) একটি লক্ষ্যবস্তুকে দুটি মনে হয়
 সঠিক উত্তর: (ক)

 ২০২. হাইপারমেট্টোপিয়ার কারণ-
i. অভিসারী ক্ষমতা কমে যাওয়া
ii. অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যাওয়া
iii. চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে যাওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২০৩. মরুভূমির উপরের বায়ু নিচের তুলনায়-
Ο ক) উত্তপ্ত ও হালকা হয়
Ο খ) ঠান্ডা ও ঘন হয়
Ο গ) ঠান্ডা ও হালকা হয়
Ο ঘ) উত্তপ্ত ও ঘন হয়
 সঠিক উত্তর: (খ)

 ২০৪. প্রতিসরণাঙ্ক নির্ভর করে-
i. মাধ্যমের প্রকৃতির উপর
ii. আলোর বর্ণের উপর
iii. আপতন কোণের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২০৫. মরুভূমির নিচের বায়ু কোন মাধ্যমে ন্যায় আচরণ করে?
Ο ক) হালকা মাধ্যম
Ο খ) ঘন মাধ্যম
Ο গ) বালু মাধ্যম
Ο ঘ) অস্বচ্ছ মাধ্যম
 সঠিক উত্তর: (ক)

 ২০৬. লক্ষ্যবস্তু উত্তল লেন্স থেকে 2f-এর বেশি দূরত্বে অবস্থিত হলে প্রতিবিম্বের আকৃতি হবে-
i. লক্ষ্যবস্তুর সমান
ii. লক্ষ্যবস্তুর চেয়ে বড়
iii. লক্ষ্যবস্তুর চেয়ে ছোট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২০৭. আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে কী হয়?
Ο ক) অভিলম্বের দিকে বেঁকে যায়
Ο খ) অভিলম্ব থেকে দূরে সরে যায়
Ο গ) অভিলম্ব বরাবর গমন করে
Ο ঘ) অভিলম্বের সাথে 900 কোণে প্রতিসরিত হয়
 সঠিক উত্তর: (ক)

 ২০৮. অপটিক্যাল ফাইবারের চাহিদা ও জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, কারণ-
i. এটি অধিক সংকেত বহন করতে পারে
ii. এটি হালকা বলে সহজে বহন করা যায়
iii. এটি আলোর সাহায্যে তথ্যকে বহন করতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২০৯. উত্তল লেন্সের লক্ষ্যবস্তুকে কোথায় স্থাপন করলে লক্ষ্যবস্তুর সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যাবে?
Ο ক) প্রধান ফোকাসে
Ο খ) প্রধান ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যে
Ο গ) ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে
Ο ঘ) আলোক কেন্দ্রে
 সঠিক উত্তর: (গ)

 ২১০. লেন্সের আলোক কেন্দ্র কয়টি?
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
 সঠিক উত্তর: (ক)

 ২১১. নির্দিষ্ট মাধ্যমে প্রতিসরণাঙ্কের মান কোনটির ওপর নির্ভর করে?
Ο ক) আলোর রঙ
Ο খ) আপতন কোণ
Ο গ) প্রতিসরণ কোণ
Ο ঘ) মাধ্যমের ঘনত্ব
 সঠিক উত্তর: (ক)

 ২১২. কোন লেন্সের মধ্যভাগ পুরু ও প্রান্তভাগ পাতলা?
Ο ক) ক্ষীণ মধ্য লেন্স
Ο খ) অবতল লেন্স
Ο গ) উত্তল লেন্স
Ο ঘ) অপসারী লেন্স
 সঠিক উত্তর: (গ)

 ২১৩. লেন্সের ক্ষমতার একক কোনটি?
Ο ক) ডায়াস্টার
Ο খ) ওয়াট
Ο গ) অশ্ব ক্ষমতা
Ο ঘ) কিলোওয়াট-ঘন্টা
 সঠিক উত্তর: (ক)

 ২১৪. স্বাভাবিক বয়স্ক ব্যক্তির স্পষ্ট দর্শনের নূন্যতম দূরত্ব কত?
Ο ক) ৫০ সে.মি.
Ο খ) ২৫ সে.মি.
Ο গ) ১৫ সে.মি.
Ο ঘ) ৫ সে.মি.
 সঠিক উত্তর: (খ)

 ২১৫. বাস্তব ধনাত্মক প্রথা অনুসারে সকল দূরত্ব কোথা থেকে পরিমাপ করা হয়?
Ο ক) ফোকাস হতে
Ο খ) আলোক কেন্দ্র হতে
Ο গ) বক্রতল হতে
Ο ঘ) 2f হতে
 সঠিক উত্তর: (খ)

 ২১৬. একটি উত্তল লেন্সের প্রধান ফোকাসে একটি লক্ষ্যবস্তুর অবস্থিত হলে তার প্রতিবিম্ব হবে-
i. বাস্তব ও উল্টো
ii. অবাস্তব ও সোজা
iii. অত্যন্ত বিবর্ধিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৭. কোন বস্তু হতে আগত আলোকরশ্মি-
i. চক্ষু লেন্স দ্বারা প্রতিসরিত হয়
ii. রেটিনায় বস্তুর উল্টো প্রতিবিম্ব গঠিত করে
iii. মস্তিষ্কে রেটিনার প্রতিবিম্বকে উল্টো করে গঠন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২১৯. কোন লেন্সের ক্ষমতা +2D. এটি প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মিকে লেন্স থেকে কত দূরে এক বিন্দুতে একত্রিত করবে?
Ο ক) 2m
Ο খ) 1/2m
Ο গ) 4m
Ο ঘ) 1/4m
 সঠিক উত্তর: (খ)

 ২২০. প্রতিসরণের প্রথম সূত্রানুসারে আপতিত রশ্মি, অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই-
i. রেখায় থাকে
ii. বিন্দুতে থাকে
iii. সমতলে থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২২১. উত্তল লেন্সে কিরূপ প্রতিবিম্ব দেখা যায়?
Ο ক) অবাস্তব
Ο খ) বাস্তব
Ο গ) বাস্তব ও অবাস্তব উভয়
Ο ঘ) খর্বিত
 সঠিক উত্তর: (গ)

 ২২২. নিম্নের কোনটি তীব্র আলোতে সাড়া দেয়?
Ο ক) রড
Ο খ) রেটিনা
Ο গ) চক্ষু লেন্স
Ο ঘ) কোণ
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৩. বিবর্ধন কাঁচ কোন প্রকারের বিম্ব গঠন করে?
Ο ক) সোজা ও খর্বিত
Ο খ) উল্টো ও বিবর্ধিত
Ο গ) সোজা ও সমান
Ο ঘ) সোজা ও বিবর্ধিত
 সঠিক উত্তর: (ঘ)

 ২২৪. আপতন কোণ। এবং প্রতিসরণ কোণ r হলে আলোর প্রতিসরণের ২য় সূত্রকে গাণিতিক ভাবে দেয়া যায়।
Ο ক) sin i/sin r=ধ্রুবক
Ο খ) cos i/cos r=ধ্রুবক
Ο গ) cosec i/cosec r=ধ্রুবক
Ο ঘ) sin r/sin i=ধ্রুবক
 সঠিক উত্তর: (ক)

 ২২৫. আমাদের দুটি চোখ থাকার ফলে-
i. দুটি বস্তুর প্রকৃত অবস্থান জানা যায়
ii. দুটি বস্তুর পারস্পরিক দূরত্ব নির্ণয় করা যায়
iii. দুটি বস্তুর রং বুঝা যায় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২২৬. আলো বায়ু হতে কাঁচ মাধ্যমে প্রবেশ করলে-
i. প্রতিসরিত রশ্মি অভিলম্বের দিকে বেঁকে যায়
ii. প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে সরে যায়
iii. লম্বভাবে আপতিত হলে সোজা বরাবরই গমন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২২৭. এক জোড়া নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট আলোর জন্য আপতন কোণ ও প্রতিসরণ কোণের অনুপাত-
Ο ক) সমান
Ο খ) 1.33
Ο গ) ধ্রুব
Ο ঘ) 1
 সঠিক উত্তর: (গ)

 ২২৮. আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় মাধ্যমদ্বয়ের বিভেদতলে তীর্যকভাবে আপতিত আলোকরশ্মির ক্ষেত্রে-
i. আলোর প্রতিসরণ ঘটে
ii. আলোক রশ্মি পুরোপুরি শোষিত হয়
iii. আলোকরশ্মি দিক পরিবর্তন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২২৯. অপটিক্যাল ফাইবার কি?
Ο ক) কাঠ
Ο খ) সরুকাচ
Ο গ) মোটা কাচ
Ο ঘ) খুব সরু ও নমনীয় কাচ তন্তু
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩০. +5d ক্ষমতা সম্পন্ন লেন্সের ফোকাস দূরত্ব কত হবে?
Ο ক) 0.2cm
Ο খ) 0.2m
Ο গ) 0.5m
Ο ঘ) 20m
 সঠিক উত্তর: (খ)

 ২৩১. আলোক রশ্মি a মাধ্যম হতে b মাধ্যমে প্রবেশ করলে-
i. anb=sin i/sin r
ii. anb=a মাধ্যমে আলোর বেগ/b মাধ্যমে আলোর বেগ
iii. anb= anb
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৩২. রড ও কোন কোষকে বলা হয়-
Ο ক) আলোক সংবেদনশীল কোষ
Ο খ) শব্দ সংবেদনশীল কোষ
Ο গ) তাপ সংবেদনশীল কোষ
Ο ঘ) তড়িৎ সংবেদনশীল কোষ
 সঠিক উত্তর: (ক)

 ২৩৩. রেটিনা কয়টি স্নায়ু তন্তু দ্বারা তৈরি?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
 সঠিক উত্তর: (খ)

 ২৩৪. অপটিক্যাল ফাইবারের পদার্থের প্রতিসরাঙ্ক কত?
Ο ক) 1.5
Ο খ) 1.47
Ο গ) 1.7
Ο ঘ) 1.33
 সঠিক উত্তর: (খ)

 ২৩৫. আইরিসের মাঝখানে যে ছোট একটি ছিদ্র থাকে তাকে কী বলে?
Ο ক) চক্ষু লেন্স
Ο খ) রেটিনা
Ο গ) অক্ষিগোলক
Ο ঘ) চোখের মণি
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩৬. একটি চশমার লেন্সের ক্ষমতা +4d; তাহলে-
i. লেন্সটির ফোকাস দূরত্ব 25cm
ii. চশমাটি হাইপারমেট্টোপিয়া ক্রুটির ক্ষেত্রে ব্যবহৃত হয়
iii. লেন্সটি একটি ক্ষীণমধ্য লেন্স
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৩৭. আলোকরশ্মি যদি ঘন থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তাহলে নিচের কোনটি সঠিক?
Ο ক) কিছু পরিমাণ আলোক রশ্মি সব সময়ই প্রতিসরিত হবে
Ο খ) আপতন কোণের একটা নির্দিষ্ট মাত্রা অতিক্রম করলে আলোক রশ্মি আর দ্বিতীয় মাধ্যমে প্রতিসরিত হবে না
Ο গ) আলোর সম্পূর্ণ অংশই প্রতিসরিত হবে
Ο ঘ) আলোর সম্পূর্ণ অংশই শোষিত হবে
 সঠিক উত্তর: (খ)

 ২৩৮. দুই চোখ দিয়ে বস্তু দেখলে দুটি ভিন্ন প্রতিবিম্বের কি ঘটবে?
Ο ক) সমাপাতন
Ο খ) উপরিপাত
Ο গ) উর্ধপাত
Ο ঘ) অবনতিপাত
 সঠিক উত্তর: (খ)

 ২৩৯. আলোক কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যবর্তী দূরত্বকে কী বলে?
Ο ক) ফোকাস তল
Ο খ) লম্ব দূরত্ব
Ο গ) ফোকাস দূরত্ব
Ο ঘ) বক্রতার ব্যাসার্ধ
 সঠিক উত্তর: (গ)

 ২৪০. হীরকের ক্রান্তিকোণ কত?
Ο ক) 240
Ο খ) 600
Ο গ) 900
Ο ঘ) 1800
 সঠিক উত্তর: (ক)

 ২৪১. কোনটি সর্বদা অবাস্তব, সোজা ও খর্বিত বিম্ব তৈরি করে?
Ο ক) সমতল দর্পণ
Ο খ) অবতল লেন্স
Ο গ) উত্তল লেন্স
Ο ঘ) অভিসারী লেন্স
 সঠিক উত্তর: (খ)

 ২৪২. উত্তল লেন্সে লক্ষ্যবস্তুর ফোকাস দূরত্বে থাকলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে?
Ο ক) প্রধান ফোকাসে
Ο খ) আলোক কেন্দ্রে
Ο গ) অসীমে
Ο ঘ) বক্রতার কেন্দ্রে
 সঠিক উত্তর: (গ)

 ২৪৩. লক্ষ্যবস্তু অসীমে অবস্থিত হলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে?
Ο ক) প্রধান ফোকাসে
Ο খ) প্রধান ফোকাস ও আলোক কেন্দ্রের মাঝে
Ο গ) ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে
Ο ঘ) বক্রতার কেন্দ্রে
 সঠিক উত্তর: (ক)

 ২৪৪. লেন্সের ফোকাস দূরত্বের বিপরীত সংখ্যাকে গাণিতিকভাবে এর কী বলা হয়?
Ο ক) লেন্সের দৈর্ঘ্য
Ο খ) লেন্সের ক্ষমতা
Ο গ) বক্রতার ব্যাসার্ধ
Ο ঘ) লেন্সের ফোকাস ক্ষমতা
 সঠিক উত্তর: (খ)

 ২৪৫. 14 ফোকাস দূরত্ব বিশিষ্ট কোনো উত্তল লেন্সের প্রধান অক্ষের উপর কত দূরে বস্তু রাখলে বস্তুর সমান দৈর্ঘ্যের বিম্ব পাওয়া যায়?
Ο ক) 7 cm
Ο খ) 14 cm
Ο গ) 28 cm
Ο ঘ) 21 cm
 সঠিক উত্তর: (গ)

 ২৪৬. নিচের কোনটি সকল বর্ণকে আলাদা করে?
Ο ক) চোখ
Ο খ) চক্ষু লেন্স
Ο গ) মস্তিষ্ক
Ο ঘ) নাক
 সঠিক উত্তর: (গ)

 ২৪৭. দুটি ভিন্ন প্রতিবিম্বকে একটি প্রতিবিম্বে পরিণত করে-
Ο ক) ডান চক্ষু
Ο খ) বাম চক্ষু
Ο গ) উত্তল লেন্স
Ο ঘ) মস্তিষ্ক
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪৮. দীর্ঘদৃষ্টি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) উত্তল লেন্স
Ο খ) উত্তল দর্পণ
Ο গ) অবতল লেন্স
Ο ঘ) সমতল দর্পণ
 সঠিক উত্তর: (খ)

 ২৫০. ক্ষীণ দৃষ্টি দূর করার জন্য চশমার অবতল লেন্সের ফোকাস দূরত্ব কত হওয়া উচিত?
Ο ক) ক্রটিপূর্ণ চোখের নিকটবিন্দুর সমান
Ο খ) ক্রটিপূর্ণ চোখের দূরবিন্দুর সমান
Ο গ) 25 cm এর সামন
Ο ঘ) ক্রুটিপূর্ণ চোখের দূর বিন্দুর দ্বিগুণের সমান
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post