ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৯: আলোর প্রতিসরণ (৬) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২৫১. যদি আপতন কোণ i এবং প্রতিসরণ কোণকে r ধরা হয় তাহলে নিচের কোন সম্পর্কটি সঠিক?
Ο ক) sin i=sin r
Ο খ) sin i/sin r= ধ্রুব
Ο গ) cos i/cos r= ধ্রুব
Ο ঘ) sin2i/sin2r= ধ্রুব
সঠিক উত্তর: (খ)
২৫২. উত্তল লেন্সে লক্ষ্যবস্তু f দূরত্বে থাকলে বিম্বের আকৃতি কেমন হবে?
Ο ক) অত্যন্ত খর্বিত
Ο খ) লক্ষ্যবস্তুর সমান
Ο গ) খর্বিত
Ο ঘ) অত্যন্ত বিবর্ধিত
সঠিক উত্তর: (ঘ)
২৫৩. প্রখর রৌদ্রে উত্তপ্ত পিচঢালা সমৃণ পথ ভেজা মনে হয় কেন?
Ο ক) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য
Ο খ) আলোর প্রতিফরনের জন্য
Ο গ) আলো ক্রান্তি কোণে আপতিত হয় বলে
Ο ঘ) আলোর প্রতিসরণের জন্য
সঠিক উত্তর: (ক)
২৫৪. স্নেলের সূত্রের ধ্রুবক নির্ভর করে কোনটির উপর?
Ο ক) আপতিত আলোর বর্ণের উপর
Ο খ) প্রতিসরিত আলোর বর্ণের উপর
Ο গ) প্রতিফলিত আলোর বর্ণের উপর
Ο ঘ) সমবর্তিত আলোর বর্ণের উপর
সঠিক উত্তর: (ক)
২৫৫. স্নেলের সূত্রের ক্ষেত্রে প্রয়োজন-
i. নির্দিষ্ট এক জোড়া মাধ্যম
ii. নির্দিষ্ট প্রতিসরণ কোণ
iii. নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৫৬. অবতল লেন্সের ক্ষমতা-
Ο ক) ধনাত্মক
Ο খ) ঋনাত্মক
Ο গ) দুটোই
Ο ঘ) নিরপেক্ষ
সঠিক উত্তর: (খ)
২৫৭. অপটিক্যাল ফাইবার কোথায় ব্যবহৃত হয়?
Ο ক) প্রকৌশল কাজে
Ο খ) চিকিৎসার কাজে
Ο গ) জ্যোতিষির কাজে
Ο ঘ) গাড়ির কাজে
সঠিক উত্তর: (খ)
২৫৮. প্রতিসরাঙ্ক নির্ভর করে-
i. মাধ্যমের ঘনত্বের উপর
ii. আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর
iii. আলোর বর্ণের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৫৯. কোন শর্তে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে?
Ο ক) আপতন কোণ ক্রান্তি কোণের চেয়ে ছোট হলে
Ο খ) আপতন কোণ ক্রান্তি কোণের চেয়ে বড় হলে
Ο গ) আপতন কোণ ক্রান্তি কোণের চেয়ে বড় হলে
Ο ঘ) আপতন কোণ প্রতিসরণ কোণের সমান হলে
সঠিক উত্তর: (খ)
২৬০. প্রতিসরণাঙ্কের একক কী?
Ο ক) মিলিমিটার
Ο খ) মাইক্রন
Ο গ) মিউ
Ο ঘ) একক নেই
সঠিক উত্তর: (ঘ)
২৬১. মাধ্যমদ্বয়ে পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে যদি-
i. i>θc হলে
ii. কাচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে আলোর গমন করলে
iii. প্রতিসরণ কোন 900 এর বেশি হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬২. যে লেন্সের মধ্যভাগ সরু ও প্রান্তের দিকে ক্রমশ মোটা তাকে কী বলে?
Ο ক) অবতল লেন্স
Ο খ) উভোত্তল লেন্স
Ο গ) সমতল-উত্তল লেন্স
Ο ঘ) অবতল-উত্তল লেন্স
সঠিক উত্তর: (ক)
২৬৩. একটি পানি ভর্তি কাপে একটা পয়সা রাখলে-
i. পয়সাটি প্রকৃত অবস্থানে দেখা যাবে
ii. পয়সাটি প্রকৃত অবস্থান থেকে একটু উপরে দেখা যাবে
iii. আপতন কোণ>প্রতিসরণ কোণ হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৬৪. চোখ থেকে 25cm দূরবর্তী বিন্দুকে চোখের কী বলে?
Ο ক) নিকট বিন্দু
Ο খ) দূর বিন্দু
Ο গ) নিকটতম দূরত্ব
Ο ঘ) দূরতম দূরত্ব
সঠিক উত্তর: (ক)
২৬৫. চোখের কোটরের মধ্যে অবস্থিত গোলাকার অংশকে কী বলে?
Ο ক) অক্ষিগোলক
Ο খ) শ্বেতমন্ডল
Ο গ) কৃষ্ণমন্ডল
Ο ঘ) আইরিস
সঠিক উত্তর: (ক)
২৬৬. কর্ণিয়ার পেছনে অবস্থিত অস্বচ্ছ পদার্থকে বলা হয়-
Ο ক) কৃষ্ণমন্ডল
Ο খ) চক্ষুলেন্স
Ο গ) আইরিস
Ο ঘ) রেটিনা
সঠিক উত্তর: (গ)
২৬৭. সমতল লেন্সের বক্রতার কেন্দ্র কোথায় অবস্থিত?
Ο ক) প্রধান ফোকাসে
Ο খ) গৌণ ফোকাসে
Ο গ) অসীমে
Ο ঘ) ফোকাস তলে
সঠিক উত্তর: (গ)
২৬৮. একই সমতলে অবস্থান করে-
i. প্রতিসৃত রশ্মি
ii. অভিলম্ব
iii. আপতিত রশ্মি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬৯. হীরককে উজ্জ্বল দেখায়, কারণ-
i. হীরকের সংকট কোণ কম
ii. হীরকের প্রতিসরাংক বেশি
iii. কর্তিত অংশে পৃষ্ঠতল সংখ্যা বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭০. কর্ণিয়া সম্পর্কিত সঠিক বাক্য হল-
i. এটি শ্বেত মন্ডলের সামনের অংশ
ii. কর্ণিয়ার জন্য চোখের ভিতরে অভ্যন্তরীণ প্রতিফলন হয় না
iii. এর বাইরের দিকে কিছুটা উত্তল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৭১. লেন্সের বক্রতার ব্যাসার্ধ কয়টি?
Ο ক) একটি
Ο খ) তিনটি
Ο গ) দুইটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (গ)
২৭২. কোনটির মধ্য দিয়ে আলো চোখে প্রবেশ করে?
Ο ক) কর্নিয়া
Ο খ) শ্বেতমন্ডল
Ο গ) তারারন্ধ্র
Ο ঘ) আইরিশ
সঠিক উত্তর: (গ)
২৭৩. মরুভূমিতে মরিচিকা দেখতে হলে-
i. ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ু ঘনতর হতে হবে
ii. ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ু ক্রমে শীতল হতে হবে
iii. ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর উপরের স্তর অপেক্ষা হালকা হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭৪. মানব চোখের কোথায় বিম্ব গঠিত হয়?
Ο ক) কর্নিয়ায়
Ο খ) রেটিনায়
Ο গ) লেন্সে
Ο ঘ) তারারন্ধ্রে
সঠিক উত্তর: (খ)
২৭৫. লেন্সের ক্ষমতার এসআই একক হল-
Ο ক) মিটার
Ο খ) রেডিয়ান/মিটার
Ο গ) লুমেন/মিটার
Ο ঘ) মিটার/রেডিয়ান
সঠিক উত্তর: (খ)
২৭৬. বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক 1.52 হলে কাচ সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক কত হবে?
Ο ক) 0.55
Ο খ) 0.66
Ο গ) 1.00
Ο ঘ) 1.09
সঠিক উত্তর: (খ)
২৭৭. কোনটির অভিসারী ক্ষমতা বিদ্যমান?
Ο ক) অবতল লেন্স
Ο খ) উত্তল লেন্স
Ο গ) উত্তল দর্পণ
Ο ঘ) সমতল দর্পণ
সঠিক উত্তর: (খ)
২৭৮. ভিট্টিয়াস হিউমার কোথায় থাকে?
Ο ক) কর্ণিয়া ও চক্ষু লেন্সের মাঝে
Ο খ) রেটিনা ও চক্ষুলেন্সের মাঝে
Ο গ) সিলিয়ারী মাংসপেশী ও সাসপেন্সারি লিগামেন্টের মাঝে
Ο ঘ) কর্নিয়া ও আইরিসের মাঝে
সঠিক উত্তর: (খ)
২৭৯. দুটি গোলীয় পৃষ্ঠদ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে কী বলে?
Ο ক) দর্পণ
Ο খ) লেন্স
Ο গ) প্রিজম
Ο ঘ) লেজার
সঠিক উত্তর: (খ)
২৮০. চোখের দীর্ঘদৃষ্টি ক্রটির জন্য দায়ী কোনটি?
i. অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে
ii. অক্ষিগোলকের ভিতরের আয়তন কমে গেলে
iii. চোখের লেন্সের অভিসারী ক্ষমতা কমে গেলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৮১. লেন্সের ক্ষমতার আন্তর্জাতিক একক কোনটি?
Ο ক) ডাই অপ্টার (d)
Ο খ) প্রতি মিটার (m-1)
Ο গ) ওয়াট
Ο ঘ) জুল
সঠিক উত্তর: (ক)
২৮২. স্পষ্ট সৃষ্টির নূন্যতম দূরত্ব বয়সের সাথে সাথে-
Ο ক) স্থির থাকে
Ο খ) অপরিবর্তিত থাকে
Ο গ) পরিবর্তিত হয়
Ο ঘ) কমে যায়
সঠিক উত্তর: (গ)
২৮৩. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে i>θ হলে-
i. আলোকরশ্মি দুই মাধ্যমের বিভেদ তলে সম্পূর্ণ প্রতিফলিত হয়ে হালকা মাধ্যম যায়
ii. কোনো প্রতিসৃত রশ্মি পাওয়া যায় না
iii. মাধ্যম দুটির বিভেদতল দর্পণের মতো কাজ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৮৪. প্রতিসরণাঙ্ক নির্ভর করে-
i. মাধ্যমের ঘনত্বের উপর
ii. তরঙ্গ দৈর্ঘ্যের উপর
iii. আলোকীয় ঘনত্বের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৮৫. চক্ষুলেন্স দ্বারা গঠিত বিম্ব কীরূপ?
Ο ক) অবাস্তব ও উল্টা
Ο খ) বাস্তব ও সোজা
Ο গ) বাস্তব ও উল্টা
Ο ঘ) অবাস্তব ও সোজা
সঠিক উত্তর: (গ)
২৮৬. নিচের কোথায় উত্তল লেন্স ব্যবহার করা হয় না?
Ο ক) চশমা
Ο খ) ক্যামেরা
Ο গ) মাইক্রোস্কোপ
Ο ঘ) গ্যালিলির দূরবীক্ষণ যন্ত্র
সঠিক উত্তর: (ঘ)
২৮৭. কোনটি র্পূণ অভ্যন্তরীন প্রতিফলন হওয়ার শর্ত?
Ο ক) আপতন কোণ=ক্রান্তি কোণ
Ο খ) আপতন কোণ>ক্রান্তি কোণ
Ο গ) আপতন কোণ<ক্রান্তি কোণ
Ο ঘ) আপতন কোণ>প্রতিসরণ কোণ
সঠিক উত্তর: (খ)
২৮৮. ক্ষীণদৃষ্টি সম্পন্ন ব্যক্তির চশমায় কোন লেন্স ব্যবহৃত হয়?
Ο ক) সমতল
Ο খ) উত্তল
Ο গ) অবতল
Ο ঘ) সমতলাবতল
সঠিক উত্তর: (গ)
২৮৯. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে পাওয়া যায় না-
Ο ক) আপতিত রশ্মি
Ο খ) প্রতিফলিত রশ্মি
Ο গ) প্রতিসৃত রশ্মি
Ο ঘ) অভিলম্ব
সঠিক উত্তর: (গ)
২৯০. আলোর প্রতিসরণ সম্পর্কিত সঠিক বাক্য হল-
i. বিভিন্ন মাধ্যমে আলোর বেগের বিভিন্নতার কারণে আলোর প্রতিসরণ ঘটে
ii. হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো প্রবেশ করলে i > r হয়
iii. একই ধরণের দুটি মাধ্যমের ক্ষেত্রে i = r
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯১. নিচের কোন ক্ষেত্রে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে?
Ο ক) i>θc
Ο খ) i<θc
Ο গ) i=θc
Ο ঘ) i=900
সঠিক উত্তর: (ক)
২৯২. 20cm ধনাত্মক ফোকাস দূরত্ব বিশিষ্ট লেন্সের ক্ষেত্রে-
i. ক্ষমতা 5d
ii. লেন্সটি উত্তল
iii. লেন্সটি অবতল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৯৩. বায়ু সাপেক্ষে কেরোসিনের প্রতিসরণাঙ্ক 1.44 হল কেরোসিন সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক কত?
Ο ক) 0.69
Ο খ) 0.89
Ο গ) 1.44
Ο ঘ) 2.88
সঠিক উত্তর: (ক)
২৯৪. চোখের কোন অংশে আলো পড়লে মস্তিষ্কে দর্শনানুভূতির সৃষ্টি হয়?
Ο ক) কর্নিয়ায়
Ο খ) রেটিনায়
Ο গ) আইরিশে
Ο ঘ) শ্বেতমন্ডলে
সঠিক উত্তর: (খ)
২৯৫. রেটিনা ও চক্ষুলেন্সের মধ্যবর্তী স্থানে জেলী জাতীয় যে পদার্থ থাকে তাকে কী বলে?
Ο ক) অশ্রু
Ο খ) অ্যাকুয়াস হিউমার
Ο গ) ভিট্রিয়াস হিউমার
Ο ঘ) রড ও কোণ কোষ
সঠিক উত্তর: (গ)
২৯৬. পরম প্রতিসরণাঙ্ক ক্ষেত্রে-
i. আলোক রশ্মি শূন্য মাধ্যমের সাপেক্ষে কোন মাধ্যমে প্রবেশ করে
ii. কোনো মাধ্যম b হলে তাকে লেখা যায় nb
iii. a কোনো মাধ্যম হলে na=sin r/sin i
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯৭. মরুভূমির মরীচিকা কোন প্রকার মরীচিকা?
Ο ক) নিম্ন মরীচিকা
Ο খ) মধ্য মরীচিকা
Ο গ) উর্ধ্ব মরীচিকা
Ο ঘ) পার্শ্ব মরীচিকা
সঠিক উত্তর: (ক)
২৯৮. একটি অবতল লেন্সের ফোকাস দূরত্ব 1m হলে এর ক্ষমতা কত?
Ο ক) -2d
Ο খ) -d
Ο গ) +d
Ο ঘ) +2d
সঠিক উত্তর: (খ)
২৯৯. লেন্সের বক্রতার কেন্দ্র ও বক্রতার ব্যাসার্ধ কয়টি?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (খ)
৩০০. হ্রস্ব দৃষ্টিসম্পন্ন এক ব্যক্তির চশমার লেন্সের ফোকাস দূরত্ব 20cm। এক্ষেত্রে-
i. লেন্সটির ক্ষমতা +5d
ii. লেন্সের আলোক কেন্দ্র হতে 40cm দূরত্বের লক্ষ্যবস্তুর জন্য বিম্বের প্রকৃতি অসদ হয়
iii. লেন্সটির ক্ষমতা-5d
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
২৫১. যদি আপতন কোণ i এবং প্রতিসরণ কোণকে r ধরা হয় তাহলে নিচের কোন সম্পর্কটি সঠিক?
Ο ক) sin i=sin r
Ο খ) sin i/sin r= ধ্রুব
Ο গ) cos i/cos r= ধ্রুব
Ο ঘ) sin2i/sin2r= ধ্রুব
সঠিক উত্তর: (খ)
২৫২. উত্তল লেন্সে লক্ষ্যবস্তু f দূরত্বে থাকলে বিম্বের আকৃতি কেমন হবে?
Ο ক) অত্যন্ত খর্বিত
Ο খ) লক্ষ্যবস্তুর সমান
Ο গ) খর্বিত
Ο ঘ) অত্যন্ত বিবর্ধিত
সঠিক উত্তর: (ঘ)
২৫৩. প্রখর রৌদ্রে উত্তপ্ত পিচঢালা সমৃণ পথ ভেজা মনে হয় কেন?
Ο ক) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য
Ο খ) আলোর প্রতিফরনের জন্য
Ο গ) আলো ক্রান্তি কোণে আপতিত হয় বলে
Ο ঘ) আলোর প্রতিসরণের জন্য
সঠিক উত্তর: (ক)
২৫৪. স্নেলের সূত্রের ধ্রুবক নির্ভর করে কোনটির উপর?
Ο ক) আপতিত আলোর বর্ণের উপর
Ο খ) প্রতিসরিত আলোর বর্ণের উপর
Ο গ) প্রতিফলিত আলোর বর্ণের উপর
Ο ঘ) সমবর্তিত আলোর বর্ণের উপর
সঠিক উত্তর: (ক)
২৫৫. স্নেলের সূত্রের ক্ষেত্রে প্রয়োজন-
i. নির্দিষ্ট এক জোড়া মাধ্যম
ii. নির্দিষ্ট প্রতিসরণ কোণ
iii. নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৫৬. অবতল লেন্সের ক্ষমতা-
Ο ক) ধনাত্মক
Ο খ) ঋনাত্মক
Ο গ) দুটোই
Ο ঘ) নিরপেক্ষ
সঠিক উত্তর: (খ)
২৫৭. অপটিক্যাল ফাইবার কোথায় ব্যবহৃত হয়?
Ο ক) প্রকৌশল কাজে
Ο খ) চিকিৎসার কাজে
Ο গ) জ্যোতিষির কাজে
Ο ঘ) গাড়ির কাজে
সঠিক উত্তর: (খ)
২৫৮. প্রতিসরাঙ্ক নির্ভর করে-
i. মাধ্যমের ঘনত্বের উপর
ii. আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর
iii. আলোর বর্ণের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৫৯. কোন শর্তে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে?
Ο ক) আপতন কোণ ক্রান্তি কোণের চেয়ে ছোট হলে
Ο খ) আপতন কোণ ক্রান্তি কোণের চেয়ে বড় হলে
Ο গ) আপতন কোণ ক্রান্তি কোণের চেয়ে বড় হলে
Ο ঘ) আপতন কোণ প্রতিসরণ কোণের সমান হলে
সঠিক উত্তর: (খ)
২৬০. প্রতিসরণাঙ্কের একক কী?
Ο ক) মিলিমিটার
Ο খ) মাইক্রন
Ο গ) মিউ
Ο ঘ) একক নেই
সঠিক উত্তর: (ঘ)
২৬১. মাধ্যমদ্বয়ে পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে যদি-
i. i>θc হলে
ii. কাচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে আলোর গমন করলে
iii. প্রতিসরণ কোন 900 এর বেশি হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬২. যে লেন্সের মধ্যভাগ সরু ও প্রান্তের দিকে ক্রমশ মোটা তাকে কী বলে?
Ο ক) অবতল লেন্স
Ο খ) উভোত্তল লেন্স
Ο গ) সমতল-উত্তল লেন্স
Ο ঘ) অবতল-উত্তল লেন্স
সঠিক উত্তর: (ক)
২৬৩. একটি পানি ভর্তি কাপে একটা পয়সা রাখলে-
i. পয়সাটি প্রকৃত অবস্থানে দেখা যাবে
ii. পয়সাটি প্রকৃত অবস্থান থেকে একটু উপরে দেখা যাবে
iii. আপতন কোণ>প্রতিসরণ কোণ হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৬৪. চোখ থেকে 25cm দূরবর্তী বিন্দুকে চোখের কী বলে?
Ο ক) নিকট বিন্দু
Ο খ) দূর বিন্দু
Ο গ) নিকটতম দূরত্ব
Ο ঘ) দূরতম দূরত্ব
সঠিক উত্তর: (ক)
২৬৫. চোখের কোটরের মধ্যে অবস্থিত গোলাকার অংশকে কী বলে?
Ο ক) অক্ষিগোলক
Ο খ) শ্বেতমন্ডল
Ο গ) কৃষ্ণমন্ডল
Ο ঘ) আইরিস
সঠিক উত্তর: (ক)
২৬৬. কর্ণিয়ার পেছনে অবস্থিত অস্বচ্ছ পদার্থকে বলা হয়-
Ο ক) কৃষ্ণমন্ডল
Ο খ) চক্ষুলেন্স
Ο গ) আইরিস
Ο ঘ) রেটিনা
সঠিক উত্তর: (গ)
২৬৭. সমতল লেন্সের বক্রতার কেন্দ্র কোথায় অবস্থিত?
Ο ক) প্রধান ফোকাসে
Ο খ) গৌণ ফোকাসে
Ο গ) অসীমে
Ο ঘ) ফোকাস তলে
সঠিক উত্তর: (গ)
২৬৮. একই সমতলে অবস্থান করে-
i. প্রতিসৃত রশ্মি
ii. অভিলম্ব
iii. আপতিত রশ্মি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬৯. হীরককে উজ্জ্বল দেখায়, কারণ-
i. হীরকের সংকট কোণ কম
ii. হীরকের প্রতিসরাংক বেশি
iii. কর্তিত অংশে পৃষ্ঠতল সংখ্যা বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭০. কর্ণিয়া সম্পর্কিত সঠিক বাক্য হল-
i. এটি শ্বেত মন্ডলের সামনের অংশ
ii. কর্ণিয়ার জন্য চোখের ভিতরে অভ্যন্তরীণ প্রতিফলন হয় না
iii. এর বাইরের দিকে কিছুটা উত্তল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৭১. লেন্সের বক্রতার ব্যাসার্ধ কয়টি?
Ο ক) একটি
Ο খ) তিনটি
Ο গ) দুইটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (গ)
২৭২. কোনটির মধ্য দিয়ে আলো চোখে প্রবেশ করে?
Ο ক) কর্নিয়া
Ο খ) শ্বেতমন্ডল
Ο গ) তারারন্ধ্র
Ο ঘ) আইরিশ
সঠিক উত্তর: (গ)
২৭৩. মরুভূমিতে মরিচিকা দেখতে হলে-
i. ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ু ঘনতর হতে হবে
ii. ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ু ক্রমে শীতল হতে হবে
iii. ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর উপরের স্তর অপেক্ষা হালকা হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭৪. মানব চোখের কোথায় বিম্ব গঠিত হয়?
Ο ক) কর্নিয়ায়
Ο খ) রেটিনায়
Ο গ) লেন্সে
Ο ঘ) তারারন্ধ্রে
সঠিক উত্তর: (খ)
২৭৫. লেন্সের ক্ষমতার এসআই একক হল-
Ο ক) মিটার
Ο খ) রেডিয়ান/মিটার
Ο গ) লুমেন/মিটার
Ο ঘ) মিটার/রেডিয়ান
সঠিক উত্তর: (খ)
২৭৬. বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক 1.52 হলে কাচ সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক কত হবে?
Ο ক) 0.55
Ο খ) 0.66
Ο গ) 1.00
Ο ঘ) 1.09
সঠিক উত্তর: (খ)
২৭৭. কোনটির অভিসারী ক্ষমতা বিদ্যমান?
Ο ক) অবতল লেন্স
Ο খ) উত্তল লেন্স
Ο গ) উত্তল দর্পণ
Ο ঘ) সমতল দর্পণ
সঠিক উত্তর: (খ)
২৭৮. ভিট্টিয়াস হিউমার কোথায় থাকে?
Ο ক) কর্ণিয়া ও চক্ষু লেন্সের মাঝে
Ο খ) রেটিনা ও চক্ষুলেন্সের মাঝে
Ο গ) সিলিয়ারী মাংসপেশী ও সাসপেন্সারি লিগামেন্টের মাঝে
Ο ঘ) কর্নিয়া ও আইরিসের মাঝে
সঠিক উত্তর: (খ)
২৭৯. দুটি গোলীয় পৃষ্ঠদ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে কী বলে?
Ο ক) দর্পণ
Ο খ) লেন্স
Ο গ) প্রিজম
Ο ঘ) লেজার
সঠিক উত্তর: (খ)
২৮০. চোখের দীর্ঘদৃষ্টি ক্রটির জন্য দায়ী কোনটি?
i. অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে
ii. অক্ষিগোলকের ভিতরের আয়তন কমে গেলে
iii. চোখের লেন্সের অভিসারী ক্ষমতা কমে গেলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৮১. লেন্সের ক্ষমতার আন্তর্জাতিক একক কোনটি?
Ο ক) ডাই অপ্টার (d)
Ο খ) প্রতি মিটার (m-1)
Ο গ) ওয়াট
Ο ঘ) জুল
সঠিক উত্তর: (ক)
২৮২. স্পষ্ট সৃষ্টির নূন্যতম দূরত্ব বয়সের সাথে সাথে-
Ο ক) স্থির থাকে
Ο খ) অপরিবর্তিত থাকে
Ο গ) পরিবর্তিত হয়
Ο ঘ) কমে যায়
সঠিক উত্তর: (গ)
২৮৩. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে i>θ হলে-
i. আলোকরশ্মি দুই মাধ্যমের বিভেদ তলে সম্পূর্ণ প্রতিফলিত হয়ে হালকা মাধ্যম যায়
ii. কোনো প্রতিসৃত রশ্মি পাওয়া যায় না
iii. মাধ্যম দুটির বিভেদতল দর্পণের মতো কাজ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৮৪. প্রতিসরণাঙ্ক নির্ভর করে-
i. মাধ্যমের ঘনত্বের উপর
ii. তরঙ্গ দৈর্ঘ্যের উপর
iii. আলোকীয় ঘনত্বের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৮৫. চক্ষুলেন্স দ্বারা গঠিত বিম্ব কীরূপ?
Ο ক) অবাস্তব ও উল্টা
Ο খ) বাস্তব ও সোজা
Ο গ) বাস্তব ও উল্টা
Ο ঘ) অবাস্তব ও সোজা
সঠিক উত্তর: (গ)
২৮৬. নিচের কোথায় উত্তল লেন্স ব্যবহার করা হয় না?
Ο ক) চশমা
Ο খ) ক্যামেরা
Ο গ) মাইক্রোস্কোপ
Ο ঘ) গ্যালিলির দূরবীক্ষণ যন্ত্র
সঠিক উত্তর: (ঘ)
২৮৭. কোনটি র্পূণ অভ্যন্তরীন প্রতিফলন হওয়ার শর্ত?
Ο ক) আপতন কোণ=ক্রান্তি কোণ
Ο খ) আপতন কোণ>ক্রান্তি কোণ
Ο গ) আপতন কোণ<ক্রান্তি কোণ
Ο ঘ) আপতন কোণ>প্রতিসরণ কোণ
সঠিক উত্তর: (খ)
২৮৮. ক্ষীণদৃষ্টি সম্পন্ন ব্যক্তির চশমায় কোন লেন্স ব্যবহৃত হয়?
Ο ক) সমতল
Ο খ) উত্তল
Ο গ) অবতল
Ο ঘ) সমতলাবতল
সঠিক উত্তর: (গ)
২৮৯. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে পাওয়া যায় না-
Ο ক) আপতিত রশ্মি
Ο খ) প্রতিফলিত রশ্মি
Ο গ) প্রতিসৃত রশ্মি
Ο ঘ) অভিলম্ব
সঠিক উত্তর: (গ)
২৯০. আলোর প্রতিসরণ সম্পর্কিত সঠিক বাক্য হল-
i. বিভিন্ন মাধ্যমে আলোর বেগের বিভিন্নতার কারণে আলোর প্রতিসরণ ঘটে
ii. হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো প্রবেশ করলে i > r হয়
iii. একই ধরণের দুটি মাধ্যমের ক্ষেত্রে i = r
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯১. নিচের কোন ক্ষেত্রে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে?
Ο ক) i>θc
Ο খ) i<θc
Ο গ) i=θc
Ο ঘ) i=900
সঠিক উত্তর: (ক)
২৯২. 20cm ধনাত্মক ফোকাস দূরত্ব বিশিষ্ট লেন্সের ক্ষেত্রে-
i. ক্ষমতা 5d
ii. লেন্সটি উত্তল
iii. লেন্সটি অবতল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৯৩. বায়ু সাপেক্ষে কেরোসিনের প্রতিসরণাঙ্ক 1.44 হল কেরোসিন সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক কত?
Ο ক) 0.69
Ο খ) 0.89
Ο গ) 1.44
Ο ঘ) 2.88
সঠিক উত্তর: (ক)
২৯৪. চোখের কোন অংশে আলো পড়লে মস্তিষ্কে দর্শনানুভূতির সৃষ্টি হয়?
Ο ক) কর্নিয়ায়
Ο খ) রেটিনায়
Ο গ) আইরিশে
Ο ঘ) শ্বেতমন্ডলে
সঠিক উত্তর: (খ)
২৯৫. রেটিনা ও চক্ষুলেন্সের মধ্যবর্তী স্থানে জেলী জাতীয় যে পদার্থ থাকে তাকে কী বলে?
Ο ক) অশ্রু
Ο খ) অ্যাকুয়াস হিউমার
Ο গ) ভিট্রিয়াস হিউমার
Ο ঘ) রড ও কোণ কোষ
সঠিক উত্তর: (গ)
২৯৬. পরম প্রতিসরণাঙ্ক ক্ষেত্রে-
i. আলোক রশ্মি শূন্য মাধ্যমের সাপেক্ষে কোন মাধ্যমে প্রবেশ করে
ii. কোনো মাধ্যম b হলে তাকে লেখা যায় nb
iii. a কোনো মাধ্যম হলে na=sin r/sin i
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯৭. মরুভূমির মরীচিকা কোন প্রকার মরীচিকা?
Ο ক) নিম্ন মরীচিকা
Ο খ) মধ্য মরীচিকা
Ο গ) উর্ধ্ব মরীচিকা
Ο ঘ) পার্শ্ব মরীচিকা
সঠিক উত্তর: (ক)
২৯৮. একটি অবতল লেন্সের ফোকাস দূরত্ব 1m হলে এর ক্ষমতা কত?
Ο ক) -2d
Ο খ) -d
Ο গ) +d
Ο ঘ) +2d
সঠিক উত্তর: (খ)
২৯৯. লেন্সের বক্রতার কেন্দ্র ও বক্রতার ব্যাসার্ধ কয়টি?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (খ)
৩০০. হ্রস্ব দৃষ্টিসম্পন্ন এক ব্যক্তির চশমার লেন্সের ফোকাস দূরত্ব 20cm। এক্ষেত্রে-
i. লেন্সটির ক্ষমতা +5d
ii. লেন্সের আলোক কেন্দ্র হতে 40cm দূরত্বের লক্ষ্যবস্তুর জন্য বিম্বের প্রকৃতি অসদ হয়
iii. লেন্সটির ক্ষমতা-5d
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics