ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৯: আলোর প্রতিসরণ (৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. স্বাভাবিক চোখের দৃষ্টির পাল্লা কত?
Ο ক) 0 সে.মি. থেকে অসীম পর্যন্ত
Ο খ) 25 সে.মি. থেকে অসীম পর্যন্ত
Ο গ) 0.1 সে.মি. থেকে 25 কি.মি. পর্যন্ত
Ο ঘ) 10 সে.মি. থেকে 100 কি.মি. পর্যন্ত
সঠিক উত্তর: (খ)
১০২. দীর্ঘদৃষ্টি দূর করার জন্য ব্যবহৃত উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কোথায় অবস্থিত?
Ο ক) ক্রুটিপূর্ণ চোখের নিকটবিন্দুতে
Ο খ) ক্রুটিপূর্ণ চোখের দূরবিন্দুতে
Ο গ) 25cm এর সামনে
Ο ঘ) অসীমে
সঠিক উত্তর: (ক)
১০৩. অবতল লেন্স সর্বদা কিরূপ প্রতিবিম্ব গঠন করে?
Ο ক) অসদ, উল্টো, খর্বিত
Ο খ) সদ, উল্টো, খর্বিত
Ο গ) অসদ, সোজা, খর্বিত
Ο ঘ) অসদ, সোজা,বিবর্ধিত
সঠিক উত্তর: (গ)
১০৪. অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে-
i. এটি পুরু ও শক্ত কাচ তন্তু
ii. এটি খুব সরু ও নমনীয় কাচ তন্তু
iii. এটি আলো বহনের কাজে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১০৫. তারারন্ধ্রের ঠিক পিছনে অবস্থিত জেলির ন্যায় স্বচ্ছ নমনীয় পদার্থের নাম কী?
Ο ক) চক্ষু লেন্স
Ο খ) রেটিনা
Ο গ) অক্ষিগোলক
Ο ঘ) চোখের মণি
সঠিক উত্তর: (ক)
১০৬. আলোর তীব্রতার হ্রাস-বৃদ্ধি বুঝিয়ে দেয়-
Ο ক) রেটিনা
Ο খ) রড কোষ
Ο গ) চক্ষু লেন্স
Ο ঘ) চোখের মণি
সঠিক উত্তর: (খ)
১০৭. উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়, কারণ-
i. পরস্পর সমান্তলার আলোকরশ্মিগুচ্ছকে প্রতিসরণের পর অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করে
ii. পরস্পর অভিসারী আলোকরশ্মিগুচ্ছকে প্রতিসরণের পর সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত করে
iii. পরস্পর অপসারী আলোকরম্মিগুচ্ছকে প্রতিসরণের পর অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০৮. আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হয়-
Ο ক) প্রধান অক্ষ
Ο খ) গৌণ ফোকাস
Ο গ) বক্রতার ব্যাসার্ধ
Ο ঘ) ফোকাস দূরত্ব
সঠিক উত্তর: (ঘ)
১০৯. শ্বেতমন্ডলের সামনের স্বচ্ছ উত্তল অংশটির নাম কী?
Ο ক) আইরিশ
Ο খ) কৃষ্ণমন্ডল
Ο গ) অক্ষিপট
Ο ঘ) কর্নিয়া
সঠিক উত্তর: (ঘ)
১১০. পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক কত?
Ο ক) 1.5
Ο খ) 1.33
Ο গ) 0.75
Ο ঘ) 0.66
সঠিক উত্তর: (গ)
১১১. প্রতিসরণাঙ্ক নির্ভর করে-
i. আলোক তরঙ্গের কম্পাঙ্কের ওপর
ii. তরঙ্গ দৈর্ঘ্যের ওপর
iii. মাধ্যমের আলোকীয় ঘনত্বের ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১২. লক্ষ্যবস্তু উত্তল লেন্স থেকে 2f-এর বেশি দূরত্বে অবস্থিত হলে প্রতিবিম্বের প্রকৃতি হবে-
i.অবাস্তব ও উল্টো
ii. বাস্তব ও উল্টো
iii. অবাস্তব ও সোজা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:
১১৩. কোনটির ব্যবহারের ফলে যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে?
Ο ক) লেন্স
Ο খ) দর্পণ
Ο গ) অপটিক্যাল ফাইবার
Ο ঘ) বাইনোকুলার
সঠিক উত্তর: (গ)
১১৪. যেকোনো দূরত্বের বস্তু দেখার জন্য চোখের লেন্সের ফোকাস দূরত্ব নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে কী বলে?
Ο ক) উপযোজন ক্ষমতা
Ο খ) লেন্সের ক্ষমতা
Ο গ) অভিসারী ক্ষমতা
Ο ঘ) অপসারী ক্ষমতা
সঠিক উত্তর: (ক)
১১৫. মরুভূমিতে নিচের বায়ু-
Ο ক) উত্তপ্ত ও হালকা হয়
Ο খ) উত্তপ্ত ও ঘন হয়
Ο গ) ঠান্ডা ও হালকা হয়
Ο ঘ) ঠান্ডা ও ঘন হয়
সঠিক উত্তর: (ক)
১১৬. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে-
i. বিভেদ তল দর্পণের ন্যায় আচরণ করে
ii. কোন প্রতিসৃত রশ্মি পাওয়া যায় না
iii. আপতন কোণ<প্রতিফলন কোণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১১৭. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত হচ্ছে-
i. আলোক রশ্মিকে ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে আপতিত হতে হবে
ii. আপতন কোণ ক্রান্তিকোণের চেয়ে ছোট হতে হবে
iii. আপতন কোণ ক্রান্তিকোণের চেয়ে বড় হতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১১৮. কোনো লেন্সের অভিসারী বা অপসারী করার সামর্থ্যকে কী বলা হয়?
Ο ক) ফোকাস
Ο খ) মেরু
Ο গ) ক্ষমতা
Ο ঘ) অক্ষ
সঠিক উত্তর: (গ)
১১৯. লেন্সে বিম্ব বিবর্ধিত হয় যখন লক্ষ্যবস্তু থাকে-
i. 2F এর বাইরে
ii. F ও 2F এর মাঝে
iii. F ও আলোক কেন্দ্রের মাঝে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১২০. অসীম দূরত্বে উত্তল লেন্সের সামনে রাখা একটি বস্তুর প্রতিবিম্ব-
i. বাস্তব ও উল্টো হবে
ii. অত্যন্ত খর্বিত হবে
iii. বক্রতার কেন্দ্রে অবস্থিত হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২১. কোন লেন্সের মধ্যভাগ পুরু ও প্রান্তভাগ পাতলা?
Ο ক) ক্ষীণ মধ্য লেন্স
Ο খ) অবতল লেন্স
Ο গ) উত্তল লেন্স
Ο ঘ) অপসারী লেন্স
সঠিক উত্তর: (গ)
১২২. একটি উত্তল লেন্সের প্রধান ফোকাসের দ্বিগুণ দূরত্বের বাইরে অবস্থিত একটি বস্তুর প্রতিবিম্ব হবে-
i. বাস্তব ও উল্টো
ii. খর্বিত
iii. প্রধান ফোকাসে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২৩. ক্ষীণদৃষ্টি সম্পন্ন ব্যক্তির চোখের-
i. নিকটতম বিন্দুর দূরত্ব 25cm
ii. দূরবিন্দুর দূরত্ব অসীম
iii. দূরবিন্দুর দূরত্ব অসীম থেকে খানিক সামনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১২৪. পানির গরম প্রতিসরণাঙ্ক 1.33। পানি থেকে বায়ুতে আলোকরশ্মি x0 আপতন কোণে আপতিত হলে তা মাধ্যমদ্বয়ের বিভেদতল ঘেঁষে নির্গত হয়। এক্ষেত্রে-
i. x=48.750
ii. i
iii. x= পানির ক্রান্তি কোণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১২৫. অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?
Ο ক) আলোর প্রতিসরণ
Ο খ) আলোর বিচ্ছুরণ
Ο গ) আলোর পূর্ণ অভ্যন্তরীন প্রতিফলন
Ο ঘ) আলোর সমাবর্তন
সঠিক উত্তর: (গ)
১২৬. অপটিক্যাল ফাইবার ব্যবহার হয়-
i. ডাটা ট্রান্সফার করতে
ii. যোগাযোগ ও ইন্টারনেট ব্যবস্থায়
iii. মহাকাশ গবেষণায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১২৭. দৃষ্টিক্রটি দূর করার জন্য কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) উত্তল দর্পণ
Ο খ) অবতল দর্পণ
Ο গ) সমতল দর্পণ
Ο ঘ) উত্তল লেন্স
সঠিক উত্তর: (ঘ)
১২৮. নিচের কোনটির কারণে দূরদৃষ্টি ক্রটি দেখা দেয়-
Ο ক) চোখের অভিসারী লেন্সের ক্ষমতা বেড়ে গেলে
Ο খ) চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে গেলে
Ο গ) অক্ষি গোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে
Ο ঘ) চোখের অভিসারী ক্ষমতা কমে গেলে
সঠিক উত্তর: (ঘ)
১২৯. চোখের কোটরের মধ্যে অবস্থিত গোলাকার অংশকে কী বলা হয়?
Ο ক) কর্নিয়া
Ο খ) শ্বেতমন্ডল
Ο গ) অক্ষিগোলক
Ο ঘ) আইরিশ
সঠিক উত্তর: (গ)
১৩০. অশ্রু বলতে কোনটিকে বোঝায়?
Ο ক) অ্যাকুয়াম হিউমার
Ο খ) শ্বেতমন্ডল
Ο গ) আইরিস
Ο ঘ) কৃষ্ণমন্ডল
সঠিক উত্তর: (ক)
১৩১. ক্রান্তি কোণের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত হয়?
Ο ক) 450
Ο খ) 00
Ο গ) 300
Ο ঘ) 900
সঠিক উত্তর: (ঘ)
১৩২. অপটিক্যাল ফাইবার তৈরী হয়-
i. সরু কাঁচের দীর্ঘ তন্তু দ্বারা
ii. সরু প্লাস্টিকের দীর্ঘ ফাইবার দ্বারা
iii. 1.7 প্রতিসরাঙ্কের ফাইবার দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩৩. রেটিনার উপর আলো পড়লে তাকে তড়িৎ প্রেরণায় পরিণত করে-
i. রড কোষ
ii. অ্যাকুয়াস হিউমার
iii. কোণ কোষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৩৪. অপসারী লেন্সকে কী বলা হয়?
Ο ক) ক্ষীণ মধ্য লেন্স
Ο খ) স্থূল মধ্য লেন্স
Ο গ) উত্তল লেন্স
Ο ঘ) অভিসারী লেন্স
সঠিক উত্তর: (ক)
১৩৫. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে রাস্তার প্রতিবিম্বের সৃষ্টি হলে ফলে হয়-
i. রাস্তাটি ভেজা
ii. রাস্তাটি চকচকে
iii. রাস্তাটি অমসৃণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩৬. -4D ক্ষমতাসম্পন্ন লেন্সের ফোকাস দূরত্ব হবে-
i. 25 cm
ii. -25 cm
iii. -0.25 m
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৩৭. সকল অবাস্তব দূরত্ব-
Ο ক) সদ
Ο খ) ধনাত্মক
Ο গ) অপসারী
Ο ঘ) ঋণাত্মক
সঠিক উত্তর: (ঘ)
১৩৮. কোনটিতে উল্টো প্রতিবিম্ব গঠিত করে?
Ο ক) সমতল দর্পণ
Ο খ) অবতল লেন্স
Ο গ) অপসারী লেন্স
Ο ঘ) উত্তল লেন্স
সঠিক উত্তর: (ঘ)
১৩৯. চোখের দৃষ্টির ক্রটি কয় প্রকারের?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ঘ)
১৪০. অপটিক্যাল ফাইবার এর মধ্যে দিয়ে সংকেত সঞ্চালনকালে নিচের কোন ঘটনাটি ঘটবে?
Ο ক) আলোর প্রতিসরণ
Ο খ) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
Ο গ) আংশিক প্রতিফলন
Ο ঘ) প্রতিফলন এবং প্রতিসরণ
সঠিক উত্তর: (খ)
১৪১. আলোর প্রতিসরণের কারণ কোনটি?
Ο ক) আলো সরল রেখায় চলে
Ο খ) আলোর বেগ বেশি
Ο গ) ভিন্ন মাধ্যমে আলোর বেগ ভিন্ন
Ο ঘ) আলো তরঙ্গাকারে চলে
সঠিক উত্তর: (গ)
১৪২. দুটি মাধ্যমের বিভেদতল কখন দর্পণের মত আচরণ করে?
Ο ক) i<θc হলে
Ο খ) i=θc হলে
Ο গ) i>θc হলে
Ο ঘ) sin i<θc হলে
সঠিক উত্তর: (গ)
১৪৩. আলোক রশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রতিসৃত হওয়ার সময় আপতন কোণ সংকট কোণ অপেক্ষা বড় হলে কোনটি প্রযোজ্য?
Ο ক) স্নেলের সূত্র
Ο খ) N=1/sinθc
Ο গ) i=r
Ο ঘ) প্রতিসরণের দ্বিতীয় সূত্র
সঠিক উত্তর: (গ)
১৪৪. +2d দ্বারা কোনটি বুঝায়?
Ο ক) লেন্সটি অবতল
Ο খ) লেন্সটির ফোকাস দূরত্ব 2 মিটার
Ο গ) লেন্সটির ফোকাস দূরত্ব 5 সে.মি.
Ο ঘ) লেন্সটির ফোকাস দূরত্ব 50 সে.মি.
সঠিক উত্তর: (ঘ)
১৪৫. একগুচ্ছ অপটিক্যাল ফাইবারকে কী বলা হয়?
Ο ক) আলোক রশ্মি
Ο খ) লেন্স
Ο গ) আলোক নল
Ο ঘ) আলোক দর্পণ
সঠিক উত্তর: (গ)
১৪৬. বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাংক 1.52। বায়ুতে আলোর বেগ 3108ms-1 হলে-
i. বায়ুতে আলোর বেগ কাচ অপেক্ষা বেশি
ii. কাঁচের আলোকীয় ঘনত্ব বায়ু অপেক্ষা বেশি
iii. কাঁচে আলোর বেগ 1.97108ms-1
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪৭. কোনটি চোখের উপাদান নয়?
Ο ক) রেটিনা
Ο খ) আইভ্রু
Ο গ) অ্যাকুয়াস হিউমার
Ο ঘ) চোখের লেন্স
সঠিক উত্তর: (খ)
১৪৮. নীচের কোনটি কাছের বস্তু দেখার কিন্তু দূরের বস্তু না দেখার ক্রটি নয়-
Ο ক) ক্ষীণ দৃষ্টি
Ο খ) হ্রস্ব দৃষ্টি
Ο গ) মাইওপিয়া
Ο ঘ) হাইপারমেট্টোপিয়া
সঠিক উত্তর: (ঘ)
১৪৯. স্নেলের সূত্রের সঠিক রূপ কোনটি?
Ο ক) sin r/sin i
Ο খ) sin i/sin r
Ο গ) p=1/f
Ο ঘ) sinθc/r
সঠিক উত্তর: (খ)
১৫০. ২৯৬.দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তির-
i. চোখের নিকট বিন্দু দূরত্ব 25cm
ii. চোখের দূরত্ব বিন্দু দূরত্ব অসীম
iii. চোখের নিকট বিন্দুর দূরত্ব 25cm হতে একটু সামনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১০১. স্বাভাবিক চোখের দৃষ্টির পাল্লা কত?
Ο ক) 0 সে.মি. থেকে অসীম পর্যন্ত
Ο খ) 25 সে.মি. থেকে অসীম পর্যন্ত
Ο গ) 0.1 সে.মি. থেকে 25 কি.মি. পর্যন্ত
Ο ঘ) 10 সে.মি. থেকে 100 কি.মি. পর্যন্ত
সঠিক উত্তর: (খ)
১০২. দীর্ঘদৃষ্টি দূর করার জন্য ব্যবহৃত উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কোথায় অবস্থিত?
Ο ক) ক্রুটিপূর্ণ চোখের নিকটবিন্দুতে
Ο খ) ক্রুটিপূর্ণ চোখের দূরবিন্দুতে
Ο গ) 25cm এর সামনে
Ο ঘ) অসীমে
সঠিক উত্তর: (ক)
১০৩. অবতল লেন্স সর্বদা কিরূপ প্রতিবিম্ব গঠন করে?
Ο ক) অসদ, উল্টো, খর্বিত
Ο খ) সদ, উল্টো, খর্বিত
Ο গ) অসদ, সোজা, খর্বিত
Ο ঘ) অসদ, সোজা,বিবর্ধিত
সঠিক উত্তর: (গ)
১০৪. অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে-
i. এটি পুরু ও শক্ত কাচ তন্তু
ii. এটি খুব সরু ও নমনীয় কাচ তন্তু
iii. এটি আলো বহনের কাজে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১০৫. তারারন্ধ্রের ঠিক পিছনে অবস্থিত জেলির ন্যায় স্বচ্ছ নমনীয় পদার্থের নাম কী?
Ο ক) চক্ষু লেন্স
Ο খ) রেটিনা
Ο গ) অক্ষিগোলক
Ο ঘ) চোখের মণি
সঠিক উত্তর: (ক)
১০৬. আলোর তীব্রতার হ্রাস-বৃদ্ধি বুঝিয়ে দেয়-
Ο ক) রেটিনা
Ο খ) রড কোষ
Ο গ) চক্ষু লেন্স
Ο ঘ) চোখের মণি
সঠিক উত্তর: (খ)
১০৭. উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়, কারণ-
i. পরস্পর সমান্তলার আলোকরশ্মিগুচ্ছকে প্রতিসরণের পর অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করে
ii. পরস্পর অভিসারী আলোকরশ্মিগুচ্ছকে প্রতিসরণের পর সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত করে
iii. পরস্পর অপসারী আলোকরম্মিগুচ্ছকে প্রতিসরণের পর অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০৮. আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হয়-
Ο ক) প্রধান অক্ষ
Ο খ) গৌণ ফোকাস
Ο গ) বক্রতার ব্যাসার্ধ
Ο ঘ) ফোকাস দূরত্ব
সঠিক উত্তর: (ঘ)
১০৯. শ্বেতমন্ডলের সামনের স্বচ্ছ উত্তল অংশটির নাম কী?
Ο ক) আইরিশ
Ο খ) কৃষ্ণমন্ডল
Ο গ) অক্ষিপট
Ο ঘ) কর্নিয়া
সঠিক উত্তর: (ঘ)
১১০. পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক কত?
Ο ক) 1.5
Ο খ) 1.33
Ο গ) 0.75
Ο ঘ) 0.66
সঠিক উত্তর: (গ)
১১১. প্রতিসরণাঙ্ক নির্ভর করে-
i. আলোক তরঙ্গের কম্পাঙ্কের ওপর
ii. তরঙ্গ দৈর্ঘ্যের ওপর
iii. মাধ্যমের আলোকীয় ঘনত্বের ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১২. লক্ষ্যবস্তু উত্তল লেন্স থেকে 2f-এর বেশি দূরত্বে অবস্থিত হলে প্রতিবিম্বের প্রকৃতি হবে-
i.অবাস্তব ও উল্টো
ii. বাস্তব ও উল্টো
iii. অবাস্তব ও সোজা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:
১১৩. কোনটির ব্যবহারের ফলে যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে?
Ο ক) লেন্স
Ο খ) দর্পণ
Ο গ) অপটিক্যাল ফাইবার
Ο ঘ) বাইনোকুলার
সঠিক উত্তর: (গ)
১১৪. যেকোনো দূরত্বের বস্তু দেখার জন্য চোখের লেন্সের ফোকাস দূরত্ব নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে কী বলে?
Ο ক) উপযোজন ক্ষমতা
Ο খ) লেন্সের ক্ষমতা
Ο গ) অভিসারী ক্ষমতা
Ο ঘ) অপসারী ক্ষমতা
সঠিক উত্তর: (ক)
১১৫. মরুভূমিতে নিচের বায়ু-
Ο ক) উত্তপ্ত ও হালকা হয়
Ο খ) উত্তপ্ত ও ঘন হয়
Ο গ) ঠান্ডা ও হালকা হয়
Ο ঘ) ঠান্ডা ও ঘন হয়
সঠিক উত্তর: (ক)
১১৬. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে-
i. বিভেদ তল দর্পণের ন্যায় আচরণ করে
ii. কোন প্রতিসৃত রশ্মি পাওয়া যায় না
iii. আপতন কোণ<প্রতিফলন কোণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১১৭. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত হচ্ছে-
i. আলোক রশ্মিকে ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে আপতিত হতে হবে
ii. আপতন কোণ ক্রান্তিকোণের চেয়ে ছোট হতে হবে
iii. আপতন কোণ ক্রান্তিকোণের চেয়ে বড় হতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১১৮. কোনো লেন্সের অভিসারী বা অপসারী করার সামর্থ্যকে কী বলা হয়?
Ο ক) ফোকাস
Ο খ) মেরু
Ο গ) ক্ষমতা
Ο ঘ) অক্ষ
সঠিক উত্তর: (গ)
১১৯. লেন্সে বিম্ব বিবর্ধিত হয় যখন লক্ষ্যবস্তু থাকে-
i. 2F এর বাইরে
ii. F ও 2F এর মাঝে
iii. F ও আলোক কেন্দ্রের মাঝে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১২০. অসীম দূরত্বে উত্তল লেন্সের সামনে রাখা একটি বস্তুর প্রতিবিম্ব-
i. বাস্তব ও উল্টো হবে
ii. অত্যন্ত খর্বিত হবে
iii. বক্রতার কেন্দ্রে অবস্থিত হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২১. কোন লেন্সের মধ্যভাগ পুরু ও প্রান্তভাগ পাতলা?
Ο ক) ক্ষীণ মধ্য লেন্স
Ο খ) অবতল লেন্স
Ο গ) উত্তল লেন্স
Ο ঘ) অপসারী লেন্স
সঠিক উত্তর: (গ)
১২২. একটি উত্তল লেন্সের প্রধান ফোকাসের দ্বিগুণ দূরত্বের বাইরে অবস্থিত একটি বস্তুর প্রতিবিম্ব হবে-
i. বাস্তব ও উল্টো
ii. খর্বিত
iii. প্রধান ফোকাসে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২৩. ক্ষীণদৃষ্টি সম্পন্ন ব্যক্তির চোখের-
i. নিকটতম বিন্দুর দূরত্ব 25cm
ii. দূরবিন্দুর দূরত্ব অসীম
iii. দূরবিন্দুর দূরত্ব অসীম থেকে খানিক সামনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১২৪. পানির গরম প্রতিসরণাঙ্ক 1.33। পানি থেকে বায়ুতে আলোকরশ্মি x0 আপতন কোণে আপতিত হলে তা মাধ্যমদ্বয়ের বিভেদতল ঘেঁষে নির্গত হয়। এক্ষেত্রে-
i. x=48.750
ii. i
iii. x= পানির ক্রান্তি কোণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১২৫. অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?
Ο ক) আলোর প্রতিসরণ
Ο খ) আলোর বিচ্ছুরণ
Ο গ) আলোর পূর্ণ অভ্যন্তরীন প্রতিফলন
Ο ঘ) আলোর সমাবর্তন
সঠিক উত্তর: (গ)
১২৬. অপটিক্যাল ফাইবার ব্যবহার হয়-
i. ডাটা ট্রান্সফার করতে
ii. যোগাযোগ ও ইন্টারনেট ব্যবস্থায়
iii. মহাকাশ গবেষণায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১২৭. দৃষ্টিক্রটি দূর করার জন্য কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) উত্তল দর্পণ
Ο খ) অবতল দর্পণ
Ο গ) সমতল দর্পণ
Ο ঘ) উত্তল লেন্স
সঠিক উত্তর: (ঘ)
১২৮. নিচের কোনটির কারণে দূরদৃষ্টি ক্রটি দেখা দেয়-
Ο ক) চোখের অভিসারী লেন্সের ক্ষমতা বেড়ে গেলে
Ο খ) চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে গেলে
Ο গ) অক্ষি গোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে
Ο ঘ) চোখের অভিসারী ক্ষমতা কমে গেলে
সঠিক উত্তর: (ঘ)
১২৯. চোখের কোটরের মধ্যে অবস্থিত গোলাকার অংশকে কী বলা হয়?
Ο ক) কর্নিয়া
Ο খ) শ্বেতমন্ডল
Ο গ) অক্ষিগোলক
Ο ঘ) আইরিশ
সঠিক উত্তর: (গ)
১৩০. অশ্রু বলতে কোনটিকে বোঝায়?
Ο ক) অ্যাকুয়াম হিউমার
Ο খ) শ্বেতমন্ডল
Ο গ) আইরিস
Ο ঘ) কৃষ্ণমন্ডল
সঠিক উত্তর: (ক)
১৩১. ক্রান্তি কোণের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত হয়?
Ο ক) 450
Ο খ) 00
Ο গ) 300
Ο ঘ) 900
সঠিক উত্তর: (ঘ)
১৩২. অপটিক্যাল ফাইবার তৈরী হয়-
i. সরু কাঁচের দীর্ঘ তন্তু দ্বারা
ii. সরু প্লাস্টিকের দীর্ঘ ফাইবার দ্বারা
iii. 1.7 প্রতিসরাঙ্কের ফাইবার দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩৩. রেটিনার উপর আলো পড়লে তাকে তড়িৎ প্রেরণায় পরিণত করে-
i. রড কোষ
ii. অ্যাকুয়াস হিউমার
iii. কোণ কোষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৩৪. অপসারী লেন্সকে কী বলা হয়?
Ο ক) ক্ষীণ মধ্য লেন্স
Ο খ) স্থূল মধ্য লেন্স
Ο গ) উত্তল লেন্স
Ο ঘ) অভিসারী লেন্স
সঠিক উত্তর: (ক)
১৩৫. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে রাস্তার প্রতিবিম্বের সৃষ্টি হলে ফলে হয়-
i. রাস্তাটি ভেজা
ii. রাস্তাটি চকচকে
iii. রাস্তাটি অমসৃণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩৬. -4D ক্ষমতাসম্পন্ন লেন্সের ফোকাস দূরত্ব হবে-
i. 25 cm
ii. -25 cm
iii. -0.25 m
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৩৭. সকল অবাস্তব দূরত্ব-
Ο ক) সদ
Ο খ) ধনাত্মক
Ο গ) অপসারী
Ο ঘ) ঋণাত্মক
সঠিক উত্তর: (ঘ)
১৩৮. কোনটিতে উল্টো প্রতিবিম্ব গঠিত করে?
Ο ক) সমতল দর্পণ
Ο খ) অবতল লেন্স
Ο গ) অপসারী লেন্স
Ο ঘ) উত্তল লেন্স
সঠিক উত্তর: (ঘ)
১৩৯. চোখের দৃষ্টির ক্রটি কয় প্রকারের?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ঘ)
১৪০. অপটিক্যাল ফাইবার এর মধ্যে দিয়ে সংকেত সঞ্চালনকালে নিচের কোন ঘটনাটি ঘটবে?
Ο ক) আলোর প্রতিসরণ
Ο খ) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
Ο গ) আংশিক প্রতিফলন
Ο ঘ) প্রতিফলন এবং প্রতিসরণ
সঠিক উত্তর: (খ)
১৪১. আলোর প্রতিসরণের কারণ কোনটি?
Ο ক) আলো সরল রেখায় চলে
Ο খ) আলোর বেগ বেশি
Ο গ) ভিন্ন মাধ্যমে আলোর বেগ ভিন্ন
Ο ঘ) আলো তরঙ্গাকারে চলে
সঠিক উত্তর: (গ)
১৪২. দুটি মাধ্যমের বিভেদতল কখন দর্পণের মত আচরণ করে?
Ο ক) i<θc হলে
Ο খ) i=θc হলে
Ο গ) i>θc হলে
Ο ঘ) sin i<θc হলে
সঠিক উত্তর: (গ)
১৪৩. আলোক রশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রতিসৃত হওয়ার সময় আপতন কোণ সংকট কোণ অপেক্ষা বড় হলে কোনটি প্রযোজ্য?
Ο ক) স্নেলের সূত্র
Ο খ) N=1/sinθc
Ο গ) i=r
Ο ঘ) প্রতিসরণের দ্বিতীয় সূত্র
সঠিক উত্তর: (গ)
১৪৪. +2d দ্বারা কোনটি বুঝায়?
Ο ক) লেন্সটি অবতল
Ο খ) লেন্সটির ফোকাস দূরত্ব 2 মিটার
Ο গ) লেন্সটির ফোকাস দূরত্ব 5 সে.মি.
Ο ঘ) লেন্সটির ফোকাস দূরত্ব 50 সে.মি.
সঠিক উত্তর: (ঘ)
১৪৫. একগুচ্ছ অপটিক্যাল ফাইবারকে কী বলা হয়?
Ο ক) আলোক রশ্মি
Ο খ) লেন্স
Ο গ) আলোক নল
Ο ঘ) আলোক দর্পণ
সঠিক উত্তর: (গ)
১৪৬. বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাংক 1.52। বায়ুতে আলোর বেগ 3108ms-1 হলে-
i. বায়ুতে আলোর বেগ কাচ অপেক্ষা বেশি
ii. কাঁচের আলোকীয় ঘনত্ব বায়ু অপেক্ষা বেশি
iii. কাঁচে আলোর বেগ 1.97108ms-1
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪৭. কোনটি চোখের উপাদান নয়?
Ο ক) রেটিনা
Ο খ) আইভ্রু
Ο গ) অ্যাকুয়াস হিউমার
Ο ঘ) চোখের লেন্স
সঠিক উত্তর: (খ)
১৪৮. নীচের কোনটি কাছের বস্তু দেখার কিন্তু দূরের বস্তু না দেখার ক্রটি নয়-
Ο ক) ক্ষীণ দৃষ্টি
Ο খ) হ্রস্ব দৃষ্টি
Ο গ) মাইওপিয়া
Ο ঘ) হাইপারমেট্টোপিয়া
সঠিক উত্তর: (ঘ)
১৪৯. স্নেলের সূত্রের সঠিক রূপ কোনটি?
Ο ক) sin r/sin i
Ο খ) sin i/sin r
Ο গ) p=1/f
Ο ঘ) sinθc/r
সঠিক উত্তর: (খ)
১৫০. ২৯৬.দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তির-
i. চোখের নিকট বিন্দু দূরত্ব 25cm
ii. চোখের দূরত্ব বিন্দু দূরত্ব অসীম
iii. চোখের নিকট বিন্দুর দূরত্ব 25cm হতে একটু সামনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Physics