ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৯: আলোর প্রতিসরণ (৪) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. চোখের রেটিনার রঙ কী?
Ο ক) সাদা
Ο খ) গোলাপি
Ο গ) হালকা নীল
Ο ঘ) গাঢ় বাদামী
সঠিক উত্তর: (খ)
১৫২. কোনো লেন্সের ক্ষমতা +5d এর অর্থ-
i. লেন্সটির আলোক কেন্দ্র থেকে 40cm দূরত্বে কোনো বস্তু রাখলে এর বিম্ব লক্ষ্যবস্তুর সমান আকৃতির হয়
ii. লেন্সটি একটি ক্ষীণমধ্য লেন্স
iii. লেন্সটির ফোকাস দূরত্ব একটি ধনাত্মক রাশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৫৩. কোনো মাধ্যমে আলোর বেগ বায়ু মাধ্যমে আলোর বেগের চেয়ে কম হলে প্রতিসরণাঙ্ক কত হবে?
Ο ক) 1 এর সমান
Ο খ) 1 এর চেয়ে বেশি
Ο গ) 1 এর চেয়ে কম
Ο ঘ) 1 এর চেয়ে কম বা সমান
সঠিক উত্তর: (খ)
১৫৪. কোনটি জটিল বস্তুর প্রত্যেকটি বর্ণ আলাদা করে দেয়?
Ο ক) রেটিনা
Ο খ) রড
Ο গ) আইরিস
Ο ঘ) মস্তিষ্ক
সঠিক উত্তর: (ঘ)
১৫৫. আমাদের দু’চোখে কয়টি উত্তল লেন্স আছে-
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (খ)
১৫৬. চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নাম কি?
Ο ক) চোখের মণি
Ο খ) চক্ষুলেন্স
Ο গ) শ্বেত মন্ডল
Ο ঘ) কর্ণিয়া
সঠিক উত্তর: (খ)
১৫৭. শ্বেতমন্ডলের সামনে স্বচ্ছ উত্তল অংশটির নাম কী?
Ο ক) আইরিস
Ο খ) কৃষ্ণমন্ডল
Ο গ) অক্ষিপটে
Ο ঘ) কর্ণিয়া
সঠিক উত্তর: (ঘ)
১৫৮. অভিসারী লেন্স বলা হয় কোনটিকে?
Ο ক) অবতল লেন্স
Ο খ) সমতলাবর্তন লেন্স
Ο গ) উত্তলাবতল লেন্স
Ο ঘ) উত্তল লেন্স
সঠিক উত্তর: (ঘ)
১৫৯. ঘন মাধ্যম থেকে আলো হালকা মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণ 390 এর জন্যে প্রতিসরণ কোণ 900 হলে কোন ক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে?
Ο ক) 390=i
Ο খ) 400
Ο গ) 390>i
Ο ঘ) 300=i
সঠিক উত্তর: (খ)
১৬০. আলোক নল ব্যবহার করা হয়-
i. এন্ডোস্কপিতে
ii. শিরার ব্লক প্রতিরোধে
iii. হৃৎপিন্ডের ভালভের ক্রিয়া দেখতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৬১. ক্রান্তি কোণের ক্ষেত্রে অভিলম্ব ও বিভেদতলের মধ্যবর্তী কোণের মান কত হয়?
Ο ক) 00
Ο খ) 300
Ο গ) 600
Ο ঘ) 900
সঠিক উত্তর: (ঘ)
১৬২. লেন্সের ক্ষমতার-
i. প্রচলিত একক হল ডাইঅপ্টার
ii. এস.আই একক হল রেডিয়ান/মিটার
iii. এস আই একক হল মিটার/রেডিয়ান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৩. কোন আলোকীয় ঘটনা আমাদের দেখার কাজে সরাসরি সাহায্য করে-
Ο ক) ব্যতিচার
Ο খ) প্রতিসরণ
Ο গ) বিচ্ছুরণ
Ο ঘ) সমাবর্তন
সঠিক উত্তর: (খ)
১৬৪. পাতলা লেন্সের উপর আলোকরশ্মি আপতিত হলে-
Ο ক) দিক পরিবর্তন করে প্রতিসৃত হয়
Ο খ) দিক পরিবর্তন না করে প্রতিসৃত হয়
Ο গ) দিক পরিবর্তনকরে প্রতিফলিত হয়
Ο ঘ) দিক পরিবর্তন না করে প্রতিফলিত হয়
সঠিক উত্তর: (খ)
১৬৫. অতি ক্ষুদ্র জিনিস বড় করে দেখতে ব্যবহৃত হয়?
Ο ক) মাইক্রোস্কোপ
Ο খ) নভোবীক্ষণ যন্ত্র
Ο গ) দূরবীক্ষণ যন্ত্র
Ο ঘ) টেলিস্কোপ
সঠিক উত্তর: (ক)
১৬৬. প্রথম মাধ্যম বায়ু এবং ২য় মাধ্যম কাঁচ হলে প্রতিসরিত রশ্মি কোন দিকে যাবে ?
Ο ক) অভিলম্বের দিকে
Ο খ) অভিলম্ব বরাবর
Ο গ) অভিলম্ব থেকে দূরে
Ο ঘ) সোজা বরাবর
সঠিক উত্তর: (ক)
১৬৭. লেন্স প্রধানত কত প্রকার?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
সঠিক উত্তর: (খ)
১৬৮. চক্ষু লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব কীরূপ?
Ο ক) সোজা ও লক্ষ্য বস্তুর সমান
Ο খ) উল্টা এবং লক্ষ্য বস্তুর সমান
Ο গ) সোজা ও বিবর্ধিত
Ο ঘ) উল্টা ও খর্বিত
সঠিক উত্তর: (ঘ)
১৬৯. কোনো ব্যক্তি চশমা হিসাবে 20cm ফোকাস দূরত্বের অবতল লেন্স ব্যবহার করেন। লেন্সটির ক্ষমতা কত?
Ο ক) 2d
Ο খ) 5d
Ο গ) 4d
Ο ঘ) -5d
সঠিক উত্তর: (ঘ)
১৭০. লেন্সে বক্রতার কেন্দ্র ও বক্রতার ব্যাসার্ধ কয়টি?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
সঠিক উত্তর: (খ)
১৭১. উত্তল লেন্সের সামনে 2f দূরত্বে লক্ষ্যবস্তু থাকলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে?
Ο ক) F দূরত্বে
Ο খ) অসীম দূরত্বে
Ο গ) f ও 2f এর মধ্যে
Ο ঘ) 2f দূরত্বে
সঠিক উত্তর: (ঘ)
১৭২. একটি লক্ষ্যবস্তুকে প্রধান ফোকাসের দ্বিগুণ দূরত্বে রাখা হল-
i. প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর অবস্থানে গঠিত হবে
ii. প্রতিবিম্বের প্রকৃতি বাস্তব ও উল্টো হবে
iii. প্রতিবিম্বের আকৃতি লক্ষ্যবস্তুর সমান হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৩. অভিসারী লেন্সের মত কাজ নয়?
Ο ক) রেটিনা
Ο খ) চোখের লেন্স
Ο গ) অ্যাকুয়াস হিউমার ও ভিট্রিয়াস হিউমার
Ο ঘ) উপরের সব কয়টি
সঠিক উত্তর: (ঘ)
১৭৪. লক্ষ্যবস্তুকে উত্তল লেন্সের সামনে কোথায় স্থাপন করলে বাস্তব, উল্টো ও বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে?
Ο ক) f ও 2f এর মধ্যে
Ο খ) 2f দূরত্বে
Ο গ) F দূরত্বে
Ο ঘ) 2f দূরত্বের বাইরে
সঠিক উত্তর: (ক)
১৭৫. কালির দাগের উপর কাচফলক রাখলে-
i. দাগের বাস্তব বিম্ব গঠিত হয়
ii. দাগটি উপরে উঠেছে মনে হয়
iii. দাগের অবাস্তব বিম্ব গঠিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৭৬. নিচের কোনটি স্বচ্ছ?
Ο ক) অ্যাকুয়াস হিউমার
Ο খ) শ্বেতমন্ডল
Ο গ) আইরিস
Ο ঘ) কৃষ্ণমন্ডল
সঠিক উত্তর: (ক)
১৭৭. রেটিনার সৃষ্ট বিম্ব কিসের সাহায্যে মস্তিষ্কে যায়?
Ο ক) শ্বেতমন্ডল
Ο খ) কৃষ্ণমন্ডল
Ο গ) আইরিশ
Ο ঘ) চক্ষু স্নায়ু
সঠিক উত্তর: (ঘ)
১৭৮. গ্লিসারিনের সাপেক্ষে কাঁচের প্রতিসরণাঙ্ক 1.09। গ্লিসারিনে আলোর বেগ 3108ms-1 হলে-
i. কাঁচে আলোর বেগ গ্লিসারিন অপেক্ষা কম
ii. গ্লিসারিন অপেক্ষা কাঁচের আলোকীয় ঘনত্ব বেশি
iii. কাঁচ সাপেক্ষে গ্লিসারিনের প্রতিসরণাঙ্ক 1.09 অপেক্ষা কম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৯. -2D ক্ষমতাসম্পন্ন একটি লেন্সের ফোকাস দূরত্ব কত হবে?
Ο ক) 0.5cm
Ο খ) -0.5m
Ο গ) 0.5m
Ο ঘ) 0.20m
সঠিক উত্তর: (খ)
১৮০. আলোক রশ্মি যে মাধ্যমে প্রবেশ করে প্রতিসরাঙ্ক হয়-
Ο ক) সেই মাধ্যমের সাপেক্ষে
Ο খ) সেই মাধ্যমের
Ο গ) শূন্য মাধ্যমের সাপেক্ষে
Ο ঘ) অন্য মাধ্যমের
সঠিক উত্তর: (খ)
১৮১. দুটি লেন্সের মধ্যে প্রথমটির ফোকাস দূরত্ব f1 ও অপরটির f2 এবং f1>f2 হলে, কোন লেন্সটির ক্ষমতা বেশি হবে?
Ο ক) প্রথমটির
Ο খ) দ্বিতীয়টির
Ο গ) উভয় লেন্সের ক্ষমতা সমান
Ο ঘ) কম না বেশি তা বলা যাবে না
সঠিক উত্তর: (খ)
১৮২. রেটিনার সৃষ্ট বিম্বকে মস্তিষ্কে প্রেরণ করে কোনটি?
Ο ক) স্নায়ু
Ο খ) শিরা
Ο গ) ধমনী
Ο ঘ) রক্ত
সঠিক উত্তর: (ক)
১৮৩. মরীচিকায় কোন ঘটনা ঘটে?
Ο ক) আলোর প্রতিফলন
Ο খ) আলোর বিচ্ছুরণ
Ο গ) আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
Ο ঘ) আলোর পোলারণ
সঠিক উত্তর: (গ)
১৮৪. লেন্সের ক্ষমতা ধনাত্মক হয়-
i. আলোক রশ্মি অভিসারী হলে
ii. আলোক রশ্মি অপসৃত হলে
iii. লেন্সটি উত্তল হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮৫. নিচের কোনটি চোখের আকৃতি ঠিক রাখে?
Ο ক) শ্বেতমন্ডল
Ο খ) চোখের পানি
Ο গ) আইরিস
Ο ঘ) চক্ষুলেখ
সঠিক উত্তর: (ক)
১৮৬. দুটি চোখ থাকার সুবিধা হল-
i. সঠিকভাবে দূরত্ব পরিমাপ করা যায়
ii. একই সাথে এক বস্তুর ক্ষেত্রে দুই বস্তু দেখা যায়
iii. একটি বস্তুকে ভালভাবে দেখা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮৭. ক্ষীণদৃষ্টি দেখা দেয়-
i. চোখের ফোকাস দূরত্ব কমে গেলে
ii. অভিসারী ক্ষমতা বৃদ্ধি পেলে
iii. অক্ষি গোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. আলোকরশ্মি যখন পানি হতে বায়ুতে প্রবেশ করে তখন কী হয়?
Ο ক) আপতন কোণ=প্রতিসরণ কোণ
Ο খ) আপতন কোণ>প্রতিসরণ কোণ
Ο গ) আপতন কোণ<প্রতিসরণ কোণ
Ο ঘ) আপতন কোণ≤প্রতিসরণ কোণ
সঠিক উত্তর: (গ)
১৮৯. কোনটি চোখের আলোক স্নায়ুতন্ত্রের বৈশিষ্ট্য নয়?
Ο ক) আলোর তীব্রতার হ্রাসবৃদ্ধি
Ο খ) রঙ্গের অনুভূতি ও পার্থক্য
Ο গ) বস্তুর নড়াচড়া
Ο ঘ) অশ্রু তৈরী করা
সঠিক উত্তর: (ঘ)
১৯১. একজন লোক চোখের সামনে বই রেখে পড়তে গেলে মাথা ব্যাথা করে। তার কী ধরনের চশমা ব্যবহার করতে হবে?
Ο ক) উত্তল
Ο খ) অবতল
Ο গ) সমতলাবতল
Ο ঘ) সমতলোত্তল
সঠিক উত্তর: (ক)
১৯২. 50cm ফোকাস দূরত্ব বিশিষ্ট অবতল লেন্সের ক্ষমতা কত?
Ο ক) -2d
Ο খ) -0.2d
Ο গ) 0.2d
Ο ঘ) 2d
সঠিক উত্তর: (ক)
১৯৩. লেন্সের ক্ষমতা ও ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক নির্ণয়কারী সমীকরণ কোনটি?
Ο ক) P=1/f
Ο খ) f=1/p2
Ο গ) P=f2
Ο ঘ) P=√f
সঠিক উত্তর: (ক)
১৯৪. একগুচ্ছ অপটিক্যাল ফাইবারকে বলা হয়-
Ο ক) আলোক যন্ত্র
Ο খ) আলোক নল
Ο গ) অণুবীক্ষণ যন্ত্র
Ο ঘ) জটিল অণুবীক্ষণ যন্ত্র
সঠিক উত্তর: (খ)
১৯৫. বায়ু থেকে কাচে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ 300 এবং প্রতিসরণ কোণ 190 হলে বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাংক কত?
Ο ক) 1.33
Ο খ) 1.52
Ο গ) 1.49
Ο ঘ) 1.53
সঠিক উত্তর: (ঘ)
১৯৬. যে মাধ্যমের প্রতিরনাঙ্কের মান বেশি সে মাধ্যমে-
i. আলোর বেগ কম
ii. আলোকীয় ঘনত্ব বেশি
iii. আলোর বেগ 3108ms-1
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯৭. কৃষ্ণমন্ডল হল-
i. শ্বেত মন্ডলের সামনের অংশ
ii. শ্বেত মন্ডলের গায়ের কালো আস্তরণ
iii. চোখের ভেতর অভ্যন্তরীণ প্রতিফলন না হওয়ার জন্য দায়ী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৯৮. অবতল লেন্সে গঠিত প্রতিবিম্ব কিরূপ হবে?
Ο ক) সোজা এবং ছোট
Ο খ) সোজা এবং বড়
Ο গ) উল্টো এবং ছোট
Ο ঘ) উল্টো এবং বড়
সঠিক উত্তর: (ক)
১৯৯. কখন দীর্ঘ দৃষ্টির উদ্ভব হয়?
Ο ক) লেন্সের অভিসারী ক্ষমতা কমে গেলে
Ο খ) লেন্সের অভিসারী ক্ষমতা বেড়ে গেলে
Ο গ) অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে
Ο ঘ) লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে গেলে
সঠিক উত্তর: (ক)
২০০. ফোকাস দূরত্বকে নিচের কোনটি দ্বারা প্রকাশ করা হয়-
Ο ক) P
Ο খ) O
Ο গ) F
Ο ঘ) f
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১৫১. চোখের রেটিনার রঙ কী?
Ο ক) সাদা
Ο খ) গোলাপি
Ο গ) হালকা নীল
Ο ঘ) গাঢ় বাদামী
সঠিক উত্তর: (খ)
১৫২. কোনো লেন্সের ক্ষমতা +5d এর অর্থ-
i. লেন্সটির আলোক কেন্দ্র থেকে 40cm দূরত্বে কোনো বস্তু রাখলে এর বিম্ব লক্ষ্যবস্তুর সমান আকৃতির হয়
ii. লেন্সটি একটি ক্ষীণমধ্য লেন্স
iii. লেন্সটির ফোকাস দূরত্ব একটি ধনাত্মক রাশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৫৩. কোনো মাধ্যমে আলোর বেগ বায়ু মাধ্যমে আলোর বেগের চেয়ে কম হলে প্রতিসরণাঙ্ক কত হবে?
Ο ক) 1 এর সমান
Ο খ) 1 এর চেয়ে বেশি
Ο গ) 1 এর চেয়ে কম
Ο ঘ) 1 এর চেয়ে কম বা সমান
সঠিক উত্তর: (খ)
১৫৪. কোনটি জটিল বস্তুর প্রত্যেকটি বর্ণ আলাদা করে দেয়?
Ο ক) রেটিনা
Ο খ) রড
Ο গ) আইরিস
Ο ঘ) মস্তিষ্ক
সঠিক উত্তর: (ঘ)
১৫৫. আমাদের দু’চোখে কয়টি উত্তল লেন্স আছে-
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (খ)
১৫৬. চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নাম কি?
Ο ক) চোখের মণি
Ο খ) চক্ষুলেন্স
Ο গ) শ্বেত মন্ডল
Ο ঘ) কর্ণিয়া
সঠিক উত্তর: (খ)
১৫৭. শ্বেতমন্ডলের সামনে স্বচ্ছ উত্তল অংশটির নাম কী?
Ο ক) আইরিস
Ο খ) কৃষ্ণমন্ডল
Ο গ) অক্ষিপটে
Ο ঘ) কর্ণিয়া
সঠিক উত্তর: (ঘ)
১৫৮. অভিসারী লেন্স বলা হয় কোনটিকে?
Ο ক) অবতল লেন্স
Ο খ) সমতলাবর্তন লেন্স
Ο গ) উত্তলাবতল লেন্স
Ο ঘ) উত্তল লেন্স
সঠিক উত্তর: (ঘ)
১৫৯. ঘন মাধ্যম থেকে আলো হালকা মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণ 390 এর জন্যে প্রতিসরণ কোণ 900 হলে কোন ক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে?
Ο ক) 390=i
Ο খ) 400
Ο গ) 390>i
Ο ঘ) 300=i
সঠিক উত্তর: (খ)
১৬০. আলোক নল ব্যবহার করা হয়-
i. এন্ডোস্কপিতে
ii. শিরার ব্লক প্রতিরোধে
iii. হৃৎপিন্ডের ভালভের ক্রিয়া দেখতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৬১. ক্রান্তি কোণের ক্ষেত্রে অভিলম্ব ও বিভেদতলের মধ্যবর্তী কোণের মান কত হয়?
Ο ক) 00
Ο খ) 300
Ο গ) 600
Ο ঘ) 900
সঠিক উত্তর: (ঘ)
১৬২. লেন্সের ক্ষমতার-
i. প্রচলিত একক হল ডাইঅপ্টার
ii. এস.আই একক হল রেডিয়ান/মিটার
iii. এস আই একক হল মিটার/রেডিয়ান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৩. কোন আলোকীয় ঘটনা আমাদের দেখার কাজে সরাসরি সাহায্য করে-
Ο ক) ব্যতিচার
Ο খ) প্রতিসরণ
Ο গ) বিচ্ছুরণ
Ο ঘ) সমাবর্তন
সঠিক উত্তর: (খ)
১৬৪. পাতলা লেন্সের উপর আলোকরশ্মি আপতিত হলে-
Ο ক) দিক পরিবর্তন করে প্রতিসৃত হয়
Ο খ) দিক পরিবর্তন না করে প্রতিসৃত হয়
Ο গ) দিক পরিবর্তনকরে প্রতিফলিত হয়
Ο ঘ) দিক পরিবর্তন না করে প্রতিফলিত হয়
সঠিক উত্তর: (খ)
১৬৫. অতি ক্ষুদ্র জিনিস বড় করে দেখতে ব্যবহৃত হয়?
Ο ক) মাইক্রোস্কোপ
Ο খ) নভোবীক্ষণ যন্ত্র
Ο গ) দূরবীক্ষণ যন্ত্র
Ο ঘ) টেলিস্কোপ
সঠিক উত্তর: (ক)
১৬৬. প্রথম মাধ্যম বায়ু এবং ২য় মাধ্যম কাঁচ হলে প্রতিসরিত রশ্মি কোন দিকে যাবে ?
Ο ক) অভিলম্বের দিকে
Ο খ) অভিলম্ব বরাবর
Ο গ) অভিলম্ব থেকে দূরে
Ο ঘ) সোজা বরাবর
সঠিক উত্তর: (ক)
১৬৭. লেন্স প্রধানত কত প্রকার?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
সঠিক উত্তর: (খ)
১৬৮. চক্ষু লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব কীরূপ?
Ο ক) সোজা ও লক্ষ্য বস্তুর সমান
Ο খ) উল্টা এবং লক্ষ্য বস্তুর সমান
Ο গ) সোজা ও বিবর্ধিত
Ο ঘ) উল্টা ও খর্বিত
সঠিক উত্তর: (ঘ)
১৬৯. কোনো ব্যক্তি চশমা হিসাবে 20cm ফোকাস দূরত্বের অবতল লেন্স ব্যবহার করেন। লেন্সটির ক্ষমতা কত?
Ο ক) 2d
Ο খ) 5d
Ο গ) 4d
Ο ঘ) -5d
সঠিক উত্তর: (ঘ)
১৭০. লেন্সে বক্রতার কেন্দ্র ও বক্রতার ব্যাসার্ধ কয়টি?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
সঠিক উত্তর: (খ)
১৭১. উত্তল লেন্সের সামনে 2f দূরত্বে লক্ষ্যবস্তু থাকলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে?
Ο ক) F দূরত্বে
Ο খ) অসীম দূরত্বে
Ο গ) f ও 2f এর মধ্যে
Ο ঘ) 2f দূরত্বে
সঠিক উত্তর: (ঘ)
১৭২. একটি লক্ষ্যবস্তুকে প্রধান ফোকাসের দ্বিগুণ দূরত্বে রাখা হল-
i. প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর অবস্থানে গঠিত হবে
ii. প্রতিবিম্বের প্রকৃতি বাস্তব ও উল্টো হবে
iii. প্রতিবিম্বের আকৃতি লক্ষ্যবস্তুর সমান হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৩. অভিসারী লেন্সের মত কাজ নয়?
Ο ক) রেটিনা
Ο খ) চোখের লেন্স
Ο গ) অ্যাকুয়াস হিউমার ও ভিট্রিয়াস হিউমার
Ο ঘ) উপরের সব কয়টি
সঠিক উত্তর: (ঘ)
১৭৪. লক্ষ্যবস্তুকে উত্তল লেন্সের সামনে কোথায় স্থাপন করলে বাস্তব, উল্টো ও বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে?
Ο ক) f ও 2f এর মধ্যে
Ο খ) 2f দূরত্বে
Ο গ) F দূরত্বে
Ο ঘ) 2f দূরত্বের বাইরে
সঠিক উত্তর: (ক)
১৭৫. কালির দাগের উপর কাচফলক রাখলে-
i. দাগের বাস্তব বিম্ব গঠিত হয়
ii. দাগটি উপরে উঠেছে মনে হয়
iii. দাগের অবাস্তব বিম্ব গঠিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৭৬. নিচের কোনটি স্বচ্ছ?
Ο ক) অ্যাকুয়াস হিউমার
Ο খ) শ্বেতমন্ডল
Ο গ) আইরিস
Ο ঘ) কৃষ্ণমন্ডল
সঠিক উত্তর: (ক)
১৭৭. রেটিনার সৃষ্ট বিম্ব কিসের সাহায্যে মস্তিষ্কে যায়?
Ο ক) শ্বেতমন্ডল
Ο খ) কৃষ্ণমন্ডল
Ο গ) আইরিশ
Ο ঘ) চক্ষু স্নায়ু
সঠিক উত্তর: (ঘ)
১৭৮. গ্লিসারিনের সাপেক্ষে কাঁচের প্রতিসরণাঙ্ক 1.09। গ্লিসারিনে আলোর বেগ 3108ms-1 হলে-
i. কাঁচে আলোর বেগ গ্লিসারিন অপেক্ষা কম
ii. গ্লিসারিন অপেক্ষা কাঁচের আলোকীয় ঘনত্ব বেশি
iii. কাঁচ সাপেক্ষে গ্লিসারিনের প্রতিসরণাঙ্ক 1.09 অপেক্ষা কম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৯. -2D ক্ষমতাসম্পন্ন একটি লেন্সের ফোকাস দূরত্ব কত হবে?
Ο ক) 0.5cm
Ο খ) -0.5m
Ο গ) 0.5m
Ο ঘ) 0.20m
সঠিক উত্তর: (খ)
১৮০. আলোক রশ্মি যে মাধ্যমে প্রবেশ করে প্রতিসরাঙ্ক হয়-
Ο ক) সেই মাধ্যমের সাপেক্ষে
Ο খ) সেই মাধ্যমের
Ο গ) শূন্য মাধ্যমের সাপেক্ষে
Ο ঘ) অন্য মাধ্যমের
সঠিক উত্তর: (খ)
১৮১. দুটি লেন্সের মধ্যে প্রথমটির ফোকাস দূরত্ব f1 ও অপরটির f2 এবং f1>f2 হলে, কোন লেন্সটির ক্ষমতা বেশি হবে?
Ο ক) প্রথমটির
Ο খ) দ্বিতীয়টির
Ο গ) উভয় লেন্সের ক্ষমতা সমান
Ο ঘ) কম না বেশি তা বলা যাবে না
সঠিক উত্তর: (খ)
১৮২. রেটিনার সৃষ্ট বিম্বকে মস্তিষ্কে প্রেরণ করে কোনটি?
Ο ক) স্নায়ু
Ο খ) শিরা
Ο গ) ধমনী
Ο ঘ) রক্ত
সঠিক উত্তর: (ক)
১৮৩. মরীচিকায় কোন ঘটনা ঘটে?
Ο ক) আলোর প্রতিফলন
Ο খ) আলোর বিচ্ছুরণ
Ο গ) আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
Ο ঘ) আলোর পোলারণ
সঠিক উত্তর: (গ)
১৮৪. লেন্সের ক্ষমতা ধনাত্মক হয়-
i. আলোক রশ্মি অভিসারী হলে
ii. আলোক রশ্মি অপসৃত হলে
iii. লেন্সটি উত্তল হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮৫. নিচের কোনটি চোখের আকৃতি ঠিক রাখে?
Ο ক) শ্বেতমন্ডল
Ο খ) চোখের পানি
Ο গ) আইরিস
Ο ঘ) চক্ষুলেখ
সঠিক উত্তর: (ক)
১৮৬. দুটি চোখ থাকার সুবিধা হল-
i. সঠিকভাবে দূরত্ব পরিমাপ করা যায়
ii. একই সাথে এক বস্তুর ক্ষেত্রে দুই বস্তু দেখা যায়
iii. একটি বস্তুকে ভালভাবে দেখা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৮৭. ক্ষীণদৃষ্টি দেখা দেয়-
i. চোখের ফোকাস দূরত্ব কমে গেলে
ii. অভিসারী ক্ষমতা বৃদ্ধি পেলে
iii. অক্ষি গোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. আলোকরশ্মি যখন পানি হতে বায়ুতে প্রবেশ করে তখন কী হয়?
Ο ক) আপতন কোণ=প্রতিসরণ কোণ
Ο খ) আপতন কোণ>প্রতিসরণ কোণ
Ο গ) আপতন কোণ<প্রতিসরণ কোণ
Ο ঘ) আপতন কোণ≤প্রতিসরণ কোণ
সঠিক উত্তর: (গ)
১৮৯. কোনটি চোখের আলোক স্নায়ুতন্ত্রের বৈশিষ্ট্য নয়?
Ο ক) আলোর তীব্রতার হ্রাসবৃদ্ধি
Ο খ) রঙ্গের অনুভূতি ও পার্থক্য
Ο গ) বস্তুর নড়াচড়া
Ο ঘ) অশ্রু তৈরী করা
সঠিক উত্তর: (ঘ)
১৯১. একজন লোক চোখের সামনে বই রেখে পড়তে গেলে মাথা ব্যাথা করে। তার কী ধরনের চশমা ব্যবহার করতে হবে?
Ο ক) উত্তল
Ο খ) অবতল
Ο গ) সমতলাবতল
Ο ঘ) সমতলোত্তল
সঠিক উত্তর: (ক)
১৯২. 50cm ফোকাস দূরত্ব বিশিষ্ট অবতল লেন্সের ক্ষমতা কত?
Ο ক) -2d
Ο খ) -0.2d
Ο গ) 0.2d
Ο ঘ) 2d
সঠিক উত্তর: (ক)
১৯৩. লেন্সের ক্ষমতা ও ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক নির্ণয়কারী সমীকরণ কোনটি?
Ο ক) P=1/f
Ο খ) f=1/p2
Ο গ) P=f2
Ο ঘ) P=√f
সঠিক উত্তর: (ক)
১৯৪. একগুচ্ছ অপটিক্যাল ফাইবারকে বলা হয়-
Ο ক) আলোক যন্ত্র
Ο খ) আলোক নল
Ο গ) অণুবীক্ষণ যন্ত্র
Ο ঘ) জটিল অণুবীক্ষণ যন্ত্র
সঠিক উত্তর: (খ)
১৯৫. বায়ু থেকে কাচে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ 300 এবং প্রতিসরণ কোণ 190 হলে বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাংক কত?
Ο ক) 1.33
Ο খ) 1.52
Ο গ) 1.49
Ο ঘ) 1.53
সঠিক উত্তর: (ঘ)
১৯৬. যে মাধ্যমের প্রতিরনাঙ্কের মান বেশি সে মাধ্যমে-
i. আলোর বেগ কম
ii. আলোকীয় ঘনত্ব বেশি
iii. আলোর বেগ 3108ms-1
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯৭. কৃষ্ণমন্ডল হল-
i. শ্বেত মন্ডলের সামনের অংশ
ii. শ্বেত মন্ডলের গায়ের কালো আস্তরণ
iii. চোখের ভেতর অভ্যন্তরীণ প্রতিফলন না হওয়ার জন্য দায়ী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৯৮. অবতল লেন্সে গঠিত প্রতিবিম্ব কিরূপ হবে?
Ο ক) সোজা এবং ছোট
Ο খ) সোজা এবং বড়
Ο গ) উল্টো এবং ছোট
Ο ঘ) উল্টো এবং বড়
সঠিক উত্তর: (ক)
১৯৯. কখন দীর্ঘ দৃষ্টির উদ্ভব হয়?
Ο ক) লেন্সের অভিসারী ক্ষমতা কমে গেলে
Ο খ) লেন্সের অভিসারী ক্ষমতা বেড়ে গেলে
Ο গ) অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে
Ο ঘ) লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে গেলে
সঠিক উত্তর: (ক)
২০০. ফোকাস দূরত্বকে নিচের কোনটি দ্বারা প্রকাশ করা হয়-
Ο ক) P
Ο খ) O
Ο গ) F
Ο ঘ) f
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics