এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৯: আলোর প্রতিসরণ (২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৯: আলোর প্রতিসরণ (২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. আইরিস সম্পর্কিত সঠিক বাক্য হল-
i. আইরিসের জন্য মানুষের চোখের রং বিভিন্ন হয়
ii. আইরিস চোখের লেন্সের উপর আপতিত আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে
iii. আইরিস কর্নিয়ার পেছনে অবস্থিত অস্বচ্ছ পর্দা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫২. সকল বাস্তব দূরত্ব-
Ο ক) মিটার
Ο খ) সেন্টিমিটার
Ο গ) রেডিয়ান
Ο ঘ) ডাইঅপ্টার
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৩. কর্নিয়ার বাহ্যিক গঠন কীরূপ?
Ο ক) সমতল
Ο খ) উত্তল
Ο গ) অবতল
Ο ঘ) উভাবতল
 সঠিক উত্তর: (খ)

 ৫৪. ৩৬৪. কোনো লেন্সের ফোকাস দূরত্ব-0.1m হলে, ক্ষমতা কত?
Ο ক) 10D
Ο খ) -10D
Ο গ) 20D
Ο ঘ) -20D
 সঠিক উত্তর: (খ)

 ৫৫. গ্যালিলিও দুরবীক্ষণে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) উত্তল লেন্স
Ο খ) অবতল লেন্স
Ο গ) উত্তল দর্পণ
Ο ঘ) অবতল দর্পণ
 সঠিক উত্তর: (খ)

 ৫৬. একটি চশমার লেন্সের ক্ষমতা +dd এর অর্থ-
i. লেন্সটির ফোকাস দূরত্ব 25cm
ii. চশমাটি হাইপারমেট্টোপিয়া ক্রটির ক্ষেত্রে ব্যবহৃত হয়
iii. লেন্সটি একটি ক্ষীণমধ্য লেন্স
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৫৭. আলোর প্রতিসরণ ধর্মকে ব্যবহার করা হয়েছে-
i. অপটিক্যাল ফাইবারে
ii. মাইক্রোস্কোপে
iii. টেলিস্কোপে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৮. বায়ুর প্রতিসরাংক কত?
Ο ক) 1.33
Ο খ) 1.52
Ο গ) 1
Ο ঘ) 1.538
 সঠিক উত্তর: (গ)

 ৫৯. কোন প্রতিফলনে প্রতিফলিত রশ্মির তীব্রতা বেশি হয়?
Ο ক) নিয়মিত
Ο খ) অনিয়মিত
Ο গ) ব্যাপ্ত
Ο ঘ) পূর্ণ অভ্যন্তরীণ
 সঠিক উত্তর: (ঘ)

 ৬০. কোনটির প্রতিসরণাঙ্ক 1.333?
Ο ক) হীরক
Ο খ) কাঁচ
Ο গ) পানি
Ο ঘ) বরফ
 সঠিক উত্তর: (গ)

 ৬১. অভিসারী লেন্সেকে কি বলা হয়?
Ο ক) ক্ষীণ মধ্যলেন্স
Ο খ) স্থূল মধ্য বা উত্তল লেন্স
Ο গ) অবতল লেন্স
Ο ঘ) অপসারী লেন্স
 সঠিক উত্তর: (খ)

 ৬২. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে-
i. মরীচিকার সৃষ্টি হয়
ii. অপটিক্যাল ফাইবারের সাহায্যে সংকেত প্রেরণ করা যায়
iii. দর্পণে চেহারা দেখা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৬৩. অবতল লেন্সের বৈশিষ্ট্য-
i. মধ্যভাগ পাতলা
ii. প্রান্ত ক্রমশ পুরু
iii. নির্গত রশ্মিকে অভিসারী করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৬৪. লেন্স চিহ্নের প্রথায় ধনাত্মক হচ্ছে-
i. উত্তল লেন্সের ক্ষমতা
ii. অবতল লেন্সের ফোকাস দূরত্ব
iii. উত্তল লেন্সের ফোকাস দূরত্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৬৫. অক্ষিগোলক সম্পর্কে প্রযোজ্য-
i. এটি প্রায় গোলাকার
ii. এটি চক্ষু কোটরে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ঘুরতে পারে
iii. এটি চোখের আকৃতি ঠিক রাখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৬৬. চক্ষু লেন্সের উপর আপতিত আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে কোনটি?
Ο ক) আইরিস
Ο খ) রেটিনা
Ο গ) কর্নিয়া
Ο ঘ) চোখের পাতা
 সঠিক উত্তর: (ক)

 ৬৭. লেন্সের ক্ষমতা কম হলে ফোকাস দূরত্ব হবে-
Ο ক) বেশী
Ο খ) কম
Ο গ) সমান
Ο ঘ) কোনটিই নয়
 সঠিক উত্তর: (ক)

 ৬৮. আলোক নল-
i. আলট্রাসনোগ্রাম করতে ব্যবহৃত হয়
ii. পাকস্থলীর দেয়াল পরীক্ষা করতে ব্যবহৃত হয়
iii. একগুচ্ছ অপটিক্যাল ফাইবারের সমষ্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৬৯. প্রতিসরণের ক্ষেত্রে হতে পারে-
i. i>r
ii. r>i
iii. r=i
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৭০. ঘন মাধ্যমের ভিতরে রাখা কোনো বস্তুকে হালকা মাধ্যম থেকে দেখলে এর প্রতিবিম্ব কোথায় হবে?
Ο ক) উপরের দিকে উঠে আসবে
Ο খ) নিচের দিকে সরে যাবে
Ο গ) একই জায়গায় থাকবে
Ο ঘ) পাশে সরে যাবে
 সঠিক উত্তর: (ক)

 ৭১. অক্ষিগোলকের সামনে ও পিছনের অংশ-
Ο ক) চ্যাপ্টা
Ο খ) সমতল
Ο গ) উত্তল
Ο ঘ) অবতল
 সঠিক উত্তর: (ক)

 ৭২. নিচের কোনটি বর্ণ সংবেদনশীল?
Ο ক) রড
Ο খ) আইরিশ
Ο গ) কোণ
Ο ঘ) শ্বেতমন্ডল
 সঠিক উত্তর: (গ)

 ৭৩. আলোক কেন্দ্র দিয়ে গমনকারী রশ্মির ক্ষেত্রে-
i. আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান হয়
ii. আপতিত নির্গত রশ্মি সমান্তরাল হয়
iii. নির্গত রশ্মি সোজাসুজি গমন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৭৪. স্থূলমধ্য লেন্সের-
i. মধ্যভাগ মোট
ii. প্রান্তভাগ মোটা
iii. প্রান্তভাগ সরু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৭৫. কোন ক্রুটিগ্রস্থ চোখ কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না?
Ο ক) দীর্ঘদৃষ্টি
Ο খ) হ্রস্বদৃষ্টি
Ο গ) নকুলান্ধতা
Ο ঘ) বর্ণান্ধতা
 সঠিক উত্তর: (ক)

 ৭৬. চক্ষু লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য-
i. এটি চোখের আকৃতি প্রদান করে
ii. এটি নিজের আকার পরিবর্তন করতে পারে
iii. দূরের বা কাছের জিনিস দেখার জন্য চক্ষু লেন্সের ফোকাস দূরত্বের পরিবর্তন করতে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৭৭. আপতন কোণ ও ক্রান্তি কোণের মধ্যে সম্পর্ক হল-
Ο ক) i = θc
Ο খ) i > θc
Ο গ) i < θc
Ο ঘ) i ≤ θc
 সঠিক উত্তর: (গ)

 ৭৮. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে-
i. প্রতিফলনের নিয়ম মেনে চলে
ii. প্রতিফলিত রশ্মির তীব্রতা বেশি
iii. ক্রান্তিকোণ আপতন কোণ অপেক্ষা বড়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৭৯. পানি সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক 0.75 হলে পানির প্রতিসরণাঙ্ক হবে-
i. 0.75
ii. 1.33
iii. 7510-2
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৮০. চোখ সকল বর্ণকে ধারণ করে- i. নীল বর্ণে ii. লাল বর্ণে iii. সবুজ বর্ণে নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮১. অভিসারী লেন্সের মত কাজ করে-
i. রেটিনা
ii. চোখের লেন্স
iii. অ্যাকুয়াস হিউমার ও ভিট্রিয়াস হিউমার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮২. কর্নিয়ার পেছনের অংশের নাম কী?
Ο ক) অক্ষিস্নায়ু
Ο খ) রেটিনা
Ο গ) আইরিস
Ο ঘ) তারারন্ধ্র
 সঠিক উত্তর: (গ)

 ৮৩. কোণ কয় ধরনের?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
 সঠিক উত্তর: (খ)

 ৮৪. লক্ষ্যবস্তু অসীমে হলে এর প্রতিবিম্বের আকৃতি কিরূপ হবে?
Ο ক) খর্বিত
Ο খ) আকারে সমান
Ο গ) বিবর্ধিত
Ο ঘ) অত্যন্ত খর্বিত
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৫. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে প্রতিফলিত রশ্মি-
Ο ক) ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়
Ο খ) ঘন মাধ্যম থেকে ঘন মাধ্যমেই ফিরে আসে
Ο গ) হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়
Ο ঘ) হালকা মাধ্যম থেকে হালকা মাধ্যমেই ফিরে আসে
 সঠিক উত্তর: (খ)

 ৮৬. আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যায় তখন-
i. আলোর প্রতিফলন হয়
ii. আলোর প্রতিসরণ হয়
iii. কিছু আলো মাধ্যম কর্তৃক শোষিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৭. হালকা মাধ্যম যদি বায়ু হয় এবং মন মাধ্যমের প্রতিসরণাঙ্ক n ও ক্রান্তি কোণ θc হয় তবে নিচের কোন সম্পর্কটি সঠিক?
Ο ক) n=sinθc
Ο খ) sinθc=1/n
Ο গ) n=1/tanθc
Ο ঘ) n=θc
 সঠিক উত্তর: (খ)

 ৮৮. মানব দেহের পাকস্থলী অপটিক্যাল ফাইবারের সাহায্যে কোন প্রক্রিয়ায় দেখা যায়?
Ο ক) ই সি জি
Ο খ) আল্ট্রসোনোগ্রাফী
Ο গ) এক্স-রে
Ο ঘ) এন্ডোস্কোপি
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৯. কোনটির রং বিভিন্ন লোকের ক্ষেত্রে বিভিন্ন হয়?
Ο ক) শ্বেতমন্ডল
Ο খ) অক্ষিগোলক
Ο গ) কৃষ্ণমন্ডল
Ο ঘ) আইরিস
 সঠিক উত্তর: (ঘ)

 ৯০. উত্তল লেন্সের ক্ষেত্রে গঠিত বিম্ব-
i. সোজা ও বিবর্ধিত হয়
ii. উল্টা ও খর্বিত হয়
iii. সমান ও সদ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯১. কোন মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি?
Ο ক) পানি
Ο খ) বায়ু
Ο গ) কাঁচ
Ο ঘ) বরফ
 সঠিক উত্তর: (খ)

 ৯২. আলোক রশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রতিসূত হলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের সম্পর্ক কোনটি?
Ο ক) আপতন কোণ=প্রতিসরণ কোণ
Ο খ) প্রতিসরণ কোণ>আপতন কোণ
Ο গ) আপতন কোণ>প্রতিসরণ কোণ
Ο ঘ) প্রতিসরণ কোণ=1/আপতন কোণ
 সঠিক উত্তর: (খ)

 ৯৩. কর্নিয়ার পিছনে অবস্থিত অস্বচ্ছ পাতলা পর্দাটির নাম কী?
Ο ক) চক্ষু লেন্স
Ο খ) কর্নিয়া
Ο গ) আইরিস
Ο ঘ) রেটিনা
 সঠিক উত্তর: (গ)

 ৯৪. বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের ক্রান্তি কোণ 450 হলে ঐ মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক কত হবে?
Ο ক) √3
Ο খ) 1/√2
Ο গ) √2
Ο ঘ) 1/√3
 সঠিক উত্তর: (গ)

 ৯৫. রেটিনা ও মস্তিষ্ক সংযোগকারী স্নায়ুগুলোর নাম কী?
Ο ক) রড ও কোণ
Ο খ) অকুলোমটর
Ο গ) অলফ্যাক্টরী
Ο ঘ) শ্রবণস্নায়ু
 সঠিক উত্তর: (ক)

 ৯৬. স্বাভাবিক চোখের দূর বিন্দু হচ্ছে-
Ο ক) চোখ হতে অসীম দূরে
Ο খ) চোখ হতে 25cm দূরে
Ο গ) চোখ হত 50cm দূরে
Ο ঘ) চোখ হতে সসীম দূরে
 সঠিক উত্তর: (ক)

 ৯৭. লেন্সের বক্রতার কেন্দ্রদ্বয়ের সংযোগকারী সরলরেখাকে কী বলে?
Ο ক) ফোকাস
Ο খ) বক্রতার কেন্দ্র
Ο গ) আলোক কেন্দ্র
Ο ঘ) প্রধান অক্ষ
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৮. লেন্সের ক্ষমতা -4D বলতে বোঝায়-
i. লেন্সটি অবতল
ii. লেন্সটি প্রধান অক্ষের 25cm দূরের কোন বিন্দু থেকে অপসৃত হচ্ছে
iii. লেন্সটি প্রধান অক্ষের 4m দূরের কোন বিন্দু থেকে অপসৃত হচ্ছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৯৯. রেটিনা যে সকল স্নায়ুতন্তু দ্বারা গঠিত তার নাম কী?
Ο ক) রড ও কোন
Ο খ) সিলিয়ারি
Ο গ) সাসপেন্সরি
Ο ঘ) অশ্রু
 সঠিক উত্তর: (ক)

 ১০০. মাছের অ্যাকুরিয়ামে আলোর কোন ঘটনা লক্ষ্য করা যায়?
Ο ক) সমাবর্তন
Ο খ) বিচ্ছুরণ
Ο গ) ব্যতিচার
Ο ঘ) প্রতিসরণ
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post